Posts

Showing posts from November 9, 2018

শুদ্ধিকরণের জন্য মহিলা নগ্ন হতেই গোপনে ভিডিও, ফাঁস তান্ত্রিকের কুকীর্তি!

Image
গোপনে মহিলার নগ্ন ভিডিও তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠল এক তান্ত্রিকের বিরুদ্ধে। অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।  এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত তান্ত্রিকের নাম লিটন চক্রবর্তী। রায়গঞ্জের উকিলপাড়া এলাকায় বাড়ি অভিযুক্ত তান্ত্রিকের। জানা গিয়েছে, রায়গঞ্জের সুভাষগঞ্জের বাসিন্দা ওই মহিলা বেশ কিছুদিন ধরেই বিভিন্ন পারিবারিক সমস্যায় জর্জরিত ছিলেন। তাঁকে কেউ উকিলপাড়ার লিটন চক্রবর্তীর সন্ধান দেন। এরপরই সুভাষগঞ্জের বাসিন্দা ওই মহিলা পারিবারিক সমস্যা থেকে মুক্তি পেতে তান্ত্রিক লিটন চক্রবর্তীর দ্বারস্থ হন। অভিযোগ, ওই মহিলার সঙ্গে দেখা হওয়ার পরই তাঁকে শুদ্ধিকরণের কথা বলে অভিযুক্ত তান্ত্রিক। শুদ্ধিকরণের জন্য ওই মহিলাকে পাশের ঘরে গিয়ে নগ্ন হতে বলে লিটন চক্রবর্তী। প্রথমে রাজি হয়নি ওই মহিলা। 'শিকার' হাত থেকে বেরিয়ে যাচ্ছে দেখে ভয় দেখাতে শুরু করে সে। মহিলাকে বিবস্ত্র হওয়ার জন্য চাপ দিতে থাকে। ফাঁদে পড়ে শুদ্ধিকরণে রাজি হন ওই মহিলা। অভিযোগ, সেইসময়ই ওই মহিলার গোপন ভিডিও তুলে নেয় সে। তারপরই শুরু হয় ওই ভিডিও দেখিয়ে মহিলাকে ব্ল্

ওমানের মাস্কটে ১৪ মাস ধরে আটকে ২৭ জন বাঙালি শ্রমিক

Image
‌ইরানের পর এবার ওমানের মাস্কটে আটকে ৫৬ জন ভারতীয় শ্রমিক। যাঁদের মধ্যে ২৭ জনই বাঙালি। গত ১৪ মাস ধরে ওই শ্রমিকরা ওখানে আটকে রয়েছেন। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণা, কলকাতা, হুগলি, পুরলিয়া এবং মেদিনীপুর থেকে শ্রমিকরা যান মাস্কটে। পরিবাররে দাবি, দেড়বছর আগে কলকাতার একটি সংস্থা ২৭ জনকে নিয়ে ওমানের মাস্কটে পাড়ি দেন। প্রথম তিনমাস সেখানে সব ঠিকঠাক থাকলেও সমস্যা শুরু হয় তারপর থেকে। ক'‌দিন আগেই পুরোপুরি বন্ধ হয়ে যায় সংস্থাটি ফলে শ্রমিকরা বেকার হয়ে পড়েন। মাস্কট থেকে তাঁরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন যে তাঁদের পাসপোর্ট আটকে রাখা হয়েছে এবং তাঁদের বেতনও দেওয়া হচ্ছে না। খাবার নেই, হাতে নেই কোনও টাকা। ফলে বিদেশে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। এমনকী ওই শ্রমিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, ফলে বাড়ি থেকেও বেরতে পারছেন না। পরিবারের দাবি, তাঁদের বাড়ির ছেলেকে ফিরিয়ে আনতে বিদেশমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এ বিষয়ে হস্তক্ষেপ করুন।

প্রথম ভারতীয় হিসাবে বিরল কৃতিত্ব, ওশিয়ানিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি জয় সত্যরূপের

Image
সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ জয় করে আগেই বিশ্বের দরবারে বাঙালির মুখ উজ্জ্বল করেছিলেন৷ কিন্তু এখানেই থমকে যেতে চায়নি সত্যরূপ সিদ্ধান্ত৷ আরও বড় কিছুর উদ্দেশ্যে সাতটি মহাদেশের সাতটি আগ্নেয়গিরি জয়ের লক্ষ্য বেড়িয়ে পড়েছিলেন৷ শুক্রবার ভোরে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যের অনেক কাছে পৌঁছে গেলেন তিনি৷ প্রথম ভারতীয় হিসাবে জয় করে ফেললেন পাপুয়া-নিউগিনির সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট গিলাউয়ে৷ যে সাতটি সর্বোচ্চ আগ্নেয়গিরি জয়ের লক্ষ্যে বেরিয়েছেন তিনি, এটা তারমধ্যেই একটি৷ শুক্রবার সকালে এই খবর চাউর হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে শুভেচ্ছাবার্তা৷ দেশকে শৃঙ্গ শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য তাঁকে সোশ্যাল মিডিয়ায় সত্যরূপকে ধন্যবাদ ও শুভেচ্ছাবার্তা পাঠাতে থাকেন তাঁর অগণিত অনুরাগী৷ ছেলের এই সাফল্যে গর্বিত তাঁর বাবা-মাও৷ সত্যরূপের এই সাফল্যে আগামিদিনেও জারি থাকবে বলে আশা করছেন তাঁরা৷ তবে এই সামিট শুরুর আগেই বিমান সংস্থার আপত্তির মুখে পড়তে হয় পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তকে। অভিযোগ, পাপুয়া নিউগিনির সর্বোচ্চ শৃঙ্গ অভিযানের জন্য বিমান ধরতে গেলে তাঁকে সিঙ্গাপুর যাওয়ার বোর্ডিং পাস দিতে চায় না বিমান সংস

নিম্নাংশে পোশাক নেই, বালুরঘাটে উদ্ধার মহিলার মৃতদেহ

Image
বালুরঘাট: বালুরঘাটের চকজুজার এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় মহিলার অর্ধনগ্ন মৃতদেহ। অনুমান, দিনকয়েক আগে অন্য কোথাও ধর্ষণ করে মৃতদেহটি ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আজ দুপুরে জাতীয় সড়কের পাশ থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। দুর্গন্ধের উৎসস্থল খুঁজতে গিয়ে স্থানীয়রা দেখতে পায় ঝোপের আড়ালে পড়ে রয়েছে একটি পচাগলা মৃতদেহ। প্রথমে মৃতদেহটি পুরুষ না মহিলার তা বোঝা যাচ্ছিল না। পরে কাছে যেতে বোঝা যায় মৃতদেহটি এক মহিলার। মৃতদেহের নিম্নাংশে কোনও পোশাক ছিল না।  খবর পেয়ে ঘটনাস্থানে আসে পতিরাম ফাঁড়ির পুলিশ। মৃতদেহের পাশ থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত বলেন, "ঘটনার তদন্ত চলছে। মৃতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।"

বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে ‘প্রেমিকে’র সঙ্গে দেখা! তারপরই ঘটে গেল নির্মম ঘটনা

