মুজফফরপুরের পর উত্তর প্রদেশের দেওরিয়া, শেল্টার হোম থেকে যৌন নিগ্রহের শিকার ২৪ কিশোরী উদ্ধার


দেওরিয়া: বিহারের মুজফফরপুরের পর সামনে এল উত্তর প্রদেশের দেওরিয়ার শেল্টার হোম কেলেঙ্কারি। এখানকার একটি শেল্টার হোম থেকে ২৪ জন কিশোরীকে উদ্ধার করা হয়েছে। হোমের পরিচালক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

হোমটির নাম মা বিন্ধ্যবাসিনী মহিলা প্রশিক্ষণ এভাম সমাজ সেবা সংস্থান। অফিস স্থানীয় স্টেশন রোডে। ৪২টি কিশোরী থাকত এখানে, তাদের মধ্যে ১৮ জনের খোঁজ মিলছে না। হোমের পরিচালক গিরিজা ত্রিপাঠি ও তাঁর স্বামী মোহন ত্রিপাঠিকে গ্রেফতার করেছে পুলিশ। হোমটি সিল করে দেওয়া হয়েছে।

মুজফফরপুরের শেল্টার হোমে আবাসিক ধর্ষণ প্রকাশ্যে আসার পর দেওরিয়ার এমন ঘটনায় শিউরে উঠেছে সব মহল। এখানকার একটি মেয়ে কোনওক্রমে পালিয়ে গিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ায় ঘটনা জানাজানি হয়। সে অভিযোগ করে, নিয়মিত সাদা, লাল ও কালো রঙের গাড়ি এসে হোমের মেয়েদের তুলে নিয়ে যায়। সকালে ফিরে এসে কাঁদে তারা। ওই কিশোরীদের ডাক্তারি পরীক্ষা হয়েছে। লখনউয়ের পুলিশ সদর দফতর থেকে দেওরিয়া পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।