Posts

Showing posts from May 27, 2018

মঙ্গলবার মাধ্যমিক এবং ১ জুন উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

Image
সিবিএসইর ঠিক পরেই এবার মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে, আগামী ২৯ মে মঙ্গলবার ফলপ্রকাশ হবে মাধ্যমিকের। ছাত্রছাত্রীরা মাধ্যমিকের ফলাফল দেখতে পাবেন এই ওয়েবসাইটে wbbse.org , wbresults.nic.in । একইসঙ্গে ঠিক তারপরেই আগামী ১ জুন হবে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে। ১ জুন উচ্চমাধ্যমিকের রেজাল্ট ছাত্রছাত্রীরা জানতে পারবেন এই ওয়েবসাইটে examresults.net/wb,west-bengal.indiaresults.com , results.nic.in । উল্লেখ্য, রাজ্যে ১২ মার্চ থেকে শুরু হয় WBBSE বোর্ডের মাধ্যমিক পরীক্ষা৷ এবারের মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২ হাজার ৯২১ জন। যেখানে ৪ লক্ষ ৮১ হাজার ৩৯৫ জন ছাত্র, ও ছাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২০ হাজার ৭০৩ জন৷ অন্যদিকে, ২৭ মার্চ থেকে শুরু হয় WBCHSE বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ চলে ১১ এপ্রিল পর্যন্ত। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ২৬ হাজার ২৯ জন। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা এবছর অনেকটাই বেশি রয়েছে। একইসঙ্গে গত বছরের তুলনায় এবছর ৫৩ হাজার বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল। অন্যান্য বারের মত এবারেও উচ্চমাধ্যমিক ও  মাধ্যমিকের ফল বেশ ভালো হবে বলেই আশাবাদী

দেশের ৫ বিধানসভা ও ১ লোকসভা আসনে ভোট! সোমবার উপনির্বাচন মহেশতলায়

Image
রাত পোহালেই সারা দেশে ১ টি লোকসভা ও ৪ টি রাজ্যের ৫ টি বিধানসভা আসনের উপনির্বাচন। উপ নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শেষ পর্যায়ে। জায়গায় জায়গায় টহল দিচ্ছে আধা সামরিকবাহিনী। যে চারটি রাজ্যে বিধানসভা কেন্দ্রগুলির উপ নির্বাচন হবে তার মধ্যে রয়েছে, পশ্চিমবঙ্গের মহেশতলা, ঝাড়খণ্ডের গোমিয়া ও সিল্লি, বিহারের জোকিহাট এবং মেঘালয়ের আমপাতি। অন্যদিকে নাগাল্যান্ডের একটি মাত্র লোকসভা আসনটিতে সোমবার উপনির্বাচন হতে যাচ্ছে। সেখানকার ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির নেতা নেইফু রিও মুখ্যমন্ত্রী হওয়ার পর লোকসভার আসনে ইস্তফা দেন। নাগাল্যান্ডে লড়াই মূলত কংগ্রেস সমর্থিত নাগা পিপিলস ফ্রন্ট ও বিজেপি সমর্থিত পিপলস ডেমোক্রেটিক অ্যালায়েন্সের। পশ্চিমবঙ্গের মহেশতলা আসনে লড়াই হচ্ছে ত্রিমুখী। তৃণমূল কংগ্রেসের দুলাল দাস, বিজেপির সুজিত ঘোষ এবং সিপিএম-এর প্রভাত চৌধুরীর মধ্যে। তৃণমূল বিধায়ক তথা দুলাল দাসের স্ত্রী কস্তুরি দাসের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। ঝাড়খণ্ডের গোমিয়া আসনে প্রার্থীর সংখ্যা ১৩। তবে মূল লড়াই বিজেপির মাধবলাল সিং, আজসুর লামবোবার মাহাত এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ববিতা দ

রমজানের মধ্যেই কাশ্মীরে সেনার দুর্ঘটনাগ্রস্ত ট্রাক লক্ষ্য করে পাথরবৃষ্টি, আহত ১৯ জওয়ান

Image
রমজানে অস্ত্রবিরতির মধ্যেই সেনার দুর্ঘটনাগ্রস্ত ট্রাক লক্ষ্য করে ইঁটবৃষ্টি। শ্রীনগর শহরে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন সেনা জওয়ান।  রবিবার ভোর ৫.৩০ মিনিট নাগাদ শ্রীনগরের শ্যাম লাল পেট্রোল পাম্পের কাছে উলটে যায় সেনার ট্রাকটি। সঙ্গে সঙ্গে সেখানে ভিড় করে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে স্থানীয়রা। ঘটনায় ১৯ জন সেনা জওয়ান আহত হয়েছেন।  রমজান উপলক্ষে শান্তি ও সম্প্রীতির পরিবেশ কায়েম রাখতে কাশ্মীকে অস্ত্রবিরতি ঘোষণা করেছে নয়া দিল্লি। সেনার তরফে জানানো হয়েছে, জঙ্গিরা গুলি না চালালে গুলি চালাবে না তারাও। এদিনের ঘটনায় মোদী সরকারের সেই সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠে গেল।

জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্ক, কর্মহীন ৪ হাজার

Image
চন্দননগর : চন্দননগরের গোন্দলপাড়া জুটমিলে ঝোলানো হল সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। এর ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় চার হাজার শ্রমিক। কাঁচা মালের অভাবে উৎপাদন মার খাচ্ছিল কয়েকদিন ধরে। তার উপর গতকাল সকাল থেকে মিলের দুটি বিভাগে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। তাঁদের কাজে যোগ দেওয়ার জন্য সন্ধেয় নোটিস দেয় মিল কর্তৃপক্ষ। কিন্তু, তারপরেও শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় সাসপেনশনের নোটিস ঝোলানো হয়। গতকাল রাত আটটা নাগাদ মিলের গেটে নোটিস ঝোলায় কর্তৃপক্ষ। শ্রমিকদের অভিযোগ, "মালিকপক্ষ নানা অজুহাতে এর আগেও কয়েকবার বন্ধ করে দিয়েছিল জুটমিল। এবার কাঁচামালের অভাব রয়েছে এই অজুহাতে দেখিয়ে বন্ধ করেছে। এর ফলে সমস্যায় পড়েছি আমরা।" শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে শ্রমিক ইউনিয়নের সঙ্গে মালিকপক্ষ আলোচনায় বসবে বলে জানা গেছে। 

১৭০ কিমি বেগে আছড়ে পড়ল সাইক্লোন মেকুনু, মৃত ৬

Image
সালালাহ: সাইক্লোন মেকুনুর আঘাতে বিধ্বস্ত ওমানের দক্ষিণাংশ ৷ এই মারাত্মক সাইক্লোনের আঘাতে এখনও পর্যন্ত ৬ জন মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ নিখোঁজ ৩০ জনেরও বেশি মানুষ ৷ স্থানীয় পুলিশ বিবিসি জানিয়েছে, সাইক্লোনের কারণে সমুদ্রতীরবর্তী দোহোফার এবং আল-উসটা প্রদেশের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। ঘণ্টায় ১৭০ কিলোমিটার ছিল ঝড়ের গতিবেগ ৷ সুদূঢ় অতীতে এমন ভয়ানক সাইক্লোনের মুখোমুখি হয়নি সে দেশ ৷ এমনটাই স্থানীয় আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ৷ ঝড়ের কারণে ওই এলাকার প্রচুর ঘরবাড়ির ভেঙে পড়েছে। ক্ষয়ক্ষতির হাত থেকে কিছুটা রেহাই পেতে প্রচুর মানুষকে আগে থেকেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ ওই এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইয়েমেনের সকোট্রা উপদ্বীপ লণ্ডভণ্ডের পর সাইক্লোন মেকুনু এসে পৌঁছায় ওমানের দ্বিতীয় প্রধান শহর সালালাহরের পশ্চিমে। সেখানে ভূমিধস, ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পর সাইক্লোনটি দুর্বল হয়ে যায়।

