Posts

Showing posts from June 18, 2018

যৌনাঙ্গ কাটতে সুপারি স্ত্রীর, খুনিরা মেরেই ফেলল পারভার্ট ডাক্তারকে

Image
চার দিনের মধ্যেই পুলিশের জালে 'নকল' খুনিরা। মঙ্গলবার ভোপালে চিকিৎসক শফতুল্লাহ খান খুন হন। আর শনিবার গ্রেপ্তার করা হল নিহতের স্ত্রী ও দুই আত্মীয়কে।  আসলে, এই ঘটনার মাস্টারমাইন্ড নিহতের স্ত্রী আয়েষাই।  ঘটনার পরতে পরতে রহস্য। তদন্তে নেমে জবলপুরের পুলিশরাও হতবাক। এসপি শশীকান্ত শুক্লা জানিয়েছেন, নিহতের সারা শরীরে প্রায় ১২টি ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গিয়েছে। কব্জি থেকে একটি হাত প্রায় কেটেই নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছিল, এটি একটি সাধারণ ডাকাতির ঘটনা। টাকা-গয়না লুঠ করে বাড়ির মালিককে খুন করা হয়েছে। কিন্তু স্ত্রীকে জেরা করতে গিয়েই অসঙ্গতি টের পান তদন্তকারীরা। এর পরই খুনের আসল কারণ জানতে পারে পুলিশ। বয়সে দশ বছরের বড় স্বামীকে সবক শেখাতেই সমস্ত পরিকল্পনা তার। আর এই কাজে আয়েষাকে সাহায্য করেছিল তার ভাইঝি নন্দিনী ও তার স্বামী পবন বিশ্বকর্মা।  কোনও ডাকাতির ঘটনা নয়। বরং স্ত্রী, ভাড়াটে খুনি ডেকে স্বামীকে শাস্তি দিয়েছেন। ধৃত স্ত্রী আয়েষা জেরায় জানিয়েছেন, তার স্বামী বিয়ের পর থেকেই অগুনতি তরুণীকে নার্সের চাকরি দেওয়ার টোপ দিয়ে ধর্ষণ করেছে। এমনকী তার লালসার শিকার হতে হয় ভাইঝি নন

‘নিতান্ত ব্যক্তিগত’ ছবি ফোনে রাখবেন না, বলছে পুলিশ

Image
গত বছর অগস্ট মাসে হাওড়া স্টেশনে নিজের অ্যানড্রয়েড ফোনটি হারিয়েছিলেন তিনি। নিউটাউনের সুখবৃষ্টি আবাসনের বাসিন্দা ৩৫ বছরের সংঘমিত্রা (নাম পরিবর্তিত) ফোন হারানোর পর পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন। তার পর চাকরি ও নিজের নানা কাজের চাপে ফোনের কথা ভুলেই গিয়েছিলেন। প্রায় দশ মাস পরে এ বছর মে মাসে তাঁর এক বন্ধু প্রথম খবরটা দেন। সং‌ঘমিত্রার একাধিক ছবি এবং ভিডিয়ো দেখা যাচ্ছে একটি পর্নোগ্রাফিক সাইটে। শুনে মাথায় বাজ পড়ার মতোই অবস্থা তখন তাঁর। খোঁজ নিতে গিয়ে দেখা গেল, একটা নয়, একাধিক পর্নোগ্রাফিক সাইটে রয়েছে তাঁর ছবি। কিন্তু একটা বিষয় কিছুতেই মাথায় আসছিল না তাঁর। ওই সমস্ত ছবি কী করে পৌঁছল ওই সব সাইটে? অনেক ভাবনাচিন্তার পর হঠাৎ তাঁর মনে পড়ে, প্রায় এক বছর আগে তিনি একটি ফোন হারিয়েছিলেন। আর সেই ফোনেই ওই সমস্ত ছবি ছিল। অর্থাৎ, যার কাছে এই ফোন পৌঁছেছে সেই ব্যক্তির মাধ্যমেই ছবি গিয়েছে ওই সব সাইটে। বিধাননগর সিটি পুলিশের সাইবার ক্রাইম থানাতে অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে দেখা যায়, ওই ফোন চুরি যাওয়ার পর আদৌ ব্যবহার করা হয়নি। তার মানে ফোনটিতে সিমকার্ড ভরে সেটিকে সচল করা হয়নি, কিন্তু সেটির গ্যালারি খোলা হয়ে

প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে! বড় মাশুল দিতে হল নদিয়ার কিশোরীকে

Image
মাধ্যমিক পরীক্ষার্থী মৌমিতা পাঁচ মাস আগে পালিয়ে গিয়ে বছর ২৭ এর যুবক মনসুর মণ্ডলকে বিয়ে করে। দীর্ঘদিনের প্রেম। তার পর পালিয়ে গিয়ে বিয়ে। শেষে নাবালিকা বধূর পরিণতি হল ভয়ানক। সোমবার সকালে নদিয়ার গাঙনাপুরের হুমনিয়াপতা গ্রাম থেকে উদ্ধার হয় এক কিশোরীর দেহ। মৃতের নাম মৌমিতা মণ্ডল(১৬)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার্থী মৌমিতা পাঁচ মাস আগে পালিয়ে গিয়ে বছর ২৭ এর যুবক মনসুর মণ্ডলকে বিয়ে করে। মৌমিতার বাবার অভিযোগ, বিয়ের পর থেকেই মৌমিতার কাছ থেকে নিয়মিত টাকা চাওয়া হত। সেই দাবি মতো টাকা না দেওয়ার জেরেই মারধর করা হত মৌমিতাকে। মাঝেমধ্যে মৌমিতা ফোন করে একথা জানাত বলে দাবি করেছেন তার বাবা রাজ্জাক মণ্ডল। মৌমিতার বাবার দাবি, তাঁদের ফোন করে বলা হয় মেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু সেখানে গিয়ে তাঁরা দেখেন শ্বশুরবাড়ির সবাই বাড়ি ছেড়ে পালিয়েছে। রাজ্জাক মণ্ডলের অভিযোগ, শ্বাসরোধ করেই খুন  করা হয়েছে মৌমিতাকে। তার পর দেহ ফেলে রেখে চম্পট দিয়েছে শ্বশুরবাড়ির লোকেরা। মৌমিতার স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে গাঙনাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন রাজ্জাক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

মদ ছেড়ে দুধ খাচ্ছে বিহারের মানুষ!

Image
পটনা: বিহারে মদে নিষেধাজ্ঞা জারির পর  অপচয় বাঁচছে।  উদ্ধৃত্ত অর্থ বিহারে দামী জামাকাপড় ও খাদ্যপণ্য কেনার কাজে খরচ হচ্ছে। মদ নিষিদ্ধ হওয়ার ছয় মাসের মধ্যে দামী শাড়ির বিক্রি ১.৭৫১ শতাংশ বেড়ে গিয়েছে। মধুর ব্যবহার বেড়েছে ৩৮০ শতাংশ। চিজ কেনার  হার বেড়েছে ২০০ শতাংশ। সাম্প্রতিক একটি সমীক্ষায় এমনই দাবি করা হয়েছে। বিখ্যাত থিঙ্কট্যাঙ্ক এশিয়ান ডেভেলাপমেন্ট রিসার্চ ইন্সস্টিটিউট (এডিআরআই) এবং সরকারি-অর্থ সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান ডেভেলাপমেন্ট ম্যানেজমেন্ট ইন্সস্টিটিউট (ডিএমআই)-এর এই সমীক্ষায় জানানো হয়েছে যে, মদের পিছনে যে অর্থের অপচয় হত, তা দিয়ে ১৯ শতাংশ পরিবারই গৃহস্থালির নতুন জিনিসপত্র কিনেছে। ২০১৬-র এপ্রিলে বিহারে মদ নিষিদ্ধ হয়। এই নিষেধাজ্ঞার ফলাফল যাচাইয়ের জন্য এই দুটি সমীক্ষা চালায় সরকার। সমীক্ষার রিপোর্ট আর্থিক সমীক্ষার সঙ্গে সংযুক্ত করে রাজ্য বিধানসভায় পেশ করা হয়েছে। এডিআরআই বিহার দুগ্ধ সমবায় ফেডারেশন (কোমফেড)-এর খুচরো বিক্রির দোকানগুলিতে ক্রয় সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখে। সমীক্ষায় দেখা যায়, মধুর বিক্রি এক ধাক্কায় ৩৮০ শতাংশ ও চিজের বিক্রি ২০০ শতাংশ বেড়েছে। এছাড়াও সমীক্ষায় দেখা যায়, বাট

নিজের গোপনাঙ্গই কাটলেন পুরোহিত

Image
আলোয়ার: ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরুদের কথা বলে ক্রমাগত লোকজনের ব্যঙ্গ-বিদ্রূপ সহ্য করতে না পেরে রাগে নিজের গোপনাঙ্গই কেটে দিলেন এক পুরোহিত। তিনি প্রকাশ্য অনুষ্ঠানে এই কাজ করেন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে রাজস্থানের আলোয়ার জেলার মন্ধন গ্রামে। গুরুতর জখম অবস্থায় তাঁকে জয়পুরের সোয়াই মান সিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম অনিল পুরোহিত (৪১)। শুক্রবার বিকেলে একটি আশ্রমে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বহু গ্রামবাসী হাজির হন। সেখানেই আশারাম বাপু, গুরমিত রাম রহিম সিংহ, ফলহারী বাবা, দাতি মহারাজদের মতো ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত গডম্যানদের কথা উল্লেখ করে অনিলকে ব্যঙ্গ করতে থাকেন বহু মানুষ। তিনি বলেন, যারা অপরাধ করেছে, আইনানুযায়ী তাদের শাস্তি হবে। কিন্তু সে কথা শুনেও কেউ শান্ত হননি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে দেখে গোপনাঙ্গ কেটে ফেলেন অনিল। স্থানীয় লোকজন জানিয়েছেন, একের পর এক স্বঘোষিত গডম্যান ধর্ষণে অভিযুক্ত হওয়ায় বিচলিত ও ক্ষুব্ধ ছিলেন অনিল। প্রতি মাসে ১৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত তাঁর আশ্রমে ভক্তরা গিয়ে রাতের প্রার্থনায় যোগ দেন। শুরুতে স্বঘোষিত গডম্যানদের কার্যকলাপের কথা শুন

ঘুমন্ত গৃহবধূকে বেহুঁশ করে গলা-হাতে ব্লেড চালানোর অভিযোগ, অভিযুক্ত স্বামী

Image
সোনারপুর: ঘুমন্ত গৃহবধূ-কে বেহুঁশ করে ব্লেড দিয়ে হামলার অভিযোগ। রাতের অন্ধকারে বাড়ির মধ্যে ঢুকে এক গৃহবধূর গলা ও হাতে ব্লেড চালানোর অভিযোগ। সোনারপুর থানা এলাকার নয়েরপল্লীতে ঘটনাটি ঘটেছে । তাঁর স্বামী পেশায় মিষ্টি ব্যবসায়ী। এই দিনও আর পাঁচটা দিনের মতই খাওয়া দাওয়া করে স্বামীর সঙ্গেই ঘুমিয়েছিলেন ভদ্র মহিলা ৷ এক বছর আগে বিয়ে হয়েছিল তাঁদের। প্রতিবেশীদের অভিযোগ মাঝে মধ্যেই ঝামেলা, বচসা, কথা কাটাকাটি হত তাঁদের মধ্যে ৷ কখনও কখনও তা পৌঁছত চরমে ৷ বাড়িতে ঢিল ছোঁড়ার পাশাপাশি নানান সময় মুখে কাপড় বেঁধে হুমকি দেওয়া হত বলে অভিযোগ। এর আগে ঢিল ছোঁড়াও হয়েছে তাঁকে লক্ষ্য করে। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। ওই মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

Race 3: ৩ দিনেই সল্লু কামাল‍‌!

Image
সলমন খান আরও একবার প্রমাণ করে দিলেন যে তিনিই বক্স অফিসের 'সুলতান'। ছবি যেমনই হোক, রিভিউ যাই হোক, সলমনের ফিল্ম মানেই মারমার কাটকাট ব্যাপার। তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি Race 3 মাত্র তিনদিনেই ১০০ কোটির ব্যবসা করে ফেলল।  একেই বলে দুরন্ত স্টার্ট। রেমো ডি'সুজা পরিচালিত রেস থ্রি হইহই করে দেখছেন সলমনপ্রেমীরা। চলতি বছর এখনও পর্যন্ত প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল টাইগার শ্রফ ও দিশা পাটানির বাগি ২। তাদের সরিয়ে এ বার শীর্ষে রেস থ্রি। প্রথম দিনে ২৯.১৭ কোটি টাকার ব্যবসা করে সলমনের এই ফিল্ম। ঈদে তাঁর মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে প্রথম দিনে ব্যবসা করা ফিল্মগুলির মধ্যে এটি তৃতীয়। আলি আব্বাস জাফরের সুলতান প্রথম দিন ৩৬.৫৪ কোটির ব্যবসা করেছিল। আর কবীর খানের এক থা টাইগার করেছিল ৩২.৯৩ কোটি টাকার ব্যবসা। তবে শুধু প্রথম দিনই নয়, রেস থ্রি দ্বিতীয় ও তৃতীয় দিনে ব্যবসা আরও বাড়িয়েছে। দ্বিতীয় দিনে ৩৮,১৭ কোটি ও তৃতীয় দিনে ৩৯.১৬ কোটির ব্যবসা করে সলমনের এই ফিল্ম ঢুকে পড়েছে ১০০ কোটির ক্লাবে। মাত্র তিনদিনেই। সমালোচকদের কাছে খুব আশাপ্রদ রেটিং না-পেলেও 'ভাইজান'-এর ফ্যানেরা বেশ ভালোই উপভোগ করছেন ছ

মদ নিষিদ্ধ হওয়ায় দামি পোশাক, দামি খাবারের দিকে ঝুঁকেছে বিহার

Image
মদ নিষিদ্ধ হওয়ার পর জীবনযাত্রার মান অনেকটা উন্নত হয়েছে বিহারে। এশিয়ান ডেভেলপমেন্ট রিসার্চ ইনস্টিটিউট এবং ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট-এর করা একটি সমীক্ষায় সম্প্রতি এই তথ্য সামনে এসেছে। পোশাক-আশাক, খাবার-দাবারে আগের চেয়ে অনেক বেশি খরচ করছে বিহারবাসী। এমনকি চলছে নতুন সম্পত্তি কেনাও।  মূলত গ্রামের মহিলাদের কথা শুনেই ২০১৬-র এপ্রিলে মদ নিষিদ্ধ করে বিহার সরকার। তারপর থেকে কিন্তু অনেকটাই ভালো আছে বিহার। বিহারে ২০১৬-র এপ্রিলের পর থেকে জিনিসপত্রে বিক্রিবাটা কেমন হচ্ছে, সেই তথ্য সংগ্রহ করেই এই সিদ্ধান্তে আসা গিয়েছে। দেখা যাচ্ছে মদ নিষিদ্ধ হওয়ার পর থেকে দামী শাড়ি কেনায় ১৭৫১% বেশি খরচ করছে বিহারবাসী। বিপুল বিক্রি বেড়েছে মধু এবং চিজেরও। মধুর বিক্রি বেড়েছে ৩৮০% এবং চিজের বিক্রি বেড়েছে ২০০%। এমনকি ১৯% বিহারবাসী নতুন সম্পত্তি কিনেছেন। আরও ৫% তাঁদের পুরনো বাড়ি সারিয়েছেন। যে টাকা এতদিন মদের পেছনে খরচ হত, সেই টাকা দিয়েই এই অতিরিক্ত খরচ করা হচ্ছে বলে রিপোর্টে জানানো হয়েছে। নওয়াদা, পূর্ণিয়া, সমস্তিপুর, পশ্চিম চম্পারণ এবং কাইমুর - বিহারের এই পাঁচ জেলার ২৩৬৮টি বাড়ির ওপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছ

বিয়ের প্রস্তাব প্রত্যাখান, মহিলার চার বছরের ছেলেকে অপহরণ

Image
বেশ কিছু দিন ধরেই সম্পর্ক মহিলার সঙ্গে ছিল। সেই সূত্রেই মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ২৬ বছরের শিব কুমার। কিন্তু, পত্রপাঠ সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন মহিলা। সেই 'অপমান' সহ্য করতে পারেননি শিব। তখনই মহিলাকে 'শাস্তি' দেওয়ার পরিকল্পনা করে ফেলেছিলেন। সেই মতো মহিলার চার বছরের ছেলেকে অপহরণ করেন শিব কুমার। পুলিশের দাবি, শিশুটিকে নিয়ে কলকাতায় চলে আসার পরিকল্পনা ছিল অভিযুক্তের। যদিও পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায় শিবের। মাত্র ছ'ঘণ্টার মধ্যেই শিবকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় শিশুটি। বর্তমানে সে সুস্থ আছে বলেও জানা গিয়েছে। গত শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির হাসানপুর গ্রামের কাছে মধু বিহারে। ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) পঙ্কজ সিংহ জানিয়েছেন, শিব কুমারের পাড়াতেই থাকেন ওই মহিলা। শনিবার ইদের শুভেচ্ছা জানাতে মহিলার বাড়িতে যান শিব। কিছু দিন ধরেই স্বামীর সঙ্গে থাকেন না ওই মহিলা।থাকেন তাঁর এক মাসির সঙ্গে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়ির বাইরে খেলছিল বছর চারেকের ওই শিশু। ঘরের ভিতর কাজ করছিলেন মহিলা। বেশ কিছু ক্ষণ পরে মহিলা বাইরে এসে ছেলেকে না দেখতে পেয়ে খোঁজাখুজি

ট্যাক্সি ‘না’ করলেই ফোন করা যাবে এই নম্বরে

Image
রাত ১১ টা। চাঁদনি থেকে ইলেক্ট্রিক সরঞ্জাম কিনে ঠাঁয় দাঁড়িয়ে তিলজলার বাসিন্দা সন্তু রায়। ট্যাক্সির দেখা নেই। যদিও বা একটা ট্যাক্সি এসে দাঁড়াল, হাতে মালপত্র দেখে চালক বললেন, যেতে পারি। কিন্তু ভাড়ার থেকে ৫০ টাকা বেশি লাগবে। একই রকমের অভিজ্ঞতা অভিজিৎ রায়ের। শোভাবাজার মেট্রো থেকে বেরিয়ে ট্যাক্সি থামালেন যাবেন সল্টলেকে। সাধারণত বাসেই যান। অফিসে দ্রুত পৌঁছতে হবে। ঠিক সময় পৌঁছেও দিয়েছিলেন চালক। বিপত্তি ঘটল, ভাড়া মেটাতে গিয়ে। প্রিন্টার মিটার থেকে বিলই বেরোচ্ছে না। কারণ জানতে চাইলেন অভিজিৎ। চালকের জবাব, কাগজ নেই দাদা। যাত্রীদের বরাবরই অভিযোগ, ভাড়া বাড়ছে। কিন্তু পরিষেবা  দেওয়ার সময় নানান সমস্যার মুখে পড়তে হয়। একটু রাত হলেই হলুদ ট্যাক্সির চালকেরা যেতে চান না। কখনও বলেন, 'গ্যারেজ গাড়ি' যাবে না। কখনও যেতে চাইলেও ভাড়ার থেকে বেশি দাবি করেন। হাতে বেশি মালপত্র নিয়ে উঠলে চাহিদা আরও বেড়ে যায়। প্রিন্টার মিটার সব ট্যাক্সিতেই লাগানো হয়েছে। যদিও অধিকাংশ চালকই বিল দিতে চান না। কাগজ নেই বলে দায় সেরে ফেলেন। সম্প্রতি ফের বেড়েছে ট্যাক্সি ভাড়া। উঠলেই এখন ৩০ টাকা। পরিবহণ দফতর চালক, মালিকদের দাবি

যৌনকর্মীর সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব! এরপর জানেন কি হল?

Image
চুঁচুড়াঃ  যৌনকর্মীর সঙ্গে বন্ধুত্ব। ফেসবুকের মাধ্যমে গভীর হয় দুজনের মধ্যে সম্পর্ক। কিন্তু বিশ্বাসভঙ্গ করে অই যৌনকর্মীর ইট দিয়ে মাথা থেঁতলে টাকাপয়সা ছিনতাই করে চম্পট দিল পুলিশ। ঘটনার পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। অবশেষে ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিল পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সইদুল হালদার ওরফে ফিরোজ। সে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার ধোলাহাটের বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, গত কয়েকমাস আগে ওই যৌনকর্মীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আলাপ হয় অভিযুক্ত ফিরোজের। সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু একদিন দুজনের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়। কিন্তু এমন ঘটনা ঘটে যাবে তা কল্পনাতেও কেউ আনতে পারেনি। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতকে ইতিমধ্যে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করে ঘটনার সূত্রে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।

মহিলার বুকে লাথি মারার অভিযোগ শাসকদলের নেতার বিরুদ্ধে

Image
হায়দরাবাদ: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক মহিলাকে লাথি মারার অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের নেতার বিরুদ্ধে। সেই নৃশংস ঘটনার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা রাজ্যের ধারপল্লী এলাকায়। অভিযুক্ত ব্যক্তি ইমাদি গোপি ওই রাজ্যের শাসকদল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির ধারপল্লি এলাকার মন্ডল সভাপতি। সমগ্র ঘটনার সূত্রপাত হয় একটা সম্পত্তি লেনদেনকে কেন্দ্র করে। অভিযোগ মাস খানেক আগে নির্যাতিতা মহিলা ইমাদি গোপির থেকে একটা সম্পত্তি কিনেছিলেন। কিন্তু, অনেক দিন হয়ে গেলেও ওই মহিলাকে সম্পত্তি সংক্রান্ত কাগজ হস্তান্তর করেনি গোপি। এর থেকেই শুরু হয় বিবাদ। নিজামাবাদ উত্তরের এসিপি জানিয়েছেন যে নির্যাতিতা মহিলা ইমাদি গোপির থেকে ৩৩ লক্ষ টাকা দিয়ে কিছু সম্পত্তি কিনেছিলেন। দীর্ঘদিন হয়ে গেলেও সেই সম্পত্তির কাগজ দিচ্ছিলেন না ইমাদি। উলটে আরও টাকা দাবি করেছিল সে। এবং এর জন্য ওই মহিলাকে হুমকিও দেওয়া হয়েছিল। এদিন সকালে ওই মহিলা নিজের সম্প্রদায়ের বেশ কয়েকজনকে নিয়ে ইমাদি গোপির বাড়িতে যান। সেখানে কথ কাটাকাটি থেকেই ঘটে বিপত্তি। যদিও পুলিশের দাবি, এক তরফা কিছু হয়নি। মারামারিতে দুই পক্ষই জড়িত রয়েছে। লেনদেন নি

দমদমে ফাটল গ্যাসের সিলিন্ডার, মৃত প্রৌঢ়া, গুরুতর জখম পুত্রবধূ

Image
দমদম: সুভাষনগরে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে এক প্রৌঢ়ার মৃত্যু হল। গুরুতর আহত হয়েছেন তাঁর পুত্রবধূ। মৃতের নাম ছবি দে। পরিবার সূত্রে খবর, আজ সকাল সোয়া নটা নাগাদ রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত্যু হয় ৬৫ বছরের ওই প্রৌঢ়ার। গুরুতর আহত হন তাঁর পুত্রবধূ ববিতা দে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

