Posts

Showing posts from January 2, 2019

২৯ জানুয়ারি বাংলায় জনসভা মোদীর, প্রস্তুতি শুরু রাজ্য বিজেপিতে

Image
চলতি মাসেই জনসভা নরেন্দ্র মোদীর। পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন মঙ্গলবারই। এ বার চূড়ান্ত হয়ে গেল তাঁর পশ্চিমবঙ্গ সফরের তারিখও। ২৯ জানুয়ারি বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই ওই দিন বড়সড় জনসভা করতে চলেছে বিজেপি। কিন্তু জনসভা ব্রিগেডে হবে, নাকি রাজ্যের অন্য কোনও প্রান্তে, তা এখনও চূড়ান্ত নয় বলে বিজেপি সূত্রের খবর। বিজেপির প্রস্তাবিত গণতন্ত্র বাঁচাও যাত্রার সমাপ্তিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন নরেন্দ্র মোদী— পরিকল্পনা ছিল এমনই। কিন্তু গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি রাজ্য প্রশাসন আটকে দেওয়ায় বিজেপির ওই কর্মসূচির ভবিষ্যৎ এখন আদালতে। আদৌ যাত্রা শুরু করা যাবে কি না, গেলে কবে থেকে শুরু হবে, কবে তা শেষ হবে— কোনওটাই বিজেপি নেতাদের কাছে এখনও স্পষ্ট নয়। যে সময়ে বিজেপি গণতন্ত্র বাঁচাও যাত্রা শুরু করতে চেয়েছিল, সেই সময়ে শুরু হলে জানুয়ারির মাঝামাঝিই বিজেপির তিনটি 'রথ' রাজ্যের তিন প্রান্ত থেকে কলকাতায় পৌঁছে যেত। সে কথা মাথায় রেখেই জানুয়ারির শেষ দিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ব্রিগেড সমাবেশের পরিকল্পনা করেছিল বিজেপি। কিন্তু এখন পরিস্থিতি যে রকম, তাতে জ

স্কুলে পড়ার সময়েই বিয়ে, পণের দাবিতে শ্বশুরবাড়িতে ‘খুন’ গৃহবধূ

Image
কান্দি: গ্রামের এক যুবকের সঙ্গে প্রেম। তড়িঘড়ি নাবালিকা মেয়ের বিয়েও দিয়েছিলেন পরিবারের লোকেরা। কিন্তু পরিণতি হল মর্মান্তিক। পারিবারিক বিবাদে ওই গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকেরাই খুন করেছে বলে অভিযোগ।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দির গোকর্ন এলাকায়। মৃতার স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ। মৃতার নাম পায়েল কোনাই, বয়স আঠেরো বছর। যখন নবম শ্রেণিতে পড়তেন, তখন পাশের গ্রামের যুবক তপন কোনাইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয় পায়েলের। বিষয়টি জানাজানি হতে সময় লাগেনি। তপনকে অপছন্দ ছিল না পায়েলের বাড়ির লোকেরও। বছর চারেক আগে স্কুলে পড়তে পড়তেই বিয়ে হয়ে যায় পায়েলের। কিন্তু, বিবাহিত জীবনে সুখী হননি তিনি। পায়েল কোনাইয়ের বাপের বাড়ির লোকেদের অভিযোগ, পণের দাবিতে শ্বশুরবাড়িতে মেয়ের উপর নিয়মিত মানসিক ও শারীরিক অত্যাচার চলত। বিয়ের এক বছর পর পুত্রসন্তানের জন্ম দেন পায়েল। কিন্তু, সে আবার প্রতিবন্ধী। ফলে পারিবারিক বিবাদ চরমে পৌঁছায়, শ্বশুরবাড়িতে অত্যাচারের মাত্রাও আরও বাড়ে। পায়েল কোনাইয়ের বাপের লোকেদের বক্তব্য, মঙ্গলবার রাতে শ্বশুরবাড়িতে খুন হন তিনি। ঘটনার পর স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে মৃতদেহ ফেলে রেখ

ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে হেভি শেলিং পাক সেনার

Image
শ্রীনগর:  ফের বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। আজ বুধবার সন্ধ্যায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ফের শেলিং শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে শেলিং শুরু পাকিস্তানের। পাকিস্তান সেনাবাহিনীকে পালটা জবাব ভারতীয় সেনাবাহিনীর। দুপক্ষের গোলাগুলিতে নতুন করে উত্তপ্ত সীমান্ত। গত ৪৮ ঘন্টায় কয়েক দফায় বিনা প্ররোচনাতে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান সেনাবাহিনী। উল্লেখ্য, গত শনিবার থেকে দফায় দফায় ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে হেভি শেলিং করেছে পাকিস্তান সেনাবাহিনী। কার্যত এভাবে কভার ফায়ারিং দিয়ে সীমান্ত পেরিয়ে জঙ্গি ঢোকানোর চেষ্টা করে পাকিস্তান। সেই মতো ঠিক এভাবেই গত রবিবার সকালে ভারতে ঢুকে পরে পাকিস্তানের স্পেশাল ফোর্স ব্যাটের কয়েকজন সদস্য। যদিও ভারতীয় সেনার দক্ষতায় সেই অনুপ্রবেশ ভেস্তে যায়। এমনকি ব্যাটের দুই সদস্যকেও খতম করে সেনাবাহিনী। বাকিরা ভারতীয় সেনার গুলির সামনে দাঁড়াতে না পেরে ফের পাকিস্তানে পালিয়ে যায়। সেই একই ভাবে নতুন করে ফের পাকিস্তান হেভি শেলিং শুরু করেছে। ইতিমধ্যে ভারতীয় সেনাকে ফের হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সীমান্তে জারি করা হয়

উড়ল কাগুজে বিমান, সাসপেন্ড ২৬ সাংসদ, সারাদিন হুলুস্থুল কাণ্ড সংসদে

Image
রাফালে বিমান নিয়ে আলোচনা শুরু হতেই হইচই বেঁধে গেল সংসদে। সরকার ও বিরোধীদের হইচইয়ে বারবার উত্তপ্ত হল সংসদ। একদিকে যেমন বিরোধী কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস, টিডিপি সাংসদরা কেন্দ্রকে আক্রমণ শানালেন, তেমনই কেন্দ্রের পক্ষে অরুণ জেটলি তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধীদের। সবমিলিয়ে কার্যত তুলকালাম কাণ্ড হল সংসদে। কাবেরী নদীর জল ইস্যুতে এআইএডিএমকে সাংসদরা বারবার সংসদের ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। কাগজ ছুড়ে মারেন স্পিকার সুমিত্রা মহাজনকে। বারবার অনুরোধেও তাঁরা কর্ণপাত করেননি। ফলে শেষ অবধি ২৬ জন এআইএডিএমকে সাংসদকে সাসপেন্ড করে দেন লোকসভার স্পিকার। মোট পাঁচটি সেশনে তাঁরা সংসদে যোগ দিতে পারবেন না। এদিন অরুণ জেটলি যখন বক্তব্য রাখছিলেন, তখন আক্রমণ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। সেইসময়ই কাগজের বিমান বানিয়ে তা জেটলির উদ্দেশ্যে ছুঁড়ে দেন বিরোধীরা। যা নিয়ে স্পিকার তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এদিন শুরুতেই রাহুল রাফালে নিয়ে বিতর্কিত অডিও টেপ চালাতে যান সংসদে। যার জেরে তুমুল বিতর্ক হয়। সংসদের কাজ মুলতুবি করে দেওয়া হয়। রাহুল দাবি করেন, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর রাফালে মামলার গোপন ফাইল নিজে

