Posts

Showing posts from August 6, 2018

লিঙ্গ পরিবর্তন করতে চাইলে রূপান্তরকামীদের ২ লক্ষ দেবে সরকার

Image
তিরুঅনন্তপুরম:লিঙ্গ পরিবর্তন করতে চাইলে রূপান্তরকামীদের ২ লক্ষ টাকা করে দেবে সরকার। কেরলের রাজ্য সরকার এমনটাই ঘোষণা করেছে। বিজ্ঞপ্তি জারি করে কেরল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রূপান্তরকামীরা যদি তাঁদের লিঙ্গ পরিবর্তন করতে চান তাহলে সরকার তাঁদের দু লক্ষ করে টাকা দেবে। যাঁরা ইতিমধ্যেই তাঁদের লিঙ্গ পরিবর্তন করে ফেলেছেন তাঁরাও এই টাকা পেতে আবেদন করতে পারেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁর ফেসবুক পেজে সরকারি ভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সেখানে লেখা হয়েছে যে রূপান্তরকামীরা অর্থাভাবে লিঙ্গ পরিবর্তন করতে পারছেন না, তাঁরা যেন চিন্তা না করেন। সরকার তাঁদের পাশে রয়েছেন। এর আগে কেরলে রূপান্তরকামীদের শিক্ষা এবং কর্মসংস্থানেরও যাবতীয় দায়িত্ব নিয়েছে কেরল সরকার। ভারতে মধ্যে দক্ষিণ ভারতের এই রাজ্যই প্রথম রূপান্তরকামীদের জন্য বিশেষ নীতি নিয়ে আসে। কেরলের সব সরকারি কলেজে রূপান্তরকামীদের জন্য দু'‌টি করে আসন সংরক্ষিত রয়েছে।

ধান বিক্রি? এ বার রাজ্য সরকারের SMS সরাসরি পাবেন কৃষকরা

Image
ধান বিক্রির ক্ষেত্রে যাতে ফড়ের দ্বারা প্রতারিত না হন কৃষকরা, তাই এ বার ধান কিনতে সরাসরি কৃষকদেরকে মোবাইলে এসএমএস করে জানাবে রাজ্য সরকার৷ কলকাতা: বাংলার কৃষকদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার৷ ধান কিনতে এ বার সরাসরি কৃষকদের মোবাইলে এসএমএস করবে সরকার৷ চলতি মাস থেকেই এই পরিষেবা চালু হয়ে যাবে বলে নবান্ন সূত্রে খবর৷ ধান বিক্রির ক্ষেত্রে যাতে ফড়ের দ্বারা প্রতারিত না হন কৃষকরা, তাই এ বার ধান কিনতে সরাসরি কৃষকদেরকে মোবাইলে এসএমএস করে জানাবে রাজ্য সরকার৷ জানানো হবে কৃষি সংক্রান্ত অন্যান্য তথ্যও৷ ইতিমধ্যেই ১৭ লক্ষ কৃষকের মোবাইল নম্বর সংগর্হ করেছে সরকার৷ কৃষকদের এসমএমএস করে ধান কেনা ও অন্যান্য তথ্য জানানোর প্রক্রিয়াটি কৃষি ও খাদ্য দফতরের যৌথ উদ্যোগ৷

অবসর নিচ্ছেন PepsiCo সিইও ইন্দ্রা নুয়ি

Image
দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালনের পরে পেপসিকো সিইও পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ইন্দ্রা নুয়ি। সোমবার আমেরিকান সংস্থার তরফে এই খবর পাওয়া গিয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন পেপসিকো প্রেসিডেন্ট র‌্যামন লাগুয়ার্তা।  এদিন সংস্থা প্রচারিত বিবৃতিতে জানা গিয়েছে, 'বোর্ড অফ ডিরেক্টর্স সর্বসম্মত ভাবে ইন্দ্রা নুয়ির (৬২) পরিবর্ত হিসেবে র‌্যামন লাগুয়ার্তাকে চিফ একজিকিউটিভ অফিসার হিসেবে নির্বাচিত করেছে।' এক দশকের বেশি সিইও পদে থাকাকালীন পেপসিকোর পণ্যের গুণগত মান বাড়ানোর উদ্যোগ নিয়েছেন আইআইএম কলকাতার প্রাক্তনী ইন্দ্রা নুয়ি। সংস্থায় নিজের দায়িত্ব পালন সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, 'পেপসিকো-কে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সেরা সম্মানজনক পদক্ষেপ। গত ১২ বছরে আমরা যা কিছু করেছি, তার জন্য আমি গর্বিত। শুধুমাত্র সংস্থার শেয়ারহোল্ডারদেরই নয়, বিশ্বজুড়ে সমস্ত গোষ্ঠীর গ্রাহকদের উত্‍সাহ বৃদ্ধি করতে আমরা সমর্থ হয়েছি।' এদিন পেপসিকো এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, 'দীর্ঘ ২৪ বছর সংস্থায় থাকার পরে আগামী ৩ অক্টোবর অবসর নিতে চলেছেন সিইও ইন্দ্রা নুয়ি। শেষ ১২ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করেছেন। ক্ষমতা হস্তান্তর

স্বাধীনতা দিবসে দিল্লিতে হামলার ছক বানচাল, জম্মুতে গ্রেপ্তার জঙ্গি

Image
দিল্লি : স্বাধীনতা দিবসে দিল্লিতে হামলার ছক কষেছিল। তার আগেই জম্মু পুলিশের হাতে ধরা পড়ল এক জঙ্গি। তার কাছ থেকে আটটি লাইভ গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গতরাতে জম্মুর গান্ধিনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই জঙ্গিকে। জম্মু পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃত জঙ্গির নাম ইরফান হুসেন ওয়ানি (২৫)। বাড়ি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরা গ্রামে। তার কাছে যেসব বিস্ফোরকগুলো ছিল তা কাউকে হ্যান্ডওভার করার দায়িত্ব ছিল ইরফানের উপর। এই গ্রেনেডগুলো দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বানচাল করতে ব্যবহার করা হত বলে অনুমান পুলিশের। গ্রেনেড ছাড়া ওই জঙ্গির কাছ থেকে ৬০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।  জেরায় ইরফান জানিয়েছে, সে জ়াকির মুসার নেতৃত্বে সন্ত্রাসবাদী সংগঠন আনসার গাজ়ওয়াত-উল-হিন্দ-এর সঙ্গে জড়িত। তার সন্দেহজনক গতিবিধি আগেই নজরে এসেছিল পুলিশের। এরপর গান্ধিনগরে অভিযান চালিয়ে গতরাতে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গীদের ব্যাপারে খোঁজখবর পেতে ধৃত জঙ্গিকে জেরা করছে পুলিশ। পাশাপাশি শহর ও শহর সংলগ্ন এলাকায়র ব্যাপক তল্লাশি চলছে।  গোয়েন্দা সংস্থা আগেই সতর্ক করে জানিয়েছিল, দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ভেস্তে দিতে

বিছানা, বালিশ নিয়ে প্রেসিডেন্সির চত্বরেই পড়ুয়ারা

Image
আপাতত ওঁদের ঘর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বর। গত চার দিন ধরে সেখানেই স্নান, খাওয়াদাওয়া করছেন আন্দোলনরত পড়ুয়ারা। এমনকি, রাতে তাঁরা বিছানা-বালিশ নিয়ে ওখানেই ঘুমাচ্ছেন। হস্টেল না পাওয়া পর্যন্ত এ ভাবেই আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দিলেন তাঁরা। তিন বছর হয়ে গেলেও এখন সংস্কার শেষ হয়নি ঐতিহ্যবাহী হিন্দু হস্টেল। মোট তিনটি ব্লক। তার মধ্যে একটি ব্লকের কাজ শেষ হতে এখনও কম করে তিন মাস লাগবে। বাকি দু'টি ব্লকে কবে সংস্কার হবে, কেউ জানেন না। হস্টেলের ভিতরের মাঠ দেখলে আঁতকে ওঠার জোগাড়। আগাছায় ভর্তি। কোথাও বালি পড়ে রয়েছে তো কোথাও ইট-কাঠ-পাথর। এই অবস্থায় এখনই হিন্দু হস্টেল ছাত্রদের ফিরিয়ে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালেয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া। তিনি বলেন, "হস্টেলের মেরামতির কাজের দায়িত্বে রয়েছে পূর্ত দফতর। তাদের বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে। এখনও কাজ শেষ হয়নি। এর মধ্যে পড়ুয়াদের থাকার ব্যবস্থা করা যাবে না। যত দ্রুত সম্ভব হস্টেল সংস্কারের চেষ্টা চলেছে।" সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়। এ দিনও পড়ুয়ারা তাঁদের দাবি থেকে সরে আস

বাবা-মা সেলফি-তে মত্ত, লেকের জলে তলিয়ে গেল ৩ বছরের মেয়ে

Image
নয়াদিল্লি: কখনও বহুতলের ছাদের প্রাচীরের উপর, কখনও চলন্ত রেলগাড়ির সামনে, কখনও বা গলায় বিষাক্ত সাপ জড়িয়ে সেলফি তুলছেন এই প্রজন্ম! এ যেন এক তীব্র নেশার হাতছানি! আর এই নেশার কারণে প্রায় রোজই পৃথিবীর কোনও না কোনও প্রান্তে শেষ হয়ে যাচ্ছে তরতাজা প্রাণেরা! এবার সেলফি ম্যানিয়ার বলি হল তিন বছরের এক শিশু। বাবা–মা-র সঙ্গে সে বেড়াতে গিয়েছিল হ্রদের ধারে। ফাঁকা জায়গা! লোকজনের ভিড় প্রায় নেই বললেই চল! আপন মনে খেলেতে খেলতে, না বুঝেই এগিয়ে যায় জলের দিকে! নিয়ন্ত্রণ রাখতে না পেরে পড়ে যায় জলে! অথচ তার বাবা-মা কোথায় ছিলেন? মেয়ে যখন জলে পড়ে গেল, তাঁরা বাঁচালেন না কেন? কেন ওইটুকুন একটা শিশুকে চোখে চোখে রাখেননি? রাখবেন কী করে? তাঁরা যে তখন নিজের সেলফি তুলতেই ব্যস্ত! একটার পর একটা পোজ! সব মনসংযোগ তো তখন সেইদিকেই! ভুলেই গিয়েছেন তাঁদের মেয়ের কথা! সেলফি তোলার পালা শেষ হলে, দেখেন আসপাশে কোথাও তাঁদের মেয়ে নেই! অনেক খুঁজেও মেলে না তার হদিশ! ভাবেন, কেউ হয়তো তাঁদের মেয়েকে অপহরণ করেছে! কাজেই থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন । পুলিশ তদন্তে নেমে, হ্রদের ধারে শিশুর জুতো পড়ে থাকতে দেখে। তারপরেই, জলে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু

‘SIM Swap’ জালিয়াতি থেকে সাবধান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মুহূর্তেই লোপাট হতে পারে সব টাকা !

Image
কলকাতা: এটিএম জালিয়াতি নিয়ে এখন আতঙ্কে ভুগছেন শহরবাসী ৷ কসবা থেকে গড়িয়াহাট, দক্ষিণ কলকাতার বিভিন্ন এটিএমেই ওৎ পেতে রয়েছে জালিয়াতরা ৷ সম্প্রতি কলকাতা থেকেই গ্রেফতার হয়েছে দুই রোমানিয়ান যুবক ৷ যারা এই এটিএম কাণ্ডে জড়িত বলে অভিযোগ ৷ কেন বারবার এমন ঘটনা ঘটছে এটিএমগুলিতে ? কেন এত কাণ্ডের পরেও আরও বেশি তৎপর হচ্ছে না ব্যাঙ্কগুলি ৷ সেটাই এখন প্রশ্ন আমআদমির মধ্যে ৷ কেউ ব্যাঙ্ক জালিয়াতির শিকার হলে হারানো টাকা তাঁকে ফেরত দেওয়া হবে ৷ ব্যাঙ্কগুলির তরফে এমন আশ্বাস দেওয়া হলেও নিশ্চিন্ত হতে পারছেন না গ্রাহকরা ৷ কারণ কখন কে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে, সেই খবর কারোর পক্ষেই সবসময় রাখা সম্ভব নয় ৷ অনেকসময়েই টাকা ডেবিট হওয়ার পর কোনও এসএমএস আসে না ব্যাঙ্কের তরফে ৷ তাই বেশ কয়েকদিন পর পাসবুক আপডেট করলে হয়তো ব্যালেন্স দেখে আঁতকে উঠতে হচ্ছে যাঁরা জালিয়াতির শিকার হচ্ছেন ৷ কিন্তু শুধুই কি যাঁরা ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করেন কিংবা নেট ব্যাঙ্কিং করেন, তাঁরাই প্রতারণার শিকার হচ্ছেন ? উত্তরটা হয়তো 'না' ৷ কারণ মোবাইল সিমের মাধ্যমেও জালিয়াতির শিকার হতে পারেন কোনও গ্রাহক ৷ যাকে বল

'স্ত্রীকে ঠিক করে রান্না করতে বললেই অত্যাচার করা হয় না': হাইকোর্ট

Image
স্ত্রীকে ঠিক করে রান্না করতে বলা বা ঘরের কাজ করতে বলা মানেই তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা নয়। একটি ১৭ বছরের পুরনো মামলায় রায় দিতে গিয়ে এ কথা জানালো বম্বে হাইকোর্ট। আদালতের রায়ে বেকসুর খালাস হয়েছেন বিজয় শিণ্ডে। তাঁর ওপরে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল।  স্বামী ও শ্বশুরবাড়ির খারাপ ব্যবহারেই মানসিক অবসাদে ভুগে ২০০১-এ বিষ খেয়ে আত্মহত্যা করেন বিজয় শিণ্ডের স্ত্রী। এমনই অভিযোগ ছিল তাঁর ওপর। কিন্তু স্ত্রীকে ঠিক করে রান্না করতে বলা এবং ঘরের কাজ করতে বলা ছাড়া আর কোনও রকম খারাপ ব্যবহারের অভিযোগ তাঁর বিরুদ্ধে প্রমাণিত হয়নি। কাউকে ঠিক করে রান্না করতে বলা কখনোই অত্যাচার করার সমতূল্য নয় বলে জানিয়ে দিলেন বম্বে হাইকোর্টের বিচারপতি সারাঙ্গ কোতওয়াল। বিজয় শিণ্ডের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগও আনা হয়েছিল। কিন্তু আদালতে তাও প্রমাণ করা যায়নি। ফলে হাইকোর্টের রায়ে ১৭ বছর পর বেকসুর খালাস হলেন বিজয় শিণ্ডে।

বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে বন্ধ 4G ও 3G পরিষেবা

Image
ঢাকা: মোবাইল ফোনে 4G ও 3G বন্ধ, চলবে 2G। ফেসবুকে গুজব ছড়ানোর মাধ্যমে ঢাকার ধানমণ্ডিতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে শাসকদল আওয়ামি লিগ কর্মীদের সংঘাতের পর মোবাইল ইন্টারনেটের 4G ও 3G সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল অপারেটরগুলোর একাধিক কর্মকর্তা জানান, ইন্টারনেটের গতি ১.২৮ কেবিপিএসে নামানোর 'নির্দেশ দেওয়া হয়েছে' তাদের। তারা বলেছেন, শনিবার সন্ধ্যার পর থেকে এই নির্দেশ বাস্তবায়নে কাজ করছেন তারা। তবে এই নির্দেশ কত দিনের জন্য বা কত ঘণ্টার জন্য এই নির্দেশনা সে সম্পর্কে কিছু বলতে চাননি এই কর্মকর্তারা। তবে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক জানান, এভাবে কোনও নির্দেশ দেওয়া হয়নি। ইন্টারনেট ঠিকই আছে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, ১.২৮ কেবিপিএসে ফেসবুকে ছবি আপলোড করা সম্ভব হবে না। অন্যান্য ওয়েবসাইট দেখতেও গ্রাহকদের বেশ ভোগান্তিতে পড়তে হবে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় 'জনমতে আতঙ্ক সৃষ্টি এবং জনবিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি' হয় এমন দৃশ্য সম্প্রচার করায় দুটি টেলিভিশনকে সতর্ক করেছে সরকার। একাত্তর ও নিউজ২৪ টেলিভিশ

স্বাধীনতা দিবসের আগেই পুলিশের জালে জঙ্গি, উদ্ধার গ্রেনেড ও নগদ টাকা

Image
স্বাধীনতা দিবসের আগেই বড়সড় হামলার ছক বানচাল করল পুলিশ৷ জম্মুর গান্ধীনগর থেকে গ্রেপ্তার করা হল এক জঙ্গিকে৷ ঘটনার পর জম্মুর আইজি জানান, ধৃতের নাম আরফান ওয়ানি৷ সে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তিপুরার বাসিন্দা৷ ধৃতের কাছে থাকা আটটি তাজা গ্রেনেড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ৷ জঙ্গি সন্দেহে ধৃত ওই যুবকের জেরা চলছে৷ শহর ও শহরতলির কাদের সঙ্গে আরফান ওয়ানির যোগাযোগ ছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ৷ উদ্ধার হওয়া ওই গ্রেনেড কোথায় ও কেন নিয়ে যাওয়া হচ্ছিল, জেরা করে সে বিষয়েও তথ্যের খোঁজ করছেন তদন্তকারীরা৷ কেন্দ্রীয় গোয়েন্দারা আশঙ্কা করছেন, দিল্লিতে ঘাঁটি গেড়েছে জইশ প্রধান মাসুদ আজহারের ভাই আবদুর রউফ আসগারের ঘনিষ্ঠ মহম্মদ ইব্রাহিম নামে এক জঙ্গি৷ ওই জঙ্গি একসময় রউফের দেহরক্ষী ছিল। ইব্রাহিম ছাড়া আরও একজন জঙ্গি দিল্লিতে ঢুকেছে বলে অনুমান গোয়েন্দাদের। সেও জইশ-ই-মহম্মদ সদস্য। গোয়েন্দাদের দাবি, চলতি বছর মে মাসের প্রথম সপ্তাহেই কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা পার করে ভারতে ঢুকেছে ইব্রাহিম। এখন সে দিল্লিতে। রাজধানীতে জইশের নেটওয়ার্কের সঙ্গে ‌যোগা‌যোগ করছে ইব্রাহিম। উমর নামে আরও এক জঙ্গি কাশ্মীর দিয়ে ভার

প্রতিটি ভারতবাসীই বলছেন, কাজ কোথায়? গডকরীর মন্তব্যকে অস্ত্র করে কেন্দ্রকে আক্রমণ রাহুলের

Image
নয়াদিল্লি: ক্ষমতায় আসার আগে দেওয়া কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগে কেন্দ্রের এনডিএ সরকারকে লাগাতার আক্রমণ করে চলেছে কংগ্রেস। এবার এ ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরীর মন্তব্যকে অস্ত্র করে নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা রাহুল গাঁধীর। গত শনিবার ঔরঙ্গাবাদে গডকরীকে মারাঠাদের সংরক্ষণের জন্য আন্দোলন ও মহারাষ্ট্রের আরও বেশ কিছু সংগঠনের একই ধরনের দাবির পরিপ্রেক্ষিতে বলতে শোনা গিয়েছিল, ধরে নিচ্ছি, সংরক্ষণ না হয় দেওয়াই গেল, কিন্তু কাজ কোথায়? কাজই নেই। ব্যাঙ্কে কর্মসংকোচন হচ্ছে তথ্য ও প্রযুক্তির জন্য। সরকারি ক্ষেত্রেও কাজের সুযোগ কমেছে। কেন্দ্রীয় পরিবহণমন্ত্রীর এই মন্তব্য লুফে নিয়ে কংগ্রেস সভাপতি ট্যুইট করেন, চমত্কার প্রশ্ন গডকরীজি। প্রতিটি ভারতবাসীই বলছেন, কাজ কোথায়! গডকরীর মন্তব্য ছাপা মিডিয়া রিপোর্টও ট্যুইটে ট্যাগ করেন তিনি।

দরজা খুলতেই তরুণীকে গুলি করে পালাল প্রত্যাখ্যাত প্রেমিক

Image
প্রেমে প্রত্যাখ্যান। প্রেমিকাকে গুলি করে পালাল প্রেমিক। দিল্লির ভরত নগর এলাকায় ঘটনাটি ঘটেছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বছর চব্বিশের ওই তরুণী পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তাঁর সঙ্গে ওই যুবকের ঘনিষ্ঠতা বহুদিনের। কিন্তু কোনও কারণে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তরুণী। ছাড়াছাড়ি হয়ে যায় ওই যুবকের সঙ্গে। এর পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবক। প্রেমিকার খবর পেয়ে তাঁর আত্মীয়ের বাড়িতে চড়াও হন তিনি। দরজা খুলেছিলেন ওই তরুণী নিজেই। সঙ্গে সঙ্গেই গুলি চালান ওই তরুণ। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। গুলির শব্দ পেয়েই ছুটে আসেন ওই তরুণীর আত্মীয়রা। তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে শাহদারা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তরুণীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সুকমার জঙ্গলে ধুন্ধুমার, নিরাপত্তাবাহিনীর গুলিতে হত ১৪ মাওবাদী, ছত্তীসগঢ়ে সতর্কতা

Image
বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। ছত্তীসগঢ়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল ১৪ মাওবাদী। রাজ্য পুলিশের স্পেশাল ডিজি (অ্যান্টি নকশাল অপারেশনস) ডি এম অবস্থি জানান, সুকমার মিকা টং জঙ্গলে সোমবার সকালে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, সিআরপিএফ এবং স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানরা। গোল্লাপাল্লি এবং কোঁটার মাঝে পৌঁছতেই প্রায় দুশোরও বেশি মাওবাদী ঘিরে ধরে যৌথবাহিনীর জওয়ানদের। শুরু হয় তুমুল গুলির লড়াই। জওয়ানদের লক্ষ্য করে মুহুর্মূহু গুলি ছুটে আসছিল জঙ্গলের ভিতর থেকে। তত্পরতার সঙ্গে পাল্টা জবাব দেয় জওয়ানরাও। অবস্থি আরও জানান, ১৪ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ১৬টি আগ্নেয়াস্ত্রও। খবর পেয়েই বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বাকি মাওবাদীদের খোঁজে জঙ্গলের বিশাল এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। গত জুলাইয়ে বিজাপুর জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮ মাওবাদীর নিহত হয়েছিল। মাওবাদীদের বিরুদ্ধে যুঝতে নয়া কৌশল নিচ্ছে নিরাপত্তাবাহিনী। সেই কৌশলেই বেশ কয়েকটি ক্ষেত্রে সাফল্য এসেছে বলে নিরাপত্তাবাহিনী সূত্রে খবর।

মুজফফরপুরের পর উত্তর প্রদেশের দেওরিয়া, শেল্টার হোম থেকে যৌন নিগ্রহের শিকার ২৪ কিশোরী উদ্ধার

Image
দেওরিয়া: বিহারের মুজফফরপুরের পর সামনে এল উত্তর প্রদেশের দেওরিয়ার শেল্টার হোম কেলেঙ্কারি। এখানকার একটি শেল্টার হোম থেকে ২৪ জন কিশোরীকে উদ্ধার করা হয়েছে। হোমের পরিচালক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। হোমটির নাম মা বিন্ধ্যবাসিনী মহিলা প্রশিক্ষণ এভাম সমাজ সেবা সংস্থান। অফিস স্থানীয় স্টেশন রোডে। ৪২টি কিশোরী থাকত এখানে, তাদের মধ্যে ১৮ জনের খোঁজ মিলছে না। হোমের পরিচালক গিরিজা ত্রিপাঠি ও তাঁর স্বামী মোহন ত্রিপাঠিকে গ্রেফতার করেছে পুলিশ। হোমটি সিল করে দেওয়া হয়েছে। মুজফফরপুরের শেল্টার হোমে আবাসিক ধর্ষণ প্রকাশ্যে আসার পর দেওরিয়ার এমন ঘটনায় শিউরে উঠেছে সব মহল। এখানকার একটি মেয়ে কোনওক্রমে পালিয়ে গিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ায় ঘটনা জানাজানি হয়। সে অভিযোগ করে, নিয়মিত সাদা, লাল ও কালো রঙের গাড়ি এসে হোমের মেয়েদের তুলে নিয়ে যায়। সকালে ফিরে এসে কাঁদে তারা। ওই কিশোরীদের ডাক্তারি পরীক্ষা হয়েছে। লখনউয়ের পুলিশ সদর দফতর থেকে দেওরিয়া পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে রমরমিয়ে মাদক ব্যবসা!

Image
কৌস্তভ বিশ্বাস খোলাখুলি ভাবে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি করে গ্রেপ্তার হায়দরাবাদের এক ইঞ্জিনিয়ার। কৌস্তভ বিশ্বাস নামে আদতে কলকাতার বাসিন্দা ওই যুবক কর্মসূত্রে হায়দরাবাদে থাকে। তার সঙ্গে পুলিশ গ্রেপ্তার করেছে সৈয়দ আদিল নামে কৌস্তভের এক সহযোগীকে।  ফেসবুকে যেমন ভাবে জামাকাপড় বা জাঙ্ক জুয়েলারির বিজ্ঞাপন দিয়ে ব্যবসা করেন অনেকে, ঠিক সেই ভাবেই গাঁজা, কোকেন, মারিজুয়ানা, এলএসডি-র ছবি দিয়ে বিক্রি করত কৌস্তভ। হায়দরাবাদের একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত কৌস্তভ হুমায়ননগর এলাকার সরোজিনী দেবী হাসপাতালের কাছে একজনকে কোকেন বিক্রি করতে গিয়ে হাতেনাতে পুলিশের কাছে ধরা পড়ে। গোপন সূত্রে খবর পেয়ে কৌস্তভকে গ্রেপ্তার করার পর তার ফেসবুক প্রোফাইল দেখেঁ আঁতকে ওঠেন পুলিশ অফিসাররা।  কোনও লুকোছাপা নেই, কোনও ধরা পড়ার ভয় নেই। খোলাখুলি ছবি দিয়ে দিয়ে অবাধে চলছে মাদকের ব্যবসা। সঙ্গে তার নিজেরও মাদক সেবনের একাধিক ছবি। পুনের এক মাদক পাচারকারীর কাছ থেকে ড্রাগস কিনত কৌস্তুভ। তার খোঁজ পেতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

সম্পর্কের টানাপোড়েন, বালি থেকে উদ্ধার ছাত্রীর দেহ

Image
হাওড়া: ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাওড়ার বালিতে৷ শনিবার রাতে হাওড়ার বালি ও উত্তরপাড়া স্টেশনের মাঝখান থেকে উদ্ধার হয় একাদশ শ্রেণির ছাত্রী তৃষা মালিকের দেহ৷ প্রণয় ঘটিত কারণেই আত্মহত্যা বলে দাবি মৃত ছাত্রীর পরিবারের তরফে৷ তৃষার প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের কথা ভাবছে ছাত্রীর পরিবার৷   মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা থেকেই নিকোঁজ ছিল বালির বঙ্গশিশু বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী তৃষা মালিক৷ বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও তার খোঁজ মেলেনি৷ রাতে বালি ও উত্তরপাড়া স্টেশনের মধ্যবর্তী একটি জায়গা থেকে বেলুড় জিআরপি তৃষার দেহ উদ্ধাকর করে৷ প্রেমঘটিত সম্পর্কের টানাপোড়েনের কারণেই ওই ছাত্রী আত্মহত্যা করেছে৷ এমনটাই মনে করছে মৃতার পরিবার। জানা গিয়েছে, নিশ্চিন্দার বাসিন্দা এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তৃষার৷ কিন্তু গত তিন দিন আগে সেই সম্পর্কে চিড় ধরে৷ দুজনের কথাও বন্ধ ছিল৷ অন্যদিকে এর আগে আরও এক যুবকের সঙ্গে ছাত্রীর ঘনিষ্টতা ছিল বলে জানতে পারে তার পরিবার৷ ফলে প্রণয়ঘটিত কারণেই তৃষা আত্মহত্যায় বাধ্য হয়েছে বলে অভিযোগ মৃতার পরিবারের৷ ওই দুই যুবকের বিরুদ্

সেপটিক ট্যাঙ্কে ডুবে মৃত্যু শিক্ষক, ছাত্রের

Image
কোচবিহার: মাদ্রাসার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল শিক্ষক ও এক ছাত্রের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙা মহকুমার কুর্শামারীর আহিমদুল উলুম এমদাদিয়া মাদ্রাসায়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মৃত্যু হয়েছে ওই মাদ্রাসার শিক্ষক জিয়ারুল হাফিজ (৩৫) ও ছাত্র সফিউল হক (১৮)-এর৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কুর্শামারী এলাকায়। জেলার পুলিশসুপার ভোলানাথ পাণ্ডে জানান, মাদ্রাসার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় কোনওভাবে ওই শিক্ষক ও ছাত্র সেপটিক ট্যাঙ্কের ভিতরে পড়ে যান৷ খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ দমকলকর্মীদের সাহায্যে দেহটি উদ্ধার করে৷ নিয়ে যাওয়া হয় মাথাভাঙা হাসপাতালে৷ কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে মাদ্রাসার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য মাদ্রাসার শিক্ষক জিয়ারুল হাফিজ সফিউলকে সেখানে নামিয়েছিলেন৷ কিন্তু একটি সেপটিক ট্যাঙ্ক যখন কিছুটা পরিষ্কার হয়ে যায়, তখন পাশের একটি সেপটিক ট্যাঙ্কে জল পড়তে শুরু করে৷ মুহূর্তে জল এতটাই বেশি হয়ে যায় যে ওই ছাত্র জলে

লাগামহীন অটোভাড়া নিয়ে অভিযোগ তুলে বিধাননগরে অবরোধ নিত্যযাত্রীদের

Image
কলকাতা: অটো ভাড়া নিয়ে নিত্যদিনের অভিযোগ রয়েছে যাত্রৌদের। আর সেই আভিযোগেই এবার বিধাননগরে পথ অবরোধ করল নিত্যাযাত্রীরা। কোনও নির্দিষ্ট অটো ভাড়া নেই বলে অভিযোগ যাত্রীদের। পাশাপাশি এই রুটে ব্যস্ত সময়ে বাসে ওঠাও বেশ কঠিন। তাই প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্চে সাধারণ মানুষকে। এই অভিযোগেই সোমবার সকালে রাস্তা আটকে বিক্ষোভ দেখান যাত্রীরা। বেশিরভাগই অফিস যাত্রী। সেক্টর ফাইভ বা করুণাময়ীতে নিজেদের কর্মস্থলে যান তাঁরা। অভিযোগ, কোনও নির্দিষ্ট ভাড়া নেই এই রুটে। মাত্রাতিরিক্ত ভাড়া না দিলে যেতে চায় না অটোওয়ালারা। আর বাসে এত ভিড় থাকে যে, বাদুড়ঝোলা হয়ে যেতে হয় যাত্রীদের। তাই রীতিমত হয়রানির শিকার তাঁরা। অফিসযাত্রীদের এর ফলে অফিসে পৌঁছতে দেরি হয়ে যায় বলেও অভিযোগ। নিত্যদিনের সমস্যার সুরাহা চেয়ে তাই এদিন পথে নামেন তাঁরা। সোমবার সকাল ৯টা ৪৫ মিনি নাগাদ শুরু হয় অবরোধ। ১৫ নম্বর বাস স্ট্যান্ডে যাত্রীরা বাস, অটো আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। অবরোধের জেরে রাস্তায় যানজট তৈরি হয়। বেশ কিছুক্ষণের জন্য কার্যত অবরুদ্ধ হয়ে যায় ইএম বাইপাস।

আজ ৩৫এ ধারা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি, কাশ্মীরে উত্তেজনা

Image
নয়াদিল্লি: জম্মু কাশ্মীরকে বিশেষ নাগরিকত্ব অধিকার দেওয়া সংবিধানের ৩৫এ ধারা নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে শুনানি। আর এই ধারা বিলুপ্ত হওয়ার আশঙ্কায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে কাশ্মীর জুড়ে। বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত কনফারেন্স উপত্যকায় ২ দিনের বনধ ডেকেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলিও সমর্থন করেছে এই বনধ। আবার যাঁরা এই ধারার কারণে সমস্যায় পড়েছেন তাঁরা বারবার দাবি করছেন, ৩৫এ বিলুপ্ত করতে হবে। ৩০ জুলাই কাশ্মীরের বিদ্বজ্জন সমাজ শ্রীনগরে একটি সাংবাদিক বৈঠক ডেকে ৩৫এ ধারার বিরুদ্ধে শীর্ষ আদালতে দায়ের হওয়া মামলার বিরোধিতা করে। সঙ্গে সঙ্গে বিষয়টি লুফে নেয় রাজনৈতিক দলগুলি। উপত্যকার বেশ কয়েকটি বাণিজ্যিক ও সামাজিক সংগঠন এই ধারাকে বাঁচিয়ে রাখতে রাস্তায় নেমে পড়ে। যোগ দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিও। এই ধারার সমর্থনে গতকাল ও আজ গোটা উপত্যকায় বনধ ডাকা হয়েছে। আর এই বনধকে সমর্থন করেছে বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত কনফারেন্স। দিল্লির স্বেচ্ছাসেবী সংগঠন উই দ্য সিটিজেনস সুপ্রিম কোর্টে আবেদন করেছে ৩৫এ ধারার বিরুদ্ধে। এই ধারা হঠানোর দাবি করেছে তারা। কিন্তু এই আবেদনের বিরোধীদের বক্তব্য, ৩৫এ তুলে দিলে কাশ্মীরের বিশেষ নাগরিকত

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত অন্তত ৮২, আহত ১০০-র বেশি

Image
নয়াদিল্লি: ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে গেল পর্যটকদের অত্যন্ত ইন্দোনেশিয়ায় প্রিয় শহর লম্বক। মৃতের সংখ্যা অন্তত ৮২, আহত ১০০-র বেশি। কয়েকহাজার বহুতল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, কংক্রিটের স্তুপে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অনেকে। প্রতিবেশী বালি দ্বীপেও কম্পন অনুভূত হয়েছে। মৃতদের মধ্যে স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটক- উভয়ই রয়েছেন। প্রথমে মনে করা হয়েছিল কম্পনের মাত্রা ৬.৮। পরে তা সংশোধিত হয় ৭-এ, অল্প সময়ের জন্য সুনামি সতর্কতাও জারি করা হয়। ইন্দোনেশিয়ার ওয়েস্ট নুসা তেঙ্গারা প্রদেশের লম্বর তিমুর শহরের ১৮ কিলোমিটার উত্তর পশ্চিমে এই ভূমিকম্পের কেন্দ্র বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। গভীরতা ছিল ১৫ কিলোমিটার। কম্পনের পর অন্তত ৯টি আফটারশক অনুভূত হয়, তার মধ্যে একটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯।

হাসিনার আর্জি বিফল, সংঘর্ষ ছড়াচ্ছে ঢাকায়

Image
উত্তাল: ছাত্রদের ঠেকাতে কাঁদানে গ্যাস পুলিশের। রবিবার ঢাকায়। —নিজস্ব চিত্র। চট্টগ্রামের পড়ুয়ারা রবিবার ঘোষণা করেছে, সোমবার থেকে তারা রাস্তা ছেড়ে স্কুল-কলেজে ফিরে ক্লাস শুরু করবে। কিন্তু ঢাকার রাস্তা এ দিনও ছিল উত্তাল। ফেসবুকের গুজবে মাঝে মাঝেই বিভ্রান্তি ছড়িয়েছে। আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে ফের শাসক দলের দফতরে হামলা চালাতে গেলে কাঁদানে গ্যাস চালিয়ে রুখে দিয়েছে পুলিশ। শাসক দলের কর্মীদের সঙ্গে সংঘর্ষও বেধেছে পড়ুয়াদের। তাতে আহত হয়েছে দু'পক্ষের অনেকেই। দিন শুরু হয়েছিল আন্দোলন শেষ করে ক্লাসে ফেরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদন দিয়ে, আর শেষ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিতে— ধৈর্যের সীমা ছাড়াচ্ছে। এ বার কড়া হাতে মোকাবিলা করা হবে অরাজকতাকে। নিরাপদ সড়কের দাবিতে পড়ুয়াদের আন্দোলন আট দিনে পা দেওয়ার পরে বিক্ষোভকারীদের মুখগুলি যেন বদলে গিয়েছে। এত দিন রাস্তায় নেমে যান নিয়ন্ত্রণ থেকে চালকদের লাইসেন্স পরীক্ষা করতে দেখা গিয়েছে বিভিন্ন স্কুলের ছেলেমেয়েদের। এ দিন আন্দোলনকারীরা তাদের থেকে বয়স্ক, নিজেদের তাঁরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দিয়েছেন। কিন্তু পুলিশের দাবি, এরা আসলে সরক

স্ত্রীর সঙ্গে বচসা, তিন সন্তানকে নদীতে ছুড়ে ফেললেন বাবা

Image
অমানবিক। নৃশংস। মর্মান্তিক। স্ত্রীর সঙ্গে বচসার জেরে নিজের তিন সন্তানকে নদীতে ছুড়ে ফেলে দিলেন বাবা। এদের মধ্যে এক জনের বয়স তিন মাস। রবিবার অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় ঘটনাটি ঘটেছে। জলে ডুবে মৃত্যু হয়েছে তিনটি শিশুরই। পরে তাদের দেহ উদ্ধার করে পুলিশ। ভেঙ্কটেশ নামে এই ব্যক্তি মদ্যপ ছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী অমরাবতী। এর আগেও ভেঙ্কটেশের বিয়ে হয়েছিল। সেই স্ত্রীর তরফে কোনও সন্তান না থাকায় ফের অমরাবতীকে বিয়ে করেন তিনি। পুণিত, সঞ্জয়, রাহুল নামে তিনটি ছেলেও হয় তাঁদের। এদের মধ্যে পুণিতের বয়স ছয়। সঞ্জয়ের তিন বছর এবং রাহুলের বয়স সবে তিন মাস। স্বামীর সঙ্গে ঘন ঘন বচসার কারণে তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ফিরে গিয়েছিলেন অমরাবতী। এরপর রবিবার দুপুরে ভেঙ্কটেশ স্ত্রী ও সন্তানদের ফিরিয়ে আনতে যান। ফেরার পথে স্ত্রীর সঙ্গে ফের বচসা শুরু হয় ভেঙ্কটেশের। অভিযোগ, সেই সময় একটি সেতু থেকে নদীর জলে তিন ছেলেকে ছুড়ে ফেলে দেয় ওই ব্যক্তি। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। পুলিশকে অমরাবতী বলেন, ''কোনও বাবা যে নিজের সন্তানদের সঙ্গে এমনটা করতে পারে, এতটা নৃশংস হতে পারে, তা আমি কখনও ভাবতে পারিনি।'

শহরের এটিএম-এ উদ্ধার স্কিমার! ভুক্তভোগী গ্রাহক জানাচ্ছেন, কী ভাবে সচেতন হওয়া উচিত

Image
এটিএম-এ স্কিমার আতঙ্ক এবার কসবায়। কসবার বকুলতলার বাসিন্দা সৌম্যব্রত সেন রবিবার বিকেলে বাড়ির কাছেই থাকায় ইন্দাসইন্দ ব্যাঙ্কের এটিএম-এ টাকা তুলতে গিয়েছিলেন। সেখানে তা সন্দেহজনক মনে হয়। এরপরেই বিষয়টি নিয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। পরে এটিএমটি বন্ধ করে দেওয়া হয়। কসবা বকুলতলা মোড়ের বেসরকারি ব্যাঙ্কের এটিএম। এলাকার ব্যস্ত এটিএমগুলির মধ্যে অন্যতম। রবিবার বিকেলে সেখানেই টাকা তুলতে গিয়েছিলেন, স্থানীয় যুবক সৌম্যব্রত সেন। সেখানেই এটিএম-এর কি প্যাডের ওপরে চোখ যায় তাঁর। সন্দেহজনক মনে হওয়ায় সেটিতে টান দেন। আঠা খুলে বেরিয়ে আসে সেটি। সেখানেই ক্যামেরা লাগানো ছিল বলে দাবি ওই যুবকের। একই সঙ্গে যেখানে কার্ড ইনসার্ট করতে হয়, সেখানে একটি ডিভাইস লাগানো ছিল বলে দাবি ওই যুবকের। ওই যুবক যেমন, নিজে কসবা থানায় বিষয়টি জানান, ঠিক তেমনই তাঁর ঠিক আগেই টাকা তুলে যাওয়া ব্যক্তিকে নিয়েও থানায় যান। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় কসবা থানার পুলিশ। যন্ত্রটি স্কিমার কিনা তা পরীক্ষা করে দেখছে পুলিশ। পরে কসবা থানা মারফত বিষয়টি লালবাজারের গোয়েন্দা বিভাগের কাছেও যায় বলে জানা গিয়েছে। ওই এটিএম-এর সিসি

গ্রাহককে ফাইন করায় এক নম্বরে এসবিআই !

Image
২১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং তিনটি বেসরকারি ব্যাঙ্ক মিলিয়ে এক বছরে গ্রাহকদের মিনিমাম ব্যালান্স না থাকার জন্য জরিমানা করেছে ৪,৯৮৯.৫৫ কোটি টাকা। আর এই তালিকায় এক নম্বরে রয়েছে দেশের এক নম্বর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০১৭-১৮ আর্থিক বছরে এসবিআই মিনিমাম ব্যালেন্স না থাকায় জরিমানা করেছে মোট ২,৪০০ কোটি টাকা। এর পরেই রয়েছে বেসরকারি এইডিএফসি ব্যাঙ্ক। জরিমানা বাবদ আয় করেছে ৫৯০ কোটি টাকা। লোকসভায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী শিবপ্রতাপ শুক্রল জানিয়েছেন, আমজনতা নিয়ম মেনে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম জমা রাখতে পারেননি। সেই বাবদ জরিমানা করে গত চার বছরে ১১,৫০০ কোটি টাকা আয় করেছে ২১টি রাষ্ট্রায়ত্ত ও তিনটি বেসরকারি ব্যাঙ্ক। এসবিআই ছাড়া অন্যান্য ব্যাঙ্কগুলি অবশ্য বরাবরই জরিমানা কাটত। ২০১৭-র ১ এপ্রিল থেকে নতুন করে গ্রাহকদের অ্যাকাউন্টে ন্যূনতম জমা (মিনিমাম ব্যালান্স) না রাখায় জরিমানার ব্যবস্থা চালু করে স্টেট ব্যাঙ্ক। শহর, আধা শহর ও গ্রামের ক্ষেত্রে ৫-১৫ টাকা পর্যন্ত জরিমানা চালু হয়। হিসেব বলছে, ২১টি সরকারি ব্যাঙ্কের জরিমানা বাবদ আয়ের ৪০ শতাংশই এসেছে ২০১৭-'১৮ অর্থবর্ষে। এসবিআ

আশ্চর্য গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, জেনে নিন অতিকায় গ্রহের আজব কথা

Image
গ্রহটি সূর্যের থেকে ২০ আলোকবর্ষ দূরত্বে অবস্থান করছে। চেহারা তার অতিকায়। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির থেকেও কয়েক গুণ বড়। সবচেয়ে বড় কথা, এই অতিকায় গ্রহের মতো বস্তুটি কিন্তু কোনও নির্দিষ্ট নক্ষত্রকে ঘিরে পাক খাচ্ছে না! এমনই আশ্চর্য একটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। 'দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল'-এ প্রকাশিত হয়েছে এই নতুন আবিষ্কারের কথা। আন্তর্জাতিক ওয়েবসাইট 'জিনহনেট.কম'-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই গ্রহটি সূর্যের থেকে ২০ আলোকবর্ষ দূরত্বে অবস্থান করছে। তার বয়স ২০০ মিলিয়ন বছর। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষক মেলোডি কাও জানিয়েছেন, ঠিক গ্রহ নয়, বলা যায় মহাজাগতিক বস্তুটি গ্রহ ও ব্রাউন ডোয়ার্ফ নক্ষত্রের মাঝামাঝি একটি বস্তু। বস্তুটি থেকে শক্তিশালী চৌম্বক বিকিরণ প্রত্যক্ষ করেছেন বিজ্ঞানীরা। সেই বিকিরণ এত বেশি যে, পৃথিবীর মেরুপ্রদেশ থেকে তা দৃশ্যমান। এই শক্তিশালী চৌম্বক বিকিরণকে খুঁটিয়ে দেখলে মহাজাগতিক বস্তুসমূহ সম্পর্কে নতুন নতুন পর্যবেক্ষণ করতে পারবেন বলে মনে করছেন বিজ্ঞানীরা।

দেশের যে কোনও জায়গা থেকে দেওয়া যাবে ভোট, নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কমিশন

Image
বর্তমানে কোনও ব্যক্তিকে ভোট দিতে গেলে ফিরতে হয় তাঁর পাকাপাকি বাসস্থানে। সেখানে নির্দিষ্ট বুথেই ভোট দিতে পারেন তিনি। স্বাধীনতার পর থেকে চলে আসছে এই নিয়ম। এই বিধির গেরোয় ভোট দিতে পারেন না ভিনরাজ্যে প্রবাসী লক্ষ লক্ষ মানুষ। ভোট দিতে আর ফিরতে হবে না বাড়ি। দেশের যে কোনও জায়গায় বসেই ভোট দিতে পাবনের বৈধ ভোটার। বছর কয়েকের মধ্যেই চালু হতে চলেছে এই ব্যবস্থা। এমনটাই জানিয়েছেন দেশের মুখ্য নিবার্চন কমিশনার ওপি রাওয়াত।  মুখ্য নির্বাচন কমিশনার জানান, যে কোনও ভোটার যে কোনও জায়গা থেকে যাতে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। এজন্য এটিএমের মতো বিভিন্ন জায়গায় ভোটযন্ত্র বসানো হবে। সেই ভোটযন্ত্রে নিজের পরিচয়ের প্রমাণ দিয়ে ভোট দিতে পারবেন ভোটাররা।  বর্তমানে কোনও ব্যক্তিকে ভোট দিতে গেলে ফিরতে হয় তাঁর পাকাপাকি বাসস্থানে। সেখানে নির্দিষ্ট বুথেই ভোট দিতে পারেন তিনি। স্বাধীনতার পর থেকে চলে আসছে এই নিয়ম। এই বিধির গেরোয় ভোট দিতে পারেন না ভিনরাজ্যে প্রবাসী লক্ষ লক্ষ মানুষ। এছাড়া একই ব্যক্তির নাম একাধিক জায়গায় ভোটার তালিকায় যাতে না থাকে সেজন্য প্রযুক্তি আনছে নির্বাচন কমিশন। এই প্রযুক্তিতে এক জায়গায় কা

সংবিধানের অনুচ্ছেদ ৩৫এ বাতিলের মামলার শুনানি আজ, উত্তাল কাশ্মীর

Image
শুক্রবার মামলটির শুনানি স্থগিতের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। তাদের ‌যুক্তি, রাজ্যের পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন আসন্ন। এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে কোনও মৃত্যুর ঘটনার প্রতিবাদ নয়, সংবিধানের ৩৫এ অনুচ্ছেদ বাতিল মামলার শুনানির আগে উত্তাল কাশ্মীর উপত্যকা। আজ ওই মামলা উঠছে সুপ্রিম কোর্টে। পরিস্থিতি এতটাই ঘোরাল ‌যে মামলার শুনানি স্থগিত রাখার আবেদন করেছেন রাজ্যপাল এনএন ভোরা। বিক্ষোভকারীদের দাবি, সংবিধানের ৩৫এ অনুচ্ছেদ বাতিল করার দাবিতে ‌যে জনস্বার্থ মামলা করা হয়েছে তা বাতিল করতে হবে। সংবিধানের ৩৫এ অনুচ্ছেদ অনু‌যায়ী বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকেন কাশ্মীরের মানুষ। সেইসব সুবিধা বাতিলের দাবি করে ২০১৪ সালে সুপ্রিম কোর্টে একটি মামলা করে উই দ্যা সিটিজেন্স নামে ভিএইপি ঘেঁসা একটি সংগঠন। সেই মামলারই শুনানি হবে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ৩ সদস্যের একটি বেঞ্চে। অন্য দুই বিচারপতি হলেন এ এম খানওয়ালিকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। কী রয়েছে অনুচ্ছেদ ৩৫এ-তে? এই অনুচ্ছেদ রাজ্যের বাইরের কোনও লোক জম্মু ও কাশ্মীরের কোনও সম্পত্তি কিনতে পারেন না। পাশপাশি কাশ্মীরের

রাতের শোয়ে আগুন প্রিয়া সিনেমা হলে

Image
নাইট শো চলার সময়ে আচমকাই দর্শকেরা দেখলেন, ধোঁয়ায় ভরে যাচ্ছে প্রিয়া সিনেমা হল। আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বাইরে আসতে থাকেন তাঁরা। বাইরের সিঁড়িও তখন ধোঁয়ায় ঢাকা। হলটির উপরের তলায় নিজেদের বাড়িতেই তখন আটকে পড়েছেন হল-মালিকের পরিবারের চার জন। দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের পাশের সিনেমা হলটিতে রবিবার রাতের এই অগ্নিকাণ্ডে কারও তেমন ভাবে আহত হওয়ার খবর না-থাকলেও ভালই ক্ষয়ক্ষতি হয়েছে হলটির। ধোঁয়ায় এক জন মধ্যবয়সি দর্শক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিকটবর্তী শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দমকল সূত্রের খবর, এ দিন রাত ১০টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগে। সেই সময়ে সেখানে 'ফ্যানি খান' ছবির শো চলছিল। দমকল সূত্রের খবর, হল-এ অন্তত ৩০ জন দর্শক ছিলেন। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। রাত ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ এবং দমকল সূত্রের খবর, টিকিট কাউন্টার লাগোয়া একটি মোমোর দোকান থেকে আগুন লেগেছে বলে অনুমান। হলের উপরের অংশেই সপরিবার থাকেন হল-মালিক অরিজিৎ দত্ত। পুলিশ সূত্রের খবর, সেই সময়ে তাঁরা খেতে বসেছিলেন। পরিবারের সদস্যদের নিয়ে ছাদে চলে যান অরিজিৎবাবু। সেখান থেকেই তাঁদের উদ্ধার করেন দমকলকর্মীরা

পোস্ট অফিসই এবার হয়ে যাচ্ছে ব্যাঙ্ক, কী কী সুবিধা পাওয়া যাবে জেনে নিন ?

Image
নয়াদিল্লি:প্রস্তুতি শুরু হয় অনেকদিন আগের থেকেই ৷ শেষপর্যন্ত নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার পোস্ট অফিসই হয়ে যাচ্ছে ব্যাঙ্ক ৷ গ্রামের মানুষরাও যাতে আরও সহজে টাকা লেনদেন করতে পারেন, তার জন্যই এই প্রকল্পের সূচনা হতে চলেছে আগামী ২১ অগাস্ট থেকে ৷ সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী ২১ অগাস্ট ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB)-র উদ্বোধন করতে চলেছেন মোদি ৷ দেশের সর্বত্র কাজ শুরু করার জন্য কাজ এখন শেষপর্যায় চলছে ৷ আপাতত দেশের সব রাজ্যের সব জেলায় অন্তত একটা করে IPPB-র শাখা থাকবে ৷  মোট ৬৫০টি শাখা এবং ৩,২৫০টি অ্যাকসেস পয়েন্ট নিয়ে কাজ শুরু হবে। এছাড়াও প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে প্রচুর সংখ্যায় পোস্টম্যানকে । দেশে এখন পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে ১৭ কোটি। এ সব অ্যাকাউন্টই এবার আইপিপিবি-র সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। পেমেন্টস ব্যাঙ্ক হল নতুন মডেলের ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে এই ব্যাঙ্কে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন গ্রাহকরা। এই ব্যাঙ্ক কোনও ঋণ দিতে পারে না

হন্যে হয়ে ঘুরেও চাকরি পাননি ! চা বিক্রি করেই খাবার জোগাড় করেন ক্যারাটে চ্যাম্পিয়ন বন্দনা

Image
ভোপাল: একেই হয়তো বলে ভাগ্যের পরিহাস ৷ ক্যারাটে চ্যাম্পিয়ন বন্দনা সূর্যবংশী ৷ রাষ্ট্রীয় এবং অন্ত:রাষ্ট্রীয় চ্যাম্পিয়নশিপে ৫০টিরও বেশি মেডেল জিতেছেন ! কিন্তু তিনিই আজ টাকার অভাবে পথে বসেছেন ৷ দু'বেলা দু'মুঠো খাবারের জন্য ঠেলাগাড়িতে চা বিক্রি করেন ৷ আর সঙ্গে সিঙারা ৷ ক্যারাটে চাম্পিয়ন বন্দনা রুটি রুজির জন্য সকলের দোড়ে দোড়ে ঘুরেছেন একটা সময়ে ৷ যদি কেউ একটা চাকরি দয়া করে দেন ৷ সেই জন্য হাতে পায়ে ধরতেও বাকি রাখেননি বন্দনা ৷ অবশেষে, একটা চাকরি জুটেছিল বটে ৷ আদিম জাতি কল্যাণ বিভাগের হস্টেলে সেল্ফ ডিফেন্সের ট্রেনিং দিতেন তিনি ৷ বেশ কয়েকবছর চাকরি করেন তিনি ৷ সেখানে মেয়েদেন আত্মরক্ষার জন্য ট্রেনিং দিতেন বন্দনা ৷ কিন্তু সেই সুখও বেশিদিন টেঁকেনি তার ৷ হস্টেল কর্তৃপক্ষের বদলের পর সেই চাকরিটাও হারিয়ে ফেলেন বন্দনা ৷ বিনা কারণে বন্দনাকে ওই হস্টেলে সেল্ফ ডিফেন্সের শিক্ষিকার পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ পাশাপাশি, ৬ মাসের বেতনও দেওয়া হয়নি বলে জানান তিনি ৷ চাকরি হারানোর পরও তিনমাস বকেয়া বেতনের আশায় হন্যে হয়ে হস্টেল কর্তৃপক্ষের কাছে ঘুরে বেরিয়েছেন তিনি ৷ কিন্তু কোনও কাজের কাজ হয়

পশ্চিমবঙ্গে ৩ কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী!

Image
অসমে জাতীয় নাগরিকপঞ্জিতে ৪০ লক্ষ নাম বাদ পড়ার পরই শুরু হয়েছিল বিতর্ক। সেই বিতর্ক এখন কার্যত রূপ নিয়েছে অসম বনাম পশ্চিমবঙ্গ সংঘাতে। আরও স্পষ্ট করে বললে বিজেপি ও তৃণমূল কংগ্রেস সম্মুখ সমরে অবতীর্ণ এনআরসি নিয়ে। স্বাভাবিকভাবেই উঠে পড়েছে পশ্চিমবঙ্গেও এনআরসি-র দাবি। আর সেই দাবিকে আরও শক্তিশালী করল গোয়েন্দা সংস্থা র'য়ের প্রাক্তন সচিবের একটি মন্তব্য। র'য়ের প্রাক্তন সচিব অমর ভূষণের কথায়, পশ্চিমবঙ্গে রয়েছে আরও বড় সমস্যা রয়েছে। অসমে প্রথম এই জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি করা হয়েছে ঠিকই, কিন্তু সবার আগে এনআরসি হওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গে। তিনি বলেন, আমাদের একটি ধারণাই ছিল যে, বাংলায় তিন কোটি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন। এই ৩ কোটির মধ্যে ১.২ কোটি লোক দেশের অন্যত্র চলে গিয়েছেন। তিনি বলেন, আমি মনে করি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর আমাদের অনুপ্রবেশ রুখতে আরও কঠোর হওয়া উচিত ছিল। আমরা যদি আগে থেকে কঠোর হতে পারতাম, তাহলে আমাদের এই অবস্থায় পৌঁছতে হত না। সিপিএম আমল থেকে অনুপ্রবেশ সমস্যা প্রকট হতে শুরু করে। বাম সরকার কোনও ব্যবস্থা নেয়নি। তারপর তৃণমূল কংগ্রেস সরকারও এই সমস্যাকে গুরুত্ব দেয়নি।

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশেই বাংলাতে প্রচুর নিয়োগ

Image
'Y' গ্রুপে (Non-Technical) (Automobile Technician (Auto Tech) and Indian Air Force (Police) [IAF(P)]) Trades-এ এয়ারম্যান নির্বাচনের জন্য একটি রিক্রুটমেন্ট ব়্যালির আয়োজন করেছে ভারতীয় বায়ুসেনা৷ পশ্চিমবঙ্গের এয়ার ফোর্স স্টেশন বারাকপুরের ৪ এয়ারম্যান সিলেকশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে এই ব়্যালিটি৷ পশ্চিমবঙ্গ ও সিকিমের নির্দিষ্ট জেলার ইচ্ছুক ও আগ্রহী প্রার্থীরা সরাসরি গিয়ে রিক্রুটমেন্ট ব়্যালিতে অংশগ্রহণ করতে পারেন৷ অংশগ্রহণ করতে যাওয়ার সময় তাঁদের আবশ্যিকভাবে যাবতীয় নথিপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে৷ শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য কোনও পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ৷ ইংরাজি ভাষাতেও ৫০ শতাংশ নম্বর পেতে হবে৷ পশ্চিমবঙ্গ ও সিকিমের যে যে জেলার প্রার্থীরা এই ব়্যালিতে অংশগ্রহণ করতে পারবেন:- সিকিম রাজ্যের সব জেলা এবং পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, কলকাতা, বাঁকুড়া, নদিয়া, বীরভূম, বর্ধমান, হাওড়া, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারের শুধুমাত্র অব

তারাপীঠে মধুচক্রের আসর ভাঙল পুলিশ, আপত্তিকর অবস্থায় গ্রেপ্তার ৩ মহিলা

Image
সিউড়ি: সিউড়ির পর তারাপীঠ। একটি লজে হানা দিয়ে মধুচক্রের আসর ভাঙল পুলিশ। আপত্তিকর অবস্থায় তিন মহিলা-সহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে বীরভূমের তারাপীঠ থানার পুলিশ। রবিবার ধৃতদের রামপুরহাট আদালতে তোলা হয়। দায়রা বিচারক সৌভিক ভট্টাচার্য ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তারাপীঠের লজে মধুচক্রের আসর- এমন রেওয়াজ দীর্ঘদিনের। শুধু এ রাজ্যের নয় পাশের রাজ্য ঝাড়খণ্ড-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারাপীঠ আসেন যৌন কর্মীরা। শুধু মধুচক্র নয়, তারাপীঠের আসর থেকে বহু অপরাধের নীল নকশা তৈরি হয়। অভিযোগ, এর মূলে রয়েছে পুলিশি তৎপরতা না থাকা৷ বিভিন্ন সময় পুলিশের পক্ষ থেকে লজে ওঠা যাত্রীদের পরিচয়পত্র নিতে বলা হয়। একসময় তা বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু এক শ্রেণির লজ ব্যবসায়ী পরিচয়পত্র ছাড়াই যাত্রীদের মোটা টাকায় লজের ঘর দিয়ে দেওয়ায় তারাপীঠ দিন দিন অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠছে বলে অভিযোগ। তবে মাঝেমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লজগুলিতে অভিযান চালায় পুলিশ। শনিবার রাতে তেমনই অভিযান চালাতে গিয়ে আট জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে তিন জন মহিলা, চারজন পুরুষ রয়েছে। ধৃতদের বাড়ি মালদহ, বর্ধমান

আটক ৫০০ কেজি গাঁজা, ধৃত ৩

Image
আগে থেকেই খবর ছিল, লরিতে করে বিপুল পরিমাণ গাঁজা পাচার হতে পারে। সেই মতো ইডেন গার্ডেন্সের কাছে ওত পেতে ছিলেন কলকাতা পুলিশের নার্কোটিক্স বিভাগের গোয়েন্দারা। সকাল ১১টা নাগাদ লরিটি ইডেন গার্ডেন্সের কাছে আসতেই সেটি আটকে তল্লাশি চালান তাঁরা। বাজেয়াপ্ত হয় ৫০০ কিলোগ্রাম গাঁজা। আটক হওয়া গাঁজার বাজারদর ৫০ লক্ষ টাকারও বেশি বলে জানা গিয়েছে। রবিবারের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। ধৃতদের নাম অভয় কুমার, মহম্মদ নিসার এবং মহম্মদ নাসিম। লরিচালক অভয় হাওড়ার বাসিন্দা। নিসার ও নাসিমের বাড়ি হুগলির মগরায়। নিসার লরির খালাসি, নাসিম মূলত 'ক্যারিয়ার'-এর কাজ করে। পুলিশ সূত্রের খবর, লরিটি গুয়াহাটি থেকে আসছিল। সেটি যাওয়ার কথা ছিল মগরা বা আশপাশের কোনও জায়গায়। গোয়েন্দারা জানিয়েছেন, এই গাঁজা আসে মূলত মণিপুর থেকে। বাজারে এর চাহিদাও খুব বেশি।প্রাথমিক ভাবে অনুমান, লরিটি কোনও জিনিস নিয়ে মগরা থেকে গুয়াহাটি গিয়েছিল। ফেরার পথে চালক অভয়কে হাত করে নাসিম। প্রসঙ্গত, এর আগেও কলকাতার দক্ষিণ বন্দর থানা এলাকা থেকে প্রায় ৫২০ কেজি গাঁজা পাচার করার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছিল পাচারকারীরা।

সম্পত্তি নিয়ে গোলমাল, ব্যবসায়ী ‘অপহরণে’ ধৃত ৩

Image
ঘরে টিমটিম করে জ্বলছে একটা ছোট বাল্‌ব। প্রবল দুর্গন্ধ। তার মধ্যেই কাঠের চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে তাঁকে! নড়াচড়ার উপায় নেই। মুখেও 'টেপ' লাগানো। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ওই চেয়ারে বসেই সারতে হয়েছে প্রাকৃতিক কাজ! তালতলার একটি পরিত্যক্ত বাড়ি থেকে সম্প্রতি এই অবস্থাতেই উদ্ধার করা হয়েছে এন্টালির বাসিন্দা এক ব্যবসায়ীকে। পুলিশ জানায়, তাঁর নাম রফিক সোহরাব। গত ২৭ জুলাই স্বামী নিখোঁজ বলে এন্টালি থানায় অভিযোগ দায়ের করেন রফিকের স্ত্রী রাজিয়া সুলতানা। এর পরেই তদন্তে নেমে তালতলা থেকে রফিককে উদ্ধার করে এন্টালি থানার পুলিশ। এই ঘটনায় আগেই তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। গত বৃহস্পতিবার রাতে অনিল অগ্রবাল নামে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার শিয়ালদহ আদালতে তোলা হলে ৯ অগস্ট পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে পাঠান বিচারক। উদ্ধারের পরেই রফিককে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হয়। হাসপাতাল সূত্রের খবর, তাঁর শরীরে জলের পরিমাণ একেবারে কমে গিয়েছিল। না খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই সঙ্গে তাঁকে বেধড়ক মারধর করা হয়েছিল বলেও হাসপাতাল সূত্রের খবর। তাঁর দেহে বেশ

মাথায় অস্ত্র ঠেকিয়ে ‘হুমকি’, গ্রেফতার দুই

Image
কোমরে আগ্নেয়াস্ত্র গুঁজে এলাকায় ঘুরছিল দুই দুষ্কৃতী। সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ালে এক যুবকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকাতে পিছপা হল না তারা। দমদম পার্ক অঞ্চলের আরতি হরিজনপল্লিতে শনিবার রাতের এই ঘটনায় শেষে আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে ধরে লেক টাউন থানার পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, আক্রান্ত যুবক প্রদীপ নায়েকের অভিযোগ, শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ দেবু মুখোপাধ্যায় নামে এক অপরিচিত যুবককে স্থানীয় বাসিন্দা গাজি ওঁরাওয়ের সঙ্গে এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ সূত্রের খবর, দেবুর বাড়ি খড়দহে। রবিবার প্রদীপ বলেন, ''পাড়ার দোকানে দেবুর কোমরের বাঁ দিকটা যে ভাবে উঁচু হয়ে ছিল, তাতেই সন্দেহ দানা বাঁধে। এক ঝলক দেখে মনে হল ওটা আগ্নেয়াস্ত্র। কোমরের দিকে তাকিয়ে আছি দেখে দেবু গাজির সঙ্গে চলে গেল।'' সন্দেহের অবসান ঘটাতে গাজির ঘরে যান প্রদীপ। কথা বলতে বলতে দেবুর কোমরে হাত দেন তিনি। অনুমান যে ঠিক, তা আর বুঝতে অসুবিধা হয়নি। মুহূর্তের মধ্যে দেবুকে এমন ভাবে প্রদীপ জাপটে ধরার চেষ্টা করেন, যাতে সে পালিয়ে যেতে না পারে। কিন্তু নিজেকে ছাড়িয়ে দেবু

বৃদ্ধকে নদী থেকে তুলে তলিয়ে গেলেন ১৯ বছরের তরুণ

Image
উনিশ বছরের সুব্রত দাস পঁচানব্বই বছরের জীবনটা বোধহয় ক্লান্ত হয়ে গিয়েছিল। পাশেই ছিল টগবগে উনিশ বছরের ছেলেটা। সে চেয়েছিল জীবন বাঁচাতে। ঝাঁপিয়েছিল বর্ষার ভরা নদীতে, ডুবতে বসা বৃদ্ধকে উদ্ধার করতে। জীবন বাঁচিয়ে নিজে অবশ্য শেষ পর্যন্ত বাঁচতে পারেননি উনিশ বছরের সুব্রত দাস। রবিবার সকালে নদিয়ায় কৃষ্ণগঞ্জে চূর্ণী নদীর উপরে এই ঘটনার সাক্ষী থাকলেন বহু মানুষ। বৃদ্ধ তেঁতুল ঘোষ রবিবার সকালে নৌকা থেকে পড়ে যান চূর্ণী নদীতে। তাঁকে বাঁচাতে ঝাঁপ দেন সুব্রত। আর ওঠেননি। ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি করেও রাত পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। ঘটনার পর থেকে নদীর পাড়ে ভেঙে পড়েছে প্রায় গোটা গ্রাম। সকলেই প্রার্থনা করছেন, অত্যাশ্চর্য একটা কিছু ঘটুক। কোনও ভাবে জীবিত অবস্থায় ফিরে আসুন সুব্রত। যাঁকে বাঁচাতে গিয়ে এত কিছু, সেই বৃদ্ধ নিজে কেমন যেন থম মেরে গিয়েছেন। বেঁচে পাড়ে ফেরার পরে তাঁকে যখন গ্রামের কয়েক জন রিকশায় বাড়ি নিয়ে যাচ্ছেন তখনও তিনি বিড়বিড় করছেন, ''আমি মরলাম না, ছেলেটা মরে গেল, ছোট ছেলেটা মরে গেল গো!'' প্রত্যক্ষদর্শী মাঝি ও যাত্রীদের দাবি, আত্মহত্যা করতে চটি খুলে রেখে বৃদ্ধ জলে ঝাঁপ দিয়েছিলেন। কি

বাঁধের দিকে তাকালে ‘চোখ তুলে নেওয়ার’ হুমকি ঝাড়খণ্ড-মন্ত্রীর

Image
দুমকার মশানজোড় জলাধারের দেওয়ালে নীল-সাদা রং করা নিয়ে সুর আরও চড়াল বিজেপি শাসিত ঝাড়খণ্ড। বাঁধের দিকে তাকালে 'চোখ তুলে নেওয়ার' হুমকি দিলেন পড়শি রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রী লুইস মারান্ডি। জবাব দিল বাংলার শাসক তৃণমূলও। এই বাঁধ ঝাড়খণ্ডে থাকলেও কেন্দ্রীয় চুক্তি মেনে দেখভালের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ। সম্প্রতি ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে মশানজোড় জলাধারের দেওয়াল নীল-সাদায় রাঙানোর কাজ শুরু করেছে সিউড়ি সেচ দফতর। দুমকার বিজেপি নেতা-কর্মীদের একাংশের আপত্তিতে বুধবার মাঝপথে বন্ধ হয় সেই কাজ। জলাধারে যাওয়ার রাস্তায় পশ্চিমবঙ্গ সরকারের দু'টি 'ওয়েলকাম বোর্ড'-এ বিশ্ববাংলার 'লোগো'য় শুক্রবার ঝাড়খণ্ড সরকার লিখে 'স্টিকার'ও সেঁটে দেওয়া হয়। বিতর্ক মেটাতে আলোচনা শুরু হয়েছিল বীরভূম ও দুমকা জেলা প্রশাসনের মধ্যে। এরই মধ্যে রবিবার সকালে দুমকায় জলাধার সংলগ্ন ঝাড়খণ্ড সেচ দফতরের বাংলোয় বসে সংবাদমাধ্যমের কাছে স্থানীয় বিধায়ক লুইস বলেন, ''এটা ঝাড়খণ্ড। বাইরের কেউ এসে খবরদারি করবে, তা মেনে নেব না। বাঁধের রং লাল-সাদা ছিল, সেটাই থাকবে। রাজনৈতিক উদ্দেশ্যপূরণের জন্যই নীল সাদা

‘ভিটেমাটি হারিয়ে এখানে, অন্য কোথাও যেতে চাই না, গুলি করে মারলে তা-ই মাথা পেতে নেব!’

Image
মনোযোগ: মায়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের অস্থায়ী শিবিরে পাঠরত খুদে পড়ুয়ারা। বারুইপুরের হাড়দহ গ্রামে। ভিটেমাটি ফেলে এসেছেন সুদূর মায়ানমারে। হারিয়েছেন আত্মীয়-পরিজনও। নিরাপদ আশ্রয়ের খোঁজে এ-দেশে এসেছিলেন। ভবিষ্যতে কী হবে জানা না থাকলেও তাঁদের এখন একটাই প্রার্থনা, এখান থেকে যেন অন্য কোথাও যেতে না হয়। কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বারুইপুরের হাড়দহ গ্রাম। গত ডিসেম্বর থেকে সেখানে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে 'দেশ বাঁচাও সামাজিক কমিটি' নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেই রোহিঙ্গা শিবিরে থাকা লায়লা বেগম বললেন, ''মায়ানমারে আমার শ্বশুর, শাশুড়ি, আব্বা, মা ও এক ছেলেকে মেরে ফেলেছে ও দেশের সেনারা। বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। বছর দে়ড়েক আগে কোনও মতে রাতের অন্ধকারে জলপথে বাংলাদেশে ঠাঁই নিয়েছিলাম। তার পর হরিয়ানা, মথুরা হয়ে এখন বারুইপুরে এসেছি।'' লায়লার স্বামী সিরাজুল যক্ষ্মায় আক্রান্ত। দুই শিশুপুত্র রায়হান ও ফারহান সবে স্কুলে ভর্তি হয়েছে। লায়লার স্পষ্ট কথা, ''ভিটেমাটি হারিয়ে এখন পশ্চিমবঙ্গ ছেড়ে আর অন্য কোথাও যেতে চাই না। আমাদের গুলি করে মারলে তা-ই