Posts

Showing posts from February 16, 2019

বড়সড় ঘোষণা! শহিদদের সন্তানের পড়াশোনার দায়িত্ব নিতে চান শেহবাগ

Image
অপূরণীয় ক্ষতি। কোনওভাবেই এই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। বীরেন্দ্র শেহবাগও এক কথায় সে কথা স্বীকার করে নিলেন। যা হওয়ার হয়ে গিয়েছে। তাই বলে চুপ করে বসে থাকা তো চলে না! শেহবাগের মতো কেউ কেউ দেশের এমন দুঃসময় শহিদদের পরিবারের পাশে থাকার জন্য কিছু একটা উদ্যোগ নেওয়ার চেষ্টায় রয়েছেন। তাই এবার পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবারের পাশে থাকার জন্য বড়সড় ঘোষণা করলেন বীরেন্দ্র শেহবাগ।  শহিদদের সন্তানদের নিজের স্কুলে বিনামূল্যে পড়াশোনার প্রস্তাব দিলেন তিনি। শনিবার সকালে নিজের ট্যুইটার পেজে মৃত জওয়ানদের ছবিসহ একটি তালিকা পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেখেন, ''আমাদের কোনও প্রচেষ্টাই যথেষ্ট নয়। খুব বেশি হলে আমি শহিদ বীর জওয়ানদের সন্তানদের আমার বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষা প্রদানের প্রস্তাব রাখতে পারি।'' শহিদদের সন্তানদের হরিয়ানার ঝাঁঝরে নিজের স্কুলে বিনামূল্যে পড়াশোনার সুযোগ দিতে চান তিনি। দেশজুড়ে মৃত সিআরপিএফ জওয়ানদের পরিবারের সন্তানদের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকেই। কিন্তু নেটিজেনদের মতে, সরাসরি শহিদ সন্তানদের শিক্ষার দায়িত্ব নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন শেহবাগ। প্রসঙ্গত, বৃহস্পতিবার প

নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় গুলি পাকিস্তানের, পাল্টা জবাব ভারতীয় সেনার

Image
পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পর গোটা বিশ্বে নিন্দিত পাকিস্তান। তা সত্ত্বেও শোধরাচ্ছে না ইসলামাবাদ। শনিবার নৌসেরা সেক্টরে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করে পাক রেঞ্জার্স। পাকিস্তানের গুলিতে জখম হয়েছেন এক জওয়ান। পাল্টা জবাব দিয়েছে সেনা। দুতরফেই চলছে গুলিবর্ষণ।    এর আগে নৌসেরা সেক্টরে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে শহিদ হন এক সেনা অফিসার। আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা থেকে দেড় কিলোমিটার দূরে বিস্ফোরক রেখে গিয়েছিল সন্ত্রাসবাদী। সেটি নিষ্ক্রিয় করতে যান কর্পস ইঞ্জিনিয়ার বিভাগের মেজর পদমর্যাদার অফিসার। সেটি ফেটে গিয়ে মৃত্যু হয় তাঁর।  প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র লেফট্যানান্ট দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, নৌসেরা সেক্টরে আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছেন মেজর। এখনও পর্যন্ত তাঁর নাম প্রকাশ করা হয়নি।    পুলওয়ামার ঘটনায় দায় নিয়েছে জইশ-এ-মহম্মদ। সংগঠনের প্রধান মাসুদ আজহারের ডেরা পাকিস্তানে। বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছেন, তাদের ভূখণ্ডে থাকা সমস্ত জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করতে হবে পাকিস্তান। পাক সরকারের নিয়ন্ত্রণে বিস্তার লাভ করেছে জঙ্গি সংগঠনগুলি। জঙ্গি হামলায় তাদের কোনও হাত নেই বলে দাবি করেছে পাকিস্তান। 

পুলওয়ামা নিয়ে সিধুর মন্তব্যে বিতর্ক, নেটিজেনদের কোপে ‘দ্য কপিল শর্মা শো’

Image
নভজ্যোত সিংহ সিধু।  দীর্ঘ বিরতির পর টেলিভিশনে ফিরেছেন কপিল শর্মা। বলিউড অভিনেতা সলমন খানের প্রযোজনায় নতুন ভাবে শুরু করেছেন 'দ্য কপিল শর্মা শো'। কিন্তু এ বার সেই অনুষ্ঠানটি নিষিদ্ধ করার দাবি উঠল। পঞ্জাবের বর্তমান মন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধু ওই অনুষ্ঠানের অংশ। পুলওয়ামার জঙ্গি হামলা নিয়ে সম্প্রতি নিজের মতামত প্রকাশ করেন তিনি। তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তার জেরেই কপিল শর্মা শো নিষিদ্ধ করার দাবি তুলেছেন নেটিজেনদের একাংশ। বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে হামলা চালায় পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠন। তাতে ৪০ জন জওয়ান প্রাণ হারান। আহত হন অনেকে। এই ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে হামলার তীব্র নিন্দা করেন নভজ্যোত সিংহ সিধুও। তবে হামলার পর থেকে যে ভাবে পাকিস্তানের প্রতি বিদ্বেষের আবহ তৈরি হয়েছে দেশজুড়ে, তার বিরোধিতা করেন তিনি। পাকিস্তানের নাম না করেপিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, ''কাপুরুষের মতো হামলা চালানো হয়েছে পুলওয়ামায়। এই ঘটনার তীব্র নিন্দা করছি আমি। পরিস্থিতি য

এ বার রাজৌরিতে আইইডি, বিস্ফোরণে হত সেনা অফিসার

Image
পুলওয়ামার হামলায় রক্তের দাগ এখনও শুকোয়নি, তার মধ্যেই ফের জম্মু-কাশ্মীরের রাজৌরিতে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)  বিস্ফোরণে নিহত হলেন এক সেনা আধিকারিক। সেনা সূত্রে খবর, নওসেরা সেক্টরে আইইডি নিষ্ক্রিয় করতে গিয়েছিলেন ওই সেনা অফিসার। তখনই বিস্ফোরণ ঘটে। নওসেরা সেক্টরে ভারত-পাক সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে ওই বিস্ফোরক রাখা ছিল। সেনা সূত্রে আরও বলা হয়েছে, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম ওই আইইডি রেখেছিল। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল বাহিনী। জোর কদমে তল্লাশি চালাচ্ছে সেনা। এই নিয়ে দ্বিতীয় বার আইইডি হামলা হল নওসেরা সেক্টরে। এর আগে এ বছরের ১১ জানুয়ারি আইইডি বিস্ফোরণে দুই জওয়ান ও এক সেনা নিহত হয়েছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি ওই রাজ্যেরই পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপির কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় নিহত হন ৪০ জওয়ান। আহত হয়েছেন ৪১ জওয়ান। হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ।  পুলওয়ামার এই ঘটনার পর গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। ক্ষোভে ফুঁসছে দেশবাসী। বদলা নেওয়ার আওয়াজ উঠছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যারা এই হামলার সঙ্গ

কুপ্রস্তাবে রাজি নয়, গরম তেলে মহিলার মুখ পোড়াল 'চাচা'

Image
কম বয়স থেকেই ছিল কুনজর। কিন্তু ১২ বছরেও নিজের কুপ্রস্তাবে রাজি করাতে পারেন নি। সেই ক্রোধে ঘুমন্ত অবস্থায় থাকা গৃহবধূর ওপর গরম তেল ঢেলে দিল গ্রামের এক বৃদ্ধ। তাকে ওই মহিলা চাচা বলে ডাকতেন। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের এহিয়াপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১২ বছর আগে বিয়ে হয়েছে ওই মহিলার। তাঁর দুই ছেলে ও এক মেয়ে আছে। পরিবারের এক সদস্য জানিয়েছেন, মাস দেড়েক আগে সন্তানদের নিয়ে বাপের বাড়িতে আসেন ওই গৃহবধূ। বুধবার রাতে সন্তানদের নিয়ে ঘরে শুয়েছিলেন। জানালা খোলা ছিল। সেখান দিয়েই তাঁর মুখে গরম তেল ঢেলে দেন ফজল দফাদার নামে ওই গ্রামেরই প্রৌঢ়। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। সম্ভবত তাঁকে কলকাতায় আনা হবে। আক্রান্ত গৃহবধূর অভিযোগ, বিয়ের আগে তাঁকে নানাভাবে উত্যক্ত করত অভিযুক্ত ফজল দফাদার। কুপ্রস্তাব দিত। কিন্তু সেই প্রস্তাব কোনও সাড়া দেননি ওই গৃহবধূ। মহিলার বিয়ে হয়ে যাওয়ার পরও সেই অভ্যেস বদলায় নি প্রৌঢ়ের। সেই আক্রোশ থেকেই এমন নৃশংস কাজ করেছে সে।

আগামী ১০ বছরে মহিলাদের ফুসফুস ক্যানসারের সংখ্যা বাড়বে ৪০%

Image
২০১৫ থেকে ২০৩০। এই ১৫ বছরে মহিলাদের মধ্যে ফুসফুসের ক্যানসার ৪০% বৃদ্ধি পাবে বলে জানিয়ে দিল একটি ইউরোপীয় গবেষণা সংস্থা। পাশাপাশি স্তন ক্যানসারের কারণে গোটা পৃথিবীতে মহিলাদের মৃত্যুর হার ৯% কমবে বলেও জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তথ্য জোগাড় করে বিভিন্ন দেশের ওপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছে ওই গবেষণা সংস্থা। মোট ৫২টি দেশে সমীক্ষা চালানো হয়। সমীক্ষা বলছে ২০১৫-য় গোটা বিশ্বে ফুসফুসের ক্যানসারের কারণে ১০০,০০০ জন মহিলার মধ্যে ১১.২ জনের মৃত্যু হয়েছে। ২০৩০-এ তা বেড়ে দাঁড়াবে ১৬। ওসেনিয়া পৃথিবীর একমাত্র দেশ, যেখানে ফুসফুসের ক্যানসারে মহিলাদের মৃত্যুর হার কমবে। তবে পাশ্চাত্যের তুলনায় এখনও এশীয় দেশগুলিতে মহিলাদের ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা কম। তবে যে ভাবে পশ্চিমী জীবনযাপন এদিকেও প্রভাব ফেলছে, তাতে মহিলাদের ফুসফুসের ক্যানসারের প্রবণতা আগের চেয়ে অনেকটাই বেড়েছে।

জেএমবি নেতা কউসরকে পালাতে সাহায্য করতে এসেছিল ধৃত আরিফ

Image
কলকাতা : শহর থেকে এক জেএমবি সংগঠনের জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ। তাকে জেরা করে চাঞ্চল্যখর তথ্য উঠে এল এসটিএফ কর্তাদের হাতে। তদন্তকারিরা জানতে পেরেছেন জেএমবির প্রথম সারির নেতা কৌসরকে জেল থেকে পালাতে সাহায্য করার ব্রু প্রিন্ট তৈরি করতে আরিফ শহরে এসেছিল। তারা পরিকল্পনা করেছিল জেএমবির সক্রিয় সদস্য ধৃত কৌসরকে জেল থেকে আদালতে তোলার সময় নিয়ে পালাবে। তার জন্য সব রকম ব্যবস্থা করছিল এই আরিফ। এই মিশন সফল করার উদ্দেশ্য নিয়েই সে এই শহরে এসেছিল বলে দাবি এসটিএফের। এই কাজের জন্য বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে তার কাছ থেকে। শনিবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে বাবুঘাট এলাকা থেকে আরিফুল ইসলাম ওরফে আরিফকে গ্রেফতার করা হয়। আরিফ বৌদ্ধ গয়ার বিস্ফোরণের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিল বলে এসটিএফ কর্তাদের দাবি। অসমের বাসিন্দা আরিফ জেএমবিতে যুক্ত হওয়ার আগে ট্রাকের খালাশি হিসেবে কাজ করত। তার সঙ্গে জেএমবির সক্রিয় সদস্য কৌসর এবং আব্দুল মাজিতের দেখা হয়। তারাই তাকে জেএমবির সঙ্গে যুক্ত করায় বলে জেরায় এসটিএফ কর্তাদের জানায় আরিফ। ২০১৮ সালের জানুয়ারি মাসে আরিফ কৌসর, আদিল, ছোটা করিম এবং উমরের সঙ্গে বৌদ্ধ গয়ায় রেকি করতে যায়। তার

সীমান্তে ফের বিস্ফোরণ, শহিদ সেনা অফিসার

Image
শ্রীনগর: সীমান্তে ফের বিস্ফোরণ। কাশ্মীরের রাজৌরির নওসেরা সেক্টরে শহিদ সেনা অফিসার। আহত এক সেনা জওয়ান। গত বৃহস্পতিবার পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন। এখনও ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এর মধ্যেই ফের রক্তাক্ত সীমান্ত। আইইডি বিস্ফোরণে আর্মি মেজরের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পুলওয়ামার হামলার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের বিস্ফোরণের খবর। একদিকে, শনিবার বিকেলেই রাজনাথ সিং-এর বাসভবনে জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে সূত্রের খবর। সেখানে উপস্থিত রয়েছে 'র' প্রধান এ কে ধাসমানা, আই বি বা ইনটেলিজেন্স ব্যুরোর অ্যাডিশনাল ডিরেক্টর অরবিন্দ কুমার, স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তার মধ্যেই সীমান্ত থেকে এল এই চাঞ্চল্যকর খবর। কী ধরনের বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট না হলেও জানা গিয়েছে সীমান্তে লাইন অফ কন্ট্রোলের কাছে তল্লাশি চালাতে গিয়েই বিস্ফোরণে ওই অফিসারের মৃত্যু হয়। এদিক সকালেই মহারাষ্ট্রের ইয়াবাতমালে গিয়ে ফের একবার হামলাকারীদের বার্তা দেন নরেন্দ্র মোদী। শুক্রবারের মতই এদিনও বললেন, নিরাপত্তা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। পুলওয়ামায় ভয়াবহ হামলার পর এই নিয়ে তৃতীয়বার প্রত্য

মাসুদ আজহারকে জঙ্গি তকমা দিতে পূর্ণ সহমত আমেরিকা, চাপ বাড়ল চিনের

Image
জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজহারকে জঙ্গি তকমা দিতে আরও তৎপরতা বাড়াল ভারত। আর তাতে পূর্ণ সহমত পোষণ করল মার্কিন যুক্তরাষ্ট্র। মাসুদ আজহার আন্তর্জাতিক জঙ্গি, এটা সারা বিশ্বকে বলে চলেছে ভারত। একমাত্র চিন বাদে নিরাপত্তা পরিষদের সমস্ত সহযোগী দেশ ভারতের এই দাবিকে মেনে নিয়েছে। তবে চিন ভেটো প্রয়োগ করে তা আটকে রেখেছে। তবে এদিন আমেরিকা ফের একবার ভারতের পাশে দাঁড়ানোয় চিনের চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে। ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন ভারতের এনএসএ অজিত ডোভালকে পুলওয়ামা হামলায় সমবেদনা জানানোর পাশাপাশি জইশ নিয়ে রাগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। দুই দেশই এই হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে মনে করছে এবং রাষ্ট্রপুঞ্জের রেজোলিউশন মেনে আজহারকে জঙ্গি তকমা দিতে যা পদক্ষেপ করা প্রয়োজন তা করতে দুই দেশ হাত মিলিয়েছে। ভারতের এনএসএ প্রধান অজিত ডোভালকে ফোন করেছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। ভারতের আত্মরক্ষার পূর্ণ অধিকার করেছেন বলেও তিনি জানিয়েছেন। এছাড়া দোষীদের শাস্তি দিতে যা করা প্রয়োজন তা করতে আমেরিকা ভারতকে পূর্ণ সহযোগিতা করবে বলেও বোল্টন জানিয়েছেন। এছাড়া পাকিস্তানকে

নিহত সিআরপি জওয়ানদের স্মরণে মোমবাতি হাতে মৌনী মিছিলে মমতা

Image
জওয়ানদের স্মরণে মোমবাতি মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত সিআরপি জওয়ানদের স্মরণে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল চারটে নাগাদ হাজরা মোড় থেকে গাঁধীিমূর্তির পাদদেশ পর্যন্ত মোমবাতি হাতে একটি মৌনী মিছিল বেরোয়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে মিছিলে নেতৃত্ব দেন বাংলার মুখ্যমন্ত্রী। গাঁধীমূর্তির পাদদেশে পৌঁছে জাতীয় সঙ্গীতে গলা মেলান সকলে।  পুলওয়ামার হামলা নিয়ে এ দিনও মতামত জানতে চাওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তবে মৌনী মিছিলে বেশি কিছু বলবেন না বলে শুরুতেই জানিয়ে দেন তিনি। শুধু জানান, আগামী কাল রাজ্যের প্রতি ব্লকে শান্তি মিছিল করবে তৃণমূল। নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাতে যেহেতু মিছইল, তাই শান্তি মিছিলে কোনও মাইক ব্যবহার করা হবে না বলেও জানিয়ে দেন তিনি।  পাশাপাশি, এই দুঃসময়ে সকলকে একজোট হতে বার্তা দেন মমতা। যে নাশকতা ঘটায়, সে জঙ্গি। জাত-ধর্ম দিয়ে তার বিচার হয় না বলে মন্তব্য করেন তিনি। নিহত জওয়ানদের পরিবারকে সমবেদনা জানান। এ রাজ্যের বাসিন্দা দুই নিহত জওয়ানের পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন  মুখ্যমন্ত্রী। ওই মিছিলে রাজ্যের বিভিন্ন প্র

'যেখানেই লুকিয়ে থাকুক জঙ্গিরা, শাস্তি পাবেই!'

Image
আবার পুলওয়ামা কাণ্ড নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী। শনিবার মহারাষ্ট্রের জবতমালে বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করতে গিয়ে প্রধানমন্ত্রী বললেন, যে জঙ্গি সংগঠনই এই কাজ করে থাকুক না কেন, যেখানেই তারা লুকিয়ে থাকুক না কেন, শাস্তি তারা পাবেই। ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, 'জঙ্গিদের শাস্তি দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কখন, কীভাবে জবাব দেওয়া হবে, তা ঠিক করবে জওয়ানরা।' আশ্বাসের সুরে মোদী বলেন, 'দেশকে ফের ভরসা দিচ্ছি, পুলওয়ামা হামলার জবাব দেওয়া হবে। ধৈর্য ধরুন, জওয়ানদের ওপরে ভরসা রাখুন।' শুক্রবার দিল্লি থেকে বারাণসী পর্যন্ত হাইস্পিড বন্দে ভারত ট্রেনের যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি স্পষ্ট বলেন, খুব বড় ভুল করেছে পাকিস্তান। এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে। পুলওয়ামা জঙ্গি হামালার কড়া জবাব দেবে ভারত। এর জন্য সেনাবাহিনীকের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

হদিশ মিলল পুলওয়ামা হামলার মূল ষড়যন্ত্রী রশিদ গাজীর

Image
ছবির সত্যতা যাচাই করা হয়নি৷ ইণ্ডিয়া টুডেতে প্রকাশিত জম্মু: নৃশংস হামলার দিন তিনেক পরে কী সাফল্য এল অবশেষে? জি নিউজ সূত্রে খবর পুলওয়ামা হামলার মূল ষড়যন্ত্রকারী আব্দুল রশিদ গাজীর হদিশ পেয়েছেন তদন্তকারীরা৷ কোথায় কোথায় সক্রিয় ছিল রশিদ, তা জানতে পেরেছেন তাঁরা৷ রিপোর্ট বলছে, পুলওয়ামা বা ত্রালের জঙ্গল এলাকায় লুকিয়ে থেকে গোটা অপারেশনে মদত দিয়েছিল সে৷ সেখানকার গোপন আস্তানা থেকেই ছক সাজানো হয়েছিল৷ রশিদ গাজীর এই আস্তানাতেই পাকিস্তানে অবাধে ঘুরে বেড়ানো জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজহার নির্দেশ পাঠাত৷ কীভাবে হামলা চালানো হবে তার পরিকল্পনা করা হয়েছিল আজহারের নির্দেশে৷ ইতিমধ্যেই আব্দুল রশিদ গাজীকে জীবিত গ্রেফতার করতে জোরদার তল্লাশি শুরু হয়েছে৷ জানা গিয়েছে পুলওয়ামা হামলার মাসখানেক আগেই ইনটেলিজেন্স ব্যুরো থেকে এই হামলা সম্পর্কে ইঙ্গিত দিয়েছিল৷ বলা হয়েছিল জইশ কোনও হামলা চালানোর পরিকল্পনা করছে৷   তবে সেই রিপোর্টকে গুরুত্ব দেওয়া হয়নি৷ ফলে গোটা বিষয়ে যে গাফিলতি রয়েছে, তা স্পষ্ট হচ্ছে ক্রমশ৷ আইবি ও সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে সমন্বয়ের অভাবেই এই হামলা বলে অভিযোগ উঠছে৷ গোয়েন্দাদের তদন্তে

অবশেষে জরুরি অবস্থা ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

Image
খবর ছিল জরুরি অবস্থা জারি করতে পারেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আর হলও তাই। সকাল হতেই হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প জানিয়ে দিলেন, মেক্সিকো প্রাচীর নিয়ে বিবাদের জেরে এই অবস্থা জারি করা হল। ট্রাম্প বলেন, মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরি বাবদ প্রয়োজনীয় অর্থ আদায় করতে এই জরুরি অবস্থা জারি করা হল। যার ফলে মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়াই এবার দেওয়ার তৈরিতে প্রয়োজনয় অর্থ ট্রাম্প নিজের ক্ষমতা প্রয়োগ করে প্রতিরক্ষা খাত থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। বেশ কিছুদিন ধরেই মেক্সিকো প্রাচীরের জন্য অর্থ চেয়ে আসছিলেন ট্রাম্প। তবে ডেমোক্র্যাটরা বেঁকে বসেছিলেন। ফলে মার্কিন কংগ্রেস কিছুতেই রাজি হচ্ছিল না। মোট ৫৭০ কোটি মার্কিন ডলার দাবি করেছিলেন ট্রাম্প। তবে কংগ্রেস কম-কম দেড়শো কোটি ডলার দেবে বলে রাজি হয়েছিল। তার মধ্যেই মাসখানেকের শাট-ডাউন চলায় অনেকেই ভেবেছিলেন এবার বুঝি সচলতা ফিরতে চলেছে। তবে ট্রাম্পের নতুন ঘোষণায় ফের একবার অচলাবস্থা চূড়ান্ত রূপ নিতে চলেছে বলে খবর।

৩ বছর আগে পুলিশ নাকখত দিইয়েছিল আদিলকে, তাই ভিড়েছিল জঙ্গিদলে, বললেন আত্মঘাতী জঙ্গির বাবা, মা

Image
পুলওয়ামার আত্মঘাতী বোমা আদিল আহমেদ দার। স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক দিন তাকে ঘিরে ধরে পুলিশ। প্রচণ্ড মারধর করে। তার পর নাকখত দেওয়ায়। নাকখত দিতে দিতেই তাকে ঘোরানো হয় পুলিশের জিপের চার পাশে। বছরতিনেক আগে। ওই ঘটনাই ক্ষেপিয়ে তুলেছিল পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি জইশ জঙ্গি আদিল আহমেদ দারকে। জানিয়েছেন আদিলের বাবা, মা। তাঁদের বক্তব্য, আদিল ছোটবেলায় এমন ছিল না। স্কুলে যেত, আসত। মোটামুটি শান্ত স্বভাবেরই ছেলে ছিল আদিল। কিন্তু ওই ঘটনাই তাকে রাগিয়ে দিয়েছিল। পুলওয়ামার ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে কাকাপোরায় আদিলের বাড়ি। তার স্কুল ছিল হাঁটা পথে বড়জোর ২ কিলোমিটার দূরে। আদিলের বাবা গুলাম হাসান দার বাড়ি বাড়ি ঘুরে ফেরি করেন হরেক রকমের জিনিস। সংবাদসংস্থা রয়টার্সকে শুক্রবার আদিলের বাবা বলেছেন, ''একটা ঘটনার কথা মনে পড়ছে। ও (আদিল) স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে পুলিশ ওকে ধরে। অনেক ক্ষণ আটকে রাখে। প্রচণ্ড মারধর করে। নাকখত দেওয়ায়। নাকখত দিতে দিতে ওকে পুলিশের জিপের চার পাশে ঘোরানো হয়। এতে ও খুব অপমান বোধ করেছিল। মাঝেমধ্যেই ওই ঘটনার কথা বলত আমাদের। পুলিশ ওর সঙ্গে কেন এমন ব্যবহার করল, তা নিয়ে বার বারই

পুলওয়ামা জঙ্গি হামলা, মিলল মূলচক্রী রশিদ গাজির হদিশ!