বর্ষবরণের রাতে তরুণীকে হেনস্থা, বোন এবং হবু স্বামীকে বেধড়ক মার, গ্রেফতার ৬

Image
বর্ষবরণের রাতে এক তরুণীকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়। মারধর করা হয় তাঁর বোন এবং হবু স্বামীকেও। ওই ঘটনায় ছয় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাত দুটো নাগাদ বালিগঞ্জ থানা এলাকার একটি মিষ্টি দোকানের সামনে বোন এবং কাকার সঙ্গে হবু স্বামীর জন্যে অপেক্ষা করছিলেন ওই তরুণী। বাইকে করে দুই যুবক সেখান দিয়ে যাওয়ার সময় ওই তরুণীর উদ্দেশে কটূক্তি করে। প্রথমে বিষয়টি গুরুত্ব দিতে চাননি। কিন্তু, পরে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। ধীরে ধীরে আরও কয়েক জন যুবক সেখানে জড়ো হয়। ঘিরে ধরে চলে হেনস্থা। কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান ওই তরুণীর হবু স্বামী। গাড়িতে উঠে তাঁরা সেখান থেকে চলে যেতে চাইলে, বাধা দেয় মত্ত ওই যুবকেরা। ফের কটূক্তি শুরু হয়। এর পর ওই তরুণীর হবু স্বামী প্রতিবাদ করলে যুবকেরা গাড়ি থেকে সবাইকে নামানোর চেষ্টা করে। চিৎকার করতে থাকেন ওই তরুণী এবং তাঁর বোন। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় হবু স্বামীকে। তরুণীর জামা জোর করে খুলে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে। রেহাই পাননি তাঁর বোনও। তাঁকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এর পর কোনও মতে সেখান থেকে ছুটতে ছুটতে থানায় পৌঁছন ওই তরুণী। তখনও প

প্রায় ৪ কোটি বার দেখার পরেও ইউটিউব থেকে উধাও ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর ট্রেলার!

Image
ট্রেলার উধাও, ছবির প্রধান অভিনেতা অনুপম খের টুইট করে ইউটিউব-এর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। মুক্তির আগেই একের পর এক বিতর্ক। 'দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই বেশ কয়েকটি রাজ্যে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করার হুমকি আসতে থাকে। এ বার সেই ট্রেলারটিই উড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ইউটিউব-এর বিরুদ্ধে। ছবির প্রধান অভিনেতা অনুপম খের টুইট করে ইউটিউব-এর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। টুইটারে অনুপম লিখছেন, ''প্রিয় ইউটিউব! দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার লিখে সার্চ করলে প্রথম পঞ্চাশের মধ্যেও আসছে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ফোন করে আমাকে জানাচ্ছেন। সোমবার পর্যন্ত ইউটিউবে ১ নম্বর ট্রেন্ডিং ছিল। অনুগ্রহ করে সাহায্য করুন। হ্যাপি নিউ ইয়ার।'' যে প্রশ্ন অনুপম ছুড়েছেন, নেটপাড়ার লোকজনদের মনেও সেই কথাই ঘোরাফেরা করছে। মুক্তির এক সপ্তাহের মধ্যে যে ট্রেলারের ভিউয়ার ৩৭ মিলিয়ন, সেই ট্রেলার এখন কেন খুঁজেই পাওয়া যাচ্ছে না ইউটিউবে? দু'দিন আগে পর্যন্ত ইউটিউবে ট্রেন্ডিং লিস্টের প্রথমেই ছিল 'দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'-এর ট্রেলার। বুধবার ইউট

দমদমের পর গড়িয়া, এসি রেকের দরজা না খোলায় ফের আতঙ্ক মেট্রোতে

Image
ফের বড়সড় প্রশ্নচিহ্ন মেট্রোর রক্ষণাবেক্ষণ নিয়ে। বুধবার সকালে দ্বিতীয়বার ভোগান্তির মুখে যাত্রীরা। প্রথমে দমদম স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক। যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল পরিষেবা। এবার নতুন করে আরও একটি দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এবার গড়িয়ায়। কবি নজরুল স্টেশনে ট্রেন থামার পরও খুলল না এসি কামরার দরজা। যার জেরে কামরায় আটকে পড়েন বহু যাত্রী। যাত্রীদের অভিযোগ, পুরো কামরাটিরই বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। যার জেরে দরজা খোলেনি। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এমনিতেই সকাল থেকে দমদমে বন্ধ ছিল পরিষেবা। পরিষেবা চালু হওয়ার পর নয়া ভোগান্তিতে হুড়োহুড়ি পড়ে যায় এসি রেকের কামরাটিতে। শেষ খবর পাওয়া পর্যন্ত চালকের দরজা দিয়ে একে একে বের করা হয় যাত্রীদের। এদিকে, এই ঘটনার জেরে নতুন করে বন্ধ হয় পরিষেবা। কিছুক্ষণ পর দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা শুরু করা হয়। এদিকে মেট্রোতে গোলযোগের জেরে বাস এবং অটোতে মারাত্মক ভিড়। বেশ কিছু রুটে অটোচালকরা অতিরিক্ত ভাড়া চাইছেন বলেও অভিযোগ যাত্রীদের।  এদিন সকাল থেকেই ভোগান্তি শুরু হয় মেট্রোতে। সকাল ৯ টা বেজে ১৮ মিনিট নাগাদ দমদমে ডাউন লাইনে কবি

রাফালে মামলায় বিস্ফোরক অডিও টেপ ফাঁস করল কংগ্রেস, চাপে বিজেপি

Image
রাফালে মামলায় বিস্ফোরক অডিও  টেপ প্রকাশ্যে আনল কংগ্রেস। অডিও টেপটি প্রকাশ করে কংগ্রেস অভিযোগ করেছে, এই চুক্তি সংক্রান্ত বেশ কিছু নথি গোপন করেছেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। গোয়ার এক বিজেপি মন্ত্রীই এই মন্তব্য করেছেন বলে অভিযোগ কংগ্রেসের। এদিকে, এই মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আরজি জানিয়েছেন মামলাকারীরা। সুপ্রিম কোর্টের রায় বেরনোর পরই রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন আদালতকে ভুল তথ্য দিয়েছে সরকার। সেই অভিযোগকে হাতিয়ার করেই এবার শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনা করার আরজি জানালেন অরুণ শৌরি, যশবন্ত সিনহা, প্রশান্ত ভূষণ। তাঁরা বলছেন, কেন্দ্র সুপ্রিম কোর্টকে ভুলপথে চালনা করেছে। তাছাড়া সুপ্রিম রায়ের পর এই মামলায় আরও একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। তাই এই মামলা পুনর্বিবেচনার প্রয়োজন আছে। সাংবাদিকদের মামলাকারীরা জানিয়েছেন, "একটি ভুল তথ্যের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এটা হতাশাজনক। কেন্দ্রের দাখিল করা তথ্যে বলা হয়েছিল, রাফালে চুক্তির বিস্তারিত খতিয়ে দেখেছে সিএজি (CAG)। কিন্তু কেন্দ্র যখন রিপোর্ট জমা দেয় তখনও সিএজি রাফালে রিপোর্ট অডিট করেনি। এখনও রাফালে নিয়ে স

