Posts

Showing posts from January 15, 2019

সদস্যপদ কেড়ে নেওয়া হল হার্দিকের

Image
মুম্বই: জয়প্রিয় শো'তে মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য৷ যার জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের রোষের মুখে হার্দিক-রাহুল জুটি৷ এবার সদস্যপদ বাতিল হল হার্দিকের৷ ক্রিকেটার হার্দিকের কুরুচিকর মন্তব্যের পর দেশ জুড়ে সোরগোল পড়ে যাওয়ায় হিরো থেকে কোহলির দলের এই সৈনিক এখন ভিলেনে পরিণত হয়েছেন৷ এবার বাতিলের পথে হার্দিকের সদস্যপদ৷   মুম্বইয়ের খার জিমখানা স্পোর্টস ক্লাবের সাম্মানিক সদস্য ছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার৷ ক্রিকেটার হার্দিককে তিন বছরের জন্য সাম্মানিক সদস্য পদ দিয়েছিল এই স্পোর্টস ক্লাব৷ এবার ন্যাশানাল চ্যানেলে মেয়েদের নিয়ে কটূক্তি করায় সেই সান্মানিক সদস্যপদই বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঐ ক্লাব৷ জিমখানা ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চার হাজারের বেশি সদস্য রয়েছে৷ হার্দিক পান্ডিয়ায় কুরুচিকর মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে একের পর এক প্রতিবাদপত্র জমা পড়েছে৷ বিশেষ করে মহিলা সদস্যরা প্রতিবাদ জানিয়েছেন৷ সেকারণেই হার্দিককে সদস্য রাখা নিয়ে আমাদের ভাবতে হয়েছে৷' ক্লাবের জেনারেল সেক্রেটারি গৌরব কাপাডিয়া

সেঞ্চুরি হাঁকিয়ে সচিনের থেকে ১০ কদম দূরে বিরাট

Image
অ্যাডিলেড: প্রথম ম্যাচে তাঁর ব্যাট ছিল খামোশ! রান তাড়া করতে নেমে জেতেনি ভারত৷ কিন্তু তাঁর প্রিয় অ্যাডিলেড ওভালে সেঞ্চুরি করে দলকে জয়ের পথ দেখাচ্ছেন ক্যাপ্টেন কোহলি৷ অস্ট্রেলিয়ার ২৯৯ রান তাড়া করতে নেমে বিরাটের ব্যাটে দুরন্ত সেঞ্চুরি৷ সেই সঙ্গে ওয়ান ডে কেরিয়ারে ৩৯ তম শতরান করে ফেললেন কোহলি৷ রান তাড়া করতে নেমে এটি ২৪ নম্বর সেঞ্চুরি বিরাটের৷ ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক ৪৯টি সেঞ্চুরি এখনও লিটল মাস্টারের দখলে৷ অর্থাৎ সচিন তেন্ডুলকরের থেকে মাত্র ১০ কদম দূরে কোহলি৷ এই দু'য়ের মাঝে কেই নেই৷ সুতরাং সচিনের ওয়ান ডে সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভাঙার কাউন্টডাউন শুরু হয়ে গেল৷ গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম তিনটি ম্যাচে সেঞ্চুরির হ্যাটট্রিক করেছিলেন বিরাট৷ গুয়াহাটি, বিশাখাপত্তনম ও পুনে৷ পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিন ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন বিরাট৷ সিডনিতে সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও অ্যাডিলডে ওভালে 'ডু অর ডাই' ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করে ভারতকে মজবুত জায়গায় পৌঁছে দেন বিরাট৷ তবে ব্যক্তিগত ১০৪ রানে রিচার্ডসনকে ওভার বাউন্ডারি মারতে গিয়ে লাইনের ধারে ম্যাক

ধোনির ব্যাটে ‘বিরাট’ জয় ভারতের

Image
অ্যাডিলেড: কোহলির দুরন্ত শতরানে অ্যাডিলেডে সিরিজ ১-১ করল ভারত৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাহাড়প্রমাণ ২৯৯ রান তাড়া করতে নেমে চার বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নিল মেন ইন ব্লু৷ রান তাড়া করতে নেমে ১১২ বলে ১০৪ রানের ইনিংস খেলেন বিরাট৷ অন্যদিকে ফের ফিনিশার রোলে পাওয়া গেল ধোনিকে৷ অর্ধশতরান করে ম্যাচ জিতিয়ে নায়ক মাহি৷ ৫৪ বলে ৫৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন ধোনি৷ ১৪ বলে ২৫ রানের ইনিংস খেলে তাঁকে যোগ্য সংগত দেন দীনেশ কার্তিক৷ অ্যাডিলেডের এই মঞ্চেই টেস্ট সিরিজ জয়ের সূচনা হয়েছিল, সেই মঞ্চেই এবার ওয়ান ডে সিরিজে প্রত্যাবর্তন করল বিরাট অ্যান্ড কোম্পানি৷

বিকাশ-মন্ত্রের পাঁচটি সাফল্য জানালেন নরেন্দ্র মোদী

Image
বিকাশ। প্রধানমন্ত্রিত্বের দৌড়ে থাকাকালীন নরেন্দ্র মোদীর অন্যতম স্লোগান। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীকে অবশ্য বিকাশ নিয়ে কম কটাক্ষও সহ্য করতে হয়নি। বিরোধীরা হামেশাই বলেন, বিকাশ নাকি হারিয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে সেই বিকাশ-মন্ত্রই ফের ফিরে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। ২০১৪ সালের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী হয়ে দেশের বিকাশের কথা বলেছিলেন মোদী। আর ২০১৯-এর জানুয়ারিতে তিনি শোনালেন প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের কী কী বিকাশে অগ্রণী ভূমিকা নিয়েছেন। মঙ্গলবার ওড়িশার বলাঙ্গিরে জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানেই মোদী তাঁর বিকাশ-মন্ত্রের পাঁচটি সফল দিক শোনালেন। তিনি জানালেন, কেন্দ্রীয় সরকার বিকাশের পাঁচটি দিকের উপর কাজ করছে। শিশুদের পড়াশোনা, যুবকদের রোজগার, বয়স্কদের ওষুধ, কৃষকের সেচ ও জনসাধারণের কথা শোনা। এদিনের ওই সভা থেকে প্রধানমন্ত্রী একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। তার মধ্যে রয়েছে বলাঙ্গিরের মাল্টি মডেল লজিস্টিক পার্ক। ওই প্রকল্পের মূল্য প্রায় ১০০ কোটি টাকা। দুটি রেলশাখারও উদ্বোধন করেন তিনি। এছাড়াও একাধিক প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নর