Image
চার বন্ধু-বান্ধবীর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে নির্মম পরিণতি হল কিশোরীর। একাদশ শ্রেণির ছাত্রী সায়নী শীল তথা মিষ্টির মৃতদেহ উদ্ধার হল পুকুর থেকে। চাঞ্চল্যকর এই ঘটনা উত্তর ২৪ পরগনার খড়দহ থানা এলাকার পানিহাটির ৫ নম্বর রেলগেটে। ডুবুরি নামিয়ে মৃত কিশোরীর দেহ হ্যারিকেন পুকুরে সিঁড়ির নীচ থেকে উদ্ধার করা হয়। সায়নীর বাড়ি সোদপুরের দেশবন্ধুনগরে। কালীপুজোয় সে আগরপাড়ায় মহাজাতি নগরে মামার বাড়ি এসেছিল। সেখান থেকেই চার বন্ধু-বান্ধবীর সঙ্গে সায়নী ঠাকুর দেখতে বের হয় বুধবার। তারপর থেকেই কোনও খোঁজ মিলছিল না তার। বন্ধু-বান্ধবীদের সঙ্গে বের রহলেও শেষ দীপ ব্রহ্ম নামে এক যুবকের সঙ্গে সায়নীকে দেখা গিয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। রাতভর সায়নী ফিরে আসেনি। চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। কিন্তু কোনও সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকাল থেকে তোলপাড় পড়ে যায় এলাকায়। সায়নীর নম্বরে ফোন করা হচ্ছিল বুধবার থেকেই। বৃহস্পতিবার সকালে ফোন তোলে এক যুবক। সেই যুবক জানায়, ফোনটি তার বাবা কুড়িয়ে পেয়েছে হ্যারিকেন পুকুরের পাড় থেকে। সেই সূত্র ধরেই শুরু হয় তল্লাশি। পুকুর পাড় থেকে উদ্ধার হয় সায়নীর জুতো। এরপর ডুবুরি নামিয়ে ত

যুবকদের বেয়াড়া ‘আবদার’! মহিলাদের নাচতে হবে তাদের সঙ্গে! না মানায় চড়া মাশুল

Image
বেয়াড়া আবদার বহিরাগত যুবকদের। তাদের সঙ্গে নাচতে হবে পাড়ার মহিলাদের। কিন্তু রাজি হয়নি মহিলারা। তারপরই যুবকদের অভব্য আচরণে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। গ্রামে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হল। তাঁদের পোশাক ছিঁড়ে মারধর করা হয় সাত মহিলাকে। চাঞ্চল্যকর এই ঘটনা কলকাতার উপকণ্ঠে কোদালিয়ার তালবাগান এলাকায়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক যুবককে। কালীপুজো উপলক্ষে পাড়ার পুজোয় আনন্দ করছিলেন পাড়ার মহিলারা। সেখানে হঠাৎ উদয় হয় কয়েকজন যুবক। তারা আবদার করে, তাদের সঙ্গে নাচতে হবে মহিলাদের। কিন্তু মহিলারা রাজি হয়নি। এরপরই শুরু হয় অভব্য আচরণ। মহিলাদের হাত ধরে টানাটানি শুরু করে তারা। শুরু হয় কটূক্তি। তারপরও মহিলারা রাজি না হওয়ায় তাণ্ডব শুরু করে যুবকরা। অভিযুক্ত যুবকরা মহিলাদের পোশাক ছিঁড়ে দেয়। মারধর শুরু করে। তারপর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় বলেও অভিযোগ। এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে স্বপন মিস্ত্রি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদ সরব হন। তাঁদের অভিযোগ সম্প্রতি এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়ে

ঘুমের ওষুধ খাইয়ে দিনের পর দিন নাবালিকা মেয়েকে ধর্ষণ বাবার, শেষে কী পরিণতি হল

Image
মহারাষ্ট্রের ভিওয়ান্ডি টাউনশিপে বাবার অত্যাচারে নিজের সম্মান খোয়াল নাবালিকা মেয়ে। দিনের পর দিন চাপে পড়ে বাবার হাতে ধর্ষিত হতে হয়েছে তাকে। অবশেষে সাহস সঞ্চয় করে পুলিশে খবর দিতেই বাবার ঠিকানা হয়েছে জেল হাজত। পুলিশ জানিয়েছে, ভিওয়ান্ডির পদ্ম নগরের বাসিন্দা বছর ৫০ এর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে মেয়ের সম্মান নিয়ে ছেলেখেলা করত অভিযুক্ত। তাকে রোজ রাতে ঘুমের ওষুধ খাওয়াতো। পরে ধর্ষণ করত। ২০১৭ সালের অক্টোবর মাস থেকে টানা একবছর ধরে এই ঘৃণ্য কাজ সে করেছে বলে জানিয়েছে পুলিশ। শুধু ধর্ষণ নয়, মেয়েকে হুমকিও দিত ওই ব্যক্তি। মা বা পরিবারের অন্য কাউকে জানালে সকলকে মেরে ফেলা হবে বলে হুমকি দিত সে। তবে অবশেষে সাহস সঞ্চয় করে একবছর পরে পুলিশে অভিযোগ দায়ের করতেই ফল মিলেছে হাতেনাতে। পুলিশ অভিযোগ পেয়েই ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণ ও ৫০৬ ধারায় অপরাধমূলক উদ্দেশ্য ও নাবালকদের বিরুদ্ধে যৌন নির্যাতন মূলক পকসো আইনে মামলা করেছে।

কালো টাকা রুখতে নোট বাতিলের কেন্দ্রীয় যুক্তি খারিজ করল আরবিআই

Image
কালো টাকা রুখতে নোট বাতিল, কেন্দ্রের এই যুক্তি খারিজ করেছিল আরবিআই।  কালো টাকা রুখতে ও নকল নোট এড়াতে নোট বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে আজও সওয়াল করে চলেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু মোদি সরকারের সেই যুক্তিই মানতে পারেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২ বছর পরও নোট বাতিলের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক থামেনি। গতকালই ছিল নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তি। ২ বছর পরেও মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত কার্যত ভুল ছিল বলে ইতিমধ্যে সোচ্চার হয়েছে বিরোধীরা। কালো টাকা রুখতে ও নকল নোট এড়াতে নোট বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে আজও সওয়াল করে চলেছে কেন্দ্রীয় সরকার। তাঁদের আরও দাবি, নোট বাতিলের ফলে কালো টাকার কারবারিরা বিপাকে পড়েছেন। অর্থাৎ কিনা, উদ্দেশ্য সফল হয়েছে। কিন্তু মোদি সরকারের সেই যুক্তি মানতে পারেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এমনই চাঞ্চল্যকর তথ্য এবার সামনে এল। ২০১৬ সালের ৮ নভেম্বর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন। আর তার ঠিক কয়েক ঘণ্টা আগেই আরবিআই-এর সেন্ট্রাল বোর্ডও এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু এ সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

Image
নয়াদিল্লিঃ ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এবার সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ২ টাকারও বেশি বেড়েছে। ডিলারদের কমিশন বৃদ্ধির ফলে রান্নার গ্যাসের দাম বাড়তে চলেছে। এর ফলে দিল্লিতে ১৪.২ কেজি ওজনের ভর্তুর্কিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়াল ৫০৭ টাকা ৪২ পয়সা। দীর্ঘদিন থেকে কমিশন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন এলপিজি গ্যাস ডিলাররা। তাদের দাবি মেনে সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ডিলারদের কমিশন বৃদ্ধি করে। অন্তবর্তী পদক্ষেপ হিসেবে ১৪.২ কিলোর রান্নার গ্যাসের সিলিন্ডারে ডিস্ট্রিবিউটারস কমিশন ৪৮.৮৯ টাকা থেকে বাড়িয়ে ৫০.৫৮ টাকা করা হয়েছে। ৫ কেজির সিলিন্ডারে ২৪.২০ টাকার পরিবর্তে এবার থেকে ২৫.২৯ টাকা করে কমিশন পাবেন ডিস্ট্রিবিউটররা। ১ নভেম্বর করের কারণে শেষবার এলপিজির দাম সিলিন্ডার পিছু ২.৯৪ টাকা করে বাড়িয়েছিল রাষ্ট্রয়ত্ত তেল কোম্পানিগুলি।

