Posts

Showing posts from July 6, 2018

পেত্নী তাড়ানোর নামে মহিলাকে পাঁচদিন ধরে গণধর্ষণ, গ্রেপ্তার সাগরেদ-সহ সাধু

Image
মালদহ: পেত্নী তাড়ানোর নাম করে এক মহিলাকে পাঁচদিন ধরে আশ্রমে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠল এক স্বঘোষিত সাধু ও তার দুই সাগরেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া থানার সামসি এলাকার একটি আশ্রমে। নির্যাতিত ওই মহিলার বাড়ি নদিয়া জেলায়। অসমের কামাক্ষ্যা থেকে নদিয়ার ওই গৃহবধূকে পেত্নী তাড়ানোর নাম করে মালদহে ডেকে আনা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার ভোররাতে সামসির ওই আশ্রম থেকে সাধু-সহ মোট তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। নির্যাতিতাকে শুক্রবার মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অম্বুবাচি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও দুই সঙ্গী ধনাই রায় ও শঙ্কর ভগতকে নিয়ে কামাক্ষ্যায় গিয়েছিল আশ্রমের সাধু বাচ্চু গিরি মহারাজ। কামাক্ষ্যায় ধনাই ও শঙ্করের সঙ্গে ওই মহিলার পরিচয় হয়। নদিয়ার ওই গৃহবধূ একাই কামাক্ষ্যায় গিয়েছিলেন। তাঁকে "পেত্মী ধরেছে" বলে নদিয়ার এক ওঝা নিদান দিয়েছিল। কিন্তু সেই ওঝার ঝাড়ফুঁকে কাজ না হওয়ায় ওঝারই নির্দেশে একাই কামাখ্যায় যান মহিলা। সেখানে ধনাই ও শঙ্করের সঙ্গে মহিলার প্রথম আলাপ হয়। দুই সাগরেদই মহিলার সঙ্গে তাদের সাধুবাবার পরিচয় করিয়ে দেয়। তারাই মহিলাকে ব

চা-এও ছাড় নেই, এবার শহরবাসীকে ভয় দেখাচ্ছে ‘ভাগাড়ের ভাঁড়’

Image
মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা চা৷ দেখেই মন উচাটন! চুমুক দিলেই দিল খুশ! তাই শহর-মফঃস্বলে রাস্তার ধারের চায়ের দোকানে মাটির ভাঁড়ের কদর আদি অনন্তকালের। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও ধারণাটাকে বেবাক পাল্টে দিতে পারে। বরং ভাঁড় দেখলেই ঘেন্নায় গুলিয়ে উঠতে পারে গা। কারণ ভিডিওয় দেখা যাচ্ছে, নোংরা পোশাকের একটি লোক আঁস্তাকুড় থেকে বেছে বেছে আস্ত মাটির ভাঁড় কুড়িয়ে পুরছে ততোধিক নোংরা বস্তায়। যেগুলি কিনা আবার বিভিন্ন দোকানের ব়্যাকে সাজিয়ে রাখা হবে, গরম চায়ে পরিপূর্ণ করে খদ্দেরের হাতে তুলে দেওয়ার জন্য। খদ্দের তাতে পরম আয়েশে চুমুক দেবেন। জানতেও পারবেন না, ডাস্টবিন ফেরত 'ভাগাড়ের ভাঁড়ে চুমুক দিচ্ছেন। হ্যাঁ, ভাগাড়ের ভাঁড়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর দৌলতে আপাত নিরীহ মাটির ভাঁড়কে আপাতত এই নামেই সম্বোধন করতে শুরু করেছেন অনেকে। ভিডিওটির সত্যাসত্য যাচাই হয়েছে কি না, তার অপেক্ষা থাকছে না। এ ব্যাপারে পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে আশঙ্কা যে নেহাত অমূলক নয়, একান্ত আলাপচারিতায় তাবড় পুলিশকর্তারাও তা ঠারেঠোরে স্বীকার করছেন। "এমনটা হওয়া আশ্চর্য কিছু নয়। চা খেয়ে অনেকেই ভা

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ধর্ষণে অভিযুক্ত মিঠুন-পুত্র

Image
ধর্ষণে অভিযুক্ত। বম্বে হাই কোর্টে অগ্রিম জামিনের আবেদন করেছিলেন। মঞ্জুর হয়নি। যেকোনও দিন গ্রেপ্তার হতে পারেন। এমন অবস্থাতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিঠুন-পুত্র মহাক্ষয় মিমো চক্রবর্তী। পাত্রী অভিনেত্রী শীলা শর্মার কন্যা মাদালসা শর্মা। মাদালসা নিজেও পেশায় অভিনেত্রী। কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করলেও দক্ষিণী সিনেমার পরিচিত মুখ। শনিবারই গাঁটছড়া বাঁধতে চলেছেন দু'জনে। মহাক্ষয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক অভিনেত্রীই। হিন্দি ও ভোজপুরি সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ওই অভিনেত্রীর আইনজীবী রবি সোনি সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে জানান, চার বছর ধরে মহাক্ষয়ের সঙ্গে সম্পর্ক ছিল ওই অভিনেত্রীর। সেই সম্পর্কেরই সুযোগ নিয়েছেন মিঠুন-পুত্র। মহিলার পানীয়তে মাদক মিশিয়ে জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। এই জন্যই এতদিন ওই মহিলা কিছু বলেননি। কিন্তু সময় আসতেই ভোল পালটেছেন মহাক্ষয়। এখন অন্য কাউকে বিয়ে করতে চলেছেন তিনি। অভিনেত্রী মিমোকে এখনও বিয়ে করতে চান। কিন্তু মিমো ও তাঁর মা যোগিতা বালি এই সম্পর্ক মানতে চাইছেন না। তাই ধর্ষণ, জোর করে

বউকে কুপিয়ে আত্মঘাতী অনুতপ্ত স্বামী, এদিকে প্রাণে বেঁচে গেলেন স্ত্রীও

Image
সিউড়ি: বিবাদের জেরে স্ত্রীকে হাঁসুয়ার কোপ। তারপর স্ত্রী মৃত ভেবে সোজা সাঁইথিয়া স্টেশনে গিয়ে আত্মঘাতী। এদিকে আশ্চর্যভাবে বেঁচে গেলেন স্ত্রীও। সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সাঁইথিয়ায়। মৃতের নাম আবু বক্কর ওরফে শেখ মহম্মদ। ২৯ বছরের যুবকের স্ত্রীর নাম আয়েশা বিবি। শুক্রবার সকাল সকাল তাঁদের মধ্যে ঝামেলা হয়। পারিবারিক কারণেই এই ঝামেলা বলে জানা গিয়েছে। প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, ঝগড়া চলাকালীন আচমকাই এক কাণ্ড করেন আবু। হাঁসুয়া তুলে নিয়ে স্ত্রীর উপর কোপ বসিয়ে দেন তিনি। রক্তে ভেসে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আয়েশা। তখনই ভয় পেয়ে যান ওই যুবক। তিনি ভেবে নেন যে স্ত্রী মারা গিয়েছে। হত্যার দায় তাঁরই। এরপর আইনি ঝামেলায় পড়তে হবে। ভয়ে বা অবসাদে- যে কোনও কারণেই হোক জীবনের প্রতি উৎসাহ হারিয়ে ফেলেন ওই যুবক। সোজা হাঁটা দেন সাঁইথিয়া স্টেশনের দিকে। প্রতিবেশীরাও তখন বুঝতে পারেননি ওই যুবক কী করতে চলেছেন। তাঁরা আয়েশাকে ঘিরেই ব্যস্ত ছিলেন। এই ফাঁকেই সাঁইথিয়া স্টেশনে গিয়ে আত্মঘাতী হন ওই যুবক। যখন এই খবর আসছে, তখন কিন্তু আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গিয়েছেন মৃত যুবকের স্ত্রী। প্রতিবেশীদের উদ্যোগেই তাঁক

ভারতের দাবি না মেনে জাকির নাইকের প্রত্যর্পণ খারিজ করল মালয়েশিয়া

Image
বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নাইকের দেশে ফেরা নিয়ে আরও সমস্যা বাড়ল। এ দেশ থেকে পালিয়ে বর্তমানে মালয়েশিয়ায় থাকা নাইকের প্রত্যর্পণ খারিজ করল সে দেশের প্রশাসন। 'জাকির নাইক মালয়েশিয়ার বাসিন্দা। তাঁকে ভারতে পাঠানো হবে না।' স্পষ্ট জানিয়ে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মহম্মদ।  দু'দেশের মধ্যের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, জাকির নাইককে জানুয়ারিতেই ফেরাতে চেয়েছিল নয়াদিল্লি। এই নিয়ে টানাপোড়েন চললেও এবার তা সরাসরি খারিজ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। কুয়ালা লামপুরে এক সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মহম্মদ বলেন, 'উনি যতদিন আমাদের জন্য কোনও সমস্যা সৃষ্টি করছেন না, ততদিন ফেরত পাঠানোর প্রশ্ন নেই। উনি এ দেশের স্থায়ী বাসিন্দা।' প্রসঙ্গত, সম্প্রতি নাইকের ভারতে ফেরার খবর প্রকাশ্যে এসেছিল। আইনজীবীর মাধ্যমে বিবৃতি জারি করে তা খারিজ করেন বিতর্কিত ধর্মগুরু। 'আমার দেশে ফেরার খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো।' বিবৃতিতে জানিয়েছিলেন নাইক।  ২০১৬ সালের ঢাকার গুলশন ক্যাফেতে হামলাকারী সন্ত্রাসবাদীদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নাইকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে

মহিলাকে টেনে জঙ্গলে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল !

Image
উন্নাও (উত্তরপ্রদেশ) : প্রকাশ্যে এক মহিলাকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে নিয়ে আসছে ৩ জনের একটি দল। বারবার ছেড়ে দেওয়ার আবেদন জানাচ্ছেন ওই মহিলা। কিন্তু, তাতে কান দেয়নি তারা। মহিলাকে টানতে টানতে জঙ্গলে নিয়ে যাওয়া হয়। শুধু তাই নয়, মোবাইলে এই ঘটনার ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনকী অভিযুক্তরা মুখও ঢাকেনি। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে আকাশ এবং রাহুল নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরপ্রদেশের উন্নাওয়ের গঙ্গাহাট এলাকার ঘটনা। এই গ্রামের বাড়ি থেকেই ওই মহিলাকে টেনে নিয়ে যাওয়া হয়। সেই সময় অভিযুক্তদের কাছে ওই মহিলা বারবার আবেদন জানান, "ভাইয়া মত করো।" যদিও ছেড়ে দেওয়া তো দূরের কথা, ওই মহিলাকে চটিপেটা করার হুমকি দেওয়া হয়। গালিগালাজ করতে থাকে তারা। অনুপ সিং নামে উন্নাওয়ের এক পুলিশ আধিকারিক বলেন, "৩ যুবক এক মহিলাকে নিগ্রহ করছে। এই সংক্রান্ত একটি ভিডিও আমাদের নজরে এসেছে। ভিডিওর উৎস খোঁজার চেষ্টা করছি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।" গত মাসেই উন্নাওয়ে ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। নাবালিক

ঘরোয়া উপাদান দূর হবে বগলের কালো ছোপ

Image
কলকাতা: বগলের কালো ছোপ নিয়ে দুশ্চিন্তা বহুদিনের ৷ নাছড়বান্দা এই দাগ যেতেই চায় না ৷ ওয়াক্সিং, হেয়ার রিমুভার, ওয়াক্সিং স্ট্রিপ ব্যবহার করেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন ৷ আবার বগলের কালো ছাপ যথেষ্ট অস্বস্তিকরও বটে ৷ স্লিভলেস জামা পড়লে দৃষ্টিকটূ লাগে ৷ তাই এই দাগকে এবার বলুন বাই বাই ৷ মাত্র চারটি ঘরোয়া উপাদানেই বগলের কালো ছাপ দূর করুন ৷ আর এ জন্য একটি প্যাক বানাতে হবে আপনাকে ৷ প্যাক বানাতে লাগবে দুধ, বেকিং সোডা, অ্যালোভেরা জেল আর নারকেল তেল ৷ দেখে নিন এই প্যাক বানানোর পদ্ধতি- • প্রথমে একটি কাঁচের বাটিতে ৪ টেবল চামচ দুধ নিন ৷ • তাতে ২ টেবল চামচ বেকিং সোডা মেশান ৷ • এরপর এর সঙ্গে ১ টেবল চামচ অ্যালোভেরা জেল মেশাতে হবে ৷ • সব শেষে এতে ১ টেবল চামচ নারকেল তেল দিত ৷ • এবার ভাল করে মিশিয়ে নিন ৷ • প্যাক তৈরি হয়ে গেলে বগলে ভাল করে সেটি লাগিয়ে স্ক্রাব করুন ৷ • বেশ খানিকক্ষণ মাসাজ করার পর ২০ মিনিট রাখুন ৷ • শুকিয়ে গেলে ভেজা তোয়ালে দিয়ে মুছে নিন ৷ • পার্থক্যটা নিজের চোখেই দেখতে পাবেন ৷

বিপদ আঁচ করতে পেরেছিলেন প্রত্যক্ষদর্শীরা। কিন্তু বিপদ যে এতটাই ভয়ঙ্কর হবে, তা ভাবেননি কেউ।

Image
দ্রুত গতিতে ধেয়ে আসছে গাড়ি। বিপদ আঁচ করতে পেরেছিলেন প্রত্যক্ষদর্শীরা। কিন্তু বিপদ যে এতটাই ভয়ঙ্কর হবে, তা ভাবেননি কেউ। চোখের সামনেই গাড়ির কাঁচ ভেঙে ঢুকে গেল লোহার রড। শিশুর দেহ ফুঁড়ে সেই রড ঢুকে যায় মায়ের শরীরেই। ভয়ানক দুর্ঘটনার সাক্ষী থাকলেন কোচবিহারের পুণ্ডিবাড়ির বাঁশদহ নথিবাড়ি এলাকার বাসিন্দারা। ওই দুর্ঘটনায় মা-শিশু সহ ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি এলাকায় বিয়েবাড়ি গিয়েছিলেন সিতাইহাটের বাসিন্দা সুশীল সাহার পরিবার। বৃহস্পতিবার রাতেই গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। মধ্যরাতে গাড়ির গতিবেগ ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। রাস্তার ধারের দোকানিরা তা দেখে বিপদ আশঙ্কা করেছিলেন। মুহূর্তের মধ্যে গাড়ি ধাক্কা মারে রাস্তার ধারের রেলিংয়ে। কিছু বুঝে ওঠার আগেই রেলিংয়ের রড গাড়ির সামনের কাঁচ ভেঙে শিশুর শরীরে ঢুকে যায়। শিশুটি তার মায়ের কোলে ছিল। রডে বুক ফুঁড়ে যায় মায়েরও। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা-শিশু সহ ৩ জনের। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিস গিয়ে আহত ৪ জনকে কোচবিহার এম জে এন হাসপাতালে ভর্তি করায়। গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি থাকা

নেইমারকে নিয়ে আশ্চর্যজনক তথ্য প্রকাশ করেছে 'রয়্যাল টেলিভিশন সোসাইটি' !

Image
রাশিয়া বিশ্বকাপ নতুন 'অভিনেতার জন্ম' দিয়েছে! হলিউডে পা রাখলেই নাকি তাঁর অস্কার বাঁধা। তাঁকে দেখে অভিনয় শিখছেন দেবশঙ্কর হালদারের মতো খ্যাতনামা নাট্যব্যাক্তিরাও। তাঁর 'নাটক' হাস্যরস জুগিয়েছে স্বয়ং 'ফুটবলের রাজপুত্র' দিয়েগো মারাদোনাকেও। এরপর আশা করি আলাদা করে বলে দিতে হবে না, কাকে নিয়ে এই গৌরচন্দ্রিকা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই প্রতিবেদনে আলোচ্য নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র। এদিন 'ডাইভার' নেইমারকে নিয়ে আশ্চর্যজনক তথ্য প্রকাশ করেছে 'রয়্যাল টেলিভিশন সোসাইটি' (আরটিএস)। এই সুইস ব্রডকাস্টারের দাবি, রাশিয়া বিশ্বকাপে মাঠে 'গড়াগড়ি খেয়ে' ১৪ মিনিট 'নষ্ট' করেছেন নেইমার। রাশিয়া বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩৬০ মিনিটের মধ্যে মূল্যবান ১৪ মিনিট 'অভিনয়ের জন্য' ব্যয় করেছেন এই ব্রাজিলিয় তারকা। অর্থাত্, ৪ ম্যাচে গড়ে সাড়ে তিন মিনিট করে নষ্ট করেছেন পিএসজি তারকা, এমনই দাবি করেছে আরটিএস। আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে আরটিএস জানিয়েছে, মেক্সিকো ম্যাচে মাঠে কেবল 'প্লে অ্যাক্ট' করেই সাড়ে ৫ মিনিট সময় নষ্ট করেছেন এই ব্রাজিলিয় ফরোয়ার্ড। উল্লে

যাদবপুরে প্রবেশিকার দাবিতে আমরণ অনশনের হুমকি পড়ুয়াদের, আদালতে যেতে পারে জুটা

Image
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলনরত ছাত্রছাত্রীরা।  যাদবপুরে অচলাবস্থা চলছেই। বন্ধ পঠনপাঠন। পড়ুয়া, অধ্যাপক এবং প্রাক্তনীদের যৌথ আন্দোলনের চাপের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলা বিভাগের ছ'টি বিষয়ে প্রবেশিকা পরীক্ষা ফেরানোর দাবিতে যৌথ প্রতিবাদ চলছে। অধ্যাপক সংগঠন জুটা ছাত্রদের পক্ষেই দাঁড়িয়েছে। শুক্রবার তাঁরা কর্মবিরতির ডাক দেওয়ায় পঠনপাঠন কার্যত শিকেয় উঠেছে। এরই পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরাও ক্লাস বয়কট করেছেন। আন্দোলনকারী পড়ুয়াদের বক্তব্য,"দুপুরের মধ্যে অ্যাডমিশন কমিটি তাদের সিদ্ধান্ত বদল না করলে আমরণ অনশন করবেন তাঁরা। হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যত্ নিয়ে ছেলেখেলা করতে পারেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কয়েক দশক ধরে পরীক্ষার মাধ্যমেই কলা বিভাগে ভর্তি নেওয়ার প্রক্রিয়া চলছে। হঠাতৎ করে নিয়ম বদল হতে পারে না।" একই বক্তব্য জুটা-র। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,বাংলা, ইতিহাস, ইংরাজির মতো বিষয়গুলিতে ভর্তির ক্ষেত্রে নম্বরের ভিত্তিতে মেধা যাচাইয়ের সুযোগ থাকে না। সে কারণেই যাদবপুরে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। সেই সঙ্গে পড়ুয়াদের সংশ্লিষ্ট বিষয়

সকল ধর্মাবলম্বীর জন্য খুলতে হবে পুরীর মন্দির, রথযাত্রার আগে রায় শীর্ষ আদালতের

Image
কোনও ধর্মের ভেদাভেদ নয়, সবার জন্য পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশাধিকার দিতে হবে। বৃহস্পতিবার রায়ে জানিয়েছিল দেশের সুপ্রিম কোর্ট। পুরী মন্দির কর্তৃপক্ষকে এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে, রথযাত্রার আগে সুপ্রিম কোর্টের এই নির্দেশে তৈরি হয়েছে চাঞ্চল্য। বিচারপতি আদর্শ গোয়েল এবং বিচারপতি এস আবদুল নজিরের বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দিতে গিয়ে বলেন, হিন্দুধর্ম অন্য কোনও ধর্মীয় বিশ্বাসকে আলাদা করে না। হিন্দু ধর্মের মধ্যে দিয়ে অনন্ত বিশ্বাস ও জ্ঞান প্রতিফলিত হয়। মন্দিরে প্রবেশে অনুমতি দেওয়ার ক্ষেত্রে কার কোন ধর্ম সেটা দেখা চলবে না। কেউ পুরীর মন্দির দর্শন করতে চাইলে তাকে নিরাশ করা যাবে না। কোর্টের পক্ষ থেকে এও বলা হয়েছে, পুরীর মন্দিরে যাতে সব পুণ্যার্থী বিনা বাধায় দর্শন ও পুজো দিতে পারেন তা সুনিশ্চিত করতে হবে। তবে প্রবেশে বিভাজন না থাকলেও পোশাকের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশিকা পুণ্যার্থীদের মেনে চলতে হবে। মন্দির কর্তৃপক্ষই এব্যাপারে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে। সম্প্রতি কোর্টের নজরে আসে পুরীতে প্রচুর বিদেশি এলেও তাঁদের জগন্নাথের মূল মন্দির দর্শন করতে দেওয়া হয় না। পুরী মন্দির কর্তৃপক্ষের এই

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে নামছে ব্রাজিল, দুই দলের বিশ্লেষণ একনজরে

Image
ফের একবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিপক্ষে এই বিশ্বকাপের কালো ঘোড়া বেলজিয়াম। গত ১৫ ম্যাচে অপরাজিত রয়েছে তিতের ব্রাজিল। বেলজিয়ামকে হারিয়ে সেই রেকর্ড অক্ষত রেখেই ব্রাজিল সেমি ফাইনালে উঠতে চাইছে। জাপানের বিরুদ্ধে শেষ ১৬-র ম্যাচে শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস গোল করে ৩-২ ব্যবধানে জিতেছে বেলজিয়াম। রবার্তো মার্তিনেসের দলকে ব্রাজিলের বিরুদ্ধে জিততে হলে অবশ্য নিজেদের খেলায় আরও উন্নতি করতে হবে। বেলজিয়াম এই বিশ্বকাপে চারটি গোল খেয়েছে। তবে গোল করেছে ১২টি। অন্যদিকে ব্রাজিল ৪ ম্যাচে ৭টি গোল করেছে, খেয়েছে মাত্র ১টি। ফলে ব্রাজিল ডিফেন্স মজবুত রেখে আক্রমণে ধার বাড়াচ্ছে। অন্যদিকে বেলজিয়াম তিনজন ডিফেন্ডারে খেলায় মাঝে মাঝে অরক্ষিত হয়ে গোল খেয়ে যাচ্ছে। জাপান ম্যাচেই সেই প্রমাণ মিলেছে। ব্রাজিলের মাঝমাঠ থেকে আক্রমণে ভয়ঙ্কর সব খেলোয়াড় রয়েছেন। ফিলিপ কুটিনহো, উইলিয়ান, নেইমার, গ্যাব্রিয়েল জিসুসরা বিপক্ষ রক্ষণকে ভেঙে গোল করতে ওস্তাদ। এর সঙ্গে রয়েছেন থিয়াগো সিলভা ও মিরান্ডার মতো খেলোয়াড়। দুজনে বয়স্ক খেলোয়াড় হলেও বিশ্বকাপে দুরন্ত ডিফেন্স করছেন। দেখতে গেলে কোয়ার্টার ফাইনাল

যাত্রীদের জন্য স্বস্তির খবর, ওলা-উবেরের ভাড়ায় লাগাম।

Image
সারচার্জ কমানো নিয়ে আগেই রাজ্য সরকারের সঙ্গে একমত হয়েছিল ওলা, উবের। এবারে সরকারের শর্ত মেনেই বেস প্রাইসও বেশ কিছুটা কমানোর প্রতিশ্রুতি দিল দুই সংস্থা। বৃহস্পতিবার পরিবহণ দফতরের সঙ্গে বৈঠকে দুই সংস্থাই জানিয়েছে, এবার থেকে ওলা-উবেরে উঠলে ন্যূনতম ভাড়া চল্লিশ টাকা হবে। যা সাধারণ এসি ট্যাক্সির সমান। নীল-সাদা যে এসি ট্যাক্সি রয়েছে তার ন্যূনতম ভাড়া এখন ৩৭.২৫। ওলা-উবেরেও এটাই হবে ন্যূনতম ভাড়া। এর সঙ্গে যুক্ত হবে ৫ শতাংশ জিএসটি। সবমিলিয়ে ভাড়া হবে ৪০ টাকার কাছাকাছি। যা বর্তমান ভাড়ার থেকে বেশ কিছুটা কম। এতদিন উবেরে উঠলে ন্যূনতম ভাড়া লাগত ৪৭.২৫ পয়সা। ওলায় ন্যূনতম ভাড়া ছিল ৪৫ টাকা।  একই ভাবে কিলোমিটার পিছু ভাড়াও এসি ট্যাক্সির কাছাকাছিই রাখার প্রস্তাব দেওয়া হয়েছে অ্যাপ ক্যাব সংস্থাগুলির পক্ষ থেকে। উবেরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সরকারের নির্দেশ মেনেই কোনও যাত্রীর থেকে ৪৫ শতাংশের বেশি সারচার্জ নেওয়া হবে না। পাশাপাশি, মাসে মোট রাইডের ২৫ শতাংশের বেশি ক্ষেত্রে সারচার্জ নেওয়া হবে না বলেও জানিয়েছে তাঁরা। প্রতি মাসেই যাত্রীদের থেকে কী হারে ভাড়া নেওয়া হচ্ছে তার তালিকা পরিবহণ দফতরে জমা দে

আয়কর রিটার্ন ফাইল করছেন? এই সব ছাড়ের কথা ভুলে যাবেন না

Image
৩১ জুলাই আসতে চলল। চাকরিজীবীরা এই সময় ইনকাম ট্যাক্স রিটার্ন (আইটিআর) ফাইল করতে ব্যস্ত। কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন বা আয়কর খাতা বানিয়ে জমা দেওয়া হল এক মহা জটিল কাজ। প্রত্যেক বছর নতুন কোনও বিশেষজ্ঞকে ধরে আইটিআর ফাইল ঠিক করে মানুষ, কিন্তু ১২ মাস ঘুরলেই আবার সময়ের সঙ্গে একই যুদ্ধ। যতই জটিল হোক না কেন, একটু সময় এবং চিন্তাশক্তি ব্যবহার করলে নানা ভাবে ট্যাক্স ছাড় পেতে পারেন সবাই। চটজলদি ইনকাম ট্যাক্স ফাইল করবেন না। কী ভাবে নানা ছাড় পেতে পারেন?    ফর্ম-১৬ সব নয় যাঁরা চাকরি করেন, তাঁরা প্রত্যেক আর্থিক বছরের প্রথমে কোথায় কোথায় বিনিয়োগ করবেন এই সব তথ্য অফিসে দেন। বছরের শেষে, অফিস থেকে ফর্ম-১৬ দেওয়া হয় যেখানে কতটা ট্যাক্স কাটা হয়েছে তার হিসেব এবং কী কী ট্যাক্স ছাড় নেওয়া হয়েছে বলা থাকে। কিন্তু এই ফর্ম-১৬ বেদবাক্য নয়। আপনি যদি ভুল করে থাকেন, বা কোনও ট্যাক্স ছাড় নিতে সত্যি সত্যি ভুলে যান, অফিসের ফর্ম-১৬-তে সেই তথ্য থাকবে না। তাই, ইনকাম ট্যাক্স রিটার্ন (আইটিআর) ফাইল বানানোর আগে এক বার ঠিক করে সব ট্যাক্স ছাড় পাওয়ার রাস্তা দেখে নিতে হবে। যেমন, সুদ আয় করলে সরকারকে ট্যাক্স দিতে হয়, কিন্তু সেভিংস অ্যাকাউ

সোপিয়ানে কনস্টেবলকে তুলে নিয়ে গিয়ে খুন করল জঙ্গিরা

Image
নিহত কনস্টেবল জাভেদ আহমেদ দার। ঔরঙ্গজেবের পর এ বার জাভেদ আহমেদ দার। ভারতীয় সেনা জওয়ানকে তুলে নিয়ে গিয়ে খুনের এক মাসের মধ্যে এ বার জম্মু-কাশ্মীর পুলিশের এই কনস্টেবলকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে খুন করল জঙ্গিরা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার কাচদূরায় নিজের গ্রামের বাড়িতেই ছিলেন জাভেদ। প্রত্যক্ষদর্শীরা জানান, ওষুধ কেনার জন্য কাছেই একটি দোকানে গিয়েছিলেন ওই কনস্টেবল। সে সময় গাড়িতে করে কয়েক জন জঙ্গি এসে তাঁকে তুলে নিয়ে যায়। খবর পাওয়া মাত্রই পুলিশ জাভেদের খোঁজে তল্লাশি শুরু করে। রাতভর চলে তল্লাশি। কিন্তু কোনও হদিস মেলেনি তাঁর। অবশেষে শুক্রবার সকালে সোপিয়ানের দানগাম থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। এ বছরের এপ্রিলে এই কাচদুরাতেই অভিযান চালিয়ে পাঁচ জঙ্গিকে খতম করেছিল সেনা ও পুলিশের যৌথবাহিনী। জাভেদ ওই অভিযানে সামিল ছিলেন। গত জুনে ঠিক একই কায়দায় ৪৪ রাষ্ট্রীয় রাইফলস-এর জওয়ান ঔরঙ্গজেবকে অপহরণ করেছিল জঙ্গিরা। ইদের ছুটিতে বাড়ি ফিরছিলেন তিনি। পুলওয়ামায় মাঝ পথ থেকেই তাঁকে অপহরণ করে জঙ্গিরা। পরে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তাঁর ঘাড়ে ও মাথায় গুলি করে হত্যা করে জঙ্গিরা। খুনের আগে তাঁর ভিডিয়

সাত সকালে মসজিদে জঙ্গি হানায় জখম ইমাম

Image
শ্রীনগর: সাত সকালে মসজিদের মধ্যে হামলা চালাল জঙ্গিরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার পারিগাম গ্রামে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন মসজিদের ইমাম মহম্মদ আসরাফ থোকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দিকে পারিগাম গ্রামের হানিফা মসজিদ লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে একদল জঙ্গি। আচমকা হামলায় দিশেহারা হয়ে পড়েন মসজিদে থাকা ব্যক্তিরা। বিষয়টি বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন ৪৫ বছর বয়সী ইমাম মহম্মদ আসরাফ। বিজবেহারা এলাকার বাসিন্দা ওই ইমামের দেহে একাধিক গুলি লাগে। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাঁর দুই পায়েই গুলি লেগেছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পড়ে সেখান থেকে ওই রাজ্যের রাজধানী শ্রীনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শেষ পাওয়া খবর অনুসারে, জখম ইমামের অবস্থা আশংকাজনক। পুলওয়ামা জেলার পুলিশ সুপার মহম্মদ আসলাম চৌধুরী জানিয়েছেন যে হানিফা মসজিদের ইমাম গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর দুই পায়েই গুলি লেগেছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

কাজে না আসায় বেঁধে মার, মধ্যপ্রদেশে ফিরল ক্রীতদাস প্রথা ?

Image
পেট্রল পাম্পের গায়ে বেঁধে রাখা হয়েছে কিশোরকে। সপাৎ পড়ছে চাবুক। যন্ত্রণায় কঁকিয়ে উঠে একটু ধাতস্থ হলে ফের চাবুকের মার। সেই সঙ্গে অশ্লীল গালিগালাজ। মধ্যপ্রদেশে যেন ফিরল ক্রীতদাস প্রথা। সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভয়াবহ ভিডিও। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, নিগৃহীত যুবকটি ওই পেট্রল পাম্পেরই কর্মী। বিগত কয়েকদিন সে কাজে আসতে পারেনি। এরপর কাজে যোগ দিলেই তার কাছে কৈফিয়ত তলব করে মালিক। সে জানায়, দিনকয় আগে তার একটি দুর্ঘটনা ঘটে। সে কারণেই কাজে আসতে পারেনি। কিন্তু এ কথা শুনে মোটেও সন্তুষ্ট হয়নি মালিক। কিশোরটিকে পেট্রল পাম্পের সঙ্গেই বেঁধে ফেলা হয়। হাত-পা এমনভাবে বাঁধা হয়, যাতে সে নড়তে-চড়তে না পারে। তারপরই শুরু হয় চাবুক দিয়ে মার। সঙ্গে অকথ্য গালিগালাজ। কিশোরটি জানাচ্ছে, কয়েকদিন সে কাজে না আসায় মালিক ও তার বন্ধুই ফোন করে তাকে পাম্পে ডাকে। সেইমতো সে গিয়ে তার না আসার কারণ বলতে গিয়েছিল। কিন্তু তখনই তাকে বেঁধে মারধর করে মালিক ও তার বন্ধু। ভিডিও ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। যেভাবে ওই কিশোরকে হেনস্তা করা হচ্ছে তা যেন ফিরিয়ে দিয়েছে মধ্যযুগীয় ক্রীতদাস প্রথার স্মৃতি।

দিঘা মোহনায় উঠে এলো ১৫ টন ইলিশ, এবার নাগালের মধ্যে দাম

Image
দিঘা: মরশুমের শুরুতে দিঘায় ইলিশের দেখা না পাওয়া গেলেও অনুকুল পরিবেশের কারনে এই প্রথম দিঘা মোহনায় দেখা দিল ইলিশ। বৃহস্পতিবার প্রায় ১৫ টন ইলিশ উঠে এল দিঘা মোহনায়। আবহাওয়া অনুকূল ও ইলশে গুঁড়ি বৃষ্টি নামতেই দেখা মিলল ইলিশের। সমুদ্রে আরও যে সমস্ত ট্রলার লঞ্চগুলো রয়েছে তারাও বেশ অনেকটা ইলিশ পেয়েছে বলে জানা গিয়েছে ৷ তাঁরাও ইলিশ নিয়ে পাড়ি দিতে শুরু করেছে দিঘা মোহনার দিকে। খুব শীঘ্রই দিঘার ইলিশ পৌঁছে যাবে কলকাতাসহ বাংলার সমস্ত বাজারে। দামেও অনেকটা সস্তা হয়েছে এই ইলিশ । ৪০০ থেকে ৫০০গ্রাম ওজনের ইলিশ সাড়ে ৩০০ থেকে সাড়ে ৪০০ টাকা মধ্যে আর ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ দাম ৬০০থেকে সাড়ে ৬০০ টাকা দরে বিকোচ্ছে দিঘা মোহনায়। আবহাওয়া প্রতিকূল হওয়ায় হাসি ফুটলো লঞ্চ ব্যবসায়ী, মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ীদের। কারণ ৪৫ দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর প্রথমবার সমুদ্রে মাছ ধরতে গিয়ে বেশ লোকসান করছিলেন লঞ্চ ও ট্রলার ব্যবসায়ীরা। মরসুমে প্রথম ইলিশের দেখা মেলায় তাই স্বাভাবিকভাবেই খুশির জোয়ার দিঘা মোহনার মৎস্যজীবী থেকে বিক্রেতাদের মধ্যে। সরিষে ইলিশ, ইলিশ ভাপা, ইলিশের পাতুরি, ইলিশ ভাজার কথা শুনল

তিন জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত

Image
কলকাতা : রাজ্য সরকার তিন জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই হাসপাতালগুলি হল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং দার্জিলিং জেলায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। হাসপাতালগুলিতে নিউরো সার্জারি, প্লাস্টিক সার্জারি, নেফ্রোলজি, পেডিয়াট্রিক সার্জারির জন্য বিশেষ বিভাগ চালু করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ওই হাসপাতালগুলিতে যে বিভাগগুলি চালু রয়েছে সেগুলির পরিকাঠামো উন্নত করার সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৈঠকের পর জানান, ওই হাসপাতালগুলির প্রত্যেকটিতে ৭০৪টি নতুন শয্যার ব্যবস্থা করা হবে। এছাড়া পরিষেবা বাড়াতে ওই হাসপাতালগুলিতে মোট ১৪৫৩ জন কর্মী নিয়োগ করা হচ্ছে।  স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন জেলায় ২৭টি নার্সিং স্কুল তৈরির সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে রাজ্যে ৮৯টি নার্সিং স্কুল আছে। নতুন স্কুলগুলির জন্য ৮৯১ জন প্রশিক্ষক ও কর্মী নিয়োগ করা হবে।  রাজ্যের চারটি নতুন জে

সংযুক্ত আরব আমিরশাহীতে চাকরি ছেড়ে দেওয়া কেরলের যুবক লটারিতে পেলেন ১৩ কোটি টাকা

Image
নয়াদিল্লি: সংযুক্ত আরব আমিরশাহীতে চাকরি ছেড়ে ভারতে ফেরা এক যুবক লটারিতে জিতলেন ১৩ কোটি টাকা। নয়াদিল্লির উড়ান ধরার আগে আবুধাবি বিমানবন্দরেই জ্যাকপটের টিকিট কাটেন তিনি। এই একটি সিদ্ধান্তই যে তাঁর ভাগ্য বদলে দেবে, সেটা ভাবতেও পারেননি তিনি। তোজো ম্যাথু নামে এই যুবক কেরলের বাসিন্দা। তিনি সংযুক্ত আরব আমিরশাহীতে সিভিল সুপারভাইজার হিসেবে কাজ করছিলেন। তিনি জানিয়েছেন, 'ভারতের উড়ান ধরার আগে আবুধাবি বিমানবন্দরে লটারির টিকিট কিনেছিলাম। আমার স্ত্রী নয়াদিল্লিতে একটি চাকরি পেয়েছে। তাই চাকরি ছেড়ে ওর কাছে যাচ্ছিলাম। দেশে ফিরে ওই লটারি সংস্থার ওয়েবসাইট দেখে ফলাফল জানতে পারি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না ৭০ লক্ষ দিরহাম (১৯ লক্ষ মার্কিন ডলার বা ১৩ কোটি টাকা) জিতেছি। কেরলে একটি বাড়ি করা আমার দীর্ঘদিনের স্বপ্ন। লটারিতে এত টাকা জেতায় আমার স্বপ্ন সফল হতে পারে।' ওই লটারি সংস্থা সূত্রে জানা গিয়েছে, ৯ জন এক লক্ষ দিরহাম (২৭,০০০ মার্কিন ডলার) জিতেছেন। তাঁদের মধ্যে পাঁচজন ভারতীয়, একজন পাকিস্তানি এবং একজন কুয়েতের নাগরিক আছেন। এর আগে এপ্রিলে দুবাইয়ের এক ভারতীয় গাড়িচালক আবুধাবিতে লটারিতে ১.২০ কোটি দিরহা

অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের উচ্চশিক্ষিত করবে কলকাতা বিশ্ববিদ্যালয়

Image
কলকাতা: অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের উচ্চশিক্ষার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করতে চায় ইস্টার্ন কম্যান্ড। সরকারিভাবে বিশ্ববিদ্যালয়ের কাছে দেওয়া হয়েছে সেই প্রস্তাব। এমনই খবর মিলেছে সূত্র মারফত। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই ইস্টার্ন কম্যান্ডের বেশ কয়েকজন আধিকারিক কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে এই বিষয়ে বৈঠক করে গিয়েছে। সেই বৈঠকেই সেই বৈঠকেই অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে সেনার পক্ষ থেকে। এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ চুক্তি করতে চায় ইস্টার্ন কম্যান্ড। বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, এই চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ১৫ দিন সময় চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্যের উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠকে সবকিছু চূড়ান্ত করা হবে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের উচ্চশিক্ষা নিয়ে ইস্টার্ন কম্যান্ডের সঙ্গে চুক্তি করতে আগ্রহী কলকাতা বিশ্ববিদ্যালয়। ইস্টার্ন কম্যান্ডের সঙ্গে কোনও বিশ্ববিদ্যালয়ের এই ধরনের চুক্তি দেশে এই প্রথম হতে চলেছে। তবে এই প্রস্তাব কলকাতা বিশ্ববিদ্যালয়ের আগ

আমাজন-ফ্লিপকার্ট সাবধান! ই-কমার্সে আসছে রিলায়্যান্স

Image
রিলায়্যান্স জিও আসার পর দেশের সমস্ত টেলিকম সংস্থার গ্রাহক উল্লেখযোগ্যা হারে কমে গিয়েছে। প্রায় বছর খানেক ধরে এই চিত্র এখন প্রায় সকলেরই জানা হয়ে গিয়েছে। মোবাইলের সঙ্গেএ বার ই-কমার্সেও নজর দিয়েছেন মুকেশ আম্বানি। আজ বৃহস্পতিবার অ্যানুয়াল শেয়ারহোল্ডার্স মিটিংয়ে ই-কমার্স ব্যবসায় আসার কথা ঘোষণা করেন তিনি।  বর্তমানে ভারতে ই-কমার্স ব্যবসায় দারুণ সম্ভাবনা রয়েছে। অন্তত বিশেষজ্ঞদের তাই মত। তাই অনলাইন-টু-অফলাইন নতুন ই-কমার্স সাইট আনতে চাইছেন মুকেশ। এই প্রোজেক্টে রিলায়্যান্স রিটেল লিমিটেড এবং রিলায়্যান্স জিও ইনফোকম লিমিটেড একযোগে কাজ করবে। আগামী ১৫ অগাস্ট ফাইবার বেসড্ নতুন ব্রডব্যান্ড সার্ভিসও আনতে চলেছে রিলায়্যান্স। গত মে মাসে ওয়ালমার্ট ঘোষণা করে, ফ্লিপকার্টের-এর ৭৭ শতাংশ শেয়ার কিনে নেবে তারা। ট্রেন্ড বলছে ২০২২ সালের মধ্যে ভারতে ই-কমার্সের ব্যবসা ৩২.৭ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৭২ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে। মুকেশ আম্বানি আরও জানান, আপাতত এই প্রোজেক্ট এবং ফাইবার ব্রডব্যান্ড মিলিয়ে মোট ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে সংস্থা। মনে করা হচ্ছে জিও লঞ্চ করার সময় যেমন গ্রাহকদের জন্য বিপুল পরিমাণ অফার দিয়ে

মেয়ে ‘পাতিয়ে’ ধর্ষণ নাবালিকাকে!

