Posts

Showing posts from March 9, 2019

'আম্মা' জয়ললিতা নেই, এখন মোদীকেই 'আপ্পা' বানিয়েছে তামিলনাড়ু

Image
তামিলনাড়ুতে কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন এআইএডিএমকে নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা। তবে আম্মা প্রয়াত হলেও নতুন আপ্পা অর্থাত পিতা খুঁজে নিয়েছে তামিলনাড়ু। সেরাজ্যের ক্ষমতাসীন এআইএডিএমকে সরকারের মন্ত্রী কেটি রাজেন্তিরা বালাজি বলছেন, এখন মোদীই তাঁদের আপ্পা মানে পিতার মতো। তামিনলাড়ুর শ্রীভিল্লিপুতুরের বীরুতুনগর জেলায় এক সভায় বালাজি বলেছেন, আম্মার মৃত্যুর পরে মোদীজি পিতার মতো এআইএডিএমকে-র পথপ্রদর্শকের কাজ করেছেন। তাঁর কথায়, অবশ্যই মোদীজি এখন আমাদের পিতা। তবে তিনি শুধু আমাদের পিতাই নন, দেশেরও পিতা। আর সেজন্যই এআইএডিএমকে বিজেপির সঙ্গে জোট করেছে বলে তিনি বুঝিয়ে দিয়েছেন। ২০১৪ সালের নির্বাচনে জয়ললিতা মোদী কড়া বিরোধিতা করেছিলেন। তাঁর দাবি ছিল, ততকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী তথা প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর চেয়ে ভালো উন্নয়ন তিনি তামিলনাড়ুতে করেছেন। সেই প্রচারের ফলে তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে ৩৭টিতে জয়ললিতার দল এআইএডিএমকে জয় পায়। তবে ২০১৬ সালে জয়ললিতার প্রয়াণের পর এআইএডিএমকে-র কাছাকাছি আসে বিজেপি। আর এবার জোট করে লোকসভা নির্বাচনে লড়তে চলেছে দুই দল।

প্রচণ্ড মারধর, বিবস্ত্র করে ব্লেড দিয়ে চিরে দেওয়া হল কিশোরীকে

Image
রাস্তায় একটি কিশোরীকে পিটিয়ে সম্পূর্ণ বিবস্ত্র করার পর তার শরীর ব্লেড দিয়ে কাটাছেঁড়া করে এক মাদকাসক্ত যুবক। যখন রক্তে ভেসে যাচ্ছে কিশোরী, তখন তার ভিডিয়োও তোলা হয়। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের গাঁধী নগর এলাকায়। বৃহস্পতিবার। ১৬ বছর বয়সী কিশোরীর আর্তনাদ শুনে পথচারীরা ছুটে এসে তাকে বাঁচান। মাদকাসক্ত ওই যুবককে গণপ্রহারের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শিশু নিগ্রহের দায়ে ধৃত যুবকের বিরুদ্ধে 'পস্কো' আইনে মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, হায়দরাবাদের যে এলাকায় এই ঘটনা ঘটেছে, সেখানে অনেকগুলি স্কুল, কলেজ রয়েছে। রয়েছে বেশ কয়েকটি ছাত্রাবাসও। ওই ছাত্রদের একাংশের সঙ্গে মেলামেশা ছিল নিগৃহীত কিশোরীর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ছাত্রদের একাংশের মধ্যে মাদক সেবনের অভিযোগ অনেক দিনের। এর আগেও তাঁরা এ ব্যাপারে বিভিন্ন ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন।

আকাশে বিমান, শিশু পর্নোগ্রাফিতে মজে থাকার দায়ে ভারতীয় পাইলট গ্রেফতার আমেরিকায়

Image
বিমান যখন আকাশে, তখন আর কোনও দিকে খেয়াল না রেখে শিশু পর্নোগ্রাফির অ্যাপ ডাউনলোড করে তাতেই মজে গিয়েছিলেন এক ভারতীয় পাইলট। দিল্লি থেকে ওড়া সেই বিমানটি সানফ্রান্সিসকোয় নামার সঙ্গে সঙ্গেই যাত্রীদের সামনে হাতক়ড়া পরানো হয় পাইলটকে। গ্রেফতার করা হয়। মুম্বইয়ের ওই পাইলটের পাসপোর্ট আটক করা হয়। বাতিল করা হয় ভিসা। তার পর ওই পাইলটকে অন্য একটি বিমানে চাপিয়ে দিল্লি পাঠানো হয়। সোমবারের ঘটনা। মুম্বই বিমানবন্দর সূত্রের খবর, ৫০ বছর বয়সী ওই পাইলট ফার্স্ট অফিসার ছিলেন বিমানের। দিল্লি ও মুম্বই থেকে তিনি বহু বার বিমান উড়িয়ে নিয়ে গিয়েছেন আমেরিকায়। তবে আর কোনও দিনই ওই পাইলটকে আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না বলে মার্কিন ব্যুরো অফ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটকশন্সের তরফে ভারতকে জানিয়ে দেওয়া হয়েছে। শুধু এক দিনের ঘটনার প্রেক্ষিতেই যে ওই ভারতীয় পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নয়। মুম্বই বিমানবন্দর সূত্রের খবর, গত দু'মাস ধরেই ওই পাইলটের উপর নজর রাখছিল মার্কিন ব্যুরো অফ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটকশন্স। বিমান চালানোর সময় শিশু পর্নোগ্রাফির অ্যাপ ডাউনলোড করা আর তা তারিয়ে তারিয়ে উপভোগ করার অভিযোগ অনেক দিন

হাজার কেজি বিস্ফোরক বোঝাই ম্যাটাডর আটক টালায়, ধৃত ২

Image
এই সব চটের বস্তায় প্রায় এক হাজার কেজি পটাশিয়াম নাইট্রেট ছিল।  টালা ব্রিজের কাছে বিস্ফোরক বোঝাই একটি ম্যাটাডর আটক করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স  (এসটিএফ)। ওই ম্যাটাডরে ২৭টি চটের বস্তায় প্রায় এক হাজার কেজি পটাশিয়াম নাইট্রেট ছিল বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ওই গাড়ির চালক এবং খালাসিকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে, এত পরিমাণ বিস্ফোরক তারা কোথায় নিয়ে যাচ্ছিল? জেরায় সময়, এক এক রকমের মন্তব্য করছেন ধৃতেরা। তাঁদের বয়ানে অসঙ্গতি রয়েছে বলে পুলিশের দাবি। কোনও অসৎ উদ্দেশ্যেইওই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের। নিয়ে একটি ম্যাটাডর ওড়িশা থেকে বিটি রোড হয়ে উত্তর ২৪ পরগনার দিকে যাওয়ার কথা রয়েছে বলে জানতে পারে তারা। গভীর রাতে কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা ওই ম্যাটাডরটি টালা ব্রিজের কাছে আটক করে। গ্রেফতার করা হয় গাড়িচালক ইন্দ্রজিৎ ভুঁই এবং খালাসি পদ্মলোচন দে-কে। তাঁদের বাড়ি ওড়িশার বালেশ্বরে। ভোটের আগে বস্তায় করে এত পরিমাণ বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে খোঁজখবর করছেন গোয়েন্দারা। ইতিমধ্যে বেশ কিছু

নয়া পাকিস্তান গড়তে হলে সন্ত্রাসবিরোধী নয়া পদক্ষেপও জরুরি, ইমরান সরকারকে খোঁচা কেন্দ্রের

Image
দিল্লিতে সাংবাদিক বৈঠকে রবীশ কুমার।  সংঘাত এড়ানো গিয়েছে যদিও। তবে পুলওয়ামা নিয়ে টানাপড়েন অব্যাহত। তার মধ্যেই সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে ফের কড়া বার্তা ভারতের। নয়া পাকিস্তান গড়ার প্রতিশ্রুতি দিয়ে গত বছর সে দেশে ক্ষমতায় এসেছিলেন ইমরান খান। তাঁর সেই নির্বাচনী স্লোগান তুলে ধরেই পাকিস্তানকে খোঁচা দিয়েছে কেন্দ্রীয় সরকার। নয়া পাকিস্তান গড়তে হলে, পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধেও নয়া পদক্ষেপ করতে হবে বলে জানিয়েছে। পুলওয়ামা পরবর্তী পরিস্থিতি নিয়ে শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার। সেখানে ইমরান খানের নির্বাচনী স্লোগান তুলে ধরে তিনি বলেন, ''নয়া চিন্তা-ভাবনাকে আশ্রয় করে নয়া পাকিস্তান গড়ে উঠছে বলে দাবি ওদের। তাই যদি হয়, তাহলে দেশের মাটিতে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধেও নতুন করে পদক্ষেপ করতে হবে তাদের।'' দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পিছনে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হাত ছিল। ঘটনার পর পরই জইশ সেই দাবি করে। ভারতও সেই সংক্রান্ত নথিপত্র ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও হামলায় জইশের ভূমিকা অস্বীকার করে আসছে ই

লন্ডনে ৭৩ কোটি টাকার ফ্ল্যাটে থাকছেন নীরব মোদী

Image
  লন্ডন: দেশ ছেড়ে বিদেশে গা ঢাকা দিলেও বিলাসবহুল জীবনযাত্রায় কোনও ছেদ পড়েনি ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদীর৷ শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে 'ফেরার' নীরব মোদীকে লন্ডনের রাস্তায় স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে দেখা যায়৷ তারপরেই পলাতক হীরে ব্যবসায়ীর বিলাসবহুল জীবনযাত্রার কিছু তথ্য সংবাদমাধ্যমের হাতে আসে৷ লন্ডনে নীরব মোদী তিন কামরার একটি ফ্ল্যাটে থাকছেন৷ যেটির দাম ভারতীয় মুদ্রায় ৭৩ কোটি টাকা৷ এছাড়া ভিডিও ফুটেজে নীরব মোদীকে যে জ্যাকেট পড়ে থাকতে দেখা গিয়েছে সেটির দাম ৮ লক্ষ টাকা৷ নীরব মোদীকে লন্ডনের রাস্তায় দেখতে পান সাংবাদিকরা৷ এরপর হীরে ব্যবসায়ীকে ধাওয়া করেন তারা৷ লন্ডনের একটি সংবাদপত্রে নীরব মোদীকে নিয়ে একটি খবর প্রকাশ করেছে৷ যেখানে বলা হয়েছে, বিদেশের মাটিতে তিনি হীরের ব্যবসা শুরু করেছেন৷ নতুন অফিসও খুলেছেন৷ তবে নীরব মোদীর এই ফুটেজটি ভারতের মিডিয়ায় ভাইরাল হতেই মোদী সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হন বিরোধীরা৷ সবার আগে প্রতিক্রিয়া দেয় কংগ্রেস৷ ট্যুইট করে কংগ্রেস লিখেছে, মোদী সরকার নীরব মোদীকে খুঁজে বের করতে পারল না৷ কিন্তু টেলিগ্রাফ পত্রিকার

বিস্ফোরণ ষড়যন্ত্রে টার্গেট রাজ্য! টালা থেকে উদ্ধার ১০০০ কেজির বিস্ফোরক

Image
টালা ব্রিজে বিস্ফোরক বোঝায় গাড়ি উদ্ধার। গভীর রাতে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। ২৭টি চটের বস্তায় প্রায় হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃত দুজনকে শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হচ্ছে। বিস্ফোরক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলওয়ামার ভয়াবহ বিস্ফোরণের আবহ কাটতে না কাটতেই এবার কলকাতা। শুক্রবার গভীর রাতে শহরের উত্তরপ্রান্ত থেকে উদ্ধার প্রায় ১০০০ কেজি বিস্ফোরক। বিস্ফোরক একটি ম্যাটাডোরে রাখা ছিল। ২৭ টি চটের বস্তায় ছিল বিস্ফোরক। ট্রাকটি ওড়িশা থেকে এসেছিল বলে জানা গিয়েছে। ব্যারাকপুরের দিকে বিস্ফোরক নিয়ে যাওয়ার কথা ছিল, বলে পুলিশ সূত্রে খবূর। পুলিশের তরফে ধৃত ম্যাটাডরের চালক ও খালাসিকে জেরা করা হচ্ছে। দলবে আরও কারা রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

নীরব মোদীকে প্রত্যর্পণের আবেদন এখন ব্রিটেনের বিচারাধীন, জানাল বিদেশ মন্ত্রক

Image
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দুর্নীতির মূল চক্রী নীরব মোদী এতদিন অ্যান্টিগায় রয়েছেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু শুক্রবার চাঞ্চল্যকরভাবে তার দেখা মিলল লন্ডনের রাস্তায়। তার পরেই নড়েচড়ে বসল বিদেশ মন্ত্রক। শনিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এক সাংবাদিক সম্মেলনে জানান, সরকার জানে নীরব মোদী ব্রিটেনে রয়েছেন। তাকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এনিয়ে ব্রিটেনের কাছে আবেদন করা হয়েছে। গোটা বিষয়টি এখন ব্রিটিশ সরকারের বিবেচনাধীন। উল্লেখ্য, শুক্রবার ব্রিটেনের রাস্তায় দেখা যায় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩,৫০০ কোটি টাকা দুর্নীতির নায়ক নীরব মোদীকে। তাকে খুঁজে বের করেছে লন্ডনের দৈনিক দ্যা টেলিগ্রাফ। ওই দৈনিকের দাবি, লন্ডনের ওয়েস্ট এন্ড-এ একটি তিন কামরার বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন নীরব মোদী। সেই ফ্ল্যাটের ভাড়া মাসে ১৫ লাখ টাকারও বেশি। দ্যা টেলিগ্রাফ একটি ভিডিও টুইট করেছে। সেখানে নীরব মোদীর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন ওই দৈনিকের সাংবাদিক। কিন্তু কোনও জাবাব দেননি নীরব মোদী। নো কমেন্টস বলে এড়িয়ে যান। ২০১৮ সালের জানুয়ারিতে পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্কের দুর্নীতি সামনে আসার আগেই

