বিশ্বে সবথেকে বেশি বেতন পান এই চাকুরীজীবী!


বিশ্বের বড় বড় টেকনোলজি কোম্পানি, ব্যাংকিং সেক্টর হোক বা অন্যত্র ভারতীয়রা গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের নাম উজ্জ্বল করেছে বার বার৷ এর মধ্যে গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফট-এর সিইও সত্য নাদেলার নাম উল্লেখযোগ্য৷ আর এই তালিকায় যুক্ত হতে চলেছে নয়া এক নাম- নিকেশ অরোরা৷ সাইবার সিকিওরিটি কোম্পানি পালো অল্টো নেটওয়ার্কের সিইও হিসেবে নিযুক্ত হন নিকেশ৷ আর এই পদে আসীন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিশ্বের সবথেকে বেশি বেতন পাওয়া এগজিকিউটিভ হয়ে গেলেন৷

নিকেশ অরোরা পালো অল্টো নেটওয়ার্ক কোম্পানিতে বার্ষিক প্যাকেজ ১২৮মিলিয়ন ডলার৷ যা ভারতীয় মুদ্রায় ৮৫৮ কোটি টাকা৷ আর সেই হিসেবেই নিকেশের একদিনের বেতন ২.৫কোটি টাকা৷
 
সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী,নিকেশ অরোরার আগে অ্যাপেল কোম্পানির সিইও টিম কুক বিশ্বের সবথেকে বেশি বেতন পাওয়া সিইও ছিলেন৷ তাঁর বার্ষিক বেতন ছিল ১১৯ মিলিয়ন ডলার৷

৬জুন থেকে নিকেশ পালো অল্টোর সিইও পদের দায়িত্ব নিলেন৷ ৫০ বছর বয়সী নিকেশ বিএইচইউ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন৷ ১৯৮৯ সালে আইআইটি বারাণসী থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করে তিনি চাকরিতে যোগ দেন৷ তবে এঅই চাকরি ছেড়ে তিনি আমেরিকা চলে যান এবং সেখানে বোস্টন কলেজ অব নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন৷ এরপর বহু জায়গাতে চাকরি করেছেন তিনি৷ ২০০৪ সালে তিনি যোগ দেন গুগলে৷ ২০১৩ সালে তিনি গুগলে সবথেকে বেশি বেতন পাওয়া কর্মী ছিলেন৷ সেখানে তাঁর বার্ষিক বেতন ছিল প্রায় ৩৪৫ কোটি টাকা৷

২০১৪ সালে তিনি গুগলের চাকরি ছেড়ে তিনি গ্লোবাল ইন্টারনেট ইনভেস্টমেন্ট বিজনেস হেড হিসেবে কাজ শুরু করেন৷ এক বছর পরে তিনি সিইও-র পদে আসীন হন সফট ব্যাংক গ্রুপ, এই একই সংস্থায়৷ আর সেখান থেকেই এবার তিনি পালো অল্টো নেটওয়ার্কের সিইও হিসেবে যোগদান করলেন৷