শুরু হোক রোজভ্যালির টাকা ফেরানোর প্রক্রিয়া! দাবি বিনিয়োগকারী ও কর্মী ফোরামের


হাইকোর্টের নির্ধারিত পদ্ধতিতে টাকা ফেরানোর দাবিতে সরব হল রোজভ্যালি ফিল্ড এমপ্লয়িজ ইউনিয়ন অ্যান্ড ইনভেস্টরস ফোরাম। পুজোর আগেই বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে কিংবা বাজেয়াপ্ত করা টাকা ফেরানোর প্রক্রিয়া শুরুর দাবি করা হয়েছে সংগঠনের তরফ থেকে।


কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৫-র ১১ মে অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠিত হয়েছিল। পরে ২০১৭-র ১৪ ডিসেম্বর তার পুনর্গঠন করা হয়। পদ্ধতি চলছে অনেকদিন ধরে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এমনটাই অভিযোগ রোজভ্যালি এমপ্লয়িজ ইউনিয়ন অ্যান্ড ইনভেস্টরস ফোরামের।

ফোরামের অভিযোগ, দীর্ঘদিন টাকা আটকে থাকায় অনেকের বাড়ি বিয়ের মতো অনুষ্ঠান পিছিয়ে যাচ্ছে। চিকিৎসাও বাধা পাচ্ছে অনেকের।

দাবি জানানোর এবং তা নিষ্পত্তির জন্য অনলাইন ব্যবস্থা চালুরও দাবি করা হয়েছে ফোরামের তরফে। নিয়ম করে অভিযোগ নিষ্পত্তির জন্য অনলাইন ব্যবস্থা জরুরি বলেও দাবি করা হয়।

যেসব সম্পত্তি কিংবা টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, তা থেকে এই প্রক্রিয়া শুরু করার দাবি করা হয়েছে ফোরামের তরফে।