Posts

Showing posts from January 3, 2019

লিভ ইন সম্পর্ক বিয়ে পর্যন্ত না গড়ালেই তা ধর্ষণ নয়, রায় শীর্ষ আদালতের

Image
সুপ্রিম কোর্ট। লিভ ইন সম্পর্ক নিয়ে বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের। আদালত জানিয়েছে, দু'জনের সম্মতিতেই লিভ ইন সম্পর্ক হয়। সে ক্ষেত্রে শারীরিক সম্পর্ক স্থাপনে সম্মতি থাকে দু'পক্ষের-ই। তাই পরিস্থিতির শিকার হয়ে বা কোনও গুরুতর কারণে পুরুষ সঙ্গী যদি বিয়ের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারেন, সে ক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গের মামলা হতে পারে, ধর্ষণের নয়। তবে গোড়া থেকে পুরুষসঙ্গীর অভিসন্ধিতেই যদি গলদ থাকলে ধর্ষণের মামলা দায়ের করতে পারবেন মহিলারা। প্রায় দু'দশক আগে সহকর্মী ডাক্তারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগ এনেছিলেন মহারাষ্ট্রের এক নার্স। তাঁর দাবি ছিল, স্বামী বিয়োগের পর একাকীত্বে ভুগছিলেন তিনি। সেইসময় সহকর্মী ডাক্তারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা। কিন্তু পরে অন্য একজনকে বিয়ে করেন ওই ডাক্তার। এফআইআর-টি বাতিলের আর্জি নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত ওই ডাক্তার। সেখানে তাঁর আর্জি খারিজ হয়ে গেলে শীর্ষ আদালতে আবেদন করেন তিনি। বুধবার বিষয়টির শুনানি করছিল বিচারপতি একে সিকরি এবং এস আব্দুল নাজিরের ডিভিশন বেঞ্চ। সবকিছু খতিয়ে দেখে ব

শনিবার থেকে টানা ৪০ ঘণ্টা শিয়ালদহ-বজবজ শাখায় চলবে না লোকাল ট্রেন

Image
মাস চারেকের ব্যবধান। মাঝেরহাটে সেতু তৈরির কাজের জন্য ফের শিয়ালদহ-বজবজ শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। এবার ৪০ ঘণ্টা। রেলের তরফে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টো থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত চলবে না লোকাল ট্রেন, এমনকী মালগাড়িও। সপ্তাহান্তে চরমে দুর্ভোগে পড়তে হবে যাত্রীদের। গত বছরে সেপ্টেম্বরে আচমকাই ভেঙে পড়ে দক্ষিণ শহরতলির লাইফলাইন মাঝেরহাট ব্রিজ। ব্রিজের নিচেই শিয়ালদহ-বজবজ শাখার রেললাইন, মাঝেরহাট স্টেশন। আগামী এক বছরের মধ্যে মাঝেরহাটে নয়া সেতু তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতুর একাংশ ভেঙে পড়েছে। যেটুকু অবশিষ্ট আছে, সেটুকুও ভেঙে ফেলার কাজ চলছে জোরকদমে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে রেলের অনুমতি নিয়ে মাঝেরহাট স্টেশনে একটি লেভেল ক্রসিং তৈরি করেছে রাজ্য সরকার। মাস চারেক যখন লেভেল ক্রসিং তৈরি হচ্ছিল, তখন প্রায় ১৬ ঘণ্টা বজবজ থেকে মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। সেবার অবশ্য শিয়ালদহ থেকে নিউ আলিপুর স্টেশন পর্যন্ত পরিষেবা স্বাভাবিক ছিল। তবে এবার টানা চল্লিশ ঘণ্টা শিয়ালদহ থেকে বজবজ পর্যন্ত লোকাল ট্রেন, এমনকী মালগাড়িও চলবে না। রেলের তরফে জানানো হয়েছে, সেতু ভাঙা

উনিশ টন আলু বেচে মিলল ৪৯০ টাকা! পুরোটাই মোদিকে পাঠালেন কৃষক

Image
দেশে কৃষকদের দুর্দশার ছবি আরও একবার প্রকাশ্যে এল উত্তরপ্রদেশের আগ্রার এক ঘটনায়। কষ্টার্জিত টাকা খরচ করে ফলানো ১৯ টন আলু বিক্রি করে এক কৃষকের হাতে এল মাত্র ৪৯০ টাকা। প্রতিবাদে পুরো টাকাটাই প্রধানমন্ত্রীর নামে মানি অর্ডার করলেন কৃষক। এর আগে মহারাষ্ট্রের এক পিঁয়াজ চাষি একই কাণ্ড ঘটিয়েছিলেন। ৭৫০ কেজি পিঁয়াজ বেচে তিনি পেয়েছিলেন ১ হাজার ৬৪ টাকা। পুরোটাই তিনি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। আগ্রার প্রদীপ শর্মা প্রতিবছরের মতো এবছরও তাঁর মোট জমির বেশিরভাগটাতেই আলুচাষ করেছিলেন। ভাল ফলন হওয়ায় মোট ১৯ টন আলু উৎপন্ন হয়েছিল। প্রদীপ জানিয়েছেন, আলু বিক্রি করে তিনি ৯৪ হাজার ৬৭৭ টাকা পেয়েছিলেন৷ এর মধ্যে ৪২ হাজার ৩০ টাকা মোটর ভাড়া, ৯৯৮ টাকা আনলোডিং চার্জ, ৩৭৯০ টাকা দালাল খরচা, ১০০ টাকা ড্রাফ্ট কমিশন এবং বাছাই করতে ৪০০ টাকায় খরচ হয়ে যায়৷ এই সব মিলিয়ে প্রায় ৪৮ হাজার ১৮৭ খরচ হয়ে যায় তাঁর৷ বেচে ছিল ৪৬ হাজার ৪৯০ টাকা৷ এরপর কোল্ড স্টোরেজে প্রত্যেক প্যাকেটের জন্য ১২৫ টাকা অর্থাৎ, ৪৬ হাজার টাকা দিতে হয় কোল্ড স্টোরেজের মালিককে৷ এরপর আয় হিসেবে তার কাছে বেচে ছিল মাত্র ৪৯০ টাকা৷ রাগে সেই পুরো টাকাটাই মোদিকে

কর্ণাটকে নামী অভিনেতা-প্রযোজকদের বাড়ি সহ ২৩টি জায়গায় আয়কর হানা, উদ্ধার প্রচুর সোনা-নগদ

Image
কর্ণাটকের বিভিন্ন জায়গায় আয়কর হানায় চাঞ্চল্য ছড়াল। সবমিলিয়ে ২০০ জনের একটি দল মোট ২৩টি লোকেশনে হানা চালিয়েছে। তার মধ্যে কোনও একটি জায়গায় অনেক পরিমাণে নগদ ও সোনা উদ্ধার হয়েছে বলে খবর। এদিন সকাল থেকেই আয়করের কর্মীরা নানা জায়গায় তল্লাশি চালিয়েছেন। কন্নড় সিনেমার নামী অভিনেতাদের মধ্যে অন্যতম সুপারস্টার প্রয়াত রাজকুমারের পুত্র শিবা রাজকুমার ও পুনীত রাজকুমারের বাড়িতে, অভিনেতা সুদীপ, যশ, প্রযোজক রকলাইন বেঙ্কটেশ সহ একাধিক নামী তারকার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। শিবা রাজকুমার প্রাক্তন মুখ্যমন্ত্রী এস বঙ্গারাপ্পার জামাই। তাঁর ভাই পুনীত জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা। বেঙ্কটেশ বজরঙ্গী ভাইজান সিনেমায় সহ প্রযোজকের কাজ করেছেন। সুদীপ কন্নড় সিনেমার অন্যতম বড় তারকা। তবে তিনি জানিয়েছেন, কারণ না জানলেও আয়কর আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করবেন তিনি। কারণ তিনি কোনও অন্যায় করেননি।

চাঁদের অদেখা অংশে পৌঁছে গেল চিন! প্রকাশ্যে বিরল ছবি

Image
চন্দ্র অভিযানকে ঘিরে নয়া ইতিহাস রচনা করল চিন। মাহাকাশ বিজ্ঞানের দুনিয়ায় যা নিঃসন্দেহে বিরল ঘটনা। চিনের মিডিয়ার দাবি, চাঁদের অদেখা অংশে পৌঁছে গিয়েছে চিনের চন্দ্রযান। আর সেখানকার ছবিও প্রকাশ্যে এনেছে তারা। ঘটনার সত্যতা স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চিনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের তরফে 'চ্যাং'ই ৪' নামের মহাকাশযানকে পাঠানো হয় এই মিশনে। বৃহস্পতিবার বেজিং এর স্থানীয় সময় সকাল ১০:২৬ মিনিটে চন্দ্রপৃষ্ঠের এই বিরল অংশে পৌঁছে যায় এই মাহাকাশ যান । চিনের সেন্ট্রাল মিডিয়ার তরফে জানানো হয়েছে, এই মহাকাশযানের ল্যান্ডিং খুবই 'স্মুথ' ভাবে হয়েছে। এরপরই 'চ্যাং 'ই ৪' এর ক্যামেরায় ওঠে এই বিরল অংশের ছবি। চিনই এই মুহূর্তে বিশ্বের প্রথম দেশ যারা চাঁদের অদেখা অংশে অবতরণ করেছে সফলভাবে। শুধু তাই নয়, এই অবতরণ সফলভাবে হয়েছে চন্দ্রপৃষ্ঠের কোনো ক্ষতি না করেই। উল্লেখ্য, চিনের প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী খুব শিগগিরিই চিন মহাকাশ গবেষণায় 'সুপার পাওয়ার'হয়ে ওঠার দিকে এগিয়ে যাচ্ছে।

চন্দ্রযান ২ পাঠিয়ে নতুন ইতিহাস সৃষ্টির পথে ইসরো, জেনে নিন খুঁটিনাটি

Image
২০০৮ সালে ভারত প্রথমবার চন্দ্রযান মহাকাশে পাঠিয়েছিল। সেটা দেখা সারা বিশ্ব বাহবা জানিয়েছিল। ২০০৩ সালে অটলবিহারী বাজপেয়ীর সরকারের আমলে এই প্রকল্প হাতে নেওয়া হয়। ১৩০০ কেজির কিছু বেশি ওজনের চন্দ্রযানটি তৈরি করে পাঠাতে খরচ পড়েছিল ৩৮৬ কোটি টাকা। পৃথিবীতে চতুর্থ দেশ হিসাবে চন্দ্রযান পাঠিয়ে রেকর্ড গড়ে ভারত। ২ বছর মহাকাশে থাকার কথা থাকলেও নয় মাস পরে চন্দ্রযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও ইসরোর এই সাফল্যকে সারা বিশ্ব কুর্ণিশ করেছিল। এবার সেই সাফল্যকেই পাথেয় করে দ্বিতীয় অভিযানে নামতে চলেছে ইসরো। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রথম চন্দ্রযানের পর দ্বিতীয় অভিযান চন্দ্রযান ২-ও মহাকাশযানটি একেবারে ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। যেটিতে একসঙ্গে অরবিটার, ল্যান্ডার ও রোভার রয়েছে। চন্দ্রের কক্ষপথের ১০০ কিলোমিটারের মধ্যে পৌঁছে চন্দ্রযান ২ থেকে ইসরোয় সঙ্কেত পৌঁছবে। সেইসময় রোভারটি অরবিটার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপরে ধীরে ধীরে ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠে নামবে। সময় নিয়ে চাঁদে নামার পরে ছয় চাকার রোভারটি কাজ শুরু করবে। সেমি-অটোনমাস অবস্থায় চন্দ্রযানটি চাঁদের মাটিতে প্রদক্ষিণ করবে

ম্যাগিতে রয়েছে বিষাক্ত সিসা! সুপ্রিম কোর্টে মেনে নিল নেসলে

Image
বিপদ এখনও কাটেনি! 'শুদ্ধিকরণ'-এর পরে নির্ভয়ে যে Maggi খাচ্ছেন, তাতেও রয়েছে বিষাক্ত সিসা! সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এ কথাই স্বীকার করে নিল নেসলে। নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে ন্যাশনাল কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশনে (NCDRC) সরকারি মামলা বৃহস্পতিবার ফের তোলা হল শীর্ষ আদালতে। অনৈতিক ব্যবসা, ভুল লেবেলিং ও ভুল পথে চালিত করা বিজ্ঞাপনের অভিযোগে এই মামলায় নেসলের থেকে ৬৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কোম্পানির আইনজীবী স্বীকার করে নেন ২ মিনিটের জনপ্রিয় ন্যুডলসে সিসা রয়েছে। নেসলের আইনজীবীকে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশ্ন করেন, কেন তিনি সিসাযুক্ত ন্যুডলস খাবেন? জবাবে আইনজীবী বলেন, সিসা থাকে পারমিসিবল লিমিটের মধ্যে। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃ্ত্বাধীন বেঞ্চ জানায়, মাইসুরুর সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে ম্যাগির নমুনা পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে শুনানি চলবে। ২০১৫ সালে NCDRC-তে নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল ক্রেতাসুরক্ষা মন্ত্রক। ম্যাগি ন্যুডল স্বাস্থ্যকর বলে দাবি করে নেসলে ক্রেতাদের ভুলপথে চালিত করেছ

নতুন বছরে প্রায় ৭০০০০ শিশু জন্মাল শুধু ভারতে

Image
২০১৯–এর প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি সারা পৃথিবীতে কমপক্ষে ৩৯৫০৭২টি শিশু জন্মেছে। তারমধ্যে উত্তরপ্রদেশে ১৬০০০ শিশু সহ সারা ভারতেই জন্মেছে ৬৯৯৪৪টি শিশু। যা মোট সদ্যোজাতর সংখ্যার ১৮ শতাংশ। ইউনিসেফ সূত্রে এখবর পাওয়া গিয়েছে। চিকিৎসকরা জানালেন, নতুন বছরের প্রথম দিনে সন্তানের জন্ম দিতে উৎসুক থাকেন মায়েরা। তাই সেভাবেই প্রসবের সময় নির্ধারণ করা হয়েছিল।  ভারত ছাড়া নতুন বছরের প্রথম দিন আরও ছয়টি দেশে শিশু জন্মেছে। তার মধ্যে রয়েছে চীন। সেখানে জন্মেছে ৪৪৯৪০টি শিশু। নাইজেরিয়ায় জন্মেছে ২৫৬৮৫টি শিশু। ২০১৯–এর প্রথম দিনে ভারত সদ্যোজাতদের তালিকায় শীর্ষে থাকলেও তার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে জন্মেছে ১৫১১২টি শিশু। এছাড়া ইন্দোনেশিয়ায় জন্মেছে ১৩২৫৬টি শিশু, আমেরিকায় জন্মেছে ১১০৮৬টি শিশু, ডেমোক্র‌্যাটিক রিপাবলিক অফ কঙ্গোয় জন্মেছে ১০০৫৩টি শিশু এবং ভারতের আরেক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে জন্মেছে ৮৪২৮টি শিশু। শহর হিসেবে সংখ্যা নির্ধারণ করা হলে সবার আগে আসছে বেজিং। সেখানে জন্মেছে ৬০৫টি শিশু। তারপরই নিউ ইয়র্কে জন্মেছে ৩১৭টি শিশু। টোকিওয় জন্মেছে ৩১০টি শিশু, সিডনিতে জন্মেছে ১৬৮টি শিশু এবং মাদ্রিদে জন্মেছে ১৬৬টি শিশু।

৯/১১ হামলা সংক্রান্ত গোপন নথি চুরি! মোটা টাকা দাবি হ্যাকারদের

Image
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার সেই মুহূর্ত। চুরি গেল ৯/১১ হামলা সংক্রান্ত গোপন নথিপত্র। একাধিক বিমা ও আইনি সংস্থার সাইট থেকে সেগুলি চুরি করেছে হ্যাকাররা। মোট ১৮ হাজার গোপন নথি হাতিয়ে নিয়েছে  তারা। মোটা টাকা না পেলে সব প্রকাশ করে দেবে বলে হুমকি দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। একজন হ্যাকারই গোটা ঘটনা ঘটিয়েছে, নাকি তাতে যুক্ত রয়েছে অনেকে, তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। কারণ বর্ষবরণের রাতে হুমকি আসে 'দ্য ডার্ক ওভারলর্ড'নামের একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে। চুরি করা তথ্য ও নথি শেয়ারের ওয়েবসাইট পেস্টবিনে ১৮ হাজার নথি চুরির কথা ঘোষণা করে তারা। তাতে 'হিসকক্স', 'লয়েডস অফ লন্ডন'-এর মতো বেশ কিছু বিমা সংস্থা এবং আইনি সংস্থা 'হাস্ক ব্ল্যাকওয়েল'-এর নাম উল্লেখ করে। নিউ ইয়র্কের রিয়েল এস্টেট সংস্থা 'সিলভারস্টাইন প্রপার্টিজ', ২০০১ সালে হামলার আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মালিকানা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের হাতে ছিল, তাদের কাছ থেকেউ গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নিয়েছে বলে দাবি করে 'দ্য ডার্ক ওভারলর্ড।'তারা

ধর্মঘটের দিনই পড়ছে JEE Main পরীক্ষা, পিছানোর আবেদন CITU-র

Image
কলকাতা : ধর্মঘটের জন্য দু'দিন পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানাল শ্রমিক সংগঠন। প্রায় তিন মাস আগেই দু'দিন ধর্মঘটের ডাক দিয়েছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক ও কর্মী সংগঠন। ধর্মঘটের দিন পরীক্ষা পড়ায় সরব হয়েছেন বাম ট্রেড ইউনিয়নের নেতারা। পরীক্ষার সূচি বদলের দাবি জানিয়ে তাঁরা রাজ‍্য ও কেন্দ্রীয় সরকারসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠাচ্ছেন বলে গতকাল জানান CITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহু। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ আগামী ৮ ও ৯ জানুয়ারি ৪৮ ঘণ্টা সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এই সময় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পড়বে বলেই মনে করছেন ধর্মঘটকারীরা। কারণ, ৬ থেকে ২০ জানুয়ারি নির্ধারিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার তারিখ। দেশজুড়ে চলবে এই পরীক্ষা। এছাড়াও শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের দু'দিন বেশ কয়েকটি স্কুল, কলেজের পরীক্ষা সূচিও পড়বে বলে খবর পেয়েছেন তাঁরা। পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে বাম শ্রমিক সংগঠনের তরফ থেকে রাজ‍্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্কুল ও কলেজের পরীক্ষা সূচি পিছিয়ে দেওয়ার আবেদন করা

অবিলম্বে দাড়িভিট হাইস্কুলে স্বাভাবিক অবস্থা ফেরানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের

Image
কলকাতা : অবিলম্বে দাড়িভিট হাইস্কুলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্কুলে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর জন্য ইসলামপুরের SDO মণীশ মিশ্রকে- জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, SP সুমিত কুমার ও ইসলামপুর থানার IC রাজেন ছেত্রীর সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দেন বিচারপতি শেখর ববি শরাফ। অস্বাভাবিক পরিস্থিতির ফলে ফের পঠনপাঠন বিঘ্নিত না হয়, সেজন্য স্কুলের চারপাশে পুলিশ পিকেট বসানোর নির্দেশ দেয় আদালত। ২০ সেপ্টেম্বর দুই ছাত্রের মৃত্যুর পর থেকে বন্ধ ছিল দাড়িভিট হাইস্কুল। পরে ১০ নভেম্বর স্কুল খুললেও ৬ ডিসেম্বর ফের বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে স্কুলে স্বাভাবিক পঠনপাঠনের দাবিতে মামলা দায়ের করেন অভিভাবকরা। মামলাকারীদের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "ইসলামপুরের দাড়িভিট স্কুলে আন্দোলনের নামে যা চলছিল তাতে ছেলেমেয়েদেরই পড়াশোনা নষ্ট হয়েছে। ১০ নভেম্বর খুললেও ৬ ডিসেম্বর স্কুল বন্ধ হয়ে যায়। অপরদিকে, আজ (৩ জানুয়ারি) থেকে মঙ্গলবার (৮ জানুয়ারি) পর্যন্ত স্কুলগুলিতে ভরতি প্রক্রিয়া চলবে। এই পরিস্থিতিতে দাড়িভিট হাইস্কুলে যাতে স্বাভাবিক পঠনপাঠন ফিরে আসে, সেই দাবিতে গতকাল শান্তি বিশ্বাসসহ ৫৪

অক্টোবরেরই ভারতের অস্ত্রভান্ডারে আসছে S-400

Image
নয়াদিল্লি:  অবশেষে ভারতের অস্ত্রভান্ডারে আসছে সর্বাধুনিক এয়ার ডিফেন্স মিসাইল S-400। আগামী বছরেই ভারতের অস্ত্র ভান্ডারে আসছে এই মিসাইল। সবকিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২০ সালের অক্টোবরের মধ্যে রাশিয়ার সবথেকে আধুনিক এই মিসাইল সিস্টেম চলে আসবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ ব্রহ্ম। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে একটি ২০২০ সালে চলে আসলেও ২০২৩ সাল পর্যন্ত ধীরে ধীরে রাশিয়ার কাছ থেকে নেওয়া সবকটি S-400 ভারতের অস্ত্রভান্ডারে যুক্ত হবে। গত বছর আমেরিকার হুমকি উড়িয়ে রশিয়ার সঙ্গে S-400 মিসাইল সিস্টেম কেনা নিয়ে চুক্তি করে। ইতিমধ্যে ভারতের প্রতিবেশী অর্থাৎ চিনকে এস-৪০০ মিসাইলের প্রথম চালান দিয়েছে। শোনা যাচ্ছে ভারত সীমান্তে তা মোতায়েন করতে পারে লালচিন। ফলে বড়সড় সুরক্ষার মুখে ভারতের নিরাপত্তা। তাই দ্রুত এই বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি হয় ভারতের। প্রায় ৪০ হাজার কোটি টাকার চুক্তি হয় সে দেশের সঙ্গে। এস-৪০০ 'ট্রায়াম্ফ' ক্ষেপণাস্ত্ররোধী ব্যবস্থাটি ৪০০ কিলোমিটার এলাকা জুড়ে অন্তত ৩০০টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে সক্ষম৷ একইসঙ্গে তিন ডজন লক্ষ্যবস্তুকে ধ্বংসও করতে পারবে৷ অ

মেঘালয়ে খনিতে আটকে ১৫ শ্রমিক! হতাশ সুপ্রিম কোর্ট দিল চূড়ান্ত বার্তা

Image
তিন সপ্তাহ ধরে মেঘালয়ের খনিতে আটকে রয়েছেন ১৫ জন শ্রমিক। ৩৭০ ফুট গভীর অবৈধ এই খনিতে আচমকা পাশের নদীর জল ঢুকে পড়ে এতজন আটকে পড়েন। তারপর থেকে তাঁদের খোঁজ নেই। এরপরে প্রশাসনের গড়িমসিতে কেটে যায় দুই সপ্তাহ। গত এক সপ্তাহ ধরে জোরকদমে উদ্ধারকার্যে নামা হলেও এখনও একজনের খোঁজও পাওয়া যায়নি। সুপ্রিম কোর্ট এই ঘটনায় চূড়ান্ত হতাশা প্রকাশ করেছে। কেন এতটা উদাসীন মনোভাব দেখাল প্রশাসন সেই প্রশ্নও ছুঁড়ে দিয়েছে। সঙ্গে স্পষ্ট নির্দেশ দিয়েছে, শ্রমিকরা কী অবস্থায় রয়েছে তা বিবেচ্য নয়। জীবিত অথবা মৃত তাদের উদ্ধার করতে হবে। ঈশ্বরের কাছে প্রাথর্না করি, তাঁরা যেন বেঁচে থাকেন। বলেছেন শীর্ষ আদালতের বিচারপতি। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের অবৈধ এই খনিতে গত ১৩ ডিসেম্বর শ্রমিকরা কাজ করতে গিয়ে আটকে পড়েন। তারপর থেকে তাদের কোনও খোঁজ নেই। প্রশাসন ৭২জন এনডিআরএফ কর্মী, ১৪ জন নৌসেনা আধিকারিক, কোল ইন্ডিয়ার কর্মীদের নিয়ে উদ্ধারে নেমেছে। তবে তাতেও কাজের কাজ কিছু হয়নি। এখন দেখার সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরে কী হয়।

সম্মতির পর সহবাস মানেই ধর্ষণ নয়, রায় দিল সুপ্রিম কোর্ট

Image
সম্মতির পর সহবাস করা মানেই তাকে ধর্ষণ বলা যেতে পারে না। লিভ ইন পার্টনারের সম্মতিতে সহবাস করার পর বিয়ে না করলে তাঁর ওপরে ধর্ষণের অভিযোগ দায়ের করা যায় না। সুপ্রিম কোর্টের দুই সদস্যের বিচারপতির বেঞ্চ এমনই রায় দিল। বিচারপতি একে সিকরি ও বিচারপতি এস আবদুল নাজিরের বেঞ্চ বলেছে, দুজন প্রাপ্তবয়স্ক একসঙ্গে থাকলে, ভবিষ্যতে বিয়ে করতে পারেন এমন ভাবনা মাথায় রেখে একে অপরের সম্মতির পর সহবাস করলে, পরবর্তী পরিস্থিতিতে ছেলেটি বিয়ে করতে না পারলে তাকে ধর্ষণ বলা যাবে না। আদালত বলেছে, এই ধরনের ঘটনাকে প্রতিশ্রুতি ভঙ্গ বলা যেতে পারে, মিথ্যা প্রতিশ্রুতি নয়। ধর্ষণ ও সম্মতিতে সহবাসের মধ্যে স্পষ্ট বিভেদ রয়েছে। এক্ষেত্রে আদালতকে বিচার করতে হবে ছেলেটি সত্যিই মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিল নাকি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিজের যৌনাকাঙ্খা পূর্ণ করেছে। মহারাষ্ট্রের এক চিকিৎসকের বিরুদ্ধে নার্স ধর্ষণের অভিযোগ আনেন। বলেন, দুজনে লিভ ইন করতেন। সহবাস করেন সম্মতিতে। কারণ চিকিৎসক বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরে অন্য মহিলাকে বিয়ে করে নেন। এই মামলায় চিকিৎসকের বিরুদ্ধে ফৌজদারী বিচার রদ করে দিয়েছে আদালত।

স্বামীর সঙ্গে বান্ধবীর প্রেম, বিচ্ছেদ, আর্থিক অনটন-গড়ফায় ৩ জনের আত্মহত্যার চেষ্টায় নয়া তথ্য

Image
আর্থিক অনটন সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চরম মানসিক অবসাদ... গড়ফায় একই পরিবারের তিন জনের আত্মহত্যার চেষ্টার নেপথ্যে উঠে আসছে এই তথ্য। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বৃদ্ধা বাসন্তী বন্দ্যোপাধ্যায়ের। মেয়ে অনিন্দিতা পাল ও নাতি ঋষভ। অনিন্দিতার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। পুলিসের কাছে বয়ান দিয়েছেন অনিন্দিতা।  বৃহস্পতিবার সকালে হাসপাতালের বেডে শুয়েই ভাঙা গলায় পুলিসকে জানিয়েছেন, "কেন বাঁচালেন আমায় বলুন তো? আমি বাঁচতে চাই না। আর পারছি না..." আসলে  সম্পর্কের টানাপোড়েন তো ছিল, তার উপর বিশেষভাবে সক্ষম ছেলের চিকিত্সায় আর্থিক অনটন-সবেতে নাজেহাল হয়ে পড়েছিলেন অনিন্দিতা। কয়েক বছর আগে রাজীব মিত্রের সঙ্গে বিয়ে হয় অনিন্দিতার। বাপেরবাড়ির ফ্ল্যাটের সামনেই একটি ফ্ল্যাটে থাকতেন তাঁরা। কিন্তু বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না বলে জানান প্রতিবেশীরা। প্রায়শই তাঁদের মধ্যে অশান্তি হত। এরপর তাঁদের ছেলে ঋষভের  জন্ম হয়। কিন্তু এরই মধ্যে অনিন্দিতার এক বান্ধবীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে রাজীবের। অনিন্দিতা বিবাহ বিচ্ছেদের মামলা করেন। তাতে হেরে যান তিনি। এরপর ছেলেকে নিয়ে বাপেরবাড়ির ফ্ল্যাটে চলে যান। সে

পুরী থেকে মোদীর ভোটে দাঁড়ানো প্রায় নিশ্চিত, জল্পনা বাড়ালেন বিজেপি বিধায়ক

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথা থেকে ভোটে লড়বেন? তাঁর বর্তমান কেন্দ্র বারাণসী, নাকি অন্য কোথাও! সেই প্রশ্নের উত্তরই জানতে চান বিজেপির সাধারণ নেতা-কর্মীরা। তা অনেকটাই স্পষ্ট করে দিলেন বিজেপির এক বিধায়ক। তিনি জানিয়েদিলেন, ওড়িশার পুরী থেকেই ভোটে লড়বেন নরেন্দ্র মোদী। অন্তত ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন প্রদীপ পুরোহিত নামে ওই বিধায়ক। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী লড়াই করেছিলেন দু'টি কেন্দ্র থেকে। একটি কেন্দ্র ছিল, তাঁর নিজের রাজ্য গুজরাটের বরোদা। আর দ্বিতীয়টি ছিল উত্তরপ্রদেশের বারাণসী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, বারাণসীতে মোদীর প্রার্থী হওয়া উত্তরপ্রদেশের ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। মোদী হাওয়া আরও জোরদার হয়েছিল ওই রাজ্যে। মায়া-মুলায়মদের অপ্রাসঙ্গিক করে অধিকাংশ আসন জিতেছিল বিজেপি। সেই কারণেই গত বছর খানেক ধরে দেশের বিভিন্ন অংশ থেকে বিজেপি নেতা-কর্মীদের মধ্য থেকে মোদীকে একাধিক কেন্দ্রে প্রার্থী হওয়ার অনুরোধ করা হচ্ছে। কখনও সেই দাবি উঠছে, তো কখনও দাবি তুলছে ওড়িশা। কয়েকমাস আগে ওড়িশায় বিজেপির সভাপতি জানিয়েছিলেন, তাঁরা নরেন্দ্র মোদীকে পুরী থেকে প্রার্থী হওয়ার জন

সিডনিতে পূজারা নট আউট ১৩০, দিনের শেষে চার উইকেটে ভারত ৩০৩

Image
সেঞ্চুরির পর পূজারা। মেলবোর্নে বৃহস্পতিবার। বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টের প্রথম দিনে চেতেশ্বর পূজারার ব্যাটে চালকের আসনে ভারত। অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি। সিডনি টেস্টেও যা করলেন। যা নির্ভরতা দিল ভারতীয় ইনিংসকে। পূজারার কেরিয়ারের ১৮তম টেস্ট সেঞ্চুরি এল মিচেল স্টার্ককে ফাইন-লেগ বাউন্ডারিতে পাঠিয়ে। যা ছিল তাঁর ১৩তম চার। দিনের শেষে চার উইকেটে ৩০৩ রান তুলেছে ভারত। পূজারার (১৩০) সঙ্গী হনুমা বিহারী (৩৯)। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে দু'জনে ৭৫ রান যোগ করে ফেলেছেন। যা অবস্থা, তাতে প্রথম ইনিংসে বড় রানের লক্ষ্যেই এগোচ্ছে টিম ইন্ডিয়া। চায়ের বিরতিতে দুই উইকেট হারিয়ে উঠেছিল ১৭৭ রান। ক্রিজে চেতেশ্বর পূজারাকে যথারীতি জমাট দেখাচ্ছিল। তিনি করে ফেলেছিলেন ৬১। সঙ্গে ছিলেন অধিনায়ক বিরাট কোহালি (২৩)। কিন্তু চায়ের বিরতির ঠিক পরেই ফিরলেন কোহালি। জশ হেজেলউডের বলে ফ্লিক করতে গিয়ে ক্যাচ দিলেন অজি অধিনায়ক ও উইকেটকিপার টিম পেনকে। তৃতীয় উইকেটে কোহালি-পূজারা যোগ করেছিলেন ৫৪ রান। এর পর তৃতীয় উইকেটে অজিঙ্ক রাহানের সঙ্গে ৪৮ রান যোগ করেন পূজারা। মিচেল স্টার্কের ঠুকে দেওয়া ডেলিভারিতে খোঁচা দ

প্রয়াত সাহিত্যিক দিব্যেন্দু পালিত

Image
প্রয়াত সাহিত্যিক দিব্যেন্দু পালিত। প্রয়াত হলেন সাহিত্যিক দিব্যেন্দু পালিত। বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বুধবার শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে সেখানেই মারা যান তিনি। ১৯৩৯-এর ৫ মার্চ বিহারের ভাগলপুরে জন্ম। প্রাথমিক থেকে স্কুল-কলেজের পাঠ সবই সেখানে। স্কুলজীবনের শেষ দিক থেকেই লেখালেখির শুরু। ১৯৫৮-য় বাবা বগলাচরণের মৃত্যু। তার পর আক্ষরিক অর্থেই ভাগ্যান্বেষণে কলকাতায় চলে এসেছিলেন স্নাতক পরীক্ষায় সদ্য উত্তীর্ণ দিব্যেন্দু। কলকাতায় আসার পর অভাব যেন আরও জেঁকে বসল তাঁর জীবনে। হাতে পয়সাকড়ি প্রায় কিছুই নেই। নিজের পাশাপাশি মা-ভাইবোনদের জন্য ভাবনা। ঘনিষ্ঠ জনদের কাছে পরে দিব্যেন্দু পালিত সে সব দিনের গল্প বলেওছেন। শিয়ালদহ স্টেশনে রাতের পর রাত না খেয়ে কাটিয়েছেন। কিন্তু, লেখালেখি ছাড়েননি। এরই মধ্যে ভর্তি হলেন বিশ্ববিদ্যালয়ে। তুলনামূলক সাহিত্য নিয়ে এমএ পাশ করলেন। সেটা ১৯৬১ সাল। কর্মজীবনের শুরুও ওই বছর। অধুনালুপ্ত ইংরেজি দৈনিক হিন্দুস্থান স্ট্যান্ডার্ড-এ সাব-এডিটর হিসেবে। বছর চারেকের মধ্যেই চলে গেলেন বিপণ

খড়দহে মহিলাকে গণধর্ষণ, দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ

Image
বারাকপুর: উত্তর ২৪ পরগনার খড়দহ থানা এলাকার পাতুলিয়ায় বিজেপি কর্মীর স্ত্রীকে গণ ধর্ষনের অভিযোগ উঠল৷ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল ওই এলাকায়। বুধবার রাতে ওই গণধর্ষনের ঘটনাটি ঘটে বলে অভিযোগ। রাতেই এই ঘটনার অভিযোগ দায়ের হয়েছে খড়দহ থানায়। নির্যাতিতা মহিলার স্বামী পাতুলিয়ার ওই বিজেপি কর্মী জানান, 'বুধবার সন্ধ্যায় একমাত্র ছেলেকে টিউশনে পড়াতে দিয়ে ফেরার পথে পাতুলিয়া শিব মন্দিরের কাছেই রাস্তায় অন্ধকারে মুখ ঢাকা অবস্থায় চারজন দাঁড়িয়ে ছিল। তাদের মধ্যে একজন মুখ চেপে ধরে এলাকার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়৷ সেখানে নারকীয় অত্যাচার চলে আমার স্ত্রীর ওপর৷ বাড়ি ফিরতে দেরি দেখে খোঁজখবর শুরু করি। ঘটনার আকস্মিকতায় স্ত্রী প্রথমে সংজ্ঞা হারান। পরে ওই এলাকারই অন্য এক প্রতিবেশী তাকে উদ্ধার করে আমাকে খবর দিলে আমি গিয়ে স্ত্রীকে নিয়ে এসে পানিহাটি হাসপাতালে ভরতি করি। যারা এই অত্যাচার চালিয়েছে তাদের প্রত্যেকেরই মুখ ঢাকা থাকায় ওদের চেনা যায়নি। পুলিশকে গোটা ঘটনার কথা জানিয়েছি। অভিযুক্তদের কঠোর শাস্তি চাই।' এদিকে এই ঘটনার খবর পেয়ে বুধবার রাতেই পাতুলিয়ার ওই বিজেপি কর্মীর স্ত্রীকে দেখতে পানিহাটি স

স্বাধীনতার ৭০ বছর পরেও রাজ্যে রাজ্যে বাঙালি উদ্বাস্তু! সংখ্যাটা জানলে চমকে যাবেন

Image
স্বাধীনতার ৭০ বছর পরেও বাঙালি উদ্বাস্তু। সংখ্যাটা প্রায় দেড় কোটি। হ্যাঁ, সমীক্ষায় এমনউ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেশের বিভিন্ন অংশে এঁরা এখনও বাসস্থান খুঁজে চলেছেন। যেসব রাজ্যে বাঙালি উদ্বাস্তুরা রয়েছেন, সেইসব রাজ্যগুলি হল, ওড়িশা, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, অসম, বিহার এবং আন্দামান। সম্প্রতি নিখিল ভারত বেঙ্গলি উদ্বাস্তু সমন্বয় সমিতি বাঙালি উদ্বাস্তুদের নিয়ে এই তথ্য প্রকাশ করেছে। এনআরসির জেরে আরও বহু মানুষ তাঁদের নাগরিকত্ব খোয়াতে চলেছেন। প্রকাশিত তথ্য় অনুযায়ী কর্নাটকে বসবাস করেন প্রায় ৩৫ হাজার বাঙালি উদ্বাস্তু।  ছত্তিসগড়ের বস্তারে রয়েছেন প্রায় ১ লক্ষ বাঙালি উদ্বাস্তু। নিখিল ভারত বেঙ্গলি উদ্বাস্তু সমন্বয় সমিতির সভাপতি সুবোধ বিশ্বাস সংবাদ মাধ্যমকে বলেছেন, স্বাধীনতার ৭০ বছর পরেও প্রায় দেড় কোটি বাঙালি উদ্বাস্তু, এটা মোটেও, সুখের খবর নয়। এর সঙ্গে তিনি নভেম্বরের শুরুতে অসমের তিনসুকিয়ায় ৫ বাঙালির হত্যার কথাও উল্লেখ করেছেন। যাঁরা উদ্বাস্তু বলে জানিয়েছেন সুবোধ বিশ্বাস। সুবোধ বিশ্বাসের মতে, মূল ধারার বাসিন্দা, অর্থাৎ যাঁরা পশ্চিমবঙ্গে স্থায়ী

প্রশ্নমালা তৈরি, রাফালে নিয়ে মোদীর সঙ্গে ২০ মিনিটের বিতর্ক চান রাহুল! শিশুরও অধম, কটাক্ষ জেটলির

Image
রাফালে নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিতর্ক চান রাহুল গান্ধী। এর জন্য ২০ মিনিট সময় চেয়েছেন। অনেকটা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় বিতর্কের মতো। রাফালে নিয়ে সংসদে দলের তরফে নিজের বক্তব্য পেশ করার পর সাংবাদিক সম্মেলনে অরুণ জেটলিকে আক্রমণ করেন রাহুল। রাহুল গান্ধীর অভিযোগ, পরের পর মিথ্যা বলা জেটলির অভ্যাস। সংসদে রাফালে নিয়ে সরকারকে রক্ষা করতে গিয়ে জেটলি যা বলেছেন তা একেবারেই ফাঁকা। রাফালে নিয়ে তদন্তে সংসদের যুগ্ন সংসদীয় কমিটি গঠনের দাবি ফের করেছেন তিনি। জেপিসি যে হবেই, সেবিষয়ে নিশ্চিত রাহুল। এবং যে দুটি নাম  সেখানে উঠে আসবে তাও বলেছেন রাহুল। তাঁরা হলেন অনিল আম্বানি এবং প্রধানমন্ত্রী মোদী। রাফালে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্কে ২০ মিনিট সময় চেয়েছেন রাহুল। বিতর্কে যেসব প্রশ্ন তিনি তুলতে চান তাও জানিয়েছেন রাহুল। এইসব প্রশ্ন তিনি আগেও করেছেন। ১) সেনাবাহিনীর তরফে রাফালে নিয়ে নতুন চুক্তিতে কোনও বিরোধতা করা হয়েছিল কিনা ২) প্রধানমন্ত্রীকে কোনও ভাবে নাক না গলানোর জন্য বলা হয়েছিল কিনা ৩) বিমানের মূল্য ৫৬০ কোটির বদলে ১৬০০ কোটি টাকা করার সিদ্ধান্ত কার ৪) ইউপিএ আমলে সিদ্ধান্ত হয়েছিল ১

হাসপাতালে আউটডোর পরিষেবা চান? প্রয়োজন পড়বে এগুলির

Image
সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেতে হলে এবার থেকে প্রয়োজন পড়বে ডিজিটাল রেশন কার্ড অথবা মোবাইল ফোন নম্বর। কারণ, রোগীর জন্য দেওয়া হবে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। ভিড়ের কারণে চিকিৎসা শুরু হতে যাতে সময় বেশি নষ্ট না হয়, তার জন্যই ১৫ জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু হচ্ছে। সরকারি নির্দেশে জানানো হয়েছে, রাজ্যের জেলা সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির আউটডোরে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। যদিও রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেছেন, "আউটডোরের লাইনে ভিড় এড়াতে আপাতত মেডিকেল কলেজগুলিতে এই ব্যবস্থা চালু হচ্ছে। জেলা সদর হাসপাতালগুলিতে পরে হবে।" বিভিন্ন হাসপাতালে বিশেষ করে জেলা সদর এবং মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে বেড়ে চলেছে রোগীর ভিড়। আউটডোরে চিকিৎসা পরিষেবা পেতে দু'টাকার টিকিট করাতে হয়। টিকিট করানোর সময় রোগীর নাম, বয়স, ঠিকানা ইত্যাদি তথ্য জানিয়ে রেজিস্ট্রেশন করাতে হয়। রোগীর ভিড় বেড়ে যাওয়ায় রেজিস্ট্রেশন করাতে সময় বেশি লেগে যায়। এই সমস্যা থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই এবার থেকে ডিজিটাল রেশন কার্ড অথবা মোবাইল ফোন নম্বর ব্যবহারের নির্দেশ

গোপালকৃষ্ণ গান্ধিকে D.Litt দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়

Image
কলকাতা : রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধিকে ৭ জানুয়ারি সাম্মানিক D.Litt দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। পাশাপাশি সাম্মানিক D.Sc দেওয়া হবে ডা: সুকুমার মুখার্জি ও ডা: দিলীপ মহালনবিশকে। গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সেনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৭ জানুয়ারি নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। এই সমাবর্তন অনুষ্ঠানে D.Litt-এ ভূষিত হবেন গোপালকৃষ্ণ গান্ধি। ওই একই দিনে D.Sc সম্মানে ভূষিত হচ্ছেন দিলীপ মহালনবীশ ও সুকুমার মুখার্জি। এই সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ ছাড়া, সমাবর্তনে ৪৯৮ জনকে Ph.D, ২৩৬ জনকে M.Phill ও ১১৩ জনকে L.L.M ডিগ্রি দেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পাঁচজন অধ্যাপককে এমিনেন্ট টিচার অ্যাওয়ার্ড দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের তরফে। অ্যাওয়ার্ড প্রাপকদের বিষয়ে উপাচার্য সোনালি চক্রবর্তী ব্যানার্জি বলেন, "তাঁরা আমাদেরই প্রাক্তন অধ্যাপক। কলকাতা বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করেছেন।" সমাবর্তন মঞ্চে আরো তিনটি স্পেশাল মেডেল দিয়ে তিনজন অধ্যাপককে সম্মানিত করবে কলকাতা বিশ্বব

