দলকে দেউলিয়া ঘোষণা কেজরিওয়ালের


নয়াদিল্লি: ভাঁড়ে মা ভবানী অবস্থা৷ এই অবস্থায় দলকে দেউলিয়া ঘোষণা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের৷ সোমবার তাই তিনি দলের কর্মী-সমথর্ক ও মানুষের কাছে পার্টি তহবিলে সাধ্যমত অর্থ সাহায্য করার আবেদন রাখেন৷ সেই অর্থ দিয়ে আগামী লোকসভা ভোটের খরচ সামাল দেবে আপ৷

সেন্ট্রাল দিল্লির তালকোটরা স্টেডিয়ামে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো বলেন, ''দেশের ইতিহাসে সম্ভবত প্রথমবার কোনও রাজনৈতিক দল কঙ্গাল হয়ে পড়েছে৷ আর সরকার ফুলে ফেঁপে উঠছে৷ কারণ আপ দানের টাকায় চলে৷ দুর্নীতিগ্রস্ত কোটিপতিদের টাকায় দল চলে না৷'' সামনেই একাধিক গুরুত্বপূর্ণ নির্বাচন৷ সে কথা মনে করিয়ে কেজরিওয়ালের সংযোজন, ''আগামী দুই বছরে একাধিক নির্বাচন রয়েছে৷ কিন্তু নির্বাচনে লড়াই করার মতো সার্মথ্য আমাদের নেই৷ কেননা দলের তহবিল ফাঁকা৷ আপের টাকা দরকার৷''

এরপরই দলীয় কর্মীদের কাছে অর্থ সাহায্যের আবেদন করেন৷ দলের কর্মীদের কাছে সাহায্যের পরিমাণও বেধে দেন৷ কেজরিওয়াল জানান, কর্মরত স্বেচ্ছাসেবীরা প্রতি মাসে অন্ততপক্ষে একশো টাকা করে দিন৷ পরিবারের কেউ রোজগার করলে তাকেও বলুন একশো টাকা করে দিতে৷ সম্প্রতি আপের দলীয় তহবিলের অর্থ নিয়ে প্রশ্ন তোলে জাতীয় নির্বাচন কমিশন৷

অভিযোগ ওঠে, হাওয়ার মাধ্যমে টাকা জমা পড়ছে আপের তহবিলে৷ কিন্তু সেটা গোপন করে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল৷ এদিকে ক্রমাগত দলের তহবিলে টাকার পরিমাণ কমতে থাকায় চিন্তিত আপ নেতৃত্ব৷ তহবিলকে চাঙ্গা করতে স্থির হয়েছে, দলের সাংসদ ও বিধায়করা বাড়ি বাড়ি গিয়ে কৌটো নাড়িয়ে টাকা সংগ্রহ করবে৷ এছাড়া অনলাইনের মাধ্যমে ডোনেশন ব্যবস্থাও চালু করা হয়েছে৷