Posts

Showing posts from June 7, 2018

যৌনাঙ্গ দিয়ে কিশোরীকে অশ্লীল-স্পর্শ‚ মজুত ভিডিও‚ পুলিশ খুঁজছে বিকৃতকামীকে

Image
হেদুয়ায় বাসে স্বমেহনকাণ্ডে রাতারাতি গ্রেফতার করা হয়েছে দোষীকে | প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ | তাদের ফেসবুক পেজে স্বমেহনরত প্রৌঢ়ের ভিডিও পোস্ট করেছিলেন ভুক্তভোগী তরুণী | কোনও লিখিত অভিযোগ ছাড়াই শুধু ওই তরুণীর ভিডিওর ভিত্তিতে গ্রেফতার করা হয় দোষী প্রৌঢ়কে | প্রায় সেরকমই ঘটনা আবার | এ বার ভিডিও রেকর্ড করেছে অন্য কেউ | ক্লিপিংসে দেখা যাচ্ছে মেলায় দাঁড়িয়ে আছে এক কিশোরী | পাশে মা বা কোনও অভিভাবিকা | গোলাপি সালোয়ার কামিজ পরা কিশোরীর পিছনে দাঁড়িয়ে এক মাঝবয়সী | সে এদিক ওদিক দেখে সুযোগ বুঝে নিজের যৌনাঙ্গ কিশোরীর দেহে স্পর্শ করাচ্ছে | কেউ দেখছে না বলে একাধিকবার করতেই থাকে এই কুকর্ম | ভিডিওতেই দেখা যাচ্ছে শেষে আর না পেরে কিশোরী তার পাশে অভিভাবিকাকে বলছে তার অভিজ্ঞতা | এরপর তারা দুজনে জায়গা বদল করে | কিশোরীর জায়গায় আসে অভিভাবিকা | তারপর আর সুবিধে করতে পারেনি ওই বিকৃতকামী | সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভিডিওটি | নেটিজেনরা বলছেন এটি চুঁচুড়ায় একটি মেলা | কিন্তু সেইসঙ্গে তাঁরা দ্বিধাবিভক্ত | কেউ কেউ বলছে‚ যে মোবাইলে রেকর্ড করছিল সে নিজে কেন প্রতিবাদ করল না ? সোশ্যাল মিডিয়ায় আপলোড করার আগে তো প্রতিবাদট

ওয়াসিম নিজের স্ত্রীকে অন্যের সঙ্গে শুতে বাধ্য করেছিলেন, দাবি রেহাম খানের

Image
ফের সংবাদ শিরোনামে ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান | তাঁর বিরুদ্ধে এ বার একসঙ্গে আইনি নোটিস পাঠালেন চারজন | অভিযোগকারীদের মধ্যে আছেন রেহামের প্রাক্তন স্বামী ডক্টর লিয়াজ রেহাম ও প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রামও | কারণ রেহাম তাঁর আসন্ন বইয়ে তাঁদের যৌনজীবন নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি লিখেছেন বলে অভিযোগ | বাকি দুই অভিযোগকারী হলেন একজন ব্রিটিশ ব্যবসায়ী‚ সৈয়দ জুলফিকার বুখারি এবং ইমরানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের মিডিয়া কন্ডাক্টর আনিলা খোয়াজা | চারজনেরই অভিযোগ রেহাম তাঁদের ভাবমূর্তি কালিমালিপ্ত করেছেন | বই প্রকাশিত হয়নি | তবে সম্প্রতি অনলাইনে পাণ্ডুলিপি বেরিয়ে গেছে | অনলাইনে লিক হয়ে যাওয়া বইয়ের ৪০২ এবং ৫৭২ নম্বর পৃষ্ঠায় দেখা যাচ্ছে চাঞ্চল্যকর দাবি | রেহামের দাবি‚ বিগত স্ত্রীর উপর পৈশাচিক অত্যাচার চালাতেন আক্রাম | তাঁর নির্দেশে নাকি একজন কৃষ্ণাঙ্গ পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে হতো আক্রামের প্রথম স্ত্রী হুমা মুফতিকে | সেটা তারিয়ে তারিয়ে উপভোগ করতেন প্রাক্তন পেসার | হুমাকে ওয়াসিম আক্রাম বিয়ে করেন ১৯৯৫ সালে | দুই ছেলে এবং স্বামীকে রেখে হুমা মারা যান ২০০৯ সালে | চেন্নাইয়ের এক নামী হাসপাতালে

খড়গপুরে পুলিশের গুলিতে মৃত্যু সহকর্মীর

Image
খড়গপুর: যাঁদের দায়িত্ব জনতাকে রক্ষা করার সেই পুলিশই খোদ থানা চত্বরে গুলিতে প্রাণ হারালেন৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে 'মিনি ইন্ডিয়া' খড়গপুরে৷ নিহত পুলিশ কর্মীর নাম উত্তমকুমার দে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে খড়গপুর টাউন থানায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি খুন বা আত্মহত্যার ঘটনা নয়৷ নিজের সার্ভিস রিভলভার পরিষ্কার করতে গিয়ে কিংবা তা হয়তো হাত থেকে মাটিতে পড়ে গিয়েছিল, তুলতে গিয়েই অসাবধানতা বশত: হয়তো ট্রিগারে চাপ পডে় যায়৷ তারই জেরে নিজের সার্ভিস রিভলভারের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর৷   খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া৷ তিনি বলেন, ''নিজের সার্ভিস রিভলভার পরিষ্কার করতে গিয়ে তা সম্ভবত মাটিতে পড়ে গিয়েছিল৷ তুলতে গিয়েই অসাবধানতা বশত: হয়তো ট্রিগারে চাপ পড়ে গুলিতে মৃত্যু হয়েছে তাঁর৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে এবিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷'' পুলিশ সূত্রের খবর, উত্তমবাবু খড়গপুর টাউন থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন৷ এদিন সকালে তিনি থানায় ডিউটিতে এসেছিলেন। সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে৷ থানার ভিতর