সিডনি টেস্টে টসে জিতে ব্যাট করছে ভারত

Image
সিডনি: তিন ম্যাচের পর চার টেস্টের সিরিজ ভারতের অনুকূলে ঝুঁকে রয়েছে ২-১ ব্যবধানে৷ সিডনির চতুর্থ তথা শেষ টেস্ট এক্ষেত্রে অস্ট্রেলিয়ার কাছে ঐতিহাসিক সিরিজ হার বাঁচানোর মঞ্চ হিসাবে বিবেচিত হচ্ছে৷ নূন্যতম ড্র করতে পারলে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটি থেকে প্রথমবার টেস্ট সিরিজ জিতে দেশে ফিরবে৷ সুতরাং ভারতের কাছে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে সিডনি টেস্টে৷ এই অবস্থায় এসসিজি'তে আরও একবার টস ভাগ্য সঙ্গ দেয় বিরাট কোহলির এবং প্রত্যাশামতো টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত৷ সিডনির পিচ বরাবর স্পিনারদের অল্পবিস্তর সাহায্য করে থাকে৷ অন্তত অস্ট্রেলিয়ার মাটিতে যে ক'টি পিচে বল করার জন্য স্পিনারা মুখিয়ে থাকে, সিডনি সেগুলির মধ্যে অন্যতম৷ এবার অবশ্য সিডনির বাইশগজে ঘাস রয়েছে পর্যাপ্ত পরিমাণে৷ প্রথম দিন পিচে আদ্রতাও থাকবে যথেষ্ট৷ আকাশও মেঘাচ্ছন্ন৷ সুতরাং পেসাররা প্রথম দিনে আগুন ঝরাতে পারে৷ তবে এই পিচে শেষ দু'দিন বল ঘুরবে নিশ্চিত৷ তাই বেশিরভাগ অধিনায়কই এখানে টসে জিতে প্রথমে ব্যাট করে নিতে চাইবেন৷ কোহলিও উলটো পথে হাঁটতে রাজি হননি৷ স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে ভেবেই ভ

প্রত্যন্ত এলাকায় কেবেল টিভি নেটওয়ার্কের মাধ্যমে ব্রডব্যান্ড পাঠাতে চায় কেন্দ্র

Image
সারা দেশে হাই স্পিড ব্রডব্যান্ড কানেকশান পৌঁছে দেওয়া লক্ষ্য সরকারের। সেই পথে আরও এক ধাপ এগিয়ে এবার প্রত্যন্ত এলাগাই হাই স্পিড ব্রডব্যান্ড কানেকশান পৌঁছে দিতে নতুন প্রয়াসে সামিল হল তথ্য এবং সম্প্রচার রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। নতুন উপায়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে কেবেল টিভি নেটওয়ার্কের মাধ্যমে হাই স্পিড ব্রডব্যান্ড পৌঁছে যাবে। তথ্য এবং সম্প্রচার মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সারা ভারতে ১৯ কোটি বাড়িতে টিভি রয়েছে। এর মধ্যে ১০ কোটি বাড়িতে কেবেল টিভি সাবস্ক্রিপশান রয়েছে। গ্রাহক নতুন সেট টপ বক্স নিলে কেবেল টিভির সাথে ব্রডব্যান্ড কানেকশান ব্যবহার করতে পারবেন। তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে কেবেল টিভির সাথে ব্রডব্যান্ড পাঠাতে সার্ভিস প্রোভাইডারগুলিদের সব ধরনের সাহায্য করা হবে। এখন কেবেল অপারেটাররা সারা বছরে লাভের ৮ শতাংশ তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সাথে ভাগ করে নেয়। তবে ব্রডব্যান্ড কানেকশান আসার পরে কেবেল অপারেটাররা শুধুমাত্র ব্রডব্যান্ড কানেকশানের লভ্যাংশ ভাগ করবে কী না জানায়নি মন্ত্রক। এই বিষয়ে ডিসেম্বরে সার্ভিস প্রোভাইডারদের সাথে মিলিত হয়েছিল ট্রাই ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রক

শুধু শচীনের ‘ঈশ্বর’ ছিলেন না, ভারতীয় ক্রিকেটের ‘দ্রোনাচার্য’ হয়ে উঠেছিলেন আচরেকর

Image
তিনি শিক্ষক। এমন ছাত্র তৈরি করেছিলেন, যাঁর পরিচয়ে বিশ্বের দরবারে তিনি আজ সমাদৃত। সেই ক্রিকেটের 'দ্রোনাচার্য' রমাকান্ত আচরেকর আর নেই। মাস্টারের প্রয়াণে ফের একবার অভিভাবকহীন হলেন মাস্টার ব্লাস্টার। আজও ক্রিকেট অনুরাগীদের চোখে ভাসে শচীন তেন্ডুলকরের বিদায়ী ম্যাচে হুইলচেয়ারে বসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীনের মাথায় হাত রেখে আশীর্বাদের সেই দৃশ্য। শচীনের 'স্যর'কে ভুলবে না ভারতীয় ক্রিকেট। ক্রিকেটের 'ঈশ্বরে'র গুরু বলে কথা। শুধু শচীন, কত বড় বড় তারকা ব্যাটসম্যান তৈরির কারিগর ছিলেন তিনি। ভারতীয় ক্রিকেটকে নেপথ্যে থেকে সারাজীবন সেবা করে গিয়েছেন। তাই তো একটা শচীন তেন্ডুলকর পেয়েছে ক্রিকেট। দ্রোনাচার্যকে ছাড়া যেমন অর্জুনকে পাওয়া যেত না, তেমনই রমাকান্ত আচরেকরকে ছাড়া পাওয়া যেত না শচীনকেও। স্যরের শেষ দিন পর্যন্ত প্রতিটি পদক্ষেপে তা বুঝিয়ে গিয়েছেন স্বয়ং ক্রিকেট-'ঈশ্বর'। এই গুরুই না সবার প্রথম দেখেছিলেন ভবিষ্যতের তারকাকে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর দিনে সেরা ছাত্রকে দিয়েছিলেন ভালো খেলার স্বীকৃতি। আট বছর বয়সে দাদা অজিত তেন্ডুলকরের হাত ধরে শিবাজি পার্কে আচরেকরের কোচি

লিভ ইনে সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়, জানাল সুপ্রিম কোর্ট