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন বাবুল সুপ্রিয়

Image
নয়াদিল্লিঃ বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন বাবুল সুপ্রিয়। শুক্রবার ভোর ৫টা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে যাওয়ার সময় তাঁর গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি বিশাল ভলভো বাস। বরাত জোরে বেঁচে যান বাবুল। ঘটনার কথা টুইট করে জানিয়েছেন বাবুল নিজে। তিনি লিখছেন, 'আমার গাড়ি চালক কোনও ক্রমে ফ্লাইওভারের রেলিংয়ের দিকে সরে যেতে পেরেছিল। না হলে আমরা নিচে পড়ে যেত পারতাম। ও এতটাই ভয়ে পেয়ে গিয়েছিল যে বাধ্য হয়ে আমাকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হয়।' অনেকেই তাঁকে ঘটনার কথা জানিয়ে পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শ দেন। কিন্তু সেই পথে হাঁটছেন না বলেই জানান তিনি। জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে তিনি লেখেন, 'দিল্লিতে অসংখ্য ভিভিআইপি থাকেন। তাদের নিয়ে এমনিতেই ব্যস্ত দিল্লি পুলিশ। ফ্লাইট, লিফ্ট, গাড়ি, রাজনীতি, মমতাদিদির পুলিশ সহ সবকিছু এমনিতেই খুব বিপজ্জনক। কার কার সিসিটিভি ফুটেজ দেখব সম্ভব বলুন!' উল্লেখ্য, এর আগে গত মাসে আসানসোলের এক অনুষ্ঠানে এক ব্যক্তির পা ভেঙে দেওয়ার হুমকি দিয়ে শিরোনামে এসেছিলেন বাবুল সুপ্রিয়।

ভুল করে ঘরভর্তি পড়ুয়াদের সামনে পর্ন ভিডিও চালিয়ে ফেললেন শিক্ষক, তারপর যা হল

Image
পড়াতে গিয়ে ক্লাসরুমে নানা অযাচিত ঘটনার মুখোমুখি হতে হয় শিক্ষকদের। বহু শিক্ষকের জীবনে নানা অপ্রীতিকর ঘটনা ক্লাসরুমে ছাত্র-ছাত্রীদের সামনে ঘটেছে। তবে যুক্তরাজ্য ইংল্যান্ডে এক শিক্ষক যে বিড়ম্বনার শিকার হলেন তা একেবারে অনভিপ্রেত ঘটনা। ক্লাসরুমে পর্ন ভিডিও চালিয়ে দিলেন শিক্ষক। নিজের অজান্তেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি। গোটা ক্লাসরুমের সব ছাত্র-ছাত্রী এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছে। কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা বুঝে উঠতে পারেনি। শিক্ষকও গোটা ঘটনা বুঝতে পেরেছেন অনেক পরে। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। গোটা ক্লাসরুম একেবারে প্রোজেক্টরের মাধ্যমে জায়ান্ট স্ক্রিনে পর্ন ভিডিও চলতে শুরু করেছিল। ঘটনা হল, ছাত্রদের নিজের ল্যাপটপ থেকে প্রোজেক্টরের মাধ্যমে কিছু দেখাতে চেয়েছিলেন শিক্ষক। ভুল করে নিজের ল্যাপটপে রাখা পর্ন ভিডিও চালিয়ে দেন। ভিডিও চালিয়ে তা কী সেটা না দেখেই শিক্ষক বিদায় নেন ক্লাস থেকে। আর ছাত্রছাত্রীদের সামনে ততক্ষণে জায়ান্ট স্ক্রিনে পর্ন চলতে শুরু করেছে। যা দেখে ফিসফাস বেড়ে যায় পড়ুয়াদের। ক্লাসরুমে শোরগোল শুনে শিক্ষক ফেরত আসেন। এসে দেখেন কী কাণ্ড তিনি করে ফেলেছেন। এরই ফাঁকে কোনও এক ছাত্র ভিডিওটি তুলে ফেল

৩ হাজার কোটি টাকার 'শত্রু সম্পত্তি' বিক্রি করবে সরকার

Image
দেশভাগের আগে ও পরে বহু মানুষ পাকিস্তান বা চিনে চলে গিয়েছেন। দেশে ছড়িয়েছিটিয়ে থাকা ওইসব 'শত্রু সম্পত্তি' এবার বিক্রি শুরু করছে কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিদেশি নাগরিকদের সম্পত্তি বিক্রি করে দেওয়ার কথা উঠছিল বারবারই। বর্তমানে ওইসব সম্পত্তির বাজারমূল্য কমপক্ষে ৩০০০ কোটি টাকা। ওইসব সম্পত্তি বিক্রির জন্য আইন সংশোধনও করেছে সরকার। আইন অনুযায়ী দেশভাগের আগে ও পরে এদেশ ছেড়ে যারা চলে গিয়েছেন সেইসব সম্পত্তির মালিক এখন সরকার। রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, দেশে ৯৯৬টি বেসরকারি কোম্পানির অধীনে রয়েছে ওইসব সম্পত্তি। এর মোট মূল্য ৩০০০ কোটি। ওই টাকা থেকে সরকার তা দেশের সড়ক তৈরি, বিদ্যুত উতপাদন সহ অন্যান্য কাজ করবে। বিভিন্ন ক্ষেত্র থেকে ৮০০০০ কোটি টাকা আয় করার লক্ষ্যমাত্র ধার্য করেছে কেন্দ্র। এর মধ্যে গত সাত মাসে সরকার মাত্র ১০,০০০ কোটি টাকা তুলতে পেরেছে। ফলে ওই টার্গেট পূরণ করার জন্য এখন বিভিন্ন সম্পত্তি বিক্রি করে তা আয় করার লক্ষ্যমাত্র ঠিক করেছে সরকার, এমনটাই ম

যৌনাঙ্গে লাঠি, বন্ধুদের সঙ্গে নিয়ে নিজের প্রাক্তন স্ত্রীকে নৃশংস গণধর্ষণ

Image
বন্ধুদের সঙ্গে নিয়ে নিজেরই প্রাক্তন স্ত্রীকে গণধর্ষণ করলেন এক ব্যক্তি। ধর্ষণ করার পর মহিলার যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে করা হল নৃশংস অত্যাচার। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে ওই মহিলার। গ্রেফতার করা হয়েছে ওই মহিলার প্রাক্তন স্বামীকে। ঘটনাটি ঝাড়খণ্ডের জামতাড়া জেলার। বুধবার কালীপুজোর রাতে বাড়ির কাছেই নাটক দেখতে গিয়েছিলেন ওই মহিলা। তাঁর প্রাক্তন স্বামী ও তার দুই অনুচর সেখান থেকেই তাঁকে জোর করে তুলে নিয়ে যায় পাশের একটি মাঠে। গণধর্ষণ করার পর ওই মহিলার যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে অত্যাচার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরের দিন সকালে চাষের জমিতে গোঙানির আওয়াজ শুনতে পেয়ে হাজির হন গ্রামবাসীরা। প্রথমে তাঁকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জামতাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মারা যাওয়ার আগে নিজের প্রাক্তন স্বামী ও তার দুই অনুচরের নাম জানিয়েছিলেন নির্যাতিতা মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে তাঁর প্রাক্তন স্বামীকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড পুলিশ। খোঁজ চলছে আরও দুই অভিযুক্তের।

ছেলেকে ঘুম থেকে তুলে হাতে বাজি দেয় বাবা, ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা!

Image
কালীপুজোয় সবাই বাজি ফাটাচ্ছে, আর ছেলে বাজি ফাটাবে না? ছেলের জন্য তাই সাধ করে বাজি কিনে এনেছিলেন বাবা। কিন্তু কে জানত, সেই বাজি-ই ডেকে আনবে বিপত্তি! বাজি ফাটাতে গিয়ে গুরুতর জখম হল ৭ বছরের এক শিশু। বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে ওই শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। জখম শিশুর নাম সৌম্যদীপ মণ্ডল। ক্যানিংয়ের কাঠপোল এলাকার বাসিন্দা সৌম্যদীপ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছেলের জন্য বাজি কিনে এনেছিল সৌম্যদীপের বাবা ভোলানাথ মণ্ডল। সেই সময় সৌম্যদীপ ঘুমাচ্ছিল। ছেলেকে ঘুম থেকে তুলে তার হাতে একটা বাজি ধরিয়ে দেয় ভোলানাথ। আর তখনই ঘটে বিপত্তি। বাজিটি সৌম্যদীপের গায়ের উপরই ফেটে যায়। বাজির আঘাতে ঝলসে যায় সৌম্যদীপের পেটের নিম্নাংশ। গুরুতর জখম হয় ছোট্ট সৌম্যদীপ। আহত সৌম্যদীপকে সঙ্গে সঙ্গেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ক্যানিং হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে সৌম্যদীপ। এই ঘটনা আরও একবার মনে করিয়ে দেয় যে, বাজি ফাটানোর সময় সব সময় সতর্ক থাকা উচিত। বাজি নিয়ে কোনও মজা বা মশকরা নৈব নৈব চ। কারণ তা যেকোনও মুহূর্তে বড়সড় বিপদ ডেকে আনতে পারে।

জয় দেখতে পেলেন না কুখ্যাত যৌনপল্লি মালিক ডেনিস

Image
রিপাবলিকান প্রার্থী ডেনিস হফ। কয়েক সপ্তাহ আগে আচমকাই 'রহস্যজনক' মৃত্যু হয়েছে তাঁর। তদন্তের নিষ্পত্তি হয়নি এখনও। এর মধ্যেই এল জয়ের খবর। নেভাডার প্রশাসনিক পদে নির্বাচিত হয়েছেন কুখ্যাত যৌনপল্লি মালিক ডেনিস হফ। নেভাডায় পাঁচটি যৌনপল্লি চালাতেন রিপাবলিকান এই প্রার্থী। সেই সঙ্গে একটি স্ট্রিপক্লাবের মালিকও ছিলেন হফ। রাজনৈতিক পরিচয়ের থেকে নিজেকে 'যৌনপল্লির দালাল' বলতেই পছন্দ করতেন তিনি। বিয়ে ভেঙেছে তিন বার। 'দি আর্ট অব দ্য পিম্প' বইটির 'লেখক' হফ একটি প্রথম সারির মার্কিন টিভি চ্যানেলের রিয়্যালিটি শোয়েও অংশ নিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'ভক্ত' হফ নিজেই নিজের নাম দিয়েছিলেন, 'প্রাম্পের ট্রাম্প'। নেভাডার প্রাম্পেই বাড়ি হফের। নেভাডার ৩৬তম ডিসট্রিক্টে ৭২ বছর বয়সি হফের উল্টো দিকে ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী লেসিয়া রোমানভ। ওই ডিসট্রিক্টে হফের প্রার্থী হওয়াও চমক ছিল। প্রবীণ ডাকসাইটে দলীয় প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি রিপাবলিকান প্রার্থী হয়েছিলেন। ভোট-পরীক্ষার পরের ধাপেও দারুণ ফল করলেন। পেশায় শিক্ষাবিদ লেসিয়াকে হারিয়ে ৬৮ শতাংশ ভোটই নিজের পকেটে পুরেছে

হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর! তেলঙ্গানাতেও নাম বদলের রাজনীতি বিজেপির

Image
চার মিনার, হায়দরাবাদ। উত্তরপ্রদেশে শুরু হওয়া জায়গার নাম বদলের নয়া ট্রেন্ড এবার দক্ষিণেও। হায়দরাবাদের নাম পাল্টে ভাগ্যনগর করার দাবি জানালেন তেলঙ্গানার এক বিজেপি নেতা। তাঁর দাবি, মুসলিম শাসকেরাই এই শহরের নাম ভাগ্যনগর থেকে হায়দরাবাদ করে দিয়েছিলেন। আগামী ৭ ডিসেম্বরর তেলঙ্গানা বিধানসভায় নির্বাচন। দক্ষিণের এই রাজ্যে লড়াই এবার ত্রিমুখী। বিধানসভার দখল নিতে মরিয়া কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট, তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) এবং বিজেপি, এই তিনটি শক্তিই।  অনেকটা উত্তরপ্রদেশের ধারা অনুসরণ করেই, ভোটের আগে তেলঙ্গানাতেও নাম বদলের ইস্যু সামনে নিয়ে এল বিজেপি । আর এই প্রচারে তারা হাতিয়ার করল হায়দরাবাদকেই। তেলঙ্গানা বিজেপির অন্যতম নেতা রাজা  সিংহের দাবি, ষোড়শ শতাব্দীতে কুতুব শাহী নবাবেরাই এই শহরের নাম পাল্টে হায়দরাবাদ করে দিয়েছিলেন। তার আগে দক্ষিণের অন্যতম গুরুত্বপূর্ণ এই শহরের নাম ছিল ভাগ্যনগর। বিজেপি ক্ষমতায় এলে প্রধান লক্ষ্যই হবে এই শহরের নাম পাল্টে ফের ভাগ্যনগর করে দেওয়া। অবশ্য শুধু হায়দরাবাদই নয়, বিজেপির নজরে আছে সেকেন্দ্রাবাদ এবং করিমনগরের মতো আরও বেশ কয়েকটি জায়গাও। ক্ষমতায় এলে একে একে সব বদলে ফেল

কাজ করতে না পারলে চীনে শ্রমিকদের খাওয়ানো হয় প্রস্রাব, আরশোলা

Image
চীনে বাড়ি সংস্কার সংস্থাগুলির আজব নিয়ম। তাদের কোনও কর্মী যদি কোনও কাজ করতে ব্যর্থ হন, তবে তাঁকে খাওয়ানো হয় প্রস্রাব, আরশোলা অথবা বেল্ট দিয়ে মারা হয়। অন্য এক সংস্থা তাদের কর্মীদের শাস্তিস্বরূপ মাথার চুল কেটে দেয় বা শৌচালয়ের পাত্র থেকে জল খেতে বাধ্য করে এবং একমাসের বেতনও কেটে নেওয়া হয়। চীনের সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই আজব শাস্তির ভিডিও এং ছবি। চীনের দক্ষিণ–পূর্ব প্রদেশের বাড়ি সংস্কারকারী সংস্থার বেশ কিছু কর্মী এই শাস্তির ভয়ে কাজ ছেড়ে দিয়েছেন। তাঁরাই জানিয়েছেন, প্রকাশ্যেই তাঁদের এ ধরনের শাস্তি দেওয়া হত। এক কর্মী জানান, চামড়ার জুতো পরতে কেউ যদি ভুলে যেত তবে জরিমানা হিসাবে তাঁর কাছ থেকে ৫২২ টাকা নেওয়া হত (‌৫০ ইউয়ান)‌। তবে এই শাস্তির পরও অধিকাংশ কর্মী সংস্থাগুলিতে এখনও কাজ করছেন। তবে এই ঘটনার জন্য ইতিমধ্যেই সংস্থার তিনজন ম্যানেজারকে তাদের অধীনস্ত কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করার জন্য পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশে ভোট হবে ২৩ ডিসেম্বর

Image
ঢাকা: বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে ২৩ ডিসেম্বর। প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের ‌দিনক্ষণ ঘোষণা করেন। শুক্রবার থেকেই মনোনয়নপত্র বিক্রি শুরু হয়ে যাবে। তা জমা দেওয়ার শেষ দিন ১৯ নভেম্বর, যাচাই ২২ নভেম্বর। ২৯ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ৩০ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এবারের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। তবে কত আসনে তা ব্যবহার করা হবে সেটা এখনও কমিশনের পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি। ভোটের আগে–পরে আট দিন সেনা মোতায়েন থাকবে। ভোটের আগে পাঁচ দিন, ভোটগ্রহণের দিন এবং পরে দু দিন সেনাবাহিনী সারা দেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এই নির্বাচনে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি যোগ দিচ্ছে কি না সেটা এখনও পরিষ্কার নয়। শুক্রবার বিএনপি জোটের রাজশাহিতে মহাসমাবেশ রয়েছে। সেখান থেকে এ বিষয়ে কিছু ঘোষণা করা হতে পারে। বিএনপি নেত্রী খালেদা জিয়া এক মাস দু দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবারই তাঁকে হাসপাতাল থেকে জেলে নিয়ে যাওয়া হয়েছে।

মধ্যপ্রদেশে চতুর্থবার সরকার গড়বে বিজেপি, বলছে সমীক্ষা

Image
এবিপি নিউজ ও সি ভোটার সমীক্ষায় জানানো হচ্ছে যে মধ্যপ্রদেশে পরপর এই নিয়ে চতুর্থবার বিজেপি সরকার গড়তে চলেছে। এর আগে ২০০৩, ২০০৮ ও ২০০১৩ সালে বিজেপি পরপর তিনবার মধ্যপ্রদেশে সরকার গঠন করেছে। এই নিয়ে চতুর্থবার বিজেপি সরকার গড়তে চলেছে। এমনই সমীক্ষা ফলাফল প্রকাশ করেছে এবিপি নিউজ। ফোটো ফিনিশ বিজেপির মধ্যপ্রদেশে মোট ২৩০টি আসন। তার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে প্রয়োজন ১১৬টি আসন। আর বিজেপি ঠিক এই কটি আসনই পাবে বলে সমীক্ষা বলছে। অর্থাৎ শিবরাজ সিং চৌহানের সরকার মধ্যপ্রদেশে ফোটোফিনিশ করবে বলে উঠে এসেছে সমীক্ষায়।     একটুর জন্য পা পিছলে যাবে কংগ্রেসের অন্যদিকে বিরোধী কংগ্রেস আগের চয়ে শক্তিশালী হয়ে উঠলেও ক্ষমতার একেবারে ধার কেটে বেরিয়ে গিয়েছে। কংগ্রেস ১০৫টি আসন পাবে বলে ইঙ্গিত সমীক্ষায়। এছাড়া অন্যান্যরা পেতে পারে ৯টি আসন।     তুল্যমূল্য লড়াই সমীক্ষা বলছে, বিজেপি ভোট শতাংশের বিচারে ৪১ শতাংশ, কংগ্রেস ৪০ শতাংশ ও অন্যান্যরা ১৯ শতাংশ ভোট শেয়ার পেতে পারে। অর্থাৎ এখানেও সামান্য হলেও বিজেপি এগিয়ে থাকছে।

দেশের ৬ বিমানবন্দর লিজ দিচ্ছে কেন্দ্র, সবুজ সংকেত দিল মন্ত্রিসভা

Image
পরিচালনা, উন্নয়ন ও কর্মপদ্ধতি সহ একাধিক বিষয়ের অনেকটাই চলে যাচ্ছে সেসরকারি হাতে। দেশের ৬টি বিমানবন্দর এবার লিজ দিচ্ছে সরকার। পিপিপি মডেলে ওইসব বিমানবন্দর লিজ দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যেসব বিমানবন্দর লিজে দেওয়া হচ্ছে সেগুলি হল আহমেদাবাদ, গুয়াহাটি, জয়পুর, লখনউ, তিরুঅনন্তপুরম ও মাঙ্গালুরু। ওইসব বিমানবন্দরের কর্মপদ্ধতি, পরিচালনা ও উন্নয়নে সরকারের সঙ্গে কাজ করবে বেসরকারি সংস্থাও। ওইসব বিমানবন্দরের কাজ দেখার জন্য একটি কমিটি গড়া হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন নীতি আয়োগের সিইও। বর্তমানে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরের রক্ষনাবেক্ষণ করা হয় এই পিপিপি মডেলেই। বেসরকারি সংস্থার সঙ্গে এয়ারপোর্ট অথরিটি যৌথভাবে কাজ করে ওইসব বিমানবন্দরের কাজে ভালো ফল পেয়েছে। কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পিপিপি মডেলে কাজ করে দেশের দেশের বিমানবন্দরগুলিতে আন্তর্জাতিক মানের পরিষেবা পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, পরিকাঠামো উন্নয়ণের ক্ষেত্রে পিপিপি মডেল ভালো কাজ দিয়েছে। এছাড়াও ব্যবস্থাপনার ক্ষেত্রে ভাল

মস্কোতে আজ ভারত–তালিবান শান্তি বৈঠক

Image
শুক্রবার তালিবানের সঙ্গে কথা বলবে ভারত। অতীতে এরকম উদ্যোগ কখনও নেওয়া হয়নি। রাশিয়ার মস্কোতে এই শান্তি বৈঠকটি হতে চলেছে। ভারত অবশ্য এখানে সরকারি ভাবে অংশ নিচ্ছে না। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন দেশকে সঙ্গে নিয়ে শান্তি বৈঠক করছে রাশিয়া। সেই বৈঠকে আমেরিকা এবং চীনের পাশাপাশি ভারতও ডাক পেয়েছে। থাকছে তালিবানও। বৈঠকের কথা মেনে নিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমারও। যদিও ভারত সরকারি স্তরে এই বৈঠকে  অংশ নিচ্ছে না। এই বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন অমর সিনহা এবং টিসিএ রাঘবন। অমর এক সময় আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। রাঘবন পাকিস্তানে ভারতীয় হাইকমিশনার হিসেবে কাজ  করেছেন। গত মাসে ভারত–রাশিয়ার মধ্যে বাৎসরিক দ্বিপাক্ষিক সম্মেলনে যোগ দিতে দিল্লি এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। তখনই এই বৈঠকের কথা জানতে পারে ভারত। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার জানান, '‌শান্তির পথে ফিরিয়ে নিয়ে এসে আফগানিস্তানকে নতুন করে গঠনের কাজে ভারত সবসময় পাশে আছে।'‌ শুক্রবারের এই বৈঠকে উপস্থিত থাকার জন্য ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান, কিরঘিজস্তা

স্বস্তির নিঃশ্বাস: হু হু করে কমছে পেট্রল-ডিজেলের দাম

Image
নয়াদিল্লি: কথায় বলে বিন্দুতে সিন্ধু৷ মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কিছুটা হলেও কমেছে পেট্রল-ডিজেলের দাম৷ শুক্রবার রাজধানীতে পেট্রলে ১৫ পয়সা কমে লিটার প্রতি দাম হয়েছে ৭৮.০৬টাকা এবং ডিজেলে ১৫ পয়সা কমে লিটার প্রতি দাম হয়েছে ৭২.৭৪টাকা৷ এদিকে মুম্বইয়ে১৫ পয়সা কমে লিটার প্রতি পেট্রলের দাম হয়েছে ৮৩.৫৭টাকা এবং ১৫ পয়সা কমে ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৭৬.২২টাকা৷ গত জুন মাস থেকে নাগাড়ে বাড়ছিল জ্বালানির দাম৷ কবে তা সেঞ্চুরি হাঁকাবে তা নিয়ে কৌতুহল ছিল দেশবাসীর৷ পেট্রপণ্যের দাম বাড়ায় চড়া হারে বাড়ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও৷ নাভিশ্বাস অবস্থা দেশজুড়ে৷ এই পরিস্থিতির জন্য বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও আন্তর্জাতিক বেশ কয়েকটি বিষয়কে তুলে ধরা হয় কেন্দ্রের তরফে৷ তবে জ্বালানির মূল্য বৃদ্ধিকে হাতিয়ার করে বিরোধীদের নিশানায় ছিল মোদী সরকার৷ চাপের মুখে পদক্ষেপ করে কেন্দ্র৷ পেট্রল ও ডিডেজেলের লিটার প্রতি শুল্ক দেড় টাকা করে কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলিও এক টাকা ছাড়ের ঘোষণা করে৷ অক্টোবরের শেষের দিক থেকে দাম কমতে থাকে

নির্ভয়া কাণ্ডের পুনরাবৃত্তি! ঝাড়খণ্ডে গণধর্ষণের পর মহিলার গোপনাঙ্গে লাঠি ঢুকিয়ে খুন

Image
একটা নির্ভয়া কাণ্ড যে সমাজে কোনও বদল আনতে পারেনি তার প্রমাণ প্রায় প্রতিদিনই দেশের যেকোনও শহর থেকে উঠে আসছে। বর্বরতা, নিষ্ঠুরতা কমেনি। তার ফের প্রমাণ মিলল ঝাড়খণ্ডে। জামতারা জেলায় এক মহিলাকে তিনজন মিলে ধর্ষণের পর গোপনাঙ্গে লাঠি ঢুকিয়ে আরও অত্যাচার করে খুন করা হল। ঘটনার নৃশংসতা ব্যাখ্যা করার পরে স্থানীয় সাব ডিভিশনাল পুলিশ অফিসার বিএন সিং জানিয়েছেন, মহিলার প্রাক্তন স্বামীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় আরও দুই দুর্বৃত্তের খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে, কালী পুজোর দিন মহিলা নারায়ণপুরে থিয়েটার দেখতে গিয়েছিলেন। সেখানে তাঁর প্রাক্তন স্বামী ও তার দুই সঙ্গী জোর করে টেনে নিয়ে গ্রামের মাঠে নিয়ে যায়। সেখানেই অন্ধকারে গণধর্ষণের পর গোপনাঙ্গে লাঠি ঢুকিয়ে দেওয়া হয়। মহিলার মাঠে পড়ে থাকতে দেখে পরের দিন সকালে তাকে হাসপাতালে ভর্তি করেন গ্রামবাসীরা। নারায়ণপুরের একটি হাসপাতালেই নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জামতারা সদর হাসপাতালে বদলি করা হয়। সেখানে আনা হলে চিকিৎসকেরা মহিলাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে মহিলা জবানবন্দিতে তাঁর প্রাক্তন স্বামী ও আরও দুই ব্যক্তিকে অভিযুক্ত করে গিয়েছেন। গ্রামবাসীরাই সেকথা পু

আপেলের আড়ালে লুকিয়ে মাদক পাচার, উদ্ধার ২০০ কোটির হেরোইন

Image
শ্রীনগরঃ আপেলের আড়ালে লুকিয়ে কাশ্মীর থেকে দিল্লিতে পাচার করা হচ্ছিল হেরোইন। নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র তত্‌পরতায়, বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের কুপওয়াড়া এলাকায় ধরা পড়ে ট্রাক সমেত হেরোইন ভর্তি পেটি। উদ্ধার হয়েছে ২০০ কোটি টাকার হেরোইন। ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের কুপওয়ারা থেকে বৃহস্পতিবার ট্রাকটি দিল্লির উদ্দেশে আসছিল। কাশ্মীরের হাইওয়ে টোল প্লাজায় এনসিবির অফিসাররা তল্লাশি চালিয়ে আপেলের কার্টন থেকে উদ্ধার করেন কোটি কোটি টাকার হেরোইন। ধৃত ট্রাক চালককে জেরা করা হচ্ছে। চোরাচালান চক্রের পান্ডাদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।

গেল কোথায় কালো টাকা

Image
নোটবন্দির দ্বিতীয় বর্ষপূর্তিতে বিরোধীদের আরও কড়া এবং সম্মিলিত আক্রমণের মুখে পড়ল মোদী সরকার। কংগ্রেসের রাহুল গান্ধী থেকে শুরু করে মনমোহন সিং, পি চিদম্বরম, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সীতারাম ইয়েচুরি পর্যন্ত সকলেই বৃহস্পতিবার প্রায় এক সুরে দাবি করেছেন, নোটবন্দির ফলে দেশের অর্থনীতিকেই দুর্বল করে ফেলা হয়েছে। এর জন্য গোটা দেশ এখন চরম বিপর্যয়ের সম্মুখীন। এক ধাপ এগিয়ে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদম্বরম এ দিন কলকাতায় নোটবন্দির সঙ্গেই রিজার্ভ ব্যাঙ্ক বিতর্ককে এক বন্ধনীতে টেনে এনে বলেন, 'রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে সরকারের যে বিরোধ চলছে, তারও মূল উৎস কিন্তু সেই নোটবন্দি।' বিরোধী নেতা-নেত্রীদের একটাই কথা, 'মোদি সরকার যে-সব কারণে নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল, তার সব ক'টিই ব্যর্থ হয়েছে। না হয়েছে কালো টাকা উদ্ধার, না হয়েছে জাল নোটের কারবার বন্ধ, না হয়েছে জঙ্গি কার্যকলাপ বন্ধ। বরং দেশের মানুষের সামনে আরও বড় বিপর্যয় ঘনিয়ে এসেছে। মানুষ তা বুঝতে পেরেছেন বলেই কর্নাটকের সাম্প্রতিক উপনির্বাচনে বিজেপি ধরাশায়ী হয়েছে। আগামী লোকসভা ভোটেও মানুষ বিজেপিকে শি

এই প্রথম তালিবানের সঙ্গে আলোচনায় ভারত

Image
দিল্লি : এই প্রথম তালিবানদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে ভারত। তবে এই বৈঠক সরকারি নয়। বৈঠকটি হবে মস্কোয়। বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। বৈঠকটির আয়োজন করেছে রাশিয়া। সেখানে আফগানিস্তানের পাশাপাশি ভারত, পাকিস্তান ও চিনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার জানিয়েছেন, ৯ নভেম্বর রাশিয়ান ফেডারেশনের তরফে বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আফগানিস্তানে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত অমর সিনহা ও পাকিস্তানে ভারতের প্রাক্তন হাই কমিশনার টিসিএ রাঘবন।  সম্প্রতি ভারত সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিও সম্পন্ন হয়। এরপরই মস্কোয় অনুষ্ঠিত হতে চলা বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় নর্থব্লক।  মস্কোয় অনুষ্ঠিত হতে চলা ওই বৈঠক সম্পর্কে গত সন্ধ্যায় রভীশ কুমার বলেন, "আফিগানিস্তানে শান্তি ও সমন্বয় সাধনে সম্পূর্ণ সমর্থন রয়েছে ভারতের। সেখানে নিরাপত্তা, স্থায়িত্ব ও সংহতি বাড়াতে চাই আমরা।" রাশিয়ার একটি সংবাদ সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই বৈঠকে যোগ দেওয়ার জন্য কাজাখাস্তান, কিরঘিজি

হোয়াটসঅ্যাপে কীভাবে নম্বর চেঞ্জ করবেন? জানুন

Image
হোয়াটসঅ্যাপ আমাদের জীবনের অংশ৷ একথা অস্বীকার করার উপায় নেই৷ ইউজাররা অ্যাপটির মাধ্যমে টেক্সট, ডকুমেন্টস, ছবি, অডিও, ভিডিও, সবকিছুই শেয়ার করতে পারেন৷ আর সেজন্যই ক্রমাগত বেড়েছে ম্যাসেজিং অ্যাপটির জনপ্রিয়তা৷ অনেক সময়ই আমরা প্রয়োজনের খাতিরে মোবাইল নম্বর পরিবর্তন করে থাকি৷ যার ফলে ডেটা হারানোর ভয় থাকে৷ কিন্তু, হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে 'চেঞ্জ নম্বর' ফিচারটি৷ যেখানে নম্বর চেঞ্জ করুন একেবারে নির্দিধায়৷ ফিচারটির মারফত ইউজারের পুরনো ফোন নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিমেষে পৌঁছে যাবে নতুন ফোন নম্বরে৷ পোহাতে হবে না কোন ঝঞ্ঝাট৷ কিন্তু, এখনও পর্যন্ত অনেকেই জানেন না ফিচারটির সম্পর্কে৷ অনেকে জানেন কিন্তু পুরোপুরিভাবে নয়৷ চিন্তা নেই৷ আপনাদের জন্যই রইল সমাধান৷ দেখে নিন কীভাবে বদলে ফেলবেন হোয়ায়সঅ্যাপে রেজিস্টার করা পুরনো নম্বরটিকে। ডিভাইসে নতুন সিম কার্ডটি ইনসার্ট করুন৷ এবার হোয়াটসঅ্যাপ ওপেন করে রেজিস্টার করা নম্বরটি চেক করুন৷ হোয়াটসঅ্যাপ-মেনু-সেটিংস-প্রফাইল ফটো৷ এরপর, ফলো করুন নির্দিষ্ট স্টেপগুলি৷ হোয়াটসঅ্যাপ-মেনু-সেটিংস-অ্যাকাউন্ট-চেঞ্জ নম্বর৷ অ

বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারাল ১২

Image
ক্যালিফোর্নিয়া: বন্দুকবাজের হামলায় প্রাণ হারাল ১২ জন৷ গতকাল রাতে সাদার্ন ক্যালিফোর্নিয়া বারে এই ঘটনা ঘটে৷ প্রায় ১০০-রও বেশি মানুষ সেখানে উপস্থিত ছিল৷ ২৮ বছরের ওই বন্দুকবাজের নাম আয়ান ডেভিড বলে জানা গিয়েছে৷ পরে ঘটনাস্থলে পুলিস উপস্থিত হলে ওই বন্দুকবাজের দেহ বারের মধ্যেই পড়ে থাকতে দেখে৷ এখনও এই হামলার পিছনের উদ্দেস্যে স্পষ্ট হয়নি কারও কাছেই৷ এক প্রত্যক্ষদর্শী জনান, ১৮,১৯,২০ বছরের সব তরুণ-তরুণীরা ওই বারে খুব সুন্দর সময় কাটাচ্ছিল৷ হঠাৎই এক যুবক এসে কোনও কারণ ছাড়াই এলোপাথাড়ি গুলি করতে থাকে৷ একজন লুকিয়ে সমগ্র ঘটনা ভিডিও করে, সেখানে দেখা যায়, ভিড়ে পরিপূর্ণ ক্যালিফোর্নিয়া বারে এক বন্দুকবাজ ঢুকে শূন্যে গুলি ছুঁড়তে থাকে৷ মুহূর্তের মধ্যে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয় সকলে৷ ওই বন্দুকবাজ কালো পোশাক পরে এসেছিল এবং .45 ক্যালিবার গ্লক হ্যান্ডগান সঙ্গে ছিল বলে জানা যায়৷ পপ্রথমেই সে বারের নিরাপত্তা রক্ষীকে গুলি করে, তারপর বারের মধ্যে স্মোক বোম ফাটায়৷ এরপরেই শুরু হয় তার তাণ্ডবলীলা৷ ঠিক কি কারণে এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটালো ওই বন্দুকবাজ তার অনুসন্ধান চলছে৷

শিশুকন্যার মুখে চকোলেট বোমা ঢুকিয়ে আগুন, ছিন্নভিন্ন মুখে ৫০টা সেলাই নিয়ে চলছে মৃত্য়ুর সঙ্গে লড়াই

Image
উৎসব পালনের নামে নৃশংসতা এমন পর্যায়ে যেতে পারে তা ভেবে কুল-কিনারা করা যাচ্ছে না। দীপাবলি মানেই আলোর উৎসব। আতসবাজির রোশনাইয়ে ভরে ওঠে চারদিক। এই আলোর উৎসবের মানে হল অশুভ-কে বিনাশ করে শুভ-কে প্রতিষ্ঠিত করা। কিন্তু, মেরঠের মিলক গ্রামে যা হল তাকে ব্যাখ্য়া করার ভাষাই পাওয়া যাচ্ছে না। মাত্র ৩ বছরের এক শিশুকন্যার মুখে চকোলেট বোমা ফাটালো এক তরুণ। এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছোট্ট মেয়েটি। ঘটনাটি মঙ্গলবার। বাড়ির কাছেই অন্যদের সঙ্গে খেলাধূলো করছিল সে। শিশুকন্যাটির বাবার অভিযোগ স্থানীয় এক তরুণ হরপাল ছুটে এসে মুখে চকোলেট বোমা ঢুকিয়ে দেয়। এরপর ওই ছোট্ট-শিশুর মুখে থাকা চকোলেট বোমার সলতে-তে আগুন লাগিয়ে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই শিশুটির মুখে ফেটে যায় চকোলেট বোমা।  ফেটে যাওয়া চকোলেট বোমায় ছিন্নভিন্ন হয়ে যায় শিশুটির মুখ। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুখে ৫০টি সেলাই করতে হয়। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্বাসনালি এবং জিভও। হৃদপিণ্ডেও বারুদের বিষক্রিয়ায় সংক্রমণ হয়েছে। শিশুটির অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা। মৃত্যুর সঙ্গে সে পাঞ্জা লড়ছে। শিশুটির

৭৫ কিশোরকে ধর্ষণ, গ্রেফতার এইচআইভি আক্রান্ত সেনা আধিকারিক

Image
অভিযোগ গুরুতর! প্রায় ৭৫ জন কিশোরকে ধর্ষণের অভিযোগ উঠল এক সেনা আধিকারিকের বিরুদ্ধে। 'ধর্ষিত' কিশোরদের বেশিরভাগের বয়স, ১৩-১৮র মধ্যে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপূর্ব থাইল্যান্ডের খোন কেন প্রদেশে। বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানানো হয়েছে, খোন কেন প্রদেশে বসবাসকারী ৪৩ বছর বয়সী অভিযুক্ত ওই সেনা আধিকারিক একটি সমকামী 'ডেটিং অ্যাপ'-এ নিজের ভুয়ো প্রফাইলের মাধ্যমে এই কিশোরদের আমন্ত্রণ জানাত। দেখা করার পর ওই কিশোরদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াত। এর পর 'ডেটিং অ্যাপ'-এ পাঠানো ছবির ভিত্তিতে ওই কিশোরদের ভয় দেখিয়ে জোর করে যৌনসঙ্গমে বাধ্য করত অভিযুক্ত সেনা আধিকারিক। এ প্রসঙ্গে থাইল্যান্ডের টেকনোলজি ক্রাইম টাস্ক ফোর্সের আধিকারিক (ডেপুটি) সুরাচাতে হাকপার্ন জানান, অভিযোগের ভিত্তিতে ওই সেনা আধিকারিককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরায় ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে অভিযুক্ত। জানা গিয়েছে, ওই সেনা আধিকারিক এইচআইভি আক্রান্ত। হাকপার্ন জানান, এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মোট ছ'টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে অপ্রাপ্তবয়ষ্কদের প্রতারনা, ধর্ষণ

জীবিতকে মৃত সাজিয়ে হাতানো হল ৪০ হাজার টাকা

Image
দিব্যি বেঁচে রয়েছেন। অথচ শ্রম দফতরের খাতায় তিনি মৃত। ওই নির্মাণ শ্রমিককে মৃত হিসাবে দেখিয়েই শ্রম দফতর থেকে তোলা হয়েছে ৫০ হাজার টাকা। নাকাশিপাড়ার ঘটনা। নিয়ম অনুযায়ী, কোনও নির্মাণ শ্রমিকের মৃত্যু হলে শ্রম দফতর থেকে তাঁর পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। স্বাভাবিক মৃত্যু হলেও ওই টাকা দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বপনকুমার খাঁ নামে ওই শ্রমিক জীবিত থাকা সত্ত্বেও তাঁকে মৃত হিসাবে দেখিয়ে টাকা তোলা হয়েছে। যদিও সেই টাকার নামমাত্র স্বপনকে দিয়ে বাকি টাকা এলাকারই এক সিটু সমর্থক নিয়ে নিয়েছেন বলে অভিযোগ। শ্রম দফতরের একাংশের ধারণা, এই দুর্নীতির পিছনে কোনও চক্র রয়েছে। তবে টাকা স্বপনের অ্যাকাউন্টেই পাঠিয়ে অভিযুক্তেরা 'কাঁচা কাজ' করে ফেলেছে বলে মনে করা হচ্ছে। শ্রম দফতরের এক আধিকারিক জানান, দফতর ভুল করে ওই টাকা অ্যাকাউন্টে দেয়নি। তিনি বলেন, ''স্বপন মারা গিয়েছেন, এই মর্মে তাঁর পরিবারের কেউ বা কোনও ইউনিয়ন নেতা দফতরে জানান। সেই মতো তাঁর কাগজপত্র তৈরি হয়। এর পরে দফতর ওই টাকা দেয়। এর মধ্যে একটা দুর্নীতি হয়েছে।'' পাশাপাশি দফতর সূত্রে জানা গিয়েছে, এটা কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। গ

রাতভর নিখোঁজ তরুণীর দেহ মিলল পুকুরে

Image
মামার বাড়ির পাড়ার বন্ধুদের সঙ্গে কালী ঠাকুর দেখতে বেরিয়েছিলেন দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরের দিন, বৃহস্পতিবার একটি পুকুর থেকে মিলল তাঁর দেহ। আগরপাড়ার মহাজাতি নগরের ঘটনা। সায়নী শীল (১৮) নামে ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁকে। এ ক্ষেত্রে মহাজাতি নগরের এক তরুণের নাম জড়িয়েছে। বুধবার অনেক রাত পর্যন্ত তাঁর সঙ্গেই দেখা গিয়েছিল সায়নীকে। খড়দহ থানার পুলিশ ওই তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তদন্তে জানা গিয়েছে, ওই তরুণের সঙ্গে ছিলেন তাঁর আরও চার বন্ধু। তাঁদেরও থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এটি নিছক দুর্ঘটনা, না কি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। সায়নী কী করে পুকুরে পড়লেন, সেটাই এখন প্রশ্ন পুলিশের কাছে।  সায়নীর বাড়ি সোদপুরের দেশবন্ধুনগরে। বাড়ির কাছেই একটি স্কুলে পড়তেন তিনি। তাঁর মা সুচিত্রা শীল জানান, গত মঙ্গলবার সায়নী মামার বাড়িতে যান। বুধবার সকালের মেয়ের সঙ্গে তাঁর কথা হয়েছিল। তখনই তিনি মা-কে জানিয়েছিলেন, রাতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাবেন। আর তাঁর সঙ্গে মেয়ের কোনও যোগাযোগ হয়নি। মঙ্গলবার সকালে আগরপাড়ার তিন নম্

দাড়িভিট: স্কুলে যোগ দেওয়া সেই দুই শিক্ষককে তুলে নিচ্ছে রাজ্য

Image
ইসলামপুরের দাড়িভিট স্কুলে সদ্য যোগ দেওয়া সেই দুই শিক্ষককে প্রত্যাহার করে নিতে চলেছে রাজ্য সরকার। তাঁদের অন্য কোনও স্কুলে বদলি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিকাশ ভবন। তবে স্কুল শিক্ষা দফতরের বক্তব্য, দাড়িভিটে পাঠানো উর্দু ও সংস্কৃতের ওই দুই শিক্ষককে আলাদা করে বদলি করা হচ্ছে এমন নয়, সারা রাজ্যেই কয়েকশো শিক্ষককে বদলি করা হবে। সেই তালিকায় ওই দু'জন শিক্ষকও রয়েছেন।  দু'জন শিক্ষক প্রত্যাহার করা হলেও আপাতত দাড়িভিটে কোনও নতুন শিক্ষক দেওয়া হচ্ছে না। কেন? এক স্কুল শিক্ষা কর্তার ব্যাখ্যা,''শূন্য পদে শিক্ষক-শিক্ষিকা পেতে বিভিন্ন স্কুল বরাবর বিকাশ ভবনে দরবার করে থাকে। কিন্তু দাড়িভিটে শিক্ষক পাঠানোর পরে অশান্তি হল। তাই আপাতত সেখানে যেমন চলছে, তেমনই চলুক।'' সূত্রের খবর, ওই স্কুলের ২২ জন শিক্ষক পদের মধ্যে এখন ১৬ জন কর্মরত রয়েছেন। গত ২০ সেপ্টেম্বর দাড়িভিটে উর্দু ও সংস্কৃতের দুই শিক্ষক কাজে যোগ দিতে গেলে গোলমাল শুরু হয়। গুলি চলে, তাতে মারা যায় দুই প্রাক্তন ছাত্র। পুলিশ অবশ্য  গুলি চালানোর ঘটনা অস্বীকার করে। ঘটনার তদন্তভার যায় সিআইডি-র হাতে। তার পরেও এখনও পর্যন্ত গুলি কোথা থেকে

স্কাইওয়াকে থুতু, ধুতে হল অভিযুক্তকে

Image
স্কাইওয়াক দিয়ে হেঁটে মন্দিরে যাচ্ছিলেন এক যুবক। আচমকাই তাঁর হাত চেপে ধরলেন এক নিরাপত্তারক্ষী। তার পরেই দেখা গেল, জল ঢেলে একটি জায়গা ধুচ্ছেন ওই যুবক। অভিযোগ, তিনি স্কাইওয়াকে থুতু ফেলেছেন। তাই শাস্তি হিসেবে জায়গাটি ধুয়ে দেওয়ার নিদান দিয়েছেন ওই নিরাপত্তারক্ষী। জনসাধারণের যাতায়াত শুরুর প্রথম দিন মঙ্গলবার সকালেই পান-গুটখার পিকে চিত্রিত হয়েছিল দক্ষিণেশ্বরের রানি রাসমণি স্কাইওয়াক। নজরে আসতেই তা সাফ করে দেন কর্মীরা। এক দিন পরে, বৃহস্পতিবার সকালে ফের সেই ঘটনার পুনরাবৃত্তি। তবে এ বার যিনি অন্যায় করলেন, তাঁকেই সাফ করতে হল। দক্ষিণেশ্বর মন্দিরের অছি ও সম্পাদক কুশল চৌধুরী বলেন, ''স্কাইওয়াক নোংরা করলে জরিমানা করার বিজ্ঞপ্তি জারি করতে বলেছেন মুখ্যমন্ত্রী নিজেই। মানুষ যদি সচেতন না হন, তা হলে তো ব্যবস্থা নিতেই হবে।'' এ দিন সকাল ১১টা নাগাদ মন্দিরে যাওয়ার সময়ে স্কাইওয়াকের মাঝামাঝি জায়গায় বসিরহাটের বাসিন্দা ওই যুবক থুতু ফেলেন বলে অভিযোগ। তা চোখে পড়ে যায় কর্তব্যরত নিরাপত্তারক্ষী ও এক ইঞ্জিনিয়ারের। সঙ্গে সঙ্গে তাঁরা তাঁকে ধরে ফেলেন। প্রথমে স্বীকার না করলেও রক্ষীরা জানান, পুরো ঘটনাটি ক্যামের

মন্দির-মসজিদ নয়, বিতর্কিত জমিতে শিশুদের জন্য মাঠ চাইছে অযোধ্যা

Image
মন্দির কিংবা মসজিদ নয়। অযোধ্যার বিতর্কিত জমিতে শিশুদের জন্য খেলার মাঠ চাইছেন স্থানীয়রা। হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের অনেকেরই বক্তব্য, অযোধ্যা আর যেন রাজনীতিকদের খেলার মাঠ না হয়ে থাকে। লোকসভার ভোট যতই এগিয়ে আসছে, রাম-রাজনীতি উস্কে দিতে তৎপর হয়েছে বিজেপি ও সঙ্ঘ পরিবার। রাম মন্দির মামলা সুপ্রিম কোর্টে থাকলেও ধর্মীয় আস্থাকেই বড় করে দেখাতে তৎপর সঙ্ঘের একাংশ। দু'দিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও অযোধ্যায় গিয়ে রাম-রাজনীতিতে হাওয়া দিয়ে এসেছেন।  কিন্তু সরযূ নদীর তীরে এই পুরনো শহরের মানুষ এ সবে বিশেষ উৎসাহী নন। বরং তাঁরা কথা বলছেন একেবারে ভিন্ন সুরে। রামজন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কিত এলাকার কিছুটা দূরেই থাকেন বিজয় সিংহ। পেশায় ডাক্তার। ৪৮ বছর বয়সি এই চিকিৎসক ১৯৯২-এর ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনে সেখানে হাজির ছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী এখন বলছেন, ''অযোধ্যার মানুষ বহু যুগ ধরে শান্তিতে বসবাস করে এসেছেন। কিন্তু সে দিন বাইরের অনেকে এসে মসজিদ ভেঙে দিল। দুর্ভাগ্যজনক সেই ঘটনা আজও অযোধ্যার মানুষের উপর ছাপ রেখে দিয়েছে।'' অযোধ্যার অন্য অনেকের মতোই সিংহ নিজে একজন