জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্ক, কর্মহীন ৪ হাজার


চন্দননগর : চন্দননগরের গোন্দলপাড়া জুটমিলে ঝোলানো হল সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। এর ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় চার হাজার শ্রমিক। কাঁচা মালের অভাবে উৎপাদন মার খাচ্ছিল কয়েকদিন ধরে। তার উপর গতকাল সকাল থেকে মিলের দুটি বিভাগে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। তাঁদের কাজে যোগ দেওয়ার জন্য সন্ধেয় নোটিস দেয় মিল কর্তৃপক্ষ। কিন্তু, তারপরেও শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় সাসপেনশনের নোটিস ঝোলানো হয়।

গতকাল রাত আটটা নাগাদ মিলের গেটে নোটিস ঝোলায় কর্তৃপক্ষ। শ্রমিকদের অভিযোগ, "মালিকপক্ষ নানা অজুহাতে এর আগেও কয়েকবার বন্ধ করে দিয়েছিল জুটমিল। এবার কাঁচামালের অভাব রয়েছে এই অজুহাতে দেখিয়ে বন্ধ করেছে। এর ফলে সমস্যায় পড়েছি আমরা।"

শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে শ্রমিক ইউনিয়নের সঙ্গে মালিকপক্ষ আলোচনায় বসবে বলে জানা গেছে।