Posts

Showing posts from August 30, 2018

চিন থেকে ভারতে ঢুকল নতুন বিপদ! জারি সতর্কবার্তা

Image
সাংপো নদ। মাত্র কয়েক মাস আগেই ডোকালাম অঞ্চলে নিজেদের সেনা ঢুকিয়ে ভারতের জমি অধিগ্রহণের মতলব এঁটেছিল চিন। সেই টানাপোড়েনে যুক্ত ছিল ভুটানও, তবে ভারতের পক্ষ নিয়ে।  আবারও এক নতুন চাপ আসছে চিন থেকে। তবে তা অনিচ্ছাকৃত। সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুয়ায়ী, চিনের সাংপো নদীতে জলোচ্ছ্বাসের ফলে, ভারতের অরুণাচল প্রদেশের সিয়াং জেলায় 'অ্যালার্ট' জারি করা হয়েছে।  গত বুধবার, পূর্ব সিয়াং-এর ডেপুটি কমিশনার তামিও তাতাক একটি নির্দেশিকা জারি করেন এই অ্যালার্ট নিয়ে। সঙ্গে তিনি এও বলেন যে, ভয় না পেতে। তবে, সাঁতার কাটা, মাছ ধরা বা অন্যান্য কোনও কারণে নদীতে যেতে বারণ করা হয় ওই নির্দেশিকায়। তিব্বতে জন্ম নিয়ে, চিনের মধ্য দিয়ে বয়ে আসে সাংপো নদী। ভারতে এর প্রবেশ অরুণাচলের আপার সিয়াং জেলায়। পরবর্তীকালে লোহিত ও ডিবং, এই দুটি নদীর সঙ্গে মিশে সৃষ্টি হয় ব্রহ্মপুত্র নদের।  প্রসঙ্গত, বেজিং থেকে নয়াদিল্লিতে একটি রিপোর্ট পাঠানো হয় গত বুধবার। সেখান থেকেই জানা যায় যে সাংপোতে প্রায় ৯০২০ কিউবিক মিটার জল বইছে। যা গত ৫০ বছরে হয়নি।

'আগামী এক বছরে পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভারত': অরুণ জেটলি

Image
নয়াদিল্লি: ২০১৯-এ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভারত, এরকমই প্রত্যাশা রাখেন অর্থমন্ত্রী অরুণ জেটলি । আগামী এক বছরে ব্রিটেনকে অতিক্রম করেই এই স্থান দখল করবে ভারত, এমনটাই মত অরুণ জেটলির । ইতিমধ্যেই ফ্রান্সকে ছাড়িয়ে গিয়েছে দেশ, আগামী বছর ব্রিটেনকে ছাড়িয়ে পঞ্চম বৃহত্তম অর্থনীতি হবে ভারত, মত জেটলির । বিশ্বের অন্যান্য অর্থনীতিগুলির বৃদ্ধির হার অনেকটাই কম তাই পরবর্তী ১০-২০ বছরে শীর্ষ তিনটি অর্থনীতিতে নিজের জায়গা তৈরি করতে পারবে ভারত। চলতি বছরের জুন মাসেই বিশ্বব্যাঙ্কের একটি রিপোর্টে জানা গিয়েছিল বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতিতে আছে ভারতের নাম, ফ্রান্সের স্থান হয়েছিল সাত নম্বরে । তালিকার শীর্ষ স্থানে ছিল মার্কিন-যুক্তরাষ্ট্র, চিন, জাপান, জার্মানি ও ব্রিটেন । এর আগে জেটলি জানিয়েছিলেন অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি ও প্রথম সারির অর্থনীতিগুলির পারস্পরিক রেষারেষির ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতীয় বাণিজ্য ও অর্থনীতি । কিন্তু এনডিএ সরকারের আমলে ভারত বাণিজ্যক্ষেত্রে অনেকটাই উন্নতি করেছে বলে জানিয়েছেন জেটলি । এছাড়াও তিনি জানিয়েছেন মোদি সরকার প্রথম দিন থেকেই অনগ্রসর শ্রেণীর উন্নতির জন্য কাজ করে চল

১৫০০ মিটারে সোনা জিতলেন জনসন, ব্রোঞ্জ চিত্রার

Image
জাকার্তা : ১৫০০ মিটারে সোনা জিতলেন জিনসন জনসন। ৮০০ মিটারে রুপো জেতেন তিনি। আজ ১৫০০ মিটার ছেলেদের ফাইনালে দেশকে এনে দিলেন সোনা। এদিকে মেয়েদের ১৫০০ মিটার ফাইনালে তিন নম্বরে শেষ করে ব্রোঞ্জ পেলেন চিত্রা উন্নীকৃষ্ণণ পালাকেজ়। আজ ৩ মিনিট ৪৪.৭২ সেকেন্ডে রেস শেষ করেছেন জনসন। ৮০০ মিটারের রেসে তাঁকে নিয়েই প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু সোনা জেতেন আরও এক ভারতীয় মনজিত সিং। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। আজ ১৫০০ মিটারের ইভেন্টে সোনা আনলেন জনসন। চার নম্বরে শেষ করেছেন মনজিত। এদিকে ৪ মিনিট ১২.৫৬ সেকেন্ডে শেষ করেছেন ২৩ বছরের চিত্রা। কমনওয়েলথ গেমসে ২৩ বছরের ন্যাশনাল রেকর্ড ভেঙেছিলেন জনসন। ১৫০০ মিটার ইভেন্টে ৩ মিনিট ৩৭.৮৬ সেকেন্ডে পাঁচ নম্বরে শেষ করেন। কোনও পদক আসেনি। এবার এশিয়ান গেমসে ১৫০০ মিটারে সেই রেকর্ড ভাঙা হয়নি ঠিকই। কিন্তু এল সোনা। পুলিশে কাজ করেন জনসন। প্রশিক্ষণ নেন সেনাবাহিনীর কোচ অমরীশ কুমারের কাছেই। তাঁর অত্যন্ত প্রিয় ছাত্র জনসন। এশিয়ান গেমসে সোনা এনে কোচের মুখ উজ্জ্বল করলেন জনসন।

সরকারি খরচ কমানোর বুলি আওড়ে নিজে ঘুরছেন হেলিকপ্টারে, জোর বিতর্কে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান

Image
আমজনতার টাকা খোলামকুচির মতো ওড়ানো যাবে না। দেশকে খাদের কিনারা থেকে টেনে বের করতে গেলে জনপ্রতিনিধিদের বুঝেশুনে টাকা খরচ করতে হবে। সাধারণ জীবনযাপন করতে হবে। তিনিও প্রধানমন্ত্রী হিসাবে প্রাপ্য বিলাসবহুল বাংলোয় থাকতে অস্বীকার করেন। সাড়ে পাঁচশো জন তদারকের বদলে মাত্র ২ জন সহায়ক রাখবেন বলেও জানিয়ে দেন। অথচ এখন দেখা যাচ্ছে, নিজের বাংলো থেকে প্রধানমন্ত্রীর দফতরে ইমরান যাতায়াত করছেন হেলিকপ্টারে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে পাকিস্তানে। পাকিস্তানের ডন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান ও পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদর এই সুবিধা ভোগ করছেন। যদিও সরকারি দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে চড়া নিয়ে নিজেদের মত ব্যক্ত করেছে।   রিপোর্ট বলছে, প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা মানেকা নিজেদের বানিগালা বাংলো থেকে প্রধানমন্ত্রীর বাড়ি যেতে সরকারি হেলিকপ্টার ব্যবহার করেছেন। যা নিয়ে বিরোধীরা ইতিমধ্যে সরব হয়েছে। যদিও এই কাজের স্বপক্ষে পিটিআইয়ের দাবি, মাত্র তিন মিনিটের হেলিকপ্টারে চড়ার খরচ রাস্তা দিয়ে নিরাপত্তা সহ ৬-৭টি গাড়ির তেল পুড়িয়ে যাওয়ার খরচের চেয়ে কম।

গুলি প্রধানশিক্ষককে ! যোগীর রাজ্যে বাড়ছে বেআইনি অস্ত্রের কারবার

Image
চরম নৈরাজ্য! প্রধান শিক্ষকের 'অপরাধ' তিনি স্কুলে মারামারি করার জন্য স্কুল থেকে বহিষ্কার করেছিলেন তাকে। আর তারই সাজা দিতে প্রধানশিক্ষককে গুলি চালিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করল ১৬ বছর বয়সের ক্লাস ১০-এর এক ছাত্র। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন ওই প্রধান শিক্ষক, হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। উত্তরপ্রদেশের বিজনোর জেলার ঘটনা। এর আগে বোর্ডের পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জন্য একটি স্কুল থেকে ওই ছাত্রকে বের করা দেওয়া হয়েছিল। নতুন স্কুলে ভর্তি হয়েই মারামারিতে জড়িয়ে পড়ে সে। সেই কারণেই নতুন স্কুল থেকেও তাকে বহিষ্কার করেন প্রধান শিক্ষক। জানা গিয়েছে বৃহস্পতিবার সে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে আসে। ভেবেছিল ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেবে। কিন্তু তার ভাবনা মতো ঘটনা ঘটেনি। ক্ষমা চাওয়ার পরও প্রধানশিক্ষক তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন। এরপরই ওই ছাত্র বাড়ি থেকে বন্দুক নিয়ে এসে প্রধানশিক্ষকের ঘরের সামনেই তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। সেখানেই লুটিয়ে পড়েন তিনি। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবরে জানা গিয়েছে তিনি আপাতত বিপদমুক্ত। এদিকে গুলি চালিয়েই পালাবার চেষ্টা করেছিল ওই ছাত্র। কিন্তু স্ক

অ্যানড্রয়েড ফোন যে কোন ওয়েবসাইট পড়ে শোনাবে এই অ্যাপ

Image
Google Go অ্যাপে নতুন আপডেট নিয়ে এলো Google। এবার যে কোন ওয়াবসাইট পড়ে শোনাতে পারবে এই অ্যাপ। মোট ২৮ টি ভাষায় ওয়েবসাইট পড়ে শোনাবে Google Go। এক ব্লগ পোস্টে Google জানিয়েছে, "Google Go অ্যাপের নতুন এই ফিচারে ব্রাউজারে ব্রাউজারের লেখা পড়ে শোনাতে পারবে এই অ্যাপ। মাধারন মানুষের মতো গলার আওয়াজে ব্রাউজারের লেখা পড়ে শোনানো হবে। স্লো 2উ কানেকশানেও এই ফিচার কাজ করবে।" নতুন এই ফিচারের ফলেই রেডিও শোনার মতোই ওয়েবসাইট ওপেন করে তা শুনে নেওয়া যাবে। গত বছরে ভারত ও ইন্দোনেশিয়ায় নতুন অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য Google Go অ্যাপ লঞ্চ করেছিল সিলিকন ভ্যালির টেক জায়েন্ট। এই ব্লগ পোস্টে বলা হয়েছে "সব ভারতবাসী নিজের ভাষায় সার্ভিস ব্যবহার আমাদের লক্ষ্য।"। এই মুহুর্তে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় পৃথিবীতে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রতিদিনই কয়েক হাজার নতুন ইন্টারনেট গ্রাহক প্রথম বারের জন্য এই দেশে ইন্টারনেট ব্যবহার করছেন। এর মধ্যে বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারী ইংরাজী পড়তে ও বলতে পারেন না। এই সব গ্রাহকের জন্য ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে তুলতে ২৮ টি ভারতীয় ভাষায় এই পরিষেবা শুরু করেছে Go

রাস্তা ফাঁকা না পেলে ইচ্ছেমতো দিন উড়ান, আসছে উবারের উড়ন্ত ট্যাক্সি উবার এয়ার

Image
এবার থেকে উবারের ট্যাক্সিতে চড়লে সিটবেল্টটা বাঁধতে ভুলবেন না, বলা তো যায় না হয়তো রাস্তায় জ্যাম দেখে সব বাস-গাড়ির উপর দিয়ে উড়ে গেল গাড়িটা। কি মনে হচ্ছে কল্প বিজ্ঞানের গল্প? মোটেই নয়। আগামী পাঁচ বছরের মধ্যে উবের সংস্থা আনতে চলেছে তাদের উরন্ত ট্যাক্সি উবের এয়ার। আর যে পাঁচটি দেশে এই ট্যাক্সি চালানোর কথা ভাবা হচ্ছে তার মধ্যে আছে ভারতের নামও। ইতিমধ্য়েই উবারের উড়ন্ত ট্যাক্সির বিভাগ, উবার এলিভেট আমেরিকার ডালাস ও লস এঞ্জেলেস-এ পরীক্ষামূলকভাবে চালু করেছে এই ট্যাক্সি। এবার আন্তর্জাতিক ক্ষেত্রে পা রাখতে চাইছে উবার এলিভেট। টোকিওয় এখন তাদের 'এশিয়া প্যাসিফিক এক্সপো' চলছে। সেখানেই সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক পর্যালোচনা করে তারা পাঁচটি দেশের নাম বেছেছে - জাপান, ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও ফ্রান্স। এই পাঁচ দেশের মধ্যে কোনও একটি শহরের নাম চুড়ান্ত করা হবে প্রথম উড়ন্ত ট্যাক্সি চালু করার জন্য। তবে ভারতীয়দের পক্ষে উল্লসিত হওয়ার মতো খবর হল, সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে তিনটি ভারতীয় শহরের নামই। বলা হয়েছে, 'মুম্বই, দিল্লি এবং বেঙ্গালুরু বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলির অ

মাথায় গুলি, পঞ্চায়েত হিংসায় মাসুল গুনল ৩ বছরের শিশু

Image
পঞ্চায়েতের বোর্ড গঠনায় হিংসায় এবার গুলিবিদ্ধ শিশু। গুলি লাগল ৩ বছরের শিশুর মাথায়। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকে। গুলি চলার ঘটনায় অভিযোগের মূল তীর বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে নিয়ে আসা হয়েছে শিশুটিকে। জানা গেছে, মালদার মানিকচকে গ্রাম পঞ্চায়েতের মোট আসনসংখ্যা ১৮। তারমধ্যে ১০টি আসন পায় বিজেপি। তৃণমূল জেতে ৮টি আসনে। ফলে স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বোর্ড গঠন করতে যায় বিজেপি। কিন্তু, তখনই এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। আচমকাই বিজেপির জয়ী প্রার্থী পুতুল মণ্ডল তৃণমূলকে সমর্থন করেন। এরফলে বিজেপি ও তৃণমূল, উভয় দলেরই আসনসংখ্যা ৯-এ এসে দাঁড়ায়। সেই পরিস্থিতিতে কোন দল বোর্ড গঠন করবে, তা স্থির করতে টসের সিদ্ধান্ত নেওয়া হয়। টসে জিতে বোর্ড গঠন করে বিজেপি-ই। এদিকে, বিজেপি বোর্ড গঠন করার পরই দলীয় কয়েকজন কর্মী-সমর্থক হাজির হন পুতুল মণ্ডলের বাড়িতে। অভিযোগ, অস্ত্র নিয়েই পুতুল মণ্ডলের বাড়িতে ঢোকেন বিজেপি কর্মী-সমর্থকরা। কেন তৃণমূলকে সমর্থন করলেন? সেই রাগে বদলা নিতে যান তাঁরা। সেইসময়ই গুলিবিদ্ধ হয় পুতুল মণ্ডলের ৩ বছরের ছেলে। মাথায় গুলি

বস্তা খুলতেই হাত-পা-মাথা কাটা টুকরো দেহ, ডোমজুড়ে ব্যাঙ্ককর্মী খুনে রহস্য

Image
হাত-পা-মাথা কাটা অবস্থায় একটি বেসরকারি ব্যাঙ্কের এক কর্মীর দেহ উদ্ধার হল হাওড়ার ডোমজুড় থানা এলাকার মাকড়দহে। পার্থ চক্রবর্তী (২৭) নামে ওই যুবক নদিয়ার চাকদহের বাসিন্দা হলেও হাওড়ার সলপের একটি বেসরকারি ব্যাঙ্কে লোন রিকভারি এজেন্টের চাকরি করতেন। ব্যাঙ্কের উপর তলাতেই থাকতেন তিনি। বুধবার দুপুরে হাওড়ার মাকড়দহের রাঘবপুরে এক ঝোপের পাশে একটি বস্তা দেখতে পান স্থানীয়েরা। তাঁদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে বস্তা খুলে একটি দেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া ওই দেহের হাত, পা এবং মাথা কাটা ছিল। ছিন্নবিচ্ছিন্ন ওই দেহ প্রথমে শনাক্ত করা যায়নি। অন্য দিকে, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও পার্থ ব্যাঙ্কে না ফেরায় পুলিশে নিখোঁজ ডায়েরি করেন কর্তৃপক্ষ। বেসরকারি ওই ব্যাঙ্কের তরফে পুলিশকে জানানো হয়, বুধবার পাঁচটি জায়গা থেকে টাকা নিয়ে ফেরার কথা ছিল পার্থের। ফিরতে দেরি হচ্ছে দেখে তাঁরা পার্থের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্ত তাঁর মোবাইলের সুইচ অফ ছিল। পুলিশ এর পর উদ্ধার হওয়া মুণ্ডহীন ছিন্ন বিচ্ছিন্ন দেহ দেখায় পার্থের সহকর্মীদের। তাঁরা প্রথমে সেই দেহ শনাক্ত করতে পারেননি। পরে রাতে পার্থর পরিবারকে খবর দেওয়া হয়। তাঁরাও প্র

বড় পরমাণু হামলার জন্য আদৌ তৈরি নয় আমেরিকা, রিপোর্ট বিজ্ঞানীদের

Image
বড় ধরনের পরমাণু হামলার জন্য আদৌ প্রস্তুত নয় আমেরিকা। উত্তর কোরিয়া বা পরমাণু অস্ত্রে শক্তিশালী অন্য কোনও দেশ আচমকা হাইড্রোজেন বা পরমাণু বোমা ফেললে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে আমেরিকার একটি বড় অংশ। মৃত্যু হতে পারে লক্ষ লক্ষ মানুষের। প্রজন্মের পর প্রজন্ম ধরে পঙ্গু হয়ে যেতে পারেন ওয়াশিংটন, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও আলেকজান্দ্রিয়ার লক্ষ লক্ষ মানুষ। বড় ধরনের পরমাণু হামলা ঠেকানো তো দূর অস্তই, বিস্ফোরণের পর পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, প্রশিক্ষিত চিকিৎসক, নার্সও যথেষ্টই অপ্রতুল মার্কিন মুলুকে। আমেরিকার ন্যাশনাল অ্যাকাডেমিজ অফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন ও মার্কিন হোমল্যান্ড সিকিওরিটি (অভ্যন্তরীণ নিরাপত্তা) দফতরের এক বিশেষ বৈঠকে ওয়াশিংটনে গত সপ্তাহে এই রিপোর্ট দিয়েছেন মার্কিন জনস্বাস্থ্য বিজ্ঞানী, বিশেষজ্ঞরা। এ ব্যাপারে কী কী করণীয়, তা জানিয়ে আগামী ডিসেম্বরে তাঁরা ট্রাম্প প্রশাসনকে সবিস্তার রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন। 'নিউজ অ্যান্ড টেররিজম' শীর্ষক সেই ফ্যাক্ট শিটে (রিপোর্ট) বলা হয়েছে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর বড় ধরনের পরমাণু হামলা ঠেকানোর আর কোনও

স্বপ্নাকে ১০ লাখ টাকা পুরস্কার রাজ্যের, দেওয়া হবে চাকরিও

Image
স্বপ্নার মা বসনা দেবী ও মন্ত্রী গৌতম দেব জলপাইগুড়ি : এশিয়ান গেমসে সোনাজয়ী স্বপ্না বর্মণকে ১০ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। তাঁকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। আজ স্বপ্নার মায়ের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি গিয়ে দেখা করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। ছোটোবেলা থেকেই লড়াই ছিল অভাবের সঙ্গে, দারিদ্রের সঙ্গে। সেসব পিছনে ফেলে এগিয়ে গেছে স্বপ্না। জলপাইগুড়ির কালিয়াগঞ্জের ঘোষপাড়ার এক রিকশা চালকের সেই লড়াকু মেয়ে আজ দেশের গর্ব। রেকর্ড পয়েন্ট নিয়ে এশিয়ান গেমসে হেপটাথলনে সোনা জিতেছেন জলপাইগুড়ির স্বপ্না বর্মণ। ৬০২৬ পয়েন্ট তুলে স্বপ্না এখন শুধু পদক নয়, বিশ্বরেকর্ডেরও মালিক। এই সোনার মেয়েকে সম্মান জানাতে তাই দেরি করেনি রাজ্য সরকার। ১০ লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দেওয়া হয়েছে চাকরির আশ্বাস। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ সকালে স্বপ্নার পরিবারকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে যান পর্যটন মন্ত্রী গৌতম দেব। তাঁর মাধ্যমেই স্বপ্নার মায়ের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর। স্বপ্নার বাবা, দুই ভাই সহ পরিবারের সকলের খোঁজ নেন মুখ্যমন্ত্রী। স্বনার মা বলেন,

নতুন প্রিপেড প্ল্যানে দিনে 1.4GB ডাটা পাবেন ভোডাফোন গ্রাহকরা

Image
বাজারে জিও আসার পর থেকেই টেলিকম দুনিয়ায় বিপ্লব এসেছে। এর ফলে লাভবান হচ্ছেন গ্রাহকরাই। প্রায় রোজই নতুন প্ল্যান জিয়ে হাজির হচ্ছে ইয়ারটেল, বিএসএনএল, ভোডাফোনের মতো টেকম অপারেটারগুলি। এবার কোম্পানির 3G ও 4G গ্রাহকদের জন্য নতুন প্ল্যান নিয়ে হাজির হল ভোডাফোন। টেলিকমটকে এক রিপোর্টে জানা গিয়েছে নতুন ৪৫৮ টাকার প্ল্যান বাজারে এনেছে ভোডাফোন। শুধুমাত্র প্রিপেড গ্রাহকদের জন্য এই প্ল্যান লঞ্চ করেছে ভোডাফোন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.4GB ডাটা পাবেন। এর সাথেই পাওয়া যাবে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও প্রতিদিন ১০০টি SMS। নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এয়ারটেল ও জিওর ৪৪৮ টাকার সাথে প্রতিযোগিতায় নতুন ৪৫৮ টাকার প্ল্যান লঞ্চ করেছে ভোডাফোন। এয়ারটেল ৪৪৮ টাকার প্ল্যানে গ্রাহকরা দিনে 1.4GB ডাটা পাবেন। এর সাথেই পাওয়া যাবে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও প্রতিদিন ১০০টি SMS। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮২ দিন। জিও ৪৪৮ টাকার প্ল্যান গ্রাহকরা দিনে 2GB ডাটা পাবেন। এর সাথেই পাওয়া যাবে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও প্রতিদিন ১০০টি SMS। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। গত সপ্তাহেই তিনটি

কললিস্ট থেকে সিসিটিভি ফুটেজ! ডোমজুড়ে ব্যাঙ্ককর্মী পার্থ খুনে 'রহস্যময়ী' নারীর যোগ

Image
পঙ্কজ চক্রবর্তী (বাঁদিকে) বেলা ১২টা ৫০ নাগাদ পার্থকে ফোন করেছিলেন ওই তরুণী। তারপর থেকেই সুইচ অফ হয়ে যায় পার্থর ফোন। বন্ধন ব্যাঙ্কের কর্মী পার্থ চক্রবর্তী খুনের ঘটনায় খোঁজ মিলল 'রহস্যময়ী নারী'র। একদিকে সিসিটিভি ফুটেজ, অন্যদিকে পার্থর ফোনের কললিস্ট- এই দুয়ের মধ্যেই লুকিয়ে পার্থ চক্রবর্তীর খুনের মিসিং লিঙ্ক। এমনটাই মনে করছে পুলিস। জানা গেছে, ব্যাঙ্ককর্মী পার্থ চক্রবর্তীর সঙ্গে নিয়মিত ফোনে কথা হত এক তরুণীর। বুধবারও ওই তরুণী পার্থকে ফোন করেছিলেন। বেলা ১২টা ৫০ নাগাদ পার্থকে ফোন করেছিলেন ওই তরুণী। ঠিক তার ১০ মিনিটের মধ্যেই সুইচ অফ হয়ে যায় পার্থর ফোন। এদিকে, ফোন আসার পরই আর পঞ্চম জায়গায় আর কালেকশনে যাননি পার্থ।  রহস্যজনকভাবে তারপরই নিখোঁজ হয়ে যান পার্থ। বেলা আড়াইটে নাগাদ তাঁর বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। পার্থ চক্রবর্তীর ফোনের কল রেকর্ডস খতিয়ে দেখে এমনটাই জানিয়েছে পুলিস। অন্যদিকে, পার্থ চক্রবর্তীর বাবা পঙ্কজ চক্রবর্তী জানান, ডোমজুড় থানার ওসি রাস্তার সিসিটিভি ফুটেজ তাঁদের দেখিয়েছিলেন। সেই ফুটেজে দেখা যায় এক 'রহস্যময়ী' নারীকে। ফুটেজে দেখা যায়, ওই মহিলা পার্থকে ডাকেন। তাঁর ডাক শুনে

খাস কলকাতায় ভেজাল গুঁড়ো দুধের রমরমা কারবার, ইবি-র অভিযানে পর্দাফাঁস

Image
দরকার অ্যারারুট, চিনি আর কিছু রাসায়নিক। নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল গুঁড়ো দুধ। তারপর নামী সংস্থার মোড়কে প্যাকেটবন্দি করে বাজারে ছাড়লেই কেল্লা ফতে। নামী সংস্থার দামেই দেদার বিক্রি হয়ে যাবে ভেজাল গুঁড়ো দুধ। সামান্য খরচেই পকেটে ঢুকবে লাখ লাখ টাকা। খাস কলকাতার বুকে এমনই ভেজাল গুঁড়ো দুধের রমরমা কারবারের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বড়বাজার এলাকায় হানা দিয়ে এই জাল গুঁড়ো দুধের ওই কারখানা সিল করে দেওয়া হয়েছে। গ্রেফতার সৌম্যদীপ কুণ্ডু নামে এক ব্যবসায়ী। তাঁকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের জাল গোটানোর চেষ্টা করছেন গোয়েন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বড়বাজারের ওই ভেজাল গুঁড়ো দুধের কারখানা সম্পর্কে গোপন সূত্রে খবর পান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের গোয়েন্দারা। সেই খবর প্রাথমিক ভাবে যাচাই করার পর অভিযানের প্রস্তুতি চলে। অবশেষে বৃহস্পতিবার সকালে চূড়ান্ত অভিযানে নামেন গোয়েন্দারা। কিন্তু কারখানায় ঢুকে কার্যত চক্ষু চড়কগাছ দুঁদে গোয়েন্দাদেরও। চার দিকে গুঁড়ো দুধ তৈরির সরঞ্জাম, রয়েছে রাসায়নিকের প্যাকেট। এ ছাড়াও কারখানায় মিলেছে প্রচুর প্লা

ফ্রি নেটফ্লিক্স অফার আনল এয়ারটেল

Image
গ্রাহক টানতে আবার চমক এয়ারটেলের। গ্রাহকদের জন্য তিন মাসের ফ্রি নেটফ্লিক্স অফার নিয়ে হাজির এই টেলিকম সংস্থা। তবে এই সুবিধা পেতে হলে আপনাকে হতে হবে পোস্টপেইড গ্রাহক। তারজন্য নির্দিষ্ট প্ল্যান রয়েছে। সেই প্ল্যান নিলে এয়ারটেল গ্রাহকরা সরাসরি এয়ারটেল অ্যাপের মাধ্যমেই নেটফ্লিক্সে যেতে পারবেন। তিনমাস টানা ফ্রি দেখার সুযোগ পাবেন। পরে সেটি রাখতে চাইলে এই একই ভাবে এয়ারটেল অ্যাপের মাধ্যমে নেটফ্লিক্সের যেকোনও ওয়েবসিরিজ দেখতে পারবেন তাঁরা। যে টাকা বিল হবে সেটি অপনার ফোনের বিলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এয়ারটেল টিভিতেও নেটফ্লিক্স দেখার সুযোগ পাওয়া যাবে। এই সুবিধা পেতে গেলে ভি ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান সাবক্রাইবার হতে হবে আপনাকে। এয়ারটেল টিভি অ্যাপের মাধ্যমেও নেটফিক্স দেখার সুযোগ পাবেন তাঁরা।  ভারতী এয়ারটেলের সিইও গোপাল ভিট্টল বিবৃতি দিয়ে জানিয়েছেন, নেটফ্লিক্সের সঙ্গে এই মর্মে চুক্তি করেছে তাঁর সংস্থা। নেটফ্লিক্সের পক্ষ থেকেও এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে।

‌পুলিসের মেয়েকেই ধর্ষণ

Image
পুলিসের বালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল অন্য পুলিসকর্মীর ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিল্লি পুলিস জানিয়েছে, নির্যাতিতা বালিকা হরিয়ানার বাসিন্দা। সে পুলিসকে বয়ানে বলেছে, ৬ মাস আগে তার এক আত্মীয়ের মাধ্যমে অভিযুক্তের সঙ্গে আলাপ হয়েছিল। অভিযুক্তের বাবাও দিল্লি পুলিসের কর্মী। অভিযুক্ত তার বাড়ি গিয়ে তাকে নেশাগ্রস্ত করে আপত্তিকর ভিডিও তুলেছিল। তারপর ওই ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়ার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। এরপর গত সোমবার ফের তাকে দেখা করতে বলেছিল অভিযুক্ত। বালিকা আপত্তি জানালে বুধবার জোর করে তার বাড়ি ঢুকে পড়ে। তখনই ওই বালিকার অভিভাবকরা তাকে পাকড়াও করে পুলিসের হাতে তুলে দেয়। পুলিস জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে তাকে সংশোধনাগারে পাঠিয়েছে। অভিযুক্তের ফোন থেকে ওই বালিকার ভিডিও ফুটেজ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিস।

মেট্রো রেলে আত্মহত্যা ঠেকাতে বসছে প্ল্যাটফর্ম স্ক্রিনগেট

Image
লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ঠেকাতে বসল দরজা। দরজার নাম, '‌‌প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর‌'‌। যখন ট্রেনের দরজা খুলবে একমাত্র তখনই এটি খুলবে। ট্রেনের দরজা এবং প্ল্যাটফর্মের দরজা একইসঙ্গে বন্ধ হবে। ইস্ট–ওয়েস্ট মেট্রোতে  এই দরজা বসানোর কাজ শুরু হয়ে গেল। বুধবার করুনাময়ী স্টেশনে গিয়ে দেখা গেল, দু'‌দিকের প্ল্যাটফর্মেই কাচের লম্বা দেওয়াল। সেই দেওয়ালের মাঝে মাঝে দরজা। ইস্ট–ওয়েস্ট মেট্রোর রোলিং স্টক ডিরেক্টর অনুপকুমার কুণ্ডু জানালেন, '‌প্রতিটি দরজাই অগ্নিনিরোধক। সব কটি দরজার সঙ্গে একটা করে আপৎকালীন দরজা থাকবে। যদি প্ল্যাটফর্মের দরজা না খোলে তবে এই দরজা দিয়ে বেরোনো যাবে।'‌ দরজা তৈরিতে বিশেষ রকমের কাচ ব্যবহার করা হয়েছে। ঝঁুকি এড়াতে প্ল্যাটফর্মের সামনে এবং পেছনের দিকেও দরজা থাকবে। যাতে কেউ লাইনে না নামতে পারেন। একমাত্র মেট্রো কর্মীরাই এই দরজা খুলতে পারবেন।  আপৎকালীন দরজা খুলতে পারবেন শুধুমাত্র ট্রেনের যাত্রীরাই। প্ল্যাটফর্ম থেকে এটি খুলতে পারবেন মেট্রো কর্মীরা। ট্রেনে থাকবে ছ'‌টি কোচ এবং ২৪টি দরজা। প্ল্যাটফর্মেও ২৪টি দরজা থাকবে। ১৯৮৪ সালে কলকাতায় মেট্রো রেল চালু হওয়ার পর থেকেই মেট্র

ক্যারাটের পাঞ্চ ও কিক মেরে ইভটিজারকে ঘায়েল করল কন্যাশ্রী

Image
সিউড়ি: ক্যারাটের পাঞ্চ ও কিক মেরে ইভটিজারকে ঘায়েল করে বান্ধবীর সম্মানরক্ষা করল এক কন্যাশ্রী। বোলপুর গার্লস হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী পারমিতা ভট্টাচার্য বুধবার বান্ধবীর সঙ্গে টিউশনি পড়তে যাচ্ছিল। দীর্ঘদিন ধরে তার বান্ধবীকে উত্ত্যক্ত করা এক যুবক শান্তিনিকেতন থানার উত্তরনারায়ণপুরের কাছে তাদের ফের শ্লীলতাহানি করার চেষ্টা করলে বাইকে লাথি মেরে তাকে ফেলে দেয় পারমিতা। যুবকটি কিছু করার আগেই তাকে পাঞ্চ, কিক মেরে ঘায়েল করে। কোনওরকমে জীবন বাঁচিয়ে বাইক নিয়ে পালায় ইভটিজার। ইভটিজারের হাত থেকে বান্ধবীকে রক্ষা করায় পারমিতার প্রশংসা করেছেন জেলাশাসক মৌমিতা গোদারা। তিনি বলেন, এখানেই কন্যাশ্রীর সাফল্য, মেয়েদের মনে সাহস দিয়েছে। ওই ছাত্রীর সাহসিকতা প্রশংসনীয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারমিতার এক বান্ধবীর বাড়ি প্রান্তিকে। বেশ কিছুদিন আগে সাথী পারমিতাকে জানায় এক যুবক বেশ কিছুদিন ধরে তাকে বাইক নিয়ে এসে উত্ত্যক্ত করছে। এরপর দু'জনে একসঙ্গে যাতায়াত শুরু করে। পারমিতার জানায়, এদিন তারা টিউশনি পড়তে মকরমপুর যাচ্ছিল। তখনই রাস্তায় উত্তরনারায়ণপুরের কাছে সকাল আটটা নাগাদ সেই ইভটিজার হাজির হয়। এমনকী সে বাইকে

অবৈধ সম্পর্ক জেনে ফেলায় প্রেমিকাকে সঙ্গে নিয়ে স্ত্রীকে পুড়িয়ে খুন, দগ্ধ কন্যাও

Image
কাটোয়া: অবৈধ সম্পর্ক জেনে ফেলায় প্রেমিকাকে সঙ্গে নিয়ে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বাদ যায়নি শিশুকন্যাও। তাকে গুরুতর দগ্ধ অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে পূর্বস্থলী থানার মুকসিমপাড়া পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর গ্রামে। মৃতার নাম ঊর্মিলা বিবি(২১)। নৃশংস এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনার পর মৃতার স্বামী মহিবুল ও তার বোন জ্যোৎস্না বিবিকে আটক করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে পূর্বস্থলী থানার জয়কৃষ্ণপুর গ্রামে ঊর্মিলা ও তাঁর ন'মাসের শিশুকন্যা সুহানা খাতুনকে অগ্নিদগ্ধ অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। রাতেই ঊর্মিলা মারা যান। আর শিশুকন্যার শরীরের একাধিক অংশ পুড়ে গিয়েছে। ঊর্মিলার পরিবারের লোকেদের অভিযোগ, মহিবুল তার প্রেমিকা ও বোনকে সঙ্গে নিয়ে ঊর্মিলাকে পুড়িয়ে মেরেছে। পাশাপাশি শিশুকন্যাকেও মেরে ফেলার চেষ্টা করে। স্থানীয়রা অভিযোগ করেন, অগ্নিদগ্ধ ঊর্মিলা তার শিশুকন্যাকে নিয়ে বাঁচার জন্য চিৎকার করছিল। কিন্তু তাঁর দু'টি পা মহিবুল ও তার প্রেমিকা এবং ব

বাড়ছে বিচ্ছেদের হার, প্রতি ঘণ্টায় ৫টি করে ডিভোর্স

Image
সৌদি আরবে আচমকাই বিবাহ বিচ্ছেদের ধূম। গত মাসে ১০ হাজার বিয়ে হলেও, তালাকের ঘটনা প্রায় ৫ হাজার। সমাজবিজ্ঞানীদের মতে, সৌদির মহিলারা এখন অনেকটাই স্বাধীন। রিয়াদ: সৌদি আরবে আচমকাই বিবাহ বিচ্ছেদের ধূম। গত মাসে ১০ হাজার বিয়ে হলেও, তালাকের ঘটনা প্রায় ৫ হাজার। সমাজবিজ্ঞানীদের মতে, সৌদির মহিলারা এখন অনেকটাই স্বাধীন। বিচ্ছেদের ব্যাপারে তারা একাই সিদ্ধান্ত নিতে পারছেন। জেনারেল অথোরিটি অফ স্ট্যাটিকটিক্সের রিপোর্টে সম্প্রতি দেখা গিয়েছে, প্রত্যেকদিন প্রায় ১২৭টি বিবাহ বিচ্ছেদের মামলা হয় ৷ অথার্ৎ প্রতি ঘণ্টায় ৫টি করে ডিভোর্স মামলা ৷ রিপোর্টে বলা হয়েছে, গত এক বছরে ১৫৭০০০ বিবাহ কোর্টে রেকর্ড করা হয়েছে ৷ অথচ ইতিমধ্যেই ৪৬,০০০ ডিভোর্সেরজন্য আবেদন করা হয়েছে ৷ গত বছর অবশ্য বিবাহ বিচ্ছেদের সংখ্যা তার আগের বছরের থেকে অনেকটাই কম ছিল ৷ গত বছর তাবুক ও ইস্টার্ন প্রভিন্সে সব চেয়ে বেশি বিবাহ বিচ্ছেদর মামলা দায়ের হয়েছিল ৷

আন্দামান-কলকাতা জাহাজ চলাচল বন্ধ

Image
মিলছে না জাহাজ। ফলে, প্রায় এক মাসের উপর আন্দামানের পোর্ট ব্লেয়ার এবং কলকাতার মধ্যে যাত্রীবাহী জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ। বানভাসি কেরালার চিন্তা বাতিল করে যাঁরা সমুদ্রপথে আন্দামান দ্বীপপুঞ্জে যেতে চাইছিলেন, তাঁদের জন্য আপাতত আশার খবর নেই। উল্টে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার কর্তাদের হুঁশিয়ারি, কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের উদাসীনতায় হয়তো আন্দামান-কলকাতার মধ্যে জাহাজ পরিষেবা চিরতরেই স্তব্ধ হয়ে যেতে পারে। তাতে সবথেকে বেশি ক্ষতি বাংলারই। কলকাতা ব্রাত্য থাকলেও চেন্নাই-আন্দামানের মধ্যে নিয়মিত জাহাজ চলাচল করছে। সুতরাং, এই কাণ্ডটিকে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা হিসাবেও দেখছেন অনেকে। দীর্ঘদিন ধরেই কলকাতা এবং আন্দমানের পোর্ট ব্লেয়ারের মধ্যে যাত্রীবাহী জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করে শিপিং কর্পোরেশন। কয়েক বছর আগেও এই রুটে মোট তিনটি জাহাজ চলত- এমভি আকবর, এমভি হর্ষবর্ধন এবং এমভি নিকোবর। আকবর দু'বছর আগে থেকেই বন্ধ। আপাতত চেন্নাইয়ে অকেজো অবস্থায়। বয়সও ৪৫ বছর পেরিয়ে গিয়েছে। গত এপ্রিলে মেয়াদ পেরিয়ে যাওয়া হর্ষবর্ধনকে বিক্রি করে দিয়েছে শিপিং কর্পোরেশন। সেটা এখন কলম্বোতে স্ক্র্যাপ করার কাজ চলছে। সবেধন নীলমনি ছিল

ভূস্বর্গে চলছে এনকাউন্টার! হত লস্কর নেতা, ফাঁদে আরও ২

Image
এনকাউন্টার চলছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরে। নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে এক লস্কর সন্ত্রাসবাদীর। হাজিন এলাকায় ফাঁদে ফেলে বন্দি করার চেষ্টা চলছে আরও ২ সন্ত্রাসবাদীকে।  বৃহস্পতিবার সকালে ভূস্বর্গের বান্দিপোর জেলায় লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলি বিনিময় শুরু হয়। সন্ত্রাসবাদীরা কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের উপর গুলি চালাতে শুরু করলে পাল্টা গুলি চালান জওয়ানরা। দু পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গুলিবিনিময়। গুলিবিদ্ধ হয়ে এক লস্কর সন্ত্রাসবাদীর মৃত্যু হয়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, 'অভিযান এখনও চলছে। সন্ত্রাসবাদীদের ঘিরে ফেলতে ঘটনাস্থলে আরও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে।' 

মা হতে চেয়েছিলেন! 'প্রেম' বাঁচিয়ে রাখতে স্ত্রী-কেই সরিয়ে দিলেন স্বামী

Image
মা হতে চেয়েছিলেন স্ত্রী। আর সেই কারণেই স্ত্রীকে গলা টিপে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ভাঙড়ে। মৃতের নাম তানজুরা খাতুন। কিন্তু মা হতে চাওয়ার জন্য কেন গৃহবধূ তানজুরাকে খুন হতে হল? তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভাঙড়ের কাশীপুরে স্বামী রাকিবুল মোল্লার সঙ্গে থাকতেন তানজুরা। বছর ছয়েক আগে রাকিবুল মোল্লার সঙ্গে বিয়ে হয় তানজুরার। কিন্তু বিয়ের পর ৬ বছর পেরিয়ে গেলেও তানজুরার কোনও সন্তান হয়নি। সম্প্রতি মা হতে চেয়েছিলেন তানজুরা। স্বামী রাকিবুল মোল্লাকে জানিয়েওছিলেন সেকথা। অভিযোগ, তারপরই তানজুরাকে শ্বাসরোধ করে খুন করে রাকিবুল। কারণ, জানা গেছে, রাকিবুল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তাই স্ত্রী-র মা হওয়ার ইচ্ছেকে ভালো মনে মেনে নিতে পারেনি সে। সন্তান হলে 'বিড়ম্বনা' আরও বাড়বে। এমনটাই মনে হয়েছিল রাকিবুলের। আর তাই 'পথের কাঁটা' সমূলে উপড়ে ফেলার জন্য স্ত্রী তানজুরাকে খুনের সিদ্ধান্ত নেয় সে। তানজুরার বাপের বাড়ির তরফে অভিযোগ, বিয়ের পর প্রথম প্রথম সম্পর্ক ভালোই ছিল। কিন্তু তারপরই রাকিবুল অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। আর তারপর থেক

বস্তাবন্দি হাত-পা-মুণ্ডহীন দেহ! অন্তর্বাসের স্টিকার দেখে মিলল ব্যাঙ্ককর্মীর পরিচয়

Image
ব্যাঙ্কের লোন রিকভারি এজেন্টের বস্তাবন্দি মুণ্ডহীন দেহ মিলল হাওড়ার ডোমজুড়ে। মৃতের নাম পার্থ চক্রবর্তী। অভিযোগ, ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে খুন করা হয়েছে পার্থ চক্রবর্তীকে। তবে কী কারণে তাঁকে খুন করা হয়েছে, তা নিয়ে ধন্দে পুলিস। জানা গেছে, নিহত পার্থ চক্রবর্তী বন্ধন ব্যাঙ্কের কর্মী। হাওড়ার সলপের বন্ধন ব্যাঙ্কে লোন রিকভারি বিভাগে কাজ করতেন তিনি। প্রতিদিনের মত বুধবারও ব্যাঙ্কে এসে লোন রিকভারির কাজে বেরন পার্থ চক্রবর্তী। এরপরই বেলা ৩টে নাগাদ উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত দেহ। হাওড়ার ডোমজুড়ের মাকরদহে রাস্তার ধারে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। বস্তা খুলতেই তার ভিতর পার্থ চক্রবর্তীর মুণ্ডহীন দেহ মেলে। সঙ্গে সঙ্গেই পুলিসে খবর দেওয়া হয়। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিস জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে পার্থ চক্রবর্তীকে খুন করে আততায়ী। তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। খুনের পর হাত, পা, মাথা কেটে রেখে দেহ বস্তাবন্দি করে দুষ্কৃতী। এমনকি পরিচয় লুকোতে গায়ের তিলও কেটে নেয় খুনি। অন্তর্বাসে লেগে থাকা দোকানের স্টিকার দেখে শনাক্ত করা

বাড়ির অমতে জামাইবাবুকে বিয়ে, যুবতীর চুল কেটে শাস্তি সত্‌মার

Image
বাড়ির অমতে জামাইবাবুকে বিয়ে করায় যুবতীর মাথার চুল কেটে শাস্তি দেওয়ার অভিযোগ উঠল সৎমা-সহ দু'জনের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লি এলাকায়। ঘটনায় অসুস্থ অবস্থায় ওই যুবতী প্রিয়াঙ্কা সিংহ ভর্তি রয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ওই দিনই ওই যুবতীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৎমা বিশাখা করকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লি এলাকার বাপুজি কলোনি বাসিন্দা প্রিয়াঙ্কা। তাঁর বাবা রতন কর পেশায় ব্যবসায়ী। তাঁর দুই স্ত্রী রয়েছেন এবং তাঁরা এক বাড়িতেই থাকেন। তাঁদের তিন ছেলে–মেয়ে রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজারের যদুপুর গ্রামের বাসিন্দা স্বপন সিংহের সঙ্গে বিয়ে হয় রতনবাবুর বড় মেয়ের। তাঁদের দুই ছেলেমেয়ে রয়েছে। অভিযোগ, পারিবারিক কারণে স্বপন প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন। তার পরেই স্বপন বছর খানেক আগে বিয়ে করেন প্রিয়াঙ্কাকে। ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ হয়। এমনকি, ওই যুবতীর সঙ্গে

দিঘায় ভাইদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে গেল কলেজছাত্র

Image
এই ঘাটেই দুর্ঘটনাটি ঘটে, সকাল ৭টা বাজতে না বাজতেই দিঘার সৈকতে গিয়ে হাজির হয় ৩ ভাই। পরিবারের সঙ্গে আনন্দভ্রমণ মুহূর্তে বদলে গেল বিষাদে। বৃহস্পতিবার সকালে দিঘার সমুদ্রে ভাইদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কলেজ ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম বিশাল জয়সওয়াল। বয়স ১৯ বছর। উত্তর ২৪ পরগনার ইছাপুরের বাসিন্দা মহেন্দ্র জয়সওয়াল। তাঁরই ছেলে বিশাল। বুধবার বিকালে পরিবারের সবার সঙ্গে দিঘা বেড়াতে আসে বিশাল। বাবা, মা, কাকা, ভাই, বোন- দলে মোট ৭ জন ছিল। বিশালের সঙ্গেই দিঘায় আসে তার ২ ভাই শঙ্কর জয়সওয়াল ও বিজয় জয়সওয়াল। সমবয়সী সব ভাই-বোনেরা। দিঘায় পৌঁছেই আনন্দ মজায় মেতে ওঠে সবাই মিলে। বুধবার রাতেই ৩ ভাই মিলে পরিকল্পনা করে বৃহস্পতিবার সকালে ভাইয়েরা একসঙ্গে সমুদ্র স্নানে যাবে। যেমন ভাবা তেমন কাজ। এদিন সকালে ঘুম থেকে উঠে আর দেরি করেনি বিশাল, বিজয়, শঙ্কর। সকাল ৭টা বাজতে না বাজতেই দিঘার সৈকতে গিয়ে হাজির হয় ৩ ভাই। ওল্ড দিঘার একনম্বর ঘাটে স্নান করতে নামে ৩ জনে। কিছুক্ষণ পরই ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যায় ৩ জনই। সমুদ্রে ৩ যুবককে তলিয়ে যেতে দেখে, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন নুলিয়ারা। উদ্ধারকাজে হাত লাগান বিপর্যয় মোকাবিলা দল

কম্পিউটারে অ্যানড্রয়েড অ্যাপ চালাবেন কীভাবে?

Image
আজকাল সবার পকেটেই একটি বা একাধিক অ্যানড্রয়েড ফোন রয়েছে। আর অ্যানড্রয়েড প্লে স্টোরে রয়েছে কয়েক লক্ষ অ্যাপ। প্রতিদিন আমরা সেই অ্যাপগুলি ব্যবহার করে থাকি। এই সব অ্যানড্রয়েড অ্যাপ কম্পিউটারে চালানোর স্বপ্ন দেখেন অনেক গ্রাহক। কিন্তু কম্পিউটারে আলাদা অপারেটিং সিস্টেম চলার কারণে অ্যানড্রয়েড অ্যাপ চালানো সম্ভব হয়ে ওঠে না। তবে কম্পিউটারে অ্যানড্রয়েড অ্যাপ চালানো অসম্ভব কোন কাজ নয়। Chrome ব্রাউজারে 'App Runtime for Chrome (ARC) project' এর মাধ্যমে যে কোন ডেস্কটপ কম্পিউটারে অ্যানড্রয়েড অ্যাপ চালানোও যাবে। শুরুতে শুধুমাত্র ডেভেলপারদের জন্য সীমিত থাকলেও এখন যে কেউ এই অ্যাপ ডাউনলোড করে কম্পিউটারে অ্যানড্রয়েড অ্যাপ চালাতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে Chrome ব্রাউজারে অ্যানড্রয়েড অ্যাপ চালাবেন। শুরুতেই যা জেনে নেওয়া প্রয়োজন: একসাথে একটি অ্যাপ লোড করা যাবে। অ্যাপ এর উপরে নির্ভর করে সেই অ্যাপ এর লে আউট সিলেক্ট করতে হবে (পোট্রট অথবা ল্যান্ডস্কেপ)। গ্রাহক ফোন না ট্যাবলেট মোডে অ্যাপ চালাতে চান তা জানাতে হবে। গ্রাহককে অবশ্যই লেটেস্ট ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। এই টুলে Android 4.4 ভার্সান

মহার্ঘ ভাতা বাড়াল কেন্দ্র, বাড়ল বেতন বৈষম্য

Image
সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও ২ শতাংশ বাড়ল। পেনশন প্রাপকরাও এই বাড়তি সুবিধা পাবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার এই প্রস্তাব অনুমোদন করেছে। চলতি বছরের ১ জুলাই থেকে এই বাড়তি মহার্ঘ ভাতা কার্যকর হবে। আর এর ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনের ফারাক বেড়ে গেল আরও খানিকটা। বাড়ল মহার্ঘ ভাতার ফারাকও। মহার্ঘ ভাতা ১২৫ শতাংশে পৌঁছে যাওয়ায় ২০১৬ সালের ১ জানুয়ারি কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন কার্যকর করে। নতুন বেতন কমিশনের বর্ধিত বেতনের উপরে ২০১৬ সালের ১ জুলাই ২ শতাংশ মহার্ঘ ভাতা দেয় কেন্দ্র। বিরোধী রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির হিসেব অনুযায়ী, ওই ২ শতাংশ মহার্ঘ ভাতা কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) অনুসারে ৭ শতাংশের সমতুল। ২০১৭ সালের ১ জানুয়ারি ফের ২ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করে কেন্দ্র, যা সিপিআই ৪ শতাংশের সঙ্গে তুলনীয়। ওই বছরের ১ জুলাই ১ শতাংশ মহার্ঘ ভাতা বা সিপিআই ইনডেক্স অনুসারে ৩ শতাংশের তুলনীয় মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়। ২০১৮ সালের ১ জানুয়ারি ২ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা

‘হাই, ইট’স ইওর মোমো!’, স্ক্রিনের দিকে তাকিয়েই চমকে উঠলেন ডাক্তারি পড়ুয়া

Image
ভোর সাড়ে ৬ টায় হোয়াটসঅ্যাপের শব্দে ঘুমটা সামান্য পাতলা হয়ে এসেছিল মেহেদি হাসান মোল্লার। মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে নিমেষে উবে গেল ঘুম। মেসেজে লেখা, ''হাই, ইট'স ইওর মোমো!'' ক'দিন ধরে সংবাদমাধ্যমে মোমো নিয়ে প্রচুর খবর। সেই মোমোর মেসেজ সটান তাঁর মোবাইলে, দেখে বিশ্বাস হচ্ছিল না মেহেদির। ভেবেছিলেন, বন্ধুরা কেউ ঠাট্টা করছেন। গোসাবার ওই যুবক ডাক্তারি পড়েন কল্যাণীর জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে। মেহেদি পাল্টা লেখেন, ''হু ইজ দিস?'' উত্তর মেলে, ''আই অ্যাম ইওর ফ্রেন্ড।'' মেহেদি জানতে চান, কোথা থেকে মেসেজ লেখা হচ্ছে? তাতে ইংরেজিতে উত্তর আসে, 'ফ্রম মুন!' এর পরেও বেশ কিছুক্ষণ চলতে থাকে মেসেজ আদান-প্রদান। এক সময়ে তাঁকে গেম খেলতে বলা হয়। মেহেদি ট্রু কলারে হোয়াটস অ্যাপ নম্বরটি খুঁজে দেখেন, সেটি নিউ ইয়র্কের নম্বর। এর পরেই আতঙ্কিত হয়ে পড়েন যুবক। নম্বরটি ব্লক করে দেন। সন্ধ্যায় কল্যাণী থানায় গিয়ে অভিযোগও দায়ের করেন। মেহেদি জানান, ওই নম্বর থেকে কে বা কারা বার-বার মেসেজ করে খেলা শুরু করার জন্য পীড়াপীড়ি করতে থাকে। মেহেদি জানতে চান, কী ভাবে ত

সব নোট ঘরে এল, কালো টাকা কই!

Image
বাইশ মাস আগে বাতিল হওয়া ৫০০ ও ১০০০ টাকার নোট গোনা শেষ করে রিজার্ভ ব্যাঙ্ক জানাল, বাতিল নোটের ৯৯.৩ শতাংশই ফিরে এসেছে তাদের ঘরে। যার মোট মূল্য প্রায় ১৫.৩১ লক্ষ কোটি টাকা। বাকি ১০,৭২০ কোটি টাকারও যে হদিশ নেই এমন নয়। তার বেশির ভাগটাই আছে নেপাল ও ভুটানে। সেখান থেকে বাতিল নোট ফেরত নেয়নি দিল্লি। অথচ ২০১৬ সালের ৮ নভেম্বর রাত আটটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দির কথা ঘোষণা করার পরে সরকার ও শাসক দল দাবি করেছিল, কালো টাকা ও জাল নোটের মোকাবিলায় এ নাকি মোক্ষম দাওয়াই। এ ছাড়া, নগদের ব্যবহার কমে দেশ এগিয়ে যাবে ডিজিটাল লেনদেনের পথে। বন্ধ হবে সন্ত্রাসে আর্থিক মদত। বাইশ মাস পরে দেখা যাচ্ছে, বাজারে নগদ সেই আগের মতোই। ডিজিটাল লেনদেন তেমন বাড়েনি। আর প্রায় সব বাতিল নোটই ঘরে ফিরে বুঝিয়ে দিল, অন্তত এই অস্ত্রে কালো টাকা ও জাল নোট নিধন করা যায়নি। মাঝখান থেকে বড় ধাক্কা খেল অর্থনীতি। যার মাসুল গুনলেন আমজনতা। কমল আর্থিক বৃদ্ধির হার। রিজার্ভ ব্যাঙ্কের হিসেব অনুযায়ী নোটবন্দির আগে বাজারে প্রায় ১৫.৪১ লক্ষ কোটি টাকা মূল্যের ৫০০, ১০০০ টাকার নোট ছিল। সরকার অবশ্য সংসদে জানিয়েছিল, বাতিল নোটের মূল্য ১৫.৪৪ লক্ষ কোটি

মায়ের মোটা চালেই চ্যাম্পিয়ন জলপাইগুড়ির স্বপ্না

Image
লড়াকু: জাকার্তায় স্বপ্না। বুধবার। প্রায় দেড় দশক আগের কথা। জলপাইগুড়ি এলাকার কয়েকটি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিয়ে স্পোর্টস হয়েছিল পাতকাটার মাঠে। সব ক'টি স্কুলের মধ্যে হাইজাম্পে প্রথম হওয়া ছাত্রীর নাম ছিল স্বপ্না বর্মন। দৌড়ের সেই শুরু। তার পর ছুটতে ছুটতে ছুটতে বুধবার সন্ধ্যায় আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেললেন জলপাইগুড়ি শহর লাগোয়া পাতকাটা ঘোষপাড়ার মেয়ে স্বপ্না। মা বাসনাদেবীর কানে এখনও ভাসে স্বপ্নার প্রথম দিকের কোচেদের কথা: আরও বেশি করে ডিম, কলা, ফল খাওয়াতে হবে। নিয়মিত মাংসের স্টু! ভ্যানচালক বাবা পঞ্চাননবাবু তত দিনে শয্যাশায়ী। মা চা বাগানে ঠিকে কাজ করে সংসার টানেন। বাড়িতে আমিষ পদ ছিল তাই স্বপ্নের মতো। বাসনাদেবীর কথায়, "মোটা চালের ভাত, ডাল, শাকই বেশি করে দিতাম। এই খেয়েই তো মেয়ে একের পর এক মেডেল জিতল।" স্বপ্নার কোচেদের বক্তব্য, যে সিদ্ধান্ত খেলা পাগল ছোট্ট মেয়েটির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, তা হল সাইয়ের ক্যাম্পে পাঠানো। সাইয়ে সুযোগ পাওয়ার পরে পরিবারের সদস্যদের কয়েক জন আপত্তি করেছিলেন। কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন মা। সেখান থেকেই স্বপ্নার সোনার দৌড় শুরু। কখনও রাজ্য, কখনও বা দ

মাটি কাঁপলে ঘোর বিপদ শহরের

Image
ভূকম্পে সবচেয়ে ক্ষতি হতে পারে নিউ টাউন-রাজারহাট এলাকার বহুতলগুলির।  'জেড প্লাস' ক্যাটেগরির বেড়াজাল টপকে হামলাকারীরা ঢুকতে পারবে না ঠিকই, কিন্তু কলকাতার মাটি কেঁপে উঠলে বিপদ ঘনাতে পারে কালীঘাটে! এমনই বলছে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রক ও খড়্গপুর আইআইটি-র রিপোর্ট। কলকাতায় ভূমিকম্প হলে কোন কোন এলাকা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তা জানতে আইআইটি-র ভূতত্ত্ববিদদের দিয়ে সমীক্ষা করিয়েছিল ভূবিজ্ঞান মন্ত্রক। তার রিপোর্টও প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা কিন্তু বিপদ-বলয়ের মধ্যেই রয়েছে। তবে ভূকম্পে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে রাজারহাট-নিউ টাউন এলাকা। এ শহরের মাটি কেঁপে উঠলে শ্যামবাজারের নেতাজি মূর্তিও অক্ষত থাকবে না বলেই আশঙ্কা ভূবিজ্ঞানীদের। ভূমিকম্প হলে কলকাতার কতটা ক্ষতি হতে পারে, তা নিয়ে সমীক্ষা করেছেন খড়্গপুর আইআইটি-র ভূতত্ত্ব ও ভূপদার্থবিদ্যার অধ্যাপক শঙ্করকুমার নাথের নেতৃত্বে থাকা এক দল গবেষক। সেই প্রকল্পের বিভিন্ন পর্যায়ে যুক্ত ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়, শিবপুর আইআইইএসটি এবং রাজ্যের বিজ্ঞান-প্রযুক্তি পর্ষদও। ভূকম্প হলে এ দেশে কোন এলাকায়

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হামলা আমডাঙায়, হত তিন

Image
নিহত নাসির হালদারের শোকার্ত ছেলে-মেয়ে। বুধবার আমডাঙায়। গ্রামের আনাচ-কানাচ থেকে ভেসে আসছে মহিলাদের একটানা কান্নার সুর। পুরুষেরা সবাই বাড়িছাড়া। পথে পা ফেলতে হচ্ছে সাবধানে, পাছে বোমায় পা পড়ে! জায়গায় জায়গায় গুলির খোল, বোমার সুতলি প়ড়ে। মাটির দেওয়ালে টাটকা রক্তের দাগ। বুধবার সকালে এমনই চিত্র ছিল উত্তর ২৪ পরগনার আমডাঙার বইচগাছির।     মঙ্গলবার সন্ধের এই এলাকাতেই বোমা-গুলির লড়াই চলেছে কয়েক ঘণ্টা ধরে। আতঙ্কিত মহিলার বলছেন, শুধু বোমাই পড়েছে হাজারখানেক। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলে আক্রমণ। বুধবার পঞ্চায়েতে বোর্ড গঠন বানচাল করতেই হামলা চালিয়েছে শাসক শিবির, অভিযোগ বিরোধীদের। পাল্টা অভিযোগ জানাচ্ছে তৃণমূল। প্রাণ গিয়েছে ৩ জনের। পুলিশ জানায়, নিহতদের নাম নাসির হালদার (৩৩), কুদ্দুস গনি (৪৬), মোজাফ্‌ফর আহমেদ (৪০)। প্রথম দু'জন তাঁদের দলের কর্মী বলে জানিয়েছে তৃণমূল। অন্য জন সিপিএমের। সংঘর্ষে জখম দু'পক্ষের দশ জন ভর্তি বারাসত জেলা হাসপাতাল ও আরজিকরে। ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  এ দিন মৃত কর্মীদের দেহ নিয়ে গ্রামে যান তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। ৬ সেপ্টেম্বর এলাকায় মিছিল ও সভা

যন্ত্রণা জিতেই সোনার মেয়ে স্বপ্না

Image
বাংলার সোনার মেয়েকে বাধ্যতামূলক ডোপ টেস্টে নিয়ে যাওয়ার জন্য যখন ডাকাডাকি হচ্ছে, তখনও জার্কাতায় ফোনের ও-প্রান্তে থাকা স্বপ্না বর্মণ হাঁফাতে হাঁফাতে বলে চলেছেন, ''এশিয়াডের এই পদকটার জন্য আমি অ্যাথলেটিক্স জীবনকে বাজি রেখেছিলাম। শরীরের এত জায়গায় এত চোট-আঘাত ছিল যে ধরেই নিয়েছিলাম, এটাই জীবনের শেষ টুর্নামেন্ট হবে। যা করার এখানেই করতে হবে। আমার স্বপ্ন সার্থক।'' ব্যাঙ্কক এশিয়াডে জ্যোতির্ময়ী শিকদার জোড়া সোনা জিতেছিলেন। ২০০২ সালে বুসানে সোনা পান সরস্বতী দে। ১৬ বছর পরে ফের বাংলায় সোনার আলো। তা-ও আবার হেপ্টাথলনের মতো কঠিনতম ইভেন্টে। ভারতীয় অ্যাথলেটিক্সের ইতিহাসে কোনও অ্যাথলিট যে গৌরব ছুঁতে পারেননি, তা-ই ছুঁয়ে ফেললেন স্বপ্না। চমকে দেওয়া ফল করেছেন তিনি। টপকে গিয়েছেন জীবনে প্রথম বার ৬০০০ পয়েন্টের মাইলস্টোন। জার্কাতায় সাতটি ইভেন্টে ৬০২৬ পয়েন্ট তাঁর। ''আমার কাছেও এটা অবিশ্বাস্য ফল। গত রাতেও ভাবিনি এত পয়েন্ট পাব। বলতে পারেন ছ'হাজার পয়েন্ট সোনার চেয়েও দামী। শরীরের চারটে জায়গায় চোট ছিল। প্রতি মুহূর্তে যন্ত্রণা হচ্ছিল গোড়ালি, হাঁটু, কোমরে। রাতে দাঁতের ব্যথায় ঘুমোতে পারিনি। কী