Image
লিভ ইন সম্পর্কে অযাচিত কারণে পুরুষ বিবাহে অক্ষম হলে, সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়। বুধবার সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।     মহারাষ্ট্রের এক চিকিত্সকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআর করেছিলেন। এফআইআর খারিজ করে বিচারপতি একে সিকরি ও এস আবদুল নাজিরের বেঞ্চের পর্যবেক্ষণ, ধর্ষণ ও সম্মতির ভিত্তিতে সেক্সের মধ্যে ফারাক রয়েছে। অভিযোগকারিণী সত্যিই কি বিয়ে করতে চেয়েছিলেন, নাকি তাঁর অন্য উদ্দেশ্য ছিল? এমনকি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত শারীরিক সম্পর্ক স্থাপন করেনি বলেও মনে করে আদালত। এফআইআর অনুযায়ী, ওই মহিলার বিবাহ বিচ্ছেদের পর চিকিত্সকের প্রেমে পড়েছিলেন ওই মহিলা। তাঁরা একসঙ্গে থাকতেও শুরু করেন। সুপ্রিম কোর্টের বেঞ্চের পর্যবেক্ষণ, এমন পরিস্থিতি থাকতে পারে, যে বিবাহ করতে অপরাগ অভিযুক্ত। ভবিষ্যতে এমন কিছু ঘটতে পারে যা তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এমনটা হয়তো ভাবেননি তিনি। এই ধরনের মামলাকে অন্য ভাবে দেখা দরকার। আদালত আরও জানায়, বেশ কয়েকদিন ধরেই একসঙ্গে থাকছিলেন তাঁরা। কিন্তু ওই মহিলা যখন জানতে পারেন, তিনি অন্য কাউকে বিয়ে করেছেন, তখনই অভিযোগ দায়ের করেন। এফআইআরে আনা অভিযোগগুলি কোনও

পোশাক ছিঁড়ে নিগ্রহ তরুণীকে, প্রহৃত সঙ্গীও

Image
সিসি ক্যামেরায় ধরা পড়েছে মারধরের ছবি। রাতের শহর কি আদৌ নিরাপদ? পার্ক স্ট্রিট, ধর্মতলায় উৎসবের রাতে জোর পুলিশি তৎপরতা থাকলেও শহরের বাকি অংশে থাকে তো? কেউ বিপদে পড়লে পাশে দাঁড়ানোর মতো মানবিকতা শহরবাসীর আছে তো? সোমবার, বর্ষবরণের রাতে বালিগঞ্জে এক তরুণীর যৌন হেনস্থা এবং তাঁর সঙ্গীদের রাস্তায় ফেলে মারধরের ঘটনা জানান দিল, শহর রয়েছে পুরনো অবস্থাতেই। বছর ছয়েক আগে পার্ক স্ট্রিটে গণধর্ষণের ঘটনার পরেও সে ভাবে কিছুই বদলায়নি। অভিযোগ, এখনও তরুণীর পোশাক ছিঁড়ে হেনস্থা করা হচ্ছে দেখেও এগিয়ে যাননি কেউই। তরুণীর সঙ্গীকে বাঁশ, লাঠি দিয়ে মেরে মাথা-নাক ফাটিয়ে দেওয়া হলেও দেখা মেলেনি পুলিশের। যদিও ঘটনাস্থল বালিগঞ্জ থানা থেকে ২০০ মিটারের মধ্যে।  পুলিশ অবশ্য জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ-পূর্ব ডিভিশন) কল্যাণ মুখোপাধ্যায় বলেন, ''কড়া ধারায় মামলা রুজু করা হয়েছে।'' সুমিত পোদ্দার, রোহিত পাসওয়ান, ইন্দ্রজিৎ হালদার ওরফে হাবলা, শান্তনু মণ্ডল ওরফে ভাগনা, সোমনাথ পাত্র ওরফে পুটলি এবং বিশ্বনাথ পাত্র ওরফে লালুকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্য

ইতিহাস! শবরীমালা মন্দিরে প্রবেশ দুই পূজারিনির, প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল কেরল

Image
আগল ভেঙে: শবরীমালা মন্দিরে কালো পোশাকে বিন্দু ও কনকদুর্গা (বাঁ দিকে)। তার পরে মন্দিরে চলছে 'শুদ্ধকরণ'-এর কাজ। বুধবার। সব বয়সি মহিলাদের জন্য সুপ্রিম কোর্ট দরজা খুলে দিয়েছিল ২৮ সেপ্টেম্বর। কিন্তু তবু বিক্ষোভ-প্রতিবাদ টপকে পঞ্চাশের  নীচের কোনও মহিলা এত দিন কেরলের শবরীমালা মন্দিরে ঢুকতে পারেননি। শেষ পর্যন্ত বুধবার কাকভোরে তৈরি হল ইতিহাস! শবরীমালা মন্দিরে প্রথম পা রাখলেন ৪২ বছরের কনকদুর্গা এবং ৪৪ বছরের বিন্দু। আর মহিলারা ঢুকে পড়ায় 'শুদ্ধ' করার জন্য তার পরে প্রায় ঘণ্টাখানেকের জন্য বন্ধ করে দেওয়া হল মন্দিরের দরজা। যে পদক্ষেপকে 'আদালত অবমাননা' বলে বর্ণনা করেছেন কেরলের মন্ত্রী ই পি জয়রাজন এবং সিপিএমের রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণন। তাঁদের বক্তব্য, 'অস্পৃশ্যতা'র কোনও আইনি মান্যতা নেই। শবরীমালায় ঢুকে পড়েছেন দুই মহিলা, এই খবর প্রকাশ্যে আসতেই গোটা কেরল জুড়ে ছড়িয়ে পড়ে প্রতিবাদ-বিক্ষোভ। শুরু হয় অবরোধ-সংঘর্ষ। মন্দিরে মহিলা প্রবেশের বিরুদ্ধে কাল, বৃহস্পতিবার গোটা কেরল জুড়ে বন্‌ধের ডাক দিয়েছে শবরীমালা কর্মসমিতি। ওই সমিতির নেত্রী কে পি শশিকলার অভিযোগ, 'ভীরুর

চাষির জন্য ১০ হাজার কোটি, বোলপুরে ঘোষণা মমতার

Image
ঘোষণার দু'দিনের মাথায় 'কৃষক বন্ধু' প্রকল্পের বিশদ ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, প্রকল্পের সামগ্রিক খরচ হবে ১০ হাজার কোটি টাকা। বুধবার বোলপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বেশির ভাগ জুড়েই ছিল কৃষক ও কৃষি-সমস্যার প্রসঙ্গ। সেখানেই প্রকল্পের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ''যা বলা হয়েছে, তার জন্যই ১০ হাজার কোটি টাকা খরচ হবে। এর বাইরে আমি আর কিচ্ছু দিতে পারব না। প্রচুর স্কিম দিয়েছি। আমাকে বিক্রি করলেও আর কিছু পাওয়া যাবে না!'' গত ৩১ ডিসেম্বর, 'কৃষক বন্ধু' প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন, ১৮ থেকে ৬০ বছরের মধ্যে কোনও কৃষকের মৃত্যু হলেই ২ লক্ষ টাকা অর্থ সাহায্য করবে সরকার। পাশাপাশি, কোনও একটি চাষের জন্য একর প্রতি দু'দফায় বছরে মোট পাঁচ হাজার টাকা দেওয়া হবে কৃষককে। মুখ্যমন্ত্রী এ দিন জানান, ইতিমধ্যেই চাষিদের খাজনা মকুব করা হয়েছে। চাষের জমি মিউটেশন করার জন্য এখন আর কোনও ফি দিতে হয় না। এ বার কৃষকের মৃত্যু হলে ১৫ দিনের মধ্যেই প্রকল্পের সুবিধা পাবে সংশ্লিষ্ট পরিবার। তিনি আরও জানান, ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা