ফ্রি নেটফ্লিক্স অফার আনল এয়ারটেল


গ্রাহক টানতে আবার চমক এয়ারটেলের। গ্রাহকদের জন্য তিন মাসের ফ্রি নেটফ্লিক্স অফার নিয়ে হাজির এই টেলিকম সংস্থা। তবে এই সুবিধা পেতে হলে আপনাকে হতে হবে পোস্টপেইড গ্রাহক। তারজন্য নির্দিষ্ট প্ল্যান রয়েছে। সেই প্ল্যান নিলে এয়ারটেল গ্রাহকরা সরাসরি এয়ারটেল অ্যাপের মাধ্যমেই নেটফ্লিক্সে যেতে পারবেন। তিনমাস টানা ফ্রি দেখার সুযোগ পাবেন। পরে সেটি রাখতে চাইলে এই একই ভাবে এয়ারটেল অ্যাপের মাধ্যমে নেটফ্লিক্সের যেকোনও ওয়েবসিরিজ দেখতে পারবেন তাঁরা। যে টাকা বিল হবে সেটি অপনার ফোনের বিলের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

এয়ারটেল টিভিতেও নেটফ্লিক্স দেখার সুযোগ পাওয়া যাবে। এই সুবিধা পেতে গেলে ভি ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান সাবক্রাইবার হতে হবে আপনাকে। এয়ারটেল টিভি অ্যাপের মাধ্যমেও নেটফিক্স দেখার সুযোগ পাবেন তাঁরা। 
ভারতী এয়ারটেলের সিইও গোপাল ভিট্টল বিবৃতি দিয়ে জানিয়েছেন, নেটফ্লিক্সের সঙ্গে এই মর্মে চুক্তি করেছে তাঁর সংস্থা। নেটফ্লিক্সের পক্ষ থেকেও এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে।