Posts

Showing posts from September 24, 2018

‘কাশ্মীরের সন্ত্রাসবাদ পাক মদতপুষ্ট’

Image
নয়াদিল্লি: ভূ-স্বর্গ নিয়ে দুই দেশের টানাপোড়েনের মাজে এবার পের মুখ খুললেন বারতের স্বরাষ্ট্রমন্ত্রক রাজনাথ সিং৷ সোমবার তিনি জানান, কাশ্মীর ইস্যু নিয়ে সকলের সঙ্গে কথা বলতে রাজি কেন্দ্র৷ তবে এর পাশাপাশি তিনি এও স্পষ্ট করে জানিয়ে দেন কাশ্মীরের এই সন্ত্রাসবাদ পাক মদতপুষ্ট৷ সেন্ট্রাল জোনাল কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, বিষয়টির সমাদান সম্ভব৷ প্রত্যেকের সঙ্গে কতা বলতেও রাজি সরকার৷ তবে সন্ত্রাসবাদের কথা উঠলে তাঁর সাফ বক্তব্য- পাক মদতেই এই সন্ত্রাস ছড়াচ্ছে৷ প্রসঙ্গত, কাশ্মীরে পাক গুলিতে শহিদ জওয়ানের সঙ্গে পাক রেঞ্জার্সের বর্বরোচিত আচরণ থেকে ইসলামাবাদে জঙ্গি বুরহান ওয়ানির ছবি দেওয়া পোস্টেজ স্ট্যাম্পের বিরোধিতায় পাকিস্তানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক বাতিল করে ভারত৷ তারপর এই জোনাল কাউন্সিল মিটিংয়ে রাজনাথ সিং জানান, গত চার বছরে ১২টি বৈঠকে ৬৮০টি ইস্যু নিয়ে আলোচনা হয় যার মধ্যে ৪২৮টির সমাধান হয়েছে ইতিমধ্যেই৷ এদিকে, 'পাকিস্তান যদি রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আবার কাশ্মীর ইস্যুকে তুলে ধরে, ভারত তার মোকাবিলা করার জন্য সবরকম ভাবে প্রস্তুত'। রাষ্ট্রপুঞ্

৫ হাজার কোটি টাকা জালিয়াতিতে অভিযুক্ত গুজরাতের ব্যবসায়ীও দেশ ছেড়ে পগারপার

Image
গুজরাতের স্টারলিং বায়োটেক গ্রুপের মালিক নিতিন জয়ন্তীলাল সন্দেসারার বিরুদ্ধে ৫৩০০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে। কিছুদিন আগে খবর এসেছিল তাঁকে সংযুক্ত আরব আমিরশাহীকে গ্রেফতার করা হয়েছে। তবে এখন খবর তিনি নাইজেরিয়া পালিয়ে গিয়েছেন। সূত্রের খবর, সন্দেসারা ও তার পরিবার, ভাই চেতন সন্দেসারা ও ভাইয়ের বৌ দীপ্তিবেনও আফ্রিকার এই দেশে উদ্বাস্তু হিসাবে আশ্রয় নিয়েছেন। এই খবরে ভারতের তদন্তকারীরা পড়েছেন ফাঁপড়ে। কারণ নাইজেরিয়ার সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। বিজয় মালিয়া, মেহুল চোকসি সহ বিভিন্ন মামলায় এই ঘটনা রীতিমতো তদন্তকারীদের ঝামেলায় ফেলেছে। সন্দেসারা মামলাতেও একই ঘটনা ঘটেছে। তবে একইসঙ্গে এটা নিশ্চিত নয় যে সন্দেসারা নাইজেরিয়াতেই রয়েছেন। যেহেতু ইংল্যান্ড ও নাইজেরিয়া দুই জায়গাতেই সন্দেসারার ব্যবসা রয়েছে, সেহেতু তিনি নাইজেরিয়া পালিয়ে যেতে পারেন বলে সন্দেহ। এই মুহূর্তে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টারপোলের সাহায্য নিয়ে সন্দেসারা ও তার পরিবারের বিরুদ্ধে রেড কর্ণার নোটিশ জারি করার চেষ্টা করছে। নীরব মোদীর মতোই সন্দেসারা যাতায়াত করার জন্য কোন দেশের পাসপোর্ট ব্যবহার করছেন তা স্পষ্ট নয়। ৫৩০০ কোটি টা

শিল্প আনতে ইতালিতে মুখ্যমন্ত্রী, নজর চর্মশিল্পে বিনিয়োগ

Image
লগ্নির খোঁজে ইউরোপে মুখ্যমন্ত্রী। আজ ইতালির মিলানে শিল্প সম্মেলন। সম্মেলনে সে দেশের শিল্পপতিদের কাছে বাংলায় বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। ইতালিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান লক্ষ্য, চর্মশিল্পে রাজ্যে বিনিয়োগ আনা।  রোম রাজধানী শহর হলেও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় ক্ষেত্র মিলান। মিলান কেন ইতালির রাজধানী হবে না, এ নিয়ে সে দেশে নানারকম তর্কের রসদ মজুত। সেই মিলানে আজ ইতালিয় শিল্পমহলের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হবে‍।  তিনি আহ্বান জানাবেন লগ্নির। সেখানে থাকবেন রাজ্যের শিল্পপতিরাও। বিদেশিদের কাছে তাঁরা বাংলায় লগ্নির অভিজ্ঞতার কথা তুলে ধরবেন। শিল্প সম্মেলনের আগে রবিবার মুখ্যমন্ত্রীকে চা চক্রে আমন্ত্রণ জানান ইতালিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রেনাত সাঁধু। মুখ্যমন্ত্রী-অর্থমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলার শিল্পপতিরা।

পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে ৭ হাজারি ক্লাবে রোহিত শর্মা

Image
পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি এসেছে। আর সেই সঙ্গেই তিনি ঢুকে পড়েছেন ৭হাজারের দলে। রবিবার দুবাইয়ে যখন পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে নেমেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা তখন তিনি ৭ হাজারের থেকে মাত্র ৯৪ রানেপিছিয়ে ছিলেন। সেই লক্ষ্যে তো পৌঁছলেনই সঙ্গে তুলে নিলেন ওয়ান ডে-তে নিজের ১৯তম সেঞ্চুরিটিও। ভারতীয়দের মধ্যে তিনি নবম সাত-হাজারি। এর আগে এই তালিকায় রয়েছেন, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, এমএস ধোনি, বিরাট কোহালি, মহম্মদ আজহারউদ্দিন, যুবরাজ সিংহ এবং বীরেন্দ্র সহবাগ। এই এশিয়া কাপের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছেন ভারত অধিনায়ক। ভারতীয়দের মধ্যে দ্রুততম ৭ হাজারের তালিকায় তিনি কিন্তু তিন নম্বরে জায়গা করে নিলেন। তাঁর আগে রয়েছেন বিরাট কোহালি (১৬১) এবং সৌরভ গঙ্গোপাধ্যায় (১৭৪)। রোহিত শর্মা খেললেন ১৮১-র ইনিংস। ১৫০ ইনিংসে ৭ হাজার রান করে বিশ্ব ক্রিকেটে শীর্ষে রয়েছেন হাশিম আমলা। বিরাট কোহালিকে বিশ্রাম দেওয়ায় তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছিল ভারতীয় দলের দায়িত্ব। সেই  দায়িত্ব সামলানোর সঙ্গে সঙ্গেই নিজেকেও টানা প্রমাণ করে

এবার দূর থেকেই লক করে দিন বাচ্চার স্মার্টফোন

Image
আপনার বাড়ির ছোট বাচ্চাটি কি মোবাইলে আসক্ত? উঠতে বসতে সবেতেই মোবাইল গেম কিংবা ইন্টারনেট ছাড়া চলছে না? দিনরাত স্মার্ট ফোনে মুখ গুজে বসে থাকে। সোশ্যাল মিডিয়ায় এই আসক্তি আধুনিক প্রজন্মের একটি অন্যতম বড় সমস্যা। প্রতিদিন, প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে গোটা দুনিয়ার খবরাখবর না রাখলে অনেকটা পেটের ভাত হজম না হওয়ার মতো ব্যাপার। ছাত্রছাত্রীদের মধ্যে সোশ্যাল মিডিয়ার এই আসক্তি রীতিমতো সমস্যার। পড়াশোনার ক্ষতি তো বটেই, ফোনে এই আসক্তির জন্য ক্ষতি হচ্ছে স্বাস্থ্যেরও। কিন্তু এবার হয়তো অভিভাবকরা কিছুটা নিশ্চিন্ত হতে পারেন। কারণ, গুগল প্লে নিয়ে এসেছে একটা দুর্দান্ত ফিচার। এই ফিচারের মাধ্যমে ফোনের কাছে না থেকেও বাচ্চাদের স্মার্টফোনটি লক করে দিতে পারবেন অভিভাবকরা। গুগল ফ্যামিলি লিংক নামে ফিচারটির মাধ্যমে এখন খুদেদের মোবাইলে ডেটা লিমিট, লক হওয়ার সময় অ্যাপ ব্লক বা অপ্রুভ সবই করা যাবে দূর থেকেই। গুগল প্লে স্টোর থেকে কোন কোন অ্যাপ ডাউনলোড করছে আপনার শিশু তাও নিয়ন্ত্রণ করতে পারবেন গুগল ফ্যামিলি লিংকের মাধ্যমে। ফ্যামিলি লিংকের মাধ্যমে আপনার শিশুটি বা তাঁর ফোনটি কোথায় আছে তাও আপনি বুঝতে পারবেন। আপাতত অ