বিসিসিআই-এর বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন বিরাট কোহলি, হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধানা

Image
নয়াদিল্লি: গত দুই মরসুমে অসাধারণ ফর্মের জন্য বিসিসিআই-এর বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। মহিলাদের বর্ষসেরার পুরস্কার পাচ্ছেন হরমনপ্রীত কউর ও স্মৃতি মন্ধানা। মরণোত্তর কর্নেল সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রয়াত পঙ্কজ রায়। জগমোহন ডালমিয়া ট্রফি দেওয়া হবে অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী ও উইকেটশিকারী এবং মহিলাদের জুনিয়র ও সিনিয়র স্তরে সেরা ক্রিকেটারকে। আজ বিসিসিআই-এর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, 'গত দুই মরসুমে (২০১৬-১৭ ও ২০১৭-১৮) বিস্ময়কর খেলার জন্য ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পলি উমরিগড় পুরস্কার দেওয়া হবে। ১২ জুন বেঙ্গালুরুতে বিসিসিআই-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিরাটের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।' ২০১৬-১৭ মরসুমে ১৩টি টেস্টে ১,৩৩২ রান করেছিলেন বিরাট। গড় ছিল ৭৪। এই মরসুমে ২৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৮৪.২২ গড়ে তিনি ১,৫১৬ রান করেন। ২০১৭-১৮ মরসুমে ৬টি টেস্টে ৮৯.৬ গড়ে তাঁর মোট রান ৮৯৬। এই মরসুমে একদিনের আন্তর্জাতিকে তা

ইসরোকে আরও ১০,০০০ কোটি বরাদ্দ দিল কেন্দ্র

Image
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোকে ১০,০০০ কোটি টাকা বরাদ্দ মঞ্জুর করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। গবেষণার পাশাপাশি মহাকাশযান উত্ক্ষেপণের জন্য এই বরাদ্দ দিল সরকার।  উপগ্রহ উত্ক্ষেপণে গোটা বিশ্বের অন্যতম ভরসা ইসরো। কম খরচে কক্ষে উপগ্রহ স্থাপনে ইসরোর দক্ষতার জুড়ি মেলা ভার। লাগাতার গবেষণার মাধ্যমে উত্ক্ষেপণ ক্ষমতা ক্রমশ বাড়াচ্ছ ভারতীয় মহাকাশ সংস্থা। এই পরিস্থিতিতে পরবর্তী ৩০টি উত্ক্ষেপণের জন্য ইসরোকে বরাদ্দ দিয়েছে সরকার। এছাড়া এই টাকায় জিএসএলভি মার্ক ৩ ও পিএসএলভি-র গবেষণার কাজ এগিয়ে নিয়ে যাবে ইসরো। বর্তমানে ভারী উপগ্রহ উত্ক্ষেপণের জন্য ফরাসি মহাকাশ সংস্থার সাহায্য নিতে হয় ইসরোকে। রকেটের ক্ষমতা বাড়িয়ে সেই নির্ভরতা কাটাতে চায় ইসরো।

নবম শ্রেণীর ছাত্রীকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ কালনায়।

Image
বর্ধমান: ছাত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ অভিযুক্তের নাম প্রদ্যুত বিশ্বাস (৪২)৷ ওই ব্যক্তিকে সাহায্য করার অভিযোগ অভিযুক্তর ভাই স্বপন বিশ্বাসের বিরুদ্ধেও৷ কালনার পূর্বস্থলীর নতুন দামপাল গ্রামের ঘটনা৷ পুলিশ সূত্রে খবর, স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণীর ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয় অভিযুক্ত৷ তাতে ওই ছাত্রী রাজি না হওয়ায় তার বাড়ির সামনে থেকে একা পেয়ে জোর করে তুলে নিয়ে যায় অভিযুক্ত ও তার ভাই৷ অভিযুক্তের নিজের মুদির দোকানের পাশের একটি ফাঁকা ঘরে ওই ছাত্রীকে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে৷ এমনকি ছাত্রীকে ধর্ষণের সময় যাতে কেউ বাধা না দেয় তার জন্য বাড়ির বাইরে থেকে দরজা আটকে দেয় অভিযুক্তর ভাই৷ চিৎকার করলে ছাত্রীকে প্রাণে মারার হুমকিও দেয় প্রদ্যুৎ৷ প্রাণভয়ে মুখ বন্ধ রাখে ধর্ষিতা৷ প্রাণের হুমকি দিয়ে এই ভাবে পাঁচ মাস ধরে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করতে থাকে অভিযুক্ত৷ পরিবারের সহায়তায় পূর্বস্থলী থানায় অভিযুক্ত দুই দাদা ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নির্যাতিতা৷ এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা৷ পুলিশের কাছে ঘটনাটির দ্রুত তদন্ত চেয়ে অভিযুক্তদের গ্রেফতা

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে খুন, কৃষ্ণনগরে !

Image
কৃষ্ণনগর: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পঁচিশ বছরের এক যুবককে পিটিয়ে মারল পাশের পাড়ার বেশ কয়েক জন। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের কালীনগর এলাকায়। নিহত যুবক বাপি মালাকারের (২৫)। অপরাধ, ভাগ্নি-সহ অল্পবয়সি কিছু মেয়েকে ইভটিজারদের হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন ওই যুবক। তাতেই ক্ষিপ্ত হয়ে ওই যুবকের দল পিটিয়ে মারল বাপিকে। এই ঘটনার জেরে মঙ্গলবার রাতভর পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। বাসিন্দারা জানিয়েছেন, রবিবার রাতে এলাকায় লোকনাথ পুজোর অনুষ্ঠান চলছিল। অভিযোগ, সেই অনুষ্ঠান চলাকালীন কয়েক জন যুবক বাপির ভাগ্নি ও বেশ কয়েকটি মেয়েকে অনেকক্ষণ ধরে উত্ত্যক্ত করছিল। বিষয়টি দেখার পর বাপি প্রতিবাদ করেন। ওই রাতেই অভিযুক্তেরা বাপিকে হুমকি দিয়ে চলে যায়। সোমবার রাতে বাপিকে একা পেয়ে অভিযুক্তেরা তাঁর উপরে চড়াও হয়। চলে বেধড়ক মারধর। আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীদলটি। গুরুতর আহত বাপি মালাকারকে তড়িঘড়ি স্থানীয় শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি করা হয়। সেখানে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তর করা হয়। তবে কলকাতা পৌঁছানোর আগে পথেই মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনার প্রতিবাদে

গ্রাহকদের এক লাখ ফ্রি রাইড দিচ্ছে ওলা

Image
শহুরে যানজট এবং পরিবেশ দূষণের মোকবিলায় শেয়ার ক্যাবের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ওলা। এই অ্যাপ ভিত্তিক ক্যাব সংস্থা ফের শুরু করেছে তাদের #FarakPadtaHai আন্দোলন। এই ক্যাম্পেনের অংশ হিসেবে কলকাতা-সহ দেশের সব বড় শহরে নিখরচায় ১ লক্ষ শেয়ার রাইড দিচ্ছে ওলা। ৫ থেকে ৮ জুন পর্যন্ত চলবে এই ক্যাম্পেন।  একজনের জন্য গোটা একটা ক্যাব ভাড়া না করে শেয়ারের ট্যাক্সিতে চড়লে যেমন রাস্তায় অত্যধিক গাড়ির সংখ্যা কমানো যায়, তেমন কার্বন নিঃসরণ কমে নিয়ন্ত্রণে আসে পরিবেশ দূষণও। এই কারণেই শেয়ার ক্যাবের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে উদ্যোগ নিয়েছে ওলা। এই নিয়ে টানা দ্বিতীয় বছর #FarakPadtaHai স্লোগান চালু করল তারা। দেশের সাতটি বড় শহরে এই ক্যাম্পেনের অংশ হিসেবে এক লক্ষ ফ্রি শেয়ার রাইড দেবে এই অ্যাপ-ক্যাব সংস্থা। কলকাতা ছাড়াও আরও যে সমস্ত শহরে নিখরচায় ওলা চড়ার সুযোগ পাওয়া যাবে, সেগুলি হল - দিল্লি, মুম্বই পুনে, বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দরাবাদ। এই শহরগুলির মেট্রো স্টেশন, রেল স্টেশন এবং বাস স্টপ থেকে পাওয়া যাবে ফ্রি ওলা রাইডের সুযোগ।  কলকাতা এবং বেঙ্গালুরুতেই ওলার শেয়ার ক্যাবের প্রতি মানুষের আগ্রহ

স্বপ্নাদেশ কালী মন্দিরে নিজের গলায় কোপ স্নাতকোত্তর ছাত্রর!

Image
হরদোই: উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের পাশ্ববর্তী শহর হরদোই-তে অন্ধবিশ্বাসের চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। স্নাতকোত্তর স্তরের এক ছাত্রী কালী মন্দিরে নিজের গলায় ধারালো অস্ত্রের কোপ মারলেন। কালীর কাছ থেকে 'স্বপ্নাদেশ' পেয়ে তিনি এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে। চাঁদ বেহরা এলাকার বাসিন্দা সন্দীপ বর্মা এমএ-এর ছাত্র। হরদোইয়ের দেরাত কোতওয়ালি এলাকার একটি প্রাচীন মন্দিরে নিজের গলায় অস্ত্রের কোপ মারেন। হাসপাতালে পুলিশ ও চিকিত্সকদের কাছে ওই ছাত্র দাবি করেছেন যে, স্বপ্নে মা কালীর কাছ থেকে নিজের গলা কাটার আদেশ পেয়েছিলেন তিনি। মন্দিরে ধারালো অস্ত্র দিয়ে নিজের গলায় কোপ মারেন সন্দীপ। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন তিনি। চোখের সামনে এই ঘটনা দেখে মন্দিরে উপস্থিত অন্যান্য ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পুলিশকে ঘটনার কথা জানানো হয়। পুলিশ এসে জখম সন্দীপকে হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয় হাসপাতালের চিকিত্সকরা তাঁকে লখনউ-তে রেফার করেন। পড়াশোনা জানা এক তরুণের এ ধরনের কুসংস্কারপূর্ণ আচরণ সমগ্র এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

বাংলাদেশে বাড়ল দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়

Image
ঢাকা: বাড়তে চলেছে আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়৷ ইতিমধ্যেই ওই দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদনও দিয়েছে সরকার৷ এই নিয়ে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১০৩ টি৷ বর্তমানে ব্যবহারিকমূলক শিক্ষা ব্যবস্থায় বেশি আগ্রহী হয়ে উঠেছে ছাত্রছাত্রীরা৷ তাই বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও ক্রমাগত বেড়ে চলেছে৷ বরিশালের নবগ্রাম রোডে ট্রাস্ট ইউনিভার্সিটি এবং ঢাকার মহাখালীতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি স্থাপনের অনুমতি দিয়েছে সরকার৷ ৩ জুন বিশ্ববিদ্যালয় দুটির প্রতিষ্ঠাতাদের চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ৷ যা পরবর্তীকালে বুধবার প্রকাশ করা হয়েছে।   সূত্রের খবর অনুযায়ী, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ.কে.এম মোশারফ হোসাইন৷ অন্যদিকে ট্রাস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন কাজী শফিকুল আলম। যদিও এদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া সম্ভব হয়নি৷ তবে ২৩ টি শর্তে নতুন দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। যার মধ্যে কমপক্ষে ২৫ হাজার বর্গ ফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা বাড়ি থাকা আবশ্যক৷ অন্যদিকে, বিশ্ববিদ্যালয়

বিশ্বের প্রথম ‘হাসপাতাল ট্রেন’ চালু হচ্ছে ভারতে।

Image
চালু হচ্ছে বিশ্বের প্রথম 'হাসপাতাল ট্রেন'৷ সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকেই যোগীর রাজ্যে চালু হতে চলেছে নয়া এই রেল পরিষেবা৷ মূলত, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই হবে 'লাইফলাইন এক্সপ্রেস'-এর কাজ৷ চিকিৎসা পরিষেবা ছাড়াও ট্রেনটি দুরবর্তী এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার কাজেও এই বিশেষ ট্রেনটি ব্যবহার করা হবে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷ রেল সূত্রে খবর, ট্রেনটি ১৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বিভিন্ন রুটে চলাচল করবে৷ পরে উত্তরপ্রদেশের মির্জাপুরে বেশ কিছু গ্রামীণ এলাকায় পরিষেবা দেবে বলেও জানা গিয়েছে৷ মূলত, লাইফলাইন এক্সপ্রেসটি দরিদ্র মানুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে৷ ট্রেনের মধ্যে থাকবে বিশেষ একটি মেডিক্যাল টিম৷ ট্রেনের মধ্যে ছোটোখাটো অপারেশনসহ ক্যানসার আক্রান্ত রোগীর প্রাথমিক চিকিৎসাও করা সম্ভব৷ রোগীর পরিস্থিতি ভাল না হলে প্রযোজনে তাকে শহরে নিয়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে জানা গিয়েছে৷ প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে, গ্রামীণ এলাকায় পৌঁছে প্রায় এক মাস শিবির করে চিকিৎসা পরিষেবা দেবে ওই লাইফলাইন এক্সপ্রেস৷ সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা থেকে শুরু ক

ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় ৪৫০ জঙ্গি

Image
শ্রীনগর: অন্তত ৪৫০ জন জঙ্গি সীমান্তের ওপারে ভারতে অনুপ্রবেশের জন্য ওত পেতে বসে আছে৷ গোয়েন্দাদের সাম্প্রতিক গোপন রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷ রিপোর্ট পেয়ে উদ্বেগে স্বরাষ্ট্রমন্ত্রক৷ কেননা সামনেই শুরু হবে অমরনাথ যাত্রা৷ গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অমরনাথ যাত্রা বানচাল করতে জঙ্গি সংগঠনগুলি তৎপর হয়ে উঠেছে৷ সেই কারণে দলে দলে জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের ছক কষেছে সংগঠনগুলি৷ রিপোর্টে গোয়েন্দারা জানিয়েছেন, পাকিস্তানের জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তইবার জঙ্গিরা সীমান্তের ওপারে একাধিক সেক্টর থেকে ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় আছে৷ কোন কোন সেক্টর থেকে কতজন জঙ্গি অনুপ্রবেশ করতে পারে তার তালিকা ওই রিপোর্টে দেওয়া আছে৷ সব থেকে বেশি জঙ্গি ভিমবার গলি থেকে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা৷   জি মিডিয়াতে প্রকাশিত খবর অনুযায়ী গুরেজ সেক্টরে ২০ জন, মাছিল সেক্টরে ৫০ জন, কেরান সেক্টরে ৫৫ জন, তাংধর সেক্টরে ৬৫ জন, নওগাম সেক্টরে ৭ জন, উরি থেকে ৫০ জন, পুঞ্চ সেক্টর থেকে ৩৫ জন, ভিমবার গলি থেকে ১২০ জন, নৌসেরা ও রামপুর থেকে ৩০ জন জঙ্গি ভারতে অনুপ্রবেশের সুযোগ

দরিদ্রের সত্‍কারে অর্থ সাহায্যের পর দেহ বইলেন বিধায়ক!

Image
মানবিকতার নতুন নজির গড়লেন কংগ্রেস বিধায়ক রূপজ্যোতি কুর্মি (৪০)। দরিদ্রের মৃতদেহ সত্‍কারে শুধু টাকাই নয়, কাঁধে মরদেহ বহন করলেন তিনি।  ভোটে জেতার পরে প্রতিশ্রুতি পূর্ণ করেন না বলে রাজনীতিকদের বদনাম রয়েছে। ব্যতিক্রম অসমের জোরহাট জেলার মারিয়ানি কেন্দ্রের বিধায়ক রূপজ্যোতি। সম্প্রতি মারিয়ানি শহরের বাসিন্দা হতদরিদ্র দিলীপ দে মারা যান। এক বিশেষ শারীরিক ক্ষমতা সম্পন্ন তুতো বোন ছাড়া তাঁর পরিবারে কেউ নেই। আর্থিক অনটন ও জনবলের অভাবে মৃতের দেহ সত্‍কারে বাধা সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী রূপম গগই বিষয়টি বিধায়ক রূপজ্যোতিকে জানান। খবর পেয়ে এতটুকু সময় নষ্ট না করে সঙ্গীদের নিয়ে চিতা সাজিয়ে ফেলেন তিনি। তার পরে দিলীপের দেহ কাঁধে বয়ে নিয়ে শ্মশানে পৌঁছান বিধায়ক। দাহ শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানে অপেক্ষা করেন। ২০১৬ সালে মারিয়ানি থেকে প্রথম বার বিধায়ক নির্বাচিত হন রূপজ্যোতি। এর আগে ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন তাঁর মা রূপম কুর্মি, যিনি ঘটনাচক্রে অসমের প্রথম আদিবাসী স্নাতক হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন।  পর পর তিন বার মারিয়ানি কেন্দ্র থেকে নির্বাচিত রূপজ্যোতি কুর্মি সমাজকর্মী হিসেবে অত্যন্ত জনপ্রিয়। ২০১৭ সালের জ

বিশ্বে সবথেকে বেশি বেতন পান এই চাকুরীজীবী!

Image
বিশ্বের বড় বড় টেকনোলজি কোম্পানি, ব্যাংকিং সেক্টর হোক বা অন্যত্র ভারতীয়রা গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের নাম উজ্জ্বল করেছে বার বার৷ এর মধ্যে গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফট-এর সিইও সত্য নাদেলার নাম উল্লেখযোগ্য৷ আর এই তালিকায় যুক্ত হতে চলেছে নয়া এক নাম- নিকেশ অরোরা৷ সাইবার সিকিওরিটি কোম্পানি পালো অল্টো নেটওয়ার্কের সিইও হিসেবে নিযুক্ত হন নিকেশ৷ আর এই পদে আসীন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিশ্বের সবথেকে বেশি বেতন পাওয়া এগজিকিউটিভ হয়ে গেলেন৷ নিকেশ অরোরা পালো অল্টো নেটওয়ার্ক কোম্পানিতে বার্ষিক প্যাকেজ ১২৮মিলিয়ন ডলার৷ যা ভারতীয় মুদ্রায় ৮৫৮ কোটি টাকা৷ আর সেই হিসেবেই নিকেশের একদিনের বেতন ২.৫কোটি টাকা৷   সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী,নিকেশ অরোরার আগে অ্যাপেল কোম্পানির সিইও টিম কুক বিশ্বের সবথেকে বেশি বেতন পাওয়া সিইও ছিলেন৷ তাঁর বার্ষিক বেতন ছিল ১১৯ মিলিয়ন ডলার৷ ৬জুন থেকে নিকেশ পালো অল্টোর সিইও পদের দায়িত্ব নিলেন৷ ৫০ বছর বয়সী নিকেশ বিএইচইউ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন৷ ১৯৮৯ সালে আইআইটি বারাণসী থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করে তিনি চাকরিতে যোগ দেন৷ তবে এঅই চ

রোহিঙ্গাদের কর্মসংস্থান দেবে বাংলাদেশ

Image
ঢাকা: বাংলাদেশ-মায়ানমার প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরিত হয়েছে নামেই। তার বাস্তবায়ন অনিশ্চিত। ফলে এখনও দেশে ফেরা অনিশ্চিত রোহিঙ্গা শরণার্থীদের। ফলে একপ্রকার অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশে দিন গুনতে হচ্ছে প্রায় ১০ লক্ষ শরণার্থীদের। এই পরিস্থিতিতে তাদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এছাড়াও তাদের জন্য নয় বাসস্থান বানাতে উদ্যোগী হয়েছে সরকার। জানা গিয়েছে, সেপ্টেম্বরেই প্রায় এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে নতুন ঠিকানায় স্থনান্তরিত করা হবে। কক্সবাজারের শিবিরের উপর চাপ কমাতে উদ্বাস্তুদের নিয়ে যাওয়া হবে নোয়াখালি জেলার ভাসানচরে। বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ মন্ত্রকের সচিব শাহ কামাল জানান, বর্ষার মরশুম শেষ হলেই শুরু হবে এই প্রক্রিয়া। তিনি বলেন, "বাংলাদেশ চায় রোহিঙ্গারা দেশে ফিরুক। শরণার্থীদের দ্রুত ফেরত নিক মায়ানমার। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। ঘূর্ণিঝড়, বন্যা, ধস, বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে। এই অবস্থায় ১০ লক্ষ মানুষকে আশ্রয় দেওয়াটা কঠিন।" এদিন বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব জানান, ভাসানচরে ১৬ হাজার একর জমি রয়েছে। রোহিঙ্গাদের পুনর্বাসনে এই জমির একটি অ

মাতাল স্বামীকে সইতে না পেরে স্ত্রী পিটিয়ে মারলেন তাঁকে!

