ফেক এনকাউন্টারের মামলায় মেজর জেনারেল সহ সাত সেনার যাবজ্জীবন


গুয়াহাটি: মেজর জেনারেল সহ সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। ২৪ বছরে পুরনো একটি ফেক এনকাউন্টার মামলায় এই শাস্তি ঘোষণা করল আর্মি কোর্ট।

অভিযুক্ত সাতজনের মধ্যে রয়েছে মেজর জেনারেল এ কে লাল, কর্নেল থমাস ম্যাথু, কর্নেল আরএস সিবিরেন, ক্যাপ্টেন দিলীপ সিং, ক্যাপ্টেন জগদেও সিং, নায়েক আলবিন্দর সিং ও নায়েক শিবেন্দর সিং। ১৯৯৪-তে অসনমের তিনশুকিয়ায় একটি ফেক এনকাউন্টারের ঘটনায় যুক্ত ছিলেন এরা।

ওই বছরের ১৮ ফেব্রুয়ারি তিনশুকিয়ার বিভিন্ন এলাকা থেকে ন'জনকে তুলে নিবে যায় সেনা। চা বাগান কর্তার খুনের ঘটায় জড়িত সন্দেহে তাদের নিয়ে যাওয়া হয়। অসমের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা জগদীশ ভুঁইয়া তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল।

এরপর ফেল এনকাউন্টারে মেরে ফেলা হয় পাঁচজনকে। উলফা জঙ্গির তকমা দিয়ে মারা হয় তাদের। পরে চারজনকে ছেড়ে দেওয়া হয়। এরপর জগদীশ ভুঁইয়ার মামলার ভিত্তিতে ওই বছরেই অসমের হাইকোর্ট ন'জনকে আদালতে হাজিরা দিতে বলে। কিন্তু সেনা কেবল পাঁচজনকে নিয়ে আসে।