এক বাইকে আরোহী ৪, মৃতদেহ ৩০ কিমি টানল লরি

Image
রামপুরহাট : লরির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের। আহত ১ জন। ঘটনাটি রামপুরহাটের বিনোদপুর গ্রামের মোড়গ্রামের রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের। মৃত দুই যুবক ও এক কিশোরের নাম বাপি শেখ(১৮), মাসুদ শেখ,(১৭)ও আশিক শেখ(১৮)। আহতের নাম সাহিল শেখ(১৯)। সাহিলকে প্রথমে রামপুরহাট মহকুমা সুপার স্পোশালিটি হাসপাতালে ভরতি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। ঘটনাস্থানে যায় রামপুরহাট থানার পুলিশ। তারা মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। গতরাত ৮টা নাগাদ এক বাইকে চেপে বিনোদপুর থেকে প্রতাপপুরে অনুষ্ঠান দেখতে গেছিল বাপি, মাসুদ, আশিক ও সাহিল। সেসময় রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর একটি লরির সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থানেই মৃত্যু হয় বাপি ও মাসুদের। কিন্তু, দুর্ঘটনাস্থানের ৩০ কিলোমিটার দূরে লরির তলা থেকে আশিকের মৃতদেহ উদ্ধার হয়।  প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থান থেকে তিনজনের দেহ উদ্ধার হয়। একজন বেঁচে ছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থানের প্রায় ৩০ কিলোমিটার

একশো দিনে ২০টি রাজ্যে প্রচার চালাবেন মোদী

Image
নয়াদিল্লি: সামনের লোকসভা নির্বাচন বড় পরীক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে৷ সেই পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাশ করতে আর কিছুদিন পর পুরোদমে ময়দানে নামবেন তিনি৷ আগামী ১০০ দিন ২০টি রাজ্যে চষে বেড়াবেন মোদী৷ তাঁর জনপ্রিয়তার উপর ভর করেই দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে 'মিশন ১২৩' ব্লু প্রিন্ট বানিয়েছে বিজেপি৷ 'মিশন ১২৩'কে সফল করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন মোদী৷ রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিগড়ের বিপর্যয় কাটিয়ে নতুন করে রণনীতি বানিয়েছে বিজেপি৷ গত লোকসভা নির্বাচনে যে ১২৩টি আসনে বিজেপি হেরেছিল সেই ১২৩টি আসনে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে৷ এর মধ্যে এমনকিছু রাজ্য আছে যেখানে সাংগঠনিক দিক থেকে বিজেপি দূর্বল৷ সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, অসম ও ওড়িশা৷ এই তিন রাজ্যের সম্মিলিত লোকসভা আসন ৭৭টি৷ উত্তর পূর্বাঞ্চলের অসমে বিজেপি ক্ষমতায় থাকলেও গত লোকসভা ভোটে এই তিন রাজ্যে মিলিয়ে বিজেপি প্রাপ্ত আসন সংখ্যা ছিল ১০৷ অসম থেকে সাতটি আসন, ওড়িশা থেকে একটি এবং পশ্চিমবঙ্গ থেকে দুটি আসন বিজেপির ঝুলিতে যায়৷ যদিও সেবার দেশের অন্য প্রান্তে যে গেরুয়া ঝড় উঠেছিল তার জেরে দিল্লির কুর্সিতে

ফের সমুদ্রপথে ভারতের হামলার ছক কষছে পাক জঙ্গিরা

Image
নয়াদিল্লি: মুম্বইতে ভয়াবহ হামলার সময় সমুদ্র পথেই ভারতে এসেছিল জঙ্গিরা। আরও একবার পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি সেই পথেই আসার ছক কষেছে বলে সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক। দেশে বিভিন্ন গোবেন্দা সংস্থার থেকে তথ্য নিয়ে রাজ্যসভায় এই রিপোর্ট দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে। তথ্য বলছে, গোয়েন্দা সংস্থার দেওয়া রিপোর্ট অনুযায়ী, সীমান্তের ওপার থেকে জঙ্গিরা ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গাকে টার্গেট করেছে। সমুদ্র পথে এসে হামলার চালানোর চেষ্টা করছে তারা। আর সেই পরিকল্পনায় অবশ্যই মদত রয়েছে পাকিস্তানি সেনার। ২০০৮-এর ২৬ নভেম্বর মুম্বইতে ভয়াবহ হামলা চালিয়েছিল ১০ লস্কর জঙ্গি। স্পিড বোটে চেপে ভারতের উপকূলে পৌঁছেছিল জঙ্গিরা। ওই ঘটনার পর থেকে উপকূলে নজরদারি ব্যাপক বাড়িয়েছে ভারত। তবে সমুদ্র উপকূল ছাড়াও লাইন অফ কন্ট্রোলের কাছেও জঙ্গিরা তৎপর আছে বলে গোয়েন্দা সূত্রে খবর। ভারতের আর্মি বাংকারে হামলা চালাতে প্রস্তুত হয়ে আছে ব্যাট বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পাঁচ বার ভারতের অনুপ্রবেশের চেষ্টা করেছে পাকিস্তানের BAT বাহিনী। নৌগাম, পুঞ্চ, তাংধার ও কেরান সেক্টরের পর তারা কৃষ্ণা ঘাটি সেক্টর দিয়ে অনু

লোকসভা নির্বাচনের আগে হাসি ফিরতে পারে কর্মীদের মুখে! বাড়তে পারে সুদের হার

Image
চলতি বছরে সুদের হার বাড়াতে পারে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। বর্তমানে সুদের হার ৮.৫৫ শতাংশ। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর এমনটাই। সুদের হার বৃদ্ধির ভাল সুযোগ তৈরি হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইপিএফের তিন আধিকারিক। মুদ্রাস্ফীতিতে পতনের জন্য নিদেন পক্ষে গতবছরে প্রাপ্ত সুদের হার বজায় রাখার সম্ভাবনা। বাৎসরিক অন্তবর্তী পর্যালোচনার পর ইপিএফও সুদের হার নির্ধারণ করে থাকে। যা এখনও চলছে বলে জানা গিয়েছে। ২০১৯-এর অর্থবর্ষে ৮.৫৫ শতাংশের ওপর সুদ দেওয়া নিয়ে কথা চলছে। অ্যাকাউন্টের অডিটও চলছে। ফলে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন এপিএফও-র সেন্ট্রাল ট্রাস্টি বোর্ডের সদস্য প্রভাবকর বানাসুর। সুদের হার অপরিবর্তিত থাকলেও, ২০১৯ অর্থবর্ষে এটাই সবথেকে লাভনজক সঞ্চয় প্রকল্প। আর যদি সুদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সংগঠিত ক্ষেত্রে প্রায় ছয় কোটি শ্রমিক উপকৃত হবেন। যা সাধারণ নির্বাচনের আগে কর্মী কিংবা সরকার সবাইকেই স্বস্তি দেবে। এই মুহুর্তে পিপিএফ কিংবা এনএসসি-তে সুদের হার ৭.৭। যা ২০১৮-তেও ছিল। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইপিএফও-র হাতে গত বছরে বাড়তি ৬০০ কোটি টাকা ছিল। সম্প

সুখবর! দাম কমল রান্নার গ্যাসের

Image
নতুন বছরের প্রাক্কালে মধ্যবিত্তের হেঁশেলে খুশি বয়ে আনল রান্নার গ্যাসের দাম। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমায় ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডারের প্রতি কমবে ৫ টাকা ৯১ পয়সা থেকে ৬ টাকা ৩ পয়সা পর্যন্ত। ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি কমবে ১২০ টাকা ৫০ পয়সা থেকে ১২৩ টাকা পর্যন্ত। ১ জানুয়ারি থেকে এই নতুন দাম ধার্য হয়েছে বলে ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে জানানো হয়েছে। জ্বালানির খুচরো বিক্রেতা হিসাবে দেশের সব থেকে বড় সংস্থা ইন্ডিয়ান অয়েল। তারা জানিয়েছে, ''গৃহস্থের প্রয়োজনীয় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে ৮০৯ টাকা ৫০ পয়সা থেকে কমে হল ৬৮৯ টাকা।'' আন্তর্জাতিক বাজারে এলপিজি-র দাম কমা ও ডলারের পরিবর্তে টাকার বিনিময় হার শক্তিশালী হওয়ার জন্যই দাম কমেছে বলে তাদের তরফে জানানো হয়েছে। এই দাম কমার ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম কমে হল ৭১৪ টাকা। ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম কমে দাঁড়াল ৪৯৮ টাকা ৯ পয়সা। গত বছর ডিসেম্বর মাসেও দাম কমেছিল রান্নার গ্যাসের। গত মাসে ভর্তুকি যুক্ত গ্যাসের দাম কমেছিল ৬ টাকা ৫১ পয়সা থেকে ৬ টাকা ৫৮ পয়সা। আর ভর্তুকি ছাড়া সিলিন

‘সন্তানকে যেন সারা জীবনের সঞ্চয় না দেন কোনও বাবা-মা’, আক্ষেপ বৃদ্ধ বিজয়পতের

Image
রেমন্ড গোষ্ঠীর চেয়ারম্য়ান এবং ম্য়ানেজিং ডিরেক্টর গৌতম সিংহানিয়া।   এক সময় দেশের ধনীতম ব্য়ক্তি ছিলেন বিজয়পত সিংহানিয়া। ছবি: এএফপি। ছেলের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথে নামছেন রেমন্ড গোষ্ঠীর প্রাক্তন মালিক বিজয়পত সিংহানিয়া। তিল তিল করে গড়ে তোলা ব্যবসায়িক সাম্রাজ্যের দায়িত্ব তুলে দিয়েছিলেন একমাত্র ছেলে গৌতম সিংহানিয়ার হাতে। কিন্তু, সেই ছেলেই যেন বাবা বিজয়পত সিংহানিয়ার দুরবস্থার কারণ হয়ে উঠেছেন। ক্ষমতা গ্রহণের পর বাবার কাছ থেকে এক এক করে সমস্ত সুযোগ-সুবিধা কেড়ে নিতে শুরু করেন গৌতম। এমনকি, এক সময় দেশের ধনীতম ব্যক্তি বিজয়পতকে উঠতে হয় ভাড়াবাড়িতে। ছেলের হাতে ব্যবসায়িক মালিকানা তুলে দেওয়ার সিদ্ধান্তকে এখন নিজের 'চূড়ান্ত বোকামি' বলেই কপাল চাপড়াচ্ছেন ৮০ বছরের বৃদ্ধ বিজয়পত। বিজয়পতের দাবি, 'ইমোশনাল ব্ল্যাকমেল' করেই তাঁর কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছেন গৌতম। আক্ষেপ করে বিজয়পত এখন বলছেন, "সব বাবা-মাকেই পরামর্শই দেব, জীবিত অবস্থায় সন্তানকে যেন নিজের সারা জীবনের সঞ্চয় তুলে দেওয়ার মতো বোকামি করবেন না!" পারিবারের মালিকানাধীন ব্যবসায়িক সংস্থাগুলির মধ্যে রেমন্ডগোষ্ঠীর নাম একেবারে

বুলন্দশহরের ইন্সপেক্টরকে কুড়ুল দিয়ে কুপিয়ে মারে কালুয়া! অভিযুক্তকে গ্রেফতার পুলিস

Image
বুলন্দশহর কাণ্ডে অন্যতম অভিযুক্তদের দ্বিতীয় জনকে গ্রেফতার করল যোগীর পুলিস। ইন্সপেক্টর খুনে এ নিয়ে মোট ৩০ জন গ্রেফতার হল। কালুয়া নামে ওই ব্যক্তি পুলিস ইন্সপেক্টর সুবোধ কুমারকে কুড়ুল দিয়ে একাধিকবার আঘাত করে বলে জানিয়েছে পুলিস। কালুয়ার কুড়ুলের আঘাতে ইন্সপেক্টরের দুটি আঙুল বাদ যায়। মাথায় গুরুতর জখম হন। পরে পরিত্যক্ত জায়গায় পুলিসের গাড়িতে গুলি বিদ্ধ অবস্থায় তাঁর দেহ মেলে। ইন্সপেক্টর খুনে প্রশান্ত নাট নামে প্রথম অভিযুক্তকে গত ২৮ ডিসেম্বর গ্রেফতার করে পুলিস। তাঁর বিরুদ্ধে সুবোধ কুমারকে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর গরুর দেহাংশ পাওয়াকে কেন্দ্র করে বুলন্দশহরে তাণ্ডব চালায় গোরক্ষকরা। প্রায় ৪০০ উন্মত্ত জনতার মুখে কার্যত অসহায় ছিল পুলিস বিগ্রেড। তাদের উদ্দেশে ইট, পাথর ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। ওই ঘটনায় মৃত্যু হয় এক স্থানীয়ের। তবে, সুবোধ কুমার খুনে জনি নামে তৃতীয় জন অভিযুক্ত এখনও পুলিসের কাছে অধরা। পুলিস সূত্রে খবর, জনিই সুবোধ কুমারের রিভলবার ছিনিয়ে নেয়। বজরং দলের সদস্য যোগেশ রাজের বিরুদ্ধেও হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারেনি

‘স্ত্রীর পোশাক পরিবর্তনের সময় নক করে ঘরে ঢুকি’

Image
আজও গৌরীর পোশাক বদলের সময়ে দরজায় নক করেই ঢোকেন শাহরুখ। বেডরুমে স্ত্রী পোশাক পরিবর্তন করছেন। সে সময়ও বেডরুমে নক করে ঢুকতেই পছন্দ করেন তিনি। বিয়ের তিন দশক পরেও এই সৌজন্য ধরে রেখেছেন যে তারকা তাঁর নাম শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাত্কারে শাহরুখ বলেন, ''আমি ৩০ বছর ধরে বিবাহিত। কিন্তু এখনও আমি বেডরুমে স্ত্রী পোশাক পরিবর্তন করলে নক করে ঢুকি। এমনকি সুহানার ঘরেও নক করে ঢুকি।" সাক্ষাত্কারে #মিটু প্রসঙ্গে বলতে গিয়ে এমন জবাব দেন শাহরুখ। তাঁর কথায়, ''আমি আমার ২১ বছরের ছেলেকে মেয়েদের শ্রদ্ধা করতে শেখাই। কাউকে অশ্রদ্ধা করা বড় কাজ নয়। বরং শ্রদ্ধার সঙ্গেই জড়িয়ে ভালবাসা ও রোমান্স।'' সোশাল নেটওয়ার্কিং সাইটের সমানাধিকার নিয়ে বিশ্বাসী নন শাহরুখ। তিনি মনে করেন, সমানাধিকার মানে কারও দুর্বলতাকে শ্রদ্ধা করা। এখনও পর্যন্ত ১০০ কোটির ক্লাবে ঢুকতে পারেনি 'জিরো'। এর মধ্যেই মুক্তি পেয়েছে 'সিম্বা'। শাহরুখের এই মন্তব্য 'জিরো'র ব্যবসাকে মজবুত করবে কিনা সেটাই এখন দেখার।