Image
খড়গপুর: মাতাল হয়ে গেলে নিজের ওপর নিয়ন্ত্রণ থাকত না। অভিযোগ, বাড়ি ফিরে স্ত্রীকে রোজ মারধর করতেন স্বামী। সইতে না পেরে স্ত্রী গতকাল পাল্টা মারেন তাঁকে। তাতেই স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। খড়গপুর লোকাল থানার খাটরাঙার গোয়ালারা গ্রামে এই ঘটনা ঘটেছে। আটক করা হয়েছে অভিযুক্ত অণিমা ঘোষকে। জানা গিয়েছে, অণিমার স্বামী, মৃত রতন ঘোষ দুটি বিয়ে করেন। অণিমা তাঁর দ্বিতীয় স্ত্রী, বিয়ে হয় বছর দশেক আগে। দুই স্ত্রীই একসঙ্গে থাকতেন। অভিযোগ, রতন রোজই নেশা করে বাড়ি ফিরে অণিমাকে মারধর করতেন। গতকালও একই ঘটনা ঘটায় পাল্টা স্বামীকে গাছে বেঁধে চ্যালা কাঠ দিয়ে মারেন অণিমা। মারধরের জেরে রতনের মৃত্যু হয়। খড়গপুর লোকাল থানার পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

প্রবাসী ভারতীয়দের ৪৮ ঘণ্টার মধ্যে বিয়ে নথিভুক্তকরণ বাধ্যতামূলক

Image
নয়াদিল্লি: প্রবাসী ভারতীয়দের স্ত্রী'দের পাশে দাঁড়াল কেন্দ্রীয় নারী ও শিশু সুরক্ষা মন্ত্রক৷ বিয়ের পর স্ত্রীদের পরিত্যক্ত করার প্রবণতা বন্ধ করতে ৪৮ ঘণ্টার মধ্যে প্রবাসী ভারতীয়দের বিয়ের নথিভুক্তকরণ বাধ্যতামূলক করা হল৷ অন্যথায় প্রবাসী ভারতীয়দের পাসপোর্ট ও ভিসা ইস্যু করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় নারী ও শিশু সুরক্ষা মন্ত্রী মানেকা গান্ধী৷ দিল্লিতে সাংবাদিক সম্মেলনে নারী ও শিশু সুরক্ষা মন্ত্রী মানেকা গান্ধী বলেন, ''প্রবাসী ভারতীয়দের ৪৮ ঘণ্টার মধ্যে বিয়ে নথিভুক্তকরণ বাধ্যতামূলক করা হল৷ তা না হলে পাসপোর্ট ও ভিসা ইস্যু করা হবে না৷'' বিয়ের ঠিক কতদিনের মধ্যে নথিভুক্ত করাতে হবে আইনে নির্দিষ্ট করে তা বলা নেই৷ যদিও ল' কমিশন রিপোর্টের সুপারিশ অনুযায়ী বিয়ের ৩০ দিনের মাথায় নথিভুক্তকরণ বাধ্যতামূলক হওয়া উচিত৷ সেই সময়সীমা পেরিয়ে গেলে প্রতিদিন পাঁচ টাকা করে ফাইন চালু করা যেতে পারে৷ বিয়ের পর স্ত্রী'দের পরিত্যক্ত করার ঘটনা এ দেশে আকছাড় ঘটে থাকে৷ এমনই কয়েকটি ঘটনার কথা জানতে পারে মহিলা ও শিশু সুরক্ষা মন্ত্রক৷ এর পরই এমন প্রবাসী ভারতীয়দের বিরুদ্ধে

সংক্রমণের ভয়ে মুখ ফেরালেন আত্মীয়রা, শেষকৃত্য করলেন ডাক্তারই

Image
নিপায় আক্রান্ত ১২ জন রোগীর শেষকৃত্যের তদারকি করেছেন ওই চিকিৎসক। সংক্রমণের ভয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলেন আপনজনেরা। কিন্তু সব চেষ্টা করে রোগীকে বাঁচাতে না পারলেও নিজে হাতে তাঁদের অন্ত্যেষ্টি করেছেন এক জন। তিনি চিকিৎসক আর এস গোপাকুমার। কোঝিকোড়ের ৪১ বছরের এই ডাক্তার জানালেন, নিপায় আক্রান্ত ১২ জন রোগীর শেষকৃত্যের তদারকি করেছেন তিনি। ৩ জনের গোটা অন্ত্যেষ্টিই নিজে হাতে সারেন তিনি। ''সতেরো বছরের এক কিশোরের অন্ত্যেষ্টি আমি একা করেছি। ছেলেটির মা-ও সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি। বাকি আত্মীয়েরা ছেলেটির দেহ ছুঁতেই অস্বীকার করেন। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। দু'বারও ভাবিনি। হিন্দু নিয়ম মেনে অন্ত্যেষ্টি সেরেছি ওর। ওর মা-ই আমায় সেই অনুমতি দিয়েছিলেন,'' বলেছেন গোপাকুমার। নিপায় আক্রান্ত রোগীর মৃত্যু হলে যে সব সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয়, তা সবইই মানা হচ্ছে বলে জানান গোপাকুমার। তাঁর কথায়, ''ইবোলার ক্ষেত্রে যে ধরনের সকর্তকা নেওয়া হয়ে থাকে, সেটাই করেছি।'' তিনি জানান, পুণের 'ন্যাশনাল ভাইরোলজি ইনস্টিটিউট'-এর বিজ্ঞানী রেশমা সহায় আপাতত সব মৃতদেহের অন্ত্যেষ্টি প্রক্রিয়ার দেখা

মেয়েদের ভয় অন্ধকার সরু গলিতেই

Image
ভয় গৃহশিক্ষকদেরও। সব থেকে বেশি ভয় লুকিয়ে রয়েছে স্কুল বা কলেজের পাশের অন্ধকার সরু গলিতেই! প্রকাশ্য জায়গায় কতটা নিরাপদ মেয়েরা? কিশোরীরা বাসে বা রাস্তায় নিজেদের কতখানি সুরক্ষিত মনে করে? দেশ জুড়ে এই সব প্রশ্নের উত্তর খুঁজছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বিভিন্ন রাজ্যে সমীক্ষা চালিয়ে বুধবার একটি রিপোর্ট পেশ করে তারা। তাতে দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তের মেয়েরা, বিশেষত কিশোরীরা বাসে, ট্রামে অসুরক্ষিত বোধ করে। তবে এ রাজ্যে ভয় সরু গলিতেই! সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এ রাজ্যের ৪১ শতাংশ মেয়ে সরু গলিতে যৌন হেনস্থার শিকার হওয়ার আশঙ্কা ভোগেন। স্কুলের কাছে সরু গলিতে শারীরিক ভাবে নির্যাতিত হওয়ার আশঙ্কা কাজ করে স্কুলপড়ুয়া মেয়েদের মধ্যে। এর পরেই যৌন হেনস্থার ভয়ের তালিকায় রয়েছেন গৃহশিক্ষক। ২২ শতাংশ স্কুলছাত্রী গৃহশিক্ষকের কাছে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কায় ভোগে। গলিতে পর্যাপ্ত আলো না-থাকার জেরে যৌন নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কায় ভোগে বয়ঃসন্ধি কালের ৫৮ শতাংশ মেয়ে। ৩৮ শতাংশ মেয়ে মনে করেন, যে-সব রাস্তায় দোকান কম, সেখানে তাঁরা নির্যাতনের মুখে পড়তে পারেন। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিশ

ভাড়া বৃদ্ধি এক টাকা, হচ্ছে না বাস ধর্মঘট

Image
চার বছর পরে বেসরকারি বাস-মিনিবাসের ভাড়া বাড়াল রাজ্য সরকার। প্রতি স্তরে বাসের ভাড়া বাড়বে ১ টাকা। সেই সঙ্গে ট্যাক্সি ও জলপথ পরিবহণেও ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানির চড়া দামের কারণে ভাড়া বাড়ানোর দাবিতে বাস-মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছিল মালিক সংগঠনগুলি। এই অবস্থায় বুধবার বাসমালিকদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সামগ্রিক পরিস্থিতি আলোচনা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে। পরিবহণমন্ত্রীর বক্তব্য, ''স্বেচ্ছায় নয়, কেন্দ্রের নীতির জন্য বাধ্য হয়ে ভাড়া বাড়াতে হচ্ছে। সাধারণ মানুষের কাছে ক্ষমাপ্রার্থী।'' বাস-মিনিবাসের মতো ট্যাক্সি এবং নৌ পরিবহণের ক্ষেত্রেও ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে দু'-এক দিনের মধ্যেই। ডিজেলের দাম কমলে যাতে বাসভাড়া আনুপাতিক হারে কমানো যায় সে জন্য নির্দিষ্ট পন্থা খুঁজে বার করা হবে বলেও জানান পরিবহণমন্ত্রী। পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বধীন একটি কমিটিকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত জেনে ধর্মঘট প্রত্যাহার

দুর্ঘটনার কারণ খুঁজতে ফেরারি গাড়ি প্রস্তুতকারক সংস্থার দ্বারস্থ হলেন ফরেন্সিক তদন্তকারীরা।

Image
রবিবার সকালে ডোমজুড়ের পাকুড়িয়া সেতুর কাছে ডিভাইডারে ধাক্কা মেরে ক্যালিফোর্নিয়া-টি মডেলের ফেরারির মালিক তথা চালক শিবাজী রায়ের মৃত্যু হয়। পাশের আসনে বসা বন্ধু-কন্যা আসনা সুরানা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ফরেন্সিক তদন্তকারীদের কথায়, ওই মডেলের গাড়ির স্টিয়ারিংয়ের তলায় একটি 'মডিউল' থাকে। ওই মডিউলে দুর্ঘটনার আগের পাঁচ মিনিট পর্যন্ত গাড়ির নানা কার্যকলাপ ধরা পড়ে। মডিউলটি খুলতে 'সিডিআর' (ক্রাস ডেটা রিভাইবার) প্রস্তুতকারক সংস্থার একটি সফটওয়্যার রয়েছে। ওই সফটওয়্যারটি ফেরারি সংস্থার কাছ থেকে চেয়ে ই-মেল করা হয়েছে। ওই গাড়ি প্রস্তুতকারক সংস্থা তা দিতে রাজিও হয়েছে। মডিউলটি খোলার পরেই দুর্ঘটনার কারণগুলি স্পষ্ট হবে। ফেরারি সংস্থা ওই সফটওয়্যারটি কয়েক দিনের মধ্যেই পাঠিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। মডিউল খোলার পরে কী কী বিষয় স্পষ্ট হতে পারে? ওই গাড়িটি ঠিক কত গতিবেগে চলছিল। দুর্ঘটনার আগে গাড়িটি কোনও বাঁক নিয়েছিল কি না। গাড়ির ভর ও গতিবেগের ভারসাম্য ঠিক ছিল কি না— এ বিষয়ে তথ্য পেতে পারেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা। সোমবার ডোমজুড় থানায় ওই গাড়িটির থে

