সদস্যপদ কেড়ে নেওয়া হল হার্দিকের


মুম্বই: জয়প্রিয় শো'তে মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য৷ যার জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের রোষের মুখে হার্দিক-রাহুল জুটি৷ এবার সদস্যপদ বাতিল হল হার্দিকের৷ ক্রিকেটার হার্দিকের কুরুচিকর মন্তব্যের পর দেশ জুড়ে সোরগোল পড়ে যাওয়ায় হিরো থেকে কোহলির দলের এই সৈনিক এখন ভিলেনে পরিণত হয়েছেন৷ এবার বাতিলের পথে হার্দিকের সদস্যপদ৷
 
মুম্বইয়ের খার জিমখানা স্পোর্টস ক্লাবের সাম্মানিক সদস্য ছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার৷ ক্রিকেটার হার্দিককে তিন বছরের জন্য সাম্মানিক সদস্য পদ দিয়েছিল এই স্পোর্টস ক্লাব৷ এবার ন্যাশানাল চ্যানেলে মেয়েদের নিয়ে কটূক্তি করায় সেই সান্মানিক সদস্যপদই বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঐ ক্লাব৷

জিমখানা ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চার হাজারের বেশি সদস্য রয়েছে৷ হার্দিক পান্ডিয়ায় কুরুচিকর মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে একের পর এক প্রতিবাদপত্র জমা পড়েছে৷ বিশেষ করে মহিলা সদস্যরা প্রতিবাদ জানিয়েছেন৷ সেকারণেই হার্দিককে সদস্য রাখা নিয়ে আমাদের ভাবতে হয়েছে৷'

ক্লাবের জেনারেল সেক্রেটারি গৌরব কাপাডিয়া জানান, ' ম্যানেজিং কমিটির সঙ্গে বৈঠকের পরই হার্দিকের সদস্যপদ বাতিল করা হয়েছে৷' এই ক্লাবের অন্য ক্রীড়াবিদ সদস্যদের মধ্যে নাম রয়েছে সচিন রমেশ তেন্ডুলকর, লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, সানিয়া মির্জা, সাইনা নেহওয়ালের মতো বিশিষ্টরা৷

ভাবভূর্তিতে ভাঁটা পড়তেই ইতিমধ্যেই হার্দিকের সঙ্গে এনডোর্সমেন্ট ছিন্ন করেছে জিলেট নামের এক সেভিং সংস্থা৷ অন্যদিকে সরাসরি নাম না করলেও সোশ্যাল মিডিয়ায় সাময়িকভাবে নির্বাসিত টিম ইন্ডিয়ার দুই তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের ঘুরিয়ে সমালোচনা করেছে মুম্বই পুলিশ৷

টুইটারে একটি সবুজ মাঠের ছবি পোস্ট করে মুম্বই পুলিশ, যেখানে দুই ক্রিকেটারের কারও ছবি না থাকলেও বার্তায় স্পষ্ট তাদের তির পান্ডিয়া-রাহুলের দিকেই৷ ছবির গ্রাফিক্সেএকটি প্রশ্ন রয়েছে, সঙ্গে তার উত্তরও৷ গ্রাফিক্সে লেখা রয়েছে, 'কীভাবে মহান ক্রিকেটার ক্রিকেটার হওয়া যায়? মাঠের মধ্যে: যত বেশি সম্ভব রান করে, মাঠের বাইরে: মহিলাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে৷' টুইটটিতে মুম্বই পুলিশের বার্তা, 'ভদ্রলোক ভদ্রলোকই হয়, সবসময় এবং সব জায়গায়৷'