NRS কুকুর হত্যাকাণ্ডে ভাইরাল হওয়া দুই তরুণী এবার পাল্টা আইনি পদক্ষেপের পথে

Image
গত ১-২ দিনে ফেসবুকে ভাইরাল হয়েছে এই দুই মহিলার ছবি। নীচে লেখা, "চিনে রাখুন ১৬ টি বাচ্চার খুনিদের। দীপা মণ্ডল, ঝর্ণা পুরকায়েত"। স্বাভাবিকভাবেই এনআরএস-এ কুকুরনিধনকাণ্ডে যখন নিন্দার ঝড় সবমহলে, শোরগোল গোটা রাজ্যে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই  ক্যাপশনওয়ালা ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। এক্ষেত্রেও তাই হয়েছে। লোকে মনে করতে শুরু করেছেন, এনআরএস-এর সেই ভিডিও ফুটেজে অস্পষ্টভাবে দেখতে পাওয়া দুই মহিলা এই দুজনই। স্বাভাবিকভাবেই ছবির নীচে পড়েছে অজস্র কমেন্ট, 'জেলে ভরো', 'শাস্তি চাই'-এর মতো আরও অনেক দাবি উঠেছে ফেসবুকে। ছবি শেয়ার হয়েছে শ'য়ে শ'য়ে। কিন্তু চশমা পরা ওই মহিলাই এবার পাল্টা পুলিসের দ্বারস্থ হয়েছেন। তাঁর  দাবি, ভিডিয়োতে দেখতে পাওয়া মহিলা তিনি নন। ভুল ছবি ও ভুল ব্যাখ্যা দিয়ে ছড়ানো হচ্ছে ফেসবুকে, যা এখন ভাইরাল। মঙ্গলবার  সকালেই যখন সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে এন্টালি থানার পুলিস, তখন অন্যদিকে নিজের সামাজিক সুরক্ষার স্বার্থে  প্রশাসনের দ্বারস্থ। মহিলার স্বামী সাইবার অ্যাক্টে মামলা রুজু করবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এনআরএসকাণ

ফার্স্ট ক্লাসের দামে ইকোনমিক ক্লাসের টিকিট!

Image
'উপারওয়ালা জবভি দেতা, দেতা ছপ্পড় ফাড়কে…' বিমান সংস্থার গাফিলতিতে এই গানের কথাই যেন ফলে গিয়েছে বিমান যাত্রীদের ক্ষেত্রে৷ মানুষ মাত্রই ভুল হয়৷ তাই বলে এত বড় ভুল! সাড়ে ১৩ লক্ষ টাকার টিকিট কিনা বিক্রি হল মাত্র ১ লক্ষ ২৫ হাজার টাকায়! তাও একটি নয়, বেশ কয়েকটি। এমন মারাত্মক ভুল কাজটি করেছে হংকংয়ের ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনস সংস্থাটি। বিমানের ফার্স্ট ক্লাসের টিকিট ভুল করে ইকোনমি ক্লাসের দামে বিক্রি করেছে সংস্থাটি। যাতে যাত্রীদের পোয়াবারো। কারণ ভাগ্যবান যাত্রীরা ইকোনমি ক্লাসের টিকিটের দামে আয়েশে করে বিমান যাত্রা করেছেন ফার্স্ট ক্লাসে। বিবিসি জানিয়েছে, হংকং থেকে পর্তুগাল যাওয়ার টিকিট কাটতে গিয়ে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ওই যাত্রীদের সঙ্গে৷ তবে এই প্রথম নয়, গত এক মাসে দু'বার একই ভুল করল সংস্থাটি৷ জানা গিয়েছে, ক্যাথে প্যাসেফিক সংস্থার বিমানে হংকং থেকে পর্তুগাল যাওয়ার ভাড়া ফার্স্ট ক্লাসে ১৬ হাজার ডলার (১৩ লাখ ৪৫ হাজার টাকা)। তবে রবিবার ওই টিকিটই সংস্থাটি বিক্রি করেছে ইকোনমি ক্লাসের টিকিটের মূল্যে, এক হাজার ৫১২ ডলারে (এক লক্ষ ২৭ হাজার টাকা)। ক্যাথে প্যাসেফিক কর্তৃপক্ষ জানিয়েছে, বিষ

বাড়ল মাদার ডেয়ারির দুধের দাম৷

Image
মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ৷ দিল্লিতে লিটার প্রতি চার টাকা করে বাড়ল মাদার ডেয়ারির দুধের দাম৷ ৫০০ গ্রাম দুধের দাম বেড়ে দাঁড়াল ২২ টাকা৷ সবজি থেকে মাছ সব কিছুরই দাম আকাশছোঁয়া৷ বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠছে গৃহস্থদের৷ গ্যাসের দাম নিয়ে বহুবার সরব হয়েছেন মধ্যবিত্তরা৷ তবে চলতি বছরের শুরুতেই যদিও ভরতুকি এবং ভরতুকিবিহীন সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটাই কমানোর সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার৷ তাতে কিছুটা হলেও সংসার খরচ কমেছে আমজনতার৷ কিন্তু আবারও বাড়তে চলেছে মধ্যবিত্তের সংসারের খরচ৷ কারণ, দিল্লিতে বাড়তে চলেছে মাদার ডেয়ারির দাম৷ প্রতি লিটার প্রতি চার টাকা করে বাড়ছে মাদার ডেয়ারির দাম৷ এতদিন ৫০০ গ্রাম মাদার ডেয়ারির দাম ছিল ২০ টাকা৷ এবার থেকে ৫০০ গ্রাম মাদার ডেয়ারি কিনতে আমজনতাকে খরচ করতে হবে ২২ টাকা৷ কিন্তু কেন এমন সিদ্ধান্ত? ভরতুকির জেরে এতদিন মাত্র ২০ টাকা খরচ করেই ৫০০ গ্রাম মাদার ডেয়ারি কিনতে পারতেন গৃহস্থরা৷ কিন্তু ক্রমশই বাড়ছে মাদার ডেয়ারির চাহিদা৷ সেই চাহিদার সঙ্গে জোগানের পাল্লা দিতে গিয়েই ভরতুকি দেওয়া সম্ভব হচ্ছে না৷ তাই বাধ্য হয়েই  দিল্লিতে মাদার ডেয়ারির দুধের দাম বাড

বিনা নোটিসে বন্ধ চা-বাগান, ১৩০০ শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত

Image
মালবাজার: কথা ছিল, সকাল সকাল কাজে গিয়ে মজুরিটা পাওয়ার। কিন্তু জলপাইগুড়ির গ্রাসমোড় চা-বাগানে পৌঁছতেই শ্রমিকরা দেখলেন পুরো বিপরীত পরিস্থিতি। গেটে তালা লাগিয়ে, চা-বাগান ছেড়ে চলে গিয়েছে মালিক পক্ষ। কোনও নোটিস পর্যন্ত নেই। এতদিনের বকেয়া পারিশ্রমিক না পেয়ে মাথায় হাত প্রায় ১৩০০ শ্রমিকের। নাগরাকাটার গ্রাসমোড় চা-বাগানে গতবছর জুলাই মাসেও দু'বার এভাবে বাগান ছেড়ে চলে গিয়েছিল বাগান কর্তৃপক্ষ। এবারও বকেয়া না মিটিয়ে বিনা নোটিসে চলে যাওয়া মোটেই মেনে নিতে পারছেন না শ্রমিকরা। তাঁদের দাবি, এই কর্তৃপক্ষ বাগান পরিচালনের যোগ্যই নয়। বারবার সমস্যা হলে, তাঁরা গা ঢাকা দিচ্ছেন। ভরসা হারাচ্ছেন শ্রমিকরা। তাই তাঁদের আরজি, নতুন মালিকের অধীনে বাগান খুলুক। বকেয়া টাকা হাতে পেয়ে ফের নতুন করে কাজে যোগ দেওয়ার সুযোগ পান শ্রমিকরা। এদিন বাগানের মূল ফটকের কাছে শ্রমিকদের দাবিকে সমর্থন জানিয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন স্থানীয় বিজেপি নেতা জন বারলা। এমনিতেই উত্তরবঙ্গের চা-বাগানগুলির রুগ্ন অবস্থায় উদ্বেগ প্রকাশ করে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধার আওতায় শ্রমিকদের আনা হয়েছে। মালিক-শ্রমিক সংগঠন

দুশ্চিন্তায় ফেলে অনেকটাই বাড়ল পেট্রল-ডিজেলের মূল্য

Image
নয়াদিল্লি: কখনও ৭ পয়সা, কখনও ১৯ পয়সা, এভাবেই একটু একটু করে কমছিল জ্বালানির মূল্য৷ কিন্তু গত ৫দিন ধরে সেই দাম বাড়তে বাড়তে ফের মাথায় হাত আমজনতার৷ আজ মঙ্গলবার ষষ্ঠদিনেও বাড়ল পেট্রল-ডিজেলের মূল্য৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এবং টাকার মূল্যে প্রভাব পড়ায় দেশে বিভিন্ন শহরে বিভিন্ন হারে দাম বাড়ল তেলের৷ একনজরে সেই দাম- নয়াদিল্লি - পেট্রোল ৭০.৪১টাকা এবং ডিজেল ৬৪.৪৭টাকা প্রতি লিটার৷ সোমবারে এই দাম ছিল- পেট্রোল ৭০.১৩টাকা এবং ডিজেল ৬৪.১৮টাকা প্রতি লিটার৷ নয়ডা - এখানে পেট্রল ৭০.২৯টাকা এবং ডিজেল ৬৩.৮৪টাকা৷ গুরুগ্রাম - গুরুগ্রামে পেট্রলের দাম বৃদ্ধি পেয়ে প্রতি লিটার হয়েছে ৭১.৩২টাকা এবং ডিজেলে দাম হয়েছে ৬৪.৪৫টাকা৷ মুম্বই - গতকালের থেকে ২৮ পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রোল ৭৬.০৫টাকা এবং ৩১ পয়সা বেড়ে প্রতি লিটার ডিজেল ৬৭.৪৯টাকা৷ চেন্নাই - ২৯ পয়সা বেড়ে পেট্রোল প্রতি লিটার ৭৩.০৮টাকা এবং ডিজেল ২৮ পয়সা বেড়ে ৭২.৫২টাকা৷ কলকাতা - চেন্নাইয়ের মতো একই হারে দাম বৃদ্ধি পেয়েছে এখানেও৷ পেট্রল ৬৮.০৯টাকা এবং ডিজেল ৬৬.২৪টাকা৷

কুকুর খুনের ঘটনায় সন্দেহভাজনরা চিহ্নিত, তিন ছাত্রীকে জেরা পুলিশের, চলছে বিক্ষোভ

Image
ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট, পিটিয়ে খুন করা হয়েছে ওই কুকুর ছানাদের। এনআরএসে কুকুর খুনের ঘটনায় হাসপাতালের গঠিত তদন্ত কমিটি প্রাথমিক ভাবে তিন জন ছাত্রী-সহ ৫ জনকে চিহ্নিত করে ফেলল। তদন্ত কমিটির নজরে রয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার সকালে এন্টালি থানার পুলিশ হাসপাতালে গিয়ে অভিযুক্ত নার্সিংয়ের তিন ছাত্রীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কুকুর খুন কাণ্ডে ওই তিন ছাত্রী যুক্ত থাকার প্রাথমিক তথ্যপ্রমাণ হাতে আসার পর তাঁদের জেরা করছেন তদন্তকারী অফিসারেরা। কুকুরকে মারধর করার যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল, সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরেছেন, সৌরভ চক্রবর্তী নামে আর আহমেদ ডেন্টাল কলেজের তৃতীয় বর্ষের এক পড়ুয়া সেটি আপলোড করেন। আপলোডে সৌরভকে সাহায্য করেন ওই কলেজের আর এক পড়ুয়া সৌরভের বন্ধু আরবান ডগলাস। এই দু'জনই নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে গঠিত তদন্ত কমিটির কাছে আপলোডের বিষয়টি জানান। সঙ্গে ওই দিনের ঘটনার প্রসঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাঁরা তদন্ত কমিটিকে দিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁদের থেকেই হাসপাতালের তদন্ত কমিটি জানতে পেরেছে, ভিডিয়োয় দু'জন মহি

শবরীমালায় ঢুকে ইতিহাস গড়া কনক দুর্গা শাশুড়ির মারে হাসপাতালে

Image
শবরীমালা মন্দিরে প্রবেশ করে ইতিহাস গড়েছেন কনক দুর্গা (বাঁ-দিকে) এবং বিন্দু আম্মিনি।  প্রাণসংশয়ের আশঙ্কা ছিলই।ঘরে-বাইরে বিরোধের মুখেও পড়েছিলেন। তা সত্ত্বেও কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের রক্তচক্ষু এড়িয়ে প্রথম ঋতুমতী মহিলা হিসাবে শবরীমালার মন্দিরে প্রবেশ করে ইতিহাস গড়েছিলেন। প্রাণে বাঁচতে লুকিয়েও ছিলেন গোপন আস্তানায়। কিন্তু, বিপর্যয় এড়াতে পারলেন না কনক দুর্গা। মঙ্গলবার নিজের বাড়িতেই শাশুড়ির হাতে আক্রান্ত হলেন। অভিযোগ, শবরীমালার মন্দিরে প্রবেশের ১৩ দিন পর বাড়ি ফিরতেই কনক দুর্গার উপর হামলা করেন তাঁর শাশুড়ি। তাঁর মাথায় ভারী বস্তু দিয়ে সজোরে আঘাত করেন। বাড়ির বাইরে পুলিশ প্রহরা থাকা সত্ত্বেও বিপত্তি এড়াতে পারেননি কনক। আপাতত গুরুতর আহত অবস্থায় তাঁকে পেরিনথলমন্নায় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গত বছর ২৮ সেপ্টেম্বর একটি ঐতিহাসিক রায়ে সমস্ত মহিলাদের জন্য শবরীমালা মন্দিরের দরজা খুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট। শতাব্দী প্রাচীন প্রথা অনুযায়ী তাতে প্রবেশাধিকার পেয়েছিলেন ১০-৫০ বছরের ঋতুমতী মহিলারাও। এই রায়ের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয় কেরলের বিভিন্ন প্রান্ত। হিন্দুত্ববাদী সংগঠন থেকে শুরু করে রাজ্

চাহিদা মেটাতে গ্রামে গ্রামে ইন্টার্ন শিক্ষক, মমতার ঘোষণা

Image
প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে নয়া উদ্যোগ সরকারের। সোমবার নবান্নয় প্রশাসনিক বৈঠকে শিক্ষানবিশ শিক্ষক নিয়োগের বিষয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ঝাড়গ্রাম, সুন্দরবন-সহ যে সমস্ত জেলায় শিক্ষক অমিল, সেখানে শিক্ষানবিশ শিক্ষক নিয়োগ করা হবে। তিনি জানান, প্রাথমিক স্কুলের ক্ষেত্রে শিক্ষানবিশ শিক্ষকরা মাসিক দুই হাজার টাকা বেতন পাবেন। মাধ্যমিক স্কুলের শিক্ষানবিশ শিক্ষকরা পাবেন মাসে আড়াই হাজার টাকা বেতন। দুই বছরের জন্য চুক্তির ভিত্তিতে তাঁদের বহাল করা হবে। এই পদের জন্য ন্যূনতম স্নাতক পাশ করতে হবে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, স্কুলের চাপ কমাতে পঞ্চম শ্রেণিকে প্রাইমারি বিভাগের অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনাও চলেছে। এদিন মমতা বলেন, রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ৭৩% ছাত্রীসংখ্যা বৃদ্ধি হয়েছে। এই প্রসঙ্গে তিনি দাবি করেন, কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের কারণে স্কুলছুটের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। একই কারণে ছাত্রীর সংখ্যা বেড়েছে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে। শিক্ষকদের বদলি করা নিয়ে নানান অনিয়ম চলছে বলেও এদিন সতর্ক করেন মুখ্যমন্ত

স্কুলের হস্টেলে সন্তান প্রসব কিশোরীর, কর্তৃপক্ষের চাপে রাত কাটল জঙ্গলে

Image
ভুবনেশ্বর : স্কুলের হস্টেলে সন্তান প্রসব করল ক্লাস এইটের ছাত্রী। ওড়িশার কান্ধামাল জেলার একটি সরকারি উপজাতি আবাসিক স্কুলের ঘটনা। ঘটনায় স্কুলের এক সিনিয়র পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া হস্টেলের ৬ কর্মীকেও সাসপেন্ড করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে স্কুলে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। জেলা প্রশাসনের আধিকারিক চারুলতা মল্লিক জানিয়েছেন, আবাসিক স্কুলটি পরিচালনের দায়িত্বে আছে উপজাতি ও গ্রামীণ উন্নয়ন দপ্তর। শনিবার রাতে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে স্কুলেরই ১৪ বছরের এক কিশোরী। এই ঘটনায় কড়া সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। মন্ত্রী রমেশ মাঝি জানিয়েছেন, জেলা প্রশাসনকে তদন্ত করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কোন পরিস্থিতিতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হল তাও ওই রিপোর্টে জানাতে হবে। তিনি বলেন, "ঘটনাটি সরকার গুরুত্ব দিয়ে দেখছে। কলেজের থার্ড ইয়ারের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।" জেলা কালেক্টর ডি ব্রুন্ডা জানান, দুই রাঁধুনিসহ চারজনকে সাসপেন্ড করা হয়েছে। একই অভিযোগে স্কুলের প্রধান শিক্ষিকা রাধারানি দালেইকেও সাসপেন্ড করার সুপারিশ করেছে সরকার। এদিকে, সদ্য মা হওয়া ক

তিস্তার বুকে অবৈধ বালি উত্তোলন, বাজেয়াপ্ত যন্ত্রপাতি ও জেসিবি

Image
জলপাইগুড়ি :  জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তার এক নম্বর স্পার জুবলি পার্ক সংলগ্ন এলাকায় চরে বালি তোলার জেসিবি মেশিন নামিয়ে প্রকাশ্যে চলল বালি উত্তোলনের কাজ৷ সোমবার মোট সাতটিরও বেশি ডাম্পার কাজে লাগানো হয় এই কাজে৷ অবৈধ ভাবে বালি তোলা হয় সারা দিন ধরে৷ জেসিবি মেশিনের মাধ্যমে প্রায় দশ মিনিটে একটি ডাম্পারে বালি ভরতি করা হয়। এই ভাবে সকাল থেকে বিকেল পর্যন্ত বালি উত্তোলন চলে। বালি বোঝাই করে ডাম্পারগুলি জেলা শাসক দফতরের উলটো দিকের তিস্তার বাঁধে নিয়ে গিয়ে ফেলা হয়৷ বালি তোলা কেন হচ্ছে জানতে চাওয়া হলে ওই রাস্তায় কাজের ঠিকাদার সোনা বাগচি বলেন,"সেচ দফতরের উদ্যোগে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে রাস্তায় কাজ শুরু হয়েছে। জুবলি পার্ক থেকে বালা পাড়া পর্যন্ত সেচ দফতরের উদ্যোগে রাস্তা পাকা করা হবে। সেচ দফতরের অনুমতি নিয়েই তিস্তা নদী থেকে বালি তোলা হচ্ছে"। এদিকে সোমবার দুপুরে বালি তোলার অনুমতি রয়েছে বলে জানানোর পরে, বিকেলেই ছবিটা বদলে যায়৷ ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকেরা কোতয়ালি থানায় পুলিশকে সাথে নিয়ে গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালায় তিস্তা নদীর চরে। অভিযান চালিয়ে সাতটি ডাম্পার ও একটি জেসিবি মেশ

কুম্ভমেলা সম্পর্কে কিছু অজানা তথ্য৷

Image
প্রয়াগরাজ: ১২ কোটি পুণ্যার্থী নিয়ে শুরু হল কুম্ভের পবিত্র স্নান৷ সেজে উঠেছে প্রয়াগরাজ৷ কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলছে গঙ্গায় ডুব দেওয়ার পালা৷ এর আগে, ২০১৩ -তে শেষবার অনুষ্ঠিত হয়েছিল কুম্ভমেলা। এবছর ১৫ জানুয়ারি অর্থাৎ আজ থেকে শুরু হয়ে মেলা চলবে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত৷ জেনে নিন এই কুম্ভমেলা সম্পর্কে কিছু অজানা তথ্য৷ ১৷ প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও এলাহাবাদে অর্ধকুম্ভ মেলা বসে। প্রতি বারো বছর বা এক যুগ অন্তর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয়ে থাকে। হিসাব করলে দেখা যায় প্রতি তিন বছর পরপর চার জায়গার কোথাও না কোথাও কুম্ভমেলা বসবেই৷ তা পূর্ণই হোক বা অর্ধ। ২৷ বারোটি পূর্ণকুম্ভ বা পরিপূর্ণ কুম্ভ মেলা, অর্থাৎ প্রতি ১৪৪ বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ। এই মহা কুম্ভ বিশেষ মর্যাদার সাথে পালিত হয়। কুম্ভমেলা চারটি ভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত হয়ে থাকে। এই চারটি স্থান নির্বাচিত হয় বৃহস্পতি গ্রহ ও সূর্যের অবস্থান অনুযায়ী। যখন বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করে নাসিকের ত্র্যম্বকেশ্বরে অনুষ্ঠিত হবে। সূর্য মেষ রাশিতে অবস্থান করলে কুম্ব মেলা হ

সরকারী কর্মচারীদের জন্য বড়সড় খুশির খবর

Image
নয়াদিল্লি: 7th Pay Commission অনুযায়ী দীর্ঘদিন ধরেই ন্যূনতম বেতন এবং ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির দাবি জানিয়ে আসছে প্রায় ৬৮ লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারী৷ আর ২০১৯-এ লোকসভা নির্বাচনের আগে তাদের দাবি মিটতে পারে বলেই অনেকেই মনে করছেন৷ এনডিএ সরকার কর্মচারীদের ক্ষোভ মেটাতে বড় পদক্ষেপ নিতে পারে বলে মনে করা হচ্ছে৷ ইতিমধ্যেই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণ তার আভাস দিয়ে দিয়েছে৷ আর এবার পালা বেতন বৃদ্ধির৷ সংবাদ সূত্র অনুযায়ী, 7th Pay Commission অনুযায়ী, ১৮,০০০-২১,০০০ পর্যন্ত টাকা বাড়তে পারে৷ কেন্দ্রীয় কর্মচারীদের দাবি নিয়েও চিন্তা-ভাবনা চলছে বলে জানা গিয়েছে৷ তবে সূত্রের খবর, গ্রেড ১ থেকে ৫ পর্যন্ত কর্মচারীদের বেতন বাড়তে পারে৷ এছাড়া ফিটমেন্ট ফ্যাক্টর যা ২.৫৭ শতাংশ, তা বাড়িয়ে ৩.৬৮ শতাংশ করা হতে পারে৷ সম্প্রতি উত্তরাখণ্ড সরকার কর্মচারীদের ভাতা বৃদ্ধি করেছে৷ কেন্দ্রীয় কর্মচারীদের দাবি, ন্যূনতম বেতন আট হাজার বাড়ানো হোক৷ বর্তমানে সেই বেতন ১৮,০০০ টাকা৷ যা বাড়িয়ে ২৬,০০০ টাকা করার দাবি উঠেছে৷ এছাড়া ২.৫৭ শাতংশ থেকে ৩.৬৮শতাংশ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবিও রয

সকাল থেকে স্নান শুরু প্রয়াগ, গঙ্গাসাগর, কেন্দুলিতে! ভিড় পূণ্যার্থীদের

Image
সকাল থেকেই লক্ষ লক্ষ মানুষের স্নান শুরু হয়েছে, প্রয়াগ, গঙ্গাসাগর কিংবা বীরভূমের কেন্দুলিতে। তিথিও রয়েছে ফলে স্নানে বাধা নেই ধর্মপ্রাণ মানুষজনের। রয়েছে মনের ইচ্ছা পূরণ থেকে লক্ষ্মীলাভের আশা। সব জায়গাতেই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। পুণ্যার্থীদের সুবিধার জন্য নানারকম ব্যবস্থা রাখা হয়েছে।     প্রয়াগ সকাল থেকে লক্ষ লক্ষ মানুষের শাহি স্নান প্রয়াগে। শুধু দেশেরই নয়, বিদেশের বহু জায়গা থেকে পূণ্যার্থীরা গিয়েছেন প্রয়াগে। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমক্ষেত্র এই প্রয়াগ। মঙ্গলবার প্রথম শাহি স্নান হচ্ছে। দ্বিতীয় শাহি স্নান পৌষী পূর্ণিমা অর্থাৎ ২১ জানুয়ারি সোমবারে।     গঙ্গাসাগর ভোর থেকে স্নানের উদ্দেশে জমায়েত। আর তিথি অনুযায়ী সকাল ছটা বাজতেই স্নানের উদ্দেশে ডুব সাগরে। ভিনরাজ্যের বাসিন্দারাই শুধু নন, প্রচুর বাঙালি সেখানে ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে। যেদিকে চোখ যায় শুরু মানুষের ঢল। সাধুসন্ত খেরে ভিআইপি, আম জনতার ভিড়ে এলাকার সবাই। রয়েছে মনের ইচ্ছা পূরণ থেকে লক্ষ্মীলাভের আশা। কপিলমুনির আশ্রমে বাধভাঙা ভিড়।     কেন্দুলি বীরভূমের কেন্দুলিতে অজয়ের তীরেও স্নানের ভিড় ভোর থেকে। ইতিমধ্যেই সেখানে কাতা

নগদের ঘাটতি থাকলে ব্যবস্থা নেবে রিজার্ভ ব্যাঙ্ক, উর্জিতের ‘উল্টো পথে’ হাঁটলেন শক্তিকান্ত

Image
যে পথে প্রাক্তন না হেঁটে ইস্তফা দিয়েছিলেন, রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর বলেই দিলেন, প্রয়োজন থাকলে সে পথেই হাঁটতে হবে। যদি দেশের অর্থনীতিতে নগদ ঘাটতি থাকে, তা হলে রিজার্ভ ব্যাঙ্ক যথাপোযুক্ত পদক্ষেপ করবে বলে সোমবার দিল্লির একটি অনুষ্ঠানে স্পষ্ট করেন রিজার্ভ ব্যাঙ্কের নয়া গভর্নর শক্তিকান্ত দাস। তিনি এ দিন বলেন, আরবিআই এমন কোনও পরিস্থিতি তৈরি করবে না, যেখানে নগদের জোগান দিতে গিয়ে উলু বনে মুক্ত ছড়ানো হয়ে যায়। কেন্দ্রের দাবি ছিল, ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানগুলি নগদ সঙ্কটে ভুগছে। ভোটের মুখে তাদের পরিকাঠামো চাঙ্গা করতে রিজার্ভ ব্যাঙ্কের কোষাগারের অর্থ দেওয়ার আর্জি জানায় কেন্দ্র। কিন্তু মোদী সরকারের আর্জি সরাসরি খারিজ করে দেন রিজার্ভ ব্যাঙ্কের তত্কালীন গভর্নর উর্জিত প্যাটেল। পাশাপাশি অনাদায়ী ঋণে জর্জরিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ঋণনীতি শিথিল করার কেন্দ্রের আরও একটি দাবিও মেনে নেননি উর্জিত প্যাটেল। যার ফলে কেন্দ্র ও শীর্ষ ব্যাঙ্কের টানাপোড়েনে ইস্তফা দেন উর্জিত। তবে, শেষে নিজের সিদ্ধান্তেই অটুট ছিলেন তিনি। ডিসেম্বরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদে বসেন তামিলনাড়ুর ক্যাডারের আইপিএস অফিসার শ

হোয়াটসঅ্যাপে ফিরে এসেছে এই বিপজ্জনক মেসেজ, সতর্ক হোন এখনই

Image
২০১৬ সালে প্রথম 'হোয়াটসঅ্যাপ গোল্ড' এর আবর্ভাব হয়েছিল। প্রিমিয়াম সার্ভিসের নামে আসলে এই অ্যাপ দিয়ে গ্রাহকের ফোন হ্যাক করছিল হ্যাকাররা। হোয়াটসঅ্যাপে একটি মেসেজে লিঙ্কে জানানো হয় যে প্রিমিয়াম সার্ভিসের জন্য বিনামূল্যে হোয়াটসঅ্যাপ গোল্ড পাওয়া যাচ্ছে। আদতে 'হোয়াটসঅ্যাপ গোল্ড' নামে হোয়াটসঅ্যাপের কোন প্রিমিয়াম সার্ভিস নেই। এটা আসলে সাধারন মানুষকে বোকা বানিয়ে ফোনে ম্যালিশাশ অ্যাপ ইনস্টল করানোর এক উপায় মাত্র। সম্প্রতি ভারতে আবার এই 'হোয়াটসঅ্যাপ গোল্ড' মেসেজ ফিরে এসেছে। বিভিন্ন মানুষ না জেনেই এই মেসেজ বিভিন্ন গ্রুপে শেয়ার করছেন। ফলে এই ভুয়ো অ্যাপ সহজে ছড়িয়ে পড়ছে। 'হোয়াটসঅ্যাপ গোল্ড' সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিন। ১। 'হোয়াটসঅ্যাপ গোল্ড' কোম্পানির প্রিমিয়াম সার্ভিস বলে দাবি করলেও এটা আসলে একটি ম্যালওয়্যার। ২। হ্যাকাররা ম্যালওয়্যার ছড়ানোর জন্য এই মেসেজ ছড়াচ্ছেন। ৩। ইতিমধ্যেই একাধিক অ্যান্টিভাইরাস কোম্পানি এই বিষয়ে গ্রাহকদের সতর্ক করেছে। ৪। একাধিক উপায়ে কাজ করে এই ভাইরাস। ৫। বিশেষ কলিং ব্যবস্থার প্রতিশ্রুউতি দিয়ে অন্য একটি 'হোয়াটসঅ্যাপ গোল্ড&

মাত্র ১৫৪ টাকায় দেখতে পাবেন একশোটি বাছাই করা চ্যানেল, নয়া নির্দেশ TRI-এর

Image
টিভিতে প্রিয় চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যাবে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, নতুন প্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। কিন্তু কী থাকবে সেই প্যাকেজে! এখনও কোনও স্পষ্ট ধারণা নেই গ্রাহকদের। অবশেষে এল ট্রাইয়ের নির্দেশ। ডিটিএইচ ও কেবল গ্রাহকরা স্যান্ডার্ড ডেফিনেশন চ্যানেল, অর্থাৎ ১০০টি পছন্দের চ্যানেল বেছে নিতে পারবে। ১ ফেব্রুয়ারি থেকে লাগু হবে এই নতুন প্ল্যান। এর দাম হবে ১৩০ টাকা। সেই সঙ্গে জিএসটি দিতে হবে। মোট প্যাকেজের মূল্য ১৫৪ টাকা। এরপর অতিরিক্ত চ্যানেল নিতে চাইলে তার উপর দাম বসবে। ট্রাইয়ের পুরোনো নির্দেশের পরই গোটা দেশে টিভি নিয়ে হাহাকার পড়ে যায়। ৩১ ডিসেম্বর ছিল শেষ দিন। ২০১৯-এ ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু গ্রাহকদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে পারেননি কেবল অপারেটররা। তারপরই ডেট পিছোতে বাধ্য হয় ট্রাই। নতুন তারিখ জানানো হয়। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নতুন প্যাকেজ। কিন্তু পুরনো প্যাকেজের নির্ধারিত দামের সঙ্গে এই দামের অনেকটা পার্থক্য আছে। জানা গিয়েছে, ট্রাইয়ের পক্ষ থেকে দেশের প্রত্যেক গ্রাহকের কাছে একটি মেসেজ যাবে। সেখানে প্যাকেজের বিশদ বিবরণ জানা যাবে। দেশের সব ডি

কেতুগ্রামে জনধন অ্যাকাউন্টে ঢুকছে হাজার হাজার টাকা, ধন্দে গ্রাহকরা

Image
কাটোয়া: পূর্ব বর্ধমানের আউশগ্রামের পর এবার কেতুগ্রামের গঙ্গাটিকুরি। আবারও অজ্ঞাত উৎসস্থল থেকে দুই ব্যাংকের প্রায় চারশো অ্যাকাউন্টে ঢুকল মোটা অঙ্কের টাকা৷ কারও অ্যাকাউন্টে ঢুকেছে সাড়ে তিন হাজার টাকা। কারও অ্যাকাউন্টে ২৫ হাজার। আর এই ঘটনা জানাজানি হতেই গঙ্গাটিকুরির ওই দুটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের শাখায় পড়েছে টাকা তোলার হিড়িক। স্থানীয়দের ধারনা, প্রধানমন্ত্রীর জন ধন যোজনা প্রকল্প থেকেই এই টাকা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। গত সপ্তাহে একইভাবে আউশগ্রামের একটি ব্যাঙ্কের প্রায় ১৫০টি অ্যাকাউন্টে মোটা অংকের টাকা ঢুকেছিল। লোকসভা নির্বাচনের সময় বিদেশ থেকে কালো টাকা আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কারণে তিনি পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছিলেন৷ জানিয়েছিলেন, কালো টাকা উদ্ধারের পর দেশের প্রতিটি নাগরিকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে জমা করবে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু, এখনও তা হয়নি৷ কেতুগ্রামের দুটি ব্যাংকের চারশো অ্যাকাউন্টে এই অজ্ঞাত টাকা ঢুকতেই, মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, 'তবে কি প্রধানমন্ত্রীর কথা সত্যি হতে শুরু করেছে?' কেতুগ

কাটা মুণ্ড নিয়ে ফুটবল খেলা রামুয়া ছিল এলাকার রবিনহুড !

Image
রবিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার সোদপুরে অজ্ঞাতপরিচয় কয়েকজনের গুলিতে খুন হয় হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী রামুয়া। সোদপুরের একটি ফ্ল্যাটে বসবাস করলেও হাওড়ার বেশ কিছু এলাকায় অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল সে। হাওড়া পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ছিল তার। জানা গেছে, এলাকার ত্রাস হয়ে ওঠার আগে একেবারে নিম্নবিত্ত ঘরের ছেলে ছিল রামুয়া। ছোটো বেলায় হাওড়া জুটমিল এলাকায় কাগজ ও প্লাস্টিক কুড়োনোর কাজ করত। পাশাপাশি একটি গ্যারেজেও কাজ করত। তার বাবা তন্ত্রসাধনার সঙ্গে যুক্ত ছিল। সেই কাজেও সাহায্য করত রামুয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে শুরু করে সে। তোলাবাজি, খুন এবং মাদক দ্রব্য পাচারসহ একাধিক কাজে জড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় এলাকায় চলত কুকর্ম। পরে ধীরে ধীরে বাড়তে থাকে অসামাজিক কাজকর্মের পরিধি। হাওড়া জুট মিল সংলগ্ন এলাকায় একটি খুনে নাম জড়িয়ে যায় রামুয়ার। মৃতদেহের মাথা ধড় থেকে আলাদা করে মিল সংলগ্ন এলাকায় ফুটবল খেলেছিল সে। গ্রেপ্তার করা হয় তাকে। দীর্ঘদিন জেলে থাকার পর বাইরে এসে ফের শুরু হয় বিভিন্ন অসামাজিক কাজকর্ম। ১৯৯৮ সালের ৩১ জানুয়ারি। অজিত চৌবে নামে হ