Image
পুলওয়ামা হামলায় আত্মঘাতী জঙ্গি হিসেবে আদিল আহমদ দারের নাম উঠে এলেও মূল ষড়যন্ত্রকারী হিসেবে আফগান নাগরিক রশিদ গাজির নামটাই শোনা গিয়েছিল। এবার তার হদিশ পেলেন গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে সংবাদমাধ্যমের খবর পুলওয়ামা বা ত্রালের কোনও জঙ্গলঘেরা এলাকা থেকে সে তার কাজকর্ম চালায়। বৃহস্পতিবার বিস্ফোরণের পরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে আত্মঘাতী জঙ্গি আদিল আহমদ দার হামলার গোটা ঘটনার কথা জানায়। পাশাপাশি সেদিনই উঠে এসেছিল রশিদ গাজির নাম। আফগান যুদ্ধের সেনানি রশিদ একজন বিস্ফোরক বিশেষজ্ঞ। তাকেই এই হামলার মূল চক্রী বলে মনে করা হচ্ছে। শুত্রবারই ঘটনাস্থলে গিয়েছে এনআইএ ও এনএসজির বিশেষজ্ঞ দল। একইসঙ্গে তদন্তে নেমেছে অন্যান্য তদন্তকারী দলও। ওই হামলা চালানোর জন্য পাকিস্তান থেকে মাসুদ আজহারের নির্দেশ এসেছিল বলে মনে করা হচ্ছে। ঘটনার দুদিন পর এবার রশিদ গাজিকে ধরতে চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। উল্লেখ্য, বৃহস্পতিবার পুলওয়ামায় হামলার একমাস আগেই গোয়েন্দাদের কাছে খবর ছিল জইশ-ই-মহম্মদ কাশ্মীরে বড়সড় হামলার ছক কষছে। তার পরেও পুলওয়ামায় এতবড় হামলা কীভাবে হল তা নিয়েও প্রশ্ন উঠছে। উপত্

হোটেলের ঘরে আত্মঘাতী দম্পতি, কান্না শুনে দরজা ভেঙে কর্মীরা দেখে বাবা-মাকে জড়িয়ে কাঁদছে ৩ বছরের সন্তান

Image
সাত সকালে হোটেলের ঘরের ভিতর থেকে এক শিশুর কান্নার আওয়াজ আসছিল। প্রথমে কেউ খুব একটা পাত্তা দেয়নি। ছোট বাচ্চা খিদেতে কাঁদছে ভেবে সবাই প্রথমে এড়িয়েই যায়। কিন্তু সময় গড়ালেও কান্নার আওয়াজ না থামায় সন্দেহ হয় হোটেলকর্মীদের। অনেক ডাকাডাকি করার পরেও কেউ দরজা না খোলায় সন্দেহটা আরও গাঢ় হয়। তারপর দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকতেই চক্ষু থ হয়ে যায় হোটেলকর্মীদের। হোটেলের ঘরের বিছানায় পড়ে এক ব্যক্তির নিথর দেহ। আর হোটেলের ঘরের ফ্যান থেকে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে তাঁর স্ত্রী। দম্পতির শিশুকন্যা বিছানায় বসে কাঁদছে। বছর তিনেক বয়স। বাইরের দুনিয়াটার সঙ্গে কোনও পরিচিতি-ই এখনও ঘটেনি তাঁর। অপরিচিত এই জগতে একমাত্র নিরাপদ আশ্রয় তো ছিল বাবা, মা। কিন্তু সেই বাবা, মা কেউ-ই কোনও সাড়া দিচ্ছে না। ছোট্ট অবুঝ মন ঠিকমতো বুঝতেও পারছে না যে কী বিপদ ঘটে গিয়েছে! শুধু একবার বাবা আর আরেকবার মাকে জড়িয়ে ধরে নাগাড়ে কেঁদে চলেছে সে। এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান হোটেলকর্মী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। জানা গিয়েছে, মৃতের নাম প্রদীপ বসাক। বয়স ৩৬ বছর। তাঁর স্ত্রী সুপ্রিয়া বসাক, বয়স ২৭ বছর। ফালাকাটার বাসিন্দা ছিলেন দম্প

‌বাড়িতে বিয়ের তোড়জোড়, কিন্তু ছেলে ফিরছেন কফিনবন্দি হয়ে

Image
তেহট্ট:‌ নদিয়ার পলাশিপাড়ার হাঁসপুকুরিয়া তিলিপাড়া গ্রামের বিশ্বাস পরিবারে এখন শুধু হাহাকার। বৃহস্পতিবার পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত জাওয়ানদের মধ্যে আছেন পলাশীপাড়া থানার সুদীপ বিশ্বাসও। গ্রামবাসী ও পরিবার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৮ অক্টোবর শিলিগুড়িতে সিআরপিএফের ৯৮ নং ইউনিটে যোগ দেন সুদীপ। সহজ, সরল, সাদাসিধে ছেলে হিসেবেই গ্রামে পরিচিতি ছিল সুদীপের। একমাত্র বোনের বিয়ে দিয়েছেন। তাঁর নিজের বিয়ের কথাবার্তাও চলছিল। বিয়ের জন্য নতুন করে বাড়িঘর মেরামতির কাজও চলছিল। কিন্তু এর মধ্যেই সব শেষ। সুদীপের বাবা সন্ন্যাসী বিশ্বাস বলেন, '‌বৃহস্পতিবার বিকেলে ছেলের সঙ্গে শেষ কথা হয়। সে জানায় জম্মু থেকে সকালে রওনা হয়ে কাশ্মীরের উদ্দেশে যাচ্ছে।' তিনি আরও জানান, ওই ফোনের পর থেকে ছেলের সঙ্গে আর কোনও কথা হয়নি। সুদীপের বৌদি সুলেখা বিশ্বাস বলেন, '‌বৃহস্পতিবার বিকেল চারটের পরে মোবাইলে একটি ফোন আসে। ফোনে হিন্দিতে জিজ্ঞেস করা হয় সুদীপের শরীরে কোন চিহ্ন আছে কিনা। কোথায় কোথায় তিল আছে?‌'‌ এরমধ্যেই তিনি টিভি–র খবরের দিকে ভাল করে দেখতে থাকেন। বুঝতে পারেন কাশ্মীরে বড় কোনও ঘটনা ঘটেছ

৭ বছর পর বাবা হওয়ার সুখ কেড়ে নিল জঙ্গিরা, পুলওয়ামায় শহিদের ট্র্যাজিক কাহিনি

Image
নাম সুখিন্দর সিং। ৭৬ ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন তিনি। বিয়ে হয়েছে সাত বছর। এতদিন বহুচেষ্টা করেও সন্তান হয়নি তাঁর। কিন্তু হাল ছাড়েননি। শেষ পর্যন্ত গত বছরই তিনি সুখবর পান। জানতে পারেন, বাবা হতে চলেছেন তিনি। সাতমাস আগে ছেলের বাবা হয়েছেন তিনি। কিন্তু সন্তানসুখ ভাগ্যে সইল না। বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিহানায় তিনি শহিদ হন। এমন অনেক শোকের ছায়া আজ ছড়িয়ে রয়েছে দেশের আনাচকানাচে। ওড়িশার সিআরপিএফ জওয়ান মনোজ বহেরা ছুটি কাটিয়ে গতমাসেই সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। এক বছর আগে তাঁর মেয়ে হয়েছিল। নভেম্বরে মেয়ের জন্মদিন কাটাতে গ্রামে গিয়েছিলেন তিনি। জানুয়ারিতে যোগ দেন কাজে। বৃহস্পতিবার সকালেই স্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়। মেয়ের খবর নেন তিনি। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান। তারপরই খবর আসে, মনোজ আর ইহলোকে নেই। এই রাজ্য থেকে প্রাণ গিয়েছে আরও একজনের। তাঁর নাম প্রসন্ন কুমার শাহু। তিনি প্রায় দু'মাস নিজের পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফিরে গিয়েছিলেন কাশ্মীর। স্ত্রী নীরজার সঙ্গে কথা বলছিলেন প্রদীপ কুমার। বয়স ৩০। ৪৪ সিআরপিএফ ব্যাটেলিয়ানের সদস্য। বেশ খোশমেজাজেই ছিলেন তিনি। স্ত্রীও বহুদিন পর স্বামীর সঙ্গে কথা বলতে

হামলায় নিন্দা জানালেও মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিতে নারাজ চিন

Image
বেজিং: পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছে গোটা বিশ্ব। ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকাও। নিন্দা প্রকাশ করেছে প্রতিবেশী রাষ্ট্র চিন। তবে, মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেওয়ার ক্ষেত্রে এখনও কোনও স্পষ্ট বক্তব্য নেই চিনের। কাশ্মীরের ভয়াবহ হামলায় মাসুদ আজহারের জইশ-ই-মহম্মদের হাত থাকার প্রমান সামনে এলেও এখনই মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণা করার কথা ভাবছে না চিন। পুলওয়ামা হামলায় শহিদ হয়েছেন অন্তত ৪২ জন জওয়ান ।   হামলার আগে ভিডিও রেকর্ডও করেছিল আততায়ী জঙ্গি। পাকিস্তান মদতপুষ্ট জইশ প্রধান মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক জঙ্গির তকমা দেওয়ার আর্জি আগেই জানিয়েছিল ভারত। যদিও, নিরাপত্তা পরিষদে শুরু থেকেই এই প্রস্তাবের বিরোধিতা করে এসেছে চিন। বৃহস্পতিবারের ভয়াবহ হামলার পরও নিজেদের অবস্থানে অনড়ই রইল চিন। এর আগেও একাধিকবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ ও ভারতের বিভিন্ন পদক্ষেপকে সমর্থন করেনি চিন। এমনকি, চিন একমাত্র রাষ্ট্র যা মাসুদকে এই তকমা দেওয়ার বিপক্ষে রয়েছে দীর্ঘদিন ধরেই। ভয়াবহ জঙ্গি হামলার পরেও কূটনৈতিক স্তরে নিজেদের অবস্থানই বজায় রাখল চিন । হামলার পর চিনের তরফ থ

লক্ষ্য কৃষকদের মনজয়, এবার সিঙ্গুরে পদযাত্রা বিজেপির

Image
লোকসভা ভোটের আগে কৃষকদের মন পেতে তৎপর বিজেপি। জনসংযোগে গেরুয়া শিবিরের অন্যতম লক্ষ্য এখন, দেশের কৃষক সম্প্রদায়। দেশের কিছু অংশের কৃষক সমস্যা বিজেপির উদ্বেগ বাড়িয়েছে। সেই পরিস্থিতিতে কৃষকের মন পেতে কেন্দ্রীয় বাজেটে কৃষক কল্যাণ প্রকল্পের ঘোষণা করে লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক দিয়েছেন নরেন্দ্র মোদি। এবার ভোটের আগে কৃষকদের ঘরে ঘরে সেই কেন্দ্রীয় প্রকল্পের প্রচারকে নিয়ে যেতে চান মোদি,অমিত শাহরা। লক্ষ্য, কৃষকদের সমর্থনকে দলের ভোটবাক্সে প্রতিফলিত করা। তাই কৃষকদের জনসমর্থন আদায়ে দলের কৃষক সংগঠন কিষাণ মোর্চাকে পথে নামাচ্ছে বিজেপি। বিভিন্ন রাজ্য থেকে কিষান মোর্চার পাঁচ হাজার বাছাই করা নেতানেত্রীকে নিয়ে গোরক্ষপুরে সম্মেলন হবে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। যেখানে থাকবেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। লোকসভা নির্বাচনের ঠিক আগে দলের কৃষক সংগঠনের এই সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। জেনে নিন দেশের সবচেয়ে দ্রুতগামী ট্রেন 'বন্দে ভারত এক্সপ্রেস'এর টিকিট মূল্য পশ্চিমবঙ্গেও কৃষকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আরামবাগ থেকে সিঙ্গুর পর্যন্ত পদযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে রা

আরও সস্তায় দেখুন টেলিভিশন, গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার আনল Dish TV

Image
টিভি চালিয়ে রিমোট হাতে চ্যানেল ঘোরাতে গেলেই আতঙ্ক হচ্ছে। এই বুঝি পছন্দের চ্যানেলটি বন্ধ হয়ে গেল। ট্রাইয়ের নির্দেশ আর তার ক্রমাগত দিনবদল নাজেহাল সাধারণ মানুষ। কবে থেকে নতুন নিয়ম চালু হবে, সে নিয়েও ধন্দে অনেকে। তবে আপনি যদি ডিশ টিভি-র সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তবে আপনার জন্য সুখবর। কারণ গ্রাহকদের পরিষেবা দিতে টাটা স্কাই এবং সান ডিরেক্টের পথেই হাঁটল তারা। টাটা স্কাই এবং সান ডিরেক্ট আগেই জানিয়েছিল, ফ্রি-টু-এয়ার চ্যানেলগুলির জন্য নেটওয়ার্ক ক্যাপাসিটি মূল্য দিতে হবে না। এবার ডিশ টিভি-ও জানিয়ে দিল তাদের গ্রাহকরা ১৮৯ টি ফ্রি চ্যানেলের মধ্যে যত ইচ্ছে চ্যানেল বেছে নিতে পারবে। আর তার জন্য নেটওয়ার্ক ক্যাপাসিটি মূল্য দেওয়ার প্রয়োজন হবে না। অর্থাৎ ১৩০ টাকার (ট্যাক্স বাদে) বিনিময়েই দেখা যাবে একগুচ্ছ ফ্রি চ্যানেল। তবে যে সমস্ত চ্যানেলের জন্য আলাদা করে টাকা দিতে হচ্ছে, তার ক্ষেত্রে নিয়ম অপরিবর্তিত। ফ্রি চ্যানেলের জন্যও বেশ কিছু প্যাক ঘোষণা করেছে ডিশ টিভি। যেমন ১৮৯ টি চ্যানেল যুক্ত প্যাকের নাম বিএসটি নর্থ। এছাড়াও রয়েছে বিএসটি হিন্দি (৯৯ চ্যানেল), বিএসটি মারাঠি (৮৪ চ্যানেল), বিএসটি বাংলা ওড়িয়া (৮৩ চ্যান

পুলওয়ামা হামলা নিয়ে আজ সর্বদলীয় বৈঠক, কাশ্মীরে কড়া সতর্কতা জারি

Image
পুলওয়ামা হামলার পরবর্তী পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডেকেছে মোদী সরকার। আজ, শনিবার সকাল ১১টায় বৈঠক। সরকারি সূত্রে খবর, পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলার পর কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গিহানা হয়। সেই ঘটনায় শহিদ হয়েছেন ৪০ জন সেনা জওয়ান। সেই ঘটনার পর থেকে ক্ষোভে ফুটছে গোটা দেশ। শুক্রবার সকালে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে হওয়া ওই বৈঠকেই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কড়া সিদ্ধান্ত নেওয়া হয়। তার পর শ্রীনগরে যান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শুক্রবারের বৈঠকেই এদিনের সর্বদলীয় বৈঠক নিয়ে সিদ্ধান্ত হয়। এই বৈঠকের পৌরহিত্য করবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেখানে গোটা ঘটনার বিষয়ে সমস্ত রাজনৈতিক দলকে সবিস্তারে জানানো হবে। এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, জানানো হবে সেই কথাও। এদিকে জম্মু-কাশ্মীরে কড়া সর্তকতা জারি করা হয়েছে। এক সঙ্গে জারি করা হয়েছে কার্ফু। তদন্ত চলছে। শুক্রবার এনআইএ ও এনএসজি কমান্ডোরা ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে। ইতিমধ্যে সাতজনকে

ঘোলায় পুড়ে যাওয়া কারখানার ৫ শ্রমিকের দেহাংশ উদ্ধার! শেষকৃত্য সম্পন্ন

Image
বিধ্বংসী আগুন লাগার ৫ দিন পর ঘোলার প্লাস্টিক কারখানায় নিখোঁজ থাকা ৫ শ্রমিকের দেহাংশ উদ্ধার করা হল। সোমবার বেলা বারোটা নাগাদ ঘোলার ওই কারখানায় বিধ্বংসী আগুন লাগে।  বৃহস্পতিবার রাতে কারখানায় ওয়েল্ডিং রুমের কাছে দেহাংশ পাওয়া যায়। জানা গিয়েছে, একটি র‍্যাকের নিচে দেহাবশেষগুলি চাপা পড়ে ছিল। শুক্রবার বিকেলে দেহাবশেষগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তর ২৪ পরগনার পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে ব্যারাকপুর হাসপাতালের মর্গে। কিন্তু দেহাবশেষ কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা নিয়ে পরিবারের মধ্যে অনিশ্চয়তা ছড়ায়। পরিবারগুলির তরফে অভিযোগ করা হয়, দেহ কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা নিয়ে তাদেরকে কিছুই জানানো হয়নি। পরে অবশ্য ব্যারাকপুর মর্গে গিয়ে দেহ সনাক্তকরণ করা হয়। তবে দেহের বেশিরভাগটাই পুড়ে যাওয়ায় সনাক্তকরণ প্রক্রিয়া ছিল বেশ জটিল।  কারও প্যান্ট, কারও খৈনির কৌট দেখে সনাক্তকরণ করা হয়। তবে বেশিরভাগেরই দেহাংশ বলতে কিছুই ছিল না। জানিয়েছেন প্রতিবেশী ও বন্ধুরা। সূত্রের খবর অনুযায়ী, উদ্ধারকারী দলের অনুমান, ওই পাঁচজন ওয়েল্ডিং রুমের পাশ দিয়ে বেরনোর চেষ্টা করেছিলেন। সেই সময় ঘরেই র‍্যাক চাপা পড়েন ত

মার্কিন অস্ত্র কেনায় গোসা ইছাপুরের

Image
ইছাপুরে তৈরি রাইফেল। সংস্থাটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীন। কিন্তু তাদেরই কপালে জুটল না মন্ত্রকের বরাত! সেই বরাত পেয়েছে এক মার্কিন অস্ত্র নির্মাতা সংস্থা। বৃহস্পতিবার সেনাবাহিনীর জন্য প্রায় ৭২ হাজার উন্নত মানের অ্যাসল্ট রাইফেল কেনার বরাত দিয়ে একটি মার্কিন অস্ত্র সংস্থার সঙ্গে চুক্তি সই করেছে প্রতিরক্ষা মন্ত্রক। ওই মন্ত্রক সূত্রের খবর, একই ধরনের রাইফেল তৈরি করেছে ইছাপুর রাইফেল ফ্যাক্টরিও। কিন্তু ওই কারখানার কর্তাদের আক্ষেপ, সেই রাইফেলের কদর করেনি ভারতীয় সেনা।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয় শিল্পের উন্নতির 'মেক ইন ইন্ডিয়া' নীতি ঘোষণা করেছিলেন। তা সত্ত্বেও প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সংস্থার বদলে বিদেশ থেকে একই মানের রাইফেল কেনা হচ্ছে কেন, সেই প্রশ্ন তুলছেন অনেকেই। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, ইছাপুরের রাইফেলের তুলনায় মার্কিন অস্ত্রের দামও বেশি। ৭২ হাজার রাইফেলের জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশের সংস্থার কাছ থেকে কিনলে এই টাকা দেশেই থাকত।  ইছাপুর অস্ত্র কারখানা সূত্রের খবর, ২০১৭ সাল পর্যন্ত সেনার 'প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম' কারখানায় এসেছিল। কিন্তু তার

পাকিস্তানকে একঘরে করতে কূটনীতির অস্ত্রে জবাব শুরু ভারতের!

Image
পুলওয়ামায় জঙ্গি হামলার পর গোটা বিশ্বে পাকিস্তানকে একঘরে করার জন্য সব রকম প্রয়াস শুরু করে দিয়েছে বিদেশ মন্ত্রক। সকালে জরুরি ভিত্তিতে ডাকা মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকেই স্থির হয়ে গিয়েছিল, পুলওয়ামা-কাণ্ডের পর কূটনৈতিক অস্ত্রকে পূর্ণমাত্রায় কাজে লাগানো হবে। সেই অনুযায়ী নয়াদিল্লিতে নিযুক্ত পাক হাইকমিশনার সোহেল মাহমুদকে সাউথ ব্লকে ডেকে পাঠিয়ে কড়া প্রতিবাদপত্র (ডিমার্শ) দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বে পাকিস্তানকে একঘরে করার জন্য সব রকম প্রয়াস শুরু করে দিয়েছে বিদেশ মন্ত্রক। দেশে যুদ্ধ লাগলে যা ঘটে, প্রায় সেই ধাঁচেই পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়াকে দিল্লি ফেরত আনা হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য তাঁকে ইসলামাবাদ ফিরতে নিষেধ করা হয়েছে বলে সূত্রের খবর। পাক হাইকমিশনারকে চাঁচাছোলা ভাষায় বলা হয়েছে, জইশ-ই-মহম্মদ ও তার মস্তিষ্ক হাফিজ সইদের বিরুদ্ধে এখনই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।  সদ্য চিকিৎসা সেরে ফিরে আসা অরুণ জেটলি যাতে নিরাপত্তা কমিটির এই বৈঠকে যোগ দিতে পারেন, সে জন্য তড়িঘড়ি তাঁকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদে ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই ভাবে আজ ভোর

অস্ত্র দেখিয়ে অপহরণ বিজেপি নেতার মেয়েকে

Image
এই প্রথমা বটব্যালকেই অপহরণ করা হয়েছে বলে অভিযোগ ভরসন্ধ্যায় কড়া নাড়ার শব্দ পেয়ে দরজা খুলেছিলেন বিজেপির জেলা কমিটির এক সদস্যের বাড়ির লোক। মুখঢাকা তিন দুষ্কৃতী ভিতরে ঢুকে আসে। ওই নেতার নাম ধরে ডাকাডাকি শুরু করে। অভিযোগ, তাঁকে না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রিভলবার দেখিয়ে তুলে নিয়ে যায় তাঁর মেয়েকে। শুক্রবার রাত পর্যন্ত অপহৃতের খোঁজ পাওয়া যায়নি। ওই ঘটনার কথা ছড়াতেই উত্তাল হয় লাভপুর। শুক্রবার দিনভর রাস্তার মোড়ে মোড়ে টায়ার এবং ডালপালা জ্বালিয়ে কার্যত গোটা এলাকা অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা। রাস্তায় দেখা মেলেনি যানবাহনের। অভিযোগ, অ্যাম্বুল্যান্স ও মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ির প্রবেশাধিকার মিললেও অন্য কাউকে লাভপুরে ঢুকতে দেননি বিক্ষোভকারীরা। ছাড় পায়নি সংবাদমাধ্যমও। থানায় প্রচুর পুলিশ মোতায়েন করা হলেও, রাস্তায় তাঁদের দেখা মেলেনি। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। তা অস্বীকার করলেও এ দিন শাসকদলের কোনও নেতা-কর্মীকেও এলাকায় দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে খবর। পুলিশ জানায়, লাভপুরের বাবুপাড়ায় ঘটনাটি ঘটে। বিজেপির জেলা কমিটির সদস্যের মেয়েকে তিন দুষ্কৃতী রিভলবার দেখিয়ে পরিবারের অন্য সদস্যদের সামনেই

‘বহুত বড়ি গলতি’, পাকিস্তানকে উচিত শিক্ষার হুঁশিয়ারি মোদীর, সেনাবাহিনীকে ‘স্বাধীনতা’

Image
পুলওয়ামায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর। শুক্রবার নয়াদিল্লিতে।  রণহুঙ্কার! আক্ষরিক অর্থেই। পুলওয়ামায় সিআরপি কনভয়ে জঙ্গি-হামলাকে 'বহুত বড়ি গলতি' আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান ও পাক মদতে পুষ্ট জঙ্গি সংগঠনগুলিকে হুঁশিয়ারি দিয়ে বললেন, ''এর জন্য ওদের 'বহুত বড়ি কিমত' চোকাতে হবে।'' প্রধানমন্ত্রীর বক্তব্য, দেশের মানুষ 'পাল্টা জবাব' চান। সেই প্রত্যাশা পূরণ করতে নিরাপত্তা বাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলওয়ামায় জঙ্গি হামলার পিছনে গোয়েন্দা-ব্যর্থতার পাশাপাশি মোদী সরকারের সার্বিক কাশ্মীর নীতি এবং উপত্যকায় সন্ত্রাসবাদ দমনে ব্যর্থতার দিকেও আঙুল তুলেছে। একই সঙ্গে পুলওয়ামায় ৪৯ জন জওয়ানের হত্যার পরে দেশের নানা প্রান্তে দাবি উঠেছে, এর বদলা চাই। লোকসভা ভোট দোরগোড়ায়। অনেকেই বলছেন, পাঁচ বছর ধরে ছাপ্পান্ন ইঞ্চি ছাতির বড়াই করা মোদীর পক্ষে এই সময় কোনও ভাবেই সুর নরম করে কথা বলা সম্ভব নয়। তাই পাকিস্তানকে চোখ রাঙানো ছাড়া তাঁর সামনে আর কোনও উপায়ও ছিল না। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি