সালিশি সভায় আদিবাসী ধর্ষিতাকে একঘরে করার নিদান


সিউড়ি: ফের মধ্যযুগীয় বর্বরতার নির্দশন মিলল বীরভূমে৷ ওই জেলার মল্লারপুরে ধর্ষিতার পরিবারকেই একঘরে করার নিদান দেওয়া হল৷ গ্রামেই সালিশি সভা বসিয়ে দেওয়া হল এই নির্দেশ৷

এই ঘটনাটি কয়েকদিন আগেই ঘটেছে৷ প্রকাশ্যে এসেছে সোমবার৷ এদিন ধর্ষিতার পরিবার সালিশি সভার বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হয়েছে৷ বীরভূমের পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে তাদের তরফে৷ তার পরই বিষয়টি জানাজানি হয়৷

এই ঘটনায় তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে৷ তাদের নির্যাতিতা ওই আদিবাসী মহিলা সনাক্তও করেছেন৷ তার পরও কীভাবে গ্রামে সালিশি সভা বসিয়ে একঘরে করার নিদান দেওয়া হল, সেই প্রশ্নই উঠছে৷