Posts

Showing posts from October 16, 2018

Nokia 3.1 Plus বনাম Nokia 5.1 Plus বনাম Nokia 6.1 Plus: কতটা আলাদা এই তিনটি স্মার্টফোন?

Image
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Nokia 3.1 Plus। এছাড়াও অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Nokia 5.1 Plus আর Nokia 6.1 Plus। খুব কাছাকাছি দামে লঞ্চ হয়েছে এই স্মার্টফোনগুলি। Android One প্রোগ্রামের অধীনা লঞ্চ হয়েছে এই তিনটি স্মার্টফোন। Android One ফোনগুলির প্রধান বৈশিষ্ট্য ফোনের সফওয়্যার ডেভেলপমেন্টের দায়িত্বে থাকে গুগল। তাই স্টক অ্যানড্রয়েডে পাওয়া যায় Android One স্মার্টফোনগুলি। এর ফলে খাঁটি অ্যানড্রয়েড ব্যবহারের সুযোগ মেলে। এছাড়াও গুগল এই ফোনগুলির সফটওয়্যার ডেভেলপমেন্টের দায়িত্বে থাকে বলেই খুব জলদি নতুন অ্যানড্রয়েড আপডেট পৌঁছে যায় এই সব ফোনে। এছাড়াও প্রত্যেক মাসে গুগল এর তরফ থেকে অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য সিকিউরিটি প্যাচ পাঠানো হয়। যা নিয়মিত পৌঁছাতে থাকে এই ফোনগুলিতে। এর ফলেই আপ টু ডেট ও সুরক্ষিত থাকে Android One স্মার্টফোনগুলি। এক নজরে দেখে নেওয়া যাক Nokia 3.1 Plus, Nokia 5.1 Plus আর Nokia 6.1 Plus ফোনগুলি একে অপরের থেকে কতটা আলাদা? Nokia 3.1 Plus বনাম Nokia 5.1 Plus বনাম Nokia 6.1 Plus এর দাম ভারতে Nokia 3.1 Plus এর দাম ১১,৪৯৯ টাকা। Nokia 5.1 Plus এর দাম ১০,৯৯৯ টাকা। Nokia 6.1 Plus এর দাম ১৫,৯৯৯ টাক

রাজ্যের 8.5 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করেছে সরকারঃ মমতা

Image
কলকাতা: রাজ্যের 8.5  কোটি মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করেছে সরকার। এর জন্য চালু হয়েছে 'খাদ্য সাথী' প্রকল্প।  টুইট করে মঙ্গলবার  একথাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, আম বিশ্ব খাদ্য দিবস। আর আমরা এ পর্যন্ত 8.5 কোটি মানুষের খাদ্য  নিরাপত্তা  সুনিশ্চিত করতে পেরেছি।' পাশাপাশি তিনি জানান জঙ্গলমহল থেকে  শুরু করে পাহাড়ের মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বছর সাতেক আগে ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের নাগরিকদের  জন্য সস্তায়  চাল  দেওয়ার ব্যবস্থা  করে  সরকার। আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য রেশন থেকে দুটাকা কিলো দরে  চাল দেওয়া হচ্ছে। এখন প্রায় প্রতিটি সরকারি  অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী বলেন, পাহাড় এবং জঙ্গল মহল হাসছে। খাদ্য দিবসের দিন সেই বার্তাই আরও একবার তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও জানান দুটাকা কিলোদরে  চাল দেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁর  দাবি  কেন্দ্রীয়  সরকারের সংস্থা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই) রাজ্যের থেকে চাল নিচ্ছে।  কিন্তু দাম বাকি রাখছে। তবু সহায় সম্বলহীন মানুষের

ছেলের সম্মতিতে ব্রেন ডেথ প্রবীণার অঙ্গ প্রতিস্থাপন কলকাতায়

Image
দুর্গা সাধু       কলকাতা : ব্রেন ডেথ ঘোষণার পর মায়ের অঙ্গদানে সম্মতি দিলেন ছেলে। ফলে ফের অঙ্গ প্রতিস্থাপন হল কলকাতায়। এবার SSKM হাসপাতালে বাগুইআটির বাসন্দা দুর্গা সাধুর লিভার ও কিডনি অন্যের দেহে প্রতিস্থাপিত হল। আজ সকালে গ্রিন করিডরের মাধ্যমে তাঁর অঙ্গ SSKM -এ পৌঁছে যায়। তিনজনের দেহে অঙ্গ প্রতিস্থাপিতও করা হয়েছে। গতকাল ভোরে অসুস্থ হয়ে পড়েন বাগুইআটির বছর আটষট্টির দুর্গা সাধু। তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু, গতকালই ব্রেন ডেথ হয় তাঁর। ব্রেন ডেথ নিশ্চিত করার জন্য গতকাল সন্ধ্যা সাড়ে ছ'টা ও রাত সাড়ে বারোটায় দুর্গা সাধুকে দু'বার পরীক্ষা করেন চিকিৎসকরা। এরপরই দুর্গাদেবীর অঙ্গদানে সম্মতি দেন ছেলে। দুর্গা সাধুর ছেলে দেবাশিস সাধু বলেন, "মা সে ভাবে অসুস্থ ছিলেন না। ৮-১০ বছর আগে একবার স্ট্রোক হয়েছিল। রবিবার রাতে আমরা একসঙ্গে খেয়েছি। মা টিভিও দেখেছেন। কিন্তু, তাঁর অসুস্থতার কোনও লক্ষণ দেখা যায়নি।" তিনি আরও বলেন, "সোমবার ভোরবেলা দু' বার বমি করেন মা। তাঁর মাথা যন্ত্রণা করছে বলে জানান। বেসরকারি ওই হাসপাতালে মাকে আমরা নিয়ে যাই। সিটি স্ক্যানের

ঋণের বদলে শারীরিক সম্পর্কের প্রস্তাব! ম্যানেজারের কপালে জুটল...

Image
ব্যাঙ্ক ম্যানেজারের কপালে জুটেছে বেধড়ক মার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া। ঋণের বিনিময়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন ব্যাঙ্ক ম্যানেজার। বিনিময়ে জুটল চড়-থাপ্পড়, লাঠি-লাথি-জুতোর ঘা! কলার ধরে ব্যাঙ্কের বাইরে টেনে নিয়ে গিয়ে ওই ব্যাঙ্ক ম্যানেজারের এমনই হাল করলেন এক তরুণী। মাত্র ৫০ সেকেন্ডের ওই ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে কমেন্টে তরুণীকে 'সাহসী', এমনকি 'যোদ্ধা'-র আখ্যাও দিলেন অনেকে। বেঙ্গালুরু থেকে ২৬০ কিলোমিটার দূরে কর্ণাটকের দাওয়ানগিরি। রবিবার সেখানেই একটি ব্যাঙ্কের বাইরে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই তরুণী ১৫ লক্ষ টাকা ঋণ নেওয়ার জন্য ওই ব্যাঙ্কে গিয়েছিলেন। ঋণের জন্য কথা বলতে ব্যাঙ্ক ম্যানেজারের ঘরে ঢুকেছিলেন তিনি। ব্যাঙ্ক ম্যানেজার ঋণ দিতে রাজি হয়ে যান। বিনিময়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। এতেই রেগে যান তরুণী। কলার ধরে ম্যানেজারকে বাইরে বার করে আনেন। তার পর একহাতে জামার কলার এবং অন্য হাতে একটি মোটা লাঠি দিয়ে ক্রমাগত মারতে শুরু করেন তাঁকে। একটা সময় লাঠিটা ধরে ফেলেন ম্যানেজার, কিন্তু তাতেও দমানো যায়নি তরুণীকে। তিনি কয়েকবার লাথিও

সিঙ্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমা বিভাগে পুরস্কৃত 'ময়ূরাক্ষী'