উত্তরপ্রদেশে লাভ জিহাদের শিকার তরুণীকে ধর্মান্তরিত করে ধর্ষণের অভিযোগ

Image
লখনউ: কলেজের নিকটে একটি অফিসের কর্মীর সঙ্গে আলাপ হয়েছিল তরুণীর। সেই আলাপ থেকেই হয় প্রেম। এরপর বাড়তে থাকে ঘনিষ্ঠতা, হয় শারীরিক সম্পর্ক। তরুণী গর্ভবতী হয়ে পড়লে হরিদ্বারের মন্দিরে গিয়ে তারা বিয়েও করে। এত কিছুর পরেও হিন্দু ধর্মাবলম্বী তরুণী জানতে পারেনি যে সে লাভ জিহাদের শিকার হয়েছে। যদিও বোঝার কোনও উপায়ও ছিল না। কারণ, প্রেমিক নিজেকে রাজ বিষ্ণোই বলে পরিচয় দিয়েছিল। নিজেকে হিন্দু প্রমাণ করতে মন্দিরে গিয়ে পুজোও দিত। বিয়ের পরে স্ত্রীকে নিজের বাড়িতে না নিয়ে একটি ভাড়া বাড়িতে রেখেছিল ওই যুবক। এভাবেই চলছিল। একসময় স্বামীর ধর্ম সম্পর্কে জানতে পারে ওই তরুণী। সে জানতে পারে রাজ বিষ্ণইয়ের আসল নাম সাফরাজ হোসেন। পরিস্থিতির চাপে সব মেনেও নিয়েছিল। কিন্তু তাল কাটল গত বছরে যখন স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে গেল। অভিযোগ, বাড়িতে নিয়ে গিয়ে ওই তরুণীকে ইসলাম ধর্ম মতে বিয়ে করে অভিযুক্ত সফরাজ। তারপরে জোর করে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়। বাড়িতে মৌলবী ডেকে ধর্মান্তর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই তরুণী। ক্রমেই বাড়তে থাকে অত্যাচারের মাত্রা। একদিন সফরাজের ভাই তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন তরুণী। ঘটনাটি ঘটেছে উত্ত

রাজধানীতে ফের সেক্স র‍্যাকেটে সন্ধান মিলল

Image
ফরিদাবাদ: নিজের বাড়িতেই সেক্স র‍্যাকেটের আসর সাজিয়ে বসেছিলেন এক মহিলা৷ ভদ্র এলাকায় মধুচক্র চালিয়ে তিনি পুলিশের চোখে ধুলো দিতে চেয়েছিলেন৷ কিন্তু শেষমেশ পুলিশের হাতে ধরা পড়লেন এই বুদ্ধিমতি মহিলা৷ ফরিদাবাদের মুজেসররের রাজীব কলোনীতে নিজের বাড়িতে মধুচক্রের ব্যবসা করতেন এই মহিলা৷ গভীর রাতে পুলিশ ওই বাড়িতে হঠাৎ হানা দিয়ে ছয় যুবতী ও ৪ যুবককে অশ্লীল অবস্থায় উদ্ধার করে৷ তবে এই র‍্যাকেটের মুল পান্ডা মহিলা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ পুলিশ ওই বাড়ি থেকে উদ্ধার ১০ জনকে গ্রেফতার করে৷ পুলিশ সূত্রে খবর, রাজীব কলোনীর এই বাড়িতে দীর্ঘ দিন ধরেই মধুচক্র চলছে৷ এই কারণে এলাকার বাসিন্দারাও অস্বস্তিতে ছিলেন৷ গ্রেফতার ছয় যুবতী পলভল, দৌলতাবাদ, শিলিগুড়ি ও সারন গ্রামের বাসিন্দা৷ পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করছে৷ পুলিশ জানিয়েছে অভিযুক্তদের আদালতে পেশ করা হবে৷

হেলমেটে জুড়ে নিন এই পোর্টেবল এয়ার কুলার! ঠান্ডা থাকুন ১০ ঘণ্টা!

Image
মূলত বাইক আরোহীদের কথা ভেবেই এই বিশেষ এয়ার কুলারটি বানানো হয়েছে। গরমে রাস্তায় বাইক নিয়ে বেরলে মাথায় পরে নিন কুলার লাগানো এই হেলমেট আর অন করে দিন কুলারের সুইচ। বাইরে তাপ যতই থাকুক, মাথা থাকবে ঠান্ডা! অসহ্য গরমে নাভিশ্বাস উঠছে আম জনতার। আকাশে সামান্য মেঘ দেখলেও তাতেই স্বস্তি খুঁজছেন তাঁরা। রাস্তায় বেরলেই হাঁসফাঁস অবস্থা। তাপমাত্রা কোথাও ৪০ ডিগ্রি তো কোথাও আবার ছাড়িয়েছে ৪০ ডিগ্রির গণ্ডিও। তাপমাত্রার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতাও। এই অবস্থায় মাঝেমধ্যে অনেকেরই মনে হচ্ছে, 'একটা কুলার যদি সঙ্গে নিয়ে ঘুরে বেরানো যেত'! সেই ভাবনা এ বার সত্যি করে বাজারে এল ব্যাটারি চালিত এয়ার কুলার! বিশ্বাস হচ্ছে না! এমনই সুবহ (portable) এয়ার কুলার প্রাথমিকভাবে ব্যবহৃত হচ্ছে বেঙ্গালুরুতে। মূলত বাইক আরোহীদের কথা ভেবেই এই বিশেষ এয়ার কুলারটি বানানো হয়েছে। গরমে রাস্তায় বাইক নিয়ে বেরলে মাথায় পরে নিন কুলার লাগানো এই হেলমেট আর অন করে দিন কুলারের সুইচ। বাইরে তাপ যতই থাকুক, মাথা থাকবে ঠান্ডা! 'ব্লুস্ন্যাপ' নামের ওয়াটার বেসেড এই কুলারটি তৈরি করেছেন AptEner Technologies-এর সিইও সু

রাম-সীতার প্রাইভেট কোম্পানি খুলেছেন বিজেপি নেতারা, কটাক্ষ মদনের

Image
পুরুলিয়া: 'বাংলায় রাম-সীতার প্রাইভেট কোম্পানি' খুলেছে বলে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। রবিবার পুরুলিয়ার বলরামপুরের সরাই ময়দানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পালটা জনসভায় একথা বলেন তিনি। ছ'দিনের মাথায় তৃণমূলের পালটা সভায় ভিড় উপচে পড়েছিল সরাই ময়দানে। তবে জেলার রাজনৈতিক মহল এই সভাকে পালটা বললেও তৃণমূল বলছে প্রতিবাদ সভা। কেন্দ্রের জনবিরোধী নীতি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধেই বলরামপুর ব্লক তৃণমূলের ডাকে এই প্রতিবাদ সভায় মদন মিত্র বলেন, "বাংলায় রাম-সীতার প্রাইভেট কোম্পানি খুলেছে বিজেপি। যেন মনে হচ্ছে রাম তাদের কেন্দ্রীয় সভাপতি। রাম আসলে ভগবান। সেই ভগবানের পুজো আমরা সবাই করি।" এরপরই মদন মিত্র জয় বজরঙ্গবলি, জয় বগলা মা, জয় খাটুনরেশ নাম নিয়ে মঞ্চেই হনুমানচল্লিশা পাঠ করেন। টিএমসি মানে কী? তার ব্যাখা দিয়ে বলেন, "টি মানে টেম্পল, এম মানে মস্ক, সি মানে চার্চ।" এই কথা বলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জঙ্গলমহল বলরামপুরের বাসিন্দাদের মনে করিয়ে দেন, তাঁরা বিজেপির মতো ধর্মের নামে রাজনীতি করেন না। তৃণমূল সকলকে নিয়ে চলে। এদিনের সভ

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট

Image
কলকাতা: ডিজেলের মূল্যবৃদ্ধি ও অস্বাভাবিক হারে বিমার প্রিমিয়াম বাড়ানোর প্রতিবাদে আজ থেকে শুরু হল দেশ জুড়ে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট। এ রাজ্যের ৪ লক্ষ ট্রাক সামিল হয়েছে এতে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও বিমার প্রিমিয়াম বাড়ানো নিয়ে এ রাজ্যের ট্রাক মালিকদের যেমন অভিযোগ রয়েছে, তেমনই পুলিশি জুলুমেরও অভিযোগ এনেছেন তাঁরা। তবে  অনির্দিষ্টকালের এই ধর্মঘটের জেরে মাছ, ডিম সহ নিত্যপ্রয়োজনীর জিনিসপত্রের দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরামবাগে যুব তৃণমূল নেতাকে রাস্তায় ঘিরে ধরে গুলি

Image
শেখ সইদুল আরামবাগ: দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন আরামবাগের তৃণমূল যুব কংগ্রেস কর্মী শেখ সইদুল। তাঁকে রক্তাক্ত অবস্থায় প্রথমে আরামবাগ দক্ষিণ নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছিল। পরে তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সূত্রের খবর, কাল রাত নটা নাগাদ আরাণ্ডির হিয়াৎপুরে বাড়ি ফেরার পথে কয়েকজন দুস্কৃতী সইদুলকে ঘিরে ধরে। বিপদ বুঝে সইদুল দৌড়ে পালায়। তখন দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায়। সইদুলের বাঁ পায়ের গোড়ালিতে গুলি লেগেছে। পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করেন এলাকাবাসী। খবর পেয়ে আরামবাগের SDPO কৃশাণু রায় ও আরামবাগ থানার IC শান্তনু মিত্র ঘটনাস্হানে যান।  কেন এই হামলা? তৃণমূল সূত্রে জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনের পর শাসক দলের কোন গোষ্ঠী বোর্ড গঠন করবে তা নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে। তাঁর জেরে এই হামলা বলে দাবি তৃণমূল যুব কংগ্রেসের একাংশের। উল্লেখ করা যেতে পারে, এলাকায় তৃণমূলে গোষ্ঠী কোন্দল পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই চরমে উঠেছে। পঞ্চায়েত নির্বাচনের দিন আরাণ্ডি গ্রামে "বহিরাগত" তৃণম

টার্গেট করে খুন করব, উপত্যকায় সেনাকে চ্যালেঞ্জ জঙ্গিদের

Image
ভারতীয় সেনাকে চ্যালেঞ্জ ছুঁড়ে জনসমক্ষে জঙ্গিরা ঘোষণা করছে কাশ্মীরে অশান্তি বজার রাখবে তারা, চালিয়ে যাবে সেনার বিরুদ্ধে লড়াই। এত রক্তক্ষরণের মধ্যেও কাশ্মীরে এমন ছবি দেখা যায়নি এর আগে। তবে এবার তাও হল। সেনার গুলিতে মৃত পাথরবাজ বিকাশ আহমেদের শেষকৃত্যে জনগণের সামনে গলা ছেড়ে ভারতীয় সেনাকে হুমকি দিতে শোনা গেল সন্ত্রাসবাদীদের। তাদের হুঙ্কার, নেওয়া হবে প্রতিশোধ। রমজান মাস উপলক্ষে উপত্যকায় শর্তসাপেক্ষে জঙ্গিদমন অভিযান বন্ধ রেখেছিল সেনা। কিন্তু তার তোয়াক্কা না করেই সীমান্ত ও কাশ্মীর উপত্যকাকে উত্তপ্ত করে রেখেছিল পাক রেঞ্জার্স, তাদের মদতপুষ্ট জঙ্গি সংগঠন ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি। বাদ যায়নি পবিত্র ইদের দিনও। শনিবার, একদিকে শ্রীনগরের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক রেঞ্জার্স। যার ফলে শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান৷ পাশাপাশি, উপত্যকার একাধিক স্থানে আইএসের পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে এবং সেনাকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা গিয়েছে বিচ্ছিন্নতাবাদীদের। তাদের প্রতিহত করেছে সেনা। সেই সময়ই সেনার গুলিতে প্রাণ গিয়েছে বছর আঠারোর যুবক বিকাশ আহমেদের। তারই শেষকৃত্যে ছিল রবিবার। সেই কারণে পুলওয়ামার নউপ

বিহারে স্কুলের ভিতর থেকে কয়েক হাজার বিদেশি মদ ভর্তি বোতল উদ্ধার

Image
মধুবনী: বিহারে মদ নিষিদ্ধ ৷ আর সেই রাজ্যের একটি হাই স্কুলের ভিতর থেকে উদ্ধার হল কয়েক হাজার মদের বোতল ৷ পুলিশের তরফে জানা গিয়েছে, বিহারের মধুবনি জেলার একাম্মা গ্রামে এক স্কুল থেকে কয়েক হাজার বিদেশি মদ ভর্তি বোতল উদ্ধার হয়েছে । গতকালের এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ২ জন। জানা গিয়েছে, ওই স্কুল ভবন থেকে প্রায় ৪৬৯১ টি মদের বোতল উদ্ধার হয়েছে। স্থানীয় থানার এসআই কামিনি বালা বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে  স্কুলে অভিযান চালানো হয়।" গোপন সূত্রে গতকাল খবর পেয়ে পুলিশ ওই স্কুলটিতে হানা দেয়। তাতেই কয়েক হাজার মদের বোতল উদ্ধার হয়। ঘটনায় পুলিশ স্কুলের অধ্যক্ষ এম সাবির ও পাচারকারী রাম মধীন রাইকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করে।

নাবালিকার শ্লীলতাহানি করে কেরলে পালানোর পথে বাস থেকে অভিযুক্তকে টেনে নামাল পুলিস

Image
অভিযোগ পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে দুই নাবালিকাকে ধর্ষণ ও অপহরণের চেষ্টার অভিযোগ তিন অভিযুক্তকে পাকড়াও করল মাল মহকুমার নাগরাকাটা থানার পুলিস। রবিবারই তাদের কোর্টে চালান করে দেন আধিকারিকরা। তাঁদের বিরুদ্ধে অপহরণ করে খুন, ধর্ষণের চেষ্টা ও পকসোর ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত রসিদুল হক(২১),আলম হুসেন(২৫), রেজাউল হক(২৩)-এর বাড়ি নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার খয়েরবাড়িতে। জানা গিয়েছে, শনিবার বিকেলে দুই নাবালিকা দোকানে গেলে হেলমেট পরে মোটরসাইকেল আরোহী তিন যুবক তাদের চকোলেটের  প্রলোভন দেয়। এর পর ওই যুবকেরা এক নাবালিকার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। একটি শিশু ছুটে পালিয়ে গিয়ে গ্রামবাসীদের ঘটনার কথা জানায়। তারাই সকলে গিয়ে ঘটনাস্থল থেকে একজন অভিযুক্তকে ধরে ফেলে। বাকি দু'জন পালিয়ে যায়। ধৃতকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। ধৃতকে জেরা করে বাকিদের সন্ধান পান নাগরাকাটা থানার পুলিস আধিকারিকরা। এর পর জঙ্গলে লুকিয়ে থাকা রেজাউলকে গ্রেফতার করে পুলিস। আলম হুসেন কেরালা পালিয়ে যাওয়ার উদ্দেশে একটি বাসে উঠে পড়লে তাকে সেখান থেকেই টেনে নামায় পুলিশ। এদিন  তাদের কোর্টে নিয়ে যাওয়ার সময় সাময়িক উত্ত

‘কেউ ভাবতেও পারেননি, নেমাররাও এ ভাবে মুখ থুবড়ে পড়বেন’

Image
হোঁচট: প্রথম ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় এল না। হতাশ নেমার। রবিবার রস্তভ এরিনায়। ব্রাজিল ১    •   সুইৎজারল্যান্ড ১ আইসল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা ড্র করতেই আনন্দে মেতে উঠেছিলেন ব্রাজিলের মানুষ। জার্মানি রবিবার মেক্সিকোর কাছে হেরে যাওয়ায় তা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। আর সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ২০ মিনিটে ফিলিপে কুটিনহোর অসাধারণ গোলে ব্রাজিল এগিয়ে যাওয়ায় রীতিমতো উৎসব শুরু হয়ে গিয়েছিল সাও পাওলোর রাস্তায়। গাড়ির হর্ন বেজেই চলেছে। মনে হচ্ছিল, আমরা শুধু এই ম্যাচটা নয়, বিশ্বকাপই যেন জিতে গিয়েছি।   কেউ ভাবতেও পারেনি যে, নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)-রাও এ ভাবে মুখ থুবড়ে পড়বেন। এই ব্রাজিলকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে ছিল। কারণ, তিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই সম্পূর্ণ বদলে গিয়েছে দলটা। দু'টো প্রস্তুতি ম্যাচেও নজর কেড়েছিলেন নেমাররা। দেখেছিলাম, দল হিসেবে খেলছি আমরা। আক্রমণে একসঙ্গে চার-পাঁচ জন ফুটবলার উঠছেন, রক্ষণ শক্তিশালী করতে সবাই মিলে নেমে আসছেন। একেবারে নতুন ব্রাজিল। যাদের প্রধান অস্ত্রই দলগত সংহতি।  তাই ভেবেছিলাম, এ বারের বিশ্বকাপে 'ই' গ্রুপ থেকে সহজেই শেষ ষ

‘জার্মান বাঙ্কার ভেঙে দিল মেক্সিকান ঢেউ, বিশ্বচ্যাম্পিয়নদের হার’

Image
উচ্ছ্বাস: জার্মানির বিরুদ্ধে মেক্সিকোর প্রথম গোলের পরে হারভিং লোসানো এবং জেসুস গালার্দো। রবিবার লুঝনিকি স্টেডিয়ামে। ছবি: গেটি ইমেজেস। পরপর দু'বার বিশ্বকাপ জেতার  গৌরব আছে শুধু দু'টো দলের। ব্রাজিল এবং ইতালির। তারপর আর সেই ঘটনার পুনরাবৃত্তি হয়নি। গত বারের চ্যাম্পিয়ন জার্মানিকে এ বারও তো ধরা হচ্ছিল খেতাব জেতার অন্যতম দাবিদার। তারাই প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ল। তবে এতে আমি অবাক হইনি। কারণ চার বছরে বিশ্ব ফুটবলের অনেক ছবিই বদলে যায়। খেতাব জেতার পরের বছর বিশ্বকাপে ফের নেমে সফল হয়নি ইতালি, ফ্রান্স, স্পেনও। ২০১০-এর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। কিন্তু ২০১৪-য় ব্রাজিলে নেমে  কিছুই করতে পারেনি স্প্যানিশরা। গ্রুপের প্রথম ম্যাচেই হেরেছিল তাঁরা, অত্যন্ত বিশ্রী ভাবে। নেদারল্যান্ডসের কাছে ১-৫ গোলে। শনিবার মস্কোর লুজানিকি স্টেডিয়ামে সেই ফলের পুনরাবৃত্তি হতেই পারত। মেক্সিকো যা খেলল, তাতে তাতে জুয়ান কার্লোস ওসারিওর ছেলেদের ১-০ নয়, অনেক বেশি গোলে জেতার কথা। জার্মানির হারকে তাই অঘটন বলে মানতে রাজি নই। বরং বলব, যোগ্য দল হিসেবেই জিতেছে মেক্সিকো। শনিবার রাতে লিওনেল মেসির পেনাল্টি ম

রাজনৈতিক স্বার্থে ধর্মের অপব্যবহার বন্ধের দাবিতে মামলা সুপ্রিম কোর্টে

Image
নয়াদিল্লি: সমাজে ধর্মের গুরুত্ব অপরিসীম। বর্তমান বিশ্বায়নের যুগেও এতটুকুও চির ধরেনি সেই গুরুত্বে। সাধারণ মানুষের সেই ধর্মীয় বিশ্বাসকে হাতিয়ার করেই ভোটের ময়দানে নামে রাজনীতির কারবারিরা। এবার এই রেওয়াজের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। রাজনীতি এবং ধর্মকে কখনই এক করে দেখা যাবে না। এই দুই বিষয়ের মধ্যে বজায় রাখতে হবে দূরত্ব। ধর্মের অপব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলা বন্ধ করতে হবে। প্রয়োজনে এর জন্য নিয়ে আসতে হবে কড়া আইন। এমনই একগুচ্ছ দাবি তুলে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। মাম্লাটি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। আগামী মাসের চার তারিখে সেই মামলার শুনানী হওয়ার কথা রয়েছে। কেন্দ্রের শাসকদল ভারতীয় জনতা পার্টির নেত্রী অশ্বিনী উপাধ্যায় এই জনস্বার্থ মামলার পিটিশন দাখিল করেছেন। ১২৭ পাতার ওই পিটিশনে বলা হয়েছে যে রাজনৈতিক নেতা বা দল যাতে কোনোভাবেই রাজনীতির স্বার্থে ধর্মের অপব্যবহার করতে না পারে। এই বিষয়ে নিয়ে আসতে হবে কড়া আইন। সেই আইন কেমন হবে তা স্থির করতে কেন্দ্র সরকারকে নির্দেশিকা দেওয়ার কোথাও বলা হয়েছে। আইন অমান্য করলে রাজনৈতিক দল বা নেতাদের বিরুদ্ধে কড়া শাস্তি দেও

সাধারণ মহিলাদের গোপন ভিডিও বাজারে ছেড়ে মোটা রোজগার নীলছবির কারবারিদের!

Image
সিওল:  নীল ছবির ব্যবসায়ীদের দাপটে বিষিয়ে উঠেছে দক্ষিণ কোরিয়ার মহিলাদের জীবন। ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। কেউ জানে না কোথায় বসানো হয়েছে গোপন ক্যামেরা। টয়লেট থেকে শুরু করে পাবলিক যানবাহন সর্বত্রই নীল ছবির ব্যবসায়ীরা গোপনে ক্যামেরা পেতে রেখেছেন। এরই প্রতিবাদ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের রাস্তায় নেমে এসেছিলেন অন্তত ৩০ হাজার মহিলা। দেশের সংবাদমাধ্যম বলেছে, দেশের ইতিহাসে মহিলাদের এত বিশাল বিক্ষোভ ও সমাবেশ আর কখনও হয় নি। বিক্ষোভকারীরা বলেছেন, তারা রাস্তাঘাটে কোথাও নিরাপদ অনুভব করতে পারেন না। সর্বত্রই গোপন ক্যামেরার ভয়ে থাকতে হয়। কিন্তু পুলিশ এসব অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নিচ্ছে না। পর্ন ব্যবসার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণের সঙ্গে জড়িতদের পাশাপাশি যারা তা ডাউনলোড করেন এবং দেখেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন মহিলা বিক্ষোভকারীরা। তারা বলছেন, অনেক মহিলাই টয়লেটে যাওয়ার সময় নানা উপায়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন সেখানে ক্যামেরা বসানো আছে কিনা। কিন্তু এরপরও ক্যামেরা বিষাক্ত ছোবল থেকে পুরোপুরি মুক্ত হতে পারছেন ন

বদলে যাচ্ছে এটিএম মেশিন! সমস্যায় পড়তে না চাইলে অবশ্যই পড়ুন

Image
আপনাকে যদি প্রশ্ন করা হয় এটিএম থেকে টাকা টুলতে গেলে কি করতে হবে? আপনি মনে মনে গালাগাল দিয়ে একবাক্যে বলবেন, কার্ড সোয়াইপ করে। তাহলে উত্তর হবে একদম ঠিক। কোনও ভুল নেই এতে। কিন্ত, জানেন কি কার্ড ছাড়াও এটিএম মেশিন থেকে টাকা তোলা যেতে পারে! অবাক হলেন বুঝি? টেকনোলজি এখন মানুষকে অনেক বেশী অ্যাডভান্স করে দিয়েছে। এখন সব মানুষ সহজেই কাজ সেরে ফেলতে চাই। যার জন্যে এটিএম থেকে কার্ড সোয়াইপ করে টাকা তলার ঝামেলা টুকুও আর রাখেনি। এখন আপনাকে শুধু মেশিনের দিকে তাকিয়ে থাকলেই এটিএম থেকে টাকা বেরিয়ে আপনার হাতে চলে আসবে। ব্যাপারটা আশ্চর্যের মনে হলেও এটাই সত্যি। আগামী কয়েকমাসের মধ্যেই এভাবে এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। ভাবছেন এতে তো যে কেউ তাকা তুলে আপনার অ্যাকাউন্টের টাকা হাপিস করে দেবে। তবে বলে রাখি এরকম কোনও কিছু হওয়ার সম্ভবনা এতে নেই। ব্যাপারটা আসলে কিছুই না। এটিএম মেশিনের বায়োমেট্রিক আই-পিস আপনার চোখের মণিকে স্ক্যান করে নেবে। তারপর আপনি যদি সেই নির্দিষ্ট ব্যক্তি হন, তখন আপনার কাছে টাকা বেরিয়ে আসবে। ফলে আর কোনও কার্ড বা পিনের প্রয়োজন পড়বে না। এর ফলে কেউ কার্ড জালিয়াতির ঘটনাও ঘটাতে পারবে না। ভারত