নয়া পাকিস্তান গড়তে হলে সন্ত্রাসবিরোধী নয়া পদক্ষেপও জরুরি, ইমরান সরকারকে খোঁচা কেন্দ্রের


দিল্লিতে সাংবাদিক বৈঠকে রবীশ কুমার। 

সংঘাত এড়ানো গিয়েছে যদিও। তবে পুলওয়ামা নিয়ে টানাপড়েন অব্যাহত। তার মধ্যেই সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে ফের কড়া বার্তা ভারতের।
নয়া পাকিস্তান গড়ার প্রতিশ্রুতি দিয়ে গত বছর সে দেশে ক্ষমতায় এসেছিলেন ইমরান খান। তাঁর সেই নির্বাচনী স্লোগান তুলে ধরেই পাকিস্তানকে খোঁচা দিয়েছে কেন্দ্রীয় সরকার। নয়া পাকিস্তান গড়তে হলে, পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধেও নয়া পদক্ষেপ করতে হবে বলে জানিয়েছে।

পুলওয়ামা পরবর্তী পরিস্থিতি নিয়ে শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার। সেখানে ইমরান খানের নির্বাচনী স্লোগান তুলে ধরে তিনি বলেন, ''নয়া চিন্তা-ভাবনাকে আশ্রয় করে নয়া পাকিস্তান গড়ে উঠছে বলে দাবি ওদের। তাই যদি হয়, তাহলে দেশের মাটিতে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধেও নতুন করে পদক্ষেপ করতে হবে তাদের।''

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পিছনে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হাত ছিল। ঘটনার পর পরই জইশ সেই দাবি করে। ভারতও সেই সংক্রান্ত নথিপত্র ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও হামলায় জইশের ভূমিকা অস্বীকার করে আসছে ইমরান খানের প্রশাসন। তারও তীব্র সমালোচনা করেন রবীশ কুমার। তিনি বলেন, ''হামলার দায় অস্বীকার করলে না হয় কথা ছিল। কিন্তু তা তো হয়নি! বরং নিজে থেকে হামলার দায় স্বীকার করেছে জইশ। তাই কোনও ধন্দ থাকার কথাই নয়। তার পরেও হামলায় তাদের ভূমিকা অস্বীকার করছে পাকিস্তান। তাদের আড়াল করছে। এটা সত্যিই দুর্ভাগ্যজনক।''

পুলওয়ামা হামলার পর গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে ঢুকে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। যার এক দিন পর ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাক বায়ুসেনার এফ-১৬ যুদ্ধবিমান। তাদের তাড়া করতে গিয়ে যুদ্ধবিমান ভেঙে পাকিস্তানের হাতে বন্দি হন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তাঁর বিমানটির পাশাপাশি ভারতীয় বায়ুসেনার আরও একটি বিমান গুলি করে নামানো হয়েছে বলে সেইসময় দাবি করে পাকিস্তান, যা নিয়ে আজও অনড় তারা। তবে তাদের সেই দাবি উড়িয়ে দিয়েছেন রবীশ কুমার। বরং পাকিস্তান মিথ্যা গুজব ছড়াচ্ছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন তিনি। তাঁর কথায়, ''একটা মাত্র বিমান খোয়া গিয়েছে আমাদের। পাকিস্তান মিথ্যা গুজব ছড়াচ্ছে। ভারতীয় বায়ুসেনার দু'টি বিমান যদি গুলি করে নামিয়ে থাকে ওরা এবং তার ভিডিয়ো রেকর্ডিংও যদি থাকে ওদের কাছে, তাহলে এতদিনেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তা কেন প্রকাশ করল না ওরা?''

২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের হাতে ধরা পড়ার আগে, তাদের একটি একটি এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামিয়েছিলেন অভিনন্দন বর্তমান। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী যেহেতু ওই বিমান নিয়ে কোনও দেশের আকাশসীমা লঙ্ঘনের অধিকার নেই পাকিস্তানের, তাই শুরু থেকেই এফ-১৬ বিমান ব্যবহারের কথা অস্বীকার করে এসেছে তারা। তবে ভারতের কাছে তাদের বিরুদ্ধে এফ-১৬ ব্যবহারের প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন রবীশ কুমার। মার্কিন যুক্তরাষ্ট্রকে বিষয়টি খতিয়ে দেখতে আর্জি জানানো হয়েছে বলেও জানান তিনি।

অন্য দিকে, পাক অধিকৃত কাশ্মীর, বালাকোট এবং চাকোটিতে ভারতীয় বায়ুসেনার অভিযানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিতর্ক চলছে। তবে লক্ষ্যপূরণ করেই বায়ুসেনা ফিরে এসেছে বলে এ দিন ফের জানান রবীশ কুমার।