ট্রেন থেকে টেনে হিঁচড়ে নামিয়ে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ

Image
পটনা: ট্রেন থেকে টেনে হিঁচড়ে নামিয়ে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ৷ নিন্দেনীয় এই ঘটনাটি ঘটেছে বিহারের গারহানি রেলস্টেশনে ৷ ঘটনার পর ভয়ে মুখ খোলনি ক্লাস VIII এর ছাত্রী ৷ জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যেই তিনজন নির্যাতিতার গ্রামের বাসিন্দা ৷ পুলিশের কাছে মুখ খুললে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ৷ এর জেরে ভয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে সাহস পায়নি নির্যাতিতা ৷ প্রথমে ভয় পেলেও পরে সাহস দেখিয়ে শনিবার মহিলা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা ৷ বৃহস্পতিবার সাসারাম রুটের ট্রেনে ছিল কিশোরী ৷ তাকে ট্রেন থেকে নামিয়ে ভোজপুর এলাকার হাসান বাজারের একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয় ৷ পুলিশ জানিয়েছে অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করে দেওয়া হয়েছে ৷ নির্যাতিতার বাবা মা বিশেষ ভাবে সক্ষম ৷ দক্ষিণ আরা টাউন থেকে ৫৫ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে ৷

৮০ লক্ষ টাকা ডাকাতি রুখে পুরস্কার টি-শার্ট! মালিককে পাল্টা ‘শিক্ষা’ কর্মীর

Image
ডাকাতদের সঙ্গে লড়াই করে মালিকের ৮০ লক্ষ টাকা বাঁচিয়েদিয়েছিলেন।কিন্তু মালিক তাঁকে প্রাপ্য সম্মান দেননি। তাই প্রতিশোধ নিয়ে এ বারসেই মালিকেরই ৭০ লক্ষ টাকা হাতিয়েচম্পট দিলেন কর্মচারী। ২৮ অগস্ট ঘটনাটি ঘটেছে দিল্লিতে। টাকা হাতিয়ে এক বন্ধুর সাহায্যে নৈনিতালে চম্পট দিয়েছেন ওই ব্যক্তি। সম্প্রতি পুলিশ ওই বন্ধুকে গ্রেফতার করলে তাঁর কাছ থেকেই পুরো ঘটনাটি জানতে পারে। পুলিশ জানিয়েছে, ওই কর্মচারীর নাম ধ্যান সিংহ বিস্ত। বন্ধু ইয়াকুবের সাহায্যেই টাকা নিয়ে নৈনিতাল চম্পট দিয়েছিলেন তিনি। ইয়াকুবকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ চলছে ধ্যান সিংহের। ধ্যান সিংহ দিল্লির এক ব্যবসায়ীর অধীনে কাজ করতেন। খুবই বিশ্বস্ত কর্মচারী ছিলেন তিনি। ব্যবসার প্রয়োজনে মোটা টাকার লেনদেন তাঁর হাত দিয়েই করাতেন মালিক। শহরেরই একটি ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য ৮০ লক্ষ টাকা তাঁর জিম্মায় দেন মালিক। পথে ডাকাতদের কবলে পড়ে যান ওই ব্যক্তি। সাক্ষাৎ হিরোর মতো প্রাণপণ লড়ে ডাকাতদের থেকে ৮০ লক্ষ টাকা রক্ষা করেন। তারপরকলার উঁচিয়ে ঘটনার বিস্তারিত জানিয়ে মালিকের হাতে টাকাটা ফিরিয়ে দেন। ধ্যান সিংহ ভেবেছিলেন মালিক খুশি হয়ে তাঁকে মোটা টাকা পুরস্কার দেবেন।

এবার ৯০ টাকা ছাড়াল পেট্রোল, ডিজেলও ৮০ ছুঁইছুঁই

Image
৮০ ছাড়িয়ে পেট্রোল এবার ৯০-এর ঘরে। দেশের মধ্যে মুম্বইয়ে প্রথম ৯০ টাকা ছুঁল পেট্রোলের দাম। ডিজেলও আশি ছুঁই ছুঁই। মুম্বইয়ে সোমবার ১১ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে লিটারপিছু ৯০.০৮ টাকা। ডিজেলের দামবৃদ্ধি হয়েছে ৫ পয়সা। লিটার প্রতি দাম ৭৮.৩৫টাকা। সোমবার কলকাতায় পেট্রোল প্রতি লিটারের দাম ৮৪.৬৩ টাকা এবং ডিজেল ৭৫.৯৫ টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামবৃদ্ধি এবং তার সঙ্গে ডলারের নিরিখে টাকার দামের পতনের জেরেই পেট্রোপণ্য ক্রমেই মহার্ঘ হয়ে চলেছে বলে মনে করা হচ্ছে। যে ভাবে দাম বাড়ছে, তাতে বিশেষজ্ঞদের আশঙ্কা কয়েক মাসের মধ্যেই ১০০ টাকায় পৌঁছবে পেট্রোলের দাম। দেশের মধ্যে জ্বালানি সবচেয়ে মহার্ঘ বাণিজ্য নগরী মুম্বইয়ে। কারণ রাজ্য সরকারের ভ্যাটের হার অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে বেশি। সোমবার ইন্ডিয়ান অয়েলের পাম্পে পেট্রোলের দাম ছিল ৯০.০৮ টাকা, হিন্দুস্তান পেট্রেলিয়ামে ছিল ৯০.১৭ টাকা, এবং ভারত পেট্রোলিয়ামে ৯০.১৪ টাকা। মুম্বইয়ের পরই রয়েছে চেন্নাই, তারপর কলকাতা এবং সবচেয়ে সস্তা রাজধানী দিল্লিতে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে। গত পাঁচ সপ্তাহেই ব্যারেল পিছু কাঁচ

পুলিসের কনস্টেবল পদের পরীক্ষায় জুতোয় চিপ ভরে টুকলি

Image
পুলিসের কনস্টেবল পদের পরীক্ষা দিতে এসে টুকলির সরঞ্জাম–সহ কাটোয়া ও বনগাঁ থেকে গ্রেপ্তার হল ৭ জন যুবক। টোকার জন্য নিয়ে এসেছিল উন্নতমানের সূক্ষ্ম ইলেকট্রনিক ডিভাইস, ব্লু–টুথ হেডফোন। কারও ডিভাইসটি ছিল জুতোর মধ্যে। কারও–বা ছিল হাতের নকল ব্যান্ডেজের ভেতর। আর কানে ছিল স্পিকার লাগানো ব্লু–টুথ। কেউ স্মার্ট ফোনের খোলস ফেলে শুধু যন্ত্রাংশটাই একটা এটিএম কার্ডের কভারে ঢুকিয়ে ছিল। এভাবে অভিনব পদ্ধতিতে টুকলি করতে যাওয়ার আগেই রবিবার হাতেনাতে ধরা পড়ে গেল পুলিসি চাকরির পরীক্ষার্থীরা। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় পরীক্ষা কেন্দ্রে। কাটোয়া কলেজ থেকে গ্রেপ্তার হয়েছে  অচ্যুত ঘোষ, কাটোয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠে পরীক্ষা দিতে এসে ধরা পড়ে চিন্ময় ঘোষ। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিস সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, দু'‌জনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে কোথা থেকে এইসব সরঞ্জাম পেল, তা জানার চেষ্টা চলছে। একই পদ্ধতি ব্যবহার করে নকল করার চেষ্টা করার অভিযোগে বনগাঁ থেকে ৫ পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। বনগাঁর এসডিপিও অনিল রায় জানান, ধৃতরা জুতোর ভেতরে লুকোনো মোবাইল ডিভাইস এবং তার সঙ্গে ক্যাপসুলের মতো ব্লু–টুথ হ

পৃথ্বী মিসাইলের সফল উত্‍ক্ষেপণ ভারতের

Image
চিন-পাকিস্তানের ঘুম উড়িয়ে গভীররাতে শক্তি পরীক্ষা করল ভারত৷ ওড়িশা উপকূল থেকে পৃথ্বী মিসাইলের সফল উৎক্ষেপণ করা হল৷ প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, দুই স্তর বিশিষ্ট ব্যালিস্টিক মিসাইলটি ৫০ কিলোমিটার মহাশূন্যে ভেসে যেকোনও লক্ষ্যে আঘাত আনতে সক্ষম৷ শনিবার রাতে ওড়িশার চাঁদিপুরের আবদুল কালাম ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সফল উৎক্ষেপণ করা হয় মিসাইলটি৷ দেশীয় প্রযুক্তিতে তৈরি দ্বিস্তর বিশিষ্ট মাঝারি পাল্লার মিসাইলটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়৷ প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) বিজ্ঞানীরা জানান, বায়ুমণ্ডলের ৫০ কিলোমিটারেরও বেশি উচ্চতায় পৌঁছে গিয়ে মিসাইলটি লক্ষ্যমাত্রায় আঘাত আনতে সক্ষম৷ ডিআরডিও সূত্রে খবর, মিসাইলটি স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে৷ শুধু আঘাত হানাই নয়, শত্রুপক্ষের কোনও মিসাইলকেও নিস্ক্রিয় করতে পারে মিসাইলটি৷ বিশেষ কমপিউটারের নেটওয়ার্কের মাধ্যমে গোটা প্রক্রিয়াটি নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে৷ এছাড়াও বিশেষ ব়্যাডার প্রযুক্তির মাধ্যমেও তা নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও জানানো হয়েছে৷ ব়্যাডার থেকে পাওয়া তথ্যের সাহায্যে প্রয়োজনে ব্যালিস্ট

সালিশি সভায় আদিবাসী ধর্ষিতাকে একঘরে করার নিদান

Image
সিউড়ি: ফের মধ্যযুগীয় বর্বরতার নির্দশন মিলল বীরভূমে৷ ওই জেলার মল্লারপুরে ধর্ষিতার পরিবারকেই একঘরে করার নিদান দেওয়া হল৷ গ্রামেই সালিশি সভা বসিয়ে দেওয়া হল এই নির্দেশ৷ এই ঘটনাটি কয়েকদিন আগেই ঘটেছে৷ প্রকাশ্যে এসেছে সোমবার৷ এদিন ধর্ষিতার পরিবার সালিশি সভার বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হয়েছে৷ বীরভূমের পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে তাদের তরফে৷ তার পরই বিষয়টি জানাজানি হয়৷ এই ঘটনায় তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে৷ তাদের নির্যাতিতা ওই আদিবাসী মহিলা সনাক্তও করেছেন৷ তার পরও কীভাবে গ্রামে সালিশি সভা বসিয়ে একঘরে করার নিদান দেওয়া হল, সেই প্রশ্নই উঠছে৷

পুজোর আগে খুলে দেওয়া হল এই রাজপ্রাসাদ! রয়েছে পর্যটকদের রাত্রিবাসের ব্যবস্থাও

Image
পুজোর আগে মহিষাদলের ফুলবাগ রাজপ্রাসাদে পর্যটকদের রাত্রিবাসের জন্য খুলে দেওয়া হল দরজা। রাজকীয় অভিজাত্যে মোড়া স্যুইটে রাত্রিবাস করা যাবে। এক একটি রুমে এক সঙ্গে থাকতে পারবেন ৬ জন। রুমের দেওয়ালে টানানো থাকছে প্রাচীন ভাস্কর্য। এসি -ননএসি, দুধরনের রুমই রাখা হয়েছে সেখানে। বাহারি ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে সুইটগুলি। রাজপ্রাসাদ এবার পর্যটকদের জন্য। সেগুন ও মেহগনির কাঠের তৈরি খাট, টি টেবিল সহ অন্য ব্যবহারিক জিনিসপত্র। এছাড়াও রাজবাড়ি বারান্দায় হাল্কা মিউজিকের আনন্দে চায়ে কাপে চুমক দিতে দিতে আড্ডা মারার ব্যবস্থাও রয়েছে। যে সব পর্যটকরা রাজপ্রাসাদে রাত্রিবাসের জন্য আসবেন তারা রাজবাড়ির সদস্যদের সঙ্গে অতীত কথা জানার সুযোগ পাবেন। এতদিন পর্যটকরা দূরদূরান্ত থেকে মহিষাদল রাজবাড়ি পরিদর্শনে আসতেন পর্যটকরা। কিন্তু সেখানে তাদের থাকার জন্য ব্যবস্থা ছিল না। ফলে সমস্যার পড়তেন পর্যটকরা। সেই পর্যটকদের কথা ভেবেই মহিষাদল রাজবাড়ির পক্ষ থেকে স্যুইটের ব্যবস্থা করা হয়েছে। মহিষাদল রাজবাড়ির ফুলবাগে রয়েছে একাধিক স্যুইট। একটি রুমে ৬ জন থাকতে পারবেন। তার জন্য খরচ পড়বে ৮ হাজার টাকা। আর ৪ জনের জন্য যে রুমটি রয়েছে তার জন্য খ

ফের গোঁত্তা খেয়ে ৫০০ পয়েন্ট নিচে নামল সেনসেক্স, নিফটি পড়ল ১১ হাজার পয়েন্টের নিচে

Image
ভারতের ঘরোয়া ইকুইটি মার্কেটের দুর্বল অবস্থান ও অন্য নানা কারণ একত্রিত করে ফের একবার দিনের শুরুতেই ৫০০ পয়েন্ট নেমে গেল সেনসেক্স। নিফটি চলে এল ১১ হাজার পয়েন্টের নিচে। সেনসেক্স চলে এসেছে ৩৬ হাজারের ঘরে (৩৬২৩৯.৫৭)। নিফটি ১০ হাজার ৯৪৬ পয়েন্ট রয়েছে দুপুর ১২ টা ৪০ মিনিট অবধি। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এইচডিএফসি, মারুতি সুজুকি, টাটা স্টিল ও ইন্ডাসইণ্ড ব্যাঙ্কের শেয়ারে বড় ধাক্কা লেগেছে। ৫০টির মধ্যে নিফটির ৩৭টি স্টক নিচে নেমেছে। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, সরকার নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের বিষয়ে বিশেষ সচেতন রয়েছে। এদিকে ডলারের সাপেক্ষে টাকার দাম ফের একবার ২৯ পয়সা কমে গিয়েছে। এই মুহূর্তে এক ডলারের দাম ৭২.৪৯ টাকা। একদিকে আমেরিকার সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য বৈঠক চিন বাতিল করে দিয়েছে। তার উপরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফের বেড়ে গিয়েছে। শুধু ভারতে নয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশে শেয়ার বাজারে ধাক্কা লেগেছে। শুক্রবারও সেনসেক্স ১ হাজার পয়েন্টের বেশি নেমে গিয়েছিল। পরে অবস্থা শুধরে ২৭৯ পয়েন্ট নিচে বাজার শেষ হয়। এদিন সোমবার বাজার খুলতে

পাক-জঙ্গিদের শিক্ষা দিতে চায় ভারতীয় সেনা

Image
নয়াদিল্লি: ভারতের সঙ্গে আলোচনা চেয়ে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, তখন আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক প্রয়োজন বোধ করছে ভারতীয় সেনা৷ সেনাপ্রধান বিপীন রাওয়াতের বক্তব্য, সন্ত্রাসবাদীদের সবক শেখাতে সীমান্তে আরেকটি সার্জিক্যাল স্ট্রাইক দরকার ভারতের৷ গত শুক্রবারই জম্মু-কাশ্মীরের সোপিয়ানে দুই পুলিশ অফিসারকে অপহরণ করে খুন করেছে জঙ্গিরা৷ সপ্তাহ খানেক আগে বিএসএফ-এর এক জওয়ান শহিদ হয়েছেন পাক সেনার হামলায়৷ সব মিলিয়ে উত্তপ্ত সীমান্ত৷ এহেন পরিস্থিতিতে ইন্ডিয়া টুডে-কে সেনাপ্রধান বিপীন রাওয়াত জানালেন, যতক্ষণ না পাকিস্তান সরকার তাদের সেনা ও আইএসআই-কে নিয়ন্ত্রণ করতে পারছে, ততক্ষণ পরিস্থিতি উন্নত হবে না৷ সেনাপ্রধানের কথায়, 'পুলিশদের টার্গেট করছে জঙ্গিরা৷ বোঝাই যাচ্ছে অবসাদে ভুগছে তারা৷' সোপিয়ানে পুলিশকর্মীদের খুনের ঘটনার পরই রাষ্ট্রসঙ্ঘে ভারত-পাক বিদেশমন্ত্রীদের বৈঠক বাতিল করেছে কেন্দ্র৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের পরই পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সিদ্ধান্তকে 'নেতিবাচক' ও 'অহংকারী' আখ্যা দিয়েছেন৷

মানালিতে ভয়ঙ্কর বন্যায় ভেসে গেল আস্ত বাস

Image
একটানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশের জনজীবন। বেশি প্রভাব পড়েছে কুলু, চাম্বা, শিমলা, কিন্নর, বিলাসপুর-সহ আটটি জেলায়। হড়পা বানে ভেসে যাচ্ছে আস্ত বাস, লরি। এমনই ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকল হিমাচল প্রদেশের মানালি। রবিবার বিকেলে মানালির পটেটো গ্রাউন্ডে এই ঘটনাটি ঘটেছে। সৌভাগ্যবশত সেই সময়ে বাসটিতে কেউ ছিলেন না। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিকেল পাঁচটা নাগাদ ওই মাঠে দাঁড়িয়ে ছিল খালি বাসটি। কয়েকদিনের বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে বিয়াস নদী। আশেপাশের এলাকা ভেসে গিয়েছে নদীর উপচে পড়া জলে। এই বাসটি যেখানে দাঁড় করানো ছিল, তার পাশ দিয়েই বিপজ্জনক ভাবে বয়ে যাচ্ছিল বিয়াস নদীর জল। স্থানীয়রা নিষেধ করা সত্ত্বেও বাসের কর্মীরা বাসটি সরাননি। আচমকাই জলের স্ত্রোত বেড়ে গিয়ে আস্ত বাসটি ভাসিয়ে নিয়ে চলে যায়। একই ভাবে সকালের দিকে একটি লরিও ভেসে যাওয়ার ভিডিও সামনে এসেছে।   একটানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশের জনজীবন। বেশি প্রভাব পড়েছে কুলু, চাম্বা, শিমলা, কিন্নর, বিলাসপুর-সহ আটটি জেলায়। বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানালি-চণ্ডীগড় হাইওয়ে। একই ভাবে হড়পা বান শুরু হয়েছে জ

‌দুটি নতুন পৃথিবী, ৪৯ আলোকবর্ষ দূরে!‌

Image
দুটি নতুন গ্রহের সন্ধান পেল নাসার গ্রহ–সন্ধানী অরবিটাল টেলিস্কোপ।  এই সৌরমণ্ডলের বাইরে নতুন নতুন গ্রহের সন্ধান করার জন্য গত এপ্রিলে ফ্লোরিডার কেপ ক্যানভেরাল থেকে ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট বা টিইএসএস বা টেস–এর উৎক্ষেপণ করেছিল নাসা। তার পাঁচ মাস পর সুপার আর্থ এবং হট আর্থের সন্ধান পেল টেস। স্থানীয় সময় বৃহস্পতিবার টেস–এর ডেপুটি সায়েন্স ডিরেক্টর সারা সিগার জানালেন, দুটি গ্রহই খুব গরম। প্রাণ ধারণের মতোন নয়। পাই মেনসে সি বা সুপার আর্থ রয়েছে আমাদের গ্রহের থেকে ৬০ আলোকবর্ষ দূরে। পাই মেনসে সি পৃথিবীর প্রায় দ্বিগুণ। নিজের নক্ষত্রকে সে প্রদক্ষিণ করে ৬.‌৩ দিনের মধ্যে। দ্বিতীয় গ্রহ এলএইচএস ৩৮৪৪বি বা হট আর্থ রয়েছে পৃথিবী থেকে ৪৯ আলোকবর্ষ দূরে। নিজের নক্ষত্রকে সে প্রদক্ষিণ করে ১১ ঘণ্টার মধ্যে। তাই এর তাপমাত্রা পাই মেনসে সি–র থেকেও অনেক বেশি। টেস–এর প্রকল্প বিজ্ঞানী মার্টিন স্পিল জানালেন, পাই মেনসে সি সম্পর্কে যেটুকু তথ্য এখনও পর্যন্ত টেস পাঠিয়েছে তাতে তাঁদের মনে হয়েছে, হয় গ্রহটি সম্পূর্ণ পাথুরে, অথবা সম্পূর্ণ জলীয়। নয়ত বা দু'‌রকমই মিলিয়েমিশিয়ে হতে পারে। তাছাড়া পাই মেনসে সি এবং এল

এক নজরে লম্বা ভ্যালিডিটির সেরা প্রিপেড প্ল্যানগুলি

Image
রোজই বাজারে আসছে নতুন মোবাইল প্ল্যান। এতদিন প্রিপেডে কম ভ্যালিডিটির প্ল্যানেএই প্রতিযোগিতা থাকলেও সম্প্রতি লম্বা ভ্যালিডিটিতেও এই প্রতিযোগিতা শুরু হয়েছে। রোজই সব কোম্পানি গ্রাহককে আকৃষ্ট করতে নতুন প্ল্যান লঞ্চ করেছে। সম্প্রতি প্রিপেডে লম্বা ভ্যালিডিটির একাধিক নতুন প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল, ভোডাফোন, আইডি ও জিও। এক নজরে ৮০ দিন বা তার বেশি ভ্যালিডিটির প্ল্যানগুলিতে চোখ রাখা যাক: জিও ৩৯৯ টাকা ও ৪৪৯ টাকার প্ল্যান জিও ৩৯৯ ও ৪৯৯ টাকার প্ল্যানে একই ধরনের সুবিধা পাওয়া যায়। দুটি প্ল্যানেই প্রতিদিন 1.5GB ডাটার সাথে পাওয়া যায় প্রতিদিন ১০০ টি SMS, আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল। এর সাথেই কোম্পানির সব প্রিমিয়াম অ্যাপ ব্যবহারের সুবিধা পান গ্রাহকরা। ৩৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। অন্যদিকে ৪৪৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৯১ দিন। জিও ৪৪৮ টাকা ও ৪৯৮ টাকার প্ল্যান প্রতিদিন 1.5GB ডাটা ব্যবহার করে যে সব গ্রাহকের কাজ মেটে না তাদের জন্য প্রতিদিন 2GB ডাটা সহ এই দুটি প্ল্যান নিয়ে এসেছে জিও। এই দুটি প্ল্যানের গ্রাহকরা প্রতিদিন 2GB ডাটার সাথেই পাবেন প্রতিদিন ১০০ টি SMS, আনলিমিটেড লোকাল, ন্যাশানাল

লঞ্চ হল স্বদেশী নেভিগেশান পরিষেবা UTraQ: এক নজরে সব তথ্য

Image
রোজকার জীবনে নেভিগেশান সিস্টেম এখন অবিছেদ্য অঙ্গ। সাধারন মানুষ থেকে সেনা নেগিগেশান সিস্টেম ছাড়া প্রায় অচল গোটা দেশ। এতোদিন নেভিগেশান সিস্টেমের জন্য অন্য দেশের সাহায্য নিতে হত ভারতকে। এবার নিজেদের GPS পরিষেবা শুরু করল ভারত। স্বদেশী এই পরিষেবার নাম UTraQ। ইন্ডিয়ান রিজিওনাল নীভিগেশান স্যাটেলাইট সিস্টেমের সাহায্যে কাজ করবে UTraQ। এই পরিকাষামো নিয়ন্ত্রন করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এক নজরে UTraQ এর সব তথ্যে চোখ রাখা যাক। ১। ইন্ডিয়ান রিজিওনাল নীভিগেশান স্যাটেলাইট সিস্টেমের (NavIC) সাহায্যে কাজ করবে UTraQ। ২। ১৯৯১ সালে কার্গিল যুদ্ধের সময় মার্কিন সরকার ভারতীয় সেনাকে GPS ব্যবহার করতে বাধা দেয়। তখনই NavIC তৈরীর কথা ভাবতে শুরু করে ভারত। ৩। এতোদিন লোকেশান ট্র্যাকিং এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের GPS অথবার রাশিয়ার GLONASS এর উপরে নির্ভর করতে হত। ৪। ভারতীয় সেনা ও নৌবাহিনী এই পরিষেবার উপকৃত হবে। ৫। দুই ধরনের নেভিগেশান দেবে IRNSS। যে কোন গ্রাহকের জন্য সাধারন নেভিগেশান আর বিশেষ গ্রাহকদের জন্য এনক্রিপশান সহ রেস্ট্রিকটেড সার্ভিস। ৬। L5 আর S তরঙ্গদৈর্ঘ্যে কাজ করবে IRNSS। ৭। এর মাধ্যমে ট্রাকিং এ

অ্যানড্রয়েড স্মার্টফোন বা টিভিতে কীভাবে খেলবেন কম্পিউটারের গেম?

Image
ল্যাদ খেয়ে কম্পিউটার চালিয়ে গেল খেলতে ইচ্ছা কছেন না? অথবা স্মার্টফোন বা টিইতে কম্পিউটারের গেম খেলার শখ হয়েছে? এই কাজ অবিশ্বাস্য মনে হলেও এখন অ্যানড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেটে বা টিভিতে কম্পিউটারের গেম খেলা সম্ভব। Steam Link অ্যাপ ব্যবহার করে কম্পিউটারের গেম যে কোন অ্যানড্রয়েড ডিয়াইসে খেলা সম্ভব। যদিও এই ফিচার iOS গ্রাহকরা ব্যবহার করতে পারবেন না। Steam Link অ্যাপ এর স্টেপ বাই স্টেপ সেট আপে চোখ রাখা যাক। স্টেপ ১। অ্যানড্রয়েড ডিয়াইসে Steam Link অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করুন। স্টেপ ২। কম্পিউটারে Steam Link ওপেন করে লগ ইন করুন। কম্পিউটারে এই অ্যাপ না থাকলে ডাউনলোড করে ইনস্টল করে নিন। স্টেপ ৩। এবার 'Preference' এ গিয়ে 'In-Home Streaming' অপশান সিলেক্ট করুন। স্টেপ ৪। 'Enable Streaming' চেকবক্স অন করুন। স্টেপ ৫। কম্পিউটারে Nidia গ্রাফিক্স কার্ড থাকলে 'Advanced Host Options' সিলেক্ট করে 'Use NVFBC capture on NVIDIA GPU' সিলেক্ট করুন। (এই ফিচারে স্ট্রিমিং এর সময় সেরা ফ্রেম রেট পাওয়া যায়)। স্টেপ ৬। এবার মোবাইলে Steam Link অ্যাপ সেট আপ করুন। স্টেপ ৭। কম্পি

স্বামী কুৎসিত! চুমু খাওয়ার সময় যুবকের জিভ কামড়ে ছিঁড়ে নিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী

Image
স্বামী নাকি দেখতে 'কুৎসিত'। শিল্পী স্বামীর বাউন্ডুলে স্বভাবও পছন্দ ছিল না। এই নিয়ে দাম্পত্য কলহ ছিল কার্যত রোজকার ঘটনা। এমনকি স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পরও তা কমেনি। কিন্তু শেষ পর্যন্ত যে এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে পারেন কোনও মহিলা, তা ভেবেই শিউরে উঠছেন দিল্লির রণহোলা এলাকার বাসিন্দারা। প্রবীণ পুলিশকর্তারাও বলছেন, তাঁদের দীর্ঘ কর্মজীবনে এরকম ঘটনার কথা শোনেননি। কী করেছেন বছর বাইশের অন্তঃসত্ত্বা ওই মহিলা? অভিযোগ, চুমু খাওয়ার সময় কামড়ে কার্যত স্বামীর অর্ধেক জিভই কেটে নিয়েছেন তিনি। শনিবার রাতে ঘটনাটি ঘটে। আপাতত দিল্লির সফদর জং হাসপাতালে ভর্তি করণ নামে ওই যুবক। কথা বলতে পারছেন না। তাঁর অভিযোগের ভিত্তিতে স্ত্রী কাজলকে গ্রেফতার করেছে পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার হয়েছে। প্রাণে বাঁচলেও ভবিষ্যতে আর কোনওদিন কথা বলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। করণ লিখিত অভিযোগে জানিয়েছেন, শনিবার বিকেলের দিকে এক দফা ঝগড়া হয় দু'জনের। তার জেরে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এরপর রাতের দিকে বাড়ি ফিরলে ফের শুরু হয় বাক-বিতণ্ডা। তার মধ্যেই স্ত্রীকে জড়িয়ে ধরে চুমু খেয়ে পরিস্থিতি শান্ত কর

এ বার কাকদ্বীপ, খালের উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ

Image
এ রাজ্যে ফের ভেঙে পড়ল ব্রিজ। পোস্তা, শিলিগুড়ির পর এ বার কাকদ্বীপ। নির্মান কাজ চলাকালীণই হুড়মুড় করে ভেঙে পড়ল ব্রিজ। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের ঘটনা। কাকদ্বীপের কালনাগিনী খালের উপর স্টিমার ঘাটের কাছে ব্রিজটি তৈরি করা হচ্ছিল। এ দিন সকালে আচমকাই ভেঙে করে সেটি। গ্রামবাসীদের অভিযোগ, কয়েকদিন আগে ব্রিজটিতে ফাটল ধরা পড়েছিল। প্রশাসনকে সে কথা জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পোস্তা এবং শিলিগুড়িতেও একই ভাবে নির্মীয়মাণ ব্রিজ ভেঙে পড়েছিল। মৃত্যু হয়েছিল অনেকের। আর সম্প্রতিই মাঝেরহাট ব্রিজ ভেঙে পরে তিন জনের মৃত্যু হয়।

বাংলাদেশি ছবি হিসেবে অস্কারে যাচ্ছে ইরফান খান অভিনীত "ডুব"

Image
অসমীয়া ছবি ভিজেল রকস্টারের পর এবার অস্কারে যাচ্ছে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি ছবি 'ডুব : নো বেড অফ রোজ়েস'। বাংলাদেশ অস্কার কমিটি ছবিটিকে অস্কারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ২০১৭ সালে মুক্তি পায় ছবিটি। ইরফান খান ও নুসরত ইমরোজ় তিশা অভিনীত ছবিটিকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল। লেখক হুমায়ুন আহমেদের জীবনীর উপর ভিত্তি করে ছবিটি বানানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। ছবি নিয়ে বিতর্ক শুরু হয়। আপত্তি তোলা হয় ছবিটি নিয়ে। এরপর সেন্সর বোর্ডের থেকে ছাড়পত্র পেলেও বাংলাদেশের মন্ত্রিসভার নির্দেশে ছবিটি মুক্তিতে স্থগিতাদেশ দেওয়া হয়।  পরে ছবির পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকি জানিয়েছিলেন, ছবিটি কোনওভাবেই হুমায়ুন আহমেদের জীবনীভিত্তিক নয়। অবশেষে বিতর্কের পর ছবিটি বাংলাদেশ ও ভারতে মুক্তি পায়।  প্রযোজক সংস্থা এসকে মুভিজ়ের তরফে হিমাংশু ধনুকা বলেন, "এটা গর্বিত বিষয় যে এসকে মুভিজ় প্রযোজিত ছবি বাংলাদেশের হয়ে অস্কারে এন্ট্রি নিয়েছে। ইরফান খানের অসাধারণ পারফরমেন্স ও হৃদয়ছোঁয়া ছবিটি থেকে এবার আমরা অস্কারের আশা করছি। বাংলাদেশকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে আমাদের পরিশ্রমকে বুঝে ছবিটি তারা অস্কা

কাল দিল্লিতে ডিলারদের ‘জেল ভরো’ আন্দোলন, বন্ধ থাকবে রেশন দোকান

Image
সবার জন্য রেশনের খাদ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থা করা সহ একগুচ্ছ দাবিতে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন কাল, মঙ্গলবার দিল্লিতে 'জেল ভরো' আন্দোলনের ডাক দিয়েছে। এই আন্দোলনের জেরে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে রেশন দোকানগুলি বন্ধ থাকবে বলে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন জানিয়েছে। দিল্লি থেকে ডিলারদের ফিরে আসতে কয়েকদিন সময় লাগবে। ফলে আরও কয়েকদিন রেশন দোকান বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। আজ, সোমবারই রেশন ডিলাররা দিল্লিতে পৌঁছে যাবেন। তবে এর জন্য আলাদা করে সমস্যা হচ্ছে না। কারণ সোমবার রেশন দোকানে সাপ্তাহিক ছুটি থাকে। টানা কয়েকদিন বন্ধ থাকার জন্য রেশন গ্রাহকদের এতে সমস্যা হবে না বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরে যে কোনও সময় বরাদ্দ খাদ্যসামগ্রী তুলে নেওয়া যাবে। ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ২৪ সেপ্টেম্বর থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, তা স্বাভাবিক রেশন সপ্তাহ নয়, এটা উল্লেখ করে খাদ্য দপ্তরের নির্দেশিকা আছে। অর্থাৎ এই সপ্তাহে রেশনের সামগ্রী গ্রাহকদের নাও সরবরাহ করা যায়। প্রতি মাসে চার সপ্তাহ রেশন গ্রাহকদের জন্য খাদ্য বরাদ্দ থাকে। কোন

স্বাধীনতার পর প্রথম বিমানবন্দরের উদ্বোধনে সিকিমে মোদী

Image
গ্যাংটক: বিমানবন্দর পেল সিকিম৷ খুশি বাঙালি৷ ফি বছর এই শৈলরাজ্যে ভিড় জমায় ভ্রমণপ্রিয় বাঙালি৷ কলকাতা থেকে সিকিমের দুরত্ব ৭১৩ কিমি৷ এই ৭১৩ কিমি পথ ট্রেন ও গাড়ি মিলিয়ে যেতে সময় লাগে ১৬ ঘণ্টা৷ সেই দুরত্ব এবার যাওয়া যাবে মাত্র দেড় থেকে দুই ঘণ্টায়৷ কারণ স্বাধীনতার পর প্রথম বিমানবন্দর পেতে চলেছে সিকিম৷ সোমবার সেই বিমানবন্দরের সূচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে৷ সিকিমের নয়া পাকইয়ং বিমানবন্দরের প্রথম যাত্রী স্বয়ং প্রধানমন্ত্রী৷ রবিবারই তিনি পৌঁছে গিয়েছেন সিকিম৷ হিমালয়ের পাদদেশে প্রায় ৪,৫০০ ফুট উচ্চতায় সিকিমের পাকইয়ং দেশের ১০০ তম বিমানবন্দর। ১৭০০ মিটার দীর্ঘ ও ৩৩ মিটার চওড়া রানওয়ের এই বিমানবন্দরটি তৈরি করতে ৬০৫ কোটি টাকা খরচ হয়েছে। গ্যাংটক থেকে ৩০ কিলোমিটার দূরে পূর্ব সিকিমের একটি ছোট্ট শহর পাকইয়ংয়ে বিমানবন্দরটি গড়ে তোলা হয়েছে। এই বছরের শুরুর দিকে গত ৫ই মার্চে পাকইয়ং-য়ের বিমানবন্দরে Indian Air Force's Dornier 228 কে পরীক্ষা মূলক ভাবে চালানো হয়। কলকাতা থেকে পাকইয়ং যাত্রা করা হয় ১০ই মার্চ। সব পরীক্ষাতেই একেবারে ফুল মার্কস পেয়ে জনসাধারণের জন্য এবার খুলে যাবে এই বিমানবন্

শান্তি আলোচনা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে নাঃ বিপিন রাওয়াত

Image
সেনাপ্রধান জেনেরাল বিপিন রাওয়াত ভারত ও পাকিস্তানের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করলেন সেনাপ্রধান জেনেরাল বিপিন রাওয়াত। তিনি বলেন, "শান্তি আলোচনা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না।" সেনাপ্রধান আরও জানান, ভারত সরকারের নীতি স্পষ্ট। পাকিস্তানকে কাজের মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে তারা আলোচনার টেবিলে বসতে আগ্রহী কি না। তিনি বলেন, "পাকিস্তানকে প্রমাণ করতে হবে তারা সন্ত্রাস দমনে সমান উদ্যোগী।" তিনি আরও জানান, কী পরিস্থিতিতে দু'দেশের মধ্যে আলোচনা হবে সে বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। তবে, এখনকার পরিস্থিতি বিচার করলে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, "গত কয়েকদিন ধরেই সীমান্তে দু'দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তান মুখে বলছে, তাদের দেশের মাটিকে বিদেশি রাষ্ট্রে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ব্যবহার করতে দেবে না। কিন্তু, বাস্তবে পাকিস্তান সন্ত্রাসের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। পাকিস্তান থেকেই সীমান্ত পেরিয়ে জঙ্গিরা ভারতে ঢুকছে।" ২১ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরে জঙ্গিদের হাতে তিন পুলিশকর্মীর নৃশংস হত্যার পর ভারতের বিদেশমন্ত্রক দ

প্রয়াত প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট

Image
কলকাতা: প্রয়াত প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট বিশ্বনাথ দত্ত৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর৷ ক্রিকেট ছাড়াও বাংলা ফুটবলেও প্রশাসকের দায়িত্বও পালন করেছিলেন তিনি৷ দীর্ঘ রোগভোগের পর সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার এই দুঁদে ক্রীড়া প্রশাসক৷ স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার ক্রীড়ামহলে৷ একসময় একার হাতে বাংলার ফুটবল ও ক্রিকেট পরিচালনা করেছেন বিশ্বনাথ দত্ত৷ ক্রীড়া প্রশাসক হিসাবে তাঁর সাফল্যের থেকেও পরবর্তীকালে বড় হয়ে দেখা দেয় নিজের উত্তরসূরী খুঁজে বার করার মুন্সিয়ানা৷ ক্ষমতায় থাকাকালীন বিশ্বনাথ দত্তই বাংলার ক্রিকেট প্রশাসনে নিয়ে আসেন জগমোহন ডালমিয়াকে৷ তাঁর হাত ধরে সিএবিতে আসা ডালমিয়া পরবর্তীকালে ভারতীয় তথা বিশ্বক্রিকেটকে বাণিজ্যিকভাবে সাফল্যের চূড়ায় নিয়ে যান৷ ১৯৮৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন বিশ্বনাথ৷ সভাপতি ছাড়াও সিএবি'র একাধিক পদ অলঙ্কৃত করেছিলেন তিনি৷ তাঁর হাত থেকে ব্যাটন নেন ডালমিয়া৷ মাঝে ১৯৮৮ সালে বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন বিশ্বনাথ দত্ত৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষমতায় ছিলেন ১৯৯০ পর্যন্ত৷

প্রবল বৃষ্টি এবং তুষারপাতের জেরে হিমাচল প্রদেশে জারি লাল সতর্কতা, বন্ধ স্কুল-কলেজ

Image
সিমলা: বন্ধ রয়েছে স্কুল কলেজ ৷ অনবরত বৃষ্টি চলছে ৷ সেই সঙ্গে তুষারপাতের পূর্বাভাসও জারি করেছে আবহাওয়া দফতর ৷ সব মিলিয়ে হিমাচল প্রদেশের ১২ টি জেলার মধ্যে ৯টি জেলাতেই জারি হয়েছে লাল সতর্কতা ৷ সিমলা, শ্রীমাউর, কাংরা, কুলু, চাম্বা, মান্ডি, কিন্নর, সোলান এবং হামিরপুর জেলায় বন্ধ সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল ৷ নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থাও ৷ বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি রাস্তাও ৷ প্রশাসকদের তরফ থেকে জারি করা হয়েছে কড়া সতর্কতা ৷ সমস্ত সরকারি অফিস, স্কুল বন্ধ ৷ পাশাপাশি স্কুল, কলেজ, আইটিআই এবং অঙ্গনওয়ারি কেন্দ্র গুলিও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পর্যটকদেরও নিরাপদ স্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসকের তরফে ৷ পর্যটকদের উপরও জারি হয়েছে কড়া সতর্কতা ৷ যেকোনও দুর্ঘটনা এড়াতে খরস্রোতা নদীর ধারে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ কারণ প্রবল বৃষ্টির জেরে বাড়ছে নদীর জলস্তর ৷ পাশাপাশি বাঁধ থেকে ছাড়া হচ্ছে জল ৷ ফলে দ্রুত বাড়ছে জলস্তর ৷ প্রশাসকের তরফে ১০৭৭ এমার্জেন্সি নম্বর দেওয়া রয়েছে ৷ রবিবার রোটাং পাসে ব্যাপক তুষারপাত হয় ৷ যার জেরে আটকে যায় বেশ কয়েকজ

২২-এর হৃদয় বসল ৫২-এর বুকে

Image
ফের হৃদযন্ত্র প্রতিস্থাপনে নজির গড়ল কলকাতা। গ্রিন করিডরের মাধ্যমে অন্ধ্রপ্রদেশ থেকে হৃদযন্ত্র এল বাইপাসের ফর্টিস হাসপাতালে। বছর ২২-এর যুবকের হৃদযন্ত্র প্রতিস্থাপতি হল ৫২ বছরের প্রৌঢ়ের শরীরে। হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রক্রিয়া প্রাথমিকভাবে সফল। তবে প্রতিস্থাপিত হৃদযন্ত্র গ্রহীতার শরীরে আদৌ কার্যকরী হচ্ছে কিনা তার জন্য ৯৬ ঘণ্টা অপেক্ষা করতে হবে। জানা গিয়েছে, চিকিৎসকদের একটি বিশেষ দল অস্ত্রোপচার করেছেন। সেই ছ'জনের দলে ছিলেন দিলচাঁদ সিংয়ের অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া চিকিৎসক তাপস চৌধুরি। তাপসবাবুর সঙ্গে ছিলেন সেদিনের প্রতিনিধি দলও। শুধু নতুন সংযোজন চেন্নাইয়ের খ্যাতনামা চিকিৎসক বালা সুভ্রমণিয়ম। রাতেই অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়। অন্ধ্রপ্রদেশ থেকে দমদম বিমানবন্দরে হৃদযন্ত্র পৌঁছানোর পর মাত্র ১৬ মিনিটেই তা চলে আসে ফর্টিসে। গ্রিন করিডরের মাধ্যমে মাত্র ১৬ মিনিটে ১৮ কিলোমিটার রাস্তা অতিক্রম করেছেন সংশ্লিষ্ট অ্যাম্বুল্যান্সের চালক। তারপর রাতভর চলেছে অস্ত্রোপচার। ভোর তিনটে নাগাদ অস্ত্রোপচার শেষ হয়েছে। প্রথমে চিকিৎসকদের দল এনিয়ে মুখ খুলতে চাননি। তবে জানা গিয়েছে প্রাথমিকভাবে প্রতিস্থাপন সফল

রেলের পরীক্ষা কাল, জেনে নিন কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন

Image
নিউ দিল্লি : গ্রুপ ডি পদে নিযোগের জন্য পরীক্ষা নিচ্ছে রেল। কাল 24 সেপ্টেম্বরও পরীক্ষা হবে। 20 তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। ডাউনলোড করতে আবেদনকারীকে রেজিস্ট্রেশন নম্বরের ব্যবহার করতে হবে। সেটি ভুলে গেলে আরবিবি-র ওয়েবসাইটে গিয়ে  অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি   ধাপ 1: RRB Admit Card ডাউনলোড করতে প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। ধাপ2:  Click Here to Download e-call letter- এ ক্লিক করতে হবে।   ধাপ3:  এরপর নিজের রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। ধাপ 4:  এরপর স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখা যাবে।    ধাপ 5:  পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিতে ভুলবেন না। 

"প্রাণে বেঁচে গেছি, এখানে আর চাকরি নয়", করজোড়ে বললেন উর্দুর শিক্ষক

Image
রায়গঞ্জ : "সেদিন প্রাণে বেঁচে গেছি। আর এখানে চাকরি নয়।" কথাটা বলতে বলতে হাতজোড় করে কেঁদে ফেললেন সানাউল্লা রহমানি। দাড়িভিট হাইস্কুলের উর্দুর শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছিলেন। হাতে ছিল নিয়োগপত্র। প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে চাকরি করতে আসেন। কিন্তু এতটা ভয়ঙ্কর অবস্থা হবে ভাবেননি। আতঙ্কে জানলা-দরজা বন্ধ করে রেখে বসে আছেন ঘরে। ইসলামপুরের পুলিশদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় দুই ছাত্রের। তারপর থেকেই শুরু চাপানউতোর। আর তা নিয়ে আতঙ্কিত উর্দু শিক্ষক। হাত জোড় করে বলছেন, এখানে আর চাকরি নয়। এদিকে ইসলামপুরের ঘটনায় ইতিমধ্যেই রাজনীতির রং লেগে গেছে। শাসক তৃণমূল ও বিরোধী BJP-র তরজা শুরু গেছে। ইসলামপুর মহকুমা হাসপাতাল প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিয়েছে স্কুলে উর্দুর নতুন শিক্ষক সানাউল্লাকে। তবু এই পরিস্থিতিতে প্রত্যেকটা দিন কাটছে আতঙ্কে। তিনি বলেন, "স্কুল সার্ভিস কমিশন আমাকে এমন জায়গায় পাঠিয়ে দিয়েছে, তাতে প্রাণের ভয়ে কাটাতে হচ্ছে। আমি জানতাম না, এখানে এমন হবে। ১৪ সেপ্টেম্বর আমি প্রথম স্কুলে গেছিলাম। সেখানে প্রধানশিক্ষক আমাকে ২০ তারিখ জয়েন করতে বলে।"  ঘটনার কথা বলতে গিয়ে ভয়ে কেঁদে ফেলেন স

পেট্রলের দাম একশো ছুঁই ছুঁই, মাথায় হাত দেশবাসীর

Image
নয়াদিল্লি: মুম্বইতে ক্রমশ সেঞ্চুরির দিকে এগোচ্ছে পেট্রলের দাম৷ সোমবার লিটার প্রতি ১১ পয়সা দাম বেড়েছে পেট্রলের৷ নয়া দাম হয়েছে ৯০.০৮ পয়সা৷ দাম বেড়েছে ডিজেলেরও৷ রবিবার বাণিজ্য নগরীতে ডিজেলের দাম ছিল ৭৮.৫৩ পয়সা৷ সোমবার সেই দাম পাঁচ পয়সা বেড়ে হয়েছে ৭৮.৫৮ পয়সা৷ দিল্লিতেও বেড়েছে জ্বালানির দাম৷ সোমবার লিটার প্রতি ১১ পয়সা বেড়ে ৮২.৭২ পয়সা হয়েছে৷ এবং ডিজেলে লিটার প্রতি ৭৪.০২ পয়সা হয়েছে৷ রবিবারই দিল্লিতে পেট্রল লিটার প্রতি ১৭ পয়সা দাম বাড়ে৷ এবং ডিজেল লিটার প্রতি ১০ পয়সা বৃদ্ধি হয়৷ এদিন কলকাতাতেও বেড়েছে পেট্রলের দাম৷ নয়া দাম হয়েছে ৮৪.৫৫ পয়সা৷ ডিজেলের দাম পাঁচ পয়সা বেড়ে হয়েছে ৭৫.৮৭ পয়সা৷ সকালে ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইটে তেলের দাম ঘোষণা হতেই মাথায় হাত মধ্যবিত্তের৷ প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়া ও টাকার দর কমে যাওয়ায় দেশে পেট্রল ও ডিজেলের দাম সব রেকর্ড ভেঙে দিচ্ছে৷ পরিসংখ্যান বলছে চলতি বছর দিল্লিতে পেট্রলের দাম প্রায় ১২ টাকা বৃ্দ্ধি পেয়েছে৷ ডিজেলের দাম বেড়েছে আরও বেশি ১৪ টাকা৷ একই হাল অন্যান্য শহরেও৷ ক্রমাগত তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাব

শিক্ষক নিয়োগের দাবিতে সাঁওতাল সংগঠনের ট্রেন অবরোধ

Image
ঝাড়গ্রাম: খড়গপুর-টাটা রুটের খেমাসুলিতে ট্রেন আটকে বিক্ষোভ মাঝিমাড়োয়া সংগঠনের৷ আগেই অলচিকি হরফের(সাঁওতালি ভাষা) শিক্ষক নিয়োগ সহ সাঁওতাল সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি চেয়ে জঙ্গলমহল সহ ঝাড়গ্রামের আশেপাশের একাধিক জায়গাতে অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে ভারত জাকাত পারগণা মহল সহ বেশ কয়েকটি সাঁওতাল সংগঠন৷ শিক্ষক নিয়োগ ছাড়াও আরও বেশ কয়েকটি শিক্ষা সংক্রান্ত দাবি রয়েছে ভারত জাকাত মাঝিমাড়োয়া পারগণা মহলের৷ যেমন সরকারি আদেশ মতো ইচ্ছুক সমস্ত শিক্ষককে সাঁওতালি মাধ্যম স্কুলে আনতে হবে৷ অআদিবাসীদের আদিবাসী সার্টিফিকেট বাতিল করা এবং সংরক্ষিত আসনে চাকরি থেকে বহিস্কার করতে হবে৷ সংবিধানে উল্লিখিত পঞ্চম তফশিলি আইন চালু করতে হবে৷ সাঁওতাল কর্মীদের রাজনৈতিক বদলি করা যাবে না৷ ঝাড়গ্রামের পাশাপাশি এই বনধের প্রভাব পড়েছে পশ্চিম মেদিনীপুরেও৷ ঘাটাল চন্দ্রকোণার সড়ক অবরোধ করা হয়েছে৷ অবরুদ্ধ ৬০ নম্বর জাতীয় সড়ক৷ খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে বহু দুরপাল্লার ট্রেন৷ ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা৷ বেলদাও ট্রেন অবরোধ করা হয়েছে বলে জানা গিয়েছে৷

বিহার থেকে জাল নোট শহরে, ধৃত দুই কারবারি

Image
এত দিন জাল নোট মূলত আসছিল সীমানা পেরিয়ে। রবিবার বারুইপুর স্টেশন থেকে লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধারের পরে পুলিশ দাবি করল, সেগুলি পাচার করা হচ্ছে বিহার থেকে! এই ঘটনায় গ্রেফতার হয়েছে সঞ্জীব সিংহ ও হিমাংশু সিংহ নামে দুই অভিযুক্ত। তাদের বাড়ি বিহারের সারণ জেলায়। ২০০০, ৫০০, ১০০ ও ৫০ টাকার জাল নোটে উদ্ধার হয়েছে ৬ লক্ষ ৩৫ হাজার টাকা। বারুইপুর জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন্‌স গ্রুপের তদন্তকারী অফিসারদের দাবি, ধৃতদের জেরা করে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সারণ জেলার একটি কারখানায় এই জাল নোট ছাপানো হয়েছিল। তা ছড়িয়ে দেওয়া হয়েছিল কলকাতা ও সংলগ্ন জেলায়। এক অফিসার জানান, ৫০০,  ১০০ ও ৫০ টাকার জাল নোট হুবহু আসলের মতো দেখতে। বারুইপুরের জেলা পুলিশ সুপার অরিজিৎ সিংহ বলেন, ''ধৃতেরা কার কাছে ওই নোট পাচার করছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে।'' তদন্তকারী এক অফিসার জানিয়েছেন, সঞ্জীব ও হিমাংশু আদতে অস্ত্র কারবারি। মাসখানেক আগে বিহারের দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করার পরে তাদের নাম জানা যায়। তার পরেই ওই দু'জনের ফোনে আড়ি পাতে পুলিশ। সেই ফোন মারফত পুলিশের কাছে খবর ছিল, রবিবার বারুইপুর

পরীক্ষার নকল করার জন্য নতুন ডিভাইস!, ধৃত ৫

Image
দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মতো। ক্রেডিট কার্ডের চেয়ে কিছুটা পুরু। ১৬ সংখ্যার নম্বর ছাড়াও একটি ক্রেডিট কার্ডের উপর যা যা লেখা থাকে, সবই প্রায় একই রকম ভাবে লেখা। ওটি আসলে একটি ডিভাইস। ডিভাইসটির মধ্যে একটি ব্যাটারি রয়েছে। পাশে ঢোকানো রয়েছে ফোনের সিমকার্ড। রয়েছে কল ধরা ও কেটে দেওয়ার সুইচ। সঙ্গে রয়েছে পেনসিলের মাথার মতো দেখতে ছোট্ট একটি 'এয়ার বাগ'। একটি সরু ছোট্ট তার বেরিয়ে রয়েছে। আসলে ওটি ব্লু-টুথ ডিভাইস। এর মাধ্যমেই কথা বলা যায়। কিন্তু কীসের প্রয়োজনে লাগছে এই আধুনিক ডিভাইস? এই ডিভাইস ব্যবহার করে রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল পদের চাকরির পরীক্ষায় টুকলি করবার পরিকল্পনা করেছিল জনাকয়েক পরীক্ষার্থী। তল্লাশি করে বনগাঁ থানার পাঁচ পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকেই উদ্ধার হয়েছে ডিভাইসটি। বনগাঁ মহকুমার ৩৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পুলিশের তরফে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছিল, পরীক্ষাকেন্দ্রে মোবাইল বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে প্রবেশ নিষেধ। পরীক্ষার্থীদের উপর কড়া নজরও রাখা হয়েছিল। সন্দেহজনক মনে হলে করা হচ্ছিল তল্লাশিও। এমন এক তল্লাশির সময়েই বনগাঁর বিভিন্ন কেন্দ্র

‘মা পক্ষাঘাতগ্রস্ত, একটা চাকরি পেয়েছিলাম, কিন্তু আর ভাবতে পারছি না’

Image
এক জনকে ঘিরে রেখেছেন পড়শিরা। আর এক জনের খোঁজ নেই দেখে প্রতিবেশীরা অবাক। যে দাড়িভিট হাইস্কুলের গুলি-বোমা কাণ্ডে দু'জনের মৃত্যুকে ঘিরে রাজ্য তোলপাড়, তার প্রধান শিক্ষক অভিজিৎ কুণ্ডুর চার রাত ধরে কোনও হদিস নেই। শিলিগুড়িতে হাকিমপাড়ায় রাজা রামমোহন রায়ের গা ঘেঁষে সৈয়দ মুজতবা আলি লেনের বাড়িতেও নেই তিনি। 'হেডস্যর' কোথায় গেলেন তা নিয়ে পড়শিদেরও মধ্যেও চলছে আলোচনা। সোমবার সকালে ও সন্ধ্যায় দু'বার হাকিমপাড়ার বাড়িতে গেলেও প্রধান শিক্ষকের মা বলেন, ''আমরাই খোঁজ পাচ্ছি না। ওর মোবাইলও তো বন্ধ। স্কুলে সেই ঘটনার পর থেকেই ওর গতিবিধি জানতে পারছি না। কী করে বলব!'' আর রবিবার কোচবিহারের বড়রাংরসের শালমারি গ্রামে নিজের বাড়িতে বসে এখনও বৃহস্পতিবারের কথা ভেবে শিউরে উঠেছেন তৌরাঙ্গ মল্লিক। ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে সংস্কৃতের শিক্ষক হিসেবে যোগ দিতে গিয়েছিলেন তিনি। তৌরাঙ্গবাবু জানান ওই দিন বেলা ১টা নাগাদ স্কুলে যান। বলেন, ''প্রধান শিক্ষকের সঙ্গে ঘরে গিয়ে সমস্ত নিয়ম শেষ করি। এই সময় আচমকা বাইরে চিৎকার শুরু হয়ে যায়। তখন একটি ঘরের ভিতরে নিয়ে গিয়ে রাখেন সহ-শিক্ষকেরা।'&

মোদীর কাশ্মীর নীতি নিয়েই এ বার প্রশ্ন উঠে গেল

Image
পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার কথা ঘোষণার পরে তা বাতিল করে বিবৃতি দেওয়া হল। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন কাশ্মীরে গিয়ে রাজ্যপাল এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে অভ্যন্তরীণ নিরাপত্তায় বজ্র আঁটুনি আনার কথা ঘোষণাও করলেন। কিন্তু বাস্তব পরিস্থিতি এটাই যে, আজ রাতের ঘুম উড়ে গিয়েছে উপত্যকার। আর এই প্রসঙ্গেই মোদী সরকারের কাশ্মীর নীতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে নানা মহলে।  দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে তিন পুলিশকর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে খুন করার পরে রাজ্যের নিরাপত্তা কর্মীদের সঙ্গে স্নায়ুযুদ্ধ অব্যাহত রেখেছে জঙ্গিরা। হিজবুল মুজাহিদিনের তরফে আরও ১৩ জন পুলিশকর্মীর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে হুমকি দেওয়া হয়েছে, দু'দিনের মধ্যে চাকরি না ছাড়লে এদেরও খুন করা হবে।  এই মুহূর্তে মোদী সরকারের পাকিস্তান এবং কাশ্মীর— দু'টি নীতিই প্রায় ভেঙে পড়েছে বলে মনে করছে ওয়াকিবহাল শিবির এবং বিরোধীরা। কংগ্রেসের বক্তব্য, ''জম্মু-কাশ্মীর নিয়ে মোদী সরকারের আসলে কোনও নীতিই নেই। শুধু ফাঁকা আওয়াজ, পেন্ডুলামের মতো অবস্থান বদল। ক্ষমতার লোভে জোর করে পিডিপি-র সঙ্গে জোট গড়েছিল বিজেপি। মাঝপথে গোটা রাজ্যকে পথ

ইমরানের স্পর্ধা এবং ‘মেধা’ দেখে বিস্মিত হতে হয়

Image
অত্যন্ত হতাশ হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর নিজের দাবি অন্তত সেরকমই। ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা বাতিল হয়ে যাওয়াই পাক প্রধানমন্ত্রীর এই হতাশা তথা শিরপীড়ার কারণ। টুইট প্রতিক্রিয়ায় অন্তত সেরকমই বোঝাতে চেয়েছেন ইমরান। কিন্তু শান্তির লক্ষ্যে দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্রে প্রধান এবং প্রাথমিক শর্ত যে পারস্পরিক শ্রদ্ধা, তা ইমরান খানের সম্ভবত জানা নেই। আর যদি জানা থাকে, তা হলে বলতে হয়, পাক প্রধানমন্ত্রী আসলে শান্তি চাইছেন না।   উপরোক্ত তত্ত্বের অবতারণা কেন করতে হল? পাকিস্তানের প্রধানমন্ত্রী সম্পর্কে এমন এক  বিচারে কেন উপনীত হতে হল? হতে হল পাক প্রধানমন্ত্রীর তির্যক এবং কুরুচিকর মন্তব্যের কারণে। টুইটারে পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, দ্বিপাক্ষিক আলোচনা বাতিল হওয়ায় তিনি আশাহত। ভারতের আচরণকে তিনি 'উদ্ধত ও নেতিবাচক' আখ্যা দিয়েছেন। তার পরে আরও লিখেছেন যে, তিনি গোটা জীবনে উঁচু পদে বসে থাকা অনেক নিম্নমেধার লোক দেখেছেন, বৃহত্তর চিত্রটি উপলব্ধি করার মতো দূরদর্শিতা যাঁদের নেই। পাক প্রধানমন্ত্রী ইমরান খান কারও নাম উল্লেখ করেননি ঠিকই। কিন্তু তাঁর ইঙ্গিত যে ভারতের প্রধান

রোহিত-ধওয়নের সেঞ্চুরিতে ধরাশায়ী পাকিস্তান, ৯ উইকেটে জয় ভারতের

Image
জুটি: পাকিস্তানের বিরুদ্ধে দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধওয়নের দাপট। রবিবার দুবাইয়ে। পিটিআই এশিয়া কাপ পাকিস্তান                            ২৩৭-৭ (৫০) ভারত                              ২৩৮-১ (৩৯.৩)   পাকিস্তানের সঙ্গে রবিবার দুপুরে টস হওয়ার অনেক আগেই 'বাউন্সার'টা ধেয়ে এসেছিল ভারতের দিকে। বোলারের নাম? ইমরান খান! পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শনিবার ভারত বিদ্বেষী যে টুইট করেছেন, সেটা কোনও বিষাক্ত বাউন্সারের চেয়ে কম নয়। অতীতে ইমরানের বাউন্সার অনেক ব্যাটসম্যানকেই সমস্যায় ফেলে দিত। কিন্তু এ বার ছবিটা অন্য। একটা টুইটের জেরে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক জোড়া লাগার বদলে কতটা ভাঙল, সেই প্রশ্ন এখন ইমরানকে সামলাতে হবে।     টুইটের উত্তাপ এত বেশি যে মরুশহরও গরম হতে শুরু করেছে। যার জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানিকে নামতে হল মাঠে। এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাক ম্যাচ চলার ফাঁকে সাংবাদিকদের বোঝাতে হল, ক্রিকেট আর রাজনীতিকে দয়া করে এক করবেন না। ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি পাশে পাচ্ছেন তাঁর ঘনিষ্ঠ লোকজনদের। কিন্তু বাইশ গজে বাউন্সার দিতে গিয়ে পাক পেসারদের যে হাল