একশো দিনে ২০টি রাজ্যে প্রচার চালাবেন মোদী


নয়াদিল্লি: সামনের লোকসভা নির্বাচন বড় পরীক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে৷ সেই পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাশ করতে আর কিছুদিন পর পুরোদমে ময়দানে নামবেন তিনি৷ আগামী ১০০ দিন ২০টি রাজ্যে চষে বেড়াবেন মোদী৷ তাঁর জনপ্রিয়তার উপর ভর করেই দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে 'মিশন ১২৩' ব্লু প্রিন্ট বানিয়েছে বিজেপি৷

'মিশন ১২৩'কে সফল করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন মোদী৷ রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিগড়ের বিপর্যয় কাটিয়ে নতুন করে রণনীতি বানিয়েছে বিজেপি৷ গত লোকসভা নির্বাচনে যে ১২৩টি আসনে বিজেপি হেরেছিল সেই ১২৩টি আসনে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে৷ এর মধ্যে এমনকিছু রাজ্য আছে যেখানে সাংগঠনিক দিক থেকে বিজেপি দূর্বল৷ সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, অসম ও ওড়িশা৷ এই তিন রাজ্যের সম্মিলিত লোকসভা আসন ৭৭টি৷

উত্তর পূর্বাঞ্চলের অসমে বিজেপি ক্ষমতায় থাকলেও গত লোকসভা ভোটে এই তিন রাজ্যে মিলিয়ে বিজেপি প্রাপ্ত আসন সংখ্যা ছিল ১০৷ অসম থেকে সাতটি আসন, ওড়িশা থেকে একটি এবং পশ্চিমবঙ্গ থেকে দুটি আসন বিজেপির ঝুলিতে যায়৷ যদিও সেবার দেশের অন্য প্রান্তে যে গেরুয়া ঝড় উঠেছিল তার জেরে দিল্লির কুর্সিতে বসা অনেক সহজ হয়ে যায় মোদীর কাছে৷ কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গিয়েছে৷ গোবলয়ের তিনটি গুরুত্বপূর্ণ রাজ্যে হেরেছে৷ রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে৷ ফলে গোবলয়ের পাশাপাশি পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে বেশি সংখ্যক আসন পাওয়ার লক্ষ্যে ঝাপাতে হবে বিজেপিকে৷

আগামী বছর যারা প্রথম ভোট দেবেন তাদের কথা মাথায় ভেবে নতুন কর্মসূচি এনেছে বিজেপি৷ সেটি হলো 'পেহলা ভোট মোদী'৷ নতুন ভোটারদের কাছে টানতে ১২ জানুয়ারি থেকে প্রচার শুরু করবে গেরুয়া শিবির৷ দিল্লির ন্যাশনাল কাউন্সিল মিটিংয়ে ১৫ হাজার সাংসদ, বিধায়ক, নেতা, মন্ত্রী, কর্মীদের এই নিয়ে বিস্তারিত জানাবেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশা ও অসমের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেছেন৷ ২৪ ডিসেম্বর তিনি ওড়িশার ভুবনেশ্বরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাসের উদ্বোধন করেন৷ তারপর খুড়দাতে একটি জনসভা করেন৷ পরের দিনই উড়ে যান অসম৷ সেখানে ব্রহ্মপুত্র নদের উপর দেশের দীর্ঘতম রেল-রোড ব্রিজের ফ্ল্যাগ অফ করেন৷ ৪ জানুয়ারি ফের তিনি যাবেন অসম৷

পরের দিন ৫ জানুয়ারি ওড়িশার ময়ূরভঞ্জে একটি জনসভা করবেন৷ কমসূচি অনুযায়ী ১৫ জানুয়ারি ফের তাঁর এখানে আসার কথা৷ বঙ্গ বিজেপিও মোদীকে নিয়ে বেশ কিছু জনসভা করার পরিকল্পনা করেছিল৷ কিন্তু আদালতের রায়ের উপর তাদের রথযাত্রার ভবিষ্যত ঝুলে৷