ন্যায্য রেশন নেই, বিক্ষোভ গ্রামবাসীদের

Image
সিউড়ি: নায্য রেশন মেলে না। প্রতিবাদে সোমবার রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। বীরভূমের খয়রাশোলের বরঘাটা গ্রামে এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷ গ্রামবাসীদের অভিযোগ, সরকার রেশনে কি বরাদ্দ করছে তা তারা জানতে পারেন না। সপ্তাহে মাত্র দু দিন রেশন দোকান খোলা থাকে। জঙ্গল মহলে বাড়তি বরাদ্দ থাকলেও তা গ্রাহকদের কপালে জোটে না। এমনকি ২ টাকা ৬২ পয়সার আটা ৩ টাকা কেজি প্রতি কিনতে হয়। তাদের দাবি এ নিয়ে তারা এলাকার খাদ্য পরিদর্শককে লিখিত জানিয়েছেন। তিনি বলেছেন সব ঠিক আছে। বিডিও কে জানিয়েছেন। তবুও কোনও কাজ হয়নি। এদিন তারা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা প্রতিদিন বিক্ষোভ দেখাবেন। গ্রামবাসীদের দাবি কোন সপ্তাহে কত মাল এসেছে। বরাদ্দ কত, তা লিখে টাঙাতে হবে। সাদা কাগজের রসিদে তারা মাল নেবেন না। তাদের ছাপা রসিদ দিতে হবে। বাড়তি দাম নেওয়া যাবে না। রেশন ডিলার্স এসোসিয়েশনের জেলা সম্পাদক অলক ঠাকুর বলেন, মাসের শেষ সপ্তাহে কম আটা দেয়। সেটা সরকারিভাবে সকলেই জানে। কিন্তু গ্রাহকরা তা মানতে চাইছে না। সে নিয়ে বিপত্তি। তবে তালিকা টাঙানো,ছাপা রসিদের দাবি গ্রামবাসীদের ন্যায় সঙ্গত। অভিযুক্ত রেশন

মঙ্গলবারের বাজার দর কেমন যাচ্ছে জেনে নিন

Image
বিভিন্ন বাজারে এর মাঝে ঘোরাফেরা করছে সবজি থেকে মাছের দাম। বাজার যাওয়ার আগে জেনে নিন আপনার পকেট খরচের পরিমাণ। সবজি চন্দ্রমুখী আলু – ২০টাকা প্রতিকিলো নতুন আলু – ১৫টাকা প্রতি কিলো জ্যোতি আলু – ১৩টাকাপ্রতিকিলো পিঁয়াজ – ২০ টাকা প্রতিকিলো আদা – ৫০ টাকা প্রতিকিলো রসুন – ৬০টাকা প্রতিকিলো ফুলকপি – ১৫ টাকা প্রতি পিস বাঁধাকপি – ১০-১২ টাকা প্রতি কিলো উচ্ছে – ৪০ টাকা প্রতিকিলো বেগুন – ২০ টাকা প্রতিকিলো টমেটো – ৩০ টাকা প্রতিকিলো লঙ্কা – ৫০ টাকা প্রতিকিলো কুমড়ো – ২০ টাকা প্রতিকিলো পালং শাক – -২০টাকা প্রতি কিলো লাল শাক – ১৫ টাকা প্রতি কিলো গাজর – ২৫-৩০ টাকা প্রতিকিলো ঝিঙে – ৬০ টাকা প্রতিকিলো ক্যাপসিকাম – ৪০ টাকা টাকা প্রতিকিলো পিঁয়াজকলি – ৪০ টাকা প্রতি কেজি মাছ গোটারুই –২২০ টাকা কিলো কাটারুই – ২৫০-৩০০ টাকা কিলো গোটাকাতলা – ২৫০-৩৫০টাকা কিলো কাটাকাতলা –৩৫০-৪৫০টাকা কিলো বাটা – ১৬০-১৮০ টাকা কিলো চারাপোনা – ১৬০ টাকা কিলো তেলাপিয়া – ১৬০টাকা কিলো পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো পারশে –৪৫০ টাকা প্রতি কিলো ভেটকি -৪৫০টাকা প্রতি কিলো চিংড়ি – গলদা ৫৫০ থেকে ৬৫০ টাকা . বাগদা – ৫৬০- ৭০০ টাকা প্রতি কিলো   মাংস মুরগি কাটা

কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণ, বাড়ছে মৃতের সংখ্যা

Image
কাবুল : ফের বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল৷ কড়া নিরাপত্তায় মোড়া একটি বিদেশি সংস্থার অফিসের সামনে বিস্ফোরণটি হয়৷ ইতিমধ্যেই চারজনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন কমপক্ষে ৪৪ জন৷ সোমবার সন্ধ্যের দিকে এই বিস্ফোরণের খবর মেলে৷ এখনও পর্যন্ত ঘটনার দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি৷ সন্ত্রাসবাদীরা পূর্ব কাবুলের জালালাবাদ রোডের ওপর এই বিস্ফোরণ ঘটে৷ একটি বিস্ফোরক বোঝাই গাড়ি উড়িয়ে দেয় সন্ত্রাসবাদীরা৷ ওই এলাকাতেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার অফিস ছিল৷ আহতদের মধ্যে ১০ জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে৷ সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র নাজিব দানিস জানান, ওই বিদেশী সংস্থার ভবনের সামনে বেশ কয়েকজন বিদেশী শ্রমিক কাজ করছিলেন৷ ওই এলাকা সংলগ্ন বেশ কয়েকটি বাড়িরও ক্ষতি হয়েছে৷ জালালাবাদ রোডের যেখানে বিস্ফোরণ ঘটেছে, সেখানে আগে রাষ্ট্রসংঘের বেশ কয়েকজন কর্মী বসবাস করতেন৷ তবে সম্প্রতি তাঁরা চলে যান৷ ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা৷ নতুন করে যাতে কোনও বিস্ফোরণ ঘটতে না পারে, বা ওই এলাকায় আর কোনও সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে কীনা জানতে বিশেষ পুলিশ বাহিনী তল্লাশি চা

প্রথম বর্ষের ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে, তদন্তে বেলঘরিয়া থানার পুলিস

Image
প্রথম বর্ষের প্যারা-মেডিকেলের এক ছাত্র যৌন হেনস্থার শিকার। এমনই অভিযোগ উঠেছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রৌনাক হাজারির বিরুদ্ধে। ঘটনাটি হাসপাতাল চত্বরেই ঘটেছে বলে জানান ওই ছাত্র। ইতিমধ্যে বেলঘরিয়া থানায় চিকিৎসক রৌনাক হাজারির বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের শৌভিক সিং, সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম বর্ষের প্যারা-মেডিকেলের ছাত্র। ১৯ বছর বয়সী শৌভিক পড়াশোনার জন্য আগরপাড়ার একটি মেসবাড়িতে থাকেন। প্রথম বর্ষের ওই ছাত্রের(শৌভিক সিং)অভিযোগ, গত ১০ জানুয়ারি সন্ধে নাগাদ, রৌনাক হাজারি তাঁর ডক্টর'স কোয়াটারে শৌভিককে ডেকে পাঠায়। এরপর উলঙ্গ করে তাঁকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। ওই ছাত্র আরও জানান যে, রৌনাক হাজারি তাঁকে ভয় দেখায়। এরপর কোনও রকমে সেখান থেকে বেড়িয়ে আসে ছাত্রটি। প্রথমে চক্ষু-লজ্জার ভয়ে বিষয়টি কাউকেই জানাতে পারেন নি শৌভিক। পরে অবশ্য বিষয়টি সিনিয়রদের জানায়। এরপরই সোমবার রাতে চিকিৎসক রৌনাক হাজারির বিরুদ্ধে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করে ছাত্রটি।পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও অভিযোগ

এশিয়ান কাপ থেকে বিদায় ভারতের, সরে দাঁড়ালেন কোচ স্টিফেন কনস্টানটাইন

Image
বৃত্ত সম্পূর্ণ হতেই সরে দাঁড়ালেন স্টিফেন কনস্টানটাইন। গ্রুপের শেষ ম্যাচে বাহরিনের কাছে ০-১ গোলে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় নিয়েছে ভারতীয় ফুটবল দল। শারজায় এশিয়ান কাপ জয়ের স্বপ্নভঙ্গ হতেই ম্যাচ শেষে পদত্যাগ করলেন জাতীয় দলের কোচ স্টিফেন কনস্টানটাইন। এএফসি এশিয়ান কাপে গ্রুপের শেষ ম্যাচে বাহরিনের কাছে হারের পরই সাংবাদিক সম্মেলনে গিয়ে স্টিফেন কনস্টানটাইন ঘোষণা করে দিলেন, তিনি ভারতীয় দলের দায়িত্ব ছাড়ছেন। ২০১৪ সালে ভারতীয় দলের কোচ হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করেন কনস্টানটাইন। কনস্টানটাইনের হাত ধরেই ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৭৩ থেকে ১০০-র মধ্যে ঢুকে পরে ভারতীয় ফুটবল দল। তাঁর তত্বাবধানেই ভারতীয় ফুটবল দীর্ঘদিন পর আবার এশিয়ান কাপে স্বপ্ন দেখতে শুরু করে। যদিও এই এশিয়ান কাপ পর্যন্তই স্টিফেনের সঙ্গে চুক্তি ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। ম্যাচ শেষে স্টিফেন বলেন, " চার বছর আগে দায়িত্ব নেওয়ার সময় লক্ষ্য ছিল এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করা। সেই লক্ষ্য পূর্ণ হয়েছে। আমার বৃত্ত পূর্ণ হল। তাই সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।" ২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রথমবার ভারতের দায়িত্ব নেন ব্রিটিশ কোচ। সর্বভারতীয় ফু

‘মার মার, পুরো শেষ করে দে’

Image
রবিবার সারা রাত আর ঘুমোতে পারিনি। চোখ বোজার চেষ্টা করলেই মনে পড়ছে, লাঠিপেটার সেই নির্মম দৃশ্য। কুকুরছানাগুলোর ওই কান্না! চোখের সামনে দেখেছি, কী ভাবে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং হস্টেলের মেয়েরা কুকুরছানাগুলোকে পিটিয়ে মারছেন। আমিই ভিডিয়ো করে রেখেছিলাম। অনেকে বলছেন, ভিডিয়ো করতে পারলাম অথচ বাঁচালাম না? বিশ্বাস করুন, চিৎকার করে প্রতিবাদ করেছি। ওরা থামেনি। বাচ্চাগুলোকে বাঁচাতে না পারার যন্ত্রণা কিছুতেই যাচ্ছে না। বন্ধুদের সঙ্গে কথা বলে তাই ঠিক করি, ওই কুকুরছানাগুলোকে যে খুন করা হয়েছে, সেই সত্যিটা চেপে যাওয়া যাবে না। আমিই ভিডিয়োটা পশু অধিকার রক্ষা কর্মীদের পাঠিয়ে দিয়েছিলাম। রাতে দেখলাম সেটাই ভাইরাল হয়েছে। দোষীদের কড়া শাস্তি হোক। পুলিশ আমাদের সঙ্গে কথা বলুক, সব বলব। রবিবার তখন সকাল সাড়ে ১১টা। ছুটির দিন বলে একটু দেরিতে উঠেছিলাম। আমি আর আমার রুমমেট আরবান ডগলাস ঘরে বসে গল্প করছি, হঠাৎ বাইরে প্রবল চিৎকার। জানলার কাছে গিয়ে দেখি, এন আর এস হাসপাতালের নার্সিং হস্টেলের ভিতরে একটি কুকুরছানাকে বাঁশ দিয়ে বেধড়ক মারছেন দুই মহিলা। যন্ত্রণায় চিৎকার করছে কুকুরছানাটা। দূরে ভিড় করে দাঁড়

স্নাতক হলেই স্কুলে ইন্টার্ন: মমতা

Image
মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি হাসপাতালে প্রাত্যহিক পরিষেবার একটা বড় অংশ সামলান ইন্টার্নেরা। পশ্চিমবঙ্গের যে-সব স্কুলে শিক্ষক-সংখ্যা খুবই কম, সেখানে নতুন পাশ করা স্নাতকদের ইন্টার্ন হিসেবে নিয়োগ করে পঠনপাঠনের সমস্যা সামাল দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। সোমবার নবান্ন সভাঘরে এক শিক্ষা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানান। বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বলেন, ''কোনও কোনও জায়গায় টিচার আছেন তো ছাত্র নেই। কোথাও আবার ছাত্র আছে, টিচার নেই। ভারসাম্যের অভাব আছে। কয়েকটা জায়গা— যেমন সুন্দরবন, ঝাড়গ্রাম, মেদিনীপুরের পশ্চিমাঞ্চলের কিছুটা এবং ডুয়ার্সের কিছুটা একেবারেই অন্ধকার। একটা প্রোপোজ়াল (প্রস্তাব) ভেবে দেখেছি।'' কী প্রস্তাব? মুখ্যমন্ত্রী জানান, কলেজ থেকে পাশ করার পরে পড়ুয়াদের দু'বছর করে ইন্টার্ন হিসেবে কাজে লাগানোর বিষয়টি ভেবে দেখছেন তাঁরা। সদ্য-স্নাতকদের কাজে লাগালে পড়ুয়াদের উপকার হবে। শংসাপত্র দেওয়া হবে ওই ইন্টার্নদের। পড়ানোয় দক্ষতা দেখালে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকারও দেওয়া হবে। প্রাথমিক স্কুলে যাঁরা ইন্টার্নশিপ করবেন, তাঁদের ন্যূনতম যোগ্যতা হতে হবে কলে

সাধারণ মানুষের কম্পিউটার-স্মার্টফোনে কেন্দ্রের নজরদারিকেই নজরবন্দি করল সুপ্রিম কোর্ট

Image
গোটা দেশকে নজরবন্দি করতে গিয়ে সুপ্রিম কোর্টে নিজেই নজরবন্দি নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের ১০টি গোয়েন্দা ও তদন্তকারী সংস্থাকে সাধারণ মানুষের কম্পিউটার স্মার্ট ফোন বা যে কোনও বৈদ্যুতিন যন্ত্রে নজরদারি চালানো এবং আড়ি পাতার খোলা ছাড়পত্র দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিল, ওই সিদ্ধান্তের বৈধতা খতিয়ে দেখা হবে। ছ'সপ্তাহের মধ্যে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়ে সুপ্রিম কোর্ট নোটিস জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রক গত ২০ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছিল, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (আইবি), র, সিবিআই, ইডি, এনআইএ, দিল্লি পুলিশ, রাজস্ব গোয়েন্দা দফতর, আয়কর দফতর, দিল্লি পুলিশ-সহ ১০টি সংস্থা নাগরিকদের বা সরকারি বা যে কোনও সংস্থার কম্পিউটার, স্মার্ট ফোন বা যে কোনও বৈদ্যুতিন যন্ত্রে নজরদারি চালাতে, আড়ি পাততে ও তথ্য নিতে পারবে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা ঠোকে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন। মামলা করেন তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র, আইনজীবী অমিত সাহনী, এম এল শর্মা ও শ্রেয়া সিঙ্ঘলও। বিরোধীরা অভিযোগ তোলেন, লোকসভা ভোটের আগে আমজনতা তথা বিরোধীদের উপর নজরদারি চালাতে চায় মোদী সরকার। অরুণ জ