আফগান স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জঙ্গি হামলা


কাবুল: ইদের আগেই বড়সড় নাশকতার আশঙ্কা করা হয়েছে৷ সেই আশঙ্কা সত্যি করেই হামলা হল৷ বুধবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের নিউ বিল্ডিংয়ের কাছে গোলাগুলির তীব্র শব্দ শোনা যায়৷ সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, প্রবল শব্দে ছড়িয়েছে আতঙ্ক৷ কয়েকজনের মৃত্যুও হতে পারে৷

বিভিন্ন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা, নাশকতা ছড়াতে মরিয়া তালিবান ও ইসলামিক স্টেট জঙ্গিরা৷ আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানাচ্ছে, হেলমন্দ প্রদেশে তালিবান জঙ্গি বিরোধী অভিযানে বড়সড় সাফল্য এসেছে৷ সেখানে সেনা অভিযানে কয়েকজন জঙ্গি কমান্ডার সহ ৫০ জন তালিবানকে খতম করা হয়েছে৷ হেলমন্দের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার বদলা নিতেই কাবুলে স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরের কাছে হামলা হয়েছে বলে সন্দেহ৷

আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, গোলাগুলির তীব্র শব্দ শোনা গিয়েছে কার্যালয়ের কাছেই৷ এক পুলিশকর্মী জখম হয়েছেন৷ এই হামলা সম্ভবত আত্মঘাতী বিস্ফোরণ৷ তিনি বলেন, হামলা রুখতে তৈরি সেনা৷ কাবুলে অবস্থিত বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসের সামনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে৷