Posts

Showing posts from July 14, 2018

মহারাষ্ট্রে গ্রামের স্কুলের রান্নাঘরে মিলল সাপের দল

Image
ঔরঙ্গাবাদ: স্কুলের রান্নাঘরে পাওয়া গেল একটা, দুটো নয়, ৬০টি বিষাক্ত রাসেল ভাইপার সাপ! মহারাষ্ট্রের হিঙ্গোলির জেলা পরিষদের একটি স্কুলে একসঙ্গে এতগুলি সাপ বেরনোয় আতঙ্ক ছড়ায় পড়ুয়া, স্কুলের কর্মচারীদের মধ্যে। মারাঠওয়াড়া অঞ্চলের হিঙ্গোলির পাঙ্গরা বোখারে গ্রামের ওই স্কুলের রাঁধুনি প্রথমে দুটি সাপ দেখতে পান রান্নার উনুনের জ্বালানি কাঠের জায়গায়। একটা দুটো কাঠ সরাতেই বাকি সাপগুলি বেরিয়ে পড়ে। স্কুলের প্রধান শিক্ষক ত্র্যম্বক ভোঁসলে বলেন, এতগুলি সাপ দেখে সবাই ভয় পেয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের লোকজন লাঠি, ইট-পাথর নিয়ে ছুটে আসে। তবে ওদের বুঝিয়ে সাপগুলিকে মেরে ফেলা থেকে বিরত রাখা হয়। ভিকি দালাল নামে এক সাপুড়েকে খবর পাঠিয়ে নিয়ে আসা হয়। তিনি দুঘন্টার বেশি চেষ্টা করে সাপগুলিকে বোতলবন্দি করেন। পরে সাপগুলি বন দপ্তরের অফিসারের হাতে তুলে দেওয়া হয়।

প্রকাশ্যে পুড়িয়ে খুন ছাত্রকে, অজ্ঞাত পরিচয় দুই কিশোরের খোঁজে পুলিশ

Image
প্রাতঃভ্রমণে বেরিয়ে জীবন্ত অগ্নিদগ্ধ দশম শ্রেণির ছাত্র। ওই ছাত্রকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুই কিশোরের বিরুদ্ধে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল আক্রান্তের। মৃতের নাম দীনেশ সিং বিস্ত (১৫)। শুক্রবার ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের আলমোড়ার রানিথেত এলাকায়। জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিল ওই কিশোর। বাড়ি থেকে ২০০ মিটারের মধ্যেই ঘটে ঘটনাটি। অভিযোগ, জোর করে অজ্ঞাতপরিচয় দু'জন তার গায়ে কেরোসিনের জার ঢেলে দেয়। তারপর লাইটার দিয়ে অগ্নিসংযোগও করে। আক্রান্ত কিশোর সাহায্যের জন্য চিৎকার শুরু করতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই অভিযুক্ত। তখনও ভাল করে ভোরের আলো ফোটেনি। প্রতিবেশীরা মর্নিংওয়াকে বেরিয়েই আক্রান্ত দীনেশকে চিনতে পারেন। সঙ্গে সঙ্গে তার বাড়িতে খবর দেওয়া হয়। তড়িঘড়ি অগ্নিদগ্ধ কিশোরকে রানিখেতের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হালদওয়ান হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই কিশোরের। এই প্রসঙ্গে রানিখেতের কোতয়ালি থানার দায়িত্বে থাকা পুলিশকর্তা নারায়ণ সিং জানান, অজ্

জনসনের পাউডার থেকে ক্যানসার, ৪৭০ কোটি ডলারের ক্ষতিপূরণের নির্দেশ

Image
জনসন অ্যান্ড জনসনের পাউডার থেকে ছড়িয়েছে ক্যানসার। মার্কিন ওই বহুজাতিক সংস্থার এই অপরাধ প্রমাণিত হওয়ার পরই সংস্থাকে ৪৭০ কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। অভিযোগকারী ২২ জন মহিলা ও তাঁদের পরিবারকে ওই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আমেরিকার মিসৌরির একটি আদালতের এক জুরি। অভিযোগ, ওই কোম্পানির ট্যালকম পাউডার ও বেবি পাউডারে রয়েছে অ্যাসবেসটসের মতো ক্ষতিকারক পদার্থ। তা থেকে‌ই ডিম্বাশয়ের ক্যানসার হওয়ার প্রবণতা বেড়েছে। এমনকি ছয় জন মহিলার মৃত্যও হয়েছে ক্যানসারের কারণে। আদালতে গত ছয় সপ্তাহ শুনানি চলছে এই মামলার। প্রাথমিক ভাবে ৫৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে জনসন অ্যান্ড জনসনকে নির্দেশ দিয়েছেন মিসৌরির সেন্ট লুই আদালত। এ ছাড়াও ৪১৪ কোটি ডলার শাস্তিমূলক জরিমানা হিসেবে ধার্য করা হয়েছে। সংস্থার দাবি, কয়েক দশকের গবেষণার পর এই পাউডার যে সুরক্ষিত তা বোঝা গিয়েছে। জনসন অ্যান্ড জনসনের কথায়, তারা আদালতের রায়ে অত্যন্ত হতাশ এবং রায়ের বিরুদ্ধে আবেদন জানানোর পরিকল্পনা করছে। এদিক, সবমিলিয়ে ওই সংস্থার বিরুদ্ধে মোট নয় হাজার মামলা আদালতে জমা পড়েছে। শিশুদের জন্য জনসনের তৈরি পাউডারে

কলেজে যাননি, ২২-এই মিলিয়নেয়ার!

Image
তাঁর কাহিনী মনে করায় বিল গেটস-এর কথা। বিলের মতোই তিনিও কলেজে পড়তে পড়তেই পড়া ছেড়ে দিয়েছিলেন। একসময় মোবাইলের সিম কার্ড বেচতেন, সেখান থেকে মাত্র ২৩ বছর বয়সে আজ ওওয়াইও নামে বাজেট হোটেল ও থাকার জায়গার নেটওয়ার্ক সংস্থার মালিক রীতেশ আগরওয়াল। বিশ্বের অন্যতম বড় বিনিয়োগকারী সফটব্যাঙ্ক তাঁর সংস্থার সঙ্গে হাত মেলাতে চাইছে। ওড়িশার ছোট্ট শহর বিশ্বমকটকে জন্ম রীতেশের। এলাকাটি নকশাল অধ্যুষিত হিসেবেই পরিচিত। স্কুলের পড়া শেষ করার পর আর পড়াশোনার দিকে এগোননি। মাত্র ১৯ বছর বয়সেই শুরু করেন ব্যবসা। কম খরচের হোটেল, থাকার জায়গা - এসবের অনলাইন প্ল্যাটফর্ম। সংস্থার নাম দেন অন ইয়োর ওন বা ওওয়াইও। এত কিছু থাকতে এই ব্যবসার ভাবনা রীতেশের মাথায় এসেছিল অদ্ভূত ভাবে। তিনি জানিয়েছেন, ছোটবেলায় আত্মীয়দের বাড়িতে তিনি টিভির রিমোট কন্ট্রোলের দখল পেতেন না। সেই থেকেই মাথায় আসে, তাঁর মতো অনেকেই নিজের মতো করে থাকতে চান। তাই অন ইয়োর ওন। প্রথম কয়েক বছর ব্যবসাকে দাঁড় করাতে কম খাটেননি রীতেশ। সেসময় গুরগাঁওতে ওওয়াইও-এর শুধুমাত্র একটিই হোটেল ছিল। সেখানে রীতেশ একই সঙ্গে হাউসকিপিং, সেলস এবং সিইও তিন ভূমিকাই সামলেছেন। অতিথিদের ঘর দ

সোনার মোহর পাওয়া গেল রাস্তা তৈরি করতে গিয়ে! কী বলছে প্রত্নতত্ত্ব বিভাগ

Image
রাস্তা তৈরির কাজ চলছিল ছত্তিশগড়ের কোন্ডাগাঁও জেলায়। খোঁড়াখুঁড়ি করার সময় হঠাতই সেখান থেকে বেরিয়ে আসে একটি পাত্র। সোনার মোহরে ভরা, সঙ্গে একটি রূপোর মোহর ও এক জোড়া সোনার কানের দুল। ঘড়ায় মোট ৫৭টি সোনার মোহর ছিল বলে জানা গিয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুয়ায়ী, ঘটনাটি ঘটে চলতি মাসের ১০ তারিখ। রাস্তাটি তৈরি হচ্ছিল কোন্ডাগাঁও জেলার দুটি গ্রাম, কোরকোটি ও বেদমার মধ্যে। কোরকোটি গ্রামের সরপঞ্চ, নেহরুলাল বাঘেল, মোহর ভর্তি ঘড়াটি জেলাশাসকের হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন স্বয়ং জেলাশাসক নীলকণ্ঠ টেকাম। তিনি আরও জানান যে, রাস্তা তৈরির কাজ চলাকালীন, এক মহিলা কর্মীর নজরে পড়ে মোহরের ঘড়াটি। প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পরে জানা গিয়েছে যে মোহরগুলি ১২ থেকে ১৩ দশকের। মোহরের গায়ে খোদাইয়ের কাজ দেখে মনে করা হচ্ছে যে, তৎকালীন বিদর্ভ রাজ্যে (বর্তমানে মহারাষ্ট্র) যাদবদের শাসনকালের সময়কার। প্রসঙ্গত, বিদর্ভ রাজ্য এক সময় দণ্ডকারণ্য পর্যন্ত বিস্তারিত ছিল। তখন বস্তারের সাতটি জেলা যাদব রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, যা বর্তমানে ছত্তিশগড়ের অংশ ।

পুলিসের কাছে শিশু বিক্রির কথা স্বীকার করলেন মিশনারিজ অব চ্যারিটির সন্ন্যাসিনী

Image
রাঁচি মিশনারিজ অব চ্যারিটির সন্ন্যাসিনীর বিরুদ্ধে শিশুবিক্রির তদন্তে নেমে বড়সড় সাফল্য় পেল ঝাড়খণ্ড পুলিস। সিস্টার কোনসিলিয়া নামে ওই সন্ন্যাসিনী স্বীকার করেছেন, বলে দাবি পুলিসের। স্বীকারোক্তিতে ওই সন্ন্যাসিনী জানিয়েছেন, ৫০ হাজার টাকায় বিক্রি হত এক একটি শিশু। একবার শিশু বিক্রি হয়েছিল ১.২০ লক্ষ টাকায়। রাঁচি মিশনারিজ অব চ্যারিটির সন্ন্যাসিনীর বিরুদ্ধে শিশুবিক্রির তদন্তে নেমে বড়সড় সাফল্য় পেল ঝাড়খণ্ড পুলিস। সিস্টার কোনসিলিয়া নামে ওই সন্ন্যাসিনী স্বীকার করেছেন, বলে দাবি পুলিসের। স্বীকারোক্তিতে ওই সন্ন্যাসিনী জানিয়েছেন, ৫০ হাজার টাকায় বিক্রি হত এক একটি শিশু। একবার শিশু বিক্রি হয়েছিল ১.২০ লক্ষ টাকায়। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সন্ন্যাসিনীর সেই লিখিত স্বীকারোক্তি। সঙ্গে প্রকাশ্যে এসেছে একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে সিস্টার কোনসিলিয়া নামে ওই সন্ন্যাসিনী বলছেন, 'শিশুবিক্রির কথা কেউ জানতেন না। তিনি ও করিশ্মা নামে এক মহিলার এই কথা জানা ছিল। এমনকী এব্যাপারে কিছু জানতেন না মিশনারিজ অব চ্যারিটি রাঁচির প্রধান সন্ন্যাসিনীও।' শিশু বিক্রির কথা স্বীকার করেছেন আরেক সন্ন্যাসিনীও। অনিমা ইন্দওয়ার নাম

ব্যাঙ্ক ঋণ পেতে মাল্যের মতো স্মার্ট হোন! আদিবাসীদের ‘পরামর্শ’ কেন্দ্রীয় মন্ত্রীর

Image
বিজয় মাল্য এবং কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরম। ভারতীয় ব্যাঙ্ক থেকে ৯০০০ কোটি টাকা নিয়ে বিদেশে চম্পট দিয়েছেন যিনি, ক্ষুদ্র ব্যবসায়ীদের তাঁর মতোই স্মার্ট হওয়ার পরামর্শ দিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী! চম্পট দেওয়া ওই ব্যবসায়ী 'লিকার ব্যারন' বিজয় মাল্য। স্টেট ব্যাঙ্ক-সহ ভারতের ১৩টি ব্যাঙ্ক যাঁর বিরুদ্ধে ঋণখেলাপি মামলা চালাচ্ছে। আর ওই পরামর্শদাতা হলেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়েল ওরম। শুক্রবার হায়দরাবাদে আদিবাসী সম্প্রদায়ের একটি সভায় এই নিদান দেন ওই মন্ত্রী। ২০১৬ সাল থেকেই দেশছাড়া বিজয় মাল্য। ঘাঁটি গেড়েছেন লন্ডনে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে দেশে ফেরানোর জন্য চেষ্টা চালাচ্ছে। ক্ষতিপূরণ চেয়ে ব্রিটেনের আদালতে স্টেট ব্যাঙ্ক-সহ ভারতের ১৩টি ব্যাঙ্ক মামলাও করেছে। খোদ কেন্দ্রীয় সরকারই যাঁকে ব্যাঙ্ক প্রতারণার 'পোস্টার বয়' হিসাবে দেখে, সেই সরকারেরই এক মন্ত্রীর চোখে তিনি স্মার্ট! ব্যাঙ্কারদের জন্য, রাজনৈতিক নেতাদের জন্য এমনকি দেশের সরকারের জন্যও অনেক কিছু করেছেন! হায়দরাবাদে উদ‌্‌যাপিত জাতীয় আদিবাসী উদ্যোক্তা সম্মেলনে ঠিক এমনটাই বললেন ওই মন্ত্রী। উপস্থিত অন্তত ১০০০ জন আদিবাসী

₹ ৫০০ কোটির বক্স অফিস কালেকশন সঞ্জু-র!

Image
দেশের বক্স অফিসে ৩০০ কোটির দোরগোড়ায় রণবীর কাপুর অভিনীত সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু'। তবে এই ছবির সাফল্য শুধুমাত্র দেশের গণ্ডিতেই আটকে নেই। বিদেশের মাটিতেও জমিয়ে ব্যবসা করেছে এই ছবি। আর তাই তো ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনে ৫০০ কোটির ল্যান্ডমার্ক ছা়ড়িয়ে আরও লক্ষ্মী লাভের পথে এগোচ্ছে এই ছবি। পদ্মাবতের পর এই ছবিই এবছরের সব চেয়ে বেশি ব্যবসা করেছে।  ছবি মুক্তির আগে যেমন সঞ্জু-কে ঘিরে উত্তেজনার পারদ উঠেছিল, তেমনই মুক্তির পরেও প্রশংসায় পঞ্চমুখ আম দর্শক থেতে শুরু করে ট্রেড অ্যানালিস্টরা। রণবীর কাপুরের গুণগান ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকারের মুখেও।  ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ট্যুইট করে জানিয়েছেন, দ্বিতীয় সপ্তাহের শেষে ৫০০ কোটির ল্যান্ডমার্ক ছাড়িয়ে গেছে রাজকুমার হিরানি পরিচালিত ছবি সঞ্জু।  তবে কোনও ছবিই তো পারফেক্ট হয় না। তাই প্রশ্ন উঠেছে কেন সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মা অথবা মেয়ে ত্রিশলা দত্তের উল্লেখ কোথাও করা হল না।

মহাকাশে বেড়াতে যাবেন?

Image
মহাকাশচারী নন। কিন্তু মহাকাশ ভ্রমণের ইচ্ছা রয়েছে ষোলো আনা? তা হলে এই 'অফার' শুধু আপনার জন্য। দরকার 'সামান্য' কিছু টাকা। কী করতে হবে আপনাকে? প্রথমেই কয়েক কোটি টাকা জমিয়ে ফেলতে হবে। তা হলেই জেফ বেজোস বা ব্র্যানসনের উড়ানে পাড়ি দিতে পারেন মহাকাশে। খরচ? দুই লক্ষ থেকে তিন লক্ষ ডলারের মধ্যে। ভারতীয় টাকায় যা ১ কোটি ৩৬ লক্ষ থেকে দু'কোটির মধ্যে। পৃথিবী থেকে ১০০ কিমি দূরে পাড়ি দেবে এই মহাকাশযান। এতে থাকবে ছ'টি অবজারভেশন উইন্ডো। যাত্রীরা কয়েক মিনিটের জন্য নিজেদের ভারহীন বলে মনে করবেন। জানলা দিয়ে পৃথিবীর ঢালও দেখতে পারবেন তাঁরা। এখনও পর্যন্ত সরকারি ভাবে টিকিটের দাম কিংবা মহাকাশ ভ্রমণ সংক্রান্ত কোনও ঘোষণা করা হয়নি, তবে মনে করা হচ্ছে ধনকুবের জেফ বেজোসের সংস্থাটি আগামী বছরেই যাত্রী নিয়ে পাড়ি দেবে মহাকাশে। কেউ বলছেন, প্রবল জনপ্রিয় হবে স্পেস ট্যুরিজম অর্থাৎ মহাকাশ ভ্রমণ। আবার কেউ বলছেন, খরচের দিকটি মাথায় না রাখলে এই ব্যবসা লাভজনক হবে না। এই সেই মহাকাশযান। ফাইল চিত্র। শোনা যাচ্ছে, নিউ শেপার্ড নামে একটি যান যাত্রী নিয়ে মহাকাশে পাড়ি দেবে আগামী বছরেই। মোট ছ'জন যাত্রী সুয

সিআইডিকে ধোঁকা, মুম্বই পুলিশের হেফাজত থেকে চম্পট ভারতী ঘোষের দেহরক্ষীর

Image
লোকমাণ্য তিলক থানায় পুলিশের হাতে তখনও আটক সুজিত মণ্ডল সিআইডিকে বোকা বানিয়ে চম্পট দিল প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের দেহরক্ষী মোস্ট ওয়ান্টেড সুজিত মণ্ডল। মুম্বই থেকে খালি হাতেই ফিরতে হল সিআইডির দলকে। ভারতীর মতো সুজিতের বিরুদ্ধেও পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার তোলাবাজি মামলায় চার্জশিট দিয়েছে সিআইডি। প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের মতোই ফেরার তার দেহরক্ষী সুজিত মণ্ডলও। সিআইডি কর্তাদের দাবি, দাসপুর তোলাবাজি মামলার অভিযোগকারী চন্দন মাঝিকে গত কয়েকদিন ধরেই ফোনে হুমকি দিচ্ছিল সুজিত। সিআইডি সূ্ত্রে খবর, সুজিত চন্দনকে হুমকি দিয়ে বলে, ওই জেলার অনেক প্রথম সারির নেতার বিরুদ্ধে দুর্নীতির তথ্য প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়ে মামলা করবে সে। চন্দন মারফত সিআইডি আধিকারিকরাও গোটা ঘটনা জানতে পারেন। জানা যায়, শুক্রবার সুজিত মুম্বইয়ের লোকমাণ্য তিলক থানায় গিয়েছে অভিযোগ জানাতে। সেই খবর পাওয়া মাত্রই সিআইডির পক্ষ থেকে যোগাযোগ করা হয় মুম্বই পুলিশের সঙ্গে। তাঁদের জানানো হয়, সুজিত এ রাজ্যে একটি মামলায় অভিযুক্ত। ইতিমধ্যেই তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং সে ফেরার। মুম্বই পুলিশকে অনুরোধ করা হয়, সুজিতকে যেন তাঁরা আটক করে

চিনির পরিবর্তে আমরা খাচ্ছি মেগনেসিয়াম সালফেট, এমন কোনো রোগ নাই যা আমাদের হবে না

Image
ঘন চিনি (সোডিয়াম সাইক্লামেট) হাজার হাজার টন আমদানি হয়ে দেশে ঢুকছে কিভাবে? অনেক দিনের চেষ্টায় ক্লু পেয়ে গেলাম বণিক বার্তা পত্রিকার এক সংবাদে। সাইট্রিক এসিড নামে আমদানি হচ্ছে এই বিষ। দেয়া হচ্ছে, মিষ্টি, বেকারি আইটেম, আইসক্রিম, বেভারেজ, জুস, চকোলেট, কন্ডেন্সড মিল্ক প্রভৃতি মিষ্টি চিনির চেয়ে প্রায় পঞ্চাশ গুণ বেশি মিষ্টি এই ঘন চিনি পৃথিবীর অনেক দেশেই নিষিদ্ধ। ক্যান্সার, কিডনি বিকল, হজম শক্তি হ্রাস সহ নানাবিধ জটিল রোগের সৃষ্টি করতে পারে এই চিনি।সাইট্রিক এসিড এর মত দেখতে হুবহু এক রকম বলে অসাধু ব্যবসায়ীরা অতি সহজেই সাইট্রিক এসিড নামে ও কোডে ঘন চিনি আমদানি করছে। ঢাকার মিটফোর্ড থেকে বের করলাম আরও এক নামে ঘন চিনি আমদানি হচ্ছে। সোডিয়াম সাইট্রেট দেখতেও ঘন চিনির মত দেখতে। সাইট্রিক এসিড এবং সোডিয়াম সাইট্রেট নামে আসছে নিষিদ্ধ বিষ ঘন চিনি। বণিক বার্তার সাংবাদিক ভাই খবর দিলেন মিটফোর্ডে দুই রকম ঘন চিনি বিক্রি হয়। একটা পিউর অন্যটা ভেজাল মিশ্রিত। পিউর ঘন চিনি কেজি ২২০ টাকা হলে ভেজাল ঘন চিনি ১৪০ টাকা কেজি। মাথাটা ঘুরে গেল!! বিষের সাথে বিষ! সেখানে সংবাদ নিলাম কম দাম বিধায় এই ভেজাল ঘন চিনির বিক্রি

নিত্যনতুন সঙ্গী নিয়ে আসবেন নাকি! তা হলে ঘর ভাড়া হবে না

Image
''লিভ-ইনের জন্য ভাড়া দিতেই পারি। কিন্তু নিত্যনতুন মেয়ে নিয়ে আসা যাবে না''— বলছেন কেউ। কারও প্রশ্ন, ''সঙ্গী নিয়ে মাঝেমধ্যে এক-আধ দিনের জন্য আসবেন? না কি মাসে কয়েক দিন এসে থাকবেন?''  বোঝা গেল, কলকাতার কাছে 'লিভ-টুগেদার' অচেনা শব্দ না হলেও এখনও অজানা লিভ-ইনের অর্থ। দেশের বেশ কিছু বড় শহরে বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিতে গিয়ে লিভ-ইন যুগল সমস্যায় পড়েছেন, এমন কিছু ঘটনা সম্প্রতিও নজরে এসেছে। কলকাতা কী ভাবছে? তা জানতে নেওয়া হয় ছদ্ম পরিচয়। সরকারি আর্ট কলেজের সঙ্গে যুক্ত চিত্রশিল্পী এবং কলেজ শিক্ষিকা— এই পরিচয়ে বেরনো হয় ভাল-বাসার খোঁজে। টালিগঞ্জের শ্রীকলোনি বাজারের কাছে এক বহুতলে দোতলার ফ্ল্যাট দেখানোর অপেক্ষায় ছিলেন মালিক। খোলামেলা বড় ঘর, লম্বা বারান্দা, জানলার পাশে নিম গাছের ডাল— সব কিছুই বেশ উৎসাহ নিয়ে দেখাচ্ছিলেন তিনি। এর মধ্যেই টুক করে জানানো গেল— ''আমরা কিন্তু লিভ-ইন করতে চাই।'' শুনেই থমকালেন ফ্ল্যাটমালিক। প্রশ্ন করলেন, ''কী করেন?'' উত্তর দিতেই ধেয়ে এল বাউন্সার— ''একাধিক মেয়ে নিয়ে আসবেন না তো?'' নিউ টাউন

হেরিটেজের জন্য কেন্দ্রের ১০০ কোটি

Image
এ শহরের বিভিন্ন ব্রিটিশ স্থাপত্যের হারানো জৌলুস ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় গ্রন্থাগার, ভিক্টোরিয়া মেমোরিয়াল, মেটকাফ হল, প্রাচীন টাঁকশাল ঢেলে সাজাতে আপাতত কেন্দ্রের তরফে ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। শুধু কলকাতা নয়, চেন্নাই, তিরুঅনন্তপুরম, ডালহৌসির মতো শহরের জন্যও এই ধরনের উদ্যোগ হচ্ছে। সংস্কৃতি বিষয়ক স্বাধীন দায়িত্বপ্রাপ্ত  প্রতিমন্ত্রী মহেশ শর্মা এবং সংস্কৃতি সচিব রাঘবেন্দ্র সিংহের সঙ্গে বিষয়টি নিয়ে বেশ কয়েক বার আলোচনা করেছেন মোদী। কলকাতার প্রকল্পটি দ্রুত রূপায়ণের দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গ ক্যাডারের আমলা রাঘবেন্দ্র নিজেই। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। বারবার কলকাতা এসে কাজের গতি তদারকি করছেন রাঘবেন্দ্র। জাতীয় গ্রন্থাগারের ভিতরে জায়গা অনেক। কিন্তু পুরো গ্রন্থাগারটি বন্ধ রেখে সংস্কারের কাজ করা সম্ভব নয়। সিপিডব্লিউডি-র বাজেট থেকে ১০ কোটি টাকা খরচ করে বেলভেডিয়ার হাউস চত্বরে তাই গড়ে উঠছে চারটি স্থায়ী প্রদর্শনী, চার বাঙালি বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে। এই চার জন হলেন রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। দেশ-বিদেশের অতিথি

দু’জনকেই ধর্ষণ খুনের পরে, কবুল জেরায়

Image
পরপর দু'দিনে দু'টো খুন। দুই ক্ষেত্রেই ধর্ষণ করা হয়েছে মৃতদেহকে। পকেটে এসেছে লুঠের ধন। তা দিয়েই নতুন গামছা কিনে তৈরি হচ্ছিল তৃতীয় শিকারের জন্য। ট্রেনে জোড়া খুনের ঘটনায় ধৃত ডিব্রুগড়ের ব্রিজমোহন দাস ওরফে বিকাশকে জেরা করে এই তথ্য মিলেছে। গত রাতে ধরা পড়েছে তার সঙ্গী বিপিন পাণ্ডেও। গত মঙ্গল ও বুধবার শিবসাগর ও মরিয়নির মাঝে ট্রেনে এসএলআরডি কামরার শৌচালয় থেকে উদ্ধার হয় অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাধা কুমারী ও ডিব্রুগড়ের বাসিন্দা ৪৮ বছর বয়সি লালিমা দেবীর দেহ। ডিব্রুগড়ের এএসপি সুরজিৎ সিংহ পানেসর ও শিবসাগরের এএসপি বলিন দেউড়ি জানাচ্ছেন, রাধাকে ধর্ষণের চেষ্টা করে বাধা পায় বিকাশ। তাই আঘাত করে ও শ্বাসরোধ করে তাঁকে হত্যা করে। এর পরে মৃতদেহকে ধর্ষণ করে তারা। লালিমা দেবীর ক্ষেত্রেও একই কাজ করে দু'জনে। দেহ দু'টি শৌচালয়ে ঢুকিয়ে নিউ তিনসুকিয়ায় প্ল্যাটফর্মের উল্টো দিকে ট্রেন থেকে নেমেছিল দু'জনে। সিসি ক্যামেরায়  তা ধরা পড়ে। বিকাশের কাছ থেকে  পায়েল, দুল ও টাকা উদ্ধার হয়েছে। একই কায়দায় গত বছরও একটি খুন করেছে তারা। এ ছাড়া যাত্রীদের লুটও করত চেতনানাশক খাইয়ে। পুলিশ জেনেছে, বিকাশের

পিস্তল ঠেকিয়ে ১২ ঘণ্টা ‘বন্দি’ তরুণীকে

Image
উদ্ধার: তরুণীকে উদ্ধার করে বাইরে আনছে পুলিশ। (ইনসেটে) জানলা দিয়ে 'ভি' দেখাচ্ছেন রোহিত। ছ'তলার ফ্ল্যাট থেকে ভেসে আসছে আর্ত চিৎকার। ভিতরে এক তরুণীর মাথায় পিস্তল ঠেকিয়ে 'বন্দি' করে রেখেছেন এক যুবক। তাঁর দাবি, তিনি মেয়েটিকে ভালবাসেন। বিয়েও করতে চান। মেয়েটি সেই প্রস্তাবে রাজি না হওয়া পর্যন্ত মুক্তি নেই তাঁর। খবর পেয়েই হাজির হয় পুলিশ। কিন্তু উপায় ছিল না ভিতরে ঢোকার। দরজা ভাঙলেই মেয়েটিকে খুন করে আত্মহত্যার হুমকি দিচ্ছেন যুবক। আজ সকাল থেকে নাটকীয় এই ঘটনার সাক্ষী থাকল ভোপালের মিসরোদ এলাকা। সিনেমার কায়দায় বাড়িতে ঢুকে এক উঠতি মডেলকে দিনভর আটকে রাখলেন এক যুবক। তবে আসল চমকটা ছিল ১২ ঘণ্টার এই নাটকের একদম শেষে। তরুণ-তরুণী দু'জনেই যখন জানালেন, পরস্পরকে বিয়ে করতে চান তাঁরা। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা ওই যুবকের নাম রোহিত সিংহ। মুম্বইয়ে থাকাকালীন ওই তরুণীর আলাপ হয় তাঁর। মাস কয়েক আগে মুম্বই থেকে ভোপাল চলে আসেন ওই তরুণী। রোহিতের দাবি, তাঁরা পরস্পরকে ভালবাসেন। কিন্তু তাঁদের এই সম্পর্কে সায় ছিল না পরিবারের। তাই বিয়ের প্রস্তাব নিয়েই  শুক্রবার সকালে সটান প্রেমিকার

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী হামলা, হত শতাধিক

Image
বিস্ফোরণে আহতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পাকিস্তানে সাধারণ নির্বাচনের আগে জঙ্গি নিশানায় রাজনৈতিক সমাবেশ। শুক্রবার দু'টি সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারালেন একশোরও বেশি মানুষ। আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ২৫ জুলাই সাধারণ নির্বাচন। তার আগে রাজনৈতিক মিছিল-সমাবেশে বিক্ষিপ্ত আক্রমণ হলেও এত বড় হামলা এই প্রথম। এ দিন সব চেয়ে বড় বিস্ফোরণটি হয়েছে বালুচিস্তান প্রদেশের মাসতুং জেলায়, বালুচিস্তান আওয়ামি পার্টির সমাবেশে। ওই প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবাব আসলাম রায়সনির ভাই সিরাজ-সহ অন্তত ১২৮ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বালুচিস্তান প্রশাসন। আহত ১৫০। বিস্ফোরণের দায় নিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। আহতদের ছ'টি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ডেকে আনা হয়েছে অতিরিক্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মী। 'বম্ব ডিসপোজাল স্কোয়াড'-এর তরফে জানানো হয়েছে, আত্মঘাতী হামলায় ব্যবহার করা হয়েছে ১৬-২০ কিলোগ্রাম বিস্ফোরক। দ্বিতীয় বিস্ফোরণটি হয় খাইবার পাখতুনখোওয়া প্রদেশের বান্নু এলাকায়, মুত্তাহিদা মজলিস আমল-এর নেতা আক্রম খান দুরানির সমাবেশে। দুরানি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরানে খানের বিরুদ্ধে

ময়না-তদন্তেই কি চোখ সেলাই, প্রশ্ন

Image
ময়না-তদন্তে কি চোখও সেলাই করা হয়? বিশেষজ্ঞেরা জানিয়েছেন, সাধারণ ভাবে তা হওয়ার কথা নয়। যদিও তেমনটাই হয়েছে তিন বছরের শিশু ফয়জলের ক্ষেত্রে! গাড়ির ধাক্কায় মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে ওই শিশুর মৃত্যুর পরে ময়না-তদন্ত করা হয়েছিল এসএসকেএমের মর্গে। ময়না-তদন্তের পরে শিশুটির দেহ যখন বাড়িতে আসে, সকলে দেখেন তার চোখ দু'টি সেলাই করা। যদিও গাড়ির ধাক্কায় ফয়জলের চোখে আঘাত লাগেনি বলেই দাবি পরিবারের। ময়না-তদন্তের সঙ্গে যুক্ত চিকিৎসকেরাই জানাচ্ছেন, সচরাচর ময়না-তদন্তে এমন ভাবে চোখ সেলাই করা হয় না। কিন্তু তা হলে কামারহাটির ওই শিশুটির ক্ষেত্রে সেটা হল কেন? মৃত ছেলের সেলাই করা চোখের ছবি পরিচিত কয়েক জনকে দেখান বাবা ফিরোজ আলি। সকলেই বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করায় বৃহস্পতিবার ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ফয়জলের পরিবার। তাঁদের অভিযোগ, শিশুটির চোখ তুলে নেওয়া হয়েছে। কিন্তু এমন একটি গুরুতর অভিযোগ সম্পর্কে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কিছুই জানা ছিল না বলে দাবি করেছেন এসএসকেএমের সুপার রঘুনাথ মিশ্র। তাঁর কথায়, ''পুলিশের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। পরিবারও আমার কাছে কোনও অভিযোগ দেয়নি।'&#

দেহ না দেখেই শংসাপত্র লিখে দেন ডাক্তার!

Image
হাঁটুতে নাকি প্রচণ্ড ব্যথা। তাই দোতলায় ওঠা সম্ভব ছিল না বলে দাবি তাঁর। বাড়ি পর্যন্ত গিয়েও দোতলায় পড়ে থাকা মৃতদেহ দেখেননি তিনি। নীচে দরজার কাছে বসেই 'ডেথ সার্টিফিকেট' লিখে দিয়েছিলেন। ওই সার্টিফিকেটের ভিত্তিতেই মৃতদেহটি 'পিস হাভ্‌ন'-এ রাখার ব্যবস্থা হয় বলে পুলিশ সূত্রের খবর। পরে অবশ্য এই মৃত্যু ঘিরেই খুনের মামলা রুজু করতে হয়েছে এন্টালি থানার পুলিশকে। দেহটি পাঠাতে হয়েছে ময়না-তদন্তে। এখনও গ্রেফতার করা না হলেও পুলিশ ওই চিকিৎসককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। এই কাজটি বিধি ভঙ্গের চূ়ড়ান্ত নিদর্শন আখ্যা দিয়ে কড়া শাস্তির ব্যবস্থা করা উচিত বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। গত শনিবার মধ্যরাতে এন্টালির বিবিবাগান লেনে শ্বশুরবাড়িতে মৃত্যু হয় রাবিয়া খাতুন (১৯) নামে এক তরুণীর। ঘটনার সময়ে তাঁর স্বামী মহম্মদ ফৈয়াজউদ্দিন শহরের বাইরে ছিলেন। তিনি না আসা পর্যন্ত দেহটি 'পিস হাভ্‌ন'-এ রাখতে এন্টালির মেরিলি লেনের চিকিৎসক মহম্মদ আলমকে দিয়ে 'ডেথ সার্টিফিকেট' করান তাঁর শ্বশুরবাড়ির লোকজন। সেটি বেআইনি ভাবে করা হয়েছে বলে জেনেছে পুলিশ। ঘটনার দিনই এই মৃত্যুকে খুন বলে দাবি

জ্যাক মা-কে টপকে এশিয়ায় ধনীতম মুকেশ অম্বানী

Image
এশিয়ার ধনীতম ব্যক্তির নাম মুকেশ অম্বানী। ব্যক্তিগত সম্পদের নিরিখে অম্বানী এ বার টপকে গেলেন চিনের ই-কমার্স জায়ান্ট 'আলিবাবা'-র প্রতিষ্ঠাতা জ্যাক মা-কে। ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্স বা কোটিপতি সূচক জানাচ্ছে, ভারতের বেসরকারি তেল শোধনাগার থেকে শুরু করে টেলিকমিউনিকেশন ব্যবসার নেতৃত্বে থাকা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশের ব্যক্তিগত সম্পদের পরিমাণ শুক্রবার পর্যন্ত ছিল ৪ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার। আর বৃহস্পতিবার পর্যন্ত জ্যাক মা-র সম্পদের পরিমাণ ছিল ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার।

বেলাগাম টিএমসিপি-র দ্বন্দ্ব, রক্তাক্ত হল দুই কলেজ

Image
মুখ্যমন্ত্রীর শত নিষেধ, হুঁশিয়ারিতেও তৃণমূলের ছাত্র পরিষদকে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। টাকা নিয়ে ছাত্র ভর্তি বা কলেজের ছাত্র সংসদের দখলদারিকে কেন্দ্র করে তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি-র গোষ্ঠীদ্বন্দ্বে অশান্ত হচ্ছে একের পর এক কলেজ। রাজ্যের বিভিন্ন কলেজে টাকা নিয়ে ছাত্র ভর্তির চক্রের বাড়বাড়ন্তে গত সপ্তাহেই টিএমসিপির রাজ্য সভানেত্রী জয়া দত্তকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ ছিল দশ দিনের মধ্যে সংগঠনের নতুন প্রধান ঠিক করতে হবে। সেই সময়সীমা পেরোলেও কবে, কীভাবে তা কার্যকর হবে, সেটা স্পষ্ট নয়। এই অবস্থায় ভর্তি নিয়ে তোলাবাজির অভিযোগ যেমন থেমে নেই, তেমনই সামনে আসছে বিভিন্ন কলেজে টিএমসিপির নিজেদের মধ্যে রক্তক্ষয়ী মারামারি। শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের দু'টি কলেজে টিএমসিপির গোলমাল বোমা-গুলি পর্যন্ত গড়িয়েছে। দিনভর রাজ্যের দু'প্রান্তের দু'টি কলেজ-চত্বরে গোলমালের ঘটনা ঘটলেও রাত পর্যন্ত এ নিয়ে কথা বলার জন্য তৃণমূলের কোনও শীর্ষ নেতাকে পাওয়া যায়নি। টিএমসিপির ভারপ্রাপ্ত দলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফোনে যোগাযোগের চেষ্টা ক