Image
'ময়ূরাক্ষী'-এর মুকুটে নয়া পালক৷ সিঙ্গাপুর সাউথ এশিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমা বিভাগে পুরস্কৃত হয়েছে এই সিনেমাটি৷ বাবা ও ছেলের এই গল্প আগেই মন ছুঁয়েছিল দর্শকদের৷ সেরার শিরোপা পেয়ে উচ্ছ্বসিত গোটা টিম৷ সম্পর্ক বয়ে চলে নদীর মতো। জীবনের নানা গতিপথে নিজস্ব ছন্দে সে এগিয়ে যায়। প্রবহমান এই সম্পর্কের কাহিনি নিয়েই তৈরি হয়েছিল 'ময়ূরাক্ষী'৷ সম্পর্ক কোনও 'রূপকথা নয়', তা বারবার নিজের ছবির মাধ্যমে বলে এসেছেন অতনু ঘোষ। এবারেও বাবা ও ছেলের সম্পর্কের বাস্তব দিক ফুটিয়ে তুলেছেন পরিচালক। এই দুই সম্পর্কের সমীকরণই পর্দায় তুলে ধরেছিলেন তিনি। আর চেনা সম্পর্কের এই অচেনা কাহিনিতে বহুদিন পর একফ্রেমে দেখা গিয়েছিল বাংলা সিনেমার দুই জীবন্ত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। একাধিক পুরস্কার ঝুলিতে রয়েছে 'ময়ূরাক্ষী'-এর৷ গানের জন্য আগেই ঝুলিতে এসেছিল পুরস্কার৷ এবার সিঙ্গাপুর সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার পুরস্কার জিতল 'ময়ূরাক্ষী'৷ নতুন এই সম্মান ঝুলিতে আসার পর খুশি গোটা টিম৷

বাজারে গিয়ে দেড় বছরের সন্তানকে বিক্রি শ্রমিকের

Image
মালবাজার: দেবীপক্ষে নিজের দেড় বছরের সন্তানকে বিক্রি করতে এসে হাতেনাতে পাকড়াও চা-শ্রমিক৷ মালবাজার মহকুমার ওদলাবাড়ি বাজারের ঘটনা৷ জানা গিয়েছে, সোমবার দুপুরে কৈলাশপুর চা-বাগানের বাসিন্দা বিশ্বনাথ ওড়াও দেড় বছরের ছেলেকে ওদলাবাড়ি বাজারে বিক্রি করতে নিয়ে যান৷ নিজের সন্তানের দার ৫০ হাজার টাকা তোলেন চা বাগান শ্রমিক৷ শিশু বিক্রির খবর পেয়ে ক্রেতা সেজে ঘটনাস্থলে যান দুই সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা৷ তখন বিশ্বনাথ ওরাও ছেলেকে ৫০ হাজার টাকায় শিশু বিক্রি করতে রাজি হয়ে যান৷ ওদলাবাড়ির সেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বিশ্বনাথ ওরাওকে ধরে ফেলেন৷ খবর দেওয়া হয় মালবাজার পুলিশকে৷ পরে শিশুটির শারীরিক অবস্থা ভাল না থাকায় তাকে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করানো হয়েছে বলে খবর৷  সেচ্ছাসেবী সংস্থার সদস্য বিকাশ দেবরায় ও নফসর আলি জানান, এই ব্যক্তির ৫টি সন্তান রয়েছে। ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে ওই সন্তানের চিকিৎসা করানোর নাম করে বাজারে বিক্রি করতে গিয়ে ধরা পরে যায়। শিশু বিক্রির অভিযোগে মদ্যপ ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ এদিনের এই ঘটনা প্রসঙ্গে চা-শ্রমিক বিশ্বনাথ বলে, ''

বিশেষ কার্ভিক্যাল কলার উদ্ভাবন করে চমক বর্ধমানের ছাত্রীর

Image
বর্ধমান: দেবীপক্ষে কন্যাশ্রীর কন্যার হাত ধরে এল সাফল্য। ফের বৈজ্ঞানিক উদ্ভাবনে নজর কাড়ল পূর্ব বর্ধমানের মেমারির স্কুলছাত্রী দিগন্তিকা বসু। সমাজের বিভিন্ন সমস্যার সহজ সমাধানের রাস্তা দেখিয়ে দ্বিতীয় বারের জন্য ড. এপিজে আবদুল কালাম ইগনাইট-২০১৮ পুরস্কারের জিতে নিল ছাত্রী দিগন্তিকা। সোমবার বিকেলে কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনোভেটিভ ফাউন্ডেশন ৩১ জন খুদে বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে। যাদের খুব শিগগির পুরস্কৃতও করা হবে। সেই তালিকাতেই রয়েছে মেমারির ওই স্কুলছাত্রীরও। উল্লেখ্য, ২০১৭-তে বিশেষ ড্রিল মেশিন আবিষ্কার করে দিগন্তিকা এই সম্মান পেয়েছিল। ঠাকুমা লক্ষ্মীপ্রিয়া বসু দীর্ঘদিন ধরেই ঘাড়ের স্পন্ডিলাইটিসে ভুগছেন। তাঁকে বেল্ট (কার্ভিক্যাল কলার) ব্যবহার করতে হয়। কিন্তু এটা ব্যবহারের করেও খুব একটা স্বস্তি বোধ করেন না। গরমে ঘেমে গিয়ে কষ্ট পান। বেশিক্ষণ পরে থাকা যায় না। ঠাকুরমার এই কষ্ট থেকেই কিছু করার ভাবনা মাথায় আসে দিগন্তিকার। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে তৈরি করে ফেলে স্মার্ট কার্ভিক্যাল কলার। যা ব্যবহার করলে কোনওরকম অস্বস্তি হবে না। খুব গরমেও আরামপ্রদ এই বিশেষ যন্ত্র।

মাটি খুঁড়তেই ২১টা কঙ্কাল বেরিয়ে এল কেদারনাথে

Image
দেরাদুন: পাঁচ বছর আগের এক বন্যা একটা ধর্মস্থানকে প্রায় নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। কিন্তু পুরোটা পারেনি। মানুষ আবার ঘুরে দাঁড়িয়েছে। শত শত মৃতদেহের উপরেই মানুষ তৈরি করেছে আরও এক নতুন সভ্যতা। ২০১৩ সালের বন্যা ও ধস কেদারনাথে কেড়ে নিয়েছিল কয়েক হাজার প্রান। অনেকেই খুঁজে পাননি নিজের প্রিয়জনকে। এবার সেই স্মৃতি উগরে দিচ্ছে কেদার। পুলিশ সূত্রে খবর, টানা তিন দিন খোঁজাখুজির পর হিমালয়ের এক পবিত্র তীর্থস্থান থেকে প্রায় ২১ টি কঙ্কাল এবং ৪ টি খুলি উদ্ধার করেছেন তারা। পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অশোক কুমার জানিয়েছেন,ওই তীর্থস্থানের বিভিন্ন অংশে পুলিশের পাঁচটি আলাদা দল সন্ধান চালায়। উদ্ধার হওয়া খুলি ও কঙ্কালগুলির ডিএনএ সংগ্রহ করে সেগুলির শেষ কৃত্য সম্পন্ন করা হয়েছে। বেশীরভাগ কঙ্কালগুলি পাওয়া গিয়েছে, রামবারা ও ত্রিজুগিনারায়ন এর মন্দিরগামী পাহাড়ি পথে। কেদারনাথ যাওয়ার অন্যতম পথ রামবারা। সেই ভয়াবহ বন্যা বহু তীর্থযাত্রীকে একেবারে ভাসিয়ে নিয়ে যায়। ২০১৬ সালে হাইকোর্টের দেওয়া নির্দেশের ভিত্তিতে গত ১২ই অক্টোবর সেখানকার পুলিশ আরও একবার উদ্ধারকাজ শুরু করে। সেই ভয়াবহ বন্যার পর নিখোঁজ হন প্রায় ৩৫০০ জন মানুষ।

মহিলা শৌচালয়ে ঢুকতে বাধা, পিস্তল বার করে যুগলকে হুমকি বিধায়কের ভাইয়ের

Image
ডান হাতে পিস্তল রয়েছে। সামনে দাঁড়ানো যুগলকে হুমকি দিচ্ছেন বিএসপি বিধায়কের ভাই। মহিলা শৌচালয়ে জোর করে ঢুকতে চেয়েছিলেন।বাধা দিলে পিস্তল দেখিয়ে এক যুগলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বিএসপি বিধায়কের ভাইয়ের বিরুদ্ধে। আশিস পাণ্ডে নামে ওই যুবকের বাবা রাকেশ পাণ্ডে প্রাক্তন বিএসপি সাংসদ। শনিবার ঘটনাটি ঘটেছে দিল্লির একটি পাঁচতারা হোটেলে। হোটেলের সামনে ওই যুগলের সঙ্গে বিধায়কের ভাইয়ের ঝামেলা এবং পিস্তল বার করে হুমকি দেওয়ার ঘটনা সবটাই ভিডিয়ো করেছেন অন্য একজন। সেই ভিডিয়ো এখন ভাইরাল। তবে এখনও পর্যন্ত এ নিয়ে বিএসপির তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। ওই ব্যক্তির নামে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আশিস জালালপুরের বিএসপি বিধায়ক রীতেশ পাণ্ডের ভাই। তাঁর আরও একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। বাবা রাকেশ পাণ্ডে প্রাক্তন বিএসপি সাংসদ। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, পিঙ্ক প্যান্ট এবং কালো টি-শার্ট পরে পাঁচতারা হোটেলের বাইরে দাঁড়িয়ে রয়েছেন রীতেশ। তাঁর সামনে যুগল দাঁড়িয়ে। আর তাঁদের সঙ্গেই কথা কাটাকাটি চলছে। তার মধ্যেই পকেট থেকে পিস্তল বার করে তাঁদের হুমকি দিতে শুরু করেন। রীতেশের সঙ্গে এক তরুণী ছ

যৌন হেনস্থার পাল্টা মামলা লড়তে ৯৭ জন আইনজীবী!

Image
নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরই পাল্টা মামলা দায়ের করেছেন তিনি। অভিযোগকারী সাংবাদিক প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। এই মামলা লড়ার জন্য, ৯৭ জন আইনজীবীকে নামানো হয়েছে। এর মধ্যে ৩০ জন মহিলা আইনজীবী বলে জানা গিয়েছে। এই ধারায় শাস্তিপ্রাপ্ত ব্যক্তির সর্বোচ্চ ২ বছরের হাজতবাস হতে পারে। অন্যদিকে, প্রিয়া জানিয়েছেন লড়ার জন্য তিনি তৈরি। সত্য এবং নিরঙ্কুশ সত্যই তাঁর হাতিয়ার। প্রিয়া দাবি করেছেন, আকবর মামলা ঠুকে অভিযোগকারিণীদের মুখ বন্ধ করতে চাইছেন, কিন্তু সেটা হবে না। গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে, যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন একাধিক মহিলা। দেশে ফিরে সেইসব অভিযোগকেই 'মিথ্যা' ও 'রঙ চড়ানো' বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবর। প্রকাশ্যে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে আকবর দাবি করেছেন, কোনও রকম প্রমাণ ছাড়াই কারও বিরুদ্ধে অভিযোগ করা এবং সেটা ভাইরাল হয়ে ওঠা এক শ্রেণির মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে একের পর এক অভিযো

৪ নভেম্বরের পর থেকে আরও দামি হবে পেট্রল-ডিজেল

Image
নয়াদিল্লিঃ  শুধু ভারতই নয়। গোটা বিশ্বের নজর একদিকে। আগামী মাস অর্থাৎ নভেম্বরের ৪ তারিখের দিকে। আগামী ৪ নভেম্বরের পর ইরান থেকে তেল আমদানি অথবা তেহরানের সঙ্গে কোনওরকম অশোধিত তেলের বাণিজ্যে যেসব রাষ্ট্র যুক্ত থাকবে, তাদের আর্থিক নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে। এমনটাই হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের। ইতিমধ্যে ইরান থেকে তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। সেখানে দাঁড়িয়ে ভারতের উপর চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। একদিকে দেশে পেট্রপণ্যের দাম সব রেকর্ড ভেঙে আকাশ স্পর্শ করেছে এবং লাগাতার দাম বেড়েই চলেছে। আবার অন্যদিকে ডলারের বিনিময়ে টাকার দাম সর্বকালীন কম। এই দুয়ের ধাক্কায় ভারতের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতি চরম বেসামাল। এমতাবস্থায় আগামী ৪ নভেম্বরের পর ইরান থেকে তেল আমদানিতে আমেরিকার নিষেধাজ্ঞার সময়সীমা সমাপ্ত হওয়ায় নতুন করে পেট্রপণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা। যদিও ভারতের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত মেনে নেবে নাকি আমেরিকাকে ক্ষুব্ধ করেই তেহরানকে তেল কিনবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যে তেল সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেন খোড প্রধানমন্ত্রী মোদী। সেই বৈঠকে প্রতিটি

শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট, প্রথম পঁচিশে উমেশ

Image
নয়াদিল্লি: আইসিসি টেস্ট ব়্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর প্রকাশিত ব়্যাংকিং অনুয়ায়ী ৯৩৫ পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষস্থানে রয়েছেন ভিকে৷ ৯১৯ পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছেন স্টিভ স্মিথ৷ প্রথম দেশের মধ্যে ৬ নম্বরে চেতেশ্বর পূজারা রয়েছেন৷ ভারতের মিডল অর্ডারের আরেক ব্যাটিং স্তম্ভ অজিঙ্ক রাহানে রয়েছেন ১৮ নম্বরে৷ অন্যদিকে অভিষেক টেস্ট সিরিজে সিরিজ সেরার পুরস্কার জিতে নেওয়া ঋষভ পন্ত ব়্যাংকিংয়ে ষাটে রয়েছে৷ ক্যারিবিয়নদের বিরুদ্ধে দুই টেস্টে দুটি ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত৷ টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় ঋষভ রয়েছেন ৬২ নম্বরে৷ বোলারদের টেস্ট ব়্যাংকিংয়ে প্রথম দশে রয়েছেন দুই ক্রিকেটার৷ চার নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও আট নম্বরে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন৷ তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন৷ হায়দরাবাদ টেস্টে দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট তুলে বোলারদের তালিকায় প্রথম পঁচিশে ঢুকে পড়লেন উমেশ যাদব৷ অন্যদিকে দল হিসেবে টেস্ট ক্র

দলকে দেউলিয়া ঘোষণা কেজরিওয়ালের

Image
নয়াদিল্লি: ভাঁড়ে মা ভবানী অবস্থা৷ এই অবস্থায় দলকে দেউলিয়া ঘোষণা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের৷ সোমবার তাই তিনি দলের কর্মী-সমথর্ক ও মানুষের কাছে পার্টি তহবিলে সাধ্যমত অর্থ সাহায্য করার আবেদন রাখেন৷ সেই অর্থ দিয়ে আগামী লোকসভা ভোটের খরচ সামাল দেবে আপ৷ সেন্ট্রাল দিল্লির তালকোটরা স্টেডিয়ামে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো বলেন, ''দেশের ইতিহাসে সম্ভবত প্রথমবার কোনও রাজনৈতিক দল কঙ্গাল হয়ে পড়েছে৷ আর সরকার ফুলে ফেঁপে উঠছে৷ কারণ আপ দানের টাকায় চলে৷ দুর্নীতিগ্রস্ত কোটিপতিদের টাকায় দল চলে না৷'' সামনেই একাধিক গুরুত্বপূর্ণ নির্বাচন৷ সে কথা মনে করিয়ে কেজরিওয়ালের সংযোজন, ''আগামী দুই বছরে একাধিক নির্বাচন রয়েছে৷ কিন্তু নির্বাচনে লড়াই করার মতো সার্মথ্য আমাদের নেই৷ কেননা দলের তহবিল ফাঁকা৷ আপের টাকা দরকার৷'' এরপরই দলীয় কর্মীদের কাছে অর্থ সাহায্যের আবেদন করেন৷ দলের কর্মীদের কাছে সাহায্যের পরিমাণও বেধে দেন৷ কেজরিওয়াল জানান, কর্মরত স্বেচ্ছাসেবীরা প্রতি মাসে অন্ততপক্ষে একশো টাকা করে দিন৷ পরিবারের কেউ রোজগার করলে তাকেও বলুন একশো টাকা করে দিতে৷

দুর্গা পুজোয় চার জায়গায় বিস্ফোরণের ছক নিয়ে প্রবেশ করেছে JMB: গোয়েন্দা রিপোর্ট

Image
কলকাতা: দুর্গা পুজোর মধ্যে জঙ্গি হামলার আশঙ্কা রাজ্যে। চাঞ্চল্যকর রিপোর্ট এসে পৌঁছল দেশের গোয়েন্দা অফিসারদের হাতে। রাজ্যের পুজো প্যান্ডেলে হামলা চালাতে পারে বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন। উত্তরবঙ্গে সেই জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 'জি নিউজ'-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গের চারটি জায়গা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও শিলিগুড়িতে হামলার পরিকল্পনা করেছে ওই জঙ্গি সংগঠন। গোয়েন্দা রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, "দুর্গাপুজোয় অন্তত চার জায়গায় হামলার ছক কষেছে জেএমবি।" মূলত ওই চারটি জায়গাকেই টার্গেট করা হয়েছে বলে খবর। গোয়েন্দা সূত্রে খবর, ইতিমধ্যেই ওই জঙ্গি সংগঠনের দুটি দল রাজ্যে প্রবেশ করেছে ও কোচবিহারের দিনহাটায় ঘাঁটি গেড়েছে। বাকি দুটি দলও আগামী দু-দিনের মধ্যেই রাজ্যে প্রবেশ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। দিনহাটার যৌনপল্লীতে ওই জঙ্গিরা আশ্রয় নিয়েছে বলে জানাচ্ছেন গোয়েন্দারা। দুর্গা পুজোয় সর্বাধিক রক্তপাত ঘটানোটাই তাদের মূল উদ্দেশ্য। এর আগে, ২০১৪ তে এই পুজোর সময়েই শিরোনামে এসেছিল বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ। রাজ্যে জেএমবি-র

মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত ৫, সপ্তমীর সকালে আনন্দ বদলে গেল বিষাদে

Image
সপ্তমীর সকালে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস নয়নজুলিতে উল্টে যাওয়াতেই দুর্ঘটনাটি ঘটে। অত্যন্ত বেদনাদায়ক এই ঘটনাটি ঘটেছে হুগলীর হরিপালে। এদিন সকালে হরিপালের ডাকাতিয়া খালের কাছে অহল্যাবাই রোডে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, আরামবাগ থেকে কলকাতা আসছিল বাসটি। সকাল সাড়ে ৭টা নাগাদ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়়ে যায় বসাটি। বাসটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজন প্রাণ হারান। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। আহতরা হরিপাল গ্রামীণ হাসপাতালে চিকিত্সাধীন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। বাস দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় দুর্ঘটনাগ্রস্ত বাসটি থেকে আহতদের বের করার পালা। অভিযোগ, পুলিস আসতে বেশ কিছুটা দেরি হয়। পুলিস আসার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। উত্তেজনা ছড়ায় এলাকায়। ভাঙচুর চালান এলাকাবাসী।

ষষ্ঠ শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু, হাত–পা বাঁধা অবস্থায় উদ্ধার দেহ

Image
পূর্ব মেদিনীপুরের কাঁথির জুনপুট থানা এলাকার দৌলতপুর গ্রামে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রের হাত–পা বাঁধা মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃত ছাত্রের নাম আনিশ পাত্র (১২)। মঙ্গলবার সকালে তাঁর বাড়ি থেকে মাত্র কয়েকশ মিটার দূরে তার মৃতদেহ উদ্ধার হয়।  এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  জানা গিয়েছে, আনিশ স্থানীয় চাঁপাতলা হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ত। কিন্তু এমন একটি ছোট্ট ছেলেকে ঠিক কি কারনে এমন নৃশংসভাবে খুন হতে হল তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, আনিশ সোমবার সন্ধ্যে নাগাদ বাড়ি থেকে কিছু দূরে একটি পুজো মণ্ডপে যাবে বলে বেরিয়ে যায়। তার বাবা অলক পাত্রের মুকুন্দপুরে একটি স্টুডিও রয়েছে। অলকবাবু রাত্রি ১০.১৫টা নাগাদ বাড়ি ফিরে আসার পরেই শুরু হয় ছেলের খোঁজ।  তাঁরা ওই ক্লাবের পুজো মন্ডপে গিয়ে জানতে পারেন, ছেলেটি কিছু সময় সেখানে থাকলেও পরে আনিশকে আর দেখা যায়নি। এরপর সারারাত ধরে তাকে খুঁজে বেড়িয়েছেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দুরের একটি ঝোপের মধ্যে আনিশের মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আনিশের পরনের টি–শার্ট

পুজো বন্ধ, বিচার চাইছে দাড়িভিট

Image
রায়গঞ্জ : পুজো এলে যারা ক্যাপ-বন্দুক নিয়ে গ্রামের রাস্তায় খেলে বেড়াত তারাই কয়েকদিন আগে দেখেছে আসল বন্দুক। ক্যাপের ফটাফট শব্দ নয়, শুনেছে আসল গুলির আওয়াজ। দুই যুবকের রক্তে ভিজেছে গ্রামের মাটি। পুজোর আনন্দ নয়, গ্রামবাসীর চোখেমুখে এখন আতঙ্কের ছাপ। বোধনের আগেই যেন দশমী হয়ে গেছে গ্রামে। তাই এবার বন্ধ পুজো। তার পরিবর্তে আন্দোলন জোরদার করতে তৈরি হচ্ছে দাড়িভিট। ২০ সেপ্টেম্বর। উত্তেজনা ছড়ায় দারিভিট স্কুলে। পড়ুয়াদের আন্দোলন থামাতে নামে পুলিশ। করা হয় লাঠিচার্জ। ফাটানো হয় টিয়ার গ্যাসের সেল। চলে গুলিও। অকালে ঝরে পড়ে দুটি প্রাণ। মৃত্যু হয় গ্রামেরই ছেলে রাজেশ ও তাপসের। অনেকেই জখম হন। এখানেই শেষ নয়। পুলিশের বিরুদ্ধে বাড়ি বাড়ি ঢুকে অত্যাচারের অভিযোগও ওঠে।  এরপরই দু'জনের মৃত্যুতে CBI তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলনে নামেন গ্রামের বাসিন্দারা। নাওয়াখাওয়া ভুলে মৃতদের পরিবারের পাশে দাঁড়ান তাঁরা। তাই দাড়িভিটের বাতাসে লাগেনি পুজোর গন্ধ। গ্রামের দুর্গামণ্ডপে নেই পুজোর তোড়জোড়। নেই ব্যস্ততা। কারণ পুজোর আয়োজনে নয়, গ্রামের মানুষ এখন ব্যস্ত আন্দোলন জোরদার করতে। মৃতদের প্রতি শোকজ্ঞাপন করে এবার পুজো বন্ধ

ঝাড়খন্ডে বিস্ফোরণে রেল লাইন উড়িয়ে দিল মাওবাদীরা

Image
ধানবাদ: রেল কর্মীদের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা৷ বিস্ফোরণ ঘটিয়ে রেল লাইন উড়িয়ে দেওয়ার চেষ্টা করে মাওবাদীরা৷ কিন্তু সময়মতো রেলকর্মীরা তৎপর হয়ে যাওয়ায় অনেক ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে৷ রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি জানিয়েছেন, ওই রেলকর্মীদের পুরস্কৃত করা হবে৷ মাও হামলায় ব্যাহত রেল পরিষেবা৷ এবার রেল লাইন উড়িয়ে দিল তারা৷ ঝাড়খন্ডের গিরিধা জেলার ঘটনা৷ তার জেরে ধানবাদ ডিভিশনে ব্যাহত হয়ে পড়েছে রেল চলাচল৷ মঙ্গলবার ইস্ট-সেন্ট্রাল রেলের এক আধিকারিক জানান, সোমবার রাত প্রায় ১১টা নাগাদ চৌধুরী বনধ স্টেশনের রেল লাইন বোমা মেরে উড়িয়ে দেয় মাওবাদীরা৷ তার জেরে রেলের দুই ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়৷ সিগন্যালিং ব্যবস্থা অচল হয়ে পড়ে৷ তার প্রভাব পড়ে ট্রেন চলাচলে৷ ওই আধিকারিক জানান, বিস্ফোরণের পরই ছ'টি ট্রেনকে বিভিন্ন স্টেশনে দাড় করিয়ে দেওয়া হয়৷ এদিকে এই বিস্ফোরণ আরও মারাত্মক আকার নিতে পারত৷ কিন্তু রেল কর্মীদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে৷ রেলের ডিরেক্টর (মিডিয়া) রাজেশ দত্ত বাজপেয়ী জানান, মুবারক হুসেন ও চন্দ্র কুমার এই দুই রেল কর্মীর তৎপর

সপ্তমীতে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে শুরু পুজো

Image
এক বছর পর বাপের বাড়ি এসেছেন উমা। উত্সবের আনন্দে মাতোয়ারা  বাংলার প্রতিটি কোণা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নব পত্রিকা স্নান দিয়ে শুরু হয়ে গিয়েছে সপ্তমীর পুজোর উপাচার। ঢাকের বাদ্যি আর শরতের নীল আকাশের আবহে চারদিকে খুশির আমেজ। সকাল থেকেই নতুন জামা পরে প্যান্ডেলে হাজির কচিকাঁচারা। আজও সকাল থেকে শুরু প্যান্ডেল হপিং। সাত সুর আর সাত রঙের ঐকতানে আনন্দে মুখরিত দুর্গা পুজোর সপ্তমী।

বিশ্বসেরা আমাদের সিকিম, বাঙালির প্রিয় গ্যাংটক বেড়ানোয় এল নতুন আনন্দ

Image
বিশ্বের মোট ৫১টি দেশকে নিয়ে হয় প্রতিযোগিতা। সবাইকে পিছনে ফেলে বিশ্বের প্রথম সম্পূর্ণ 'অর্গানিক এগ্রিকালচার' নির্ভর রাজ্য ঘোষণা করা হয়েছে সিকিমকে। এখন রোমে রয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিং। বিশ্বসেরার অ্যাওয়ার্ড পাবেন রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে। রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন-এর ফিউচার পলিসি গোল্ড অ্যাওয়ার্ড পেল সিকিম। চারদিকে যখন শাক, সবজি সবেতে রাসায়নিকের ভয়, তখন সম্পূর্ণ রাসায়নিক মুক্ত চাষাবাদের জন্য বিশ্বসেরার খেতাব পেল সিকিম। রাষ্ট্রপুঞ্জ একশো শতাংশ প্রাকৃতিক চাষাবাদের স্বীকৃতি ঘোষণা করেছে শুক্রবার। বিশ্বের মোট ৫১টি দেশকে নিয়ে হয় প্রতিযোগিতা। সবাইকে পিছনে ফেলে বিশ্বের প্রথম সম্পূর্ণ 'অর্গানিক এগ্রিকালচার' নির্ভর রাজ্য ঘোষণা করা হয়েছে সিকিমকে। কৃষি ক্ষেত্রে কোনওরকম রায়াসনিক, কীটনাশক ব্যবহার করা হয় না সিকিমে। ফসলের ভাল উৎপাদনের জন্য ব্যবহার করে শুধুমাত্র জৈব সার। কোনও কৃষক যাতে রাসায়নিক ব্যবহার করতে না পারে, তার জন্য রাসায়নিক কীটনাশকের বিক্রিও নিষিদ্ধ করে দেয় সিকিম সরকার। আর তার ফল মিলল হাতেনাতে। ২০১৬ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরে

বাংলাদেশে পুজো ৩১ হাজার, মাতল রোহিঙ্গারাও

Image
শারদোৎসবে মজে উঠেছে বাংলাদেশ। ষষ্ঠীর দিন শুরু হয়ে গেছে উৎসব। প্রতি বারের মতো এবারও পুরনো ঢাকার গলিতে গলিতে পরম যত্নে পুজোমণ্ডপ সাজানো হয়েছে। বিশেষ করে শঁাখারিবাজার, লক্ষ্মীবাজার, শ্যামবাজার, তঁাতিবাজার, কলতাবাজার, ওয়ারি, মুরগিটোলা, ডালপট্টির মতো ছোট–বড় মহল্লায় পুজোমণ্ডপ তৈরি হয়েছে। পুজো উপলক্ষে কেনাকাটাও হয়েছে এবার অনেক বেশি। পুজোয় মেতে উঠেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও। দুর্গাপুজো চলাকালীন আতশবাজি, পটকা ফাটানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পুলিস। পুলিস কমিশনার আছাদুজ্জামান মিয়াঁ ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে বলেছেন, শারদীয় দুর্গাপুজো নিরাপদ, শান্তিপূর্ণ করতে এই ব্যবস্থা। ৪১ বছর ধরে ঢাকেশ্বরী এলাকায় প্রতিমা তৈরি করছেন রবীন্দ্রনাথ। প্রতি বারের মতো এবারও তিনজন কর্মচারী নিয়ে প্রতিমা তৈরি করছেন তিনি। ঢাকেশ্বরীর বাইরের প্রত্যেকটি মন্দিরে সিসি টিভি ক্যামেরা থাকছে। অস্থায়ী পুলিস কন্ট্রোল রুম চালু হয়েছে। বাংলাদেশ পুজো উদ্‌যাপন পরিষদ জানিয়েছে, এবার বাংলাদশে ৩১,২৭২টি দুর্গাপুজো হচ্ছে। গত বছরের তুলনায় ১,১৯৫টি পুজো বেড়েছে। ঢাকায় ৬,৮০৪টি, চট্টগ্রামে ৪,৫০৬টি, সিলেটে ২,৩৪১টি, খুলনায় ৪,৮৮৩টি, রাজশা

10 GB RAM! আরও স্মার্ট মোবাইল আনতে চলেছে ওপো

Image
বিশ্বের প্রথম ব্র্যান্ড হিসাবে ১০ জিবি র‌্যাম বিশিষ্ট মোবাইল ফোন আনতে চলেছে ওপো। সাম্প্রতিক খবরে বলা হয়েছিল, আগামী জানুয়ারি মাসে ১০ জিবি র‌্যাম যুক্ত প্রথম মোবাইল ফোন আনবে ভিভো। নতুন ফ্ল্যাগশিপ মডেল XPlay 7-এ ১০ জিবি র‌্যাম দেওয়া হবে বলে খবর ছিল। তবে তা নিয়ে সংস্থার তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।  ওপো-র নতুন ফ্ল্যাগশিপ মডেল Find X-এ ১০ জিবি র‌্যাম থাকবে বলে জানা যাচ্ছে। সম্প্রতি আইস ইউনিভার্সের করা টুইটে এ খবর জানায়। চিনে মোবাইলের বিভিন্ন মডেল আগে ছাড়পত্র পায়। তার পর বাজারে আসে। এই ছাড়াপত্র দেয় TENNA নামে একটি সংস্থা। জানা যাচ্ছে, টেনা-র কাছে নতুন মডেলের যাবতীয় কাগজপত্র জমাও করেছে ওপো। এতে ইন্টারনাল মেমরি দেওয়া হবে ২৫৬ জিবি।  আপাতত ৮ জিবি র‌্যামযুক্ত ফোন বাজারে রয়েছে ওপোর। যা বিশ্বের বাজারে যথেষ্ট সমাদৃত হয়েছে। এ ছাড়াও নতুন মডেলে থাকছে ৬.৪২ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন সঙ্গে ২৩৪০x১০৮০ রেজোলিউশন। ডুয়াল রেয়ার ক্যামেরার একটি ১৬ এবং অন্যটি ২০ মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য ২৫ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাটি ফেসিয়াল স্ক্যানারের মতো কাজ করে যা ফোন আনলক করার কাজে লাগে। কোয়ালকম

সপ্তমীর দিন দাম বেড়ে জ্বালানি ৯০ এর কাছাকাছি

Image
নয়াদিল্লি: দাম কমার কোনও লক্ষণ নেই, উপরন্তু নিজের দর একটু একটু করে বাড়িয়েই চলেছে পেট্রল-ডিজেল৷ আশঙ্কাকে সত্যি করে ৯০ এর আরও কাছে এগিয়ে গেল জ্বালানি মূল্য৷ পুজোর মরসুমে ফের বাড়ল দাম৷ দিল্লিতে ০.১১ পয়সা বেড়ে পেট্রলের দাম প্রতি লিটারে হয়েছে ৮২.৮৩ পয়সা এবং ০.২৩ পয়সা বেড়ে প্রতি লিটারে ডিজেলের দাম হয়েছে ৭৫.৬৯ পয়সা৷ পাশাপাশি মুম্বইয়ে ০.১১ পয়সা বেড়ে প্রতি লিটারে পেট্রলের দাম হয়েছে ৮৮.২৯ পয়সা এবং ০.২৪ পয়সা বেড়ে প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৭৯.৩৫ পয়সা৷ এদিকে তেলের দাম ক্রমশ নাগালের বাইরে চলে যাওয়ায় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করে বিরোধী দলগুলি৷ চাপের মুখে বাধ্য হয়ে উৎপাদন শুল্ক আড়াই টাকা কমায় মোদী সরকার৷ কিন্তু তাতেও স্বস্তি ফিরল আর কই? সরকারের অস্বস্তি বাড়িয়ে আবার উধ্বর্মুখী তেলের দাম৷ এদিকে আগামী ২২ অক্টোবর দিল্লির সব পেট্রল পাম্প বন্ধের সিদ্ধান্ত ডিলারদের৷ সোমবার ঘোষণা দিল্লি পেট্রল ডিলারস অ্যাসোসিয়েশনের(ডিপিডিএ)৷ জ্বালানির উপর ভ্যাট না কমানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে জানানো হয় ডিপিডিএ'র তরফে৷ ডিলারদের এই সিদ্ধান্তের সর্বাত্মক প্

কাশ্মীরে মধ্যরাতে গ্রেনেড হামলা CRPF শিবিরে

Image
জম্মু-কাশ্মীরের নেওয়ায় সিআরপিএফের শিবির লক্ষ্য করে গ্রেনেড হামলা চালাল সন্ত্রাসবাদীরা। এখনও পর্যন্ত এক জওয়ান আহত হওয়ার খবর মিলেছে।  সংবাদ সংস্থা সূত্রে খবর, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের ১৮৩ ব্যাটেলিয়নের শিবিরে সোমবার মধ্যরাতে হামলা হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, সন্ত্রাসবাদীরা রাইফেল গ্রেনেড ছোড়ে। ঘটনার পরপরই অভিযানে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। গোটা এলাকা ঘিরে, রাতের অন্ধকারে সন্ত্রাসবাদীদের সন্ধানে ব্যাপক অভিযান শুরু হয়েছে।

জীবনযুদ্ধে হার মানলেন "দুনিয়া বদলের" কান্ডারি পল অ্যালেন

Image
সান ফ্রান্সিসকো : আগে একবার হার মানিয়েছিলেন ক্যানসারকে। কিন্তু এবার আর পারলেন না। জীবনযুদ্ধে হেরে গেলেন সেই মারণরোগের কাছেই। মৃত্যু হল মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। সপ্তাহ দুয়েক আগেই জনসমক্ষে জানান, তাঁর শরীরে ফের বাসা বেঁধেছে ক্যানসার। ন'বছর আগে যে "নন-হজকিন লিম্ফোমা"-তে আক্রান্ত হন, সেটাই আবার ফিরে এসেছে। অ্যালেনের বোন জোডি এক বিবৃতিতে বলেন, "জীবনের প্রতিটা ক্ষেত্রে অভূতপূর্ব ছিল আমার ভাই। দুনিয়ার বেশিরভাগ মানুষ পল অ্যালেনকে একজন প্রযুক্তিবিদ ও মানবদরদি হিসেবে চিনলেও, আমাদের কাছে পলের পরিচিতি ছিল প্রিয় ভাই, কাকা ও অসাধারণ বন্ধু হিসেবে।" তিনি আরও বলেন, "পলের পরিবার নিজেদের ধন্য মনে করে কারণ তারা পলের রসিকতা, মহানুভবতা, আন্তরিকতা ও গভীর উদ্বেগের অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ পেয়েছিল।" তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে মাইক্রোসফটও। এক বিবৃতিতে সংস্থার CEO সত্য নাদেলা বলেন, "আমাদের সংস্থা, আমাদের ইন্ড্রাস্টি ও আমাদের সমাজে তাঁর অবদান অপূরণীয়।" তিনি আরও বলেন, "মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে নিজস্ব শা

সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ২২ অক্টোবর পেট্রল পাম্প বন্ধের ঘোষণা ডিলারদের

Image
নয়াদিল্লি: আগামী ২২ অক্টোবর দিল্লির সব পেট্রল পাম্প বন্ধের সিদ্ধান্ত ডিলারদের৷ সোমবার ঘোষণা দিল্লি পেট্রল ডিলারস অ্যাসোসিয়েশনের(ডিপিডিএ)৷ জ্বালানির উপর ভ্যাট না কমানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে জানানো হয় ডিপিডিএ'র তরফে৷ ডিলারদের এই সিদ্ধান্তের সর্বাত্মক প্রভাব পড়বে দিল্লি জুড়ে৷ কেননা ওই দিন ৪০০টি পেট্রল পাম্প বন্ধ থাকবে৷ অ্যাসোসিয়েশনের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, দিল্লিতে ৪০০টি পেট্রল পাম্প রয়েছে৷ এই পেট্রল পাম্পগুলিতেই আবার রয়েছে সিএনজি পাম্প৷ ওই দিন সকাল ৬টা থেকে পরের দিন সকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে পেট্রল পাম্পগুলি৷ কেন এই পথে হাটলেন ডিলাররা? এক ডিলার জানিয়েছেন, জ্বালানির ক্রমাগত দাম বৃ্দ্ধির পর কেন্দ্রীয় সরকার আড়াই টাকা উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়৷ তারপর একাধিক রাজ্য সরকার সেই পথে হেটে তেলের উপর ভ্যাট কমিয়ে দেয়৷ কিন্তু দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সরকার তেলের উপর ভ্যাট কমাতে নিমরাজি৷ ফলে অন্যান্য রাজ্যগুলিতে তেলের দামে সামান্য ছাড় পাওয়া গেলেও এখানে সেই সুবিধা পাওয়া যাচ্ছে না৷ উপরন্তু হরিয়ানা ও উত্তরপ্রদেশের থেকেও এখানে দিন দিন তে

উত্তরপ্রদেশের ১৮টি শহরের নাম বদলের প্রস্তাব! এবার কী করবেন যোগী

Image
উত্তরপ্রদেশের অন্যতম জনপ্রিয় শহর এলাহাবাদের নাম পাল্টে প্রয়াগরাজ করার প্রস্তাব দিয়েছেন যোগী আদিত্যনাথ। এই নিয়ে নানা বিতর্ক হয়েছে। এবার সেই বিতর্ক আরও উসকে দিলেন প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এরাজ্যের আরও ১৮টি শহরের নাম বদলের প্রস্তাব দিলেন তিনি। খোঁচা দিয়ে কাটজু বলেছেন, এলাহাবাদের নাম বদলের জন্য ধন্যবাদ। তবে এটাই যথেষ্ট নয়। আমি উত্তরপ্রদেশের আরও অনেক শহরের নাম বদলের প্রস্তাব দিচ্ছি। বাবরের সন্তানদের সকলের নামে থাকা শহরের নাম বদলে দেওয়া হোক। কাটজু আলিগড়ের নাম বদলে অশ্বত্থামানগর, আগ্রার নাম অগস্ত্যনগর, গাজিপুরের নাম গণেশপুর, শাহজাহানপুর সুগ্রীবপুর করা হোক। সবমিলিয়ে ১৮টি শহরের নাম বদলের প্রস্তাব দিয়েছেন তিনি। ফৈজাবাদের নাম নরেন্দ্রমোদীপুর, ফতেপুরের নাম হবে অমিতশাহনগর, মোরাবাদের নাম করা হোক মনকিবাতনগর, বলে তীব্র কটাক্ষ করেছেন কাটজু। লাইভ জনমত সমীক্ষা - এখনই ভোট দিন প্রসঙ্গত, গত সপ্তাহে যোগী আদিত্যনাথ এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করার প্রস্তাব দেন। তিনি বলেন, এলাহাবাদে গঙ্গা যমুনার সঙ্গম হয়েছে। তাই একে প্রয়াগরাজও বলা হয়। তাই সকলে সহমত হলে

চকোলেটের লোভ দেখিয়ে শিশুকন্যার উপর যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ৭৯ বছরের বৃদ্ধ

Image
নয়াদিল্লি: চকোলেটের প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সি একটি মেয়ের উপর যৌন নির্যাতনের অভিযোগে উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস থেকে ৭৯ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করল পুলিশ। পকসো আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডেপুটি কমিশনার অফ পুলিশ (উত্তর-পূর্ব) অতুল কুমার ঠাকুর জানিয়েছেন, শনিবার এই ঘটনা ঘটেছে। মেয়েটি তাদের বাড়ির সামনে খেলছিল। সেই সময় ওই বৃদ্ধ তাকে চকোলেট দেবেন বলে একটি জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালান বলে অভিযোগ। কাউকে এই ঘটনার কথা জানালে ফল ভাল হবে না বলে মেয়েটিকে হুমকিও দেন ওই বৃদ্ধ। তবে মেয়েটি বাবা-মাকে সব বলে। এরপরেই তার বাবা-মা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ওই বৃদ্ধ এর আগেও একাধিকবার মেয়েটির উপর যৌন নির্যাতন চালিয়েছেন কি না, সেটা তদন্ত করে দেখছে পুলিশ। অন্যদিকে, শুক্রবার পূর্ব দিল্লির কল্যাণপুরীতে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তাঁদের বাড়িওলার ছেলে সহ চারজনের বিরুদ্ধে। মেয়েটিকে পিজার লোভ দেখিয়ে ধর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সোনার ডিম পাড়া হাঁসকে মেরে ফেলবেন না, সৌদি আরবের মতো তেল উৎপাদনকারী দেশগুলিকে হুঁশিয়ার প্রধানমন্ত্রীর

Image
নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সৌদি আরবের মতো উৎপাদনকারী দেশগুলিকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, তেলের দাম বাড়ার ফলে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় মুদ্রার দাম কমা ঠেকাতে প্রাপ্য অর্থ মেটানোর প্রক্রিয়াতেও বদল আনার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি যখন এই মন্তব্য করেন, তখন সেখানে ছিলেন সৌদি আরবের পেট্রোলিয়াম মন্ত্রী খালিদ এ আল-ফালিহ ও সংযুক্ত আরব আমিরশাহীর এক মন্ত্রী। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী দেশ ভারত গত দু'মাস ধরে অশোধিত তেলের দাম বাড়ার ফলে সমস্যায় পড়ে গিয়েছে। দেশে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম সর্বকালীন রেকর্ড ভেঙে চলেছে। এরই সঙ্গে মার্কিন ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়ার ফলে মুদ্রস্ফীতির হার এবং আর্থিক ঘাটতি বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ও দেশীয় তেল ও গ্যাস সংস্থাগুলির চিফ এগজিকিউটিভদের সঙ্গে তৃতীয় বার্ষিক আলোচনাসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই আলোচনাসভায় উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, চিফ এগজিকিউটিভদের প্রধানমন্ত্রী প্র

চুরিতে বাধা, গলা টিপে খুন প্রৌঢ়াকে

Image
আভা সাহা, ধৃত বাপি মণ্ডল। মুখের উপরে বালিশ চেপে সাঁড়াশির মতো দু'হাত দিয়ে গলাটা টিপে ধরেছিল বছর বাইশের যুবক। তার মধ্যেই কোনও রকমে গোঙাচ্ছিলেন প্রৌঢ়া। প্রতিবেশীরা ঘরে ঢুকে যুবককে ধরে ফেললেও বাঁচানো গেল না তাঁকে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, বেলেঘাটার গগন সেন রোডের একটি বাড়িতে। নিহত প্রৌঢ়ার নাম আভা সাহা (৫৩)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আভাদেবীর বাড়িতে চুরি করতেই ঢুকেছিল বাপি মণ্ডল নামে ওই যুবক। আভাদেবী বাধা দিতে গেলে তাঁকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে সে। বাপিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অবিবাহিত আভাদেবী গগন সেন রোডে একটি এক কামরার ঘরে ভাড়া থাকতেন। স্থানীয় একটি ল্যাম্প তৈরির কারখানায় কাজ করতেন তিনি। বাড়ির কাছেই থাকেন তাঁর দাদা গোপাল সাহা ও দিদি শোভা রায়। প্রৌঢ়া সারা দিন থাকতেন দিদির সঙ্গে। রাতে নিজের ঘরে শুতে আসতেন। রবিবার রাতেও সে রকমই এসেছিলেন। প্রতিবেশী সবিতা বসু বলেন, ''রবিবার রাত তিনটে নাগাদ শৌচাগারে যাওয়ার জন্য উঠেছিলাম। তখনই গোঙানির আওয়াজ পাই। সঙ্গে ঘরের ভিতরে ধস্তাধস্তির শব্দ। বুঝতে পারি, বাইরের কেউ ওঁর ঘরে ঢুকেছে। তখন চিৎকার করে আশপা

দিল্লিতে দূষণ রোধে বন্ধ হল বিদ্যুৎকেন্দ্র

Image
মহালয়ার পর থেকেই তাপমাত্রা নামছিল একটু-একটু করে। গুটিগুটি পায়ে শীত যে রাজধানীতে হাজির তা মালুম পাওয়া যাচ্ছিল গত ক'দিন ধরেই। দিল্লির দরজায় শীতের উপস্থিতি এ বার কিছুটা আগে হলেও, ফি বছরের মতো দোসর হিসেবে হাজির হয়েছে বায়ু দূষণও। ষষ্ঠীর দিন সকালেই বায়ুর গুণগত মান 'খারাপ' পর্যায়ে চলে যাওয়ায় জরুরি ব্যবস্থা হিসেবে একাধিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। শীত পড়লেই বায়ু প্রবাহ কমে আসে। তাতেই বাতাসে দূষণের পরিমাণ বেড়ে যায় রাজধানীতে। গত বারও পরিস্থিতি কার্যত অসহনীয় হয়ে উঠেছিল। দূষণের চাদরে কার্যত ঢেকে গিয়েছিল গোটা দিল্লি। তার পরেই ঠিক হয়, দিল্লির বাতাসের গুণগত মান খারাপের দিকে যেতে শুরু করলেই আপৎকালীন ব্যবস্থা নেওয়া হবে। আজ সকালে বাতাসের দূষণের পরিমাণ বেড়ে যাওয়ায় তাই সবার আগে বন্ধ করে দেওয়া হয়েছে বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্রটি। বন্ধ রাখা হয়েছে জেনারেটরের ব্যবহার। তবে জাতীয় রাজধানী এলাকায় (নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ) বিদ্যুতের চাহিদার কথা মাথায় রেখে সেখানে আপাতত জেনারেটর চালানোর অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানী এলাকায় আর্বজনা পোড়ানোও। কাজ বন্ধ

পৃথ্বীর বয়সে ছিলাম না ওর দশ শতাংশও, বলছেন বিরাট

Image
রবি শাস্ত্রী তাঁর মধ্যে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ এবং ব্রায়ান লারার ছায়া দেখতে পেয়েছেন। অনেকেই তাঁর টেস্ট অভিষেকের সঙ্গে সচিনের আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ায় পা রাখার দিনের মিল খুঁজে পাচ্ছেন। এ বার বিরাট কোহালির কাছ থেকেও বড় শংসাপত্র পেয়ে গেলেন পৃথ্বী শ।  সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে সেরা ক্রিকেটার হয়েছেন পৃথ্বী। দু'টেস্টের পরে তাঁর ব্যাটিং গড় ১১৮। সেঞ্চুরি না পেলেও হায়দরাবাদে দ্বিতীয় টেস্টেও দুর্দান্ত খেলেছেন। যে টেস্ট এবং সিরিজ জিতে উঠে এই তরুণ প্রতিভাকে নিয়ে ভারত অধিনায়ক কোহালি বলেন, ''নতুন বলে পৃথ্বী যে ব্যাটটা করেছে, তা অসাধারণ। আগ্রাসী ব্যাট করলেও ও কিন্তু সব সময় নিয়ন্ত্রিত শট খেলেছে। নতুন বলের বিরুদ্ধে এ রকম নিয়ন্ত্রিত ব্যাটিং খুব কমই দেখা যায়।'' এর পরেই কোহালি বলে দেন, ''পৃথ্বী এখন যে ক্রিকেটটা খেলছে, ১৮-১৯ বছর বয়সে তার দশ শতাংশও আমরা কেউ পারিনি।'' পৃথ্বীর ব্যাটিং তাঁর কেন এত ভাল লেগেছে, তাও বলেছেন কোহালি। ''দলের যে রকম প্রয়োজন, সে রকম ভাবে ইনিংস শুরু করার মতো ব্যাটসম্যান হাতে থাকলে আর কী চাই। সে দিক দিয়ে দে

উত্তর থেকে দক্ষিণ, পুজোয় শহর ভাসল জনস্রোতে

Image
উত্তুরে হাওয়ায় মাতোয়ারা শহর! শ্রীভূমি থেকে জনজোয়ার উল্টোডাঙা হয়ে আছ়়ড়ে পড়ছে হাতিবাগানে। পায়ে পায়ে সেই ভি়ড় এগিয়ে এক দিকে আহিরীটোলা, অন্য দিকে কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে। বোধন সন্ধ্যায় টালা, শ্যামবাজার থেকে পিলপিল করে মানুষ এগিয়ে যাচ্ছিলেন বাগবাজার সর্বজনীনের দিকে।  জোর কম নেই দখিনা বাতাসেও! সুরুচি সঙ্ঘ, চেতলা অগ্রণী, হিন্দুস্থান পার্ক, বালিগঞ্জ কালচারাল, ত্রিধারা, শিবমন্দিরের মতো তারকা তো ছিলই। এ বার চমকের তালিকায় উঠে এসেছে ভবানীপুর অবসর, পাটুলি সর্বজনীনও। বোধন সন্ধ্যাতেই ভি়ড় দেখে অবসর-কর্তা শ্যামল নাগদাস আগাম 'সেলিব্রেশন' ঘোষণা করে দিয়েছেন।  পুজোর বাদ্যি বেজেছিল আগেই। সোমবার বোধন সন্ধ্যায় জমে গেল উৎসব কাপ। টানটান লড়াই শুরু হল উত্তুরে হাওয়া বনাম দখিনা বাতাসের।  পুজো ময়দান বলছে, উত্তর ক্রমশ ছড়াচ্ছে। শিল্পী ভবতোষ সুতারের হাত ধরে 'অর্জুনপুর আমরা সবাই' ক্লাব এবং পূর্ণেন্দু দে-র হাত ধরে 'কেষ্টপুর প্রফুল্লকানন' তারকার তালিকায় ঢুকেছে। কয়েক বছর আগেও পুজোর রাতে তারাশঙ্কর সরণিতে টিমটিমে আলো জ্বলত। টালা প্রত্যয়ের হাত ধরে সেখানে এখন শুধু কালো মাথার ভি

ছেলে দেখেনি, শিক্ষিকার ঠাঁই তাই আন্দুল স্টেশনে

Image
বাড়ি চলে গিয়েছে। সঞ্চয় চলে গিয়েছে। অবশিষ্ট নেই গয়নাও! ছেলে-বউমা সব নিয়ে তাঁকে একলা ফেলে চলে গিয়েছে বলে অভিযোগ। তাই অর্থাভাব এবং নানা কারণে বছরখানেক ধরে বারবার ঠাঁইহারা হচ্ছিলেন হাওড়ার পানিয়াড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বাংলার শিক্ষিকা শেফালি মজুমদার। শেষ পর্যন্ত মহালয়ার সকালে বছর সত্তরের ওই বৃদ্ধার ঠাঁই হল আন্দুল স্টেশনের প্রতীক্ষালয়ের একপাশে। সঙ্গে প্লাস্টিকে মোড়া কিছু কাপড় আর এক বোতল জল। পেট ভরছে যাত্রীদের বাড়িয়ে দেওয়া খাবারে! চারদিকে যখন উৎসবের আবহ, বৃদ্ধার তখন চোখে জল! তবু ছেলে-বউমার বিরুদ্ধে থানায় যাননি। আদতে হাওড়ার শিবপুরের বাসিন্দা শেফালিদেবী এখনও বলছেন, ''কেউ আমার ছেলে-বউমাকে খুঁজে দিক। আমি ওদের কাছেই ফিরতে চাই।'' ঘটনার কথা জেনে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ অবশ্য বলেন, ''রেল পুলিশকে বলছি আপাতত বৃদ্ধার দেখভাল করতে। প্রয়োজনে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হবে। তারপরে কোথাও তাঁর থাকার ব্যবস্থা করা হবে।'' শেফালিদেবীর স্বামী বিজয়রতন মজুমদার বছর কুড়ি আগে মারা যান। দুই ছেলেকে নিয়ে সংসার ছিল বৃদ্ধার। ২০০৩ সালে বড় ছেলে