গবেষণাগারে তৈরি হিরে আসল বলে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করতো মেহুল চোকসির কোম্পানি

Image
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দুর্নীতিতে অভিযুক্ত মেহুল চোকসির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। এক মার্কিন সংস্থার মতে মেহুল চোকসি সম্ভবত ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম হিরে বিক্রি করতো। মার্কিন যুক্তরাষ্ট্রে স্যামুয়েলস জুয়েলার্স নামে একটি দোকান চালান নীরব মোদীর মামা মেহুল চোকসি। সেখানে থেকে বিক্রি করা হয় ডিজাইনার হিরের গহনা। পঞ্জাব ব্যাঙ্ক কেলেঙ্কারিতে নাম জড়িয়ে দেশ ছাড়ার পর মেহুল চোকসির বিরুদ্ধে তদন্তের আদেশ দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। তদন্তে উঠে এসেছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের একটি ল্যাবরেটরিতে গোপনে কৃত্রিম হিরে তৈরি করতো মেহুল চোকসির ফার্ম স্যামুয়েলস জুয়েলার্স। তারপর সেইসব কৃত্রিম হিরেকে প্রাকৃতিক হিরে হিসেবে চালিয়ে দেওয়া হতো। মার্কিন তদন্তকারীদের তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। দেখা যাচ্ছে মেহুল চোকসির হিরেকে প্রাকৃতিক বা আসল বলে সার্টিফিকেট দেয় ইনডিপেন্ডেন্ট জেমলজিক্যাল ল্যাবরেটরি(আউজিএল)। তার পরেই সেই হিরে বাজারে বিক্রি করে স্যামুয়েলস জুয়েলার্স। কিন্তু এই আইজিএল-এর মালিক মেহুল চোকসির বোন ও কয়েকজন পরিচিত। ফলে হিসের মান নিয়েই এখন প্রশ্ন উঠছে। উল্লেখ্য, ২০১

১৩০ কোটি মানুষই আমার প্রমাণ, বায়ুসেনা অভিযান প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী

Image
বালাকোট অভিযানের ফলাফল নিয়ে প্রমাণ চাওয়ার জন্য বিরোধীদের সমানে তুলোধোনা করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আর এক ধাপ এগিয়ে জঙ্গি দমনে প্রতি দেশবাসীর সমর্থনকেই অভিযানের 'প্রমাণ' হিসেবে দাবি করে বসলেন তিনি। শুক্রবার গাজ়িয়াবাদে এসে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার পরেই বিরোধীদের আক্রমণ শুরু করেন মোদী। মনে করিয়ে দেন, বালাকোটে বায়ুসেনার অভিযান নিয়ে পাকিস্তানই প্রথম টুইট করেছিল। এবং তার পরেও অভিযানের কৃতিত্ব নিতে কোনও ঘোষণাই করেনি তাঁর সরকার। তাঁর প্রশ্ন, ''পাকিস্তান কি নির্বোধ (যে অকারণে এমন টুইট করবে)! দেশের ১৩০ কোটি মানুষই আমার প্রমাণ। দয়া করে পাকিস্তানকে খুশি করার চেষ্টা বন্ধ করুন।'' দেশবাসীকে 'প্রমাণ' হিসেবে তুলে ধরার যুক্তি হিসেবে মোদী উল্লেখ করেন, ২০০৮ সালে মুম্বই হামলার পরে তখনকার সরকার কিছুই করেনি। মানুষ যদি চাইতেন, আগামী দিনেও এমন হামলার পরে সরকার চুপ করে বসে থাকুক, তবে তাঁরা মোদীকে নির্বাচিত করতেন না। মোদীর প্রশ্ন, ''পুলওয়ামায় জঙ্গিরা ৪০ জন জওয়ানকে হত্যা করার পরে কি মোদীর চুপ করে বসে  থাকা উচিত ছিল? আগের সরকারের পথেই যদি চলতে হয়, মানু

জেনে নিন শনিবারের বাজার দর

Image
বিভিন্ন বাজারে এর মাঝে ঘোরাফেরা করছে সবজি থেকে মাছের দাম। বাজার যাওয়ার আগে জেনে নিন আপনার পকেট খরচের পরিমাণ। সবজি চন্দ্রমুখী আলু – ১৪টাকা প্রতিকিলো, জ্যোতি আলু – ১০টাকা প্রতিকিলো, পিঁয়াজ – ২০ টাকা প্রতিকিলো, আদা – ৬০ টাকা প্রতিকিলো, রসুন – ৭০ টাকা প্রতিকিলো, ফুলকপি – ২০ টাকা প্রতি পিস, বাঁধাকপি – ২০ টাকা প্রতি কিলো, পটল – ১২০টাকা প্রতিকিলো, ঢ্যাঁড়শ – ১০০ টাকা প্রতিকিলো, উচ্ছে – ৪০ টাকা প্রতিকিলো, বেগুন – ২০-২৫টাকা প্রতিকিলো, টমেটো – ২০ টাকা প্রতিকিলো, লঙ্কা – ১০০ টাকা প্রতিকিলো, কুমড়ো – ৩০ টাকা প্রতিকিলো, পালং শাক – ২০টাকা প্রতি কিলো, লাল শাক – ১৫ টাকা প্রতি কিলো, গাজর – ৩০ টাকা প্রতিকিলো, ঝিঙে – ৬০ টাকা প্রতিকিলো, ক্যাপসিকাম – ৪০ টাকা টাকা প্রতিকিলো, পিঁয়াজকলি – ৩০ টাকা প্রতি কেজি, সজনে ডাঁটা – ১৫০ টাকা প্রতি কেজি। মাছ গোটারুই –১৬০-২২০ টাকা কিলো, কাটারুই – ২০০-৩০০ টাকা কিলো, গোটাকাতলা – ২৫০-২৮০ টাকা কিলো, কাটাকাতলা –৩৫০-৪০০টাকা কিলো, বাটা – ১৬০-১৮০ টাকা কিলো, চারাপোনা – ১৬০ টাকা কিলো, তেলাপিয়া – ১৬০টাকা কিলো, পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো, পার্শ্বে –৪০০-৫০০ টাকা প্রতি কিলো, ভেটকি -৪০০-৫

বাড়িতে ঢুকে জওয়ানকে অপহরণ করল জঙ্গিরা

Image
শ্রীনগর: কাশ্মীরে ফের অপহরণ করা হল এক জওয়ানকে৷ বুদগাম জেলার কাজিপোরা চাদুরের ঘটনা৷ অপহৃত জওয়ানের নাম মহম্মদ ইয়াসিন ভাট৷ জানা গিয়েছে, বুদগামের কাজিপোরা চাদুরে মহম্মদ ইয়াসিন ভাটের বাড়ি৷ বর্তমানে তিনি ছুটিতে ছিলেন৷ ঘটনার সময় বাড়িতে ছিলেন৷ এদিন সন্ধ্যা নাগাদ একদল অজ্ঞাতপরিচয় লোক হুড়মুড়িয়ে তাঁর বাড়িতে ঢুকে পড়ে৷ এরপর জোর করে তাঁকে তুলে নিয়ে যায় জঙ্গিরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সেনার একটি দল৷ ইয়াসিন স্ত্রীই প্রথম খবরটি দেয়৷ কাশ্মীর পুলিশও একটি জয়েন্ট টিম তৈরি করেছে৷ শুরু হয়েছে তদন্ত৷ এখনও অবধি কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি৷   এই ঘটনা ফিরিয়ে আনল ঔরঙ্গজেবের স্মৃতি৷ গত বছর ইদের সময় বাড়ি ফেরার পথে জওয়ান ঔরঙ্গজেবকে অপহরণ করে জঙ্গিরা৷ কিছুদিন পর পাশ্ববর্তী জেলা সোপিয়ান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়৷ ঘটনার দায় স্বীকার করে হিজবুল মুজাহিদিন৷ ফলে আতঙ্কে ভুগছেন ইয়াসিন ভাটের পরিবার৷

৫৬ ইঞ্চির ছাতি ৬৫ ইঞ্চি হয়ে গিয়েছে, মোদীর প্রশংসায় রাজনাথ

Image
নয়াদিল্লি: গতবারের থেকে আরও বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ভবিষ্যতবাণী, বিজেপি একাই ৩৫০টি আসন পাবে৷ সন্ত্রাসবাদ দমনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় রাজনাথ জানান, তাঁর(মোদীর) ৫৬ ইঞ্চির ছাতি আরও চওড়া হয়ে ৬৫ ইঞ্চি হয়ে গিয়েছে৷ শুক্রবার রাজধানী দিল্লিতে দলের কর্মীদের সামনে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের মানুষ ফের মোদীকেই প্রধানমন্ত্রী দেখতে চান৷ তারা চান ক্ষমতায় ফের আসুক বিজেপি৷ রাজনাথ সিং বলেন, ''দেশের মানুষ স্থির করেই নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকার গঠিত হোক৷''   কথা প্রসঙ্গে উঠে আসে পুলওয়ামার ঘটনা৷ রাজনাথ সিং জানান, পুলওয়ামার হামলার পর সন্ত্রাসবাদ দমনে অভিযান করেছে ভারত৷ দেশের বায়ুসেনা পাকিস্তানে গিয়ে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে আসে৷ বুঝিয়ে দিয়ে আসে সন্ত্রাস চলতে থাকলে চরম মূল্য চোকাতে হবে তাদের৷ তবে বায়ুসেনার এয়ারস্ট্রাইক নিয়ে যে বিভ্রান্তিমূলক খবর ছড়াচ্ছে তাতে অসন্তোষের সুর ধরা পড়েছে রাজনাথের গলায়৷ বিশেষ করে বিরোধীরা এই অভিযান নিয়ে নানা প্রশ

প্রাক বিবাহ যৌনতা, পরকীয়াতেই এইডস! শিক্ষা দিচ্ছে পাঠ্যবই

Image
এদেশে এইডস নিয়ে ছুঁতমার্গের শেষ নেই। সচেতনতামূলক প্রচারের সঙ্গে সঙ্গে নানা ধরণের অপপ্রচারও চলে। বিভ্রান্ত হন অনেকেই। এমনকী, স্রেফ কুসংস্কারের বশবর্তী হয়ে এইডস রোগীকে একঘরে করে দেওয়ার ঘটনা আজকের সময়েও বিরল নয়। এমনই যখন পরিস্থিতি, ঠিক তখনই স্কুলের পাঠ্যবইয়ে এই মারণরোগ সম্পর্কে যে তথ্য ছাপা হল, তা দেখে আঁতকে উঠছেন সচেতন মানুষজনই। বইতে লেখা, বিয়ের আগে যৌন সম্পর্ক তৈরি করা ও পরকীয়ায় লিপ্ত হওয়াই নাকি এইডস সংক্রমণের মূল কারণ! শিক্ষকদের নজরে আসার পর অবশ্য তড়িঘড়ি এই তথ্য সংশোধন করে নেওয়া হয়েছে বলেও খবর। সাধারণ মানুষই হোন কিংবা সেলিব্রিটি, ক্যানসারের হাত থেকে রেহাই পাচ্ছেন না কেউই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র সমীক্ষা বলছে, ২০২০ সালে মধ্যে ভারতে ক্যানসার মহামারীর আকার নেবে। এইডসের বিপদও কম নয়। আশার কথা একটাই, যৌন জীবনের একটু সতর্কতা অবলম্বন করলেই এইডসের মতো মারণরোগের সংক্রমণ রুখে দেওয়া সম্ভব। চিকিৎসকদের মতে, যাঁরা ন্যূনতম সুরক্ষা ছাড়াই যৌন জীবন যাপন করেন কিংবা যাঁদের একাধিক যৌন সঙ্গী বা সঙ্গিনী থাকে, তাঁদেরই এইডসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। তাই সমাজে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে

নামী স্কুল-কলেজে মাদক কারবারের পর্দাফাঁস, হেরোইন-সহ গ্রেপ্তার ২

Image
নজরে স্কুল ও কলেজের পড়ুয়ারা। শহরে রমরমিয়ে চলছে মাদকের কারবার। প্রগতি ময়দান থানা এলাকা থেকে দু'জন মাদক কারবারীকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা। ধৃতদের কাছ থেকে ৪৬০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। একজন পুরুষ, আর একজন মহিলা। লালবাজারের গোয়েন্দারা জানিয়েছেন, শহরের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের কারবার সঙ্গে চালায় সাবিনা বিবি। শিয়ালদহ, এন্টালি ও বাইপাসের বিভিন্ন এলাকার সে নিজেই মাদক সরবরাহ করে। আর  লরোটো স্কুল, হেরিটেজ কলেজের মতো শহরের নামী শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে মাদক বিক্রি করে বাপি মোল্লা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে প্রগতি ময়দান থানা এলাকায় বমাল দু'জনকেই ধরে ফেলেন লালবাজারে গোয়েন্দারা। উদ্ধার ৪৬০ গ্রাম হেরোইন। শহরের রমরমিয়ে চলছে মাদকের কারবার। বেআইনি এই ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে কলেজ, এমনকী স্কুলের পড়ুয়ারাও। গত বছর পুজোর মুখে বিধাননগরে একটি কলসেন্টারে হানা দিয়ে বিদেশি মাদক পাচারচক্রের পর্দাফাঁস করেছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি-র গোয়েন্দারা। উদ্ধার হয় প্রচুর, গ্রেপ্তার করা হয় তিনজনকে। ধৃতের মধ্যে একজন সদ্য কলেজ পাশ করে সদ্য চাকরিতে ঢ

মোদীর আমলে দেশে ২৬০% সন্ত্রাস বেড়েছে: মমতা

Image
মেয়েদের দিনে 'সাধারণ মেয়ে' থেকে মুখ্যমন্ত্রী, সকলেই পথে।শুক্রবার কলকাতায়। নিজস্ব চিত্র পশ্চিমবঙ্গে সন্ত্রাস চলছে বলে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে বিজেপির রাজ্য নেতারা বারবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন। এ বার তৃণমূল নেত্রী মমতা পাল্টা দাবি করলেন, 'মোদীর আমলে দেশে ২৬০%  সন্ত্রাস বেড়েছে।'' লোকসভা ভোট যত এগিয়ে আসছে, বিজেপি-বিরোধী আক্রমণে ততই সুর চড়াচ্ছেন মমতা। উরি, পুলওয়ামা, পাঠানকোটের মতো একের পর এক ঘটনা কেন ঘটেছে, সে প্রশ্ন তুলে মমতা ফের বিঁধলেন মোদী সরকারকে। শুক্রবার, আন্তর্জাতিক নারী দিবসে কলকাতার শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত তৃণমূল মহিলা সংগঠনের মিছিল শেষে মমতা স্পষ্টতই ভোটের প্রচার শুরু করে বললেন, ''আগামী দিনে নতুন সরকার উগ্রপন্থার মোকাবিলা করবে। কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনবে।''  শুধু তাই নয়, এদিন দিল্লিতে প্রকাশিত মমতার লেখা 'ইন্ডিয়া ইন ডিস্ট্রেস' বইয়েও রয়েছে পুলওয়ামা নিয়ে আলাদা অধ্যায়। যা পরিশিষ্টে যোগ করা হয়েছে। সেখানে মমতার প্রথম প্রশ্ন, ''এক সপ্তাহ আগে কনভয়ে জঙ্গি আক্রমণ সংক্রান্ত গোয়েন্দা তথ্য ভ

মহাসাগরেও দুর্ভেদ্য ভারত, আসছে পরমাণু অস্ত্রবাহী অত্যাধুনিক রুশ ডুবোজাহাজ

Image
ভারতীয় নৌসেনার চক্র-২ সাবমেরিন।  একুশ হাজার কোটি টাকা দিয়ে একটি পরমাণু অস্ত্রবাহী অত্যাধুনিক সাবমেরিন যুক্ত করা হচ্ছে ভারতীয় নৌসেনার  অস্ত্রসম্ভারে। রাশিয়া থেকে এই সামরিক ডুবোজাহাজ দশ বছরের জন্য লিজ নিতে চুক্তিবদ্ধ হল ভারত। আকুলা পর্যায়ের এই চক্র-৩ অ্যাটাক সাবমেরিন ভারতের হাতে চলে আসবে ২০২৫ সালের মধ্যেই। ভারত মহাসাগরে চিনের বাড়তে থাকা আধিপত্যে লাগাম টানতে এই ডুবোজাহাজ খুবই কার্যকরী হবে বলেই মত সামরিক বিশেষজ্ঞদের। আইএনএস চক্র-৩ নামের এই সামরিক ডুবোজাহাজটি পেতে দীর্ঘ দিন ধরেই রাশিয়ার সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছিল ভারত। এখনও পর্যন্ত ভারতীয় নৌসেনার অস্ত্রসম্ভারে যুক্ত হয়েছে মোট তিনটি রুশ সামরিক ডুবোজাহাজ। ১৯৮৮ সালে তিন বছরের জন্য পরমাণু অস্ত্রবাহী আইএনএস চক্র সাবমেরিন লিজ নিয়েছিল ভারতীয় নৌসেনা। ২০১২ সালে ভারতের হাতে এসেছিল আরও উন্নত পরমাণু অস্ত্রবাহী সামরিক ডুবোজাহাজ আইএনএস চক্র-২। সেই ডুবোজাহাজটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ২০২২ সালে। অর্থাৎ, সমুদ্রে সুরক্ষার জন্য আরও একটি ডুবোজাহাজের প্রয়োজন ছিল ভারতের। আইএনএস চক্র-৩ এলে মিটবে সেই প্রয়োজন। আপাতত দশ বছরের জন্য আসছে এই ডুবোজাহাজ। এর ফলে ভারত মহাস

কংগ্রেসকে চাপে রেখে দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামেদের

Image
সিপিএমের জেতা রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসন দাবি করে সমঝোতার বল থমকে রেখেছে কংগ্রেস। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে কংগ্রেসের টালবাহানার মধ্যেই ওই দুই আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বামফ্রন্ট। রায়গঞ্জে মহম্মদ সেলিম ও মুর্শিদাবাদে বদরুদোজ্জা খানকেই প্রার্থী করা হচ্ছে বলে শুক্রবার জানিয়ে দিল সিপিএম।   এ দিন বামফ্রন্টের বৈঠকে নীতিগত কয়েকটি  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্যে তৃণমূল ও বিজেপি-র বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক ভোট একত্রিত করার লক্ষ্যে নির্বাচনী কৌশল নেবে বামফ্রন্ট।  রায়গঞ্জ ও মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থী দিলে কংগ্রেসের হাতে থাকা চার আসনেও প্রার্থী দিয়ে দেবে বামেরা। আর এ ভাবেই কংগ্রেস শিবিরে চাপ তৈরি করতে চাইছে তারা। পরবর্তী বামফ্রন্ট বৈঠকের পর বাকি আসনগুলি সম্পর্কে সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এ দিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে ওই দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছেন।  কংগ্রেস যে চারটে আসন ২০১৪ সালে জিতেছিল, সেগুলোয় বামেরা প্রার্থী দেবে না বলে বিমানবাবু জানান। রায়গঞ্জ এবং মুর্শিদাবাদে আগেভাগে প্রার্থী ঘোষণা করে কংগ্রেসকে চাপে

এখনও ২২টি ঘাঁটি পাকিস্তানে, দাবি ভারতের

Image
পাকিস্তানের মাটিতে কোনও জঙ্গি গোষ্ঠীকে সন্ত্রাস চালাতে দেওয়া হবে না। আজ দক্ষিণ পাকিস্তানের একটি সমাবেশে এমনটাই দাবি করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও নয়াদিল্লির দাবি, এখনও পাকিস্তানে রয়েছে ২২টি জঙ্গি ঘাঁটি। এর মধ্যে ন'টিই জইশ-ই-মহম্মদের। বৃহস্পতিবার ওয়াশিংটনে এই দাবি করেছেন ভারতীয় আধিকারিকেরা। সেই সঙ্গে হুঁশিয়ারি, সীমান্তে সন্ত্রাস চললে বালাকোটের মতো ফের অভিযানের নির্দেশ দেওয়া হতে পারে। তবে আগামীকালই ইসলামাবাদে ফের কাজে যোগ দিচ্ছেন হাইকমিশনার অজয় বিসারিয়া।  ইমরানের বক্তব্যে অবশ্য সন্তুষ্ট নয় আমেরিকা। মার্কিন বিদেশ দফতরের উপ-মুখপাত্র রবার্ট পালাডিনো বলেন, ''নির্দিষ্ট করে জোরদার পদক্ষেপ করুক ওরা। সন্ত্রাস রুখতে ইসলামাবাদের উপর চাপ দিয়ে যাওয়া হবে।''  গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পরে ২৬ ফেব্রুয়ারি পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে বালাকোট এলাকায় বোমা ফেলে ভারতীয় বায়ুসেনা। বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়, বালাকোটে মাসুদ আজহারের ঘাঁটি-সহ বেশ কিছু জঙ্গি প্রশিক্ষণ শিবির বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অনেকে হতাহত হয়েছে। নিহত জঙ্গির সংখ্যা নিয়ে অবশ্য ধন্

বিধাননগরের মেয়র সব্যসাচীর বাড়িতে হঠাৎ মুকুল, বললেন লুচি-আলুর দম খেতে এসেছি

Image
সব্যসাচী দত্তর বাড়িতে মুকুল রায়।  লোকসভা ভোটের আগে দলবদল নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা বিস্তর। তার মধ্যেই বিধাননগরের মেয়র ও তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের বাড়ি গিয়ে বিজেপি নেতা মুকুল রায়ের বৈঠক নতুন মাত্রা যোগ করল। সল্টলেকে শুক্রবার ওই নৈশ বৈঠকের সঙ্গে দুই নেতাই রাজনীতির যোগ অস্বীকার করলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনা চর্চার কারণ হয়েছে। তৃণমূলও এই মোলাকাতকে সহজ চোখে দেখছে না। সল্টলেকে সব্যসাচীর বাড়িতে বেশ কিছু ক্ষণ ছিলেন মুকুল। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার এক নামী ফ্যাশন ডিজাইনারও। মুকুল তৃণমূলে থাকার সময়েই সব্যসাচী তাঁর শিবিরের লোক বলে পরিচিত ছিলেন। এ বারের বৈঠক এবং তার পরে দু'জনের প্রায় একই সুরে বৈঠকের প্রেক্ষিত বর্ণনা জল্পনাকে জোরালো করেছে। যদিও তৃণমূলের একটি সূত্রে বলা হচ্ছে, জল্পনা বা ব্যাখ্যা হতেই পারে। তবে কে কার বাড়িতে গেল, তাতে তৃণমূলের কিছু এসে যাবে না।  মুকুলের কথায়, ''সব্যসাচীর সঙ্গে দাদা-ভাইয়ের সম্পর্ক। লুচি-আলুর দম খেয়ে গেলাম। খিদে পেলে মাঝেমাঝেই আসি। ওর স্ত্রী খুব ভাল রান্না করে।'' কী আলোচনা হল? মুকুলের জবাব, ''ক্রিকেটের অস্