Posts

Showing posts from May 30, 2018

তালাক ভুলে ওঁরা কাছে আসতে চান, বাধা মুরুব্বিরা

Image
যেখানে তাঁরা দল বেঁধে বসেন, সেখানেই শুরু হয় 'বিচার'। ঝিমদুপুর কিংবা ডুমো বাল্‌বের নীচে গাঁ-গঞ্জের সেই মাতব্বরেরা ঠিক করে দেন কার স্ত্রী কার সঙ্গে থাকবে বা কার যৌবনের মেয়াদ কত, কার ইজ্জত থাকবে, কার যাবে। বেআইনি জেনেও তাঁদের 'রায়' মাথা পেতে নিতে হয়। নাহলে অপেক্ষা করে আরও বড় শাস্তি।    সময়ের ব্যবধান নয় নয় করে তেইশটা বছর! জেলা এক হলেও জায়গা দু'টি আলাদা। মুর্শিদাবাদের হরিহরপাড়ার প্রায় উল্টো দিকে রঘুনাথগঞ্জ। কিন্তু দু'টো এলাকার ভৌগোলিক দূরত্ব মুছে দিয়েছে গাঁয়ের মাতব্বরেরা। তিন তালাক ও নিকা হালালার মতো প্রথা তিলমাত্র পরিবর্তন আনতে পারেননি দুই এলাকার দুই দম্পতির জীবনে। এমনকী এক লহমায় তিন তালাক দেওয়ার প্রথা কোরান সম্মত নয় জানিয়ে 'তালাক-ই-বিদ্দত'কে দেশের সর্বোচ্চ আদালত বেআইনি ঘোষণাও সালিশি সভার মোড়লদের বিচলিত করতে পারেনি। গ্রামের প্রান্তিক এক চাষি চান, সাত পুরুষের ভিটে বিক্রি করে দিয়ে অন্য একটি শান্ত এলাকায় বসবাস করতে। কিন্তু ২৭ বছরের দাম্পত্য জীবন কাটানো ভিটের মায়া ছাড়তে নারাজ তাঁর স্ত্রী। তা নিয়ে দাম্পত্য কলহ। রাগের মাথায় ১৯৯৫ সালে অক্টোবর মাসের কোনও এক দিন

১৬ দিন ধরে বাড়ার পর, ১ পয়সা করে কমল পেট্রল-ডিজেলের দাম

Image
একটানা ১৬ দিন দাম বাড়ার পর কমল (!) পেট্রল ও ডিজেলের দাম। লিটার প্রতি ১ পয়সা করে। দিনের শুরুতে অবশ্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে বলা হয়েছিল, পেট্রলের দাম লিটারে ৬০ পয়সা এবং ডিজেলের দাম লিটারে ৫৬ পয়সা করে কমেছে। কিছু ক্ষণের মধ্যেই অবশ্য সংশোধিত দাম প্রকাশ করা হয়।  তাতে দেখা যাচ্ছে— দাম কমেছে লিটারে ১ পয়সা করে। মঙ্গলবার কলকাতায় পেট্রলের দাম ছিল ৮১.০৬ টাকা। বুধবার তা হল ৮১.০৫ টাকা। ডিজেল ছিল ৭১.৮৬ টাকা। হল ৭১.৮৫ টাকা। দিল্লিতে পেট্রল ৭৮.৪৩ টাকা থেকে কমে ৭৮.৪২ টাকা। ডিজেল ৬৯.৩১ টাকা থেকে কমে ৬৯.৩০ টাকা। মুম্বইতে বুধবার ১ লিটার পেট্রলের দাম ১ পয়সা কমে হল ৮৬.২৩ টাকা। ডিজেল ৭৩.৭৯ টাকা থেকে ৭৩.৭৮ টাকা। এর আগে দেশ জুড়ে গত ১৬ দিনে পেট্রলের দাম বেড়েছে ৪ টাকার কাছাকাছি। ডিজেলের দাম বেড়েছে ৩.৩০ টাকা। এই নিয়ে কেন্দ্র ও বিভান্ন রাজ্যের মধ্যে সংঘাতও তীব্র হয়ে উঠেছে। জ্বালানি তেলের উপর বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে বেশ কয়েকটা রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিল। অন্যদিকে কেন্দ্রের দাবি ছিল, তেলের দাম কমানের জন্য রাজ্যগুলো বিক্রয় কর কমিয়ে দিক। কর্নাটক ভোটের আগে ১৯ দিন এক জায়গায় থমক

অকল্পনীয়! নিজের মাকেই ধর্ষণ পর্নে আসক্ত যুবকের

Image
মাতৃসম্ভোগে রত হয়েছিল অয়দিপাউস। তবে অজান্তে, নিয়তির ফেরে। সে কাজের শাস্তি হিসেবে কাঁটার আঘাতে নিজেকে অন্ধ করেছিলেন তিনি। তবে গ্রিক ট্র্যাজেডির থেকেও ট্র্যাডেজি বোধহয় নেমে এল গুজরাটে, যখন পর্নে আসক্ত যুবক ছেলে ধর্ষণ করল নিজের মাকেই। আর কত নিচে নামবে মানুষ!  এ খবর প্রকাশ্যে আসা মাত্র গোটা দেশবাসীর বিস্মিত প্রতিক্রিয়া এটাই। সাম্প্রতিক অতীতে ধর্ষণের ঘটনা বেড়েছে মারাত্মক হারে। আট বছরের নাবালিকা থেকে চার মাসের শিশুকন্যা কাউকেই রেয়াত করা হচ্ছে না। কোথাও অপহরণ করে ঘুমের ওষুধ খাইয়ে দিনের পর দিন লালসা চরিতার্থ করে চলেছে বিকৃতকামীরা। কোথাও আবার শিশুকন্যার যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে বড় করেই চলছে ধর্ষণ। তা নিয়ে চলছে দেদার রাজনীতিও। চাপান উতোরে সরগরম দেশ। এমনকী কেন্দ্রীয় মন্ত্রকে থাকা কেউ কেউ বলেও ফেলছেন, দেশে অনেক ধর্ষণের ঘটনা ঘটে। একটা-দুটো নিয়ে এত বাড়াবাড়ি করার কী আছে! অর্থাৎ ধর্ষসংস্কৃতি যে গা-সওয়া হয়ে উঠেছে তাই-ই যেন নেতাসাহেব ঠারেঠোরে বুঝিয়ে দিচ্ছেন। এই যখন পরিস্থিতি তখন নাবালিকা ধর্ষণ রুখতে কঠোর হচ্ছে দেশ। তবে একদিকে যখন নাবালিকা ধর্ষণে মৃত্যুদণ্ডের শাস্তি বলবৎ হচ্ছে তখনই প্রকাশ্যে

ইন্ডাস্ট্রিতে টিঁকতে গেলে সেক্স মাস্ট

Image
বলিউড থেকে টলিউড কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছে, এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন দুই অভিনেত্রী, কাস্টিং কাউচের প্রতিবাদ নয় বরং সেক্স করে ইন্ডাস্ট্রিতে টিঁকে থাকার হাতিয়ার কেড়ে নেওয়ার প্রস্তাব দিলেন রাধিকা আপ্তে ও ঊষা যাদব, তাঁরা দুজনেই বলেছেন, এ ব্যাপারে নির্যাতিতা সাধারণত বিষয়টি নিয়ে খুব একটা নাড়াচাড়া করতে চান না। ঊষা যাদব তো এক চমকে দেওয়ার মতো কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন, তাঁকে বলা হয়েছিল যে, কেরিয়ার তৈরি করতে চাইলে কোনও অভিনেত্রীর হাসিমুখে যৌন সম্পর্ক করা উচিত। সম্প্রতি বিবিসি-র একটি ডকুমেন্টারিতে তাঁরা তুলে ধরেন বলিউডে প্রচলিত 'কাস্টিং কাউচ'-এর ঘৃণ্য ছবি। ডকুমেন্টারির নাম 'বলিউড'স ডার্ক সিক্রেট'। দেখানো হবে ২৮ ও ২৯ এপ্রিল। এর আগেও রাধিকা বহুবার বলেছেন, বলিউডে 'কাস্টিং কাউচ'-এর প্রচলন রয়েছে। এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যৌন হেনস্থার শিকার হতে হয় অভিনেতাদের। এই ডকুমেন্টারিতে তিনি স্পষ্ট করলেন, এসব সহ্য করার পরও কেন একজন চুপ করে থাকেন? মরাঠি সিনেমার জন্য পুরস্কার জয়ী ঊষা যাদব বলেছেন, একবার তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুযোগ দেওয়া হলে তিনি এর বদলে কী দেব

রোগীদের পোশাক খুলে দিনের পর দিন ভিডিও করত এই চিকিৎসক

Image
চেন্নাই:রোগীদের অশ্লীল ভিডিও রেকর্ড করার অভিযোগে গ্রেফতার করা হল এক ৬৪ বছরের চিকিৎসককে। চেন্নাইয়ের ঘটনা। ওই বৃদ্ধ চিকিৎসকের নাম এম শিবাগুরুনাথন। এক রোগী ও তাঁর স্বামী ওই চিকিৎসককে হাতেনাতে ধরে ফেলেন। এরপরই গত শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। রোগীর স্বামী ধরে ফেলেন যে মহিলা রোগীদের অশ্লীল ভিডিও তৈরি করে ওই চিকিৎসক। স্ত্রী'র চিকিৎসা করাতে গিয়েই সতর্ক ওই ব্যক্তির নজরে এসে যায় বিষয়টি। তৎক্ষণাৎ ব্যবস্থা নেন তিনি। বুকে ব্যাথা নিয়ে ওই চিকিৎসকের কাছে গিয়েছিলেন ওই মহিলা। সব শুনে তাঁর স্বামীকে বাইরে অপেক্ষা করতে বলে চিকিৎসক শিবাগুরুনাথন। তখনই সন্দেহ হয় মহিলার স্বামীর। তিনি জানালা দিয়ে ভিতরে চোখ রেখেছিলেন। সেটা বুজতে না পেরে চিকিৎসক মহিলা বলে পোশাক খুলে ফেলতে। আর মোবাইলটা ছিল চিকিৎসকের হাতেই। সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে যান তিনি। চিকিৎসককে জেরা করতে শুরু করেন। চাপে পড়ে ভিডিও ডিলিট করে দিতে চায় ওই ডাক্তার। এরপর ছুঁড়ে ফেলে দেয় মেমোরি কার্ডটি। পুলিশে অভিযোগ জানালে তদন্ত শুরু হয়। পুলিশ তল্লাশি চালিয়ে এরকম ৩০টি ভিডিওর খোঁজ পেয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করে। শ্লীলতাহানি সহ একাধিক মামলা রুজু করা হয়েছে ওই চিক

বেকার সমস্যায় ৩০০ কোটির প্রকল্প!

Image
পঞ্চায়েত ভোটে বিশাল সাফল্যের পর পাখির চোখ লোকসভা ভোট। তাই ২০১৯ সালের আগেই গ্রামীণ এলাকার এক লক্ষ বেকারকে স্বনির্ভর করে তুলতে ৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নিল রাজ্য সরকার। রাজ্যের সমবায় দপ্তর তাঁদের বিভিন্ন ব্যবসার সরঞ্জাম কিনে স্বনির্ভর করার লক্ষ্য নিয়েছে। গত বৃহস্পতিবারই এই প্রকল্পের অনুমোদনের জন্য অর্থ দপ্তরের কাছে ফাইল পাঠানো হয়েছে। অর্থ দপ্তর অনুমোদন দেওয়ার পর তা মন্ত্রিসভায় অনুমোদন করাতে হবে। তারপরই এই প্রকল্প ঘোষিত হবে।  সমবায় দপ্তর সূত্রের খবর, মাসখানেক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রকম একটি প্রকল্প তৈরি করার জন্য দপ্তরের মন্ত্রী অরূপ রায়কে নির্দেশ দেন। তারপরই সমবায় দপ্তর দ্রুত এই প্রকল্প তৈরি করে। আগামী দু'মাসের মধ্যে এই প্রকল্প অনুমোদন পেয়ে যাবে এবং কাজ শুরু করে দেওয়া যাবে বলে সমবায় কর্তারা আশাবাদী। দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে গ্রামীণ এলাকার এক লক্ষ মানুষকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। এরপরই শহরের যুবকদেরও এই প্রকল্পে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার জন্য বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। চলতি বছরেই গ্রামীণ ও শহরের

টানা ১৫-১৬ বছর মাটি ও চুন খেয়ে বেঁচে আছেন ইনি ৷

Image
লখনউ: খাওয়া দাওয়ার ব্যাপারে এক এক জনের পছন্দ এক এক রকমের খাবার ৷ কেউ ভোজনবিলাসী তো কেউ আবার সর্বভুক ৷ তবে এমন পাওয়া বড়ই দুষ্কর ৷ যাঁর খাদ্য় তালিকায় বিগত ১৫ বছর ধরে আছে শুধু মাটি আর চুন ৷ হ্য়াঁ বিগত ১৫ বছর ধরে শুধুই মাটি আর চুন খেয়ে বেঁচে আছেন ৷ সুস্থ জীবন যাপনও করছেন ৷ উত্তরপ্রদেশের জোনপুর জেলার শাহগঞ্জের করিমপুরের বাসিন্দা ৬০ বছরের বরসাতূ বর্মা বিগত ১৫-১৬ বছর ধরে যাবতীয় চর্চার বিষয় ৷ প্রতিদিন তাঁর খাদ্য তালিকায় সবজি, মাছ বা মাংসের বদলে বরাদ্দ ৩ থেকে ৪ কিলো মাটি আর ১০০ গ্রাম করে চুন খেয়েই বহাল তবিয়তে আছেন বরসাতূ বর্মা ৷ জানা গিয়েছে বরসাতূর একবার শরীর খারাপ হওয়াতে দিল্লিতে চিকিৎসার জন্য গিয়েছিলেন, তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন ৷ নিউজ 18 এর পক্ষ থেকে এই বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করলে জানা গিয়েছে মাটি খেলে শরীরে মাটি রক্ত উৎপাদনে বাধা দেয় ৷ শরীরে রক্ত উৎপাদিত না হলে মানুষ অসুস্থ হয়ে পড়েন ৷ তবে চিকিৎসকেরাও আশ্চর্য এই ধরনের খাবার খেয়ে এবং হজম করে দিনের পর দিন বেঁচে থাকাটাই এক আশ্চর্যের ব্যাপার ৷ তবুও কী ভাবে বরসাতূ বর্মা এখনও সুস্থ-স্বাভাবিক আচেন সেটাই লাখ টাকার

দিঘা-মন্দারমণিতে সমুদ্রস্নানে সতর্কতা, কেন?

Image
প্রচণ্ড গরমে হাঁসফাঁস থেকে রেহাই পেতে সমুদ্রস্নানের পরিকল্পনা করছেন? দিঘা বা মন্দারমণিতে যাওয়ার কথা ভাবছেন? জলোচ্ছ্বাসের কারণে সমুদ্রস্নানের মজা কিন্তু হাতছাড়া হতে পারে আপনার। সমুদ্র যেন ফুলে ফেঁপে উঠেছে। ১০ থেকে ১৫ ফিট উঁচু ঢেউ উঠছে। প্রবল উঁচু ঢেউ আছড়ে পড়ছে গার্ডওয়ালে। ঢেউ ভাসিয়ে নিয়ে যাচ্ছে গার্ডওয়াল সংলগ্ন রাস্তাও। এই পরিস্থিতিতে দিঘা, মন্দারমণিতে পর্যটকদের সমুদ্রস্নানে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সমুদ্রের খুব কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে পর্যটকদের। সৈকতে কড়া নজরদারি চালাচ্ছে নুলিয়া ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। চলছে মাইকিংও। তিথি-নক্ষত্রের হিসেব বলছে, মঙ্গলবার পূর্ণিমা ছিল। সেই কারণেই সমুদ্রে এই জলোচ্ছ্বাস বলে জানিয়েছে ওয়াকিবহল মহল। দেখুন, জলোচ্ছ্বাসের ছবি-

কলকাতায় জালনোট সহ গ্রেপ্তার ব্যক্তি

Image
কলকাতা : কলকাতায় জালনোট সহ গ্রেপ্তার এক। গতরাতে ময়দান থানা এলাকার মেয়ো রোডের জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে। উদ্ধার হয়েছে ১ লাখ টাকার জালনোট। ধৃতকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। ধৃতের নাম মিঠা লাল। সে রাজস্থানের জালোর জেলার বাসিন্দা। কলকাতা পুলিশের STF-এর কাছে খবর ছিল আগেই। সেই মতো খোঁজ চলছিল মিঠা লালের। গতরাতে তাকে মেয়ো রোডের জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। তার কাছ থেকে উদ্ধার হয় ২ হাজার টাকার ৫০টি জালনোট।  গত ২১ মে বড়বাজারের ক‍্যানিং স্ট্রিট মার্কেট থেকে আবদুস সাত্তার এবং আজাদ শেখ নামে দু'জনকে জালনোট সহ গ্রেপ্তার করে STF । এদের মধ‍্যে আবদুস সাত্তারের বাড়ি মালদায়। আর আজাদ রাজস্থানের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয় দু'হাজার টাকায় ১০ লাখ টাকার জালনোট। দু'জনকে জিজ্ঞাসাবাদ করেই মিঠা লালের খোঁজ পায় STF। গোয়েন্দারা জানাচ্ছেন, চক্রে জড়িত রয়েছে আরও অনেকেই। তাদের খোঁজ চলছে। পুলিশের ধারণা, এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক জালনোট চক্রের যোগ রয়েছে। কোনও জঙ্গি যোগ আছে কি না সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে আজ ব

হোম ওয়ার্কে নিষেধাজ্ঞা জারি করল মাদ্রাজ হাইকোর্ট

Image
প্রথম ও দ্বিতীয় শ্রেণির  পড়ুয়াদের বাড়ির কাজ (হোমওয়ার্ক) দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করল মাদ্রাজ হাইকোর্ট। মঙ্গলবার এক নির্দেশে বিচারপতি কিরুবাকরণ জানিয়েছেন, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সমস্ত স্কুলকে এনসিইআরটি-র নির্দেশ মেনে চলতে হবে। স্কুলের সরকারি অনুমোদন না থাকলেও মিলবে না কোনও ছাড়।  দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিচারপতি নির্দেশে জানিয়েছেন, কোনও স্কুলেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের গণিত ও ভাষা ছাড়া অন্য কোনও বিষয় পড়তে বাধ্য করা যাবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত যোগ হবে শুধুমাত্র পরিবেশ বিজ্ঞান। এছাড়া রাজ্য সরকারগুলিকে স্কুলের পঠনপাঠনের মান সম্পর্কে প্রকৃত তথ্য সংগ্রহের জন্য ফ্লাইং স্কোয়াড গঠনের নির্দেশ দিয়েছে আদালত। এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে বিচারপতি জানিয়েছেন, 'শিশুরা ভারোত্তলক (ওয়েটলিফটার) নয়। স্কুলের ব্যাগও বস্তা নয়।'

এবার ল্যান্ডলাইনেই মিলবে স্মার্টফোনের ফিচার, করা যাবে ভিডিও কলও

Image
স্মার্টফোনে আসক্ত যুব প্রজন্ম। কিন্তু প্রবীণদের অনেকেই এখনও ল্যান্ডলাইনেই স্বচ্ছন্দ। কিন্তু সমস্যা হল স্মার্টফোনে যে সমস্ত ফিচার পাওয়া যায়, তা তো আর ল্যান্ডলাইনে মেলে না। না করা যায় মেসেজ, না ভিডিও কল। তাই সময়োপযোগী হতে উঠতে সমস্যায় পড়তে হয় প্রবীণদের। এবার সেই মুশকিল আসান করে দিচ্ছে টেলিকম সংস্থা বিএসএনএল। কারণ এবার ল্যান্ডলাইনেই মিলবে স্মার্টফোনের সব সুবিধা। রাজস্থানের রাজ্য বিএসএনএল সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের গ্রাহকরা এবার ল্যান্ডলাইনেও স্মার্টফোনের মতো এসএমএস, চ্যাটিং এবং ভিডিও কলিং করতে পারবেন। এই পরিষেবাকে এনজিএন অথবা নেক্সট জেনারেশন নেটওয়ার্কিং প্রযুক্তিতে আপগ্রেড করা হচ্ছে। রাজস্থানের বুন্দি জেলায় প্রযুক্তি উন্নয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলেও জানিয়েছে টেলিকম কোম্পানিটি। আগামী কয়েকদিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে খবর। টেলিকম সংস্থার জেলা ম্যানেজার বি কে আগরওয়াল বলেন, শীঘ্রই ল্যান্ডলাইনকেই সাধারণ মানুষ স্মার্টফোনের মতো করেই ব্যবহার করতে পারবেন। এসএমএস, চ্যাটিং, ভিডিও কলিংয়ের মতো সব ফিচারগুলিই থাকবে ল্যান্ডলাইনে। তবে এই সুবিধাগুলি পেতে আইপি ফোন ব্যবহার করতে হবে। এখা

আফগান স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জঙ্গি হামলা

Image
কাবুল: ইদের আগেই বড়সড় নাশকতার আশঙ্কা করা হয়েছে৷ সেই আশঙ্কা সত্যি করেই হামলা হল৷ বুধবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের নিউ বিল্ডিংয়ের কাছে গোলাগুলির তীব্র শব্দ শোনা যায়৷ সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, প্রবল শব্দে ছড়িয়েছে আতঙ্ক৷ কয়েকজনের মৃত্যুও হতে পারে৷ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা, নাশকতা ছড়াতে মরিয়া তালিবান ও ইসলামিক স্টেট জঙ্গিরা৷ আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানাচ্ছে, হেলমন্দ প্রদেশে তালিবান জঙ্গি বিরোধী অভিযানে বড়সড় সাফল্য এসেছে৷ সেখানে সেনা অভিযানে কয়েকজন জঙ্গি কমান্ডার সহ ৫০ জন তালিবানকে খতম করা হয়েছে৷ হেলমন্দের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার বদলা নিতেই কাবুলে স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরের কাছে হামলা হয়েছে বলে সন্দেহ৷ আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, গোলাগুলির তীব্র শব্দ শোনা গিয়েছে কার্যালয়ের কাছেই৷ এক পুলিশকর্মী জখম হয়েছেন৷ এই হামলা সম্ভবত আত্মঘাতী বিস্ফোরণ৷ তিনি বলেন, হামলা রুখতে তৈরি সেনা৷ কাবুলে অবস্থিত বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসের সামনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে৷

ধর্মঘটে ব্যাংক কর্মীদের দু'দিনের মাইনেও কাটা যাচ্ছে

Image
কলকাতা: দয়া করে মনে রাখবেন এই ধর্মঘটের জন্য ব্যাংক কর্মীদের দু'দিনের মাইনে কাটা যাচ্ছে ৷ ধর্মঘটের জন্য গ্রাহক হয়রানি প্রসঙ্গে এমনটাই জানালেন বিপিবিইএ-র সহ সভাপতি সলিল চক্রবর্তী৷ তাঁর যুক্তি একান্ত বাধ্য হয়েই তারা এই ধর্মঘটে গিয়েছেন৷ পাশাপাশি অবশ্য তিনি এই হয়রানির জন্য গ্রাহকদের কাছে ক্ষমা চেয়ে সহযোগিতা চেয়েছেন৷ আজ বুধবার এবং আগামিকাল বৃহস্পতিবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে কর্মী এবং অফিসারদের ন'টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস ৷ তবে শুধুমাত্র বেতন বৃদ্ধির দাবিতে এই ধর্মঘট নয় বলেই এই ইউনিয়ন নেতা দাবি করেছেন৷ এফআরডিআই বিল, অনুৎপাদক সম্পদ বৃদ্ধি আটকানো, নীরর মোদী বিজয় মালিয়ার মতো ব্যাংকের টাকা আত্মসাৎ করা শিল্পপতিদের শাস্তির দাবি সহ বর্তমান কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতির বিরোধিতা করাটাও এই ধর্মঘটের উদ্দেশ্য৷ বেতন বৃদ্ধির প্রসঙ্গে তিনি মনে করান, আইবিএ ২শতাংশ হারে বেতন বৃদ্ধির যে অফার দিয়েছিল তা পুরোপুরি প্রত্যাখান করে ব্যাংক কর্মী ও অফিসারেরা। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি মনে করিয়ে দেন আগেরবার বেড়েছিল ১৫ শতাংশ৷ তবে তা বলতে গিয়ে তিনি উল্ল

উন্নাওকাণ্ডের ছায়া এবার বরেলিতে ! কাঠগড়ায় ফের বিজেপি বিধায়ক

Image
বরেলি:  উন্নাওকাণ্ডের পর ফের ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের বিরুদ্ধে ৷ সম্প্রতি বরেলিতে এক মহিলা অভিযোগ জানিয়েছেন যে বিধায়ক কুশাগরা সাগর দু'বছর আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেছে ৷ নির্যাতিতা জানান যে তিনি সেই সময় নাবালিকা ছিলেন ৷ অভিযুক্তের বাবা যোগেন্দ্র সাগর সেই সময় তাকে প্রতিশ্রুতি দেয় যে দু'বছর পর ১৮ বছর হয়ে গেলে তার ছেলের সঙ্গে তার বিয়ে দেবেন ৷ কিন্তু এরপর অভিযুক্তের বিয়ে অন্য একজনের সঙ্গে ঠিক হয়ে গিয়েছে ৷ নির্যাতিতা জানিয়েছেন যে জুন মাসে বিধায়ের বিয়ের দিন ঠিক করা হয়েছে ৷ কিন্তু এরকম যদি হয় তাহলে আত্মহত্যার হুমকি দিয়েছেন নির্যাতিতা ৷ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে তার কাছে অনেকদিন ধরেই হুমকি দিয়ে ফোন আসছে ৷ অভিযুক্তের বাড়িতে পরিচারিকার কাজ করতেন নির্যাতিতা ৷ ২০১২ সালে যখন তার বয়স ১৬ ছিল সেই সময় অভিযুক্ত তাকে ধর্ষণ করে ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত একাধিকবার তাকে ধর্ষণ করা হয় ৷ এপর ২০ লক্ষ টাকার বদলে বিষয়টি ধামাচাপার দেওয়ার প্রস্তাবও দেওয়া হয় ৷ এর আগেও সাগর ও তার বাবার বিরুদ্ধে ২০০৮ সালে ধর্ষণে

একটি মৃত্যু, জোড়া ডেথ সার্টিফিকেট

Image
অসহায়: গোপালচন্দ্র মজুমদার। তদন্তে জানা যায়, ২০১৫-র ৭ এপ্রিল বীণা মজুমদারের মৃত্যুর পর তিন বছর ধরে তাঁর দেহ ফ্রিজারে সংরক্ষণ করে রাখেন তাঁর ছেলে শুভব্রত। মৃত্যুর পরেও প্রায় তিন বছর তাঁর পেনশনের টাকা তোলা হয়েছিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে, এমনটাই অভিযোগ। একজন মানুষের দু'বার মৃত্যু হয়েছে! প্রথমবার মারা যাওয়ার তিন বছর পর ফের তিনি মারা গিয়েছেন!অদ্ভুতুড়ে?  নথি অনুযায়ী, বেহালার জেমস লং সরণির বীণা মজুমদারের প্রথমবার মৃত্যু হয় ২০১৫-র ৭ এপ্রিল। তারপর ২০১৮-র ৫ এপ্রিল। প্রথম মৃত্যুর ডেথ সার্টিফিকেট দেন বেহালার বালানন্দ ব্রহ্মচারী হাসপাতালের চিকিৎসক। পরের বার দিয়েছে কলকাতা পুরসভা।   তদন্তে জানা যায়, ২০১৫-র ৭ এপ্রিল বীণা মজুমদারের মৃত্যুর পর তিন বছর ধরে তাঁর দেহ ফ্রিজারে সংরক্ষণ করে রাখেন তাঁর ছেলে শুভব্রত। মৃত্যুর পরেও প্রায় তিন বছর তাঁর পেনশনের টাকা তোলা হয়েছিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে, এমনটাই অভিযোগ। এ বছর ৫ এপ্রিল ভোরে বীণার মৃতদেহ পুলিশ উদ্ধার করে। সম্প্রতি বীণার 'ফ্যামিলি পেনশনের' দাবি করে তাঁর স্বামী গোপালচন্দ্র মজুমদার যে নথি ওই ব্যাঙ্কে পেশ করেছেন, তাতেই কার্যত চোখ ক

