মধ্যপ্রদেশে চতুর্থবার সরকার গড়বে বিজেপি, বলছে সমীক্ষা


এবিপি নিউজ ও সি ভোটার সমীক্ষায় জানানো হচ্ছে যে মধ্যপ্রদেশে পরপর এই নিয়ে চতুর্থবার বিজেপি সরকার গড়তে চলেছে। এর আগে ২০০৩, ২০০৮ ও ২০০১৩ সালে বিজেপি পরপর তিনবার মধ্যপ্রদেশে সরকার গঠন করেছে। এই নিয়ে চতুর্থবার বিজেপি সরকার গড়তে চলেছে। এমনই সমীক্ষা ফলাফল প্রকাশ করেছে এবিপি নিউজ।


ফোটো ফিনিশ বিজেপির
মধ্যপ্রদেশে মোট ২৩০টি আসন। তার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে প্রয়োজন ১১৬টি আসন। আর বিজেপি ঠিক এই কটি আসনই পাবে বলে সমীক্ষা বলছে। অর্থাৎ শিবরাজ সিং চৌহানের সরকার মধ্যপ্রদেশে ফোটোফিনিশ করবে বলে উঠে এসেছে সমীক্ষায়।
   

একটুর জন্য পা পিছলে যাবে কংগ্রেসের
অন্যদিকে বিরোধী কংগ্রেস আগের চয়ে শক্তিশালী হয়ে উঠলেও ক্ষমতার একেবারে ধার কেটে বেরিয়ে গিয়েছে। কংগ্রেস ১০৫টি আসন পাবে বলে ইঙ্গিত সমীক্ষায়। এছাড়া অন্যান্যরা পেতে পারে ৯টি আসন।
   

তুল্যমূল্য লড়াই
সমীক্ষা বলছে, বিজেপি ভোট শতাংশের বিচারে ৪১ শতাংশ, কংগ্রেস ৪০ শতাংশ ও অন্যান্যরা ১৯ শতাংশ ভোট শেয়ার পেতে পারে। অর্থাৎ এখানেও সামান্য হলেও বিজেপি এগিয়ে থাকছে।