Posts

Showing posts from May 29, 2018

লঞ্চ হল ভারতে প্রথম আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার-সহ ফোন VIVO X21

Image
ভারতের প্রথম অন্ডার ডিসপ্লে ফিঙ্গাপ্রিন্ট স্ক্যানার প্রযুক্তি-সহ ফোন লঞ্চ করল চিনা সংস্থা ভিভো। Vivo X21 নামে এই ফোনের কথা মাস কয়েক আগেই ঘোষণা করেছিল সংস্থাটি। জানিয়েছিল, সিম্যানটেক-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট-সহ ফোন আনতে চলেছে তারা। প্রতিযোগিতার বাজারে সে কাজে দেরি করল না তারা।  ভারতের প্রথম অন্ডার ডিসপ্লে ফিঙ্গাপ্রিন্ট স্ক্যানার প্রযুক্তি-সহ ফোন লঞ্চ করল চিনা সংস্থা ভিভো। Vivo X21 নামে এই ফোনের কথা মাস কয়েক আগেই ঘোষণা করেছিল সংস্থাটি। জানিয়েছিল, সিম্যানটেক-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট-সহ ফোন আনতে চলেছে তারা। প্রতিযোগিতার বাজারে সে কাজে দেরি করল না তারা।  আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতায় মেতেছে বিশ্বের তাবড় প্রযুক্তি নির্মাতা সংস্থা। এই প্রযুক্তি হাতে না-থাকায় আইফোন এক্স-এ শুধুমাত্র ফেস রেকগনিশনের ওপর নির্ভর করতে হয়েছে অ্যাপেলকে। যাতে বেশ অসন্তুষ্ট অনেক ব্যবহারকারী। তাঁদের দাবি, ফেস রেকগনিশন অনেক ক্ষেত্রেই কাজ করে না। ফলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার না থাকলেই নয়। এক কথায় বলল

লোহার রড বিঁধেছিল মাথায়, অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন তারিক

Image
তখনও হসপাতালে। মাসখানেক পর অবশেষ বাড়ি ফিরেছেন তারিক। কপাল ভেদ করে সাড়ে তিন ফুটের রডটি মাথার পিছন দিয়ে বেরিয়ে গিয়েছিল। তিনি বেঁচে ফিরবেন— এমন ভরসা ছিল না তাঁর পরিজনদেরও। জটিল অস্ত্রোপচারের পর ফের যেন নতুন প্রাণ ফিরে পেয়েছেন। মঙ্গলবার হাসপাতাল ছেড়ে পার্ক সার্কাসের বাড়িতে ফিরেছেন তারিক মহম্মদ। এক মাস আগে কেষ্টপুরের গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন বছর চব্বিশের তারিক। ডিভাইডারের রেলিংয়ের রড মাথায় ঢুকে যাওয়ায় মস্তিষ্কের প্রধানত তিনটি অংশের ক্ষতি হয়েছে। যার জন্য, তারিক বাঁ-চোখের পাতা নাড়াতে পারছেন না। ডান দিকের হাত ও পায়ে সাড় নেই। কথাও বলতে পারছেন না। চিকিৎসকদের দাবি, ফিজিওথেরাপি ও স্পিচথেরাপির সাহায্যে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবেন তারিক। ২৮ এপ্রিল রাত ১টা নাগাদ বন্ধুর গাড়িতে তারিকরা তিন জন বাইপাস থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তাঁর বন্ধু। তারিক ছিলেন সামনে। কেষ্টপুর সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ডিভাইডারে উঠে যায়। সেখানকার রেলিংয়ের রড ঢুকে যায় তারিকের কপাল ফুঁড়ে। পুলিশ এসে দমকলকে ডেকে লোহার রড কেটে তারিককে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে পাঠায়। তারিকের অ

যৌন নিগ্রহ, পদস্থ কর্তার বিরুদ্ধে মন্ত্রীকে নালিশ বিমানসেবিকার

Image
এ বার এয়ার ইন্ডিয়ার এক সিনিয়র এক্সিকিউটিভের বিরুদ্ধে যৌন নিগ্রহের লিখিত অভিযোগ পৌঁছল সরাসরি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভুর কাছে। যে চিঠির কপি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। বিমানসেবিকার অভিযোগ, এয়ার ইন্ডিয়ার ওই সিনিয়র এক্সিকিউটিভ তাঁকে যৌন নিগ্রহ করেছেন। অশালীন ভাষা ব্যবহার করেছেন তাঁর বিরুদ্ধে। তাঁর সামনে অন্য মহিলাদের বিরুদ্ধেও। এমনকী, তাঁর সামনে অন্য মহিলাদের সঙ্গে যৌন সংসর্গ নিয়েও আলোচনা করেছেন। ওই সিনিয়র এক্সিকিউটিভকে 'শিকারি' বলে চিহ্নিত করে বিমানসেবিকা লিখেছেন, হার্ভে উইনস্টাইন ও বিল কসবিকে যোগ করলে যা হয়, তার চেয়েও বেশি 'শিকারি' অভিযুক্ত। উইনস্টাইন ও কসবির বিরুদ্ধে হলিউডের বহু অভিনেত্রী হালে যৌন নিগ্রহের অভিযোগ জানিয়েছেন। বিমানসেবিকার সেই চিঠি পেয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী টুইট করে জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার সিএমডি-কে অভিযোগটি দ্রুত খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রয়োজনে আলাদা কমিটি গড়তেও বলা হয়েছে। 'রিকোয়েস্ট ফর জাস্টিস' (বিচারের অনুরোধ) শিরোনামে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীকে পাঠানো সেই চিঠিতে ওই বিমান

বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার, বড় নাশকতার ছক পশ্চিমবঙ্গে?

Image
নলহাটিতে উদ্ধার বিপুল পরিমান বিস্ফোরক। ভিন্‌ রাজ্য থেকে এনে মজুত করা হচ্ছিল প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট এবং জিলেটিন স্টিক। গুদামে ঢোকার আগেই হানা দেয় পুলিশ। জিলেটিন স্টিক, অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে পাওয়া গিয়েছে বিপুল পরিমাণ ডিটোনেটরও। বীরভূম জেলার ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বাহাদুরপুর গ্রামের ঘটনা। সেখানেই একটি বাড়িতে মজুত করা হচ্ছিল কয়েক কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট। তল্লাশি শুরু হতেই পাওয়া যায় ৫০ হাজার ডিটোনেটর ও ‌১১ হাজার জিলেটিন স্টিকের। বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দু'টি গাড়ি করে রাতের অন্ধকারে ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছিল বিপুল পরিমাণ এই বিস্ফোরক তৈরির কাঁচামাল। গাড়ি পাওয়া গেলেও তার চালকদের হদিশ এখনও পাওয়া যায়নি। কী কারণে বিপুল এই বিস্ফোরকের কাঁচামাল মজুত করা হচ্ছিল তা নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। তবে তদন্তকারীদের একাংশের ধারণা, নলহাটি এবং সংলগ্ন এলাকায় রয়েছে প্রচুর পরিমান বৈধ এবং অবৈধ পাথর খাদান। সেখানে এই ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়। কিন্তু, নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। তার দু'টি কারণ। এর আগে বর্ধমানে

জলের অভাবে গলা শুকিয়ে কাঠ শিমলার, ঘরমুখো বহু পর্যটক

Image
একফোঁটা জল পাওয়ার জন্য দীর্ঘ লাইনে শিমলার বাসিন্দারা। মঙ্গলবার। জলের অভাবে শিমলার গলা শুকিয়ে কাঠ! গত সাত দিন ধরে একফোঁটা জল মিলছে না শিমলার বাড়িতে বাড়িতে। হোটেলগুলির অবস্থাও তথৈবচ। জলের অভাবে হোটেল ছেড়ে বাধ্য হয়েই ঘরমুখো হচ্ছেন বহু পর্যটক। জলাভাবের খবর পেয়ে হোটেলের বুকিংও বাতিল করেছেন বহু পর্যটক। সকাল হতে না হতেই শিমলা পুরসভার পাঠানো ট্যাঙ্কারের সামনে বালতি হাতে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়তে দেখা যাচ্ছে শিমলার বাসিন্দাদের। এক বালতি জলের জন্য কোথাও কোথাও আধ মাইল দীর্ঘ লাইন। জল নিয়ে কোথাও কোথাও বচসা থেকে পরিস্থিতি পুলিশের সঙ্গে হাতাহাতিতেও গড়িয়েছে। নিয়মিত জল সরবরাহের দাবিতে শিমলা-কালকা রোড অবরোধও হয়েছে। এটাই পর্যটকদের শিমলা যাওয়ার পছন্দের সময়। আর এই সময়েই জলের অভাবে গলা সবচেয়ে বেশি শুকিয়ে গিয়েছে শিমলার কাসুমপাত্তি, ছোটা শিমলা, বিকাশনগর, পাতিয়োগ, কাংরা ধর, নিউ শিমলা ও পাঠানঘাঁটি এলাকাগুলিতে। সরকারি পরিসংখ্যান বলছে, শিমলার মানুষের জলের চাহিদা মেটাতে রোজ গড়ে ৪২ কোটি লিটার জল সরবরাহের প্রয়োজন। দাবি, সেখানে এখন রোজ গড়ে ২২ কোটি লিটার জল সরবরাহ করা হচ্ছে। শিমলার জলাভাব হিমাচল প্রদেশের হাইকোর্ট

কল্যাণীর ডিন নকল করে ডি লিট! অভিযোগ রাজভবনে

Image
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে তপনকুমার বিশ্বাস।  ছাত্রছাত্রীদের লেখা টুকেই ডি লিট প্রাপ্তি! খালি ছাত্রছাত্রী নয়। সহকর্মীর বই থেকেও নাকি হুবহু টুকে দিয়েছেন 'কীর্তিমান' এই অধ্যাপক। এমনটাই অভিযোগ। আচার্য, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আর্টস ও কমার্স বিভাগের ডিন তপনকুমার বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগও জমা পড়েছে। অভিযোগ জানিয়েছেন অধ্যাপক সুজয়কুমার মণ্ডল। তাঁর বই থেকেই নাকি নকল করা হয়েছে। চলতি মাসের ২২ তারিখ রাজ্যপালকে জানানো চিঠিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোককথা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সুজয়বাবু অভিযোগ জানিয়েছেন, তপনবাবুকে ২০১২ সালে ডি লিট দেওয়া হয়েছিল 'নদিয়া জেলার লোকসংস্কৃতির পরিচয় এবং সমাজ বিকাশে তার ভূমিকা' শীর্ষক গবেষণাপত্রের জন্য। সুজয়বাবুর দাবি, তিনি সেই গবেষণাপত্র একাধিক বার খুঁটিয়ে পড়েছেন। তার একাধিক অংশ বিভিন্ন বই থেকে হুবহু নকল করা হয়েছে। কিন্তু মূল লেখার উল্লেখ না করে তপনবাবু নাকি প্রতিটি অংশই নিজের বলে দাবি করেছেন। চিঠিতে সুজয়বাবু লিখেছেন, "তপনকুমার বিশ্বাসের গবেষণাপত্রের ৬৪০ থ

বলির হাত থেকে দুই নাবালিকাকে উদ্ধার করে নায়ক মসজিদের ইমাম

Image
ফের অন্ধবিশ্বাসের বলি হতে পারত দুই নাবালিকা। ফের কুসংস্কার অকালেই কেড়ে নিত দুটি প্রাণ। কিন্তু তেমনটা হতে দিলেন না ইমরান ভাই শাহ। কুসংস্কারের বলি হওয়ার হাত থেকে ১১ বছর ও আট বছরের দুই কিশোরীকে উদ্ধার করে মানবিকতার নজির গড়লেন তিনি। আর তাই তাঁকে পুরস্কৃত করল মহারাষ্ট্র পুলিশ। দুই কিশোরীকে অপহরণ করে বিক্রি করে দেওয়া হয়েছিল। তারপর তাদের মহারাষ্ট্র থেকে নিয়ে যাওয়া হয় সুরাটে। উদ্দেশ্য বলি দেওয়া। কিন্তু ইরমান ভাই শাহর মতো সৎ ব্যক্তির দেখা মেলায় এ যাত্রায় প্রাণে বেঁচে যায় দুই নাবালিকা। সুরাটের কিম কোথওয়ার এক মসজিদের ইমাম ইমরান জানান, একদিন তিনি মসজিদে দুই কিশোরীকে বসে কাঁদতে দেখেন। কৌতূহলের বশেই তাদের দিকে এগিয়ে গিয়ে যান তিনি। তখনই ইমরানকে গোটা ঘটনার কথা খুলে বলে তারা। জানায়, মহারাষ্ট্রের নন্দারবার জেলার শাহদা গ্রামের বাসিন্দা তারা। দিন পাঁচেক আগে ৬৫ বছরের বাব্বান পাওরা নামের এক ব্যক্তি তাদের বাড়ি থেকে অপহরণ করে। সে-ই তাদের সুরাট নিয়ে আসে। ঘটনার কথা জানতেই ইমরান এবং তাঁর সহকর্মীরা কোসাম্বা থানায় খবর দেন। সেই থানাতেই প্রথমে নিয়ে আসা হয় দুই নাবালিকা। এরপর মহারাষ্ট্র পুলিশের সঙ্গে যোগাযোগ করে বা

ডুবে যাওয়া জাহাজে ₹১ লক্ষ কোটির গুপ্তধন পেল রোবট!

Image
গভীর সমুদ্রের তলা থেকে ৩১০ বছরের পুরনো গুপ্তধন উদ্ধার করল এক রোবট। এই গুপ্তধনের মূল্য প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাত্‍ ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। ক্যারিবিয়ান সি-র গভীরে একটি স্পেনদেশীয় জাহাজ থেকে এই বিপুল পরিমাণ অর্থসম্পদ উদ্ধার করে এই রোবট।  জলের নীচে কাজ করতে সক্ষম এই যন্ত্রমানবের নাম রেমাস ৬০০০। উচ্চ-প্রযুক্তি সম্পন্ন সেন্সর ও ক্যামেরা বসানো এই রোবট চার মাইল পর্যন্ত ডুব দিতে পারে। স্পেনের যুদ্ধজাহাজ স্যান জোস ১৬'শ শতাব্দীর শেষ ভাগে ব্রিটিশ যুদ্ধজাহাজের সঙ্গে প্রচণ্ড গুলি বিনিময়ের পর সমুদ্রে ডুবে যায়। সেই জাহাজে থাকা কোটি কোটি টাকার সোনা, রূপা ও পান্নাও হারিয়ে যায় সমুদ্রের অতলে। ২০১৫-র নভেম্বরে ফের সেই জাহাজটির সন্ধান পাওয়া যায়। এবার রোবটের সাহায্যে হারানো ধনরত্ন উদ্ধার করা সম্ভব হল।  ক্যারিবিয়ান সি-র ২০০০ ফুট গভীরে ছিল জাহাজের ধ্বংসাবশেষ। এই রোবট এর আগেও সমুদ্রের তলা থেকে জাহাজ ও প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে।

প্রকাশিত CBSE দশম শ্রেণির ফল, জানুন এখানে

Image
দেশজুড়ে প্রকাশিত হল CBSE দশম শ্রেণির পরীক্ষার ফল। বিকেল ৪টে নাগাদ ফল প্রকাশের কথা থাকলেও তার অনেক আগেই বেলা দেড়টা নাগাদ ফল প্রকাশ করে CBSE। ফলাফল বিস্তারিত জানুন এখানে। ছেলেদের থেকে মেয়েদের পাশের হার বেশি। ছেলেদের পাশের হার ৮৫.৩২% ও মেয়েদের পাশের হার ৮৮.৬৭%।  এ বছর পাশের হার ৮৬.৭০%। পরীক্ষায় বসেছিল ১৬,২৪,৬৮২ জন ছাত্রছাত্রী। পাশ করেছে ১৪,০৮,৫৯৪ জন।  বোর্ডের তরফে জানানো হয়েছে, cbse.nic.in ওয়েবসাইট ছাড়াও cbse.examresults.net , results.nic.in/index , cbseresults.nic.in , results.gov.in ওয়েবসাইটগুলি থেকেও রেজাল্ট জানা যাবে।  কীভাবে জানা যাবে রেজাল্ট?  ১. cbse.nic.in ওয়েবসাইটে যেতে হবে ২. সেখানে গিয়ে CBSE 10th Result 2018 লিঙ্কে ক্লিক করতে হবে।  ৩. রোল নম্বর জমা করতে হবে।  ৪. রেজাল্টের কপি ডাউনলোড করে নিতে হবে। ৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত CBSE দাদশ শ্রেণির পরীক্ষা হয়। প্রায় ১৭ লাখ পড়ুয়া এ বছর পরীক্ষা দিয়েছিল।

কালী সাজায় যুবককে ঠাট্টা, শেষে ছুরি মেরে খুন!

Image
এলাকার লোকজন তাঁকে 'কালী ভক্ত' হিসেবেই জানতেন। ফি মঙ্গল ও শনিবার তাঁকে দেখাও যেত 'কালী'র বেশে ঘুরে বেড়াতে। ওই দু'দিন নিজেকে 'কালী' হিসেবেও পরিচয় দিতেন। কালো রঙের সালোয়ার। তার ওপর লাল ওড়না জড়ানো আর নূপুর পরা। অনাথ কালুকে এ ভাবেই ঘুরে বেড়াতে দেখা যেত দিল্লির কালকাজি মন্দির এলাকায়। গত বুধবার ওই এলাকারই একটি জঙ্গল থেকে কালুর দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহে ছুরির একাধিক ক্ষত। গোটা দেহ রক্তে ভেসে যাচ্ছে। রবিবার কালুর খুনি সন্দেহে চার জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে তিন জনকে নাবালককেও। এলাকার লোকজন জানিয়েছেন, কালকাজিতেই একটি ধর্মশালায় বড় হয়েছেন কালু। কালুর পরিবার বলতে একটি ভাই রয়েছেন। ওঠাবসা ছিল এলাকার রূপান্তরকামীদের সঙ্গে। সেখানেই বেশির ভাগ সময় কাটাতেন। সোমবার ডিসিপি (দক্ষিণ-পূর্ব) চিন্ময় বিসওয়াল জানিয়েছেন, কালুর খুনিদের খোঁজে এলাকার একাধিক লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ঠিক কী কারণে কালুকে খুন করা হয়েছে তা নিয়ে ধন্দে ছিলেন তাঁরা। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেন গোবিন্দপুরীতে। সেখান থেকেই চার জনকে গ্রেফতার ও তিন নাবালককে আটক

স্বামীর মাইনে কত টাকা? জানার অধিকার রয়েছে স্ত্রী-র

Image
মহিলাদের বয়স আর পুরুষদের মাইনে নাকি জানতে চাওয়াটা ঠিক নয়। অনেকের মুখেই এমনটা শোনা যায়। তবে সে 'বিধিনিষেধে' এ বার বাধ সাধল আদালত। মধ্যপ্রদেশ হাইকোর্ট জানিয়েছে, স্বামীর মাইনে জানার অধিকার রয়েছে স্ত্রীর। সুনীতা জৈন নামে এক মহিলার আবেদনের ভিত্তি এই রায় দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে জেলা আদালত এবং হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সুনীতার আবেদন নাকচ করে দিয়েছিল। তাদের বক্তব্য ছিল, মাইনে সংক্রান্ত বিবরণ কারও কাছে খোলসা করা যায় না। তাতে ব্যক্তির গোপনীয়তা রক্ষার অধিকার খর্ব হয়। তবে সেই রায় খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। স্বামীর মাইনে জানতে চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন সুনীতা। বিএসএনএল-এ কাজ করেন পবন জৈন। তাঁর স্ত্রী সুনীতা স্বামীর সঙ্গে থাকেন না। প্রতি মাসে পবনের কাছ থেকে তিনি সাত হাজার টাকা করে খোরপোষ পেতেন। স্বামী ঠিক কত টাকা মাইনে পান তা তিনি জানেন না। তবে সুনীতার অনুমান, মাসে লাখ দুয়েকের বেশি মাইনে পান পবন। তাই তাঁর আরও অনেক টাকা খোরপোষ পাওয়া উচিত বলে মনে করেন সুনীতা। পবনের পে-স্লিপ চেয়ে তিনি প্রথমে জেলা আদালতের দ্বারস্থ হন। তবে সে আবেদন নাকচ করে দেয় আদালত। এর পর তথ্যের

চলন্ত ট্রেনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু।

Image
কলকাতা:  চলন্ত ট্রেনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু। আজ সকালে শিয়ালদামুখী ক্যানিং লোকালের ছাদ থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। ১৩০৯৬ নম্বর কামরার ছাদ থেকে উদ্ধার দেহ। ওই ট্রেনের যাত্রীদের দাবি, বালিগঞ্জ থেকে শিয়ালদার মাঝে হঠাৎ একটি শব্দ শোনা যায়। ওই ব্যক্তি কী করে ট্রেনের ছাদে উঠলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ। মৃত মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক ধারনা।

চুরি যাওয়া আইফোনে আর চার্জ হবে না

Image
নতুন এক ফিচারের মাধ্যমে চুরি করা আইফোন পুনরায় ব্যবহার করার পথ বন্ধ করে দিতে যাচ্ছে অ্যাপল। আইওএস ১১.৪ বেটা সংস্করণে নতুন ফিচারটি তারা যুক্ত করতে যাচ্ছে। ইউএসবি রেস্ট্রিক্টেড মোডে ফিচারটি শনাক্ত করেছে সফটওয়্যার ব্লগ এলকমসফট। ফোন চুরি করার পর যদি সাত দিনের মধ্যে যদি পাসওয়ার্ড, ফেইস আইডি, প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট প্রবেশ না করানো হয় তাহলে ফোনে চার্জ দেয়ার অপশন বন্ধ হয়ে যাবে। ফোন চুরির সাত দিনের মাথায় যদি পুলিশ তা উদ্ধার করতে না পারে তাহলে পিসিতেও ফোনটি কানেক্ট করা যাবে না। ফলে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য থাকবে সুরক্ষিত। অ্যাপলের নথিপত্র থেকে জানা গেছে, নিরাপত্তা আরও জোরদার করতেই ফিচারটি যুক্ত করা হচ্ছে। ব্যবহারকারীদের সপ্তাহে একদিন আনলক করা অবস্থায় ফোন চার্জে দিতে হবে নয়তো ডিভাইসের পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আইফোন ব্যবহারকারীদের হাতে পৌঁছে যাবে আইওএস ১১.৪ সংস্করনের আপডেট।

শপিংমলের কর্মীদের দ্বারা হেনস্থা! চরম পরিণতি আদিবাসী ছাত্রীর

Image
শপিংমলের কর্মীদের দ্বারা হেনস্থার অভিযোগে দ্বাদশ শ্রেণির আদিবাসী ছাত্রীর আত্মহত্যার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরার বারখাথাল এলাকায়। ২৪ মে তিন বন্ধুর সঙ্গে শপিং মলে গিয়েছিল ওই ছাত্রী। চুরির অভিযোগে শপিং মলের কর্মীরা ওই ছাত্রীকে হেনস্থা করেছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ছাত্রীর মা জানিয়েছেন, বিগ বাজারের অভিযোগ ছিল তার মেয়ে জিনিস চুরি করেছে। মেয়ে বাড়িতে ফোন করে জানায় ৪ হাজার টাকা নিয়ে যেতে এবং তাকে বাড়ি নিয়ে যেতে। বিগ বাজারের তরফে তাদের হেফাজতে মেয়েকে রাখা হয়েছিল বলে জানিয়েছেন ওই ছাত্রীর মা। তাঁর মেয়ে ওই ধরনের কাজ করতে পারে না বলে দাবি করেছেন মা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাত্রীটি মেধাবী। সে অক্সিলিয়াম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ে। চুরির অভিযোগের পরেই স্কুল কর্তৃপক্ষের তরফে ছাত্রীটিকে বহিষ্কার করা হয় বলে জানা গিয়েছে। পুলিশের তরফে প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হলেও, পরে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। মলে হেনস্থা ও স্কুলের বহিষ্কারের কথা জানানোর পরে পুলিশের তরফে বয়ান বদল করা হয়। বিগবাজারের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই ছাত্রীর সঙ্গে যাওয়

টিকিট 'কনফার্ম' হওয়ার সম্ভাবনা কতটা এবার জানতে পারবেন যাত্রীরা, মধ্যরাত থেকে চালু পরিষেবা

নয়াদিল্লি: টিকিট কাটার সময় কনফার্মড বারথ না-ও পেতে পারেন যাত্রীরা। তবে, তাঁদের টিকিট কনফার্মড হওয়ার সম্ভাবনা কতটা এবার থেকে তা জানা যাবে। এর জন্য বিশেষ পরিষেবা চালু করছে ভারতীয় রেল। যা কার্যকর হচ্ছে সোমবার মধ্যরাত থেকেই। রেলের তরফে জানানো হয়েছে, সোমবার মধ্যরাত থেকেই নতুন চেহারায় চালু হচ্ছে আইআরসিটিসি ওয়েবসাইট। সেখানে একটি জায়গা থাকবে, যেখানে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা তাঁদের টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনায়াসে জানতে পারবেন। রেল জানিয়েছে, সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (ক্রিস)-এর তৈরি নতুন অ্যালগোরিদম যাত্রীদের জন্য এই কাজ করবে। এই বিশেষ 'ওয়েট-লিস্ট প্রেডিকশন' ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা জানতে পারবেন, তাঁদের ওয়েটিং লিস্ট বা আরএসি টিকিটের কনফার্ম হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। রেলের এক আধিকারিক জানান, যে রুটে সংশ্লিশষ্ট যাত্রী টিকিট কেটেছেন, তাতে বুকিং ট্রেন্ড বা টিকিটের চাহিদা কত, সেই হিসেব করে 'ওয়েট-লিস্ট প্রেডিকশন' জানিয়ে দেবে, টিকিট আদৌ কনফার্ম হবে কি না। সেই অনুযায়ী, শেষ মুহূর্তের হয়রানি এড়িয়ে যাত্রী আগেভাগেই বিকল্প ব্যবস্থা করে নিতে পারবেন। ওই আধিকারিক জানান, রেল

শবদাহ করতে এবার লাগবে রেশন কার্ড!

Image
কলকাতা : মৃতের কার্ড ব্যবহার করে রেশন সামগ্রী তোলা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কিন্তু, কত সংখ্যক মানুষ এই কাজ করছেন তার কোনও হিসাব নেই সরকারের কাছে। অথচ এটা যে ঘটছে তা একাধিকবার সামনে এসেছে। তাই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। খাদ্যদপ্তরের তরফে মুখ্যসচিব মলয় দে-র কাছে একটি প্রস্তাব পাঠানো হচ্ছে। তাতে বলা হবে, শ্মশানে শবদাহর সময় মৃতের রেশন কার্ড নিয়ে যেতে হবে। সেটি জমা রাখতে হবে শ্মশানের সংশ্লিষ্ট কর্মীর কাছে। তবেই পাওয়া যাবে ডেথ সার্টিফিকেট। কোথাও রেশন সামগ্রীর গুণগতমান খারাপ আবার কোথাও তা বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রায়ই খাদ্যদপ্তরের কাছে আসে। কিন্তু, এবার মৃতের কার্ডে রেশন সামগ্রী তোলার ঘটনা সামনে এসেছে।  জানা গেছে, প্রতি বছর রাজ্যে গড়ে প্রায় ২৫ লাখ মানুষ মারা যান। কিন্তু, নিয়মমাফিক খাদ্যদপ্তরে সেই তথ্য জানানো হয় না। ফলে, মৃতের রেশন কার্ডও বাতিল হয় না। তাঁদের কার্ডেই রেশন সামগ্রী তুলে নেওয়া হয়। এর জেরে প্রতি বছর কোটি কোটি টাকা ক্ষতি হয় রাজ্য সরকারের। এবার তাই কড়া পদক্ষেপ নিতে চলেছে খাদ্যদপ্তর। এই প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইনাডু বাংলাকে বলেন, "

চলতি অর্থবর্ষে ব্যাংক জালিয়াতির পরিমাণ ২৫,৭৭৫ কোটি টাকা, বলছে RBI

Image
চলতি বছরেই প্রকাশ্যে এসেছে এযাবৎ কালের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতি৷ পাঞ্জাব ন্যাশলান ব্যাংক-সহ বিভিন্ন ব্যাংক থেকে আনুমানিক ১২,৬৩৬ কোটি টাকা হাতিয়ে বিদেশে গা ঢাকা দিয়েছে হীরে ব্যবসায়ী নীরব মোদি ও মেহুল চোকসি৷ ঘটনাটি সামনে আসার পরেই চন্দ্রশেখর গৌড়ার মনে প্রশ্ন জন্মায়, কেবলমাত্র একটি ব্যাংকে এত বিপুল পরিমাণ টাকার জালিয়াতি হলে দেশের অন্যান্য ব্যাংকগুলির কী অবস্থা? জানার জন্য রিজার্ভ ব্যাংকে আরটিআই করেন তিনি৷ উত্তরে যা পেলেন তাতে চক্ষুচড়ক গাছ চন্দ্রশেখর গৌড়ার৷ আরটিআই-তে রিজার্ভ ব্যাংক জানিয়েছে, ২০১৭-১৮ অর্থবর্ষে ভারতের দেশের একুশটি ব্যাংক থেকে জালিয়াতি হয়েছে মোট ২৫৭৭৫ কোটি টাকা৷ তারমধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে অবশ্যই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক৷ সমস্ত শাখা মিলিয়ে তাদের জালিয়াতি হওয়া অর্থের পরিমাণ ৬৪৬১.১৩ কোটি টাকা৷ এছাড়াও তালিকায় রয়েছে আরও কুড়িটি ব্যাংকের নাম৷ জালিয়াতির পরিমাণের দিক থেকে বেশ উপরে রয়েছে সবচেয়ে বেশি গ্রাহককে পরিষেবা প্রদানকারী পাঁচটি ব্যাংক৷ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইউকো ব্যাংক ও অন্ধ্র ব্যাংকে জালিয়াতির পরিমাণ আ

এ বার রেল স্টেশনে সুলভে মিলবে স্যানিটারি ন্যাপকিন, কন্ডোম!

Image
এ বার থেকে রেল স্টেশনেও মিলবে স্যানিটারি ন্যাপকিন এবং কন্ডোম। শুধুমাত্র যাত্রীরাই নয়, সস্তার এই ন্যাপকিন আর কন্ডোম কেনার সুযোগ পাবেন স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারাও। সম্প্রতি এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড৷ এই সামগ্রিগুলি বাজার চলতি দামের থেকে অনেকটাই কম দামে পাবেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, ভারতীয় রেলওয়ে বোর্ডের নতুন নতুন টয়লেট পলিসি অনুযায়ী, স্টেশন চত্বরে পুরুষ, মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা আলাদা শৌচাগার তৈরি করা হবে। এই শৌচাগারগুলি ব্যবহারের জন্য কোনও টাকা দিতে হবে না সাধারণ মানুষকে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে গোটা দেশের মোট ৮,৫০০টি স্টেশনে এমন কাউন্টার খোলা হবে যেখানে সুলভে ন্যাপকিন আর কন্ডোম কেনার সুযোগ পাবেন সকলে। একটি কাউন্টার থাকবে স্টেশনের বাইরে আর একটি রাখা হবে স্টেশন চত্বরের ভিতরে। শৌচাগার দেখভালের জন্য প্রত্যেকটিতে তিনজন করে কর্মী থাকবেন। কেন এই পদক্ষেপ? স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দাদের অনেকের বাড়িতেই শৌচাগার না থাকায় স্টেশন চত্বরেই শৌচকর্ম করেন তাঁরা। স্টেশনের শৌচাগারে টাকা দিতে হয় বলে সেখানেও অনেকে যেতে চান না। যত্রতত্র শৌচকর্মের ফ

স্ত্রী মগ্ন অন্য পুরুষে, কেবল সন্দেহ থেকেই খুন করে আত্মঘাতী স্বামী?

Image
স্ত্রী অনবরত ফোনে কথা বলতেন। কর্মস্থল থেকে বাড়ি ফিরে ডেকেও মিলত না সাড়া। দিনের বেশিরভাগ সময়ই মগ্ন থাকতেন ফেসবুক, হোয়াটসঅ্যাপে। তাতেই সন্দেহ দানা বেঁধেছিল স্কুলশিক্ষক স্বামীর মনে। হাতে জোরালো কোনও প্রমাণ ছিল না। মিলছিল না সেরকম কোনও সূত্রও। স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে এমনটা ভেবে নিজেই মানসিক অবসাদে ভুগছিলেন স্বামী। অতঃপর নিয়ে ফেললেন সেই চরম পদক্ষেপ। স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। পূর্ব মেদিনীপুরের নারায়ণদাঁড়ি গ্রামে স্কুল শিক্ষক স্বামী ও স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার নেপথ্যে এমনটাই মনে করছে পুলিস। মলয় মাইতি নামে ওই ব্যক্তি গ্রামেরই একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। তাঁর স্ত্রী গৃহবধূ। স্বামী স্কুলে চলে যাওয়ার পর সারাদিন বাড়িতে একাই থাকতেন তিনি। সূত্রের খবর, মাইতি বাড়ি থেকে ঝগড়াঝাঁটির আওয়াজ নিত্যদিনই কানে যেত প্রতিবেশীদের। প্রতিবেশীরা জানাচ্ছেন, রবিবার রাতেও চিত্কার চেঁচামেচি শুনতে পেয়েছিলেন তাঁরা। কিন্তু রোজকার ঘটনা ভেবে প্রথমটায় বিশেষ আমল দেননি তাঁরা। রাতে সব চুপচাপ হয়ে যায়। সোমবার সকালে মলয়কে স্কুলে যেতে না দেখতে পেয়েই সন্দেহ হয় প্রতিবেশীদের। রান্নাঘরের জানলার ফা

‘কংগ্রেস ৬০ বছরে ১৩ কোটি, এনডিএ মাত্র ৪ বছরে ১০ কোটি’

Image
উজ্জ্বলা ‌যোজনার সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার উজ্জ্বলা ‌যোজনায় এলপিজি গ্রাহকদের সঙ্গে কথা বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এলপিজি এসে প্রথাগত রান্নার উনুন থেকে মুক্তি পেয়েছেন মায়েরা। একসময়ে এলপিজি ‌যেখানে ধনীদের প্রতীক ছিল তা এখন সাধারণ মানুষের নাগালে। প্রধানমন্ত্রী দাবি করেন, দেশের ৮১ শতাংশ ঘরে বর্তমানে এলপিজি পৌঁছে গিয়েছে। বাকী পরিবারগুলিতে শীঘ্রই তা দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র উজ্জবলা ‌যোজনাতেই দেশের ৩.৮ কোটি পরিবারকে রান্নার গ্যাসের সং‌যোগ দেওয়া হয়েছে। এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। রান্নার গ্যাসের সং‌যোগ দেওয়া নিয়ে তিনি দলিত তাসও খেলে দিলেন। তিনি বসেন, রান্নার গ্যাসের সং‌যোগ ‌যারা পেয়েছেন তাদরে মধ্যে ৪৫ শতাংশই দলিত-উপজাতি পরিবার। ইউপিএ আমনে দেশে ৪৪৫টি পেট্রল পাম্পের মালিক ছিলেন দলিত। এনডিএর আমালে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২০০। এলপিজি সরবারহের কাজ করছে ১৩০০ পরিবার। কংগ্রেসকে নিশানা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস গত ৬০ বছরে দেশে মোট ১৩ কোটি পারিবারে রান্নার গ্যাসের সং‌যোগ দিয়েছে। আর সেখানে এনডিএ আমলে

বিএসএনএলের সঙ্গে হাত মিলিয়ে পতঞ্জলি নিয়ে এল সিমকার্ড

Image
নয়াদিল্লি: ভারতে ফাস্ট মুভিং কনজিউমার গুডস (এফএমজিসি)-র ক্ষেত্রে অত্যন্ত পরিচিত কোম্পানি হল পতঞ্জলি। এবার মোবাইল সিমকার্ড চালু করে কোম্পানি টেলিকম দুনিয়াতেও পা রাখতে চলেছে। যোগগুরু রামদেবের কোম্পানি গত রবিবার এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের সঙ্গে হাত মিলিয়ে এই স্বদেশী সম্বৃদ্ধি সিমকার্ড চালু করেছে। প্রাথমিকভাবে পতঞ্জলির কর্মীরাই এই সিম কার্ড পাবেন। পুরোদস্তুর চালু হয়ে গেলে এই সিম কার্ডের মাধ্যমে পতঞ্জলির পণ্যে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। পতঞ্জলির সিমকার্ডে গ্রাহকরা ১৪৪ টাকার রিচার্জে সারা দেশে আনলিমিটেড কল, ২ জিবি ডেটা ও ১০০ মেসেজ পাবেন। এরসঙ্গে থাকছে গ্রাহকদের স্বাস্থ্য ও দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু বিমাও। সিমকার্ড চালু করার অনুষ্ঠানে রামদেব বলেছেন, বিএসএনএল একটি স্বদেশী নেটওয়ার্ক। পতঞ্জলি ও বিএসএনএল-উভয়ের লক্ষ্যে দেশবাসীর কল্যাণ। দেশে বিএসএনএলের পাঁচ লক্ষ কাউন্টার রয়েছে। সেখান থেকে এই সিমকার্ড পাওয়া যাবে।  

এত উন্নয়ন, তবু মুখ ফেরাল কেন জঙ্গলমহল?

Image
ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া-বাঁকুড়া হয়ে বীরভূম। জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় পঞ্চায়েতের নিচু তলায় কোণঠাসা তৃণমূল। এত উন্নয়ন, তবুও ভোট এল না কেন? ঘুরে দেখল আনন্দবাজার। এ তল্লাটের নাম লোকে জেনেছিল হাভাতেদের গাঁ বলে। সেটা ২০০৪। ১৪ বছর পার। সে বামও নেই, সেই আমলাশোলও নেই। অনাহারের গ্রামে এখন কংক্রিটের রাস্তা, বাড়ি বাড়ি বিদ্যুৎ, সকলেরই ইটের ঘর, টিনের ছাউনি। সচল প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র। এমনকি, সে সময় খেতে না পেয়ে মারা যাওয়া এক পরিবারের ছাদেও ডিশ টিভির ছাতা। এক জনজাতি পরিবারের মাটির দোতলা বাড়িতে এখন চলে 'হোম-স্টে'। সেখানে শহুরে আরাম ছেড়ে স্বেচ্ছায় দু'-চার দিনের গরিব হয়ে থাকার কারবারও নাকি চলছে ভরপুর। এর পরেও ২০১৮-র আমলাশোলে গ্রাম পঞ্চায়েত ভোটে হেরে গিয়েছে তৃণমূল কংগ্রেস। জিতেছেন জনজাতিদের দাঁড় করানো নির্দল প্রার্থী অজিত সিং। শুধু আমলাশোল নয়, গোটা বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতেই দাঁত ফোটাতে পারেনি শাসক দল। পঞ্চায়েত চলে গিয়েছে জনজাতি নির্দলদের হাতে। বহিরাগতের কাছে এ এক বিস্ময়! এত উন্নয়ন! শুধু হয়েছে নয়, চোখেও দেখা যাচ্ছে। তার পরেও কেন...? কাঁকড়াঝোড়ের আমতলায় খাটিয়ায় বসা ইন্

সিগারেট খেয়ে চার ঘণ্টা বাচ্চার কাছে যাবেন না

Image
সর্দিকাশি থেকে শুরু করে দাঁতের ক্ষয়, এমনকী হজমের সমস্যা বা ডায়ারিয়া, বাচ্চাদের নানা অসুখবিসুখের অন্যতম কারণ সিগারেট-সহ তামাকের ধোঁয়া। এমনকী, এক বছরের কমবয়সী শিশুদের আচমকা মৃত্যুর (Sudden infant death syndrome বা SIDS) অন্যতম কারণ হতে পারে বাবা অথবা বাড়ির বড়দের ধূমপান। বিশ্ব তামাক বিরোধী দিবসের আগে শিশুরোগ বিশেষজ্ঞ পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন সুমা বন্দ্যোপাধ্যায় সিগারেট না টানলেও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি থাকে। এ যেন অন্যের দোষে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া। সিগারেট-বিড়ির ধোঁয়া প্রবেশ করে শিশুদের শরীরে নানা অসুখবিসুখের সঙ্গে ক্যানসার ডেকে আনতে পারে। সিগারেটের প্যাকেটের গায়ে বড় হরফে ক্যানসারের কারণ লেখা থাকলেও ধূমপায়ীদের কেউই খুব একটা গা করেন না। তাঁদের নিজেদের ক্ষতির সঙ্গে সঙ্গে অসুস্থ করে তুলছেন বাচ্চাদের।   ধোঁয়ায় আছে ৭,০০০ রাসায়ানিক! দু'চারটে নয়, সাত হাজার ক্ষতিকর রাসায়ানিক পাওয়া গিয়েছে সিগারেট-বিড়ির ধোঁয়ায়। এদের মধ্যে ১০০টি অত্যন্ত ক্ষতিকর। ৭০টি কার্সিনোজেনিক, অর্থাৎ ক্যানসার ডেকে আনতে সিদ্ধহস্ত। হবু মায়েদের মধ্যে ধূমপানের প্রবণতা থাকলে গর্ভস্থ ভ্রূণ ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়।

ভাইকে খুনে ভাড়ার দুষ্কৃতী !!

Image
একই দিনে দু'টি ঘটনা ঘটেছিল। ঘটনাচক্রে, দু'টি ক্ষেত্রেই সম্পত্তি জনিত বিবাদে ভাড়াটে খুনি নিয়োগ করে নিকটাত্মীয়কে খুন করানো হয়েছিল। এমনটাই জানা গিয়েছে পুলিশি তদন্তে। কৈখালির চিড়িয়াবাগান-কাণ্ডে সিভিক ভলান্টিয়ার শম্পা দাসকে ভাড়াটে খুনি নিয়োগ করে খুনের পরিকল্পনায় স্বামী সুপ্রতিম দাস ও শাশুড়ি মীরা দাস আপাতত হাজতে। আর সালুয়ায় ছোট ভাই অভিজিৎ সামুইকে 'সুপারি কিলার' দিয়ে মারার অভিযোগে তাঁর দাদা বিশ্বজিৎ দাস ও ভাড়াটে খুনি কার্তিক নস্করকে আটক করেছে বিধাননগর কমিশনারেট। পুলিশের দাবি, ২৫ হাজার টাকার বিনিময়ে 'সুপারি কিলার' হতে রাজি হয়েছিল কার্তিক। গত ১৮ মে কৈখালির চিড়িয়াবাগানের বাড়িতে শম্পার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। পরদিন সকালেই সালুয়ায় নির্মীয়মাণ বাড়ির দোতলার সিঁড়িতে মশারির ভিতরে অভিজিতের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, ময়না-তদন্তের রিপোর্ট অনুযায়ী, নিহতের গলায় কোপানোর দাগ ছিল। এ ছাড়া, বুক এবং পেটের ডান দিকেও ক্ষতচিহ্ন পাওয়া যায়। সালুয়ার ওই অংশটি রাস্তার এক প্রান্তে। সেটি বাগুইআটি থানার অন্তর্গত। অপর প্রান্তে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব

‘আমি তোর জীবন থেকে চলে গেলাম’, ফেসবুকে লিখে আত্মঘাতী কিশোর

Image
ফেসবুকে গলায় ফাঁসের ছবি। সঙ্গে বিষণ্ণ কিছু 'স্টেটাস আপডেট'। এর কয়েক ঘণ্টা পরেই উদ্ধার হল সেই কিশোরের ঝুলন্ত দেহ।     রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দমদম থানা এলাকার নয়াপট্টির দুর্গাবতী কলোনিতে। মৃত কিশোরের নাম বিশ্বজিৎ দাস (১৭)। পুলিশ জানায়, বাড়িতে সিলিংয়ের বাঁশে ওড়নার ফাঁস থেকে ঝুলন্ত অবস্থায়  তাকে দেখা যায়। ঘরের দরজা ভেঙে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন। এর পরেই বিশ্বজিতের মা সুমিত্রাকে ফেসবুকের ওই লেখার কথা জানান কিশোরের এক বন্ধুর মা। তাঁরাই জানান, ওই কিশোরের লেখায় প্রণয়ঘটিত কারণে অবসাদের ইঙ্গিত মিলেছে। এই ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। পরিবার সূত্রে খবর, শনিবার রাত ২টো ৩৯ মিনিট নাগাদ বিশ্বজিৎ একটি গ্রাফিক কার্ড 'পোস্ট' করে। সেখানে লেখা ছিল, 'বড় লোকের ভালবাসা প্রকাশ পায় দামি দামি উপহারে! আর গরিবের ভালবাসা প্রকাশ পায় দু'ফোঁটা চোখের জলে'! ওই 'পোস্টে'ই নিজের মনের ভাব বোঝাতে কিশোর লিখেছে, 'সবাই ভাল থেকো, সবাই সুখে থেকো, কখনও মন খারাপ কোরো না, আর কখনও কারও

বাবার কাছে মোমো খেতে চাওয়ার কঠিন ‘শাস্তি’ !

Image
পথের ধারে মোমোর দোকান দেখেই বাবার কাছে আবদার করেছিল বছর ছয়েকের ছেলেটা। বাবা আপত্তি করায় রাস্তার মধ্যেই কান্না জুড়ে দিয়েছিল সে। তাতেই মেজাজ হারিয়ে ফেলেন বাবা। ছুঁড়ে ফেলে দেন পাশের খালে। খালের জলেই ডুবে মৃত্যু হয় তার। পরে উদ্ধার হয় দেহ। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় দক্ষিণ দিল্লির খাদার এলাকায়। পুলিশ জানায়, মৃত শিশুর নাম অয়ন। বাবা, ঠাকুরদা-ঠাকুমার সঙ্গেই থাকত সে। ছেলের বয়স এক বছর হওয়ার আগেই স্বামীর ঘর ছেড়ে অন্যত্র চলে যান অয়নের মা আশমা। সঙ্গে নিয়ে যান আর এক ছেলে এবং এক মেয়েকে। পুলিশ শিশুটির বাবাকে গ্রেফতার করেছে। তার নাম সঞ্জয় আলউই। ৩১ বছরের ওই যুবক মদ্যপ অবস্থায় এ কাজ করেছেন বলে মনে করছে পুলিশ। জেরায় নিজের দোষও স্বীকার করেছেন সঞ্জয়। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় শিশুটিকে খালে ফেলে দেওয়ার ঘটনাটি দেখে ফেলেছিলেন পথচলতি কয়েক জন। তাঁরাই পাকড়াও করেন ওই যুবককে। তুলে দেন পুলিশের হাতে। প্রত্যক্ষদর্শীদের বয়ান শুনে, খালের জলে তল্লাশি শুরু হয়। শনিবার রাতে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি। অবশেষে ওই দিন বিকেলের দিকে শিশুটির দেহ উদ্ধার করা হয়। পেশায়

বাংলা বা ভারত, ন্যাপকিন নেই অর্ধেক মেয়ের!

Image
প্রধানমন্ত্রীর 'স্বচ্ছ ভারত মিশন' কিংবা নির্মল বাংলা মিশনে শৌচালয় হয়েছে প্রতিটি বাড়িতে। প্রধানমন্ত্রীর 'ডিজিটাল ইন্ডিয়া' প্রকল্পে হাতে হাতে মোবাইল। কিন্তু মহিলাদের ঋতুকালে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে পশ্চিমবঙ্গ-সহ দেশ এখনও তিমিরে। মাত্র ৫০ শতাংশ মেয়ে স্যানিটারি ন্যাপকিন কিনতে পারেন। তা-ও দীর্ঘমেয়াদি সচেতনতা প্রসারের পরে। বাকিরা এখনও ব্যবহার করছেন পরিত্যক্ত শাড়ি বা কাপড়ের টুকরো! ২৮ মে, সোমবার 'ইন্টারন্যাশনাল মেনস্ট্রুয়াল ডে' বা আন্তর্জাতিক ঋতু দিবসেও বিভিন্ন সংস্থার দেওয়া তথ্যে ধরা পড়ল একই ছবি। ছবিটা ধরা পড়েছে ২০১৫-'১৬ সালের জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষায়। তাতে দেখা যাচ্ছে, দেশের ১৫-২৪ বছর বয়সি মেয়েদের অর্ধেক ঋতুকালে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। একই ছবি এ রাজ্যেও। সেখানেও দেখা গিয়েছে, এ রাজ্যে মাত্র ৫০ শতাংশ মহিলা ওই বিশেষ সময়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন। যদিও এর মধ্যে স্কুলপড়ুয়ার সংখ্যাই বেশি! সাধারণ মহিলারা স্যানিটারি ন্যাপকিন কিংবা ওই সময়ের বিশেষ স্বাস্থ্যবিধি সম্পর্কে এখনও ওয়াকিবহাল নন। যদিও সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত দফতর থেকে গ্রামগ

অ্যাকাউন্টে ১৫ লক্ষ, বলেননি মোদী: সাংসদ

Image
তিনি কথা দিয়েও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, এমন অভিযোগ প্রায়ই শোনা যায় বিরোধীদের মুখে। যার উদাহরণ হিসেবে বিরোধীরা বারেবারেই তুলে ধরেছেন মোদীর প্রতিশ্রুতি, 'প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে'। সেই সমালোচনা উড়িয়ে সরব হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অমর সাবলে। বিরোধীদের তুলোধনা করে অমরের দাবি, মোদী কখনও এমন কথা দেননি। বিরোধীরা ভুল তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করছেন। চার বছরের শাসনে এনডিএ সরকারের বিভিন্ন কৃতিত্ব তুলে ধরতে পুণেয় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফে। সেখানেই অমর জানান, ১৫ লক্ষ টাকা প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে দেওয়ার কোনও উল্লেখ ছিল না তাঁদের ইস্তাহারে।  এর আগেও বিজেপির তরফে ১৫ লক্ষ টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। তবে প্রতিবারেই বিরোধীরা বিগত লোকসভার আগে মোদীর প্রতিশ্রুতি নামার ভিডিয়ো ও সংবাদপত্রের নির্বাচিত অংশ তুলে ধরেছিলেন নিজেদের দাবির সপক্ষে। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা যাতে এই নিয়ে হইচই করতে না পারেন, তাই পাল্টা কৌশল হিসেবেই অমরের এই বক্তব্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

রোজা রেখেও হিন্দু পরিবারের শেষকৃত্যে সামিল হলেন ওঁরা

Image
হিন্দু পরিবারের বৃদ্ধার শেষযাত্রায় সামিল হলেন সংখ্যালঘুরাও। ঘটনাস্থল বাদুড়িয়া, বছরখানেক আগেই যেখানে ঘটে গিয়েছে গোষ্ঠী সংঘর্ষের বড়সড় ঘটনা। বেশ কিছু দিন রোগভোগের পরে রবিবার সন্ধ্যায় বাড়িতেই মারা যান বছর সত্তরের সাবিত্রী শীল। বছর দু'য়েক আগে স্বামী মারা গিয়েছেন। বাদুড়িয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের পান্তাপাড়ায় থাকতেন সাবিত্রী ও তাঁর ছেলে মন্মথ। সেখানে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের বসবাস। গত বছর জুলাই মাসে বাদুড়িয়া-বসিরহাটের নানা প্রান্ত যখন হিংসার আগুনে জ্বলছে, তখন বাদুড়িয়ার এই এলাকাকে অবশ্য হিংসা স্পর্শ করতে পারেনি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেল, সাবিত্রীর মৃত্যুর পরে গ্রামের সব সম্প্রদায়ের মানুষ শেষকৃত্যে সামিল হন। স্থানীয় বাসিন্দা মিঞারাজ মণ্ডল, হিরণ আহমেদ, বাপ্পা মণ্ডলরা শবদেহ বহনে কাঁধ লাগিয়েছিলেন। বাদুড়িয়ার পুরপ্রধান তুষার সিংহ বলেন, ''বাদুড়িয়া সম্প্রীতি বজায় রাখায় অগ্রগণ্য।'' একই বক্তব্য বিধায়ক আব্দুর রহিম দিলুর। আবদুর রহমানের কথায়, ''আমরা সকলে সকলের পাশে থাকি। বিভেদের আঁচ কখনও কারও গায়ে লাগেনি।'' পড়শিদের এ ভাবে পাশে পেয়ে অভিভূত মন্মথ। বললেন

আন্টার্কটিকায় বরফের নীচে রয়েছে আস্ত একটা পর্বতশ্রেণী!

Image
রহস্যে মোড়া একটা মহাদেশ। তবে আকারে তেমন বড় নয়। মোটামুটি হিসেব করে বলা যায়, অস্ট্রেলিয়ার দ্বিগুণ। নাম, আন্টার্কটিকা। যার বেশির ভাগটাই বরফের চাদরে ঢাকা। কী আছে সেই চাদরের নীচে? সাম্প্রতিক আবিষ্কারের ভিত্তিতে ব্রিটেনের এক দল গবেষক জানিয়েছেন, পশ্চিম আন্টার্কটিকার বিস্তীর্ণ বরফস্তরের নীচে রয়েছে আস্ত একটা পর্বতশ্রেণি। যেন সারি দিয়ে রয়েছে মগ্নমৈনাকেরা। তাদের মাঝে গা-ঢাকা দিয়ে রয়েছে কয়েকশো মাইল ছড়ানো তিনটি উপত্যকাও। এই অনুসন্ধান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে 'জিয়োফিজ়িক্যাল রিসার্চ লেটার্স' পত্রিকায়। কত দিন চলছে এই লুকোচুরি? এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজতে বরফ-তল্লাশি চালাচ্ছেন বিজ্ঞানীরা। ভূপৃষ্ঠের ছবি তুলে চলেছে প্রচুর কৃত্রিম উপগ্রহ। মাটির গভীরে কোথায় কী রয়েছে, তার ছবিও ধরা পড়ে তাতে। কিন্তু সেগুলির প্রায় সবই এমন ভাবে পৃথিবীকে পাক খাচ্ছে যে, দক্ষিণ মেরুর  ওই অংশ এত দিন ধরা পড়েনি সেগুলির ক্যামেরা বা রেডারে। তাই বরফ ভেদ করে দেখতে পায় এমন বিশেষ রেডারের সাহায্যে এই মহাদেশের মানচিত্র নতুন ভাবে তৈরি করতে চেয়েছিলেন বিজ্ঞানীরা। আর তাতেই উঠল পর্দা। 'পোলার গ্যাপ' নামে গবেষকদের

৫ দিন বন্ধ রাখুন ফেসবুক, অনেক কমবে মনের চাপ

Image
সারা দিন কী কী করলেন! মন ভাল না খারাপ! গণ্ডাকতক আপডেট আর নিজস্বী ফেসবুকে পোস্ট না করলে ভাত হজম হয় না ইদানীং।  গবেষণা কিন্তু বলছে, পাঁচ দিন ফেসবুক থেকে দূরে থাকলে আখেরে লাভই হবে! কমবে মানসিক চাপ, উদ্বেগ আর টেনশন। 'জার্নাল অব সোশ্যাল সাইকোলজি'-তে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এরিক ভ্যানম্যানের নেতৃত্বে একটি দল মোট ১৩৮ জন ফেসবুক ব্যবহারকারীকে নিয়ে গবেষণা করে দেখেছেন, এঁরা প্রত্যেকে কম করে দিনে আড়াই থেকে তিন ঘণ্টা ফেসবুকে কাটাতে অভ্যস্ত। গবেষণা শেষে এরিকদের দাবি, ফেসবুক ব্যবহার বন্ধ রাখলে পাঁচ দিনেই মানুষ  মানসিক ভাবে অনেক ভাল থাকছেন। প্রথমে ওই ১৩৮ জনকে গবেষণাগারে আনা হয়েছিল। প্রত্যেকেকে দেওয়া হয়েছিল প্রশ্নপত্র। একই সঙ্গে এঁদের প্রত্যেকের মুখ থেকে নেওয়া হয় লালার নমুনা। প্রত্যেকে জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের ছবি দেখে, নিজের ছবি পোস্ট করে ফূর্তিতে থাকেন। কিন্তু এরিকের দাবি, পাঁচ দিন পরে সেই ছবিটা পাল্টে গিয়েছে। প্রথমে অনেকেই ফেসবুক বন্ধ রাখতে চাইছিলেন না। কেউ কেউ লিখেছেন, ''এই পাঁচ দিন আমি একদম ভাল থাকব না। বন্ধুরা কী করছে, কোথায় যাচ্

৩০ ও ৩১ মে দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, ভোগাতে পারে এটিএম-ও

Image
বুধ ও বৃহস্পতিবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্সের (ইউএফবিইউ) আওতায় থাকা কর্মী ও অফিসারদের ৯টি সংগঠন। ইউএফবিইউয়ের আহ্বায়ক সিদ্ধার্থ খান জানান, দেশে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ১.৪০ লক্ষ শাখা ছাড়াও ধর্মঘটের আওতায় রয়েছে সমস্ত বেসরকারি ও বিদেশি ব্যাঙ্ক,  এটিএমগুলিও। ফলে টানা দু'দিন ব্যাঙ্কের ঝাঁপ বন্ধ থাকবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে এটিএম থেকে টাকা তুলতে গেলেও। ব্যাঙ্ক অফিসারদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক সঞ্জয় দাসের দাবি, ''আগের বার ২০১২ সালে ১৫% বেতন বেড়েছিল। সেখানে এ বার ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) মাত্র ২% বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। আমরা চাই তা ৩০% বাড়ানো হোক। আইবিএ ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ধর্মঘটের পথে নেমেছি।'' সঞ্জয়বাবুর অভিযোগ, এ ছাড়া বেতন সংশোধনের আওতায় থাকা অফিসারদের সাতটি গ্রেডের মধ্যে চারটিকে বাদ দেওয়ার কথা বলেছে আইবিএ। ওই প্রস্তাবও খারিজ করেছেন তাঁরা। ব্যাঙ্ক কর্মীদের সংগঠন এআইবিইএ-র সভাপতি র

৫ গুণ বেতন বাড়ল মন্ত্রীর সহকারীদের

Image
না কোনও পরীক্ষা। না ইন্টারভিউ! মন্ত্রীদের মর্জিতে তাঁরা ঢোকেন তাঁদের সহকারী হয়ে। বছর ঘুরলেই তাঁরা 'গ্রুপ ডি' বা চতুর্থ শ্রেণির সরকারি কর্মীর মর্যাদা পান। তাঁদেরই বেতন এক ধাক্কায় বেড়ে গেল পাঁচ গুণ। শতাংশের হিসেবে ৫০০! সম্প্রতি এই হারেই মন্ত্রীদের সহকারীদের পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে যখন বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা এবং বেতন কমিশনের সুপারিশ রূপায়ণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে, সেই পরিস্থিতিতে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনাই করছে সরকারী কর্মী সংগঠনগুলির একটি অংশ। তাঁদের বক্তব্য, পরীক্ষার পরিবর্তে মন্ত্রীর ইচ্ছা এবং পছন্দের ভিত্তিতে সরকারি মহলে পা রাখেন সহকারীরা। এক বছর পরে তাঁরা 'গ্রুপ ডি' বা চতুর্থ শ্রেণির সরকারি কর্মী হিসেবে কাজ করার সুযোগ পেয়ে থাকেন। অর্থাৎ সরকারি চাকরি পেতে যখন লক্ষ লক্ষ যুবক-যুবতী পরীক্ষা পাশের অপেক্ষায় থাকেন, তখন মন্ত্রীদের সহকারীরা বিনা পরীক্ষায় সরকারি চাকরিতে ঢোকেন। সহকারী পদটি তার প্রথম ধাপ। এক-এক জন সহকারী এত দিন মাসে দু'হাজার টাকা পারিশ্রমিক পেতেন। এ বার থেকে তাঁরা প্রতি মাসে পাবেন ১০ হাজার টাকা। প্রশাসনের অনেকেরই দাবি, বর