শবরীমালায় ইতিহাস! মন্দিরে প্রবেশ করলেন ৪০ বছরের দুই মহিলা

Image
শবরীমালা মন্দিরের প্রবেশদ্বারে দুই মহিলা। সুপ্রিম কোর্ট দরজা খুলেছিল ২৮ সেপ্টেম্বর। চার মাস কেটে যাওয়ার পরও ঋতুমতী কোনও মহিলা মন্দিরে প্রবেশ করতে পারেননি। অবশেষে ইতিহাস তৈরি করলেন দুই মহিলা। বুধবার শবরীমালা মন্দিরে ঢুকলেন বছর চল্লিশের দুই মহিলা। পুলিশের দাবি, সাত সকালেই মন্দিরে ঢুকে আয়াপ্পা স্বামীর মন্দিরে প্রার্থনা করে নির্বিঘ্নে ফিরেও এসেছেন তাঁরা। সেই সঙ্গেই অবসান হল ১০ থেকে ৫০ বছরের মধ্যে বয়সের মহিলাদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞার। শুরু হল এক নয়া অধ্যায়ের। যদিও আয়াপ্পা ভক্তদের বক্তব্য, দুই মহিলার  দাবি সঠিক নয়। শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছরের অর্থাৎ ঋতুকালীন বয়সের মহিলারা প্রবেশ করতে পারতেন না। বহু প্রাচীন কাল থেকে এই প্রথাই চলে আসছিল। এমনকি, মন্দিরে ঢোকার সময় বয়সের প্রমাণপত্রও দেখাতে হত মন্দির কর্তৃপক্ষকে। এই প্রথার বিরুদ্ধেই সুপ্রিম কোর্ট এ বছরের সেপ্টেম্বরে রায় দিয়ে জানায়, ধর্মাচরণে নারী-পুরুষ ভেদাভেদ করা যায় না। সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। তার পর থেকে বহু মহিলা মন্দিরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু আয়াপ্পার দর্শন হয়নি। মন্দিরে প্রবেশে বাধা দিয়েছ

মেট্রোয় ‘মরণ’ ঝাঁপ, অফিস টাইমে ব্যাহত পরিষেবা

Image
ফের মেট্রোয় মরণ ঝাঁপ এক যুবকের। বুধবার অফিস টাইমে দমদম থেকে নিউ গড়িয়া যাওয়ার সময় আত্মহত্যার চেষ্টা হয় বলে জানা গিয়েছে। ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই আত্মহত্যা জেরে ডাউন লাইনের পাশাপাশি আপ লাইনেও ব্যাহত হয় মেট্রো পরিষেবা।  বুধবার সকাল ৯.১৮ নাগাদ ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে খবর। ডাউন লাইনে অর্থাৎ নিউ গড়িয়া যাওয়ার সময় দমদম স্টেশনে ট্রেন স্টার্ট নেওয়ার সঙ্গে সঙ্গে এক যুবক মেট্রো লাইনে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তৃতীয় লাইনে পাওয়ার ব্লক করে দেন চালক। পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষ তৎপরতার সঙ্গে ওই যুবকের দেহ উদ্ধারের চেষ্টা করে। ওই ব্যক্তির নাম পরিচয়-জানার চেষ্টা করছে পুলিশ। এই দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে মেট্রো পরিষেবা। বিশেষ করে ডাউন লাইনে দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত। বিশেষ করে দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। মেট্রোর যাত্রা পথে বাকি অংশে অবশ্য ট্রেন চলাচল করেছে। কলকাতার মেট্রোয় বারবার আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার জেরে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটছে। দিনের ব্যস্ত সময়ে আংশিক বন্ধ থাকছে পরিষেবা। তার জেরে সাধারণ যাত্রীরা বিপাকে পড়ছেন।

পুলওয়ামায় জঙ্গি হামলা! মৃত্যু স্পেশাল পুলিশ অফিসারের

Image
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা। মঙ্গলবার রাতে হওয়া এই হামলায় এক স্পেশাল পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। জঙ্গিরা পুলওয়ামার হানজানে বাড়ির খুব কাছে  এসপিও সমীর আহমেদকে গুলি করে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন। সঙ্গে সঙ্গে ওই এসপিওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিশের তরফে এই হত্যায় মামলা শুরু করা হয়েছে।

পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ মোদীর

Image
বছরের প্রথম দিনই সাক্ষাত্কারে পশ্চিবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের ওপর রাজনৈতিক আক্রমণের নিন্দা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করেন কেরল ও কর্ণাটকে রাজনৈতিক হিংসার প্রবণতা নিয়েও।  এদিন প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে। বিশেষ করে কেরল, কর্ণাটক ও পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে আমাদের দলকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। গণতান্ত্রিক কর্মসূচির জন্য আমাদের আদালতে যেতে হচ্ছে।  প্রধানমন্ত্রী বলেন, কেরলে রোজ বিজেপি কর্মীরা খুন হচ্ছেন। কর্ণাটকেও তাঁদের আক্রান্ত হতে হচ্ছে। পশ্চিমবঙ্গেও নৃশংসভাবে বিজেপি কর্মীদের মারা হচ্ছে। গণতন্ত্রে এসব মানায় না।  এদিন মোদী বলেন, যে দলেরই কর্মী আক্রান্ত হোন না কেন, হিংসা বন্ধ হওয়া উচিত। এই ধরণের রাজনীতি ভারতের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ক্ষতিকর। সমস্ত রাজনৈতিক দলের এই নিয়ে ভাবা উচিত। ভারতীয় জনতা পার্টি ও সরকার এসব সহ্য করবে না। সবাইকে ন্যায় মিলবে। ভারতে হিংসার জায়গা নেই। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এদিন নাম না-করে বিজেপির রথযাত্রা কর্মসূচি

তড়িঘড়ি জিএসটি চালুর ফলে সমস্যা বেড়েছে ক্ষুদ্র-ছোট ও মাঝারি ব্যবসার, কবুল প্রধানমন্ত্রীর

Image
নোটবন্দির ধাক্কা তো ছিলই। তড়িঘড়ি জিএসটি চালুর ফলে সমস্যা আরও বেড়েছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসার। মঙ্গলবারের সাক্ষাৎকারে কার্যত সে কথা স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম বার। বললেন, ''জিএসটি একটি নতুন ব্যবস্থা। প্রযুক্তি নির্ভর বড় পরিবর্তন। ছোট ব্যবসায়ীদের একাংশ সমস্যায় পড়েছেন। আমরা সে ব্যাপারে অবগত। সরকার বিষয়টি সম্পর্কে সহানুভূতিশীল। আমাদের কাছে কোনও অভিযোগ এলে তা জিএসটি পরিষদের কাছে সুপারিশ করা হচ্ছে।''  তড়িঘড়ি জিএসটি চালু নিয়ে প্রথম থেকেই বিরোধীদের আক্রমণের মুখে কেন্দ্র। গোটা দেশের পাশাপাশি খোদ মোদীর রাজ্য গুজরাতের সুরাতেই বন্ধ হয়ে গিয়েছে অনেক কারখানা। ধর্মঘট হয়েছে বস্ত্র শিল্পে। গোটা বিষয়টি নিয়ে একাধিক বার ক্ষোভ উগড়ে দিয়েছেন ছোট ব্যবসার প্রতিনিধিরাও। গুজরাতের নির্বাচনে এর আংশিক প্রভাব পড়়ার পাশাপাশি, সম্প্রতি খাস হিন্দি বলয়ের তিন গুরুত্বপূর্ণ রাজ্যে নাস্তানাবুদ হতে হয়েছে বিজেপিকে। রাজনীতির কারবারিদের মতে, এই প্রেক্ষিতেই ছোট ব্যবসার সমস্যার কথা স্বীকার করলেন মোদী। কারণ, ব্যবসায়ীদের এই অংশ বিজেপির ভোটব্যাঙ্ক হিসেবেই পরিচিত। তাদের ক্ষোভ প্র

সার্জিকাল স্ট্রাইকের ব্লু-প্রিন্টও তাঁর তৈরি!

Image
প্রধানমন্ত্রী তিনি। কিন্তু খবর নেই তাঁর কাছেও। দিনের আলো ফোটার এক ঘণ্টা পরেও খবর আসছে না সার্জিকাল স্ট্রাইকে যাওয়া সেনাদের। হামলার প্রতিটি গতিবিধির উপরে কী ভাবে নজরদারি করেছেন, অভিযান চলাকালীন কী ভাবে তিনি 'টেনশনে' কাটিয়েছেন তাই আজ তুলে ধরলেন প্রধানমন্ত্রী। বুঝিয়ে দিলেন সেনা নয়। আসলে গোটা অভিযানের নীল নকশার মুখ্য রচয়িতা ছিলেন তিনি। ভোটের বছরের প্রথম দিনেই সার্জিকাল স্ট্রাইকের স্মৃতি ফিরিয়ে আনলেন প্রধানমন্ত্রী। বিরোধীরা বলছেন, পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে মোদীর। তাই সার্জিকাল স্ট্রাইকের স্মৃতি আঁকড়ে লোকসভার আগে জাতীয়তাবাদের হাওয়া তুলতে চাইছে বিজেপি। তবে পাকিস্তান যে একটা হামলায় শোধরায় না, সে কথা বলে ভোটের আগে নতুন হামলার সম্ভাবনাও জিইয়ে রাখলেন তিনি। ২০১৬-র ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরের উরির সেনা ছাউনিতে হামলা চালায় পাক মদতে পুষ্ট জঙ্গিরা। নিহত হন ১৯ জন জওয়ান। আজ মোদী জানান, ''আমি যেমন ক্ষুব্ধ ছিলাম, তেমনি পাল্টা হামলার জন্য সেনার ভিতরেও দাবি উঠছিল। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেনাদের নিরাপত্তা। তাই দু'বার অভিযানের তারিখও পাল্টানো হয়।'' ২৮ সেপ্

১০ লাখ বাঙালির সামনে অনিশ্চয়তার নতুন বছর

Image
এক বছর ধরেই অশান্তির কালোমেঘ। বছর ঘুরতে সেই মেঘ আরও ঘনীভূত। ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের পাশাপাশি অসমের খিলঞ্জিয়া (ভূমিপুত্র)–‌রাও স্বস্তিতে নেই সর্বানন্দের শাসনে। ২০১৭–‌র বর্ষবিদায়ের রাতে শুরু। আর ২০১৮–‌র বর্ষ বিদায়ের রাতে সেই অনিশ্চয়তাই যেন সুনিশ্চিত হয়েছে!‌ ২০১৭–‌র ৩১ ডিসেম্বর মাঝ রাতে প্রকাশিত নাগরিক পঞ্জি (এনআরসি)–‌র প্রথম খসড়া তালিকায় বাদ গিয়েছিল বহু বাঙালির নাম। তারপর ৩০ জুলাই প্রকাশিত চূড়ান্ত খসড়া তালিকায় বাদ যায় ৪০ লাখ ৭ হাজার ৭০৭ জনের। সোমবার, ৩১ ডিসেম্বর ছিল আবেদন ও আপত্তি জানানোর শেষ দিন। যত দূর জানা গেছে, ১০ লাখেরও বেশি মানুষ নিজেদের নাম তোলার আবেদন করতে পারেননি। কারণ দিন আনা দিন খাওয়া মানুষদের হাতে প্রমাণপত্রটুকু নেই। এঁদের সামনে নেমে আসছে অন্ধকার। শাসক দল চূড়ান্ত তালিকায় বাদ পড়া 'উইপোকা'দের তাড়াতেই আগ্রহী। কংগ্রেস অবশ্য বলেছে কোনও বৈধ ভারতীয় নাগরিককে তাড়ানো চলবে না। রাজ্যের বিশিষ্ট আইনজীবী হাফিজ চৌধুরি জানিয়েছেন, পুনর্বিবেচনার আবেদন করতে ব্যর্থ হলে পরে বিচার পাওয়া মুশকিল। এই অবস্থায় অন্তত ১০ লাখ অসমবাসী (পড়ুন বাঙালি) নতুন বছরে পা দিলেন গভীর অনিশ্চয়তায়। এদিকে ব

শবরীমালা মন্দিরে প্রবেশ ৫০ অনূর্ধ্ব দুই মহিলার

Image
শবরীমালা মন্দিরে প্রবেশ করলেন ৫০ অনূর্ধ্ব দুই মিহলা। মঙ্গলবার ভোর রাত পৌনে চারটে নাগাদ পুলিশের সাহায্যে এই দুই মহিলা প্রবেশ করেন শবরীমালায়। গত মাসের শেষ সপ্তাহে এই দু'জন শবরীমালায় প্রবেশের চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে। তবে সে বার তাঁরা বিপুল বাধার সম্মুখীন হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। পুলিশ সূত্রে খবর ওই দুই মহিলার নাম, বিন্দু ও কনকদুর্গা। দু'জনেরই বয়স ৪০-এর কাছাকাছি বলে জানা গিয়েছে।

নিষেধ চাপালে ‘অন্য পথ’, আমেরিকাকে হুমকি কিমের

Image
কিম জং উন। পরমাণু নিরস্ত্রীকরণের পথে হাঁটতে তাঁর দেশ এখনও বদ্ধপরিকর— নতুন বছরের বার্ষিক বক্তৃতায় এমনটাই জানালেন উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিম জং উন। কিন্তু পাশাপাশি আমেরিকার দিকে কিমের হুঁশিয়ারিও রইল পূর্ণ মাত্রায়। এই শাসকের সাফ কথা, আমেরিকা যদি পিয়ংইয়্যাংয়ের উপরে একতরফা দাবির বোঝা চাপিয়ে যায়, তা হলে 'কোনও নতুন পথে' এগোতে হবে উত্তর কোরিয়াকে। তবে নতুন পথটা কী ধরনের হবে, সে সম্পর্কে কোনও ব্যাখ্যা দেননি কিম। তিরিশ মিনিটের বক্তৃতায় চেয়াম্যান জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কের 'দ্রুত গতিতে' উন্নতি হতে পারে যদি মার্কিন প্রশাসন 'আদানপ্রদান'-এ ভরসা রাখে। এই সূত্রেই তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে  তিনি ফের দেখা করতে চান। কিমের কথায়, ''আমি এমন একটা ফলাফলের দিকে এগোতে চাই যাকে আন্তর্জাতিক স্তরে স্বাগত জানানো হবে।'' বিশদে কিমের বক্তব্য,  ''আমেরিকা যেন আমাদের জনতার ধৈর্য দেখে ভুল ধারণার বশবর্তী না হয়। ওরা যদি একতরফা দাবি, নিষেধাজ্ঞা, চাপ তৈরির পথেই চলে, তা হলে আমাদের কাছে সার্বভৌমত্ব রক্ষা করাই একমাত্র গুরুত্ব

