বাবা নয়, মায়ের নামও উল্লেখ করতে হবে প্যান কার্ডে, নতুন নিয়ম আনল আয়কর দপ্তর


‌পুরুষশাসিত এই সমাজে সব কিছুতেই সন্তানদের বাবার নাম দেওয়া বাধ্যতামূলক। যদিও আইন অনুযায়ী বাবার সঙ্গে মায়েদেরও সমান অধিকার রয়েছে। সেই অধিকারকে স্বীকৃতি দিল আয়কর দপ্তর। প্যান কার্ডের ফর্ম এবার নতুন চেহারায়। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর কার্ডটির ফর্মে বাবার পাশাপাশি স্থান করে নিলেন মায়েরাও। এবার থেকে মা–বাবা দু'‌জনের নামই জানতে চাওয়া হবে প্যান কার্ডের ফর্মে। মঙ্গলবার আয়কর দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়, 'প্যান কার্ডের ফর্মে ব্যক্তি নিজের ইচ্ছায় বাবা কিংবা মায়ের নাম লিখতে পারবেন। অবিবাহিত মায়ের সন্তানদের কথা ভেবেই এই পদক্ষেপ আয়কর দপ্তরের।'

প্যান কার্ডের ফর্মে এতদিন বাধ্যতামূলক ছিল বাবার নাম। এর জেরে অনেক সময়ই সমস্যার মুখে পড়তে হয় শুধু মাতৃপরিচয় বহনকারী সন্তানদের। সেই সমস্যা থেকে এবার মুক্তি পাওয়া গেল। প্যান কার্ডে বাবার পাশাপশি মায়ের নাম রেখে নজির গড়ল আয়কর দপ্তর। পাশপাশি অবিবাহিত মায়েদের আর্থিক নিরাপত্তাও অনেক বেশি সুরক্ষিত হল বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট অনেক আগেই অবিবাহিত মাতৃত্বে স্বীকৃতি দিয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়েই প্যান কার্ডেও মায়ের নাম প্রয়োজন বলে মনে করছে আয়কর দপ্তর। অবিবাহিত মায়ের সন্তানদের বাবার নামের প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের পরেও কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছিল। সুপ্রিম রায় জারি হলেও বার বার বিভিন্ন আইনি জটে পড়তে হয়েছিল অবিবাহিত মায়েদের। এবার সেই জটকে কিছুটা সরল করল আয়কর। প্যান কার্ডে এখন থাকবে করবে মায়ের নামও। এ বছরের ৫ ডিসেম্বর থেকে এই নতুন ফর্ম চালু করা হবে। যেখানে বাবার পাশাপাশি মাকেও সমান অধিকার নিয়ে রাখা হবে।