প্রকাশিত CBSE দশম শ্রেণির ফল, জানুন এখানে


দেশজুড়ে প্রকাশিত হল CBSE দশম শ্রেণির পরীক্ষার ফল। বিকেল ৪টে নাগাদ ফল প্রকাশের কথা থাকলেও তার অনেক আগেই বেলা দেড়টা নাগাদ ফল প্রকাশ করে CBSE। ফলাফল বিস্তারিত জানুন এখানে।

ছেলেদের থেকে মেয়েদের পাশের হার বেশি। ছেলেদের পাশের হার ৮৫.৩২% ও মেয়েদের পাশের হার ৮৮.৬৭%। 

এ বছর পাশের হার ৮৬.৭০%। পরীক্ষায় বসেছিল ১৬,২৪,৬৮২ জন ছাত্রছাত্রী। পাশ করেছে ১৪,০৮,৫৯৪ জন। 

বোর্ডের তরফে জানানো হয়েছে, cbse.nic.in ওয়েবসাইট ছাড়াও cbse.examresults.net, results.nic.in/index, cbseresults.nic.in, results.gov.in ওয়েবসাইটগুলি থেকেও রেজাল্ট জানা যাবে। 

কীভাবে জানা যাবে রেজাল্ট? 
১. cbse.nic.in ওয়েবসাইটে যেতে হবে ২. সেখানে গিয়ে CBSE 10th Result 2018 লিঙ্কে ক্লিক করতে হবে। 
৩. রোল নম্বর জমা করতে হবে। 
৪. রেজাল্টের কপি ডাউনলোড করে নিতে হবে।

৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত CBSE দাদশ শ্রেণির পরীক্ষা হয়। প্রায় ১৭ লাখ পড়ুয়া এ বছর পরীক্ষা দিয়েছিল।