মমতাকে প্রধানমন্ত্রী করতে শপথ নিন: অভিষেক

Image
তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মঙ্গলবার ঘোষণা করেছেন, দলের ভবিষ্যৎ 'কান্ডারি' অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুব তৃণমূল সভাপতি অভিষেক বুধবার ইঙ্গিত দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরা প্রধানমন্ত্রী দেখতে চান। পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে বুধবার দক্ষিণ কলকাতায় মিছিল ও সমাবেশ করে যুব তৃণমূল। ভিড় হয়েছিল ব্যাপক। সেখানেই অভিষেক বলেন, ''দিল্লির বুক থেকে বিজেপি সরকারকে উৎখাত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে বসাব। আজ এই শপথ নিতে হবে।'' যাদবপুরের ৮বি থেকে হাজরা মোড় পর্যন্ত এই মিছিলের জনসমাগমে উৎসাহিত যুব তৃণমূল নেতার দাবি, ''আজ যত মানুষ এই মিছিলে পা মিলিয়েছেন, তা ২১ জুলাইয়ের সমাবেশের থেকে কম কিছু নয়।'' ভোটারদের সচিত্র পরিচয়পত্রের দাবিতে ১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন যুব কংগ্রেস-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাম সরকারের বিরুদ্ধে আন্দোলনে পুলিশের গুলিতে ১৩ জন নিহত হন। ওই ঘটনার স্মরণে প্রতি বছরই মমতা ধর্মতলায় ২১ জুলাই জনসমাবেশ করেন। এখন যা তৃণমূলের অন্যতম প্রধান কর্মসূচি। তবে কাগজে-কলমে তার আয়োজন করে যুব তৃণমূলই। ১৯৯২ সালে মমতা যুব কংগ্রেসের সভানেত্রী হিসেবেই

খাওয়া জোটে না বহু দিনই, এই ছেলে মাধ্যমিকে অষ্টম

Image
একটা বাক্যই এ ক'বছর ধরে নিজেকে বার বার শুনিয়ে এসেছে সে। হাল ছেড়ো না। পড়ার মাঝে, পরীক্ষার সময়, বন্ধুদের সঙ্গে মাঠে দৌড়ঝাঁপ করতে গিয়ে প্রতি মুহূর্তে মনে মনে সে আওড়াত, 'আমাকে হেরে গেলে চলবে না।' নানা প্রতিকূলতার মধ্যে এই মন্ত্রেই আজ সাফল্য এসেছে। মাধ্যমিকে অষ্টম হয়েছে আলিপুরদুয়ারের তাপস দেবনাথ। আলিপুরদুয়ারের প্রত্যন্ত এলাকা কামাক্ষ্যাগুড়ি। সেখানেই ছোট্ট একচিলতে ঘর তাপসদের। যৌথ পরিবার। বাবা-মা ছাড়াও রয়েছেন ঠাকুরদাদা, কাকারাও। বাবা রতন দেবনাথ পেশায় সব্জি বিক্রেতা। মাসিক আয় টেনেটুনে চার-পাঁচ হাজার টাকা। রোজ সব্জি বিক্রি করতে যেতে হয় পাশের রাজ্য অসমের কোকড়াঝাড়ে। কোনও কোনও দিন খালি হাতেও ফিরতে হয়। সে দিন ঠিকমতো খাবার জোটে না তাপসদের। ছেলের মতো রতনবাবুও হাল ছাড়েননি। ছেলে যে বড্ড মেধাবী! ফল প্রকাশের পর তাপসের চোখেমুখে আজ আনন্দের ঝলক। বাবার মুখে হাসি ফোটাতে পেরে সে আরও খুশি। তাপসের কথায়, ''আত্মসম্মান তো আগে। তাই গৃহশিক্ষকরা টাকা নিতে না চাইলেও চক্ষুলজ্জার জন্য টিউশন ফি দিতাম। কিন্তু, বাবা আর পেরে উঠত না। আজ সত্যি আমরা খুব খুশি।'' বড় হয়ে কী হতে চায়? লাজুক চো

জঙ্গলমহলে ভরাডুবি, মন্ত্রিসভায় বদল এনে আদিবাসীদের ভার নিলেন মুখ্যমন্ত্রী নিজেই

Image
আদিবাসীদের একটা বড় অংশ মুখ ঘুরিয়ে নিয়েছেন তৃণমূল কংগ্রেস সরকারের দিক থেকে। দু'টাকা কিলো চাল, নতুন রাস্তাঘাট কিছু দিয়েই সন্তুষ্ট করা যায়নি তাঁদের। পঞ্চায়েত নির্বাচনে জঙ্গল মহলের তিন জেলার ফলাফলই তার সবচেয়ে বড় প্রমাণ। তাই অন্য কারও হাতে আদিবাসী কল্যাণ দফতরের দায়িত্ব না ছেড়ে নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য মন্ত্রিসভায় যে বড়সড় রদবদল হল, তার ইঙ্গিত ছিল মঙ্গলবারই। ওই দিনই পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল আদিবাসী কল্যাণ মন্ত্রী আলিপুরদুয়ারের জেমস কুজুরকে। একই নির্দেশ পৌঁছেছিল ঝাড়গ্রামের চূড়ামণি মাহাতো এবং অবনী জোয়ারদারের কাছেও। বুধবার সেই তালিকায় যোগ হল আরও কয়েকটি নাম। কারওর গুরুত্ব কমানো হল, আবার কয়েক জনের বাড়ল দায়িত্ব। সেচ দফতরের দায়িত্ব রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিয়ে দেওয়া হল সৌমেন দাস মহাপাত্রকে। সেচের বদলে চূড়ামণির অনগ্রসর কল্যাণ দফতরের ভার পেলেন তিনি। কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের  পরিবেশ দফতরের ভার লাঘব করে অতিরিক্ত হিসেবে দেওয়া হল পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। গুরুত্ব বাড়ল আইন মন্ত্রী মলয় ঘটকেরও। আইন-বিচার-শ্রমের পাশাপাশি