চ্যানেলের দাম ঘোষণা করল কেব্‌ল অপারেটর এবং DTH সংস্থাগুলি

Image
ট্রাই-এর নতুন নিয়ম অনুযায়ী দেশের কেব্‌ল অপারেটরগুলি এবং DTH সংস্থাগুলি বিভিন্ন চ্যানেলের দাম এবং প্যাকের দাম ঘোষণা করল। এদের মধ্যে রয়েছে এয়ারটেল ডিজিটাল টিভি, ডিশ টিভি, সান টিভি থেকে হ্যাথওয়ে, ডেন নেটওয়র্ক এবং সিটি কেব্‌লের মতো অপারেটররা। প্রত্যেকটি চ্যানেলের আলাদা আলাদা দাম এবং বিভিন্ন গোষ্ঠীর চ্যানেল প্যাকের আলাদা করে দাম ঘোষণা করেছে সংস্থাগুলি। এ ছাড়াও যে সমস্ত ফ্রি চ্যানেল রয়েছে তাদের তালিকাও প্রকাশ করা হয়েছে। বেশিরভাগ প্রিমিয়াম চ্যানেলের দাম ২০ টাকা থেকে ২২ টাকা পর্যন্ত রাখা হয়েছে। ভাষা ভিত্তিক প্যাকও করা হয়েছে। বিভিন্ন প্যাকের দাম আলাদা আলাদা। HD চ্যানেলের প্যাকের দাম তুলনায় অনেকটাই বেশি। দর্শকদের পছন্দ অনুযায়ী চ্যানেল ভিত্তিক আলাদা প্যাক করার জন্য ট্রাই গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। কিন্তু পরে আরও একটি ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়, সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হচ্ছে। এই সময়ের মধ্যে গ্রাহকদের পছন্দ অনুযায়ী চ্যানেল বেছে পরিষেবা শুরু করতে হবে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় তিন লক্ষ উপভোক্তা বেড়েছে এই জেলায়

Image
রায়গঞ্জ : "প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা" চালু হওয়ার পর একধাক্কায় অনেকটাই বেড়েছে গ্যাস উপভোক্তার সংখ্যা। উত্তর দিনাজপুর জেলায় সামগ্রিকভাবে এলপি গ্যাসের উপভোক্তার মোট সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৩৬ হাজারের মতো যা শতাংশের হিসেবে ছিল মাত্র ২১%। পরবর্তীতে জেলায় "প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা" চালু হওয়ার পর চিত্রটি অনেকটাই পালটেছে দেশের প্রতিটি ঘরে এলপি গ্যাসের সংযোগ প্রসারের উদ্দেশ্যে গঠিত "প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা"-র জেলায় অগ্রগতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ জেলার ভারত পেট্রলিয়ামের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার তথা উত্তর দিনাজপুর জেলার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা-র নোডাল অফিসার অভিষেক দাস। দেশের তিনটি বহুল পরিচিত পেট্রলিয়াম সংস্থা "ইণ্ডিয়ান ওয়েল", "হিন্দুস্থান পেট্রলিয়াম", "ভারত পেট্রলিয়াম" এই যোজনার অধীনে নিজের নিজের জায়গা থেকে জনগনের পরিষেবায় নিয়োজিত আছে বলে এদিন জানান অভিষেকবাবু।   তিনি বলেন, এই যোজনার অধীনে জেলায় মোট ২৩ জন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে এখনও পর্যন্ত

তিলোত্তমায় আমদানীকৃত ড্রাগ পাচারের মাধ্যম ডার্ক ওয়েব

Image
কলকাতা : বাংলার রাজধানী এই তিলোত্তমা এখন মাদকপাচারকারীদের অন্যতম টার্গেট৷ এমনকি ডার্ক ওয়েবের মাধ্যমেও শহরে ঢুকছে ভিন্ন দেশের মাদক৷ গত বেশ কয়েকটি ঘটনা রীতিমতো চোখ খুলে দিয়েছে পুলিশ কর্তাদের৷ একের পর মাদক উদ্ধারের ঘটনা এবং পাচারকারীদের জবানবন্দিতে স্পষ্ট, কলকাতা আর মাদকপাচারের করিডর নয়, সিটি অফ জয় এখন তাদের অন্যতম টার্গেট৷ কি ভাবে ওনলাইনের মাধ্যমে অন্য দেশ থেকে শহরে ইমপোর্টেড মাদক ঢোকার প্রমান পাওয়া গেল৷   দিল্লি পুলিশ ডার্ক ওয়েবের উপর নির্ভর একটি মাদক পাচারকারী দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করে৷ তাদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে৷ এই পান্ডাদের জেরা করে জানা গেল শুধু দিল্লিই নয়, বিদেশ থেকে ডার্ক ওয়েবের সাহায্যে দেশের অন্য রাজ্যগুলিতেও এই ইমপোর্টেড মাদক পাচার করা হয়৷ যার মধ্যে অন্যতম রাজ্যশহর কলকাতা৷ ইন্টারনেটের উপর নির্ভর এই পাচারকারিদের নেটওয়ার্ক অমেরিকা এবং জর্মানী পর্যন্ত বিস্তৃত৷ এইসব দেশ থেকেও মাদক আমদানি করে তারা৷ এরপর এই মাদকের বরাতের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে৷ চ্যাটের মাধ্যমে এই ডিল ফাইনাল হয় বলেও তদন্তকারীদের জানায় ধৃতর

বাকি আর ১০০ দিন, বিদায়ের জন্য তৈরি হোন, মোদীকে পালটা কংগ্রেস

Image
ভোটের বছর তাই ২০১৯-এ রাজনীতির পারদ যে চড়বে তা নিয়ে সন্দেহের অবকাশ ছিল না। তবে বছরের প্রথম দিনই যে পারদ চরমে উঠবে তেমনটাও ভাবতে পারেননি কেউ। সেটাই হল ২০১৯-এর পয়লা জানুয়ারি। প্রধানমন্ত্রী সাক্ষাত্কার ও কংগ্রেস-সহ বিরোধীদের পালটায় বছরের প্রথম দিনেই ঠিক হয়ে গেল বাকি দিনগুলোর রাজনৈতিক দিকনির্দেশ।  এদিন প্রধানমন্ত্রীর সাক্ষাত্কারকে তীব্র ভাষায় আক্রমণ করেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তিনি বলেন, 'এক কথায় বললে এই সাক্ষাত্কারে শুধু আমি, আমার কথা হয়েছে। সারাক্ষণ এই আমি আমি করেই আপনি দেশটাকে ৫৫ মাসে নীতিগতভাবে দেউলিয়া হওয়ার কাছাকাছি পৌঁছে দিয়েছেন। ২০১৯-এর প্রথম দিনই আপনি যদি 'আমি আমি' শুরু করেন তাহলে দেশও 'আমাদের' পথে হেঁটে আপনাকে বিদায় করবে।' বলে রাখি, মঙ্গলবার বছরের প্রথম দিন সন্ধ্যায় সংবাদসংস্থা ANI-কে একান্ত সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস ও গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ করেন। পালটা দিল কংগ্রেসও।