জঙ্গলে উদ্ধার কঙ্কাল, ওড়নায় মিলল পরিচয়

Image
সোনালি রইদাস ও গঙ্গা রুইদাস ৷  আসানসোল: প্রায় একমাস পর মিলল খোঁজ৷ ২বন্ধবীর কঙ্কালকে উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সালানপুরে৷ শনিবার সন্ধেবেলায়, সালানপুরের শিবদাসপুর গ্রামের একটি জঙ্গল থেকে উদ্ধার হয় ২টি কঙ্কাল৷ স্থানীয়রা জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে দেখতে পায় কঙ্কালগুলো৷ খবর ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামে৷ প্রায় মাসখানেক নিখোঁজ থাকা ২যুবতীর পরিবার তড়িঘড়ি চলে আসেন ওই জঙ্গলে৷ কঙ্কালের পাশে থাকা ওড়না দেখেই নিশ্চিত হন তারা৷ এই ২টি কঙ্কাল যে সোনালি ও গঙ্গার, তাই জানিয়ে দেন আত্মীরা৷ জঙ্গলে একটি গাছের মধ্যে ঝুলছিল দুটি ওড়না৷ ঠিক তার নিচে পড়েছিল কঙ্কাল দুটি৷ ওড়ানা দেখেই পরিবারের লোকজন সনাক্ত করা হয়৷ এদের পরিচয়, সোনালি রুইদাস (১৭) ও গঙ্গা রুইদাস (১৬)৷ কঙ্কালগুলো যে এই দুই যুবতীরই, দাবি করেন তাদের আত্মীয়রা৷ পরিবার সূত্রের খবর, গত ২২-এ এপ্রিল থেকে সোনালি ও গঙ্গা নিখোঁজ ছিল৷ ২২-এ এপ্রিল দুপুরের পর থেকেই তাদের কোন খোঁজ পাওয়া যায়নি৷ ২যুবতীকে খুন করা হয়েছে বলে দাবি করে সোনালি ও গঙ্গার পরিবার৷ যদিও পুলিশি তদন্ত চলছে৷ দেহাংশ ২টিকে আসানসোল জেলা হাসপাতালে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠা

প্রধান শিক্ষিকার বকুনিতে আত্মঘাতী একাদশ শ্রেণির পড়ুয়া, এলাকায় শোকের ছায়া

Image
রাণাঘাট: লেখাপড়া সংক্রান্ত বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকার বকুনিতে আত্মঘাতী হেয়েছে একাদশ শ্রেণির এক ছাত্রী ৷ আত্মগাতী ছাত্রী রাণাঘাট ব্রজবালা বালিকা বিদ্যালয়ে লেখাপড়া করত ৷ বিষ খেয়ে আত্মহত্যা করেছে ওই ছাত্রী ৷ ঘটনা প্রকাশ্য়ে আসতে চাঞ্চল্য ছড়ায় আত্মঘাতী ছাত্রীর বাড়ির পাড়ায় ৷ এলাকার মেযের মৃত্যুতে হবিবপুরে সোকের ছায়া নেমে এসেছে ৷ স্কুলের ছাত্রীর মৃত্যুতে নিজের সমবেদনা প্রকাশ করেছেন প্রধান শিক্ষিকা ৷ স্কুল সূত্রে জানা গিয়েছে এবারের একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার ভূগোল প্র্যাকটিক্যাল পরীক্ষা দেয়নি ঐ ছাত্রী ৷ স্কুলে ডেকে ছাত্রী বকাঝকা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঙ্গে অভিভাবকেও নালিশ জানিয়েছেন প্রধান শিক্ষিকা ৷ ঘটনায় তীব্র অপমান বোধ করেই আত্মহত্যা করেছে একাদশ শ্রেণির এই ছাত্রী ৷ ঘটনার জের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে মৃতার পরিবার ৷ পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে ৷ চলছে তদন্ত ৷ পুলিশ খতিয়ে দেখছে বিভিন্ন সম্ভবনাও ৷

অনলাইন শপিং এ টাকা বাঁচানোর ৫টি টোটকা

Image
দোকানে গিয়ে কেনাকাটা করার অনেক ঝক্কি। তার থেকে এখন পকেট থেকে স্মার্টফোন বার করে অনলাইনে শপিং অনেক সহজ। আর অনলাইন শপিং এ রোজই চলছে ডিসকাউন্টের মেলা। অনলাইনে বাড়িতে বসে বসেই কিনে ফেলতে পারেন পছন্দের সমস্ত জিনিস। সমস্যা এক জায়গাতেই। কিন্তু অনলাইন শপিং এ দিরাদরি করার সুযোগ নেই একটুও। যাঁরা দরাদরি পছন্দ করেন, তাঁরা মন খুলে দাম দরাদরি করতে পারেন না। বাকি সবকিছুই এক রয়েছে। দোকানে গিয়ে শপিং এর সময় যেমন টাকা বাঁচান তেমনই অনলাইন শপিং এও টাকা বাঁচানো সম্ভব। আর সেই জন্যই দেখে নিন কিভাবে টাকা বাঁচাবেন অনলাইন শপিং এ? কীভাবে অনলাইন শপিংয়ের সময়ে টাকা বাঁচাবেন, জেনে নিন- ১) প্রথমে ঠিক করে নিন আপনি কোন কোন জিনিস কিনতে চান। তারপর সেই একই জিনিসের দাম বিভিন্ন শপিং সাইট থেকে যাচাই করে নিন। দেখে নিন কোন সাইটে কত দামে পাচ্ছেন ওই একই জিনিস। তাহলেই আপনার একটা ধারণা তৈরি হয়ে যাবে। ২) প্রত্যেক শপিং সাইটেই সারাক্ষণ কোনও না কোনও ডিসকাউন্ট কিংবা স্পেশাল অফার চলতে থাকে। বা কখনও কখনও বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে পার্টনারশিপে ছাড় পাওয়া যায়। সেদিকে নজর দিন। আর দারুণ ছাড়ে পছন্দের জিনিস কিনে ফেলুন। ৩) ক্যাশ অন ডেলিভারি অপশন

৫ মাসে ১১১ সদ্যোজাতের মৃত্যু! বিতর্কে এই রাজ্যের হাসপাতাল

Image
গত পাঁচ মাসে প্রায় ১১১টি সদ্যোজাতের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল গুজরাট সরকার। আদানি এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের অন্তর্গত জে কে জেনেরাল হাসপাতালের পক্ষ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানেই উল্লেখ রয়েছে, ২০১৮ সালের প্রথম পাঁচ মাস পর্যন্ত (শেষ ২০ মে তারিখ পর্যন্ত) ১১১টি শিশুর মৃত্যু হয়েছে।  ঘটনায় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে গুজরাট সরকার। রাজ্যের স্বাস্থ্য কমিশনার জয়ন্তী রাভী জানিয়েছেন, 'এই মৃত্যুর পিছনে কারণ ও তদন্ত করতে একটি বিশেষ দল পাঠানো হয়েছে। সেই দল রিপোর্ট জমা দিলেই এর পরবর্তী পদক্ষেপ নিতে পারব আমরা।'  হাসপাতালের সুপার জি এস রাওয়ের কথায়, জানুয়ারি পয়লা দিন থেকে ২০ মে পর্যন্ত ৭৭৭-এরও বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, তাদের মধ্যে কেউ জন্মগ্রহণ করেছিল বা অসুখের কারণে ভর্তি হয়েছিল, সেই সব শিশুদের মধ্যে ১১১ জন মারা গিয়েছে।  উল্লেখ্য, এই হাসপাতালেই, ২০১৭ সালে ২৫৮টি সদ্যোজাতের মৃত্যু হয়েছিল, ২০১৫ ও ২০১৬ সালে যথাক্রমে ১৮৪ ও ১৬৪টি শিশুর মৃত্যু হয়েছিল। 

পুরুলিয়ায় বিমানবন্দর গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী

Image
দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরের ধাঁচেই এ বার আর একটি বিমানবন্দর পেতে চলেছে রাজ্য৷ পুরুলিয়া শহর থেকে ৯ কিলোমিটার দূরে ছররা এলাকায় নতুন একটি বিমানবন্দর গড়ে তুলতে সক্রিয় হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জেলা প্রশাসন সূত্রের খবর, পুজোর আগেই এ ব্যাপারে সমস্ত পরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ এসেছে নবান্ন থেকে৷ গত ৬ মার্চ মুখ্যমন্ত্রী পুরুলিয়া সফরে এসেই ওই বিমানবন্দর গড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন৷ এ জন্য রঘুনাথপুরের কাছে ৬০০ একর জমিও চিহ্নিত করা হয়েছে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের তৈরি একটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ রয়েছে ওই ছররা এলাকায়৷ সেটিকেই এ বার পুরোদস্তুর বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে সক্রিয় হয়েছে নবান্ন৷ আপাতত ৬০ থেকে ৭০ আসনের বম্বার্ডিয়ার জাতীয় বিমান ওঠানামার আলোচনা চলছে প্রশাসনিক স্তরে৷  আটের দশকেই ছররার এয়ারস্ট্রিপ ও তার সংলগ্ন ওই বিপুল জমি রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার৷ কিন্তু এতদিন সেটি পরিত্যক্ত হিসেবেই পড়েছিল৷ মার্চে মমতা জেলা সফরে এসে ওই এলাকায় একটি পুরোদস্তুর বিমানবন্দর গড়ার সিদ্ধান্তের কথা জানান৷ জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন, 'ছররা

আগামী ২০ বছর আমিই দলের সভাপতি থাকব, ঘোষণা মায়াবতীর

Image
শারীরিক ভাবে যত দিন সক্ষম থাকবেন, তত দিন তিনি দলের সর্বভারতীয় সভাপতি পদে থাকবেন। শুধু তাই নয়, আগামী ২০-২২ বছর দলকে নেতৃত্ব দেবেন তিনিই। ওই সময়ের মধ্যে কেউ যেন দলের সভাপতি হওয়ার স্বপ্ন না দেখেন। রবিবার লখনউয়ে দলীয় নেতা-কর্মীদের সভায় এমনই বার্তা দিলেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী। এ দিন দলের সংবিধানেও বেশ কিছু পরিবর্তনের কথা বলেন বিএসপি নেত্রী। তিনি বলেন, "এটা খুব দুর্ভাগ্যজনক যে, কিছু সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে কংগ্রেসের মতোই বিএসপি একটি পরিবারতান্ত্রিক দলে পরিণত হয়েছে।" কিন্তু বিএসপি যে সে পথে হাঁটবে না এ দিন সেই বার্তাও দেন। এবং সেই কাজটা শুরু করলেন সহ-সভাপতির পদ থেকে ভাইকে সরিয়ে দিয়েই। গত বছরে দলের সাংবিধানিক রদবদলের সময় সহ-সভাপতির পদটি তুলে দিয়েছিলেন তাঁর ভাইয়ের হাতে। এ প্রসঙ্গে বলেন, "দলের স্বার্থের কথা ভেবে এক জন সাধারণ কর্মী হিসাবেই থাকতে চেয়েছিল ভাই। কিন্তু দলের নেতা-কর্মীদের অনুরোধে তাঁকে ওই পদটি দেওয়া হয়।" এ দিন দলের প্রতিষ্ঠাতা কাঁসিরাম রাণার প্রসঙ্গও তুলে আনেন মায়া। কাঁসিরামও তাঁর কোনও আত্মীয়কে দলের গুরুত্বপূর্ণ পদে জায়গা দেননি। তাঁর সেই সিদ্ধ

রাস্তায় রাস্তায় ঘুরে চিকিৎসা করেন "ডক্টর ফর বেগার"

Image
পুনে : তিনি বিনামূল্যে চিকিৎসা করেন। ওষুধও দেন। সেই সঙ্গে রোগীদের ভিক্ষা না করতে দেন পরামর্শও। বলেন কাজ করতে। অসুস্থ ভিখারিদের সুস্থ করে তোলার পাশাপাশি তাদের সঠিক পথ দেখানোই তাঁর লক্ষ্য। তিনি পুনের চিকিৎসক অভিজিত সোনাওয়ানে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত নিয়ম করে রোগী দেখেন। তবে ভিজ়িট নিয়ে চেম্বারে বসে রোগী দেখেন না। রাস্তায় রাস্তায় ঘুরে সহায় সম্বলহীন ভিখারিদের চিকিৎসা করেন তিনি। বলেন, "সমাজের জন্য কিছু করতে এটাই আমার রাস্তা। আমি যখন ওদের চিকিৎসা করি তখন ওদের সঙ্গে সখ্যতা তৈরি করি। ওদের বোঝাই ভিক্ষাবৃত্তি ছেড়ে কিছু কাজ কর। আমি সবসময় পাশে আছি।"  তিনি আরও বলেন, "বেশিরভাগই ভিক্ষাবৃত্তিতে আসে পরিবার থেকে পরিত্যক্ত হওয়ার কারণে। তাদের কাছে আর কোনও পথ থাকে না। আমি ওদের শুধু চিকিৎসাই করি না, বিনামূল্যে ওষুধও দিই।" 

আসানসোলের জঙ্গল থেকে উদ্ধার নরকঙ্কাল

Image
আসানসোল: আসানসোলের সালানপুরের জঙ্গল থেকে উদ্ধার হল জোড়া নরকঙ্কাল। মনে করা হচ্ছে, এই দুই কঙ্কাল নিখোঁজ দুই বান্ধবীর। মাসখানেক আগে বাড়ি থেকে বার হওয়ার পর সালানপুরের শিবদাসপুরের দুই কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। অভিযোগ ওঠে, দুজনকে খুন করা হয়েছে। কিন্তু তাদের আর খোঁজ মেলেনি। গতকাল বিকেলে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে গাছে ২টি ওড়না ঝুলতে দেখে গ্রামের ১ মহিলার সন্দেহ হয়। জঙ্গলেই উদ্ধার হয় দুটি কঙ্কাল। খবর দেওয়া হয় সালানপুর থানায়। নরকঙ্কাল দুটি নিখোঁজ কিশোরীদের কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

দিল্লি-মেরঠ হাইওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Image
৮৪১ কোটি টাকায় তৈরি দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে (DME) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  রবিবার সকালে, এই গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়েটি উদ্বোধনের আগে রোড-শো করেন প্রধানমন্ত্রী। নিজামুদ্দিন ব্রিজ থেকে শুরু করে যাত্রা শুরু করেন তিনি। রোড শোয়ে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, মনসুখ মানধাভিয়ার মতো নেতৃত্বরা।  ৮৪১ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই এক্সপ্রেসওয়েটি। এর মধ্যে যমুনা সেতুর উপর বসানো হয়েছে সোলার সিস্টেম ও ভার্টিক্যাল গার্ডেনের ব্যবস্থা।  ৯৬ কিলোমিটার দীর্ঘ দিল্লি-মেরঠ হাইওয়ে দেশের প্রথম ১৪ লেনের সড়ক। শুধু দেশেই নয়, বিশ্বের কাছেও আকর্ষণীয় সড়কপথ। যেখানে রয়েছে বিদ্যুত্ সাশ্রয়ের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।  নিজামুদ্দিন থেকে গাজিয়াবাদ পর্যন্ত ১২ লেনের সড়ক। যেখাবে আবার ৮টি লেন ব্যবহার করা হয়েছে হাইওয়ে হিসেবে।  এক্সপ্রেসওয়ের দু'পাশেই রয়েছে ২.৫ মিটার চওড়া সাইকেল চালানোর রাস্তা। রয়েছে ১.৫ মিটার চওড়া ফুটপাথ ।  এই প্রকল্পের কাজ শেষ হতে সময় লেগেছে ১৭ মাস। উল্লেখ্য, প্রকল্পটি শেষ করার কথা ছিল ৩০ মাসের মধ্যে। এত দ্রুত হাইওয়ে প্রকল্প তৈরি, এর আগে কখনও হয়নি। এই গুরুত্বপূর্ণ সড়ক চা

একটা তরমুজের দাম ১৯ লক্ষ ৮১ হাজার ১৬ টাকা!

Image
১৯ লক্ষ ৮১ হাজার ১৬ টাকায় বিক্রি হয়েছে এই তরমুজ। তরমুজ খেতে পছন্দ করেন? বাজারে লাল টকটকে তরমুজ চোখে পড়লেই কিনে নেন? আচ্ছা আপনার তরমুজ-প্রীতি কখনও লাখ টাকা ছুঁয়েছে কখনও? আপনার ছুঁয়েছে কিনা জানা নেই। তবে জাপানের এই ভদ্রলোকের কিন্তু ছুঁয়েছে। ১৯ লক্ষ ৮১ হাজার ১৬ টাকা ব্যয় করেছেন শুধু এই একজোড়া তরমুজের জন্য! কী ভাবছেন? এই পরিমাণ টাকা হাতে পেলে আপনি কী কী করতেন মনে মনে তার একটা তালিকা বানিয়ে নিচ্ছেন নিশ্চয়। শুধুমাত্র তরমুজ-প্রীতি থেকেই অবশ্য জাপানের ওই ব্যক্তি এত টাকা ব্যয় করেননি। এর পিছনে রয়েছে অন্য কারণ। জানা গিয়েছে, সিজনাল ফল কেনা জাপানে একটা সম্মানের বিষয়। কে কত দামী ফল কিনছেন তার উপর নির্ভর করে তাঁর মান-সম্মান। প্রতি বছরই সিজনাল ফলের নিলাম হয় তাই। শনিবার সেই নিলামেই একজোড়া তরমুজের দাম ওঠে ১৯ লক্ষ ৮১ হাজার ১৬ টাকা। এক ব্যক্তি ওই ফল কিনে নিয়ে রেকর্ড করেছেন। গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়েছে এই ফলটি। ২০১৬ সালে নিলামে এর দাম উঠেছিল ১৮ লক্ষ ৫৭ হাজার ২০ টাকা।

সাত মাসের শিশুকে নিয়ে গঙ্গায় ঝাঁপ তরুণীর

Image
গঙ্গায় শিশুপুত্রকে নিয়ে ঝাঁপ মমতা দেবীর কোলের শিশুকে নিয়ে গঙ্গায় ঝাঁপ দিলেন এক তরুণী। নদীতে টহল দেওয়ার সময় নৌ সেনার নজরে পড়ে যাওয়ায়, দ্রুত সেই তরুণীকে শিশু-সহ উদ্ধার করা হয়। কিন্তু মা প্রাণে রক্ষা পেলেও বাঁচানো যায়নি শিশুটিকে। রবিবার সকাল সওয়া ১০ টা নাগাদ নৌসেনা তাঁদের হোভারক্রাফ্টে হাওড়ার দিক ঘেঁষে টহল দিচ্ছিল। হাওড়া ব্রিজের কাছেই তাঁদের নজরে পড়ে এক অদ্ভুত দৃশ্য। এক তরুণী নদীর উপর ঝুঁকে থাকা একটি গাছের ডাল থেকে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন। তাঁর কোলে সাত-আট মাস বয়সী একটি শিশু। নৌসেনার দল চিৎকার করে বারণ করে ঝাঁপ দিতে। কিন্তু তার আগেই জলে ঝাঁপ দেন ওই তরুণী।   নৌসেনা কর্মীরা নিজেরাও ঝাঁপ দেন ওই তরুণী এবং তাঁর শিশুকে বাঁচানোর জন্য। দু'জনকেই উদ্ধার করে নিয়ে কলকাতা পুলিশের রিভার ট্রাফিক পুলিশের বাবুঘাটের জেটিতে নিয়ে আসেন তাঁরা। সেখান থেকে পুলিশ কর্মীরা নিয়ে যান এসএসকেএম হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ওই তরুণীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই মহিলার নাম মমতা দেবী। বাড়ি রুবির কাছাকাছি। তরুণীর কাছ থেকে পাওয়

চলন্ত ট্রেনে মহিলার যৌন হেনস্থা, গ্রেফতার সেনাকর্মী

Image
চলন্ত ট্রেনে এক মহিলার যৌন হেনস্থার অভিযোগ উঠল এক সেনাকর্মীর বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটে দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই দিন রাতে রাজস্থানের কোটা থেকে ট্রেনে একাই উঠেছিলেন ওই মহিলা। গন্তব্যস্থল ছিল দিল্লির হজরত নিজামউদ্দিন স্টেশন। অভিযোগ, ট্রেনটি কোটা স্টেশন ছাড়ার পরই তিনি দেখেন এক সেনাকর্মী তাঁর বন্ধুদের সঙ্গে ট্রেনের ভিতরেই মদ্যপান করছেন। খুব একটা গুরুত্ব না দিয়ে তিনি নিজের সংরক্ষিত আসনে গিয়েই বসেন। অভিযোগ, কিছু ক্ষণ পরেই ওই সেনাকর্মী উঠে এসে মহিলার সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করেন। তিনি প্রতিবাদ করেন। কিন্তু তাতেও লাভ হয়নি। মহিলা পুলিশকে জানান, ভয়ে, আতঙ্কে তিনি সেখান থেকে দৌড়ে ট্রেনের শৌচালয়ে ঢুকে দরজা আটকে দেন। তাঁর দাবি, শৌচালয়ের ভিতরেই সারা রাত ছিলেন। রবিবার সকালে ট্রেন দিল্লিতে পৌঁছলে ওই সেনা অফিসারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই সেনাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

আলিঙ্গন করে সাসপেন্ড ছাত্রের নম্বরে চোখ ছানাবড়া শিক্ষকদেরই

Image
তিরুঅনন্তপুরম : ছেলে তো নয়, যেন কীর্তির পাহাড়। স্কুলের মধ্যে সহপাঠিনীকে দীর্ঘ সময় ধরে আলিঙ্গন করা, এবং সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সাসপেন্ড হওয়া—সবই ঘটে গিয়েছে তার সঙ্গে। কিন্তু সিবিএসই-র দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় সেই ছেলেই চোখ ছানাবড়া করে দিয়েছে সক্কলের। 'ব্যাড বয়' হিসেবে পরিচয় তার,কিন্তু ৯১.২ শতাংশ নম্বর পেয়ে তিরুঅনন্তপুরমের সেই কিশোর যেন রাতারাতি হয়ে উঠেছে 'গুড বয়'। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থেই তার নাম প্রকাশ্যে আনা যাচ্ছে না। তবে শোনা যায়, তিরুঅনন্তপুরমের সেন্ট থমাস সেন্ট্রাল স্কুলের ওই ছাত্রের দৌলতে শিক্ষক শিক্ষিকাদের মাথার চুল খাড়া হতে বসেছিল। সমস্যা চরমে ওঠে গত বছরে। স্কুলের মধ্যেই এক কিশোরীর সঙ্গে 'লং হাগ' বা দীর্ঘ আলিঙ্গন। নিজের কীর্তি জাহির করার জন্য ওই ছবি সে পোস্ট করেছিল ইনস্টাগ্রামে। শুধু কেরল নয়, এই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে যায় গোটা দেশে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দু'জনকেই সাসপেন্ড করে স্কুল কর্তৃপক্ষ। মামলা গড়ায় কেরল  হাইকোর্টে। শৃঙ্খলা রক্ষার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের হাতে রয়েছে, এমন যুক্তি দিয়ে বিষয়টিতে নাক গলাতে রাজি হয়নি আদালত।

প্রাক্তন প্রেমিকার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গ্রেফতার প্রাক্তন প্রেমিক

Image
বর্ধমান: প্রাক্তন প্রেমিকার কিছু আপত্তিকর ও ব্যক্তগত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যাবতীয় বিতর্কের শিরোনামে এক ডাক্তারি পড়ুয়া ৷ পরে তাকে বর্ধমান থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়াতে বেশ হিংস্র হয়ে পড়ে ছিল প্রাক্তন প্রেমিক ৷ বাহ্য জ্ঞানশূন্য হয়েই এই কীর্তি করেছেন অভিযুক্ত প্রাক্তন প্রেমিক ৷ এর আগেও পথেঘাটে আশালিন মন্ত্বব্য, কটুক্তি করা হতে প্রাক্তন প্রেমিকাকে কিন্তু এসবকে কখনও গুরুত্ব দেননি তিনি কিন্তু এবার যাবতীয় সীমা পাড় করেছে অভিযুক্ত যুবক ৷ পুলিশ ধৃতকে দফায় দফায় জেরা করছে ৷ পুলিশের অনুমান কোনও এক চক্রের সঙ্গে জড়িত হয়েই এই কাজ করেছে ৷ ধৃতকে আজ সিউড়ি আদালতে তোলা হবে ৷ মেয়েটির পরিবারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ৷

লজ্জা! গর্ভবতীকে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় গণধর্ষণ

Image
৬ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল হরিয়াণার মানেসরে। বিজেপি শাসিত এই রাজ্য এক ঘৃণ্য ঘটনার সাক্ষী হয়ে রইল। জানা গিয়েছে, বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ওই ৬ মাসের অন্তঃসত্ত্বাকে। সেই সময়ে পথেই তাঁকে গণধর্ষণ করা হয়। ঘটনায় অভিযোগ রয়েছে ৩ জনের বিরুদ্ধে। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে নিয়ম মাফিক চেক আপের জন্য হাসপাতালে যাচ্ছিলেন ওই মহিলা। একটি অটোতে চেপে সেখানে যাচ্ছিলেন তাঁরা। এরপর অটোড্রাইভার মহিলাকে জল দেন। অভিযোগ, তারপরই তিনি অচৈতন্য হয়ে পড়েন। এরপর তাঁর সঙ্গে নারকীয় যৌন অত্যাচার করা হয় বলে অভিযোগ রয়েছে। যদিও ওই মহিলা ঘটনার ৪ দিন পর এই অভিযোগ জানিয়েছেন মানেসর থানায়। শনিবার অভিযোগ দায়ের করা হয় পুলিশের কাছে। পুলিশের তরফে জানানো হয়েছে, বিহারের বাসিন্দা ওই মহিলা ও তাঁর স্বামী বহুদিন ধরেই মানেসরে থাকেন। তাঁদের একটি ছেলেও রয়েছে। এদিকে, চিকিৎসকরা জানিয়েছেন, ওই গর্ভবতী মহিলার ভ্রুণে কোনও সমস্যা নেই। আপাতত সেটি স্বাভাবিক বলেই জানানো হয়েছে মেডিক্যাল রিপোর্টে।

শ্রীলঙ্কায় বন্যায় মৃত ২১, ক্ষতিগ্রস্ত ১.৫ লক্ষ

Image
শ্রীলঙ্কায় গত একসপ্তাহ ধরে চলা ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যাপরিস্থিতিতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত আরও প্রায় দেড় লক্ষ মানুষ। খোঁজ নেই আরও কয়েক জনের। ফলে, মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।  সরকারি সূত্রে খবর, বজ্রপাতেই অধিকাংশ জন মারা গিয়েছেন। বন্যার জলে তলিয়ে মৃত্যু হয়েছে আরও ৯ জনের। শ্রীলঙ্কার দুর্যোগ ত্রাণ মন্ত্রী দুমিন্দা দিসানায়াকে জানিয়েছেন, ২৫টি প্রশাসনিক জেলার মধ্যে ২১টিই বন্যাকবলিত। জেলাগুলির ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৪৫ হাজারেরও বেশি মানুষ।  সূত্রের খবর, গত ১৬ মে থেকেই ভারী বর্ষণ হচ্ছে শ্রীলঙ্কায়। যার জেরেই বহু এলাকা প্লাবিত হয়ে পড়ে। ঘরবাড়ি ভাঙার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়ে চাষাবাদ। সরকারি হিসেবে একশোর বেশি বাড়ি ভেঙেছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেনাও।

প্রেমের ৬ বছর পর আর পছন্দ নয় প্রেমিকাকে, ফেসবুকে 'নগ্ন' ছবি ছড়াল প্রেমিক

Image
প্রেমিকাকে আর পছন্দ নয়। আর তাই প্রেমিকার 'নগ্ন' ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। আরও অভিযোগ, পুলিসের দ্বারস্থ হলেও মেলেনি কোনও সাহায্য। নানা বাহানা দেখিয়ে বার বার ফিরিয়ে দেওয়া হয়েছে অভিযোগকারী যুবতীকে। বীরভূমের সিউড়ির এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। সিউড়ির ফকিরপাড়ার বাসিন্দা ডাক্তারি পড়ুয়া কউসর আলির সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল এলাকারই এক যুবতীর। দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ছিল তাঁদের। বিয়ের কথাও শুরু হয়েছিল। কিন্তু হঠাত্ই ছন্দপতন। ওই যুবতী জানিয়েছেন, কখনও ছেড়ে যাবে না বলে কউসর তাঁকে কথা দিয়েছিল। বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল। কউসরের কথায় বিশ্বাস করেছিলেন তিনি। এরপর সম্পর্ক দিন গড়াতেই 'প্রেমিক' কউসর বিভিন্ন সময়ে তাঁর কাছে 'নগ্ন-অর্ধনগ্ন' ব্যক্তিগত ছবি চাইতে শুরু করে। 'প্রেমিক'-কে বিশ্বাস করে তাঁর 'আবদার'ও মিটিয়েছিলেন তিনি। কিন্তু, বেশ কিছুদিন ধরে হঠাত্ই তাঁকে এড়িয়ে চলতে শুরু করে কউসর। অভিযোগ, সেইসময়ই ওই যুবতীর চোখে পড়ে বিভিন্ন সময় তাঁর কাছ থেকে নেওয়া ব্যক্তিগত সব ছবি ফেসবুকে পোস্ট করছে কউসর। ওই যুবতী জানিয়েছেন,

ভিন্‌ধর্মী মহিলা বন্ধু! মার যুবককে

Image
বন্ধু তাঁর ভিন্‌ ধর্মের মহিলা। সেই 'অপরাধে' উত্তরপ্রদেশের শিবরাজপুর স্টেশনে শুরু হল চড়-চাপড় ধাক্কা। তার পর বেধড়ক মারধর। বছর বাইশের এক যুবকের উপরে এমন অত্যাচারের ভিডিয়ো তুলেছে আক্রমণকারীরাই। জনমনে আতঙ্ক ছড়াতে সেটি সোশ্যাল মিডিয়াতেও দিয়েছে তারা। ওই ভিডিয়ো দেখেই আক্রান্ত যুবককে চিহ্নিত করেছে পুলিশ। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। ওই যুবক সংবাদ সংস্থাকে জানান, ভয়ে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেননি। পুলিশ জানাচ্ছে, হামলাবাজরা 'দক্ষিণপন্থী সংগঠনের সদস্য'। ভিডিয়োয় দেখা যাচ্ছে, যুবকটির সঙ্গে ওই মহিলার বন্ধুত্ব নিয়ে একের পর এক প্রশ্ন করছে আক্রমণকারীরা। জানতে চাওয়া হয়, ওই মহিলার সঙ্গে তাঁর কত দিনের সম্পর্ক। যুবকটি জানায়, তিন বছর ধরে তাঁরা পরস্পরকে চেনেন। বলামাত্রই  সপাটে চড়। এর পরে চলে প্ল্যাটফর্মে ফেলে মার। হুমকি দেয় কেউ, 'তোমার জীবন যদি বরবাদ না করতে পারি তো নিজের নামই বদলে ফেলব!' এর পরে কেউ হামলাবাজদের সতর্ক করে আড়ালে যেতে বলে। এই অবধিই দেখা যাচ্ছে মিনিট দুয়েকের ভিডিয়োটিতে। কানপুরের এসপি প্রদ্যুম্ন সিংহ জানান, মুসলিম হয়ে কেন এক জন হিন্দুর সঙ্গে কেন বন্ধুত্ব করেছেন, এ

রেলকে বুদ্ধি দিলে খসবে হাজার টাকা!

Image
খোঁজাখুঁজিই সার। বিকল্প পথে আয়ের মুখ দেখেনি রেল। এ বার তাই পথ খুঁজতে সরাসরি জনতার দরবারে রেল ভবন! রেলের আর্থিক স্বাস্থ্য ফেরাতে বিকল্প পথে বারবারই সরব হয়েছে প্রধানমন্ত্রীর দফতর। কিন্তু নানা দিকে হাতড়েও গত তিন বছরে যাত্রিভাড়া এবং পণ্য পরিবহণ ছাড়া অন্যান্য খাতে উল্লেখযোগ্য হারে আয় বাড়াতে পারেনি রেল। এ বার বিকল্প পথ বাতলাতে জনতার কাছে আর্জি জানাচ্ছে রেল। সূত্রের খবর, রেল ভবন থেকে প্রতিটি ডিভিশনের কাছে এই নির্দেশ পাঠানো হচ্ছে। তবে শুধু সুপারিশ দিলেই হবে না। রেল জানিয়েছে, সুপারিশপত্রের সঙ্গে  ১ হাজার টাকাও জমা দিতে হবে সংশ্লিষ্ট নাগরিককে। অত্যুৎসাহীদের আজেবাজে সুপারিশ এড়াতেই এই পরিকল্পনা। যা কোনও স্টেশন বা ডিভিশন ভিত্তিক হতে পারে বা পরিকাঠামো নির্ভরও হতে পারে। বস্তুত, গত তিন বছরে প্ল্যাটফর্মে ডিসপ্লে মনিটর বসানো, বিজ্ঞাপন সংস্থাকে হোর্ডিং ভাড়া দেওয়া, ট্রেনের গায়ে বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রচার করা, প্রথম সারির স্টেশনগুলি ৪০ বছরের জন্য সরাসরি লিজ দেওয়ার মতো নানা পরিকল্পনা বের করেছিলেন রেলকর্তারা। কোনওটিই লাভের মুখ দেখেনি। রেলের একাংশই বলছেন, ''আমাদের কর্তারা ভেবেছিলেন, রেলের নাম শ

আইপিএলের ফাইনালে শেষ হাসি কার? নজরে আজ ধোনি বনাম রশিদ দ্বৈরথ

Image
যুযুধান: রশিদ নাধোনি, ফাইনালে কে হাসবেন শেষ হাসি? প্রথম জন, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে চিরকালীন নায়ক। সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম সেরা ফিনিশার। যিনি আরও একটি আইপিএল ট্রফির অপেক্ষায়। দ্বিতীয় জন, আন্তর্জাতিক ক্রিকেটের নতুন বিস্ময়। যিনি ভারতীয় ক্রিকেটভক্তদের ভালবাসা আদায় করে নিতে পেরেছেন। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে, বছর কুড়ির ছেলেটিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হোক। প্রথম বার আইপিএল ট্রফি হাতে তোলার অপেক্ষায় রয়েছেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনি এবং রশিদ খান। দুই ক্রিকেট প্রজন্মের দুই মুখের লড়াই এ বারের আইপিএল ফাইনালের বড় বক্স অফিস হতে চলেছে। আজ, রবিবার, ওয়াংখেড়েতে এই দুই ক্রিকেট তারকার দ্বৈরথই হয়তো বা ঠিক করে দেবে কোন দলের হাতে ট্রফি উঠবে— সানরাইজার্স হায়দরাবাদ না চেন্নাই সুপার কিংস।  দু'বছর নির্বাসনে থাকার পরে আইপিএলে প্রত্যাবর্তন ঘটেছে চেন্নাইয়ের। ফর্মে থাকা ধোনির হাত ধরে উঠেছে ফাইনালেও। আর খেলা হবে সেই ওয়াংখেড়েতে, যেখানে বছর সাতেক আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ছয় মেরে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন ধোনি। দু'বছর পরে সিএসকের জার্সি গায়ে আইপিএল খেলতে

দোকানে ঢুকে গুন্ডামি, সুরাতে ধৃত ‘লেডি ডন’

Image
এলাকা কাঁপে তাঁর নামে। কখনও ছুরি, কখনও পিস্তল তো কখনও তরোয়াল। পুলিশের খাতায় একাধিক অভিযোগ থাকলেও কুছ পরোয়া নেই। নিজের শর্তে বাঁচাই মন্ত্র তাঁর। তাই বাইকে চেপে অস্ত্র হাতে এলাকা শাসন করে বেড়ান সুরাতের 'লেডি ডন'। এটাই এখন পরিচয় বছর কুড়ির অস্মিতা গোহিলের। গত সোমবার সকাল ছ'টা নাগাদ একটি পানের দোকানে তরোয়াল নিয়ে ঢুকে ৫০০ টাকা 'তোলা' চাওয়ার অভিযোগে ফের গ্রেফতার হলেন অস্মিতা ও তাঁর বন্ধু রাহুল। ভাইরাল হয়েছে গোটা ঘটনার ভিডিয়ো। গত মার্চে দোলের দিন চপার জাতীয় ধারাল অস্ত্র হাতে কয়েক জনের সঙ্গে ঝামেলায় জড়ান অস্মিতা। সঙ্গে ছিলেন সঞ্জয় গোহিল নামে তাঁর এক বন্ধু। তাঁর হাতেও ছিল ছুরি। ভাইরাল হয়েছিল সেই ভিডিয়োটিও। সে সময় দু'জনকেই গ্রেফতার করে পুলিশ। তবে পরে তাঁরা জামিন পেয়ে যান। অন্য একটি ঘটনায়, কালিয়া নামে এক বন্ধুর সঙ্গে মিলে বাইক হাতিয়ে পালানোরও অভিযোগ উঠেছিল অস্মিতার বিরুদ্ধে। ফেসবুকে নিজেকে স্বনির্ভর বলে পরিচয় দেন 'ডন' অস্মিতা। প্রোফাইল ভর্তি নিজের নানা ধরনের ছবি— কোনওটা অস্ত্রশস্ত্র নিয়ে তো, কোনওটা নামীদামি বাইক-গাড়ির সঙ্গে তোলা। আড়াই হাজার বন্ধু ও ১২ হাজার ফলো

‘ছ’বছরের লড়াইয়ের পর শেষে মেয়ের জন্য কিছু করতে পারলাম’

Image
ফোনের ও পারে কাঁপছিল বৃদ্ধের গলা। গর্ভপাতের পক্ষেই যে রায় দিয়েছেন আয়ারল্যান্ডবাসী, বুথফেরত সমীক্ষায় তা গোটা বিশ্ব জানার পর তখন ঘণ্টাখানেকও কাটেনি। ৭১ বছরের আন্দানাপ্পা ইয়ালাগি বলেন, ''কিচ্ছু করতে পারিনি সেই সময়। অথর্বের মতো শুধু দেখেছি আমার সুস্থ মেয়েটাকে একটু-একটু করে মৃত্যু গিলে ফেলল।'' কর্নাটকে বেলগাঁওয়ের বাড়িতে বসেই আয়ারল্যান্ডে গণভোটের ফলের অপেক্ষায় প্রহর গুনছিলেন বৃদ্ধ দম্পতি— আন্দানাপ্পা ও আখমি। গর্ভপাত না করানোর আইনে অটল থেকে যাঁদের কন্যা সবিতা হলপ্পনবার মৃত্যু ডেকে এনেছিলেন আয়ারল্যান্ডের চিকিৎসকেরা। গণভোটে গর্ভপাতের পক্ষে প্রচারের 'মুখ' সবিতাই। ফোনে বাবা বলেন, ''হাসপাতালের শয্যায় শুয়ে মিনতি করেছিল চিকিৎসকদের। নিজে ডাক্তার ছিল তো। বুঝেছিল গর্ভপাত না করলে মৃত্যু অনিবার্য। কেউ কথা শুনল না। একবিংশ শতাব্দিতেও কী অদ্ভুত নিয়ম!  ছ'বছরের লড়াইয়ের পর শেষ পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠা হল। গণতন্ত্র জিতল।'' ২০১২ সালে মাত্র ৩১ বছর বয়সে গলওয়ের হাসপাতালে সেপটিসিমিয়ায় মারা যান পেশায় দন্তচিকিৎসক সবিতা। ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। সবিতার রক্তে সংক্রমণ ছ

কোচবিহার থেকে আমেরিকায়, স্বপ্নের উড়ান রূপান্তরকামী নারী সুমির

Image
স্বপ্নের উড়ান! নাকি স্বপ্নেও কোনওদিন ভাবেননি সুমি! কোথায় কোচবিহারের প্রত্যন্ত মফস্‌সল, আর কোথায় আমেরিকার পোর্টল্যান্ড! ছোট্ট থেকে অপমান আর বঞ্চনাই তাঁকে জুগিয়েছে হার-না-মানা লড়াইয়ের জেদ। সেই জেদের জোরেই আজ বিশ্বমঞ্চে রূপান্তরকামী নারী সুমি দাস। পোর্টল্যান্ড থেকে জানালেন, একদিন কেউ তাঁকে মানুষ বলেই গণ্য করত না। আড়ালে সেই কষ্ট বুকে চেপে রাখতেন তিনি। আর আজ তাঁর কথা বিশ্বের মানুষ শুনছে। হোয়াটসঅ্যাপ কলে কথা বলতে বলতে গলা ভার হয়ে আসে তাঁর। বললেন, "সেই ১৪ বছর বয়সে শপথ নিয়ে বাড়ি ছেড়েছিলাম। পথই হয়েছিল আমার ঠিকানা। হার মানিনি। শুধু নিজের জন্য নয়, আমাদের জন্য এই লড়াইয়ে আজ আমেরিকায় আসতে পেরে আমি খুশি।" রূপান্তরকামী এবং বৃহন্নলারা ভারতের বড় শহরগুলির বাইরেও কী ভাবে সঙ্ঘবদ্ধ হচ্ছেন তা নিয়ে এদিনই পোর্টল্যান্ডে একটি এক আলোচনাসভায় বললেন তিনি। দিনহাটার বলরামপুর রোডে বাড়ি সুমিদের। বাবা-মায়ের একমাত্র সন্তান। বাবা ব্যবসায়ী। ছোট থেকেই সুমির 'অন্যরকম' আচরণ নিয়ে বিরক্ত হত তাঁর পরিবার। তৃতীয় শ্রেণিতে পড়ার সময়েই মা মারা যান। এর পর থেকেই প্রতি পদে প্রতিবেশী-স্বজনদের তুচ্ছতাচ্ছিল্য যেন সঙ্গী হ

বন্দি বিচ্ছিন্নতাবাদী নেতার মেয়ে দ্বাদশে কাশ্মীর-সেরা

Image
তিহাড় জেলের বিশাল দরজাটার সামনে ভোর পাঁচটা থেকে অপেক্ষা করেছেন। কিশোরীর সেই অপেক্ষা চলেছে টানা পাঁচ ঘণ্টা। তার পরে জেলবন্দি বাবার সঙ্গে মাত্র কুড়ি মিনিট দেখা করতে পেরেছেন সামা সাবির শাহ। আজ সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় গোটা জম্মু-কাশ্মীরে প্রথম স্থান পেয়ে বাবার কথাই বেশি মনে পড়ছে সামার। সামা সাবির শাহ। উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির আহমদ শাহের মেয়ে। পড়েন শ্রীনগরের দিল্লি পাবলিক স্কুলে। ৯৭.৮ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি লিখেছেন, 'নিজের পরিশ্রম আর জেদে সব বাধা অতিক্রম করেছে সামা। সে আমাদের রাজ্যের তরুণদের সামনে অনুপ্রেরণা।' সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের টাকা লেনদেনের অভিযোগে গত বছর সামার বাবাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাবার কথা বলতে গিয়ে আবেগ ঠেলে বেরিয়ে আসে সামার। বলেন, ''আজ আমার সাফল্যের খবরটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। কিন্তু বাবা তো এখনও জানে না। মিস করছি বাবাকে। '' সামা আর তাঁর বোনকে সামলান মা বিলকিস। বিলকিস বলেন, ''এত মানসিক চাপ সত্ত্বেও মেয়ে যে এমন ফল করল, ঈশ্বরকে ধন্যব

‘বাবারা একটু খেয়ে গেলে না? পাপ দেবে ঠাকুর!’

Image
সোনারপুর সুভাষপল্লি। খালপাড়ে দু'কামরার ছোট্ট বাড়ি। চিলতে বারান্দায় ঠাকুরের আসনে গোপাল আর মেরির কোলে যিশুর সহাবস্থান। আর সেই ঠাকুরের আসনের পাশেই স্বপাক রান্নার সামান্য আয়োজন। ''প্রথমে একটু চা করি? ভাতও আছে। দু'গ্রাস খেয়ে যেও কিন্তু বাবারা! এত রাত হল!'' ঘড়ির কাঁটা ততক্ষণে দু'টো ছুঁয়েছে। সত্তরোর্ধ্ব বৃদ্ধার নাম সুনীতি হালদার। খানিক আগেও বাঘা যতীন স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বসে হাউহাউ করে কাঁদছিলেন। কান্নার রোলে কেবল একটাই কথা বলছিলেন— ''ছেলেটাকে মেরেই ফেলবে ওরা। আমায় একটু নিয়ে চল না বাবুর কাছে!'' স্থানীয় বাসিন্দাদের দাবি, শুক্রবার বিকেল থেকেই স্টেশন লাগোয়া এঁদো ফুটপাথে বসেছিলেন এই অশীতিপর বৃদ্ধা। স্থানীয় মানুষেরাই প্রথমে তাঁকে জল আর সামান্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন। রাতের দিকে পৌঁছয় পাটুলি থানার পুলিশ। তারাই খবর দেয় যাদবপুর জিআরপি'কে। রাত ১১টা নাগাদ পৌঁছয় রেল পুলিশ। ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী প্রান্তিক চট্টোপাধ্যায় এবং তাঁর দলবলও। ঘর হারানো বয়স্ক মানুষদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করাই তাঁদের কাজ। সক

নিজের কর্তব্যটুকুই তো করেছি, বলছেন গগনদীপ

Image
নিজের শরীর দিয়ে মারমুখী জনতার থেকে এক তরুণকে আগলে রেখেছেন পুলিশ অফিসার। নিজের পিঠেই সয়ে নিচ্ছেন জনতার আঘাত। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল দেশজুড়ে। সবাই কুর্নিশ জানাচ্ছেন খাকি উর্দির ওই রক্ষককে। উত্তরাখণ্ডের রামনগর থানার সেই এসআই, গগনদীপ সিংহ কিন্তু এই খ্যাতি নিয়ে কথা বলতে লজ্জাই পাচ্ছেন। পেশাগত কাজের সূত্রে শনিবার দিল্লি এসেছেন গগনদীপ। ফোনে বললেন, ''অন ডিউটি অফিসার হিসেবে আমার কর্তব্যটুকু করেছি মাত্র।'' নৈনিতাল জেলার রামনগরের অদূরে গির্জা মন্দিরের কাছে নদীর ধারে বসে বান্ধবীর সঙ্গে কথা বলছিলেন ওই তরুণ। গঙ্গা দশেরা উৎসব চলছিল নদীতে। তখনই ওই যুগলকে আক্রমণ করে জনতা। 'অপরাধ'? ওই তরুণ মুসলিম ও তরুণী হিন্দু। গির্জা মন্দিরেই ডিউটি করছিলেন গগনদীপ। বললেন, ''হঠাৎ দেখি, ওই ছেলে-মেয়েকে  পেটাতে শুরু করেছে লোকজন। তখনই না বাঁচাতে পারলে মেরে ফেলবে। এক লেডি অফিসারকে ফোন করে ঘটনাটা জানাই। আর দৌড়ে চলে যাই ভিড়ের মধ্যে।'' বুকে জড়িয়ে ওই তরুণকে বার করে নিয়ে আসেন তিনি। প্রাপ্তবয়স্ক যুগলকে থানায় নিয়ে যাওয়া হয়, পরে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। কিন্তু ওই যুবকক

এখনও মায়ের পরিচয়ই যথেষ্ট নয়! বাবার নামটা লাগবেই, নইলে...

Image
হতবাক হয়ে গিয়েছিলেন গৃহকর্ত্রী। নতুন জায়গায় এসেছেন সবে কয়েক দিন হল। নিজে চাকরি করেন। তাই মেয়ের দেখভালের জন্য সারা দিনের এক পরিচারিকাকে ঠিক করেছিলেন। কয়েক দিন কাজে আসার পরেই পরিচারিকা এক সময়ে প্রশ্ন করেন, ''দাদাবাবু নেই?'' গৃহকর্ত্রী জানিয়েছিলেন, না। ডিভোর্স হয়েছে তাঁর। ছোট মেয়েকে নিয়ে তিনি একাই থাকেন। পরিচারিকার উত্তর ছিল, ''তা হলে আসব না আর!'' মেয়েকে নিয়ে আতান্তরে পড়েছিলেন ওই মহিলা। এই কলকাতাতেই এমন ঘটনা ঘটেছে। শুধু ঘটেছে বলা ভুল, ক্রমাগত ঘটেই চলেছে। 'সিঙ্গল মাদার' বা একা মায়েরা যেখানে নিজেদের সন্তানদের নিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন। সামাজিক গ্রহণযোগ্যতার প্রশ্ন তো রয়েছেই, সেই সঙ্গে পদে পদে যোগ হয়েছে বাস্তব সমস্যাও। স্কুলে ভর্তি থেকে ভিসার আবেদন— সব জায়গাতেই অনিবার্য হয়ে পড়ছে পিতৃ-পরিচয়। আইন বলছে, মায়ের পরিচয়ই সন্তানের জন্য যথেষ্ট। তা সত্ত্বেও এই টানাপড়েনে ক্রমেই অনিশ্চিত আর ক্ষতবিক্ষত হচ্ছে শৈশব। রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশনের তথ্য বলছে, একা মা হওয়ার কারণে শিশুদের স্কুলে ভর্তি নেওয়া হয়নি, এমন অভিযোগের সংখ্যা ক্রমশ বাড়ছে। আর সে সব স্কুল ক