Posts

Showing posts from October 15, 2018

স্কুলের ভিতরেই প্রধান শিক্ষককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা

Image
জমি বিবাদ জেরে স্কুলের ভিতরই খুন হলেন প্রধান শিক্ষক। দক্ষিণ-পশ্চিম বেঙ্গালুরুর হাভানুর পাবলিক স্কুলের ঘটনা। পুলিস জানাচ্ছে, রবিবার সকালে দশম শ্রেণির স্পেশ্যাল ক্লাস সেরে নিজের কক্ষে যান রঙ্গনাথ নামে ওই প্রধান শিক্ষক। সে সময় এক দল দুষ্কৃতী তাঁর রুমে ঢুকে শাসাতে থাকে রঙ্গনাথকে। স্কুলের জমি সংক্রান্ত বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করছিলেন তিনি। দুষ্কৃতীদের ৬ জনের দলটির প্রত্যেকের কাছেই আগ্নেয়াস্ত্র ছিল। আলোচনা চলাকালীন উত্তেজনার পারদ বাড়লে এক দুষ্কৃতী গুলি করে প্রধান শিক্ষককে। সেখানেই লুটিয়ে পড়েন ৬০ বছর বয়সী রঙ্গনাথ। এর পর ঘটনাস্থল থেকে গাড়ি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় মহালক্ষ্মী এলাকা থেকে এক জনকে গ্রেফতার করেছে পুলিস। জানা গিয়েছে, ধরার সময় দুই কনস্টেবলের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বাবলি নামে ওই দুষ্কৃতী। শেষমেশ তাকে জখম করে বাগে আনতে সক্ষম হয়েছে পুলিস। বেঙ্গালুরু একটা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযুক্তকে। ওই ব্যক্তি দষ্কৃতী দলের প্রধান মাথা বলে পুলিসের প্রাথমিকভাবে অনুমান। বাকিদের খোঁজ চলচ্ছে। পুলিস জানাচ্ছে, জমি বিবাদের জেরেই খুন করা হয়েছে হাভানুর পাবলিক স্কুলের প্রধান

ষষ্ঠীর সন্ধেয় ট্যাংরায় রাসায়নিক কারখানায় আগুন

Image
ষষ্ঠীর সন্ধেয় ট্যাংরায় রাসায়নিক কারখানায় আগুন! ইতিমধ্যেই দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। ইঞ্জিনের সংখ্যা আরও বাড়তে পারে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। এ দিন ডি সি দে রোডের ওই কারখানায় ছ'টা নাগাদ আগুন লাগে। ওই কারখানায় প্রচুর পরিমাণে রাসায়নিক সামগ্রী মজুত ছিল। এ ছাড়া কারখানার একাংশে ছাপাখানাও চলত বলে জানা গিয়েছে। দাহ্য বস্তু থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন  ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়েই দমকল ঘটনাস্থলে পৌঁছয়। এমনকি, ফ্রি স্কুল স্ট্রিটে দমকলের সদর দফতর থেকেও ল্যাডার ঘটনাস্থলে গিয়েছে। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি। ফলে দমকলের গাড়ি পৌঁছতে সমস্যা হচ্ছে। পুজোর জন্য রাস্তায় যানজট রয়েছে। দমকলের কয়েকটি গাড়ি যানজটে আটকে গিয়েছে বলে পুলিশ সূত্র খবর। পুজোর সময় আগুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকার বাসিন্দারাও দমকলের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। ঘটনাস্থলে দমকল পৌঁছনোর আগেই ওই কারখানার গুদামের একাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।   ঘিঞ্জি বসতি এলাকায় কারখানাটি নিয়ম মেনে চলছিল কি

লিফট‌ দেওয়ার অছিলায় গাড়িতে তুলে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়ে গেল সহকর্মীরা!

Image
অফিস থেকে ফেরার পথে সাহায্য করার অছিলায় সহকর্মীকে ধর্ষণ করলেন দুই যুবক। পরে হুঁশ ফিরলে অভিযুক্ত দুই সহকর্মীর নামে থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতেই দু'জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। শনিবার রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই দুই যুবকের নাম বিরজু এবং বিনোদ কুমার। নির্যাতিতার সঙ্গে এরা দু'জনও দিল্লির দ্বারকার একটি বহুজাতিক সংস্থায় কাজ করেন। শনিবার অফিস থেকে ফেরার সময় তরুণীকে এরাই লিফট‌্ দিতে চান। পরিচিত হওয়ার তাতে রাজি হয়ে যান তরুণী। কিন্তু সেই পরিচিত যুবকরাই যে তাঁর সঙ্গে এমন কাজ করবেন তা কল্পনাতেও আনতে পারেননি তিনি। পুলিশের কাছে অভিযোগে তরুণী জানিয়েছেন। ওই রাতে ফেরার পথে কোল্ডড্রিঙ্ক কিনে খেতে দিয়েছিলেন তাঁরা। সেটা খাওয়ার পর তরুণী আচ্ছন্ন হয়ে পড়েন। তার পর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, নিজেকে বসন্ত কুঞ্চে একটি ফাঁকা জায়গায় পড়ে থাকতে দেখেন। বুঝতে পারেন তাঁকে ধর্ষণ করে এখানে ফেলে যাওয়া হয়েছে। এর পর অসুস্থ শরীরে কোনওক্রমে বাড়িতে পৌঁছন তিনি। সবটা জানান। পর দিন থানায় গিয়ে তাদের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, তরুণীর মেডিক্যাল পরীক্ষায়

লিফট‌ দেওয়ার অছিলায় গাড়িতে তুলে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়ে গেল সহকর্মীরা!

Image
অফিস থেকে ফেরার পথে সাহায্য করার অছিলায় সহকর্মীকে ধর্ষণ করলেন দুই যুবক। পরে হুঁশ ফিরলে অভিযুক্ত দুই সহকর্মীর নামে থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতেই দু'জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। শনিবার রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই দুই যুবকের নাম বিরজু এবং বিনোদ কুমার। নির্যাতিতার সঙ্গে এরা দু'জনও দিল্লির দ্বারকার একটি বহুজাতিক সংস্থায় কাজ করেন। শনিবার অফিস থেকে ফেরার সময় তরুণীকে এরাই লিফট‌্ দিতে চান। পরিচিত হওয়ার তাতে রাজি হয়ে যান তরুণী। কিন্তু সেই পরিচিত যুবকরাই যে তাঁর সঙ্গে এমন কাজ করবেন তা কল্পনাতেও আনতে পারেননি তিনি। পুলিশের কাছে অভিযোগে তরুণী জানিয়েছেন। ওই রাতে ফেরার পথে কোল্ডড্রিঙ্ক কিনে খেতে দিয়েছিলেন তাঁরা। সেটা খাওয়ার পর তরুণী আচ্ছন্ন হয়ে পড়েন। তার পর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, নিজেকে বসন্ত কুঞ্চে একটি ফাঁকা জায়গায় পড়ে থাকতে দেখেন। বুঝতে পারেন তাঁকে ধর্ষণ করে এখানে ফেলে যাওয়া হয়েছে। এর পর অসুস্থ শরীরে কোনওক্রমে বাড়িতে পৌঁছন তিনি। সবটা জানান। পর দিন থানায় গিয়ে তাদের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, তরুণীর মেডিক্যাল পরীক্ষায়

হারিকেন ‘মাইকেলে’-র দানবীয় তাণ্ডবে মানচিত্র থেকে ‘উধাও’ আস্ত ভূখণ্ড! উড়ল বাড়ি-ঘর

Image
ভারতের উপকূলে যখন সাইক্লোন 'তিতলি' আছড়ে পড়েছিল, তখন আমেরিকার বুকে দানবীয় তাণ্ডব চালিয়েছে হ্যারিকেন 'মাইকেল'। আমেরিকায় সমুদ্র তীরবর্তী এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে বিস্তীর্ণ এলাকাকে। মানচিত্র থেকে প্রায় মুছে গিয়েছে মেক্সিকো বিচ-শহর সংলগ্ন একটি ভুখণ্ড। 'মাইকেলে'র গতিবেগ ছিল ঘণ্টায় আড়াইশো কিলোমিটার। আমেরিকার ফ্লোরিডা শহরের পশ্চিম উপকূলে মেক্সিকো বিচ শহরের কাছে আছড়ে পড়ে 'মাইকেল'। ঘণ্টায় ২৫০ কিমির এই ঝড়ের তীব্রতা এতটাই যে বাড়ি-ঘর, মালগাড়ির বগি খেলনার মতো উড়ে যায়। আগাম বন্দোবস্ত নিয়েও মৃত্যু এড়াতে পারেনি মার্কিন প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও অনেকে নিখোঁজ। এই হ্যারিকেনের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়ে আস্ত একটা ভূখণ্ড। সেই ধ্বংসস্তূপ সরালে আরও মৃত্যি বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। 'মাইকেল'-এর এই তাণ্ডবলীলাকে 'মাদার অফ অল বম্বস'-এর সঙ্গেও তুলনা করা হচ্ছে। হ্যারিকেনে সতর্কতা আগে থেকেই নিয়েছিল প্রশাসন। সমুদ্র উপকূল এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বাসিন্দাদের। মার্কিন প্রশাসনিক আধিকারিকরা

জ্বালানীর দাম বেড়েছে, তাতে কী! জলে চলবে গাড়ি

Image
আগে রেগে গিয়ে হয়ত দু'একবার প্রেমিকাকে বলেছিলেন; 'জলে গাড়ি চলে না, অকারণে লং ড্রাইভে যেতে গেলে তেলের জন্য টাকা লাগে'। এবার কিন্তু ভুলেও বলবেন না। পাল্টা জবাব পেয়ে যেতে পারেন আপনি। কারণ সম্প্রতি এক মেধাবি আইআইটি ছাত্র আবিষ্কার করে ফেলেছেন যে, জলেও চলতে পারে গাড়ি। আইআইটির ওই পড়ুয়া বানিয়ে ফেলেছেন জলে চলা গাড়ির কাঠামো। এখনও খাতায় কলমে ইঞ্জিনিয়ারের তকমা পাননি তিনি। তাতে কী? যে গাড়িটি বানিয়েছেন, তা শুধু যে জল ভরলেই গড়গড়িয়ে এগিয়ে যাবে তা নয়, এটি থেকে বের হবে না কালো ধোঁয়াও; সুতরাং এই জলে চলা গাড়ি কিন্তু পরিবেশবান্ধবও বটে ৷ জ্বালানি বা বৈদ্যুতিক সংযোগ আপাতত ভুলে যান। হয়ত ভাবছেন, এই চক্করে বাদ পড়ে যাবে গাড়ির একাধিক সুবিধা। কিন্তু আগেভাগেই এমনটা ভেবে নেবেন না। আর পাঁচটা গাড়ির মতই ফিচার থাকবে জলে চলা গাড়িতেও। জল ও অ্যালুমিনিয়ামের পাতের সংযোজনে গাড়িতে সঞ্চয় হবে পাওয়ার। আর সেই শক্তিতেই প্রায় ১,০০০ কিলোমিটার অতিক্রম করবে গাড়িটি।এদিকে তেলের তুলনায় আবার জলের প্রয়োজনও হবে বেশ কম। লিটার পিছু জলে গাড়িটি অতিক্রম করবে ৩০০ কিলোমিটার। তবে গাড়ি যখন ১,০০০ কিলোমিটার অতিক্রম করবে তখন পাল্টে ফে

পুরুলিয়াতে ট্রেনের ধাক্কায় মৃত্যু রেলকর্মীর

Image
পুরুলিয়া : কর্তব্যরত অবস্থায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক রেলকর্মীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা-চাণ্ডিল শাখার কেতিকা রেল গেটের সামনে। মৃতের নাম চন্দ্রনাথ চ্যাটার্জি (৫১)। তিনি গেটম্যান পদে কর্মরত ছিলেন। গতকাল সকালে আপ আসানসোল-টাটা EMU ট্রেন আসার খবর পেয়ে পতাকা নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসেন চন্দ্রনাথবাবু। তিনি গেটম্যানদের দাঁড়ানোর নির্দিষ্ট স্থানে যাওয়ার সময় কোনওভাবে হোঁচট খেয়ে রেললাইনে পড়ে যান। কেবিনের সামনেই ট্রেনটি তাঁকে ধাক্কা মারে। ছিটকে পড়ে যান তিনি। বেরিয়ে আসেন স্থানীয় লোকজন। কিন্তু, ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে RPF ও GRP আধিকারিকরা আসেন। এরপর চন্দ্রনাথবাবুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। রেলের শ্রমিক নেতা মলয় ব্যানার্জি বলেন, "গার্ডের রিপোর্ট অনুযায়ী চন্দ্রনাথবাবু আচমকা ট্রেনের সামনে পড়ে যান। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।" গেটটি থেকে রেললাইনের কি পর্যাপ্ত দূরত্ব ছিল না? সে প্রসঙ্গে মলয়বাবু বলেন, "দীর্ঘদিন ধরে গেটটা চলছে। চন্দ্রনাথবাবু হোঁচট না খেলে কিছু হত না।" এই দুর্ঘটনার ফলে প্রায় ঘণ্টাখানে

সৎ করদাতাদের পুরস্কারের ভাবনা মোদী সরকারের

Image
যাঁরা সৎ ভাবে নিয়মিত কর দেন তাঁদের পুরস্কৃত করবে কেন্দ্র। সৎ করদাতাদের 'পুরস্কৃত' করার কথা অনেক দিন ধরেই বলে আসছে নরেন্দ্র মোদী সরকার। এ বার ফের তা নিয়ে নাড়াচাড়া শুরু হল। সরকারি সূত্রের খবর, বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি) ও আয়কর দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে কমিটি তৈরি হয়েছে। তাদের রিপোর্ট সিবিডিটিতে জমা পড়ার কথা। তার পরে তা নিয়ে আলোচনা হবে সরকারি স্তরে।  সৎ করদাতাদের কী ধরনের 'পুরস্কার' দিতে চাইছে কেন্দ্র?  গত বছর কর আধিকারিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, যাঁরা নিয়মিত ঠিক সময়ে কর জমা দিচ্ছেন বা রিটার্ন দাখিল করছেন তাঁদের বিশেষ কিছু সুবিধা ও সম্মান দিতে হবে। সূত্রের খবর, সংশ্লিষ্ট করদাতারা যাতে কর মেটানো, রিটার্ন দাখিল-সহ বিভিন্ন সরকারি পরিষেবা সহজে পেতে পারেন সেই ব্যবস্থাই এ বার করতে চাইছে কেন্দ্র। সুবিধাপ্রাপ্তদের যোগ্যতামান ও পরিষেবার রূপরেখা ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে ওই কমিটিকে।  বিবেচনা   • সৎ করদাতাদের স্বীকৃতির প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী।  • পদ্ধতি ও রূপরেখা নিয়ে কথা বলছে সিবিডিটির কমিটি।  • পরের ধাপে সেগুলি বিশ্লেষণ কর

দেশের চিকিৎসকদের নিদান আইএমএ’র প্রেসক্রিপশনে ওষুধের নাম লিখতে হবে বড় অক্ষরে

Image
প্রেসক্রিপশনে ওষুধের নাম লিখতে হবে বড় অক্ষরে। দেশের চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) এই নিদান দিয়েছে। সম্প্রতি দিল্লিতে বসেছিল আইএমএ'র নীতি নির্ধারক সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির বৈঠক। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আইএমএ-র অন্যতম শীর্ষ সূত্র জানিয়েছে। সিদ্ধান্ত হয়েছে, শুধু ওষুধ নয়, প্রেসক্রিপশনে সমস্ত রোগ ও রক্তপরীক্ষার নামও লিখতে হবে বড় হাতের অক্ষরে। প্রসঙ্গত, দেশের সবক'টি রাজ্য মিলিয়ে আইএমএ'র সদস্যসংখ্যা কয়েক লক্ষ। শুধু দেশ নয়, সদস্যসংখ্যার বিচারেও আইএমএ পৃথিবীরও অন্যতম বড় সংগঠনও বটে। এ বিষয়ে রবিবার আইএমএ'র সর্বভারতীয় সভাপতির পদপ্রার্থী ও রাজ্য সম্পাদক ডাঃ শান্তনু সেন বলেন, রোগীদের অনেকেই চিকিৎসকদের প্রেসক্রিপশন ঠিকমতো পড়তে পারেন না বলে অভিযোগ করেন। আমরা ওয়ার্কিং কমিটির বৈঠকে তাই এই সিদ্ধান্ত নিয়েছি। তবে এটাও ঘটনা, ডাক্তাররা অসম্ভব চাপের মধ্যে কাজ করেন। বহু জায়গায় দু'-তিন ঘণ্টায় দু'শো-আড়াইশো রোগী দেখতে হয়। সেই সময় হাতের লেখা ঠিক রাখা মুশকিল। কলকাতা আইএমএ'র সভাপতি ডাঃ নির্মল মাজি বলেন, এর পাশপাশি সরকারি-বেসরকারি সর্বস্তরে

বোনের উপর স্বামীর ধর্ষণের প্রতিবাদ করে দেবীপক্ষেই ‘খুন’ নববধূ৷

Image
বনগাঁ: দেবীপক্ষেই জোড়া মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়াল সীমান্ত শহর বনগাঁয়৷ অশ্লীল ছবি তুলে লাগাতার ধর্ষণের ঘটনায় আত্মঘাতী হয়েছেন এক যুবতি৷ এমনই অভিযোগ উঠেছে তাঁর জামাইবাবুর বিরুদ্ধে। এদিকে বোনের উপর স্বামীর ধর্ষণের প্রতিবাদ করায় স্ত্রীকেও সে সরিয়ে দিয়েছে বলে উঠেছে অভিযোগ। কার্যত জোড়া খুনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সৌরভ বিশ্বাস নামে এক যুবককে৷ স্থানীয় সূত্রে খবর, বিয়ের পরই নিজের শ্যালিকার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে অভিযুক্ত সৌরভ৷ অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখিয়ে শ্যালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে৷ এর মধ্যেই বোনের উপর স্বামীর অত্যাচারের প্রতিবাদ করেন স্ত্রী৷ অভিযোগ, প্রতিবাদ জানানোর পর থেকে  দিনের পর দিন স্ত্রীয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত সৌরভ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার নকপুল সীতানাথপুর এলাকায়৷ ঘটনায় অভিযুক্ত জামাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে থানায় অভিযোগ জানিয়েছেন মৃত গৃহবধূর বাবা বৃদ্ধ অমল মণ্ডল৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, গত সাত বছর আগে সৌরভ ভালবেসে বিয়ে করে অমলবাবুর বড় মেয়ে অসীমাকে৷ ব

ত্রিকোণ প্রেমের জেরে প্রেমিকার বাড়ির সামনে আত্মঘাতী যুবক।

Image
অন্য কোনও নতুন সম্পর্কে জড়িয়েছে প্রেমিকা। এ নিয়ে দ্বন্দ্বের জেরেই প্রেমিকার বাড়ির সামনে আত্মঘাতী যুবক। পিস্তল থেকে নিজেকেই গুলি করেন যুবক। তাঁকে তড়িঘড়ি এইমস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম দীপক গুজ্জর(২৬)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণপশ্চিম দিল্লির কাপাশেরা এলাকায়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কাপাশেরা এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে দীপকের। তবে বেশকিছু দিন হল ওই যুগলের মধ্যে কোনও বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়। সম্ভবত সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন তরুণী। দীপকের আপত্তি ছিল। এই সম্পর্ক ছেদের পিছনে কোনও পারিবারিক কারণ নাকি তৃতীয় ব্যক্তির অবস্থান রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে ত্রিকোণ প্রেমের ইঙ্গিত পাচ্ছে পুলিশ। পুলিশের অনুমান, প্রেমিকার সঙ্গে নতুন কোনও পুরুষের সম্পর্ক তৈরি হয়েছে। এই খবর জানতে পেরেই হতাশায় ভুগছিলেন যুবক। আর এর জেরেই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন। তদন্তের স্বার্থে মৃত যুবকের মোবাইল ফোনটিকে নিজেদের জিম্মায় রেখেছে পুলিশ। দীপক নিজেকে গুলি করার আগে কাকে ফোন করেছিলেন খতিয়ে দেখা হচ্ছে। তাঁর মৃত্যুর নে

কর্মীদের বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলেন মন্ত্রী

Image
মুম্বই: গত পাঁচদিন ধরে অনশন শুরু করেছেন অন্তত ৮০০ কর্মী। মুম্বইয়ের ছত্রপতি শিবাজী ইন্টারন্যাসনাল এয়ারপোর্টে অনশন শুরু করেছেন 'কাম্বাটা অ্যাভিয়েশন প্রাই্ভেট লিমিটেড'-এর কর্মীরা। বকেয়া টাকার দাবিতেই এই অনশন করছেন কর্মীরা। রবিবার সেইসব কর্মীদের বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিলেন মহারাষ্ট্রের শ্রমমন্ত্রী শম্ভজী পাতিল নিলাংগেকর। ২০১৬-তে ওই সংস্থা দেউলিয়া ঘোষণা হওয়ার পর বন্ধ হয়ে যায়। এরপর থেকেই কর্মহীন ২১০০ শ্রমিক। ২০১৬-র ফেব্রয়ারি থেকে অগস্টের বেতন পাননি তাঁরা। সেই বেতনের দাবিতেই অনশন করছেন তাঁরা। অবশেষে মন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তাঁদের সেই বেতন মিটিয়ে দেবে সরকার। রবিবার অনশনরত শ্রমিকদের সঙ্গে বৈঠক বসেন মন্ত্রী। এরপরই অনশন তুলে নেন কর্মীরা। তবে বেতন না পাওয়া পর্যন্ত এবং মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়ে দিয়েছেন কর্মীরা। সংস্থার সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী ফড়নবিশ। কর্মীদের বকেয়া বেতন হিসেব করে দিতে সময় লাগবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী।

ধর্ষণের জন্য কিশোরীকে কুয়োয় ঠেলে ফেলল যুবক

Image
হায়দরাবাদ: ধর্ষণের জন্য কিশোরীকে কুয়োয় ফেলে দিল যুবক৷ শনিবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়৷ সেখানকার জনগাঁও জেলার জাফরগড় মণ্ডলে কৃষিজমির পাশের একটি কুয়োয় বছর ১৭-র ওই কিশোরী ঝাঁপ দেয়৷ কিশোরীর অভিযোগ, শনিবার সে একাই ছিল বাড়িতে৷ তখন তার মা-বাবা কাজের জন্য বাড়ির বাইরে গিয়েছিল৷ তখনই ডি রাজেশ নামে এক যুবক তাদের বাড়িতে ঢুকে পড়ে বলে মেয়েটির অভিযোগ৷ সে পুলিশকে জানিয়েছে, বাড়িতে ঢুকেই বছর ২৫-র রাজেশ তার উপর ঝাঁপিয়ে পড়ে৷ তাকে ধর্ষণের চেষ্টা করে৷ কিন্তু সেও হাল ছাড়েনি৷ বরং নিজেকে বাঁচানোর জন্য সবরকম চেষ্টা করে৷ কিন্তু কোনওভাবেই নিস্তার মেলেনি৷ বরং তাকে বাড়ির বাইরে টেনে হিঁচড়ে নিয়ে যায়৷ ওই কিশোরীর বাড়ির সামনেই কৃষিজমি রয়েছে৷ তার পাশেই রয়েছে একটা কুয়ো৷ রাজেশ ওই কিশোরীকে ওই কুয়োয় ধাক্কা দিয়ে ফেলে দেয়৷ তার পর নিজেও ঝাঁপ দেয় কুয়োয়৷ তেলেঙ্গানার পুলিশ জানিয়েছে, কুয়োটি শুকনো ছিল৷ ফলে দু'জনেই আহত হয়৷ তবে মেয়েটির চিৎকারে ছুটে আসেন গ্রামের বাসিন্দারা৷ তাঁরা এসেই ওই দু'জনকে উদ্ধার করেন৷ তাঁরাই পুলিশকে খবর দেন৷ পুলিশ রাজেশকে গ্রেফতার করে৷ মেয়েটির আঘাত তেমন গুরুতর নয়৷ প

ফেক এনকাউন্টারের মামলায় মেজর জেনারেল সহ সাত সেনার যাবজ্জীবন

Image
গুয়াহাটি: মেজর জেনারেল সহ সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। ২৪ বছরে পুরনো একটি ফেক এনকাউন্টার মামলায় এই শাস্তি ঘোষণা করল আর্মি কোর্ট। অভিযুক্ত সাতজনের মধ্যে রয়েছে মেজর জেনারেল এ কে লাল, কর্নেল থমাস ম্যাথু, কর্নেল আরএস সিবিরেন, ক্যাপ্টেন দিলীপ সিং, ক্যাপ্টেন জগদেও সিং, নায়েক আলবিন্দর সিং ও নায়েক শিবেন্দর সিং। ১৯৯৪-তে অসনমের তিনশুকিয়ায় একটি ফেক এনকাউন্টারের ঘটনায় যুক্ত ছিলেন এরা। ওই বছরের ১৮ ফেব্রুয়ারি তিনশুকিয়ার বিভিন্ন এলাকা থেকে ন'জনকে তুলে নিবে যায় সেনা। চা বাগান কর্তার খুনের ঘটায় জড়িত সন্দেহে তাদের নিয়ে যাওয়া হয়। অসমের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা জগদীশ ভুঁইয়া তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল। এরপর ফেল এনকাউন্টারে মেরে ফেলা হয় পাঁচজনকে। উলফা জঙ্গির তকমা দিয়ে মারা হয় তাদের। পরে চারজনকে ছেড়ে দেওয়া হয়। এরপর জগদীশ ভুঁইয়ার মামলার ভিত্তিতে ওই বছরেই অসমের হাইকোর্ট ন'জনকে আদালতে হাজিরা দিতে বলে। কিন্তু সেনা কেবল পাঁচজনকে নিয়ে আসে।

চিনের সঙ্গে ৫০০ মিলিয়ন ডলারের প্রকল্প বাতিল করল মায়ানমার সেনা

Image
নেপিদ:  চিনের একটি ঠিকাদার কোম্পানির ৫০০ মিলিয়ন ডলার মূল্যের একটি বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিল করেছে মায়ানমার সেনাবাহিনী। উভয়পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা পত্র লঙ্ঘনের অভিযোগে প্রকল্পের কাজ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে মায়ানমারের সেনাবাহিনী। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, ইয়াঙ্গুনে মায়াইয়েইক নিয়ো বহুতল ভবন প্রকল্পটি ১৩ একর জায়গাজুড়ে নির্মাণ হওয়ার কথা ছিল। এখানে ১২টি ভবন নির্মাণ করা হবে, যেগুলোর উচ্চতা ৩৮২ থেকে ৪১২ ফুট। এগুলো মায়ানমার সেনাবাহিনীর মালিকানাধীন। প্রকল্পটির জন্যে কাজ করছিল জায়েকাবার কোম্পানি। সংস্থার চেয়ারম্যান ইউ খিন সোয়ে জানান, ২০২০ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল। ইয়াঙ্গুনের জন্য এটা অনেক বড় বিনিয়োগ। এখানে হোটেল ও সার্ভিস অ্যাপার্টমেন্ট থাকবে। প্রকল্পটির ঠিকাদার কোম্পানি ছিল চিনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন। এই প্রকল্পের ৪০ শতাংশ বিনিয়োগ আসছে জায়েকাবারের পক্ষ থেকে। আর বাকি ৬০ শতাংশ দিচ্ছে চিনা কোম্পানি। এক সংবাদ সম্মেলনে মায়ানমারের সেনাবাহিনী জানায়, চিনা নির্মাণ কোম্পানিকে মে মাসে জানিয়ে দেওয়

জানেন কীভাবে চুরি হয় আপনার ব্যাক্তিগত তথ্য! জানলে আশ্চর্য হবেনই

Image
নয়াদিল্লি: ব্যাক্তিগত তথ্য চুরির দায়ে অভিযুক্ত হয়েছে একাধিক সংস্থা৷ কিন্তু, কীভাবে হয় এই তথ্য চুরি? উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে নানা তথ্য৷ অনেক সময়ই বিভিন্ন ধরণের অনলাইন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে থাকেন ব্যবহারকারীরা৷ বিজেতাদের দেওয়া হয় পুরষ্কারও৷ তবে, সেজন্য রয়েছে বেশ কিছু বৈধ অ্যাপ৷ যারা বিক্রেতাদের থেকে গিফ্ট কার্ড কোডগুলিকে কিনে নেন৷ ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে এই ধরণের ওয়েবসাইটগুলি৷ আর, সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই সাইবার ক্রিমিনালরা সংগ্রহ করছে ইউজারদের গোপন তথ্য৷ ক্যাসপারস্কি ল্যাবের এক আধিকারিক বলেন,'ব্যবহারকারীদের বিনামূল্যে কিছু পাওয়ার মনোভাবই সাইবার ক্রিমিনালদের প্রতারণার সুযোগ করে দিচ্ছে৷ যদিও, গুরুত্বপূর্ণ কিছু না করেই তারা বেশিরভাগ সময় কাটান, সঙ্গে অর্থের অপচয়ও করে থাকেন৷ তাই, শুধুমাত্র বৈধ ও বিশস্ত সাইটগুলির থেকেই গিফ্টকার্ড সংগ্রহ করুন৷' গিফ্টকার্ডের কোড পাওয়ার জন্য ইউজারকে প্রমান করতে হয় তিনি রোবট নন৷ আর সেন্যই ব্যবহারকারীকে একাধিক লিঙ্ক এবং টাস্ক করতে হয়৷ উদারহণ হিসেবে বলা যায়, অনেকসময়ই ইউজারকে একটি ফর্ম ফিলাপ করতে বলা হয়৷ যেটিকে ফ

কৈলাশ ছেড়ে আজই বাপের বাড়িতে পা রাখবেন উমা

Image
প্রস্তুতি শেষ৷ আজ মহাষষ্ঠী৷ আজ কৈলাশ ছেড়ে বাপের বাড়ি রা রাখবেন উমা৷ আনুষ্ঠানিকভাবে বাঙালির দুর্গাপুজোর শুভারম্ভ৷ সেই ত্রেতাতে এই দিনেই মাকে জাগিয়েছিলেন রামচন্দ্র৷ পুরাণমতে এইসময় দেবদেবীরা ঘুমিয়ে থাকেন৷ সূর্যদেবও দক্ষিণায়নে৷ এমন সময়ে রাবণবধের জন্য দেবতাদের জাগিয়ে তোলা জরুরী হয়ে পড়ল রামচন্দ্রের৷ তিনি তাই অকালবোধন করলেন৷ আর এই ষষ্ঠীর দিনেই তিনি পুজোয় দেবী দুর্গাকে জাগিয়ে তোলেন৷ তাই এইদিনই দুর্গাপুজোর আরম্ভ৷ কল্পারম্ভের মাধ্যমে সূচনা হয় পুজোর৷ তারপর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে মাকে বরণ করে নেওয়া৷ বোধনেই মায়ের মুখ উন্মোচন করা হয়৷ তবে বাঙালির কাছে দেবী তো ঘরের উমা৷ আর তাই এদিন হল উমার বাপের বাড়ি পা রাখার দিন৷ কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী-চার সন্তানকে নিয়ে উমা বাপের বাড়ি এলে সমস্ত মহিলারা জড়ো হন তাঁকে সাদরে বরণ করার জন্য৷ আর তাই এদিন মায়ের ঘটস্থাপনায় দেখা যায় মহিলাদের সক্রিয় উপস্থিতি৷ দেবীপক্ষের এই ষষ্ঠদিন নবরাত্রি পালনেরও গুরুত্বপূর্ণ একটি দিন৷ এদিন দেবী কাত্যায়ণীর পুজো করা হয় দেশের বিভিন্ন অংশে৷ বাঙালির কাছে এদিন মানেই ঘরের মেয়ের ঘরে ফেরার দিন

এবার গাড়ির জন্যও নতুন বিধি মোদী সরকারের! বদলাচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও

Image
সারা দেশের ড্রাইভিং লাইসেন্স এবার একইরকম দেখতে হবে। রাজ্য বিভেদেও হবে একই আকৃতি ও একই রঙের। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নিরাপত্তার জন্য একই ধরনের বৈশিষ্ট্য রাখা হবে এইসব ড্রাইভিং লাইসেন্সে। ২০১৯-এর ১ জুলাই থেকে এই নতুন ড্রাইভিং লাইসেন্স কার্যকরী হবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও একইরকমের হবে বলেও সিন্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নতুন ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটে থাকবে মাইক্রোচিপস। যাতে থাকবে কিউআর কোড। কার্ডগুলিতে নেয়ার ফিল্ড কমিউনিকেশন ফিচারও থাকতে চলেছে। যা ট্রাফিকের দায়িত্বে থাকা অফিসার হাতে পড়লেই চালক সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। চালক অঙ্গদানে অঙ্গীকার বন্ধ কিনা তাও জানা যাবে এই ড্রাইভিং লাইসেন্স থেকে। চালক শারীরিক প্রতিবন্ধী হলে সেই তথ্যের জানান দেবে ওই ড্রাইভিং লাইসেন্স। অন্যদিকে, রেজিস্ট্রেশন সার্টিফিকেটে গাড়ি থেকে ধোঁয়া নির্গমন সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে। যার মাধ্যমে গাড়িগুলির দূষণ নিয়ন্ত্রণের পরীক্ষা করানো যাবে বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রকের তরফে নতুন ব্যবস্থার জন্য কাজ শুরু করা হ

পুলিশের এনকাউন্টারের কাহিনি হার মানাবে সিনেমাকেও, ‘ঠাঁই-ঠাঁই’ ভিডিও এখন ভাইরাল

Image
সিনেমার দৃশ্যকেও হারমানায় এই এনকাউন্টারের কাহিনি। বন্দুক বিকল হয়ে যাওয়ার পর শুধু মুখের শব্দেই বাজিমাত। স্রেফ মুখের 'ঠাঁই-ঠাইঁ' আওয়াজেই সম্বলের কুখ্যাত দুষ্কৃতীরা কুপোকাত হয়ে গেল। জঙ্গলে লুকিয়ে থাকা দুষ্কৃতীদের পাকড়াও করল পুলিশ। দুঁদে পুলিশ আধিকারিকদের এই কীর্তির ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। চাঞ্চল্যকর এই কাহিনি যোগী-রাজ্যের। উত্তরপ্রদেশের সম্বলের এক জঙ্গলে ঘাপটি মেরে লুকিয়ে ছিল দুষ্কৃতীরা। সেই খবর যায় পুলিশের কাছে। পুলিশও চটজলদি ঘিরে ফেলে জঙ্গল। পালাবার কোনও পথ নেই। তাই বাধ্য হয়েই দুষ্কৃতীরা পুলিশের সঙ্গে এনকাউন্টার শুরু করে দেয়। দুষ্কৃতীরা যখন প্রায় ধরাশায়ী, তখন পুলিশের বন্দুক বিকল হয়ে যায়। কুখ্যাত দুষ্কৃতীকে ধরতে গিয়ে উল্টে বিপদে পড়ে যায় পুলিশ। শেষমেশ তারা প্রয়োগ করে উপস্থিত বুদ্ধি। বন্দুক বিকল হতেই মুখ দিয়ে আওয়াজ করতে শুরু করেন পুলিশ আধিকারিকরা- ঠাঁই-ঠাঁই। হুবহু গুলির শব্দ! তাতেই কাজ হাসিল। অপরাধীকে ধরতে গিয়ে পুলিশ মুখ দিয়ে বন্দুকের আওয়াজ করায় রীতিমতো সমালোচনা যেমন শুরু হয়েছে, তেমনই পুলিশের মুখ দিয়ে 'ঠাঁই-ঠাঁই' আওয়াজের ভিডিও ভাইরালও হয়ে গিয়েছে। পুলি

গোটা দেশে এবার চালু হতে চলেছে 'স্মার্ট' ড্রাইভিং লাইসেন্স!

Image
২০১৯ সালের জুলাই মাস থেকেই গোটা দেশে চালু হতে চলেছে একই রকম ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবার থেকে হবে স্মার্ট কার্ডের মতো। মেট্রোর স্মার্ট কার্ডের ও এটিএম কার্ডের মতোই এবার থেকে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট-এ QR কোড সম্পন্ন মাইক্রোচিপ থাকবে। নিয়ার ফিল্ড কমিউনিকেশন ফিচার থাকবে এর মধ্যে। ফলে ট্র্যাফিক পুলিসেরা তাঁদের সঙ্গে থাকা ডিভাইসে সোয়াইপ করলে সহজেই ওই কার্ডের যাবতীয় তথ্য জানতে পারবেন। ড্রাইভিং লাইসেন্ট দেখতে আগের মতোই হবে শুধু মাত্র মাইক্রো চিপ যুক্ত হবে। ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করানোর সময় নতুন স্মার্ট কার্ড ইস্যু করা হবে। এর জন্য কার্ড পিছু অতিরিক্ত মাত্র ১৫ থেকে ২০ টাকা খরচ হবে বলে জানিয়েছে পরিবহণ মন্ত্রক। কোনও চালক তাঁর মৃত্যুর পরে অঙ্গদানে সম্মত কিনা, তাও উল্লেখ থাকবে ড্রাইভিং লাইসেন্সে। যাতে দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হলে সহজেই তাঁর অঙ্গ প্রতিস্থাপনের জন্য ব্যবস্থা গ্রহণ করা যায়।

মাদ্রাসায় বেতন বকেয়া ৩০ মাস, ক্ষুব্ধ শিক্ষকেরা

Image
অভিযোগ অস্বীকার করেছেন গিয়াসউদ্দিন মোল্লা। রাজ্য সরকারের গাফিলতিতে তাঁদের ৩০ মাসের বেতন বকেয়া বলে অভিযোগ তুললেন মাদ্রাসা শিক্ষকদের একাংশ। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। রাজ্যের পাল্টা অভিযোগ কেন্দ্রের অসহযোগিতার দিকে। তৃণমূল সরকার রাজ্যের ২৩৪টি মাদ্রাসাকে অনুমোদন দিলেও তাদের আর্থিক অনুদান দেয় না। এই পরিস্থিতিতে কেন্দ্রের 'এসপিকিউইএম' প্রকল্পের অর্থে ওই মাদ্রাসাগুলির শিক্ষকেরা এক বার বেতন পেয়েছিলেন। ওই শিক্ষকদের অভিযোগ, পরবর্তী কালে রাজ্য সরকার যথাসময়ে ওই প্রকল্পের পুনর্নবীকরণ না করায় তাঁরা সে সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন। গত ২৬ সেপ্টেম্বর দিল্লিতে এ বিষয়ে কেন্দ্রের ডাকা বৈঠকে রাজ্য কোনও প্রতিনিধি পাঠায়নি। ফলে, এ বারেও ওই কেন্দ্রীয় অনুদান থেকে বঞ্চিত হবেন তাঁরা। সব মিলিয়ে তাঁদের ৩০ মাসের বেতন বকেয়া বলে অভিযোগ। 'অনুদানহীন মাদ্রাসা বাঁচাও কমিটি'র তরফে আব্দুল ওহাব মোল্লা বলেন, ''২০১৬ সালেও এক বার কেন্দ্র এ বিষয়ে দিল্লিতে বৈঠক করেছিল। তখন রাজ্যের প্রতিনিধি গেলেও তিনি প্রয়োজনীয় নথি নিয়ে য

মৃতের সংরক্ষিত শুক্রাণু থেকে সন্তান, চলছে বিতর্ক

Image
পরিস্থিতি এক, আবেদনও একই। তবে নির্দিষ্ট আইন না থাকায় পৃথক ফল পেলেন দুই প্রবীণ দম্পতি। একমাত্র ছেলের মৃত্যুর দু'বছর পরে তাঁর সংরক্ষিত শুক্রাণু থেকে সারোগেসি-র মাধ্যমে যমজ নাতি-নাতনি পেয়েছেন মহারাষ্ট্রের পুণের এক দম্পতি। অথচ, গত অগস্টে মৃত ২২ বছরের এক যুবকের শুক্রাণু সংরক্ষণ করার জন্য উত্তর-পশ্চিম দিল্লি-সংলগ্ন জৌন্তি গ্রামের বাবা-মায়ের আবেদন নাকচ করেছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)।  কৃত্রিম ভাবে গর্ভধারণ প্রক্রিয়ায় জড়িত চিকিৎসক, চিকিৎসা কর্মীদের যুক্তি, একই দেশে ব্যক্তি ও পরিবার-বিশেষে অধিকার ভিন্ন হতে পারে না। ২০০৩ সালে দেশের 'অ্যাসিসটেড রিপ্রোডাকটিভ টেকনোলজি' সেন্টারগুলির কাজে নজরদারি চালানোর উদ্দেশে 'ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ' (আইসিএমআর) একটি কমিটি তৈরি করেছিল। কিন্তু মাঝপথে কমিটির কাজ বন্ধ হয়ে যায়। 'সারোগেসি রেগুলেশন বিল ২০১৬'-ও আলোর মুখ দেখেনি এখনও পর্যন্ত। ফলে দেশে কৃত্রিম প্রক্রিয়ায় গর্ভধারণ এবং সারোগেসির বিভিন্ন নিয়ম চলছে। কেউ সুবিধা পাচ্ছেন, আবার কেউ বঞ্চিত হচ্ছেন। পুণের রাজশ্রী ও নারায়ণ পাটিলের একমাত্র ছে

সব সাজানো ঘটনা, বললেন আকবর

Image
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ গত কালই একটি সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন। আজ বিদেশ সফর সেরে আকবর দেশে ফেরার পরে সেই ইঙ্গিতের সঙ্গে সঙ্গতি রেখেই এখনও পর্যন্ত যৌন হেনস্থায় অভিযুক্ত বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবরের মন্ত্রিত্ব কাড়তে কোনও পদক্ষেপ করল না নরেন্দ্র মোদী সরকার। আকবর নিজেও মন্ত্রিত্ব ছাড়ার পথে হাঁটেননি। উল্টে এক দীর্ঘ বিবৃতিতে অভিযোগকারী মহিলা সাংবাদিকদেরই আক্রমণ করেছেন তিনি। তাঁর দাবি, সব সাজানো, মিথ্যে! ওই সাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন আকবর। তাঁর ওই বিবৃতি নিয়ে মোদী সরকার এবং আকবরের বিরুদ্ধে সংশ্লিষ্ট সব মহলের ক্ষোভ আরও বেড়েছে। এবং সেই সূত্রেই প্রশ্ন উঠছে, দেশজোড়া বিক্ষোভের মধ্যে কত দিন আকবরকে রাখতে পারবেন মোদী-অমিত শাহেরা? রবিবার ভোরে আকবর দেশে ফেরার পরে আজ কংগ্রেসের তরফে চাপ তৈরি করা হয়েছে খোদ প্রধানমন্ত্রীর উপর। কংগ্রেস নেতা আনন্দ শর্মা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর 'নীরবতা ভঙ্গ' করার দাবি জানিয়েছেন। রাজনৈতিক শিবিরের বক্তব্য, বিজেপিরও একটি বড় অংশের (যার মধ্যে রয়েছেন অরুণ জেটলি, সুষমা স্বরাজ, রাজনাথ সিংহ, নিতিন গডকড়ী, মেনকা গাঁধী) দাব