Image
বালুরঘাট: পাতানো কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ লিখিত অভিযোগ দায়ের হয়েছে বালুরঘাট থানায়৷ অভিযুক্ত স্বপন পাটোয়ারি অবশ্য ইতিমধ্যেই এলাকা ছেড়ে পালিয়েছেন৷ পুলিশ নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করেছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালুরঘাটেরই শান্তিময় ঘোষ কলোনির বাসিন্দা স্বপন পাটোয়ারি পেশায় রাজমিস্ত্রী৷ স্থানীয় এক বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়েই ওই নাবালিকার সঙ্গে পরিচয় হয়৷ এরপর টানা কিছুদিন কাজ করার সূত্রে বাড়ির ছোট্ট মেয়েটিকে নিজের মেয়ে পাতিয়ে নেন৷ রবিবার সকালে মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যা সিনেমাহল পাড়াতে প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছিল৷ পথে স্বপন পাটোয়ারি তাঁকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে সাইকেলে চাপিয়ে সোজা চিঙ্গিশপুরে নিয়ে যান বলে অভিযোগ৷ সেখানে এক আত্মীয়র বাড়িতে তাকে দিনভর রেখে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে৷ বিকেলে ফের সাইকেলে চাপিয়ে বালুরঘাটে বাড়িতে ছেড়ে দেয়৷ এরপরই ওই নাবালিকা বাড়িতে এসে মাকে বিষয়টি বলে৷ সোমবার সকালে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে৷ পুলিশ স্বপন পাটোয়ারির বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে৷

বিয়েবাড়িতে ২ যুবকের সঙ্গে নেচেছিলেন গৃহবধূ, পরিণতিতে ঘটল ঘৃণ্য ঘটনা !

Image
বৃষ্টিভেজা রাত। সবাই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছেন। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন সকলেই। তাই বোধহয় সিঁধ কাটার আওয়াজ শুনতে পাননি কেউ। আর সেটাই হল কাল। সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে শিশুর গলায় ছুরি ঠেকিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। কোচবিহারের শীতলকুচি গ্রামে যা ঘটল, যা রীতিমতো হার মানাবে যে কোনও থ্রিলার মুভির প্রেক্ষাপটকে। দুদিন আগে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন ওই দম্পতি। সেখানে নির্যাতিতা বাড়ির সকলের সঙ্গে নেঁচেছিলেন। ওই আসরে ছিল পিঙ্কু বর্মন ও কৃষ্ণ বর্মন নামে অভিযুক্ত দুই যুবক। আর পাঁচ জনের মতো পিঙ্কু ও কৃষ্ণের সঙ্গেও নেচেছিলেন ওই গৃহবধূ। এরপর ওই দম্পতি বাড়ি ফিরে আসে। অভিযোগ, সেদিনই বাড়ি ফেরার সময়ে পিঙ্কু ও কৃষ্ণ তাঁদের পিছু নেয়। কিন্তু তাদের ধমকে ফিরিয়ে দেওয়া হয়। রাতে যে এত বড় বিপদ অপেক্ষা করছিল, তা হয়তো আঁচ করতে পারেননি কেউ। সোমবার রাতেই পিঙ্কু ও কৃষ্ণ ওই দম্পতির বাড়িতে চড়াও হয়। বাড়ির সকলে যখন ঘুমিয়ে পড়েছিল, তখন তারা সিঁধ কেটে বাড়িতে ঢোকে। অভিযোগ, স্বামীর মুখ বেঁধে রেখে, শিশুর গলায় ছুরি ঠেকিয়ে গৃহবধূকে শারীরিক সম্পর্ক স্থা

‘সুন্দরী-অবিবাহিত ২০ মহিলাকে ঠান্ডা মাথায় দাঁড় করিয়ে গুলি করা হয়’

Image
ঢাকা:  রোহিঙ্গা মহিলাদের মায়ানমার সেনার নৃশংস অত্যাচারের কথা তুলে ধরলেন এক প্রত্যক্ষদর্শী। যার নাম ফতিমা। নিজের চোখের নিজের পরিবার-স্বামীর মৃত্যু দেখেছেন। মায়ানমার সেনার অকথ্য অত্যাচারে মৃত্যু হয় ফতিমার পরিবার এবং স্বামীর। শুধু তাই নয়, অল্প-বয়সী একাধিক মহিলার সঙ্গে মায়ানমার সেনা যেভাবে অত্যাচার করছে তা এখনও মাঝে মধ্যে ভেসে আসে ফতিমার চোখের সামনে। ইংলিশ এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ফতিমা জানিয়েছে, কীভাবে মায়ানমার সেনাবাহিনী তাদের উপর অত্যাচার চালিয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের উপর হামলা করে মায়ানমারের সেনাবাহিনী। কার্যত নিধনযজ্ঞ চালায় মায়ানমার সেনাবাহিনী। শেষমেশ রাখাইন ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় অন্তত সাত লাখ রোহিঙ্গা। ফাতিমা সেই পালিয়ে আসা রোহিঙ্গাদেরই একজন। ফাতিমা জানিয়েছেন, তার স্বামীকে গুলি করে হত্যার পর ধারালো ছুরিতে গলা কেটে মরদেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে। এক শিশুকে হত্যার পর পুড়িয়ে নিশ্চিহ্ন করা হয়েছে। ফাতিমা আরও জানিয়েছেন, মায়ানমার সেনাবাহিনীর কবল থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করা সুশ্রী ও অবিবাহিত অন্তত ২০জন

কেমন যৌনতা পছন্দ করেন বেশিরভাগ মহিলা? কী বলছেন বিশেষজ্ঞরা?

Image
নারী চরিত্র বেজায় কঠিন। তার চেয়েও কঠিন রমণীর মন। এই মনের নাগাল পাওয়া বেশ দুষ্কর। বিশেষত যৌনতার ক্ষেত্রে। মেয়েরা যে কী চায় কী চায় না, তা বুঝতে পুরুষের গলদঘর্ম দশা হয়। কোনও পুরুষ হয়তো ভাবলেন, তাঁর সঙ্গী হয়তো দুরন্ত যৌনতা উপভোগ করেন। কিন্তু বাস্তবে দেখা গেল ঠিক উলটো। হালকা যৌনতা পছন্দ তাঁর। আবার এর উলটোটা যে হয় না, তা নয়। বরং সমীক্ষা বলছে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই নাকি হয়। একটি অনলাইন ডেটিং সাইট এই সমীক্ষা চালায়। প্রায় ৪ লক্ষ জন এখানে নিজেদের নাম রেজিস্টার করায়। তাদের মধ্যেই সমীক্ষা চালানো হয়। দেখা যায়, প্রায় ৬২ শতাংশ মহিলা দুরন্ত যৌনতা বা রাফ সেক্স পছন্দ করেন। ডেটিং সাইটের সমীক্ষায় তাঁরা একথা স্বীকার করেছেন। নিজেদের পছন্দের কথা অকপটে জানিয়েছেন সকলে। অনেকেই মনে করেন, নারী মাত্রই কোমল। তারা চায় যৌনতার সময় তার চুল নিয়ে খেলা করুক সঙ্গী। হালকা ফোরপ্লে চাইই চাই। কিন্তু সমীক্ষা বলছে, এমনটা নয় মোটেই। মেয়েরা চায় রাফ সেক্স। তারা চায়, চুল নিয়ে খেলা নয়, 'ফিফটি শেডস'-এর ক্রিশ্চিয়ান গ্রে'র মতো রীতমতো চুল টেনে সেক্স করুক তার সঙ্গী। পার্টনার তাকে সেক্সের সময় কন্ট্রোল করুক। আর তা অবশ্যই রাফ ভাব

শিক্ষকদের সঙ্গে ছাত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল!

Image
কলকাতাঃ  শিক্ষকদের সঙ্গে ছাত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল! ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড পাথরকাঁটা উচ্চ বিদ্যালয়ে। স্কুলটি নিউ টাউন এলাকায়। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে পড়তেই বৃহস্পতিবার স্কুলে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। এমনকি স্কুলের মধ্যে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ। ধৃত শিক্ষকের নাম অরিন্দম কুমার মন্ডল। ইতিমধ্যে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার সূত্রে পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ। যদিও এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ নেই বলেই পালটা দাবি অভিযুক্ত অরিন্দমবাবুর। ধৃত অরিন্দম কুমার মন্ডল পাথরকাঁটা উচ্চ বিদ্যালয়েরও শিক্ষক। তার কাছেই কোচিং পড়তে যান স্কুলেরই এক ছাত্রী। ওই কোচিং সেন্টারেই চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। অভিভাবকদের অভিযোগ, এই বিষয়ে স্কুলকে একাধিকবার জানানো হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি বলে অভিযোগ। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়াতে ফেটে পড়ে জনরোষ।

কুপ্রস্তাবে 'না', ফেসবুকে ছড়ানো হল ছাত্রীর আপত্তিকর ছবি, পরিণতি মর্মান্তিক

Image
কুপ্রস্তাব না মানতেই সোশ্যাল মিডিয়ায় ছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দিয়েছিল যুবক। এই ঘটনা জানাজানি হতেই 'অপমানে' আত্মঘাতী হলেন এক কলেজ ছাত্রী। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়। পুরুলিয়ার ঘুটুলিয়া গ্রামের বাসিন্দা ওই যুবতী কাশীপুর কলেজের প্রথম বর্ষের ছাত্রী। অভিযোগ, স্থানীয় যুবক বাপি মাহাত বেশ কিছুদিন ধরেই ওই ছাত্রীকে উত্যক্ত করছিল। বিভিন্ন সময়ে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিল তাকে। কিন্তু ওই ছাত্রী বাপির প্রস্তাবে সাড়া না দিতেই তাঁর 'আপত্তিকর' ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়। এই ঘটনায় বাপির বাড়ি গিয়ে প্রতিবাদ করেন ওই ছাত্রী। অভিযোগ, তখন তাঁকে আরও চরম হেনস্থার মুখে পড়তে হয়। এরপরই নিজের ঘরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই যুবতী। ওই যুবতীর লেখা সুইসাইড নোট দেখে বাপি মাহাতকে গ্রেফতার করেছে পুলিস। এই ঘটনায় বাপিকে 'মদত' দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবা ও মায়ের বিরুদ্ধেও।

সোনা, রুপো ও ডলার দর !

Image
সোনা রুপোর দর (টাকা) পাকা সোনা (২৪ ক্যাঃ ১০ গ্রাম) ৩১,০০০ গহনার সোনা (২২ ক্যাঃ ১০ গ্রাম) ২৯,৪১০ হলমার্ক সোনার গহনা (২২ক্যাঃ ১০গ্রাম) ২৯,৮৫০ রুপোর বাট (প্রতি কেজি) ৩৯,৫০০ খুচরো রুপো (প্রতি কেজি) ৩৯,৬০০ ডলার , পাউন্ড ও ইউরোর বিনিময় হার ক্রয় মূল্য বিক্রয় মূল্য ১ ডলার ৬৮.০০ ৬৯.৬৯ ১ পাউন্ড ৮৯.৪২ ৯২.৬৯ ১ ইউরো ৭৮.৭১ ৮১.৮৯

স্ট্যাচু অব লিবার্টিতে প্রতিবাদ, ধৃত কৃষ্ণাঙ্গী

Image
আটক শরণার্থী শিশুদের মুক্তি চেয়ে প্রতিবাদ জানাতে তিনি উঠেছিলেন 'স্ট্যাচু অব লিবার্টি'র উপরে। সেই অপরাধে প্রথমে পুলিশের সঙ্গে বাদানুবাদ এবং শেষে হেফাজতে ঠাঁই হল টেরেস প্যাট্রিশিয়া ওকুমু নামে ওই কৃষ্ণাঙ্গ মহিলার। গত কাল আমেরিকার স্বাধীনতা দিবসে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিউ ইয়র্কে। সবার নজর এড়িয়ে কী ভাবে ওই মহিলা স্ট্যাচু-তে উঠলেন, তা স্পষ্ট নয়। টানা তিন ঘণ্টা ধরে তিনি মূর্তির নীচের অংশ পেরিয়েছেন। স্ট্যাচুর পোশাক এবং লেডি লিবার্টির স্যান্ডালেও কিছু ক্ষণ বসে থাকতে দেখা যায় তাঁকে। ভিডিয়ো ফুটেজে সে সব দৃশ্য ধরা পড়েছে। প্রাথমিক ভাবে পুলিশ তাঁকে বুঝিয়ে নীচে নামানোর চেষ্টা করলেও তিনি তাতে কান দেননি। একটা সময়ে রীতিমতো টেনেহিঁচড়ে আনতে হয় তাঁকে। টেরেসের দাবি ছিল, বাবা-মায়ের কাছ থেকে টেক্সাসে বিচ্ছিন্ন সব শরণার্থী শিশুকে মুক্তি দেওয়া না হলে তিনি নড়বেন না। নিউ ইয়র্ক পুলিশ দফতরের ১৬ অফিসার (জরুরি পরিষেবার দায়িত্বে থাকা) তাঁকে সরাতে নেমে পড়েন। ব্রায়ান গ্লাকেন নামে এক অফিসার বলছেন, ''উনি প্রথমে একেবারেই সহযোগিতা করেননি। পরে ধীরে ধীরে কথা বলে ওঁকে বোঝানো হয়।'' টেরেস প্রথমে

শিশু বিক্রির অভিযোগ, রাঁচীতে ধৃত ৩

Image
শিশু বিক্রির অভিযোগে, মিশনারিজ অব চ্যারিটির রাঁচীর নির্মল হৃদয়ের দুই সিস্টার ও এক কর্মীকে গ্রেফতার করল রাঁচীর কোতয়ালি থানার পুলিশ। অভিযোগ, রাঁচীর জেল রোডের এই হোম থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে বেআইনি ভাবে এক শিশু পুত্রকে উত্তরপ্রদেশের এক দম্পতিকে বিক্রি করা হয়। ওই দম্পতি রাঁচীর কোতয়ালি থানা ও রাজ্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লিউসি) চেয়ারপার্সন রূপা বর্মার কাছে অভিযোগ দায়ের করেন। কলকাতায় মিশনারিজ অব চ্যারিটির মুখপাত্র বলেন, ''অবিশ্বাস্য কাণ্ড। রাঁচীতে আমাদের তিনটি হোম। এর আগে এ ধরনের কোনও অভিযোগ কোনও হোমের বিরুদ্ধেই ওঠেনি।'' পুলিশ ও সিডব্লিউসি সূত্রে জানা গিয়েছে, রাঁচীর জেল রোডের ওই হোমে হানা দিয়ে গত কাল প্রথমে অনিমা ইন্দওয়ার নামে এক কর্মীকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে জেরা করে পুলিশ আজ ওই হোমের দুই সিস্টারকেও গ্রেফতার করে। রূপা দেবী বলেন, ''উত্তরপ্রদেশের সৌরভ অগ্রবাল ও তাঁর স্ত্রী প্রীতি অগ্রবালের অভিযোগের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সিস্টার খোসলেনিয়া ওই হোমের সিস্টার-ইন-চার্জ।'' উত্তরপ্রদেশের ওই দম্পতির দাবি, মে মাসের ১৪ তারি

প্রকাশ্যে যুবককে চপার দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা

Image
গলির মোড়ের কল-পা়ড়ে অন্য দিনের মতোই স্নান করতে গিয়েছিলেন 'ভাইজান'! হঠাৎ এলাকার পরিচিত চার যুবক তাঁর দিকে এগিয়ে যান। দু'পাশে দু'জন করে ঘিরে ধরেন। এর পরেই চলে চপার দিয়ে এলোপাথাড়ি কোপ! তাঁর চিৎকারে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। কয়েক পা দূরের ঘরে তখন ঘুমিয়ে ছিলেন ছোট ভাই। দাদার চিৎকারে ঘুম ভেঙে ছুটে বেরিয়ে আসেন। দাদাকে ঘিরে থাকা চার জনের মধ্যে এক জন এগিয়ে এসে তাঁকেও কোপ দিতে যান। তবে, আশপাশের লোক চলে আসায় চপার হাতে পালিয়ে যায় চার জন। 'গ্যাঙস অব ওয়াসিপুর' থেকে 'বুলেট রাজা' একাধিক হিন্দি সিনেমার পরিচিত দৃশ্যের সঙ্গে মিল খুঁজে পাওয়া গেলেও ঘটনাটি ঘটেছে খোদ কলকাতায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ জোড়াসাঁকো থানা এলাকার কলাবাগানের বাসিন্দা বছর চব্বিশের মহম্মদ তনবিরকে চপার দিয়ে কোপানোর অভিযোগ ওঠে এলাকারই চার যুবকের বিরুদ্ধে। আহতের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। রক্তাক্ত অবস্থায় তনবিরকে পুলিশ উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনি জরুরি বিভাগে ভর্তি। চিকিৎসকেরা জানিয়েছেন, তনবিরের হাতে, পায়ে এবং কাঁধে চোট লেগেছে। ক্ষত গভীর হ

সুর বদল, জনস্বার্থেই জমি নিতে রাজি মমতা

Image
সাত বছর আগে, ২০১১ সালে ক্ষমতায় এসে যে-কোনও ধরনের জমি অধিগ্রহণে 'না' বলে দিয়েছিলেন তিনি। এত দিন পরে 'জনস্বার্থ'-এ জমি অধিগ্রহণে সায় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি অধিগ্রহণে রাজ্য সরকারের এই অবস্থান বদলের মধ্যে অবশ্য অন্য একটি স্তরও ছিল। সেটা হল অধিগ্রহণের বদলে সরাসরি জমি কিনে নেওয়া। ২০১৬ সালে ফের কুর্সিতে বসে দু'-একটি প্রকল্পে জমি নিতে রাজি হন মমতা। দীর্ঘদিন আটকে থাকা প্রকল্পগুলির জন্য জমি অধিগ্রহণের কাজ শেষ করতে বলেন তিনি। সেই কাজে কোথাও তেমন গোলমাল হয়নি। এ বার নানা উন্নয়ন প্রকল্পে জনস্বার্থে জমি অধিগ্রহণে আর 'না' করছেন না মুখ্যমন্ত্রী। নবান্নের পরিবর্তিত অবস্থান অনুসারে কেন্দ্রের ভারতমালা প্রকল্পে ৪৩টি রাস্তা, গেল-এর গ্যাস পাইপলাইন এবং অম়ৃতসর-ডানকুনি রেলের পণ্য করিডরের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে জোর কদমে। তিনটি প্রকল্প মিলিয়ে কয়েক হাজার একর জমি নিতে হতে পারে। তার মাপজোক শুরু হয়েছে। জমি নেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর শর্ত দু'টি। প্রথমত, নরেন্দ্র মোদীর সংশোধিত ভূমি আইনে তিনি রাজ্যে কোনও জমি নিতে দেবেন না। সেই জন্য ১৯৬২ সালের পেট্রোলিয়

খাবার যাচাইয়ে ভ্রাম্যমাণ পরীক্ষাগার

Image
ভেজাল খাবার প্রতিরোধ অভিযানে ভ্রাম্যমাণ পরীক্ষাগার চলে এল কলকাতায়। আগামী ১০ দিনের মধ্যে কলকাতা পুর এলাকায় ওই গাড়ি ভেজাল খাবার রুখতে কাজ শুরু করে দেবে। কেন্দ্রীয় ফুড সেফটি কমিশনের পাঠানো অত্যাধুনিক এই গাড়িটি আগেই রাজ্য সরকারের কাছে পৌঁছয়। বৃহস্পতিবার তা আনা হয় পুরভবনে। গাড়িটি দেখতে যান পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ-সহ তাঁর দফতরের পদস্থ আধিকারিকেরা।  কী আছে ভ্রাম্যমাণ ওই পরীক্ষাগারে ? ভিতরে গিয়ে দেখা যায়, খাবার পরীক্ষার যাবতীয় সরঞ্জাম-সহ গ্যাস সিলিন্ডার, মাইক্রোওয়েভ অভেন, মালপত্র রাখার আপার রেক, কম্পিউটার কাম মনিটর, ভেজাল খাবার সংরক্ষণ করার ফ্রিজ এবং আগুন নেভানোর সিলিন্ডারও রয়েছে। অতীনবাবু জানান, প্রায় ৩৫ লক্ষ টাকা দাম এই গাড়িটির। ভেজাল অভিযানে যাওয়ার সময়ে ওই গাড়িতে ফুড সেফটি অফিসার-সহ চার জন বিশেষজ্ঞ থাকবেন। আপাতত ঠিক হয়েছে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় ঘুরবে গাড়িটি। বড় দোকান ও বাজারের ছোট খাবারের দোকানে গিয়ে পরীক্ষা করা হবে। তা ছাড়াও, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যেখানে ফুটপাতের খাবারের দোকানে ভিড় হয়, সে সব জায়গাতেও পৌঁছে যাবে এই চলমান পর

গুজব রুখতে নয়া দাওয়াই, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেও হতে পারে জেল

Image
'ফরওয়ার্ডেড অ্যাজ রিসিভড্'— এখন থেকে এই বলে পার পাওয়া কঠিন! সম্প্রতি অসম, ত্রিপুরা এবং মণিপুরে গুজবের জেরে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটার পর সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানো রুখতে আরও কঠোর হচ্ছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও সতর্কবার্তা পাঠানো হয়েছে। কেন্দ্রের বার্তায় রাজ্য প্রশাসনকে আরও নজরদারি বাড়াতে বলে হয়েছে। বিভিন্ন প্রান্তে সচেতনতা বাড়াতে সরকারকে উদ্যোগী হতে বলে হয়েছে যাতে এ ধরনের গুজব ছড়ানো আটকানো যায়। রাজ্য পুলিশের এক শীর্ষকর্তা বলেন, কেন্দ্রের এই বার্তার অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি আরও বাড়ানো হয়েছে। আর সেই নজরদারি প্রসঙ্গেই তিনি বলেন, "এত দিন বহু ক্ষেত্রেই এ রকম বিভিন্ন প্ররোচনা ছড়ানো বা উস্কানি দেওয়া গুজবের গোড়া খুঁজতে গিয়ে দেখা যায়, অনেকে সেই মেসেজ অনেক বার করে ফরোয়ার্ড বা শেয়ার করেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করতে গেলেই তাঁরা বলতেন, আমরা যেমন পেয়েছি তেমনই ফরোয়ার্ড করেছি।" কিন্তু এখন থেকে এই কথা বললে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ওই গোয়েন্দাকর্তা। কিন্তু কী ভাবে এ

আর যেন প্রতারিত হতে না হয়

Image
এ যেন প্রতিযোগিতা। কৃষকের প্রতি কার দরদ বেশি, কৃষকের জন্য কে কত উদ্বিগ্ন, কৃষকের দুর্দশায় কার প্রাণ বেশি কাঁদে— প্রমাণ করার প্রতিযোগিতা। আপাত দৃষ্টিতে এই প্রতিযোগিতা অস্বাস্থ্যকর নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতার বিষয় যদি হয়ে ওঠে নাগরিকের পাশে দাঁড়ানো, তা হলে সমস্যা কীসে?  কিন্তু, সামনে নির্বাচন, তাই সংশয় জাগছে। ভোট মিটলেই ছবিটা বদলে যাবে না তো? আশঙ্কা হচ্ছে। কৃষকের উন্নতিকল্পে সম্প্রতি বড় পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধান-সহ বিভিন্ন শস্যের সহায়ক মূল্য অনেকখানি বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এই ঘোষণা যদি রূপায়িত হয়, ভারতের কৃষিক্ষেত্র খুবই লাভবান হবে, সংশয় নেই। কিন্তু, সামনে নির্বাচন। তাই একই রকম ঘোষণা এল মোদীর প্রতিপক্ষ শিবির থেকেও। বিধানসভা নির্বাচনের আগে কর্নাটকে জেডিএস-এর প্রতিশ্রুতি ছিল, কৃষকের যাবতীয় ঋণ মকুব করা হবে। কথা রাখলেন এইচ ডি কুমারস্বামী। কর্নাটকের জেডিএস-কংগ্রেস সরকার তার প্রথম বাজেট প্রস্তাবেই জানিয়ে দিয়েছে, ৩৪ হাজার কোটি টাকার অতিরিক্ত বোঝা স্বীকার করে দু'লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করা হচ্ছে। যে কৃষকরা ঋণ শোধ করছেন, তাঁদের জন্য আবা