সম্মতির পর সহবাস মানেই ধর্ষণ নয়, রায় দিল সুপ্রিম কোর্ট


সম্মতির পর সহবাস করা মানেই তাকে ধর্ষণ বলা যেতে পারে না। লিভ ইন পার্টনারের সম্মতিতে সহবাস করার পর বিয়ে না করলে তাঁর ওপরে ধর্ষণের অভিযোগ দায়ের করা যায় না। সুপ্রিম কোর্টের দুই সদস্যের বিচারপতির বেঞ্চ এমনই রায় দিল।

বিচারপতি একে সিকরি ও বিচারপতি এস আবদুল নাজিরের বেঞ্চ বলেছে, দুজন প্রাপ্তবয়স্ক একসঙ্গে থাকলে, ভবিষ্যতে বিয়ে করতে পারেন এমন ভাবনা মাথায় রেখে একে অপরের সম্মতির পর সহবাস করলে, পরবর্তী পরিস্থিতিতে ছেলেটি বিয়ে করতে না পারলে তাকে ধর্ষণ বলা যাবে না।

আদালত বলেছে, এই ধরনের ঘটনাকে প্রতিশ্রুতি ভঙ্গ বলা যেতে পারে, মিথ্যা প্রতিশ্রুতি নয়। ধর্ষণ ও সম্মতিতে সহবাসের মধ্যে স্পষ্ট বিভেদ রয়েছে। এক্ষেত্রে আদালতকে বিচার করতে হবে ছেলেটি সত্যিই মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিল নাকি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিজের যৌনাকাঙ্খা পূর্ণ করেছে।

মহারাষ্ট্রের এক চিকিৎসকের বিরুদ্ধে নার্স ধর্ষণের অভিযোগ আনেন। বলেন, দুজনে লিভ ইন করতেন। সহবাস করেন সম্মতিতে। কারণ চিকিৎসক বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরে অন্য মহিলাকে বিয়ে করে নেন। এই মামলায় চিকিৎসকের বিরুদ্ধে ফৌজদারী বিচার রদ করে দিয়েছে আদালত।