Posts

Showing posts from December 9, 2018

বর্ষশেষে সুরাপ্রেমীদের জন্য এবার বিশেষ ব্যবস্থা রেস্তরাঁগুলোর

Image
খাদ্যরসিক বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর বছরশেষে মানে পুরনোকে ভুলে নবীনবরণের দিন। তাই একটু পার্টি না হলে চলে! আর পার্টি মানেই দেদার খানাপিনা আর আকণ্ঠ সুরাপান। কিন্তু সুরাপায়ীদের জন্য কড়া নিয়ম শহরের রেস্তরাঁ মালিকদের। ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর। এই কয়েকদিন পার্টির মেজাজ শহরে তুঙ্গে। পানশালা থেকে রেস্তরাঁ, সব জায়গাতেই ভিড়। আর পানশালা থেকে রাতে গাড়িতে ফেরার সময় হয় অধিকাংশ দুর্ঘটনা। এবার সেই সমস্যায় লাগাম টানতে উদ্যোগ নিল রেস্তরাঁ মালিকরা। আজ এক বৈঠকে বড়দিন ও বর্ষশেষের পার্টিতে সুরাপায়ীদের জন্য একগুচ্ছ নিয়মাবলী তৈরি করলেন মালিকরাই। বর্ষশেষে পানশালা যাওয়ার আগে কী কী নিয়ম থাকছে জেনে নিন- বড়দিন তথা বর্ষশেষের পার্টিতে মদ্যপান করলে গাড়ি চালানো যাবে না। ৩০ মিলিলিটারের বেশি মদ্যপান করলে স্টিয়ারিংয়ে হাত রাখা যাবে না। পরিবর্তে অতিথিদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য পুলকারের ব্যবস্থা করবে রেস্তরাঁ বা হোটেল কর্তৃপক্ষ। যদি কেউ পুলকারে না যেতে চান, তাহলে তাঁদের জন্য অ্যাপ ক্যাবের ব্যবস্থা করা হবে। তাতেও যদি কেউ রাজি না হন, তাহলে নিকটবর্তী থানাকে খবর দেবে হোটেল বা রেস্তরাঁ কর্তৃপক্ষ। পুলিশ চাইলে

সিলিং থেকে ঝুলছে গৃহবধূ ও প্রতিবেশী যুবকের দেহ উত্তরবঙ্গ মালদা শিরোনাম

Image
শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় অবশেষে দরজা ভাঙার পর চক্ষু চড়কগাছ সকলের। ঘর থেকে উদ্ধার হল গৃহবধু ও এক প্রতিবেশী যুবককের ঝুলন্ত দেহ। রবিবার সকালে মালদার ইংরেজবাজার থানার মিল্কীর খাসকোল গ্রামের ঘটনা। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, দু'জনের মধ্যে দীর্ঘদিন ধরেF বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে পরিবারের লোকেরা অপত্তি জানায়। এরপরই হয়ত তারা এমন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে মিল্কী পুলিশ ফাঁড়ির এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়। পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম পিঙ্কি মাঝি(২৬)। স্বামী পঞ্চা মাঝি পেশায় শ্রমিক। ভিন রাজ্যে কাজ করে সে। দুই ছেলে রয়েছে তাদের। মৃত যুবকের নাম মিঠুন মাঝি(২৫)। জানা গিয়েছে, ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল মিঠুনের। পঞ্চা বেশিরভাগ সময়ই ভিন রাজ্যে থাকার সুযোগে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে গৃহবধূর। পঞ্চা বিষয়টি জানতে পেরে আপত্তি জানায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদও হয় একাধিকবার। রবিবার সকালে গৃহবধূ ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকেরা ডাকাডাকি শুরু করে। দীর্ঘক্ষণ ক

নিউটাউনে মধুচক্রের হদিশ, ধৃত ৩ তথ্যপ্রযুক্তিকর্মী-সহ ১১

Image
পুলিশের দাবি, এক বছরের বেশি সময় ধরে নিউটাউনের ওই ফ্ল্যাটে রমরমিয়ে দেহব্যবসা চলছে। কনসালটেন্সি অফিসের নামে প্রায় এক বছর ধরে রমরমিয়ে চলছিল মধুচক্র। শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে ছ'জন তরুণী-সহ মোট ১১ জনকে নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিউটাউনের ডিএফ ব্লকের একটি আবাসনের চারতলায় একটি ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল। একটি ব্যবসায়িক সংস্থার কনসালটেন্সির নাম করে ওই ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল। পরবর্তী কালে এলাকার বাসিন্দাদের নজর আসে যে, ওই ফ্ল্যাটে গভীর রাত পর্যন্ত লোকজনের যাতায়াত। সেই সঙ্গে মহিলাদের যাতায়াতও রয়েছে। তাতেই স্থানীয়দের মনে সন্দেহ জাগে যে ওই ফ্ল্যাটে কোনও বেআইনি কাজকর্ম চলছে। গোপন সূত্র মারফত সে খবর নিউটাউন থানার পুলিশের কাছে পৌঁছয়। তদন্তে নেমে প্রথম দিকে এ বিষয়ে সে রকম কোনও তথ্য জোগাড় করতে পারছিল না পুলিশ। কারণ, আবাসনের অধিকাংশ ফ্ল্যাটই ফাঁকা। ফলে ওই আবাসন থেকে পুলিশ কোনও তথ্য পাচ্ছিল না। শেষে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ওই ফ্ল্যাটে হানা দেয় নিউটাউন থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, সে সময় ফ্ল্যাটে ছ'জন তরুণী ছিলেন। এবং তাঁদের সঙ্গে ছিলেন প

স্যামসাংয়ের চার ক্যামেরাকে টেক্কা দিতে নোকিয়ার পাঁচ ক্যামেরার ফোন

Image
চার ক্যামেরার ফোন এনে বাজার মাত করেছে স্যামসাং।Galaxy A9 Pro (২০১৮) বিশ্বের প্রথম স্মার্টফোন, যেখানে চারটি ক্যামেরা রয়েছে। এমনটাই দাবি করছে স্যামসাং। কিন্তু তার রেশ থাকবে না বেশিদিন। কারণ ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে নোকিয়া। সম্প্রতি একটি ছবি ফাঁস হয়েছে বাজারে। যেখানে ছ'টি বা অন্তত পাঁচটি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। ২০১৯ সালেই লঞ্চ হওয়ার কথা নোকিয়ার পরবর্তী সিরিজ Nokia 9। ৮.১-এর পর এটিই নোকিয়ার পরবর্তী আসন্ন ফোন। কোম্পানির ফ্ল্যাগশিপ ফোনের তালিকায় রয়েছে Nokia 9। জানা যাচ্ছে, লঞ্চে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোম্পানির দাবি, ক্যামেরার কার্যকলাপ, ও ফোনের অন্দরমহলের ক্ষমতা আরও উন্নত করার জন্যই তারা সময় চেয়ে নিয়েছে। নয়ত, ২০১৮ সালের শেষেই স্যামসাংয়ের চার ক্যামেরার ফোনকে টেক্কা দিতেই বাজারে হাজির হত Nokia 9। যে তথ্য ইতিমধ্যেই গ্যাজেট ওয়ার্ল্ডে ফাঁস হয়েছে তারমধ্যে রয়েছে ৫.৬ ইঞ্চির QHD ডিসপ্লে। স্ক্রিনে আঁচর থেকে বাঁচতে 3D প্রোডেক্টিভ গ্লাসের ব্যবহার করা হবে। স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরে চলবে Nokia 9। তবে ফাইভ জি থাকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ সাধারণত ফাইভ জি নেটওয়ার্ক পরিষেবা টানতে গেল

বন্ধ হতে চলেছে 'ধুম বাইক'-এর উত্পাদন

Image
রেসিং মোটরসাইকেলপ্রেমীদের জন্য খারাপ খবর। বন্ধ হয়ে যাচ্ছে সুজুকির হায়াবুসার উত্পাদন। আগামী ৩১ ডিসেম্বর থেকে জনপ্রিয় এই মোটরসাইকেলের উত্পাদন বন্ধ করে দেবে সুজুকি। ১৯৯৯ সাল থেকে লাগাতার গতির রোমাঞ্চ ছড়িয়েছে যে মোটরসাইকেল, অবশেষে থামছে তার গতি।  ভারতীয় যুবাদের ভিতরে রেসিংয়ের উত্তেজনা সঞ্চারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই মোটরসাইকেলের। ২০০৪ সালে 'ধুম' ছবিতে দেখা গিয়েছিল এই মোটরসাইকেল। এর পরই গোটা দেশে তার জনপ্রিয়তা চরমে পৌঁছয়। মজার কথা হল, গত ২০ বছরে মোটরসাইকেলটির আকারে কোনও বদল করেনি সুজুকি। ২০০৮ সালে কিছু নতুন প্রযুক্তি যোগ করলেও মোটের ওপর মোটরসাইকেলটি দেখতে ছিল একই রকম। ভারতের বাজারে ১৫ লক্ষ টাকার কাছাকাছি এর দাম। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার বেগে ছুটতে পারে মোটরসাইকেলটি।  সুজুকির তরফে জানানো হয়েছে, হায়াবুসার ইঞ্জিন ইউরো ৪ দূষণবিধি মেনে তৈরি। ফলে ৩১ ডিসেম্বরের পর থেকে আর ইউরোপে বিক্রি করা যাবে না এই মোটরসাইকেল। তাই বন্ধ করে দেওয়া হচ্ছে উত্পাদন।  সূত্রের খবর, আরও আধুনিক ও আরও শক্তিশালী হায়াবুসা তৈরি করতে কাজ করছে সুজুকি। ২০২০ সালে বাজারে আসতে পারে সেই মোটরসাইকেল। আগামী বছর

মালিয়ার প্রত্যর্পণ মামলায় নিষ্পত্তির ইঙ্গিতে লন্ডনে সিবিআই-ইডি কর্তারা

Image
নয়াদিল্লি: সোমবার ব্রিটেনের ওয়েস্টমিনস্টার আদালতে পলাতক লিকার ব্যারন বিজয় মালিয়ার প্রত্যর্পণ মামলায় রায় দিতে পারেন বিচারক৷ সে জন্য সিবিআই ও ইডির একটি যৌথ দল রবিবার রওয়া দিল লন্ডনের উদ্দেশ্যে৷ কেন্দ্রীয় তদন্তকারী এই দুই সংস্থার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর এ সাই মনোহর৷ ঋণ খেলাপি বিজয় মালিয়া গত দু'বছর ধরে লন্ডনে রয়েছেন৷ ঋণ খেলাপি মামলায় বিজয় মালিয়াকে দেশে ফিরিয়ে আনা অত্যন্ত প্রয়োজনীয়৷ তাই মালিয়ার প্রত্যপ্রণ চেয়ে সে দেশের আদালতে মামলা করে ভারত৷ এর আগে মালিয়াকে বারতে ফেরাতে চেয়ে একাধিক পদক্ষেপ করে বারত৷ কিন্তু কোনটাই সফল হয়নি৷ ২০১৭ সালের ১৩ই জুন লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের আদালতে মালিয়াকে ভারতে প্রত্যর্পণের মামলার শুনানি ছিল৷ ভারতীয় কর্তৃপক্ষের হয়ে ব্রিটেনের সরকারি '‌ক্রাউন প্রসিকিউশন সার্ভিস'‌ প্রত্যর্পণের দাবির সপক্ষে নথিপত্র পেশ করে। তার পরও মালিয়ার জামিনের মেয়াদ ৪ঠা ডিসেম্বর ২০১৭ পর্যন্ত বাড়িয়ে দেয় আদালত। পরে ফের তা বেড়ে হয় ২০১৮-এর শেষ অব্দি৷ মালিয়া সহজেই জামিন পেয়ে যাওয়ায় রীতিমতো অপ্রস্তুত ছিল মোদী সরকার। বি

ফেসবুকের প্রোফাইল ছবি নিয়ে ভুয়ো আধার কার্ড, পুলিসের ফাঁদে দুই অভিযুক্ত

Image
এবারের টার্গেট ছিল ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ সেই মতো প্রস্তুতিও হয়ে গিয়েছিলো সারা৷ তবে শেষ মুহূর্তে পুলিশের হাতে ধরা পড়ে গেল দুই অভিযুক্ত৷ বিট্টু কুমার ও সঞ্জিত কুমারের পরিকল্পনা ছিল ভুয়ো আধার কার্ড তৈরি করে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা৷ পুলিস জানিয়েছে, ভুয়ো আধার কার্ড থেকে একাধিক ক্রেডিট কার্ড নিত তারা৷ আর তারপরেই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে উধাও হয়ে যেত৷ ঠিক একই কায়দায় তারা প্রায় ১ কোটি টাকার প্রতারণা করেছিল এইচডিএফসি ব্যাঙ্ক থেকে৷ ফেসবুক থেকে বিভিন্ন লোকের ছবি চুরি করে ভুয়ো আধার কার্ড তৈরি করত ধৃতরা। তারপরেই সেই আধার কার্ড ব্যবহার করে বেআইনী ভাবে টাকা আদায় করত ব্যাঙ্কগুলি থেকে৷ শুধু ভুয়ো আধার কার্ডই নয়, তারা ভুয়ো পরিচয়পত্র ও প্যান কার্ডও তৈরি এভাবে তৈরি করেছে৷ এইভাবে প্রায় ৩৯টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা তৈরি করেছিল৷ সেখান থেকেই ক্রেডিট কার্ড মারফত একের পর এক ঋণ নিত তারা৷ তদন্তে উঠে এসেছে, পরিচয় পত্রে কখনও কারসো গ্লোবাল টেলিকম, কখনও এরিকসন টেকনোলজি নামে ভুয়ো সংস্থার বিস্তারিত বিবরণ থাকত৷ তৈরি ছিল ভুয়ো নথি পত্রও৷ এমনকি একাধিক কর্মী সেখানে কাজ করছে বলেও নথিপত্রে লে

১৮ ঘণ্টার অপারেশন শেষে খতম তিন জঙ্গি

Image
শ্রীনগর: ১৮ ঘণ্টার অপারেশনে জখম সাত জওয়ান৷ কিন্তু দীর্ঘ অপারেশন শেষে তিন জঙ্গিকে নিকেশ করতে সফল হল নিরাপত্তা বাহিনী৷ আরও একবার উপত্যকার বুকে জঙ্গি নিধন অভিযানে সাফল্যের মুখ দেখল ভারতীয় সেনা৷ শনিবার বিকেল থেকে শ্রীনগর থেকে অদুরে মুজগন্ড এলাকায় শুরু হয় সেনা-জঙ্গির গুলির লড়াই৷ যা গড়ায় রবিবার বেলা অবধি৷ এই ১৮ ঘণ্টার অপারেশনে সাত জওয়ান জখম হয়েছেন৷ ক্ষতি হয়েছে বেশ কিছু বাড়ির৷ তবুও জঙ্গিদের এক ইঞ্চি জমি ছাড়ার সুযোগ দেয়নি নিরাপত্তা বাহিনী৷ ফলস্বরূপ এক লস্কর ও দুই কাশ্মীরি জঙ্গিকে খতম করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা৷ এদিকে এনকাউন্টারকে ঘিরে কোনও উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য শনিবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা৷ জওয়ানদের কাছে খবর আসে এই চত্ত্বরে জঙ্গিরা লুকিয়ে আছে৷ সেই খবরের সূত্র ধরে পুলিশ ও সেনার যৌথ বাহিনী তল্লাশি চালায়৷ ঘিরে ফেলা হয় গোটা এলাকা৷ এরপরই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা৷ শুরু হয় এনকাউন্টার৷ যা গড়ায় ১৮ ঘণ্টা অবধি৷ সাম্প্রতিক অতীতে একাধিকবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জঙ্গিরা৷ একের পর এক অভিয

কার্গিলের খবর ছিল আদবানীর কাছে, বিস্ফোরক প্রাক্তন ‘র’ চিফ

Image
চণ্ডীগড়: গোয়েন্দাদের ব্যর্থতাতেই হয়েছিল কার্গিল যুদ্ধ। এই ধারনা ভেঙে প্রাক্তন 'র' চিফ বললেন "সবকিছু আগেই জানানো হয়েছিল লালকৃষ্ণ আদবানীকে। এমনই বিস্ফোরক দাবি করলেন র'‌য়ের প্রাক্তন প্রধান অমরজিত্‍ সিং দুলাট। শনিবার সেনাবাহিনীর লিটারেচার ফেস্টিভ্যালে একটি আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, কারগিলে যে কিছু ঘটতে চলেছে সেটা আগেই অনুমান করতে পেরেছিলেন গোয়েন্দারা। সেনাবাহিনীর যাবতীয় তথ্য দিয়ে তত্‍কালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদবানীকে জানানো হয়েছিল পুরো বিষয়টি। কার্গিল যুদ্ধের কারণ হিসেবে যে গোয়েন্দাদের ব্যর্থতাকে দায়ী করা হয়, সেটা ঠিক নয় বলে স্পষ্ট জানিয়েছেন দুলট।   একই সঙ্গে দুলট দাবি করেছেন সেসময় গোয়েন্দাদের খবর অনুযায়ী যদি তত্‍পর হত সেনা তাহলে কার্গিলের যুদ্ধের অনেক জওয়ানের প্রাণ বাঁচত। দুলটের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে লেফটেন্যান্ট জেনারেল কমল দাভর দাবি করেছেন, '‌'সেনাবাহিনীর কাছে মাত্র ৩০ শতাংশ খবর গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া যায়। যতদিন না নৌ, বায়ু এবং স্থল সেনা একত্রে গোয়েন্দা বিভাগের খবর পাচ্ছে ততদিন এই সমস্যা থাকবে।" মডারেটর কে সি ভার্মা এই প্রসঙ্গে

মেয়েকে মেডিক্যালে ভর্তি করতে গিয়ে ৫১ লাখ খোয়ালেন কলকাতার ব্যবসায়ী

Image
খোদ নেপাল উপ-দূতাবাসে বসে ৫১ লাখ টাকা প্রতারণার শিকার হলেন কলকাতার এক ব্যবসায়ী। এমনটাই তিনি অভিযোগ জানিয়েছেন ফুলবাগান থানায়। ওই ব্যবসায়ীর অভিযোগ, মুম্বইয়ের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের রেজিস্ট্রারও যুক্ত রয়েছেন এই প্রতারণার সঙ্গে। ফুলবাগানের ব্যবসায়ী সুমিত চৌধুরির মেয়ে সহেলি। মেয়েকে নেপালের মেডিক্যাল কলেজে ভর্তি করার খোঁজ খবর নিতে গিয়েছিলেন আলিপুরে নেপালের উপদূতাবাসে। সুমিতবাবু তাঁর অভিযোগ পত্রে জানিয়েছেন, নেপাল কনসুলেটে কথা বলতে গেলে, সেখানে ক্ষাত্রি নামে এক কর্মীর সঙ্গে কথা বলতে বলা হয়। সেই ক্ষাত্রি নামে কর্মী তাঁকে বলেন, নেপালের মেডিক্যাল কলেজের সমস্ত ভর্তি হয় ইন্টার গ্লোবাল এডুকেশন নামে একটি সংস্থার মাধ্যমে যাঁদের অফিস ডায়মন্ডহারবার রোডে। সেখানে রাজীব গুপ্ত নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ  করতে বলা হয়। এ বছর জুন মাসে সুমিতবাবু রাজীব গুপ্তর সঙ্গে দেখা করলে তাঁরা মোট ৭৫ লাখ টাকা দাবি করেন ভর্তির জন্য। সুমিতবাবু বলেন, "রাজীব গুপ্ত আমার কাছে প্রথমেই দু'লাখ টাকা নগদ চায়, এজেন্সির ফি হিসাবে। আমি প্রথমে এক লাখ টাকা চেকে দিই এবং পরে ভর্তির পর আরও এক লাখ টাকা নগদে দেব বলে জানাই।&q

পর্ন সাইটে ছবি দেখেও তদন্তে আপত্তি তরুণীর

Image
কিছুদিন ধরেই তাঁকে ঘিরে ফিসফাস লক্ষ করছিলেন। তাঁকে ঘিরে কিছু একটা নিয়ে যে পাড়ায়, স্কুলে গুঞ্জন যে চলছে, তা বুঝতে পারছিলেন সোনারপুরের একটি হাইস্কুলের ওই শিক্ষক। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত এক ঘনিষ্ঠ সহকর্মীর দ্বারস্থ হতে পরিষ্কার হল চিত্র। একটি পর্ন সাইটে স্ত্রীর আপত্তিকর ছবি! চার মিনিটের সেই ভিডিয়ো দেখে বাকরহিত মাস্টারমশাই। স্ত্রীর বড়সড় বিপদের আশঙ্কায় তখন দিশেহারা স্বামী। স্ত্রী-র দাবি, তাঁর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। যদিও থানায় অভিযোগ জানানোয় তেমন গা নেই তাঁর। স্বামী নিজেই ছুটলেন থানায়। গত জানুয়ারি মাসে বারুইপুর থানা অভিযোগ নিলেও তদন্ত এগোয়নি। ভবানী ভবন সাইবার সেল থেকে জেলা পুলিশ সুপার --- সর্বত্র ছুটেছেন ওই শিক্ষক। শেষ পর্যন্ত থানা স্বামী-স্ত্রীকে ডেকে প্রশ্ন শুরু করতে স্ত্রী জানিয়ে দিলেন, তিনি তদন্ত চাননা। এখন স্বামীর বিশ্বাস, পর্ন ছবির বড়সড় কোনও র্যাকেট জড়িত স্ত্রীও। ঘটনার জেরে তাঁর সামাজিক সম্মান ধুলিসাৎ। ওই শিক্ষক তাই বিবাহবিচ্ছেদ চান। কিন্তু পুলিশি তদন্ত ছাড়া স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগকে কারণ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সেই তদন্ত করতে পারে পুলিশই। ওই শিক্ষকের আইনজীবী ইন্দ্র

জিএসটির রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ল, শেষ দিন কবে জেনে নিন

Image
নিউ দিল্লি: জিএসটির  রিটার্ন জমা  দেওয়ার সময়সীমা আরও তিন মাস বাড়ল। অর্থ মন্ত্রক জানিয়েছে  ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত জিএসটির রিটার্ন জমা দেওয়া  যাবে। জিএসটিতে নথিভুক্ত হয়েছেন এমন ব্যবসায়ীদের একটি নির্দিষ্ট ফর্মে নিজেদের কারবার সম্পর্কে তথ্য জমা দিতে হবে। মানে কত টাকার কারবার হয়েছে সেটা থেকে  শুরু করে অন্য তথ্য জমা দিতে হবে। সেই মর্মে নির্দেশিকা জারি হয়েছে সেপ্টেম্বর মাসে। সেই নির্দেশিকা অনুসারে চলতি বছর শেষ হওয়ার আগেই জিএসটির রিটার্ন জমা দিতে হত। কিন্তু কয়েকটি বিষয়কে  সামনে রেখে  সময়সীমা বাড়ানো হয়েছে ৩১ মার্চ পর্যন্ত। নতুন ফর্ম আরও কিছু দিনের মধ্যেই পোর্টালে পাওয়া যাবে। রিটার্ন জমা দিতে  জিএসটিআর-এর ৯ নম্বর ফর্ম জমা  দিতে হয়। কয়েক মাস ধরেই  সময়সীমা বাড়ানোর দাবি উঠছিল। সময়সীমা বাড়ানো যে একান্ত আবশ্যক ছিল সে কথা স্পষ্ট হয়েছে কর বিশেষজ্ঞ অভিষেক জৈনের বক্তব্যে।  তিনি বলেন কর জমা  দিতে কয়েকটি নির্দিষ্ট ফর্মের ব্যবহার করতে হয়। সেগুলিকে  যথবিধ গুরুত্ব দিয়ে  পূরণ  না  করলে রিটার্ন জমা  দিতে  সমস্যা হয়। আর তাই শুধু ব্যবসায়ী কেন ৩১ ডিসেম্বর তারিখটা নিয়ে সমস্যায় ছিলেন বিশেষজ্ঞদের অনেকই। তাঁদেরও

ফের কমল পেট্রোল-ডিজেলের দাম! অক্টোবর থেকে মূল্যহ্রাস কত, জেনে নিন বিস্তারিত

Image
রবিবারেও কমল পেট্রোল ও ডিজেলের দাম। মেট্রো শহরগুলিতে এদিন লিটার পিছু পেট্রোলের দাম থেকে ১৫-২০ পয়সা করে। অন্যদিকে ডিজেলের দাম কমেছে লিটার পিছু ২২ পয়সা করে। দিল্লি রবিবার দাম কমার পরে দিল্লিতে লিটার পিছু পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭০.৫৫ টাকা। শনিবার যা ছিল ৭০.৭০ টাকা। ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু ৬৫.০৯ টাকা।     মুম্বই মুম্বইয়ে পেট্রোল দাম ৭৬.১৩ টাকা। শনিবার যা ছিল ৭৬.২৮ টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু ৬৮.১০ টাকা। শনিবার যা ছিল ৬৮.৩২ টাকা। চেন্নাই চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৭৩.১৮ এবং ৬৮.৭০ টাকা।     কলকাতা কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৭২.৬০ এবং ৬৭.৮২ টাকা। এটা উল্লেখ করা যেতে পারে, অক্টোবরের থেকে মেট্রোশহর গুলিতে পেট্রোলের দাম এখনও পর্যন্ত প্রায় ১৫ শতাংশ কমেছে। বিশ্বের বাজারে জ্বালানির মূল্য হ্রাস হওয়াতেই এই পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য অক্টোবরের তুলনায় প্রায় ৩০ শতাংশ হ্রাস পয়েছে বলেই জানা গিয়েছে।

ওয়েইসিকে ছাড়লেই সমর্থন, ভোটগণনার আগেই কেসিআর-কে প্রস্তাব বিজেপির

Image
(বাঁ দিকে) কে চন্দ্রশেখর রাও, আসাদউদ্দিন ওয়েইসি (মাঝখানে) এবং কে লক্ষ্মণ। অধিকাংশ ভোট পরবর্তী সমীক্ষা বলছে, তেলঙ্গানায় ফের ক্ষমতায় আসতে চলেছে তেলঙ্গানা রাষ্ট্র সমিতি  (টিআরআএস)। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন কে চন্দ্রশেখর রাও (কেসিআর)। সেই আঁচ পেয়েই ভোট গণনার দু'দিন আগে টিআরএস-কে শর্তাধীন সমর্থনের প্রস্তাব দিল ভারতীয় জনতা পার্টি। আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গ ছাড়লেই বিজেপির সমর্থন পাবে টিআরএস, বললেন তেলঙ্গানার বিজেপি সভাপতি কে লক্ষ্মণ। একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে লক্ষ্মণের দাবি, ''তেলঙ্গানায় বিজেপিই হবে নির্ণায়ক শক্তি।'' অর্থাৎ টিআরএস এবং তার সঙ্গী মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন সরকার গড়তে পারবে না। দরকার পড়বে বিজেপির। আর এই প্রশ্নেই লক্ষ্মণ বলেন, ''টিআরএস-কে আগে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। যদি আসাদউদ্দিনের মিম-এর সঙ্গে থাকে টিআরএস, তাহলে সমর্থনের কোনও প্রশ্নই নেই। অকংগ্রেসি, অ-মিম জোটকে সমর্থন করবে বিজেপি।'' লক্ষণ অবশ্য এ-ও বলেছেন, ''চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোদী-অমিত শাহ জুটিই। তবে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না।'&

গুগল ম্যাপ দেখে ড্রাইভিং, ৩০ ফুট খাদের জলে পড়ল গাড়ি

Image
একেই বোধহয় বলে প্রযুক্তির বিপত্তি। বিজ্ঞানের মস্তিষ্কহীনতার বিপদও বলা যেতে পারে। আর সেই বিপদে পড়ে মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন বন্ধু। গুগল ম্যাপ  দেখে চালানোর সময় গাড়ি-সহ ৩০ ফুট গভীর খাদের জলে পড়ে গেলেন তিন জনই। স্থানীয়রা উদ্ধার করায় প্রাণে বাঁচলেও তিন জনেরই বুকে ও মাথায় চোট রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কেরলের পালামট্টম-অবলিচল রোডের ইনজাথোট্টির কাছে। দুর্ঘটনাগ্রস্ত তিন যাত্রী গোকুলদাস, ইসাহক এবং মুস্তফা ত্রিশূরের ওয়াক্কানচেরির বাসিন্দা। ত্রিশূর থেকে মুন্নার যাওয়ার জন্য শর্টকাট এই রাস্তা ধরেছিলেন তাঁরা। অচেনা রাস্তা হওয়ায় গুগল ম্যাপ দেখে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার অভিঘাত কাটিয়ে ওই যুবকরা জানিয়েছেন, পালামট্টম-অবলিচল রোড ধরে যাওয়ার সময় আচমকাই মাঝ রাস্তার উপর একটি বিশাল খাদ নজরে আসে তিন জনের। কিন্তু তখন খাদের প্রায় কিনারায় চলে এসেছে গাড়ি। চালকের আসনে থাকা যুবক ব্রেক কষে গাড়ি থামানোর চেষ্টা করেও পারেননি। নিয়ন্ত্রণ হারিয়ে তিন জনকে নিয়ে গাড়িটি পড়ে যায় ওই খাদে। তার মধ্যে প্রায় আট ফুট গভীর জল ছিল। তবে দুর্ঘটনার অভিঘাতে গাড়ির দরজা খুলে যাওয়ায় তিন জনই কোনওক্রমে গাড়ি থেকে

বাবা নয়, মায়ের নামও উল্লেখ করতে হবে প্যান কার্ডে, নতুন নিয়ম আনল আয়কর দপ্তর

Image
‌পুরুষশাসিত এই সমাজে সব কিছুতেই সন্তানদের বাবার নাম দেওয়া বাধ্যতামূলক। যদিও আইন অনুযায়ী বাবার সঙ্গে মায়েদেরও সমান অধিকার রয়েছে। সেই অধিকারকে স্বীকৃতি দিল আয়কর দপ্তর। প্যান কার্ডের ফর্ম এবার নতুন চেহারায়। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর কার্ডটির ফর্মে বাবার পাশাপাশি স্থান করে নিলেন মায়েরাও। এবার থেকে মা–বাবা দু'‌জনের নামই জানতে চাওয়া হবে প্যান কার্ডের ফর্মে। মঙ্গলবার আয়কর দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়, 'প্যান কার্ডের ফর্মে ব্যক্তি নিজের ইচ্ছায় বাবা কিংবা মায়ের নাম লিখতে পারবেন। অবিবাহিত মায়ের সন্তানদের কথা ভেবেই এই পদক্ষেপ আয়কর দপ্তরের।' প্যান কার্ডের ফর্মে এতদিন বাধ্যতামূলক ছিল বাবার নাম। এর জেরে অনেক সময়ই সমস্যার মুখে পড়তে হয় শুধু মাতৃপরিচয় বহনকারী সন্তানদের। সেই সমস্যা থেকে এবার মুক্তি পাওয়া গেল। প্যান কার্ডে বাবার পাশাপশি মায়ের নাম রেখে নজির গড়ল আয়কর দপ্তর। পাশপাশি অবিবাহিত মায়েদের আর্থিক নিরাপত্তাও অনেক বেশি সুরক্ষিত হল বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট অনেক আগেই অবিবাহিত মাতৃত্বে স্বীকৃতি দিয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়েই প্যান কার্ডেও মায়ের নাম প্রয়োজন বলে মনে করছে আয়কর দপ্

সম্পত্তি হাতাতে বৃদ্ধ বাবাকে বেধড়ক মার ছেলে ও বউমার

Image
তাঁর মৃত্যুর পর সম্পত্তি পাবে ছেলেই। কিন্তু, ততদিন অপেক্ষা করতে রাজি নয় সে৷ এখনই তাকে সম্পত্তি লিখে দিতে হবে। রাজি না হওয়ায় ছেলে ও বউমার হাতে আক্রান্ত হলেন এক বৃদ্ধ। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযুক্ত ছেলে ও বউমা পলাতক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। নরেন্দ্রপুরের ডিঙ্গপোতায় একমাত্র ছেলে ও বউমার সংসারে থাকেন ভবানন্দ মণ্ডল। চার শতক জমি ছাড়া ওই বৃদ্ধের তেমন কোনও সম্পত্তি নেই। ওটুকুও ছাড়তে রাজি নয়  ছেলে ও বউমা। ওই বৃদ্ধের দাবি, জমিটি ছেলে ও বউমা নিজেদের নামে লিখিয়ে নিতে চেয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। তার জেরে শুরু হয় অত্যাচার। ওই বৃদ্ধকে তাঁর ছেলে ও বউমা রীতিমতো মারধরও করেছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়। ভবানন্দ মণ্ডলের দাবি, গুণধর ছেলে ও তার স্ত্রীই শুধু নয়, বউমার বাপের বাড়ির লোকেরাও বাড়িতে এসে তাঁকে মারধর করেছে। শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভবানন্দবাবু। এদিকে থানায় অভিযোগ দায়েরের পর থেকে পলাতক অভিযুক্তরা। তাদের এখনও ধরতে পারেনি পুলিশ। তবে ভবানন্দ মণ্ডলের বিরুদ্ধে থানায় পালটা মারধরের অভিযোগে এফআইআর করা হয়েছে বলেও জানা গিয়েছ

চলতি বছরে কাশ্মীরে খতম ২৩০ জঙ্গি

Image
নয়াদিল্লি: সাম্প্রতিক অতীতে একাধিকবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জঙ্গিরা৷ একের পর এক অভিযানে তাদের নিকেশ করেছে ভারতীয় সেনা৷ খতম হয়েছে হিটলিস্টে নাম থাকা সন্ত্রাসবাদীরা৷ লাগাতার জঙ্গি নিধন অভিযানের জেরে কাশ্মীরে চলতি বছর নিকেষ হয়েছে ২৩০ জন সন্ত্রাসবাদী৷ জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷   তবে এখনও উপত্যকায় সক্রিয় ২৪০ জন জঙ্গি৷ যাদের মধ্যে অনেকেই বহিরাগত৷ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এদেশে এসেছে তারা৷ কাশ্মীরে খুবই সক্রিয় সেই সব বহিরাগত জঙ্গিরা৷ কাশ্মীরকে অশান্ত করে তোলার পিছনে এদের ভূমিকা অনেকটাই৷ তাদের খুঁজে বের করে খতম করাই চ্যালেঞ্জ নিরাপত্তা বাহিনীর কাছে৷ অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, চলতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি জঙ্গি খতম হয়েছে৷ ১৫ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বর অবধি সময়কালে ৮৫ জন জঙ্গি নিকেশ হয়েছে৷ অন্যদিতে ২৫ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই ৮০ দিনে ৫১ জন জঙ্গি খতম হয়েছে৷ জঙ্গি নিধন অভিযানে আট জন নিরাপত্তা কর্মী ও অফিসার শহিদ হয়েছেন৷ ২১৬ জন আহত হয়েছেন৷ তবে আশার খবর এই যে আহতের সংখ্যা আগের থেকে অনেকটাই কমিয়ে আনা গিয়েছ

‌শিয়ালদহ থেকে বাংলাদেশ হয়ে শিলিগুড়ি যাবে ট্রেন, খুলছে পুরনো রুট

Image
শিলিগুড়ি থেকে ট্রেনে এবার বাংলাদেশ হয়ে শিয়ালদহ পৌঁছনো যাবে মাত্র সাত ঘণ্টায়। খুলছে পুরনো রুট। শিয়ালদহ থেকে ট্রেন ছেড়ে ভায়া বাংলাদেশ হয়ে পৌঁছবে শিলিগুড়ি। ২০২১ সালের মধ্যেই নাকি চালু হয়ে যাবে এই রুটটি। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় রেল। এই রুটটি নাকি ১৯৬৫ সাল পর্যন্ত চালু ছিল। তারপরেই সেটা বন্ধ হয়ে যায়। এটি চালু হলে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছনোর সময় নাকি সাত ঘণ্টা কমে যাবে। রেলের দাবি এখন শিয়ালদহ থেকে শিলিগুড়ি পৌঁছতে ট্রেন পাড়ি দেয় ৫৭৩ কিলোমিটার। নতুন রুট চালু হলে ২০০ কিলোমিটার কমে যাবে। কারণ শিয়ালদহ থেকে ট্রেন পেট্রাপোল–বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকবে। তারপর উত্তরবঙ্গের চিলাহাটি–হলদিবাড়ি সীমান্ত দিয়ে শিলিগুড়িতে পৌঁছবে।  ফেরার পথে আবার শিলিগুড়ি থেকে চিলাহাটি, ডোমার, তোরনবাড়ি, নিলফামারি, সৈদপুর, দর্শনা, পার্বতীপুর হয়ে হলদিবাড়ি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকবে। সেখান থেকে আবার পেট্রাপোল–বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকে শিয়ালদহে পৌঁছবে।   ইতিমধ্যেই এই ট্রেন রুট সংস্কারের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ করেছে রেল। আগেই ৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। বাংলাদেশ রেলওয়ে আবার ৮০ কোটি ট

জলপাইগুড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে

Image
স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। জলপাইগুড়ির পান্ডাপাড়া এলাকার ঘটনা। শুক্রবার রাতে ছাত্রীর পরিবারের তরফে জলপাইগুড়ি মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, ঘটনার খবর চাউর হতেই গা ঢাকা দেয় অভিযুক্ত গৃহশিক্ষক। সূত্রের খবর, দু'বছরেরও বেশি সময় ধরে ওই গৃহশিক্ষকের কাছে টিউশন পড়ত অষ্টম শ্রেণীর ওই ছাত্রী। নিজের বাড়িতেই ব্যাচে পড়াতেন অভিযুক্ত শিক্ষক। গত বুধবার ছাত্রীর মোবাইলে শিক্ষকের মেসেজ দেখে সন্দেহ হয় অভিবাবকদের। মেয়েকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে এল আসল ঘটনা। ছাত্রী জানায়, গত ছ'মাস ধরে বিশেষ কোচিং দেওয়ার নামে ওই ছাত্রীকে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করে ওই শিক্ষক। কিন্তু কখনও সন্দেহ হয়নি বাড়ির লোকের। ওই ছাত্রী আরও জানায়, গত কয়েক মাস ধরে তাকে ধর্ষণ করে আসছে অভিযুক্ত। এই ব্যপারে অভিভাবকদের জানালে তাকে প্রাণনাশের হুমকিও দিয়ে আসছে অভিযুক্ত শিক্ষক। জলপাইগুড়ি মহিলা থানার ওসি উপাসনা গুরুং বলেন, 'ছাত্রীর পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে আমরা অভিযুক্তের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করেছি। অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। আমরা খুব শীঘ্র

কেন্দ্রীয় কর্মীর বাড়ি থেকে মিলল প্রচুর সোনা, টাকা

Image
এক কেন্দ্রীয় সরকারি কর্মচারির বাড়িতে হানা দিয়ে ২০ লাখ টাকারও বেশি গয়না, নগদ ৫ লাখ টাকা–সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। শুক্রবার দিনভর তাঁর বেলেঘাটার বাড়িতে তল্লাশি চলে। তল্লাশি চালানো হয় তাঁর অফিস–সহ আরও কয়েকটি জায়গায়। দীর্ঘ তল্লাশি ও জেরার পর টাকা, গয়না ছাড়াও তাঁর ১৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন ইডি–র গোয়েন্দারা। তাঁর বাড়ি থেকে বেশ কয়েকটি জমির দলিলও মিলেছে। স্নেহাশিস কর নামে ওই কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বিরুদ্ধে ইডি–র কাছে দুর্নীতির কয়েকটি অভিযোগ জমা পড়েছে। নিয়মবহির্ভূত আয়ের  অভিযোগও এসেছে। তল্লাশি ও জেরার পর স্নেহাশিসকে আটক করা হয়। তাঁর বাড়ি থেকে গয়না এবং নগদ টাকা উদ্ধার করার বিষয়টি নিয়ে একটি মামলাও শুরু হয়েছে। পেশাগতভাবে স্নেহাশিস 'সেন্ট্রাল গভর্মেন্ট হেল্‌থ স্কিম'–এর আপার ডিভিশন ক্লার্ক। লিখিত অভিযোগের ভিত্তিতে ইডি–র আধিকারিকরা তাঁর বাড়িতে হানা দেন। দীর্ঘ ১১ ঘণ্টা জেরা এবং সরেজমিন তল্লাশির পর তাঁকে আটক করে ইডি–র দপ্তরে আনা হয়। জানা গেছে, চুক্তিভিত্তিক কর্মী হিসেবে স্নেহাশিস কেন্দ্রীয় সরকারি সংস্থায় কাজ শুরু করেন। পরে লোয়ার

মধ্যরাতে এটিএম লুটের ছক, ব্রাজিলে নিহত ১৪

Image
বিপদ: পুলিশ ও ডাকাতদলের গুলির লড়াইয়ে নিহত ১৪ জনের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছে ফরেন্সিক দল। শনিবার ব্রাজিলের মিলাগ্রিস শহরে। মাঝরাতে ব্যাঙ্ক লুটের ছক কষে হানা দিয়েছিল ডাকাতদল। ব্রাজিলের সেয়ারার মিলাগ্রিস শহরের দু'টি ব্যাঙ্কের এটিএম ছিল তাদের নিশানায়। বন্দুক দেখিয়ে রাস্তা আটকে টাকা সরানোর প্রস্তুতি নিচ্ছিল দলটি। রাস্তায় টহল দেওয়ার সময়ে তা নজরে আসে পুলিশ বাহিনীর। বাধা দিলে মুহূর্তে খণ্ডযুদ্ধ লেগে যায় দু'পক্ষের। গুলির লড়াইয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ১৪ জনের। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে,  শুক্রবার রাত আড়াইটে নাগাদ মিলাগ্রিসের একই রাস্তায় দু'টি  ব্যাঙ্কের এটিএমে চড়াও হয় দুষ্কৃতী দলটি। দিন কয়েক আগেই ব্যাঙ্ক ডাকাতি হয়েছে ওই এলাকায়। যার কিনারা করতে সেই সময়ে রাস্তায় টহল দিচ্ছিল পুলিশবাহিনী। টের পাওয়া মাত্র ডাকাতদের লক্ষ করে গুলি চালাতে শুরু করে তারা। তত ক্ষণে রাস্তায় একটি গাড়ি আটকে ছয় জনকে বন্দি করে ফেলেছিল দুষ্কৃতীরা। গাড়িতে ছিল দুই শিশুও। ভোরের বিমান ধরতে সপরিবার ওই গাড়িতে বিমানবন্দরে যাচ্ছিলেন স্থানীয় এক ব্যবসায়ী। পুলিশের বাধা পেয়ে গুলি চালিয়ে

অস্ট্রেলিয়ার টার্গেট ৩২৩, অ্যাডিলেডে কোহালিরা তাকিয়ে অশ্বিনের দিকে

Image
অ্যাডিলেডে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন রাহানে অ্যাডিলেডে অ্যাডভানটেজ কোহালিদের। দ্বিতীয় ইনিংসে ৩০৭ রানে শেষ হল ভারতের ইনিংস। অর্থাৎ, এই প্রথম টেস্ট জিততে গেলে অজিদের করতে হবে ৩২৩ রান।  অ্যাডিলেডের পিচের যা অবস্থা, সঙ্গে অশ্বিন-ইশান্ত-শামি-বুমরাদের আক্রমণ— সব কিছুর মোকাবিলা এখন কী ভাবে করেন ফিঞ্চরা এখন সেটাই দেখার। তবে, যে ভাবে তৃতীয় দিনের খেলা বৃষ্টির জন্য বার বার বিঘ্নিত হয়েছিল, তাতে নয়া আশঙ্কা থেকেই যাচ্ছে।  বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর ছিল ১৫১/৩। ১৬৬ রানের লিড নিয়েছিল ভারত। সেখান থেকেই চতুর্থ দিনের খেলা শুরু করেন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা। ৫৮তম ওভারে নাথান লায়নের বলে শর্ট লেগে অ্যারন ফিঞ্চের হাতে ধরা পড়েন প্রথম ইনিংসে শতরানকারী চেতেশ্বর পূজারা। আউট হওয়ার আগে ২০৪ বলে ৭১ রান করেন তিনি। রোহিত শর্মা তারপরে ব্যাটিং করতে নেমে টিকতে পারেননি বেশিক্ষণ। ৬ বলে মাত্র ১ রান করে সিলি পয়েন্টে হ্যান্ডসকম্বের হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত। যদিও ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন রাহানে। রোহিত আউট হওয়ার আগেই বাউন্ডারি হাঁকিয়ে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন তিনি। রাহানে আউট হন ৭০ রান করে

জালে বড় পাচারচক্র, তিন শহর থেকে উদ্ধার ২১ কোটির সোনা

Image
কলকাতা: কলকাতা ও শিলিগুড়িকে 'ভরকেন্দ্র' বানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সোনা পাচারের এক বড়সড় চক্রকে পাকড়াও করল অর্থমন্ত্রকের রাজস্ব গোয়েন্দা দপ্তর (ডিআরআই)। কলকাতা, শিলিগুড়ি এবং উত্তরপ্রদেশের লখনউতে গত বৃহস্পতিবার এবং শুক্রবারের এই অভিযানে উদ্ধার করা হয়েছে ৬৬ কেজি সোনা। যার অর্থমূল্য প্রায় ২১ কোটি টাকা। সোনা পাচার চক্রের চার চাঁইকে গ্রেপ্তার করেছে ডিআরআই। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে সোনা পাচারের জন্য তৈরি বিশেষ প্রকোষ্ঠ সহ চারটি গাড়িও। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত গোটা দেশের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে ২.৬৩ টন চোরাই সোনা উদ্ধার করেছে শুল্ক বিভাগ। এর আগে ২০১৭-'১৮ আর্থিক বছরে শুল্ক বিভাগ ৩.২২ টন চোরাই সোনা উদ্ধার করেছিল। যা ছিল ২০১৬-'১৭ আর্থিক বছরের তুলনায় ১০৩ শতাংশ বেশি। গোপন সূত্রে ডিআরআই খবর পায়, বিদেশ থেকে সোনা এনে তা ভুটান হয়ে এ রাজ্যে নিয়ে এসেছে চোরাচালানকারীরা। সেই সোনা দেশের বিভিন্ন অংশে পাঠানোর কাজও শুরু হয়েছে। সেই খবরের ভিত্তিতে গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনউয়ে চোরাচালানকারীদের পিছু ধাওয়া করে একটি গাড়িকে আটক করেন ডিআরআই-এর

এই সানগ্লাস থেকে করা যাবে ফোন কল

Image
সাম্প্রতিক ইতিহাসে সানগ্লাসে টেকনোলজি গ্রাহক খুব ভালো ভাবে নেন নি গ্রাহকরা। সেই কারনেই কয়েক বছর আগে মুখ থুবড়ে পড়েছিল গুগল গ্লাস। যদিও নতুন কিছু বানাতে থেকে থাকেনি কোম্পানিগুলি। এবার সানগ্লাসে নতুন টেকনোলজি নিয়ে হাজির হল বোস। নতুন বোস স্লানগ্লাসে রয়েছে মাইক্রোফোন ও স্পিকার। এর সাহায্যে সানগ্লাস থেকেই ফোন কল করা যাবে। অগমেন্টের রিয়ালিটির উপরে তৈরী এই সানগ্লাসের দাম ১৯৯ মার্কিন ডলার। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে এই ডিভাইস প্রি-অর্ডার শুরু হয়েছে। সম্প্রতি জনপ্রিয় টেক পোর্টাল সিনেট এ এক রিপোর্টে নতুন এই বোস সানগ্লাসের খবর প্রকাশিত হয়েছে। বোস জানিয়েছে এই সানগ্লাস গুলি থেকে ফোন করার সাথেই গান শোনা যাবে। এছাড়াও গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি, অ্যামাজন অ্যালেক্সার মতো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলা যাবে এই সানগ্লাস ব্যবহার করে। নতুন এই স্মার্ট সানগ্লাসের ওজন ৪৫ গ্রাম। ওয়েফারের আর বৃত্তাকারে এই সানগ্লাস পাওয়া যাবে। থাকবে ইউভি সুরক্ষা। বোস জানিয়েছে একবার চার্জ করে ১২ ঘন্টা ব্যবহার করা যাবে এই সানগ্লাস। ২০১৯ সালে অগমেন্টের রিয়ালিটি অ্যাপ লঞ্চ করবে বোস। জানুয়ারি মাস থেকে এই দুটি সানগ্লাস ব

আন্দোলনে উত্তাল ফ্রান্সে আটক অন্তত ৭০০

Image
সরকার বিরোধী আন্দোলনে ফের উত্তাল ফ্রান্স। এবার আন্দোলনকারীদের নিশানায় সরাসরি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। তাঁর ইস্তফার দাবিতে শনিবার ফের পথে নেমেছেন ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা। রাজধানী প্যারিসের বিভিন্ন এলাকা থেকে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। ব্যারিকেড জ্বালানোর পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছোঁড়ে বলে অভিযোগ।  মধ্য প্যারেসের রাজপথ কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। পথে টহল দিচ্ছে সাঁজোয়া গাড়ি। বিভিন্ন এলাকা থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। হিংসায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ৭০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। রাজধানীর পাশাপাশি দেশের অন্য এলাকা থেকেও এ দিন বিক্ষোভের খবর এসেছে। বহু এলাকায় পথ অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। সারা দেশে প্রায় ৩১ হাজার বিক্ষোভকারী এতে অংশ নিয়েছে বলে সরকারি তরফে জানানো হয়েছে। এর মধ্যে শুধুমাত্র প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ৮ হাজারের বেশি। এদিকে, আন্দোলনকারীদের হিংসার পথ ত্যাগ করার আবেদন করেছে সরকার। না হলে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

মিলন মুহূর্তে হার্ট অ্যাটাকে মৃত্যু মেধাবী ছাত্রীর

Image
পড়াশোনায় তুখোড়। কিন্তু কোকেনের নেশায় বুঁদ। সঙ্গে বেলাগাম যৌনজীবন। যার জেরে মাত্র ১৭ বছর বয়সেই অকালে প্রাণ গেল ব্রিটেনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভুত মেধাবী ছাত্রী পূরবী গিরির। নিজের ঘরে প্রেমিকের সঙ্গে মিলন মুহূর্তে আচমকা সংজ্ঞা হারায় পূরবী। শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকে। সংজ্ঞাহীন অবস্থায় তিন সপ্তাহ নার্সিংহোমে ভরতি থাকার পর মৃত্যু হল ডাক্তার দম্পতির কন্যার। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় স্কুলের মধে্য প্রথম হয়েছিল পূরবী। 'এ' গ্রেড-সহ স্টার মার্ক পাওয়া কিশোরীটি ব্রিটেনের কিং এডওয়ার্ড স্কুলের ছাত্রী ছিল। বন্ধুদের কথায়, নিয়মিত কোকেন, মদ, মাদকের নেশা করত পূরবী। অনেক সময় স্কুলেও মদ্যপান করে আসত। এমনকী বোর্ড পরীক্ষার আগেও নেশাও ডুবেছিল। অত্যন্ত মেধাবী ছাত্রী হওয়ায় স্কুল কর্তৃপক্ষ পূরবীর এই অভ্যাসের জন্য কিছু বলত না বলে দাবি তার সহপাঠীদের একাংশের। মাদক নেওয়ার কারণে বোর্ড পরীক্ষার আগে পূরবীর যা অবস্থা হয়েছিল তাতে সে প্রায়ই স্কুলে অনুপস্থিত থাকত। ও যে পরীক্ষায় বসবে এবং এত ভাল রেজাল্ট করবে তা ভাবতেও পারেনি বন্ধুরা। তবে বন্ধুদের এই বক্তব্যকে সমর্থন করেননি পূরবীর মা, স্ত্রীরোগ বিশে

ডিম রাখার পিচবোর্ড দিয়ে ন্যাপকিন, খরচ মাত্র দেড় টাকা!

Image
এক একটি ন্যাপকিন তৈরিতে খরচ হবে মাত্র দেড় টাকা বা তারও কম। ডিম রাখার পিচবোর্ডের খোলা দিয়ে তৈরি হয়েছে স্যানিটারি ন্যাপকিন। জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের গবেষণাগারে হাতেকলমে তার পরীক্ষাও হয়েছে। সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে জেলাশাসকের দফতরে। রিপোর্টে জানানো হয়েছে, এক একটি ন্যাপকিন তৈরিতে খরচ হবে মাত্র দেড় টাকা বা তারও কম।  কলেজ জানিয়েছে, জেলার চা বাগানের মহিলাদের অত্যন্ত কম খরচে বা বিনামূল্যে এই স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া যেতে পারে। আগামী সপ্তাহে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে আঞ্চলিক বিজ্ঞান কংগ্রেসের আসর বসবে। তারপর কলেজের সমাবর্তনও রয়েছে। সেখানে ডিম রাখার খোলা থেকে ন্যাপকিন তৈরির মডেলও থাকবে। জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, "সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। কলেজে একটি পৃথক উদ্ভাবন কেন্দ্র হয়েছে। সেখানেই কম খরচের ন্যাপকিনের মতো নানা প্রকল্প হয়েছে।" আরও পড়ুন: গড়চুমুকে পিকনিকে নিষিদ্ধ ডিজে, মদ্যপান, থার্মোকল, প্লাস্টিকও বছরখানেক আগে কলেজের পড়ুয়া এবং শিক্ষকদের একটি দল লাগোয়া রায়পুর চা বাগানে সমীক্ষায় গিয়েছিলেন। বাগানের শ্রমিকদের জীবনয

বিশ্বকাপের শেষ আটে ভারত, উচ্ছ্বাস সহবাগদের

Image
উচ্ছ্বাস: ম্যাচের পরে দর্শকদের অভিবাদন উল্লসিত ভারতীয় খেলোয়াড়দের। শনিবার ভুবনেশ্বরে। শেষ কোয়ার্টারেই সব হিসেব পাল্টে দিল ভারত। হকি বিশ্বকাপে গ্রুপ 'সি'-তে কানাডার বিরুদ্ধে ম্যাচের শেষ পনেরো মিনিটে চার গোল করে সরাসরি কোয়ার্টার ফাইনালের রাস্তা পাকা করে ফেলল হরেন্দ্র সিংহের দল।  ভারতের কাছে এই ম্যাচ ছিল মরণ-বাঁচন লড়াই। কারণ, শনিবারই বেলজিয়াম ৫-১ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গ্রুপ 'সি'-র শীর্ষে চলে গিয়েছিল। এ ম্যাচে ড্র হলেই ক্রসওভার পর্বে লড়তে হত ভারতকে। তৃতীয় কোয়ার্টারে ১-১ ফলের পরে যে আশঙ্কা আরও বেড়ে গিয়েছিল। কিন্তু শেষ পনেরো মিনিটে ললিত উপাধ্যায়, চিঙ্গলেনসানা সিংহ ও অমিত রোহিদাসের ঝড়ে ভারত ম্যাচ শেষ করে ৫-১ ফলে।  ম্যাচ শেষে কোচ হরেন্দ্র সিংহ সাংবাদিকদের জানিয়ে দিলেন, এখনই তাঁর আসল বিশ্বকাপ শুরু। হরেন্দ্র বললেন, ''চার দলীয় প্রতিযোগিতায় আমরা চ্যাম্পিয়ন। এ বার শুরু আসল বিশ্বকাপ। কারণ, কোয়ার্টার ফাইনাল থেকেই পদকের গন্ধ পাওয়া যায়।''  হরমনপ্রীত সিংহ (১২ মিনিটে)। পেনাল্টি কর্নার থেকে দুরন্ত শটে গোল করেন ভারতীয় ডিফেন্ডার। প্রথম দু'টি কোয়ার্টারে এক গোলে

মঙ্গলের বায়ুপ্রবাহের শব্দ পাঠাল NASA-র যান ইনসাইট

Image
মঙ্গলের মাটিতে সে পা রেখেছে সবে মাত্র হপ্তাখানেক। এর মধ্যেই অবাক করতে শুরু করল নাসার সন্ধানী যান ইনসাইট। মঙ্গলগ্রহের বায়ুপ্রবাহের আওয়াজ ও ভূকম্পন পরিমাপ করে পৃথিবীতে পাঠাল সে। শুক্রবারই সেই আওয়াজ প্রকাশ করেছে নাসা। আগে শুনে নিন মঙ্গলের বুকে বায়ুপ্রবাহের সেই শব্দ।  এক কথায় প্রথমেই চমকে দিয়েছে ইনসাইট। কারণ, এই ধরণের শব্দ রেকর্ড করার জন্য পাঠানোই হয়নি তাকে। বরং তার ওপর দায়িত্ব বর্তেছে মঙ্গলের ভূপৃষ্ঠের নীচের রহস্য উন্মোচনের। সেজন্য মঙ্গলের মাটিতে গর্ত করে সন্ধানী শালাকা গাড়বে সে।  এহেন ইনসাইট মঙ্গলের বায়ুপ্রবাহের শব্দ রেকর্ড করে অবাক করে দিয়েছে অনেককেই। এই প্রথম মঙ্গল পৃষ্ঠের কোনও শব্দের সঙ্গে পরিচিত হল মানুষ।  মঙ্গলের পৃষ্ঠের এই শব্দ যদিও কোনও মাইক্রোফোন দিয়ে রেকর্ড হয়নি। ইনসাইটে কোনও মাইক্রোফোন লাগায়নি নাসা। তাহলে কীভাবে শব্দ রেকর্ড করল ইনসাইট? নাসা জানিয়েছে, ইনসাইটে থাকা বায়ুচাপ মাপার যন্ত্রের থেকে মেলা তথ্য বিশ্লেষণ করে এই শব্দ তৈরি করা হয়েছে।  মঙ্গলপৃষ্ঠ থেকে আসা এই শব্দের সঙ্গে পৃথিবীর আওয়াজের অনেকটাই মিল রয়েছে। শান্ত সমুদ্র সৈকতে নিরন্তর বায়ুপ্রবাহের শব্দের সঙ্গে এই শব্দের মিল পাচ

ঠিক যেন সিনেমার দৃশ্য! দিনেদুপুরে শহরে চপারে মাথা কেটে উল্লাস খুনির

Image
পরিষ্কার করা হচ্ছে ইশামুলকে (ইনসেটে) খুনের জায়গা। ঠিক যেন হিন্দি সিনেমার দৃশ্য! রাস্তায় ফেলে এক ব্যক্তির গলায়, বুকে চপারের কোপ মারছে উন্মত্ত এক ব্যক্তি। তাকে থামাতে এলেন এক যুবক। তাঁর হাতেও কোপ বসিয়ে দিল। তার পরে রক্তাক্ত চপার হাতেই এলাকায় ছোটাছুটি শুরু করল সে! শনিবার দুপুরে এই ঘটনার সাক্ষী রইল কলকাতা বন্দরের রাজাবাগান এলাকার শিমপুকুর লেন। পুলিশ জানিয়েছে, হামলায় মারা গিয়েছেন মহম্মদ ইশামুল হক (৪৮) নামে স্থানীয় এক ব্যক্তি। আহত হন মহম্মদ বশির নামে এক যুবক। মহম্মদ কালাম নামে ওই হামলাকারীকে গণপিটুনি দেয় স্থানীয়দের একাংশ। বশির ও কালাম দু'জনকেই আশঙ্কাজনক অবস্থায় প্রথমে এসএসকেএম এবং পরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  স্থানীয় বাসিন্দারা জানান, ইশামুল স্থানীয় কসাইখানায় চাকরি করতেন ও সন্ধ্যায় গোমাংস বিক্রি করতেন। তাঁর স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। কালামও ওই এলাকাতেই থাকে। তার বাড়ির নীচেই দাদা ইসমাইলের একটি মাংসের দোকান রয়েছে। বশির সেই দোকানের কর্মচারী। এ দিন দুপুর ২টো নাগাদ ইশামুল শ্বশুরবা়ড়ি থেকে শিমপুকুর লেনের বাড়িতে ফিরছিলেন। সে সময়ে কালাম চপার হাতে বশিরের সঙ

গলায় অন্তর্বাস পেঁচিয়ে কিশোরী খুন, জুতোর সূত্র ধরে জালে দুই কিশোর

Image
স্নান সেরে কিশোরী না ফেরায় বাড়ির লোক খোঁজ করতে বেরিয়েছিলেন। উত্ত্যক্ত করায় প্রতিবাদ করেছিল মেয়েটি। সেই আক্রোশেই নবম শ্রেণির পড়ুয়া কিশোরীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। বাঁকুড়ার মেজিয়া থানা এলাকায় কিশোরী খুনের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতারের পরে এমনই দাবি করছে পুলিশ।  শুক্রবার দুপুরে বাড়ির কাছে পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। পরে পুকুরের কাছে একটি ঝোপের ভিতর তার মুখে রুমাল বাঁধা দেহ দেখতে পাওয়া যায়। তদন্তে নেমে রাতে পুলিশ একটি জুতোর সূত্র ধরে নিহতের গ্রামেরই দুই নাবালককে গ্রেফতার করে। বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, "ধৃত দুই নাবালক জেরায় মেজিয়ায় ছাত্রী খুনের ঘটনার কথা স্বীকার করেছে। তদন্ত চলছে।" তদন্তকারীরা দাবি করেছেন, ধৃত অষ্টম শ্রেণির দুই পড়ুয়া জেরায় তাদের কাছে স্বীকার করেছে, তারা উত্ত্যক্ত করায় মেয়েটি প্রতিবাদ করেছিল। সেই রাগেই দুই বন্ধু শুক্রবার স্কুল ছুটির পরে মেয়েটিকে রাস্তায় একা দেখতে পেয়ে তার মুখে রুমাল গুঁজে দিয়ে পাশের ঝোপে তুলে নিয়ে যায়। তারপর মেয়েটির অন্তর্বাস দিয়ে তাকে শ্বাসরোধ করে।  তবে, ধর্ষণের অভিযোগ ধৃতেরা মানতে চায়নি। তদন্তকারীরা

জাতিভেদে ক্লাস ভাগ বিহারের স্কুলে! গোটা ব্যবস্থা পাল্টে ফেলতে নির্দেশ বিডিও-র

Image
বিহারে এক স্কুলে জাতি অনুযায়ী ছাত্রদের বসানোর অভিযোগ উঠেছে। পূর্ব চম্পারণের কল্যাণপুর ব্লকের তেনুয়া উচ্চ বিদ্যালয়ের ঘটনা। নবম শ্রেণিতে 'এ' থেকে 'এফ' সাতটি সেকশন তৈরি করা হয়েছে যাতে বিভিন্ন জাতি অনুযায়ী ছাত্রদের আলাদা বসানো যায়। একই ব্যবস্থা দশম শ্রেণিতেও। স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়েরা। প্রধান শিক্ষক কমলেশ কুমার এ নিয়ে কিছু বলতে অস্বীকার করেছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী কৃষ্ণকুমার বর্মাকে ফোনে পাওয়া যায়নি। স্কুল-কর্মীদের দাবি, রেজিস্ট্রার ঠিক রাখার জন্য এই ব্যবস্থা। স্কুল প্রশাসনের বক্তব্য, সরকারের তরফে 'স্কাইপ অন ড্রেস সাইকেল' জাতিগত তালিকা চেয়েছে। সেই তথ্য পেতে সুবিধা হবে বলেই অনগ্রসর, অতি-অনগ্রসর, তফসিলি জাতি, সাধারণ জাতি— এই রকম ভাবে ভাগ করা হয়েছে সেকশন। কোন জাতির ছাত্রেরা নিয়মিত আসে ও কারা আসে না তা নিয়েও আলাদা খাতা তৈরি হয়েছে। খবর পেয়ে কল্যাণপুরের বিডিও স্কুলে গিয়ে নির্দেশ দিয়েছেন, তিন দিনের মধ্যে গোটা ব্যবস্থা পাল্টে না-ফেললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিডিও তদন্ত করে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট জমা দেবেন। স্থানীয় পঞ্চায়েত

বিরল রোগাক্রান্ত শিশুর ওষুধের খরচ দেয় না রাজ্য, পুজোয় ক্লাবগুলো পায় ২৮ কোটি টাকা!

Image
স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি-তে আক্রান্ত দেবস্মিতা ঘোষ। কয়েক মাস আগে স্বাস্থ্য ভবনে যখন চিকিৎসার খরচ চেয়ে আবেদন জানানো হয়েছিল, আট বছরের দেবস্মিতা ঘোষের মেরুদণ্ড বেঁকে ছিল ২৫ শতাংশ। দিন কয়েক আগে সেই আবেদনের উত্তর যখন এল, মেরুদণ্ড ৬০ শতাংশেরও বেশি বেঁকে গিয়েছে। রাজ্যের স্বাস্থ্যকর্তারা সাফ জানিয়েছেন, যে ওষুধের জন্য আবেদন করা হয়েছে, তা 'অনৈতিক ধরনের চড়া মূল্যের' (আনএথিকালি হাই) এবং তার সাফল্যের হারও উল্লেখযোগ্য নয়। তাই স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ কমিটি এই আবেদন গ্রাহ্য করতে পারছে না। চিকিৎসকদের একাংশেরই প্রশ্ন, ওষুধের দামকে অস্বাভাবিক বলা যেতে পারে, কিন্তু 'অনৈতিক'? দেবস্মিতার মতো স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি (এসএমএ) আক্রান্ত শিশুদের পরিবারের আবেদনকে নাকচ করে যে চিঠি সরকারি তরফে দেওয়া হয়েছে, তাতে সই রয়েছে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রের। তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি। তবে তাঁর দফতরের আধিকারিকেরা জানান, একটি জীবনদায়ী ওষুধের দাম কখনওই এত বেশি হওয়া উচিত নয়। সে কারণেই 'অনৈতিক' বলা হয়েছে।  এখনও পর্যন্ত এ রাজ্যে ১০০ জন এসএমএ আক্রান্ত শিশুর সন্ধান মি