দুধ দিচ্ছে পাঁচ মাসের বাছুর! অবাক কাণ্ডে হইচই বর্ধমানে।

Image
এই বাছুরটিকেই ঘিরে শোরগোল। ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমান আশেপাশের গ্রামের বাসিন্দারা। অনেকেই মনে করেছেন এটি একটি অলৌকিক ঘটনা। দুধ দিচ্ছে পাঁচ মাসের বাছুর। অবাক হচ্ছেন? হ্যাঁ। একদম সত্যি! পূর্ব বর্ধমানের আউশগ্রামের এই ঘটনাই আলোড়ন ফেলে দিয়েছে এলাকায়। দু' এক মাস আগেই বাছুর-সহ একটি গরু কেনেন বর্ধমানের আউশগ্রাম অঞ্চলের পূর্বততি গ্রামের বাসিন্দা গৌরহরি পাল। কয়েকদিন আগে বাছুরটিকে স্নান করানোর সময়ে, পরিবারের লোকেরা লক্ষ্য করেন বাছুরটি দুধ করে শুরু করেছে। তার পর থেকে নিয়মিত দুধ দিচ্ছে বকনা বাছুরটি। এমন ঘটনা স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ফেলে দিয়েছে গোটা এলাকায়। ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমান আশেপাশের গ্রামের বাসিন্দারা। অনেকেই মনে করেছেন এটি একটি অলৌকিক ঘটনা। কেউ কেউ তো আবার সুযোগ পেলে বাছুরটিকে প্রণামও ঠুকছেন। এই প্রসঙ্গে গুশকরা মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক কল্যাণ মুখোপাধ্যায় জানান, বাছুরের দুধ দেওয়ার সঙ্গে অলৌকিক সম্পর্ক নেই। এই ঘটনা ঘটে মূলত প্রজেস্টোরন অথবা ইস্ট্রোজন হরমোন বেড়ে যাবার কারণে। বাছুরটির ক্ষেত্রেও তাই ঘটেছে। বাছুরটিকে প্রচুর জল খাওয়াতে হবে এই সময়ে। নাহলে

ঝাড়গ্রামে বিজেপি অফিসে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আমরাই আক্রান্ত, পাল্টা তৃণমূল

Image
দলীয় কার্যালয়ে বৈঠক চলাকালীন আচমকাই বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি আর্য ঘোষের নেতৃত্বেই ওই বাইক বাহিনী বিজেপির পার্টি অফিস ঘিরে রেখে গুলি এবং ব্যাপক বোমাবাজি চালায় বলেও বিজেপি সূত্রের খবর। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে ঝাড়গ্রাম শহরে। হামলা চলাকালীণ ওই পার্টি অফিসে আটকে পড়ে ছিলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়ও। তিনি ফোনে জানান, ঘটনার পর থেকেই বারবার পুলিশকে ফোন করে সাহায্য চাইলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। পরে রাত সাড়ে ১২টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের হস্তক্ষেপে বিজেপির দলীয় কার্যালয় ঘেরাও মুক্ত হয়। ঠিক কী হয়েছিল? সুব্রতবাবুর অভিযোগ, এ দিন ওই এলাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তাঁর। বিজেপির এক কর্মীকে মারধর করা হয়েছিল। তাঁর সঙ্গে দেখা করার কথা ছিল। দলীয় বৈঠকও ছিল। রাতে যখন বৈঠক চলছিল, তখনই আচমকা বাইরে দু'দিক থেকে তৃণমূলের বাইক বাহিনী দলীয় কার্যালয় ঘিরে ফেলে। ভাঙচুর চালাতে শুরু করে। দলীয় কার্যালয়ে উপস্থিত বিজেপির কর্মীরা বাইরে বেরিয়ে বাধা দেন। তারপর দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু

কাল হল নিজস্বী তুলে! একেবারে শ্রীঘরে চোর

Image
চুরি করা মোবাইলে হিন্দি সিনেমা দেখে দিব্যি সময় কাটছিল ঘূর্ণির। কাল হল তার নিজস্বী তুলে! তাও নিজস্বী নিজের বন্ধুদের দেখানো পর্যন্তও ঠিক ছিল। শেষে সেই ছবি ফেসবুকে দিতে গিয়েই পুলিশের ফাঁদে পড়ে গেল ঘূর্ণি। আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে তার! পুলিশ সূত্রের খবর, জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের একটি দোকানে গত বৃহস্পতিবার রাতে তিনটে দামি মোবাইল ফোন চুরি যায়। পরে ক্লোজড সার্কিট ক্যামেরায় দেখা যায়, মুখঢাকা এক তরুণ চুরি করছে। তদন্তে নেমে অবশ্য দুষ্কৃতীর কোনও খোঁজ পায়নি পুলিশ। তবে ওই মোবাইলগুলোর আইইএমআই নম্বরে নজরদারি চালাচ্ছিল পুলিশ। এদিকে, স্থানীয় বৈশাখী মেলায় গিয়ে চুরি করা মোবাইলে নিজস্বী তোলে বছর উনিশের ঘূর্ণি। তারপর সে সেই ছবি সবাইকে দেখায়। সব কিছু ভুলে মোবাইলে সিমকার্ড ভরে সেই ছবি পোস্ট করে ফেসবুকে। এ দিকে, ফোনে সিমকার্ড ভরতেই চোরাই মোবাইলের হদিস পেয়ে যান জলপাইগুড়ি কোতোয়ালি থানার কর্তব্যরত আধিকারিকরা। সোমবার রাতে মেলা থেকে ঘূর্ণিকে ধরে হাজতে ভরেছে পুলিশ।  জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, "গত রবিবার ওই তরুণ মোবাইলে সিম ভরতেই সেই তথ্য আমাদের কাছে চলে আসে। চুরি যাওয়া মোবাইলগ

আজ ও আগামীকাল ব্যাঙ্ক ধর্মঘট

Image
  দিল্লি ও কলকাতা : শুরু হয়েছে ৪৮ ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘট। বেতন বৃদ্ধি, সঠিক পরিকাঠামো সহ একাধিক দাবিতে অল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (UFBU) এই ধর্মঘটের ডাক দিয়েছে। এই ইউনিয়নের ছাতার তলায় রয়েছে ৯টি ব্যাঙ্ক সংগঠন। তাদের তরফে জানানো হয়েছে, বেতন সংক্রান্ত দাবিদাওয়া মেনে না নেওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের তরফে জানানো হয়, রাজ্যে প্রতিটি ব্যাঙ্কের ৯ হাজার ৮০০টি শাখা বন্ধ থাকতে পারে। ৭ লাখ ব্যাঙ্ককর্মী এই ধর্মঘটে যোগ দেবেন। ২১ হাজার ATM কাউন্টার বন্ধ থাকতে পারে। ন্যাশনাল অরগানাইজেশন অফ ব্যাঙ্ক ওয়াকার্সের ভাইস প্রেসিডেন্ট অশ্বিনী রানা জানান, ব্যাঙ্ককর্মীদের মজুরি সংক্রান্ত দাবিদাওয়া পূরণ না হওয়ায় এই ধর্মঘট। ATM- রক্ষীরাও এই ধর্মঘটে সামিল হয়েছেন।  এই ধর্মঘটের জেরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্কের কাজকর্মে প্রভাব পড়বে। কিন্তু, ICICI, HDFC, অ্যাক্সিস, ইয়েস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের কাজকর্মে কোনও প্রভাব পড়বে না। কারণ এই ব্যাঙ্কগুলির কর্মীরা ধর্মঘটে সামিল হননি।  সোমবার চিফ লেবার কমিশনারের সঙ্গে বৈঠক করে ব্যাঙ্ক সংগঠনগু

পহলাজ নিহালনির ‘রঙ্গীলা রাজা’ ছবিতে বিজয় মাল্যর চরিত্রে গোবিন্দা?

Image
মুম্বই: শেষবার রুপোলি পর্দায় তাঁকে দেখা গিয়েছিল সেফ আলি খান অভিনীত 'হ্যাপি এন্ডিং' ছবিতে। ফের অভিনয়ে ফিরছেন বলিউড তারকা গোবিন্দা। সেন্সর বোর্ডের প্রাক্তন প্রধান পহলাজ নিহালনি পরিচালিত 'রঙ্গীলা রাজা' ছবিতে দেখা যাবে তাঁকে। সূত্রের খবর, ছবিতে বিজয় মাল্য সদৃশ চরিত্রে দেখা যাবে গোবিন্দাকে। কারণ, অভিনেতার চরিত্রটি লিকার ব্যারনের কথা মাথায় রেখেই করা হয়েছে। গোবিন্দার চরিত্রটি হবে একজন ধনী, কেতাদুরস্ত, অসচ্চরিত্র এবং কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তি। একটা সময়ে একাধিক বলিউড ছবিতে নিজের নাচ দিয়ে দর্শকদের দীর্ঘদিন মাতিয়ে এসেছেন গোবিন্দা। চলতি মাসের গোড়ায় নৃত্য পরিচালক চিন্নি প্রকাশের কোরিওগ্রাফিতে অভিনেতার একটি দীর্ঘ নাচ-গানের দৃশ্যের শ্যুটিং শেষ করেন নিহালনি। সূত্রের খবর, সেখানে গোবিন্দার লুক থেকে শুরু করে কথাবার্তা, আদব-কায়দা দেখে সকলেই একবাক্য স্বীকার করেন, একেবারে বিজয় মাল্যকে মনে করাচ্ছেন তিনি। এমনকী, ওই নাচের থিমও তৈরি হয়েছে কিংফিশার ক্যালেন্ডারের আদলে। যদিও, এই নিয়ে সরাসরি মুখ খুলতে চাননি পরিচালক। বলেন, আমি এখনই এই নিয়ে কিছুই বলতে চাই না। রহস্যটা আরও কিছুদিন থাকুক। আপাতত, আমি স

গাড়ি থামিয়ে পুলিশের নিগ্রহ, অভিযোগ চালকদের

Image
গাড়ি পরীক্ষার নামে চালকদের সঙ্গে দুর্ব্যবহার এবং মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে নিউ টাউন থানা এলাকার ডিরোজিও কলেজের কাছে। তার পরেই নিগ্রহের অভিযোগ তুলে ক্ষুব্ধ চালকেরা নিউ টাউন থানায় জড়ো হন। তবে তাঁরা কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। ওই চালকদের অভিযোগ, বৈধ কাগজপত্র এবং অনুমোদন নিয়েই তাঁরা গাড়ি চালাচ্ছেন। তা সত্ত্বেও গাড়ি পরীক্ষার নামে তাঁদের মারধর করা হয়েছে। ওই ঘটনায় যে সমস্ত সংস্থার গাড়ি আটক করা হয়েছিল, তাদের প্রতিনিধিরাও নিউ টাউনের ট্র্যাফিক দফতরে যান। এর পরে আটক করা গাড়ি ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় ফের প্রশ্নে পুলিশের ভূমিকা। কারণ, শুধু এ দিনের ঘটনা নয়। পুলিশকর্মী, বিশেষত সিভিক ভলান্টিয়ারদের একাংশের বিরুদ্ধে অভিযোগ, মোটরবাইক থেকে গাড়িচালক— পরীক্ষার নামে সকলকেই হেনস্থা করা হচ্ছে। চলছে 'দাদাগিরি'। এ দিন দুপুরে সল্টলেক থেকে সিমেন্টের মশলা মেশানোর গাড়ি নিয়ে নিউ টাউনের দিকে যাচ্ছিলেন গাড়িচালক মহম্মদ মোজাম্মিল। তাঁর অভিযোগ, ডিরোজিও কলেজের পিছনের রাস্তায় পুলিশ দেখে তিনি সার্ভিস রোড ধরে এগোতে থাকেন। কিন্তু সেখানে দু'দিক থেকে এসে পুলিশ তাঁর

কলেজে ভর্তি হতেও ‘চাই’ বাবার নাম

Image
শুধু স্কুলই নয়, বাবার পরিচয় বাধ্যতামূলক কলেজে ভর্তির ক্ষেত্রেও! অনেক কলেজেই অনলাইনে ভর্তির ফর্ম পূরণ করতে গেলে বাবার নাম উল্লেখ করতে হচ্ছে। এবং সেটা বাধ্যতামূলক ভাবে। অর্থাৎ, মা একা অভিভাবক হলে বা কেউ যদি বাবার নাম না দেন, তা হলে ফর্ম আপনা-আপনিই বাতিল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেকেই এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। শহরেরই এক কলেজে মেয়েকে ভর্তি করাতে অনলাইনে ফর্ম পূরণ করতে গিয়েছিলেন সুদর্শনা ঘোষ। সুদর্শনাই মেয়ের অভিভাবক। কিন্তু প্রথমেই এই সমস্যার মুখে পড়েন। কারণ, ওই অনলাইন ফর্মে বাবার নামের জায়গা বাধ্যতামূলক হিসেবে উল্লেখ করা ছিল। সেই সঙ্গে বাবার পেশার উল্লেখ করতে বলা হয়। কিন্তু সুদর্শনা তা না করায় স্বাভাবিক ভাবেই অনলাইনে সেই ফর্ম গ্রহণ করা হয়নি। স্বয়ংক্রিয় ভাবে তা বাতিল হয়ে যায়। সুদর্শনার কথায়, ''বুঝতে পারলাম না কেন বাবার নাম বাধ্যতামূলক হবে! সুপ্রিম কোর্টের রায় রয়েছে যে, মায়ের পরিচয়ই অভিভাবক হিসেবে যথেষ্ট, সেখানে বাবার নাম উল্লেখ করতে হবে কেন? ফর্মই তো পূরণ করতে পারলাম না। শুধু আমি না, আরও অনেকেরই এই অভিজ্ঞতা হয়েছে।'' প্রসঙ্গত, শহরের একাধিক স্কুলেও মা একা অভিভাবক হলে বাচ্চা

সংরক্ষণ তো হল, প্রয়োজনে মিলবে কি

Image
'সুযোগ চলে গেলে আর আসবে না'। 'হয় এ বার, নয় নেভার'। 'এক বার বিনিয়োগে জীবনভর সুরক্ষা'। সন্তানসম্ভবা স্ত্রীর প্রসবের তারিখ চিকিৎসকেরা বলে দেওয়ার পর থেকেই বিভিন্ন কর্ড ব্লাড ব্যাঙ্কের পাঠানো এই মেসেজগুলি পাচ্ছিলেন মানিকতলার পল্লব হালদার। এক রক্ত বিশেষজ্ঞের সঙ্গে বিস্তর আলোচনার পরে তিনি সিদ্ধান্ত নেন, সংরক্ষণ করাবেন না। পল্লববাবু বলেন, ''মেসেজ করে, ফোন করে মাথা খারাপ করে দিচ্ছিল। বলছে, ২৫ বছরের মধ্যে প্রয়োজন পড়লেই কর্ড ব্লাড কাজে লাগবে। ওই রক্তের প্রচুর উপকার মানছি। কিন্তু এত টাকা দিয়ে ব্যাঙ্কে রক্ত রাখব! ব্যাঙ্কটা ২৫ বছর থাকবে তো?'' শুধু ওই ব্যক্তিই নন। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কর্ড ব্লাড ব্যাঙ্কগুলি নিয়ে সংশয়ে ভুগছেন গ্রাহকদের একটি বড় অংশ। ব্যাঙ্কগুলির স্থায়িত্ব ও ভবিষ্যৎ নিয়ে সংশয়ে চিকিৎসকেরাও। তাঁরা জানাচ্ছেন, ইউরোপ, আমেরিকায় কর্ড ব্লাড সংরক্ষণ হয় নিয়ম মাফিক। প্রশিক্ষিত কর্মীরা শিশুর জন্মের সময়ে কর্ড ব্লাড সংগ্রহ করেন। এ নিয়ে প্রচুর নজরদারিও রয়েছে। তবে অভিযোগ এখানে বেসরকারি ব্যাঙ্কগুলিতে নজরদারি তো দূর, সে ভাবে কোনও নিয়মই নেই। এক চিক

আট কোটির হাঁস প্রজনন খামার কল্যাণীতে

Image
মুরগি আছে। আছে কোয়েল, টার্কিও। সেই সঙ্গে চিন দেশের 'হোয়াইট পিকিং' হাঁসের মাংসের চাহিদাও বাড়ছে রাজ্যের বাজারে। হোটেল, রেস্তরাঁ তো বটেই, বাড়ির হেঁশেলে ফি-বছর বেড়ে চলেছে হাঁসের মাংসের কদর। সেই চাহিদা সামাল দিতে হাঁসের খামার গড়ছে রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন নিগম। কল্যাণীতে পাঁচ হাজার হাঁস এনে এই প্রথম একটি প্রজনন খামার গড়া হচ্ছে। তাতে খরচ হবে আট কোটি টাকা। গত আর্থিক বছরে শুধু সরকারের হরিণঘাটা বিপণন কেন্দ্রগুলি থেকে পাঁচ টন হাঁসের মাংস বিক্রি হয়েছে। চলতি অর্থবর্ষের শুরুতে এপ্রিল-মে মাসেই ওই মাংস বিক্রি হয়েছে গড়ে ৬০০ কিলোগ্রাম করে। অক্টোবরের পর থেকে শীত যত এগিয়ে আসে, হাঁসের মাংসের চাহিদা আরও বাড়তে থাকে। কারণ, শীতে মানুষের বাড়তি ওমের দরকার হয়। হাঁসের মাংস মানবদেহে সেই বাড়তি উত্তাপ জোগাতে পারে। তাই শীতের সময় অনেকেই এই মাংস পছন্দ করেন। ইদানীং কলকাতা ছাড়াও রাজ্যের ছোট-বড় শহরের হোটেল-রেস্তরাঁয় হাঁসের সুস্বাদু মাংসের নানা পদ জনপ্রিয় হয়ে উঠেছে। এবং শুধু শীতকালে নয়, তার চাহিদা সারা বছরই। তাই ব্যবসা বাড়াতে নিজস্ব খামার তৈরি করছে সরকার। নিগমের ম্যানেজিং ডিরেক্টর গৌরীশঙ্কর কোনার বলেন

রামরহিম ভক্তদের নিয়ে আশায় জোট

Image
জাঠ এবং মুসলিম ভোটকে এক করার জন্য কৈরানা এবং নূরপুর উপনির্বাচনে ঝাঁপিয়েছে বিজেপি বিরোধী মহাজোট। কিন্তু ঘটনাচক্রে তাদের একটি বোনাস ভোটব্যাঙ্কও জুটে গিয়েছে বলে ভোটের পরে দাবি করছেন আরএলডি এবং এসপি নেতারা। এঁরা হলেন জেলবন্দি রাম রহিমের বিপুল সংখ্যক স্থানীয় অনুগামী। গত বছর ধর্ষণের অভিযোগে জেলে গিয়েছে স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম। এই কৈরানা জেলাতেই রয়েছে তার একাধিক ডেরা এবং লক্ষাধিক অনুগামী। অথচ গত এক বছরে রাম রহিমকে মুক্ত করার জন্য যোগী আদিত্যনাথের 'নিষ্ক্রিয়তায়' বেজায় খাপ্পা তার ভক্তরা। যাঁদের বক্তব্যের নির্যাস, 'সরকার আমাদের বাবাকে বাঁচানোর জন্য কোনও চেষ্টাই করেনি। তাঁকে জেলে ছুঁড়ে দেওয়া হয়েছে। কেন আমরা শাসক দলের পক্ষে ভোট দেব? ২০১৫ সালে আমরা নরেন্দ্র মোদীজির পক্ষে ভোট দিয়েছিলাম। কিন্তু এ বার চৌধরি সাহেবের প্রার্থীকেই দিয়েছি।'' বিজেপিকে ভোটের বাক্সে 'সবক' শেখাতে মরিয়া এই অংশটিকে বড় পাওনা বলেই মনে করছেন বিরোধী জোটের প্রার্থী তবস্সুম হাসান। এসপি এবং বিএসপি পাশে রয়েছে ঠিকই, কিন্তু এ বারের উপনির্বাচন আরএলডি নেতা অজিত সিংহের কাছে কার্যত বাঁচা-মরার লড়াই। ২০১৪ সালের

শিশু পাচারকারী সন্দেহে আটক দিদা, মৃত্যু অসুস্থ নাতনির

Image
শিশু পাচারকারী সন্দেহে বনগাঁ লোকালের কামরায় হেনস্থার শিকার হয়েছিলেন এক মহিলা। সাত ঘণ্টার দীর্ঘ টানাপড়েন শেষে জানা যায়, অভিযুক্ত প্রৌঢ়াই ওই শিশুকন্যার দিদিমা। সোমবারের সেই ঘটনার পরে মঙ্গলবার সকালে পরিবারের লোকজনের সাহায্যে দু'মাসের 'সুস্থ' নাতনিকে নিয়ে হাবড়ার বাড়িতে ফেরেন সীমা দাস। এর কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেল সেই মেয়ে। সোমবার মেয়ে চম্পা দে ও জামাই কুশ দে-কে সঙ্গে নিয়ে নাতনি অনন্যার নিয়মমাফিক শারীরিক পরীক্ষার জন্য কলকাতায় আসেন সীমা। ফেরার সময়ে শিয়ালদহ থেকে রাত ৮টা ৫ মিনিটের বনগাঁ লোকাল ধরেন তাঁরা। পরিবার সূত্রের খবর, বাড়ি ফেরার আগে অশোকনগরে বড় জামাইয়ের বাড়ি যাওয়ার কথা বলেছিলেন সীমা। তাই তিনি নাতনিকে নিয়ে মহিলা কামরায় ওঠেন। চম্পা এবং কুশ সাধারণ কামরাতেই উঠেছিলেন। জিআরপি সূত্রের খবর, ট্রেন শিয়ালদহ ছাড়ার পরেই অনন্যা কাঁদতে থাকে। ৫০ বছরের প্রৌঢ়া তাকে থামাতে পারছেন না দেখে মহিলা যাত্রীদের সন্দেহ হয়, তিনি পাচারকারী। এ দিন সীমা বলেন, ''ওঁদের বললাম, আমি মেয়ের দিদুন হই। মেয়ে-জামাই অন্য কামরায় আছে। কথাই শুনল না। জোর করে দমদম ক্যান্টনমেন্টে নামিয়ে দিল।'' খবর

মোটা মুনাফার প্রতিশ্রুতি দিয়ে কলকাতায় কোটি টাকার প্রতারণা, অনলাইন চিটফান্ড!

Image
সারদা-রোজভ্যালির দৌলতে চিট ফান্ড এখন আর নতুন কিছু নয় আমাদের কাছে। কিন্তু অনলাইন চিটফান্ড? অবাক হওয়ার কিছু নেই। তা-ও হাজির লোক ঠকাতে। খাস কলকাতারই এক বাসিন্দা জীবনের সব সঞ্চয় এই চিটফান্ডে খুইয়ে এখন হাত কামড়াচ্ছেন। পুলিশের দ্বারস্থ হয়েও এখনও হদিশ মেলেনি তাঁর টাকার। কী ভাবে প্রতারণা? আলিপুর থানা এলাকার ডায়মন্ড হারবার রোডের বাসিন্দা ৫৯ বছরের অজয় কুমার গুপ্ত। ২০১৬ সালে কলকাতারই বাসিন্দা সন্দীপ সিংহ নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় অজয় গুপ্তের। তার মাধ্যমেই যোগাযোগ সিঙ্গাপুরের সংস্থা ভ্যারিয়েবল টেক প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অজয় ভরদ্বাজের সঙ্গে। অজয়কে বলা হয় সিঙ্গাপুরের ওই সংস্থা বিটকয়েন বা ভার্চুয়াল টাকার কারবার করে। এই সংস্থায় লগ্নি করলে মোটা মুনাফা পাওয়া যাবে। কী রকম মুনাফা? সারদা বা রোজ ভ্যালির ঢংয়েই এই সংস্থা বলে, লগ্নি করা টাকার দশ শতাংশ প্রতি মাসে ফেরত পাবেন লগ্নিকারী। অর্থাৎ আঠারো মাসের লগ্নির শেষে ফেরত ১৮০ শতাংশ। ২০১৬-র অক্টোবর থেকে ২০১৭-র জানুয়ারি পর্যন্ত দু'দফায় ৭৯ লাখ ৮৫ হাজার টাকা ওই সংস্থায় লগ্নি করেন অজয়বাবু। বিনিময়ে পান ১৩৪টি বিটকয়েন। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ১৩.৪টি করে

বেলজিয়ামে বন্দুকবাজের হামলা, কুপিয়ে গুলি করে ৩ জনকে খুন

Image
সকাল তখন সাড়ে দশটা। রাতের আড় ভেঙে সবে ছন্দে ফিরছে বেলজিয়ামের শান্ত শহর লিয়েজ। আচমকা শহরের জমজমাট এলাকায় হামলা চালাল এক বন্দুকবাজ। কয়েক মিনিটের ব্যবধানে তিন জনকে গুলি করে হত্যা করে সে। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এ দিন শহরের সিটি সেন্টার এলাকায় একটি ক্যাফের সামনে পাহারারত পুলিশকর্মীদের উপরে আচমকা ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আততায়ী। দুই পুলিশকর্মীকে এলোপাথাড়ি কোপানোর পরে তাঁদের বন্দুক ছিনতাই করে সে। সেই বন্দুক দিয়েই দুই মহিলা পুলিশ অফিসারকে গুলি করে মারে সে। এর পর সোজা হেঁটে পৌঁছয় পাশের পার্কিং লটে। সামনেই একটি গাড়ির ভিতরে বসেছিলেন বছর বাইশের এক যুবক। তাকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারী। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। সিটি সেন্টারের পাশেই লিওনি দে ওয়াহা স্কুল। এ বার সটান স্কুলের দিকেই হাঁটা দেয় হামলাকারী। একের পর এক গুলির আওয়াজে তত ক্ষণে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়ে পিছু নিয়েছে পুলিশও। স্কুলের গেটের সামনেই কাজ করছিলেন এক মহিলা সাফাইকর্মী। তাঁকে সামনে পেয়ে মাথায় বন্দুক ধরে ওই আততায়ী। ওই মহিলাকে পণবন্দি করে পালিয়ে যাওয়ার

মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে কেন এত মনমরা? মেয়ের চিঠিতে মা জানলেন...

Image
দিন কয়েক পরে মাধ্যমিকের ফল বেরোবে। সে জন্যই হয়তো উৎকণ্ঠায় ভুগছে, মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েকে মনমরা দেখে এমনই ভেবেছিলেন পরিজনেরা। কিন্তু, মেয়েকে এক দিন একটি কাগজ লুকোতে দেখে তা কেড়ে নিয়ে পড়ার পরে চোখ কপালে ওঠে বাবা-মায়ের। 'সুইসাইড নোট' হিসেবে মেয়ের লেখা সেই কাগজ পড়ে তাঁরা জানতে পারেন, তার উপরে শারীরিক নির্যাতন চালিয়েছে চার তরুণ। পশ্চিম বর্ধমানের কুলটির বড়িরা গ্রামে অভিযুক্তদের মধ্যে তিন জনকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এক জন পলাতক। তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং 'পকসো'য় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার আসানসোল আদালতে মেয়েটি গোপন জবানবন্দি দেয়। জেলা হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করানো হয়। দমদম থেকে পাঁশকুড়া, অশালীন ভিডিয়ো ছড়ানোর ভয় দেখিয়ে নির্যাতনের অভিযোগ সম্প্রতি বারবারই উঠেছে নানা এলাকায়। অনেক ক্ষেত্রে নির্যাতিতা এগিয়ে এসে অভিযোগ করায় ধরা পড়েছে অভিযুক্তেরা। আবার কিছু ক্ষেত্রে হুমকির জেরে নির্যাতিতার পরিবার প্রথম দিকে এগিয়ে না আসায় ঘটনার অনেক পরে পুলিশ সব জেনেছে। কুলটির বছর পনেরোর ওই ছাত্রী এলাকার একটি স্কুল থেকে এ বার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পুলিশের কাছে তা

যারা যত খেয়েছে, তারা তত হেরেছে জঙ্গলমহলে!

Image
ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া-বাঁকুড়া হয়ে বীরভূম। জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় পঞ্চায়েতের নিচু তলায় কোণঠাসা তৃণমূল। এত উন্নয়ন, তবুও ভোট এল না কেন? ঘুরে দেখল আনন্দবাজার।  সূর্য তখন মাঝ আকাশে। গনগনে রোদের তাপ। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘেরা পাঁচটি ব্লকেই অবশ্য ভোটের তাপে এ বার শুকিয়ে গিয়েছে ঘাসফুল। জনজাতি অধ্যুষিত বলরামপুরের ঘাটবেড়া-কেরোয়া তেমনই এক গ্রাম পঞ্চায়েত। পুরুলিয়া থেকে বেরিয়ে আরশা, মুদালি, রাজপতি হয়ে পৌঁছানো গেল ঘাটবেড়াতে। গ্রামে ঢোকার মুখেই গাছগাছালির ফাঁকে হাঁড়িয়া বিক্রয় কেন্দ্র। একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি হাঁড়িয়ার পসরা নিয়ে বসে দুই জনজাতি মহিলা। মাঝদুপুরে মজদুরির ফাঁকে উপাদেয় পানীয়-সহ জিরিয়ে নেওয়ার জন্য জড়ো হয়েছেন অনেকে। গুটিকয় যুবককেও দেখা গেল। জনজাতির মানুষের মন বুঝতে হাঁড়িয়ার আসরের চেয়ে উত্তম স্থান আর কী-ই হতে পারে? ছোড়া হল প্রশ্ন, কী খাওয়া হচ্ছে? ''দাদা, রাইস বিয়ার। খাবেন নাকি?'', চটজলদি জবাব দিলেন পেটানো চেহারার জনজাতি যুবক কাশীনাথ সিং। 'রাইস বিয়ার'! এ তো দেখছি হাঁড়িয়া। ফের সপাটে উত্তর কাশীনাথের, ''ও সব বাপ-জ্যাঠারা বলতেন। আমরা এখন রাইস