উর্জিত প্যাটেলের পদত্যাগ নিয়ে ‘গোপন কথা’ শেয়ার করলেন প্রধানমন্ত্রী

Image
এই প্রথম রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলের ইস্তফা বিষয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একান্ত সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন উর্জিত প্যাটেল। এর পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থেকে আকষ্মিকভাবেই পদত্যাগ করেন উর্জিত প্যাটেল। যদিও, রিজার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্রের টানাপোড়েনে তাঁর পদত্যাগ বিষয়ে জল্পনা আগেই তৈরি হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বিরল আচার্যের প্রকাশ্যে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় বিতর্কের সূত্রপাত হয়। তিনি দাবি করেছিলেন, কেন্দ্র যে ভাবে স্বশাসিত প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করছে, তাতে আর্থিক বিপর্যয়ের মুখে পড়বে দেশ।   অভিযোগ ওঠে, লোকসভা নির্বাচনের আগে দেশের অর্থনীতি চাঙ্গা করতে রিজার্ভ ব্যাঙ্কের উপর ক্রমাগত চাপ তৈরি করে কেন্দ্র। নগদের ঘাটতি মেটাতে শীর্ষ ব্যাঙ্কের কোষাগারের অর্থ ব্যাঙ্ক নয় এমন প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করার আর্জি জানায় কেন্দ্র। পাশাপাশি, অনাদায়ী ঋণে জর্জরিত রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কগুলির উপর ঋণনীতি শিথিল করারও আর্জি জানানো

৭ কোটি চটের ব্যাগ কিনবে খাদ্য দপ্তর

Image
পাট শিল্পকে বাঁচাতে রাজ্য সরকার নতুন উদ্যোগ নিচ্ছে। সোমবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, 'সরকার ৭ কোটি জুট ব্যাগ কিনছে। জেসিআই–‌এর মাধ্যমে এই ব্যাগ কেনা হবে। তাঁদের বলা হয়েছে, রাজ্যের বাইরে থেকে কেনা যাবে না। আমাদের রাজ্য থেকেই কিনতে হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগেই এই পরিকল্পনা। বাঁচিয়ে রাখতে হবে কারখানাগুলো।'‌ তাঁর অভিযোগ, অন্যান্য রাজ্য কেন্দ্র থেকে সব রকম সহযোগিতা পেলেও, বাংলা বঞ্চিত থেকে যাচ্ছে। কেন্দ্র থেকে কোনও আর্থিক সাহায্য করা হচ্ছে না। খাদ্যভবনে বসে খাদ্যমন্ত্রী বলেন, রেশন দোকানগুলির ওপর নজরদারি বাড়াতে দোকানে বসানো হচ্ছে কম্পিউটর। আপাতত ৩৬০টি রেশন দোকান কম্পিউটরাইজড করা হয়েছে। আগামী বছরে ২০ হাজার ২০০টি দোকানে এই কম্পিউটর বসানো হবে।'‌ তাঁর বক্তব্য, '‌যাঁরা রেশন দোকান থেকে কার্ডের মাধ্যমে জিনিসপত্র পান, তাঁদের জন্যই এই কম্পিউটর বসানো হচ্ছে। এতে দেখা যাবে, সঠিক ওজন, জিনিসপত্রের গুণগত মান ও রেশনের দোকানে কত পরিমাণ জিনিসপত্র আছে। দেখা গেল, দোকান থেকে বিলিবণ্টন করার পর অতিরিক্ত কিছু জিনিস থেকে গেল। পরেরবার ডিলাররা যখন চাল, গম ইত্যাদি তুলবেন,

ইমরান-খুনের পিছনে কি ক্রিকেট বেটিং, উঠছে প্রশ্ন

Image
ইমরান খান সিআইটি রোডের বাসিন্দা ইমরান খানের খুনের পিছনে কি রয়েছে ক্রিকেট বেটিং অথবা জুয়ার টাকা— প্রাথমিক তদন্তে এমনটাই ধারণা তদন্তকারীদের। সোমবার সকালে প্রগতি ময়দান থানার পিছনে আড়ুপোতা রোডের পাশের খাল থেকে উদ্ধার হয় ইমরানের দেহ। তাঁর মাথার পিছনে ক্ষত, ডান কান কাটা এবং মুখে একাধিক আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলেই পুলিশ জানিয়েছিল, খুন হয়েছেন ইমরান এবং একাধিক ব্যক্তি জড়িত এর পিছনে। কারণ, যে জায়গায় দেহ মিলেছে সেই ঝোপঝাড়় এমন ভাবে ভেঙেছে যা দেখে তদন্তকারীদের মনে হয়েছে, খুনের সময়ে আততায়ীদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল ইমরানের। তা ছাড়াও গাড়ি থেকে মিলেছে কিছু বোতল এবং প্লাস্টিকের গ্লাস। বোতলগুলিতে কিছু তরলও মিলেছে। তদন্তকারীদের অনুমান, ইমরানকে পরিকল্পনা করে পরিচিতেরা খুন করেছে। ইমরানের পরিবার সূত্রের খবর, এন্টালির ফুটপাতে তাঁর কাপড়ের ব্যবসা রয়েছে। পাশাপাশি টাকার জন্য গত দু'মাস ধরে তিনি ভাইয়ের গতিধারা নিয়ে রাতে বেরোতেন শাটল্ খাটতে। উপার্জনের জন্য এমনটা করতেন মনে হলেও পরে ইমরানের পরিজন ও বন্ধুদের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, আগে তিনি ক্রিকেট বেটিং এবং জুয়া খেলতেন। আইপিএল-এ বেটিং করতেন তিনি। সঙ্

তিন তালাক ও শবরীমালা ভিন্ন বিষয়, দাবি মোদীর

Image
মানবী-প্রাচীর: সুপ্রিম কোর্ট সায় দিলেও শবরীমালায় এখনও ওঁরা ব্রাত্যই। তারই প্রতিবাদ কোচিতে। তাৎক্ষণিক তিন তালাক নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রথা ভাঙার পদক্ষেপ। আবার শবরীমালা মন্দিরে সেই প্রথাকেই টিঁকিয়ে রাখতে চাইছে বিজেপি। এই স্ববিরোধিতা নিয়েই প্রশ্নের মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অবশ্য দাবি, দু'টো বিষয় আলাদা। তাই তিন তালাক বন্ধের পক্ষে যুক্তি সাজিয়েও শবরীমালা নিয়ে বিতর্কের প্রয়োজনীয়তাকে তুলে ধরলেন তিনি। মঙ্গলবার টিভি সাক্ষাৎকারে মোদী বলেন, ''সুপ্রিম কোর্টের রায়ের পরেই তিন তালাক নিয়ে অর্ডিন্যান্স আনা হয়। বিজেপির ইস্তাহারেও বলা হয়েছিল, সংবিধানের মধ্যেই বিষয়টির সমাধানসূত্র খুঁজতে হবে। গোটা বিশ্বে এমনকি অধিকাংশ মুসলিম দেশে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ। এটা কোনও ধর্মীয় বিশ্বাসের বিষয় নয়। তিন তালাক পাকিস্তানেও নিষিদ্ধ। তালাকের ব্যাপারটায় জড়িয়ে রয়েছে নারী-পুরুষ সমানাধিকার আর সামাজিক ন্যায়ের প্রশ্ন।'' মোদীর মতে, তাৎক্ষণিক তিন তালাকে মানুষের বিশ্বাসজড়িয়ে নেই। সে কারণেই শবরীমালার সঙ্গে এর পার্থক্য রয়েছে।  শবরীমালায় সব বয়সি মহিলাদের প্রবেশাধিকারের পক্ষে রায় দিয়েছ