Posts

Showing posts from October 23, 2018

‘প্রতি দিন আমায় ছিঁড়ে খেত ISIS সন্ত্রাসবাদীরা’

Image
'২ বছর ৮ মাস ৬ দিন।' প্রতিটা দিনের হিসেব বলে দিলেন লায়লা তালো খুদের আলালি। ভুলবেনই বা কী করে। ধর্ষণ, মারধর, লাঞ্ছনা, যৌনদাসী হয়ে থাকার বীভৎসতা প্রতি নিঃশ্বাসে মনে করেন তিনি। সম্প্রতি মুম্বইয়ে হারমোনি ফাউন্ডেশনের তরফ থেকে একটি পুরস্কার নিতে এসেছিলেন লায়লা। সেখানেই নিজের অভিজ্ঞতা তুলে ধরলেন।  লায়লা জানান, অগস্টের রৌদ্রোজ্জ্বল দিন ছিল সেটি। প্রতি দিনের মতো সকালে ঘুম থেকে উঠে প্রাত্যহিক কাজ সেরে পরিবারের সঙ্গে জলখাবার খাচ্ছিলেন। অবশ্য তার কয়েক দিন আগে থেকেই সিনজারে বহু অচেনা-অজানা মানুষের আাগোনায় সরগরম ছিল। কারও হাতে পিস্তল, কারও হাতে রাইফেল। মাঝে মধ্য গুলির শব্দ। হঠাৎ করেই এক দিনের মধ্যে সব পাল্টে গেল। ইয়াজিদি মহিলাদের ধরে ধরে বন্দি করা হচ্ছিল। নির্বিচারে খুন করা হচ্ছিল একের পর এক পরিবারকে। তার মাঝেই স্বামী, দুই সন্তান এবং কয়েকজন আত্মীয়ের সঙ্গে পালাতে পেরেছিলেন লায়লা। তাঁর পরিবারের ১৯ জন সদস্যকে বন্দি করে খুন করে আইসিস। এদের মধ্যে তাঁর মা, ভাই-বোনরাও ছিল। জঙ্গিদের হামলায় পরিবার থেকে বিচ্ছিন্ন যান লায়লা। এর পর চলতে থাকে অমানবিক অত্যাচার। ২ বছর ৮ মাসের মধ্যে তাঁকে ৯ বার কেনাবেচা করে

ভেজাল কসমেটিক্স! নোটিশ পেল অ্যামাজন-সহ একাধিক সংস্থা

Image
'ভুয়ো, ভেজাল ও অস্বীকৃত' প্রসাধন সামগ্রী বিক্রির কারণে অ্যামাজন-সহ একাধিক ই-কমার্স ওয়েবসাইটকে নোটিশ পাঠাল ড্রাগ কন্ট্রোলার জেনারেল (DCGI)। এর জেরে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।  গত ৫-৬ অক্টোবর দেশের বিভিন্ন প্রান্তে ই-কমার্স বিক্রেতাদের গুদাম ও দোকানে হানা দিয়ে বৈধ লাইসেন্স ছাড়া বেশ কিছু ভুয়ো প্রসাধন সামগ্রী বাজেয়াপ্ত করেন ড্রাগ ইন্সপেক্টররা। এই সমস্ত আমদানি করা পণ্যের প্রয়োজনীয় শংসাপত্রও পাওয়া যায়নি। আইন অনুযায়ী, ভুয়ো প্রসাধন সামগ্রী বিক্রির অপরাধে সংশ্লিষ্ট বিক্রেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে। বিষয়টি সম্পর্কে জানতে অ্যামাজন ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থার মুখপাত্র সংবাদসংস্থা পিটিআই-কে জানান, অবৈধ ও ভুয়ো পণ্যের হদিশ পাওয়া গেলে নির্মাতা সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়। তিনি জানিয়েছেন, 'অ্যামাজন ইন্ডিয়া একটি তৃতীয় পক্ষ বাজার, যেখানে বিক্রেতারা তাঁদের পণ্য বিক্রির জন্য তালিকা পেশ করেন। যে কোনও পণ্যের মানের বিষয়ে বিক্রেতারা দায়বদ্ধ থাকেন। ক্রেতাদের অভিজ্ঞতাকে বরাবর গুরুত্ব দেয় অ্যামাজন.ইন এবং অভিযোগ পেলে ভুয়ো বা

পূর্ব রেলের ২৯০৭ টি শূন্যপদের জন্য আবেদন করুন আজই

Image
পূর্ব রেলের হাওড়া শিয়ালদহ, মালদা, আসানসোল, কাঁচরাপাড়া, লিলুয়া ও জামালপুর ডিভিশন কারখানাগুলিতে ২৯০৭ জন অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে বিভিন্ন ট্রেডে। জানুন কীভাবে আবেদন করবেন। সমস্ত শূন্যপদের বিভাজন এবং সংরক্ষণ সম্পর্কিত বিস্তারিত সমস্ত তথ্য জানতে ভিজিট করুন পূর্ব রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। অ্যাপ্রেন্টিসশিপের চাকরির কোনও শর্ত নেই, তবে রেলের গ্রুপ ডির অনুরূপ পদে আবেদনের সময় কিছু সংরক্ষণের সুযোগ রয়েছে। যোগ্যতা ও বয়সসীমা: মাধ্যমিক উচ্চমাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায়  অন্তত ৫০% নম্বর পেয়ে পাশ করতে হবে। এছাড়াও তরুণ তরুণীরা সংশ্লিষ্ট ট্রেডে এসসিভিটির আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি বয়স ২৪ বছরের বেশি হওয়া চলবে না। তপসিলি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। শারীরিক পরীক্ষায় পাশ করলে তবেই ট্রেনিং-এর অনুমতি মিলবে। মেধাতালিকা তৈরি করা হবে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে। আবেদনের ফি- আবেদন ফি ১০০টাকা। অনলাইনে আবেদন করার সময় পেমেন্ট গেটওয়েতে গিয়ে ডেবিট কার্ড, ক্রেডিটকার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে আবেদন ফী জমা দিতে হবে। মহিলা, তপসিলিদের কোনও ফ

শাশুড়িকে তালাবন্ধ করে ভ্রমণে বউমা

Image
আসানসোল: দরজায় পেল্লাই তালা ঝুলছে। পিছনের জানালা দিয়ে এক অস্ফুট স্বর ভেসে আসছিল। সেই স্বর শুনে প্রতিবেশীরা বাড়ির দিকে যেতেই দেখা গেল,  আনন্দময়ী ভট্টাচার্য নামে এক বৃদ্ধা কোনওক্রমে জানলা ধরে দাঁড়িয়ে রয়েছেন। প্রতিবেশীরা তাঁর কাছে পৌঁছাতেই বৃদ্ধা ক্ষীণ স্বরে জানান,  বউমা তাঁকে বাড়িতে তালাবন্ধ করে পুজোয় বেড়াতে চলে গিয়েছেন। খাবার শেষ হয়ে যাওয়ায় তিনদিন তিনি মুড়ি ও বিস্কুট খেয়ে কাটিয়েছেন। রবিবার থেকে জলও শেষ হয়ে গিয়েছে। এর পর পুলিশ ডেকে এলাকার লোকজন তালা ভেঙে তাঁকে বের করে আনতে সময় নেননি। শরীর দুর্বল হয়ে পড়ায় আনন্দময়ীদেবীকে আকলপুর স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করানো হয়। সোমবার এই ধরনের অমানবিক ঘটনার সাক্ষী রইল জামুড়িয়া। অভিযোগ,  দুর্গাপুজোর ষষ্ঠীর দিনের আগে থেকে বৃদ্ধা শাশুড়িকে ঘরের মধ্যে আটকে রেখে বাইরে চলে যান পেশায় গৃহশিক্ষিকা বউমা অপর্ণা ভট্টাচার্য। আসানসোল পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ড জামুরিয়া ১১ নম্বর শিবমন্দির পাড়ায় ঘটে এই ঘটনা। প্রতিবেশীরা ভেবেছিলেন,  অপর্ণা তাঁর বৃদ্ধা শাশুড়িকে সঙ্গে নিয়ে গিয়েছেন। সোমবার হঠাৎ করেই ঘর থেকে আওয়াজ বেরোতে থাকলে আসল ঘটনা প্রকাশ পায়। আনন্দময়ী ভট

'স্যানিটারি ন্যাপকিন নিয়ে বন্ধুর বাড়ি যান? তা হলে মন্দিরে কেন?'

Image
যখন শতাব্দীপ্রাচীন সংস্কারগুলি বিজ্ঞান ও সচেতনতার প্রসারে একে একে বিদায় নিচ্ছে, তখন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানিও শবরীমালা মন্দিরে ঢুকতে বাধা পাওয়া ঋতুমতী মহিলাদের পাশে বলিষ্ঠ ভাবে দাঁড়াতে পারলেন না। বললেন, "মন্দিরে গিয়ে প্রার্থনা করার অধিকার রয়েছে সকলেরই। কিন্তু কেউ সেই মন্দিরকে অপবিত্র, অপরিচ্ছন্ন করে তুলতে পারেন না।" আর সেই প্রসঙ্গে স্যানিটারি ন্যাপকিনেরও উল্লেখ করলেন। এই একই অজুহাতে কেরলের শবরীমালায় আয়াপ্পা মন্দিরে শতাব্দীর পর শতাব্দী ধরে ঋতুস্রাবী মহিলাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এমনকী, সুপ্রিম কোর্টের রায়ের পরেও গত এক সপ্তাহে আয়াপ্পা মন্দিরে ঢোকার পথে অন্তত ৯ জন মহিলাকে বাধা দিয়ে ফিরে আসতে বাধ্য করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ বুঝিয়ে দিয়েছেন, সাধারণত, যে বয়সে (সুপ্রিম কোর্টের রায়ে ১০ থেকে ৫০ বছর) মহিলারা ঋতুস্রাবী থাকেন, সেই বয়সী মহিলাদের শীর্ষ আদালতের রায়ের পরেও তাঁরা মন্দিরে ঢুকতে দিতে রাজি নন। মুম্বইয়ে 'ইয়ং থিঙ্কার্স কনফারেন্স' নামে একটি ইভেন্টে মঙ্গলবার ৪২ বছর বয়সী স্মৃতি বলেছেন, "আমি এক জন ক্যাবিনেট মন্ত্রী। তাই সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমি কিছু ব

স্যামসাং দীপাবলী সেলে থাকছে ২৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট

Image
দীপাবলী উপলক্ষ্যে সব ইলেকট্রনিক কোম্পানি নিজস্ব অফার নিয়ে হাজির হচ্ছে। সেই তালিকায় নতুন নাম স্যামসাং। কোম্পানির বিভিন্ন প্রোডাক্টে আকর্ষনীয় ডিসকাউন্টের সাথেই থাকছে ক্যাশব্যাক, সহজ ইএমআই এর সুবিধা। স্মার্তটফোন, টিভি সহ কোম্পানির সব প্রোডাক্ট এই সেলে কেনা যাবে। স্যামসাং দীপাবলী সেলে পেটিএম থেকে পেমেন্ট করলে ২০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। HDFC ব্যাক কার্ড থেকে পেমেন্ট করলে পাওয়া যাবে ৪০০০ টাকা ক্যাশব্যাক। আর Bajaj Finserv গ্রাহকরা পাবেন ১০০০ টাকা ছাড়। এছাড়াও সব ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকরা এই সেলে সহজ ইএমআই এর সুবিধা পাবেন। দীপাবলী সেলে গ্যালাক্সি নোট ৮ ফোনে ২৩,০০০ টাকা ছাড় দিচ্ছে স্যামসাং। এখন ৪৮,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। এছাড়াও গ্যালাক্সি অন ৬, গ্যালাক্সি অন ৭, গ্যালাক্সি অন ৮ ফোনগুলি যথাক্রমে ১১,৯৯০ টাকা, ১৪,৯৯০ টাকা আর ১১,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও কোম্পানির একাধিক স্মার্টফোনে পাওয়া যাচ্ছে আকর্ষনীয় ডিসকাউন্ট। তবে শুধু মসার্টফোন নয়। স্মার্ট টিভিতেও পাওয়া যাচ্ছে বিশাল ছাড়। দীপাবলী সেলে স্যামসাং ৪৯ ইঞ্চি স্মার্ট LED টিভি, অন স্মার্ট ৪৩ আর অন স্মার্ট ৩২ টিভিতে বড় ছাড়

স্যানিটারি ন্যাপকিন এবার মিলবে রেশনে

Image
গরিব ও নিম্নবিত্ত পরিবারের মহিলাদের জন্য রেশন দোকানে স্যানিটারি ন্যাপকিন বিক্রি করার প্রস্তাব দিল কেন্দ্রীয় গণবন্টন মন্ত্রক। সব রাজ্য ও কেন্দ্রশাষিত এলাকার খাদ্য সরবরাহ সচিবের কাছে এই মর্মে প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্রীয় গণবন্টন মন্ত্রক। মন্ত্রকের প্রস্তাব মূলত, বিপিএল বা অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের 'স্বচ্ছ ভারত অভিযান' ও ন্যূনতম স্বাস্থ্যবিধির আওতায় আনার জন্যই এই উদ্যোগ চালু করতে চায় কেন্দ্র। 'জাতীয় স্বাস্থ্য মিশন' প্রকল্পের পাশাপাশি জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনও এই মর্মে কেন্দ্রীয় গণবন্টন মন্ত্রককে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেয়। সেই প্রস্তাবের উল্লেখ করে কেন্দ্রীয় গণবন্টন মন্ত্রকের প্রধান  সচিব তাঁর চিঠিতে রাজ্যগুলিকে এই প্রস্তাব চালু করার জন্য উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছেন। গত ৮ অক্টোবর রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন রাজ্য সরকার ইতিমধ্যেই এই ইস্যুতে একাধিক প্রকল্প চালু করেছে। তবে হরিয়ানা এই ইস্যুতে অন্য রাজ্য থেকে অনেকটাই এগিয়ে। গণবন্টন মন্ত্রকের তথ্য বলছে,  হরিয়ানায় সব রেশন দোকানে এক টাকায় স্যানিটারি ন্যাপকিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মূলত

যাদবপুরের কাছে চার কোটি টাকা জিএসটি চাইল কর-কর্তৃপক্ষ

Image
যাদবপুর বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরিষেবা দিয়ে যে টাকা আয় করেছে  তার উপর  প্রায় চার কোটি টাকা   জিএসটি চাইল কর-কর্তৃপক্ষ।  তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  এখনই এই টাকা দিতে রাজি নন। নেওয়া হচ্ছে আইনি পরামর্শ। এই  টাকা চাওয়া হয়েছে  ২০১২-'১৩ থেকে ২০১৬-'১৭ শিক্ষাবর্ষের পরিষেবার উপর। কর চাওয়া হয়েছে বিভিন্ন খাতে। সব থেকে বেশি টাকা চাওয়া হয়েছে বিভিন্ন  গবেষণা প্রকল্পের উপর।  বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হল এবং ভবনের ভাড়া দিয়ে আয় করে। জিএসটি চাপানো হয়েছে তার উপরও। সিএবি বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠটি দেখাশোনা ও ব্যবহার করে। এর জন্য যে আয় বিশ্ববিদ্যালয়ের হয় তার উপরেও জিএসটি দাবি করা হয়েছে। জিএসটির তালিকায় রয়েছে ডে কেয়ার সেন্টার থেকে আয়,  শংসাপত্র যাচাই,  পেটেন্ট  থেকে আয়, কর্মী আবাসনের ভাড়া থেকে আয়ও।  কোন খাতে কেন এবং কত টাকা দাবি করা হচ্ছে তা  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন দক্ষিণ কলকাতার জিএসটি কমিশনার রাজীব গুপ্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জুটা) সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, ''গবেষকেরা  পরিশ্রম করে গবেষণা প্রকল্প এনে গবেষণা চালান। তার উপর এইভাবে কর চাওয়া দেশের

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মানহানি মামলা করলেন তনুশ্রী দত্ত

Image
তনুশ্রী দত্তের হাত ধরেই শুরু হয়েছিল বলিউডের #MeToo-র পথ চলা। ইতিমধ্যেই নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ঘিরে সরব হয়েছেন। চলেছে আইনি মামলাও। তবে নানার পর তনুশ্রীর পরবর্তী টার্গেট রাখি সাওয়ান্ত। বলিউডে #MeToo ঝড় অব্যাহত, নানা পাটেকরের যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন তনুশ্রী দত্ত৷ রাখির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করলেন তিনি। তনুশ্রী রাখির বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারি দুই ধরনের মামলাই করেছেন। রাখি-তনুশ্রী দত্ত বিতর্কের সূত্রপাত ২০০৮ সালে৷ তনুশ্রী দত্ত অভিযোগ করেন, 'হর্ন ওকে প্লিজ' ছবির শুটিং চলাকালীন নানা পাটেকর তাঁর শ্লীলতাহানি করেন৷ প্রতিবাদ করায় 'হর্ন ওকে প্লিজ' সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল তনুশ্রীকে৷ সেই জায়গায় আইটেম ডান্সের দৃশ্যে সুযোগ পান রাখি সাওয়ান্ত। রাখির সঙ্গে সেই থেকে তনুশ্রীর সম্পর্ক খুব একটা সুখের নয়৷ এক সাংবাদিক বৈঠকে রাখি বলেছিলেন, ''তনুশ্রী, নানা পাটেকরের মতো একজন অভিজ্ঞ অভিনেতার বিরুদ্ধে কুত্‍সা রটাচ্ছেন। ও একটা মিথ্যেবাদী। দশ বছর কি কোমায় ছিলেন উনি?'' তনুশ্রীকে রাখি আরও বলেন, ''তনুশ্রী ইংরাজিতে কথা বলেন বলে সংবা

খুলে গেল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু৷

Image
খুলে গেল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু৷ আজ, মঙ্গলবার চিনের ঝুহাই শহরে এই সেতুর উদ্বোধন করেন প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার থেকে যান চলাচল করবে এই সেতুতে৷ ৫৫ কিলোমিটার বা ৩৪ মাইল দীর্ঘ এই সেতু চিনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করবে হংকং-ম্যাকাওকে৷ আগে যে পথ অতিক্রম করতে সময় লাগত তিন ঘণ্টা, এখন মাত্র আধ ঘণ্টায় অতিক্রম করা যাবে সেই পথ। সূত্রের খবর, সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় বিশ বিলিয়ন ডলার বা দুহাজার কোটি ডলার। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই সেতু৷ অতিশক্তিশালী ঝড় কিংবা ভূমিকম্পও টলাতে পারবে না এই সেতুটিকে৷ ভূমির পাশাপাশি, সাগরের অনেকটা অংশ রয়েছে জলের তলায়৷ টানেল তৈরি করে জলের তলা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে৷ দুই অংশের মধ্যে সংযোগ স্থাপনের জন্য তৈরি করা হয়েছে একটি কৃত্রিম দ্বীপ। হংকং, ম্যাকাও-সহ আরও ন'টি শহরকে যুক্ত করার লক্ষ্যে এই সেতু নির্মাণ করেছে চিন। জানা গিয়েছে, বিশেষ অনুমতির মাধ্যমেই এই সেতু দিয়ে যান চলাচল করতে পারবে৷ দিতে হবে টোল৷ চিনা প্রশাসনের দাবি, দিনে প্রায় নয় হাজারেরও বেশি যানবাহন এই সেতু দিয়ে যাতায়াত করবে। এই সেতু নিয়ে বিতর্কও কম

মশা-বধে গবেষকের অস্ত্র ‘বন্ধু’ পোকার হরমোনই

Image
ধূপ, রিপেল্যান্ট বা কয়েল নয়। মশককুলকে নির্মূল করতে একদল বিজ্ঞানীর অস্ত্র এ বার এমন সব পতঙ্গের হরমোন, যারা মশার সঙ্গে একই ধরনের পরিবেশে থাকে। এই হরমোন শুধু মশাকেই নিশানা করে, ধূপ-রিপেল্যান্ট-কয়েলের মতো মানুষের শরীরের উপর কোনও প্রভাব ফেলে না। আমেরিকার নিউ জার্সির রাটগার্স বিশ্ববিদ্যালয়ের চার গবেষক এর জন্য হাতিয়ার করছেন 'হেটেরো-ডিসএমিনেশন' প্রযুক্তিকে।  এই গবেষকদলে রয়েছেন কলকাতার জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষক দেবীশঙ্কর সুমন। বাকি ৩ জন আমেরিকার র৵ান্ডি আর গওগলার, বো তাও এবং ই ওয়াং। ইতিমধ্যেই রাটগার্স বিশ্ববিদ্যালয় এই প্রযুক্তির পেটেন্ট পেতে আবেদন জানিয়েছে। সোমবার সুমন 'এই সময়'কে জানান, 'শুধু কীটনাশক স্প্রে করে বা কামান দেগে মশার বংশ ধ্বংস করা যায় না। তাদের কিছু সূতিকাগার চোখ এড়িয়ে থেকেই যায়। যা থেকে প্রতি বছরই নির্দিষ্ট সময়ে তাদের বংশবৃদ্ধি হয়, মশারা দিকে দিকে ছড়িয়ে পড়ে, মানুষ আক্রান্ত হন ম্যালেরিয়া-ডেঙ্গি-চিকুনগুনিয়ায়। আমরা মশার এই লুকোনো সূতিকাগারগুলিকেই ধংস করতে চাই। তা না-হলে প্রতি বছর মশার দৌরাত্ম্য বন্ধ করা সম্ভব নয়।'  কী ভাবে? এই গবেষকদল কাজ করেছে এ

রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পোড়ানো যাবে আতসবাজি, সুপ্রিম কোর্ট

Image
নয়াদিল্লি: দীপাবলিতে আতসবাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা নয়৷ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ তবে মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, দীপাবলিতে রাত আটটা থেকে দশটা পর্যন্ত পোড়ানো যাবে আতসবাজি৷ সেই সঙ্গে অনলাইনে আতসবাজি বিক্রি করা যাবে না বলেও রায় দেয় সুপ্রিম কোর্ট৷ এই নির্দেশ শুধুমাত্র দীপাবলি উপলক্ষ্যে নয়৷ যেকোনও ধর্মীয় ও সামাজিক উৎসবের ক্ষেত্রে এই নির্দেশ বহাল৷ জানাল শীর্ষ আদালত৷ অন্যদিকে ক্রিসমাস ও নিউ ইয়ারের ক্ষেত্রে আতসবাজি পোড়ানোর সময়সীমা রাখা হয়েছে রাত ১১:৪৫ মিনিট থেকে ১২:৪৫ মিনিট পর্যন্ত৷ অর্থাৎ এক ঘণ্টা আতসবাজি পোড়ানো যাবে৷ গত বছর দিল্লিতে আতসবাজি বিক্রির উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল শীর্ষ আদালত৷ দীপাবলির সময় রাজধানীতে পরিবেশ দূষণ মাত্রাতিরিক্ত বেড়ে যায়৷ দূষণের প্রভাব পড়ে মানব শরীরেও৷ তাই পরিবেশ রক্ষায় ও মানুষের স্বাস্থ্যের কথা ভেবে দীপাবলির সময় আতসবাজি তৈরি ও বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ সেই নিষেধাজ্ঞা এবার যাতে গোটা দেশে বহাল থাকে তার জন্য পিটিশন জমা করেন পরিবেশপ্রেমীরা৷ পিটিশনে তাঁরা জানান, সুস্থ পরিবেশে বেঁচে থাকার অধিকার সকলের৷ আর সুস্থ পরিবেশে ব

ক্লার্ক থেকে গার্ড, বন দফতরে একাধিক বিভাগে প্রচুর কর্মী নিয়োগ

Image
বন-দফতরে প্রচুর কর্মী নিয়োগ! বেশ কয়েকটি বিভাগের একাধিক পদের জন্যে হবে এই নিয়োগ। অনলাইন কিংবা সরাসরি আবেদন জানাতে পারবেন। আবেদনের ক্ষেত্রে প্রয়োজন নুন্যতম যোগ্যতা। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করার ক্ষেত্রে আর কি কি জিনিস প্রয়োজন, তার পূর্ণাঙ্গ তথ্য দেওউয়া রইল। Name Of Post : . Lower Division Clerk . Forester . Forest Guard . Multi Tasking Staff (MTS) No of Seat : Not Applicable Type Of Employment : Full Time Salary : Rs. 15000 – 56200/- Name Of Organisation : Forest Department Age Limit : 18 Years – 30 Years Educational Qualification : You have to complete your Class 10th/12th Exam. কীভাবে আবেদন জানাবেন? Official website : http://afri.icfre.org – এ ক্লিক করুন। আবেদন করার আগে অবশ্যই জেনে নিন সমস্ত তথ্য ওয়েবসাইট থেকে।

জমি নিয়ে বিবাদ, ভাইয়ের হাতে আক্রান্ত দাদা

Image
মালদহ: জমি নিয়ে দুই ভাইয়ের ঝামেলা৷ সেই ঝামেলা গড়াল হাতাহাতিতে৷ অভিযোগ, দাদাকে পিটিয়ে মারল ছোট ভাই৷ স্বামীকে বাঁচাতে গিয়ে রেহাই পেলেন না বৌদিও৷ মালদহের পুকুরিয়া থানার আড়াইডাঙ্গা গ্রামের ঘটনা৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷ জানা গিয়েছে, বড় ভাই শেখ কোয়েশের সঙ্গে ৫ কাঠা জমি নিয়ে বিবাদ ছিল ছোট ভাই রিন্টু শেখের৷ সোমবার ওই জমি দখল করতে আসে রিন্টু৷ সেই সময় কোয়েশ ও তাঁর স্ত্রী সুলতানা বিবি বাধা দিলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ৷ আরও অভিযোগ, কোয়েশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে রিন্টু৷ তাদের চিৎকারে ছুটে আসে আসেপাশের বাসিন্দারা৷ গ্রামবাসীরাই দু'জনকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুলতানা বিবিকে ছেড়ে দেওয়া হলেও কোয়েশকে গুরুতর জখম অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে৷ ঘটনায় আহতদের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুকুরিয়া থানায়৷ পুলিশ অভিযুক্ততে খুঁজছে৷

সন্তান শোকে স্ত্রীর নলি কেটে, মুখ চিরে দিয়ে খুন! আত্মহত্যার চেষ্টা স্বামীরও

Image
সন্তান মৃত্যুর যন্ত্রণায় স্ত্রীকে নৃশংসভাবে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা করল স্বামী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের দিঘাতে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্ত স্বামী হাসপাতালে চিকিত্সাধীন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার বীভত্সতায় শিউরে উঠছেন পাড়া প্রতিবেশীরা। দিঘার পদিমা গ্রামের বাসিন্দা নিত্যানন্দ সুরের সঙ্গে ১১ বছর আগে বিয়ে হয় অষ্টাদশী জ্যোত্স্না সুরের। বিয়ের পর দম্পতির সুখের সংসার বেশ ভালোই চলছিল। কিন্তু বিয়ের ১১ বছর ঘুরে গেলেও এখনও সন্তান সুখ পায়নি দম্পতি। এই ১১ বছরে দু-দুবার জ্যোত্স্নার কোল আলো করে ফুটফুটে সন্তান জন্মায়। কিন্তু, জন্মের দুই থেকে তিনদিনের মাথাতেই মৃত্যু হয় সন্তানদের। স্থানীয়রা জানিয়েছেন, সেই থেকে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। দম্পতির মনে আশঙ্কা জন্মেছিল, আবার সন্তান জন্ম নিলে, সেই সন্তানও বাঁচবে না। এই পরিস্থিতিতে চরমে উঠেছিল দাম্পত্য কলহ। তাঁদের আর সন্তান হবে না বলেই ধরে নিয়েছিল নিত্যানন্দ ও জ্যোত্স্না। অভিযোগ, এরপরই এদিন সকালে বিবাদ চরম আকার ধারণ করে। কথা কাটাকাটি হওয়ার সময়ই সকাল ৮টা নাগাদ ছুরি দিয়ে

নিশ্চিহ্ন হওয়ার মুখে সোনার চেয়েও দামী ‘হিমালয়ান ভায়াগ্রা’, উদ্বিগ্ন গবেষকেরা

Image
হারিয়ে যাওয়ার মুখে হিমালয়ের এক অমূল্য সম্পদ। গঢ়বাল, কুমায়ুন ও হিমাচল প্রদেশের স্থানীয় মানুষ এই বিস্ময় ছত্রাককে ডাকেন 'কিরা জরি' নামে। বিজ্ঞানসম্মত নাম ওফিওকরডিসেপস সাইনেনসিস। নেপালিরা আবার এই দুষ্প্রাপ্য প্রজাতির ছত্রাককে ডাকেন 'ইয়ার্সা গুম্বা' নামে। গরম জল, চা, স্যুপ অথবা স্টু-এর সঙ্গে এই কিরা জরি মিশিয়ে খেলে তা সারিয়ে ফেলতে পারে ক্যানসার থেকে বন্ধ্যাত্ব। এই ছত্রাক যৌবন দীর্ঘস্থায়ী করে, এমনটাই বিশ্বাস অনেকের। সেই বিশ্বাস আর গ্লোবাল ওয়ার্মিং-এর জন্য হিমালয়ের পরিবেশের এলোমেলো আচরণের কারণে হারিয়ে যেতে বসেছে এই দুষ্প্রাপ্য ছত্রাক। সারা পৃথিবীতে এই ছত্রাক পাওয়া যায় শুধু হিমালয়েই। ভারত, চিন আর নেপালে। এখনও পর্যন্ত কৃত্রিম ভাবে এই ছত্রাক তৈরি করা সম্ভব হয়নি। তিব্বতি ও চিনা ভেষজ চিকিৎসকদের দাবি, এই কিরা জরি খেলে যৌন আনন্দ আরও বেশি উপভোগ করা যায়। যে কারণে এই ছত্রাককে অনেকে ডাকেন 'হিমালয়ান ভায়াগ্রা' নামেও। মূলত এই কারণেই সারা পৃথিবীতে এই ছত্রাকের বিপুল চাহিদা। বেজিং-এ সোনার থেকে তিন গুন বেশি দামে বিক্রি হয় এই 'ইয়ার্সা গুম্বা'। মার্কিন জার্নাল 'ন্যাশনাল অ্যাক

পেটিএম মালিককে ২০ কোটি টাকা চেয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার এই প্রাক্তন সেক্রেটারি

Image
সনিয়া ধওয়ন। পেটিএম প্রতিষ্ঠাতা বিজয়শেখর শর্মার সঙ্গে প্রায় দশ বছর কাজ করেছিলেন সনিয়া ধওয়ন। এই দশ বছরেই নাটকীয় উত্থান হয় এই কোম্পানির। আর এই পুরো সময়টাতেই পেটিএম প্রতিষ্ঠাতা বিজয়শেখর শর্মার সেক্রেটারি হিসেবে কাজ করেছিলেন সনিয়া। সরকারি ভাবে হয়ে উঠেছিলেন এই ই-ওয়ালেট কোম্পানির কমিউনিকেশন হেড। বিজয়শেখর শর্মার ল্যাপটপ, মোবাইল ফোন আর অফিস কম্পিউটারের পাসওয়ার্ডও ছিল তার কাছে। তখন থেকেই শুরু হয়েছিল ষড়যন্ত্রের ছক। পেটিএম কোম্পানির নাটকীয় সাফল্য চাক্ষুষ করার সঙ্গে সঙ্গেই সমস্ত তথ্য জোগাড় করে নিজের কাছে আলাদা ভাবে জমিয়ে রাখতে শুরু করেছিলেন সনিয়া। বিজয়শেখর শর্মার অভিযোগের ভিত্তিতে নয়ডা পুলিশের তদন্তে সামনে এল এই চাঞ্চল্যকর তথ্য। এই ষড়যন্ত্রের সঙ্গী হিসেবে নিজের স্বামী রূপক জৈন আর প্রাক্তন সহকর্মী দেবেন্দ্র কুমারকে বেছে নেয় সে। এর পরই শুরু হয় ব্ল্যাকমেলিং। ২০ কোটি টাকা চাওয়া হয় পেটিএম কোম্পানির কাছে। টাকা না দিলে তথ্য ফাঁস করে কোম্পানির বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি পেটিএম কোম্পানির ভাবমূর্তিও নষ্ট করে দেওয়া হবে বলে হুমকিও দেয় তারা। যদিও নিজে হুমকি ফোন করেনি সনিয়া। এই জন্য সে বেছে নিয়েছিল কলকাতার

জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের ‘চেষ্টা’, লাইটপোস্টে বেঁধে যুবককে গণপ্রহার

Image
অভিযুক্তকে বাতিস্তম্ভে বেঁধে মারধর। সোমবার, দেগঙ্গায়। কাজ থেকে বাড়ি ফিরছিলেন মাঝবয়সি এক মহিলা। অভিযোগ, সেই সময়ে ওই মহিলার উপরে ঝাঁপিয়ে পড়ে, মুখ চেপে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে এক যুবক। সোমবার দুপুরে দেগঙ্গার বেড়াচাঁপায় এই অভিযোগে উত্তাল হয়ে ওঠে এলাকা। মহিলার চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষজন। ওই মহিলাকে উদ্ধার করে অভিযুক্তকে একটি বাতিস্তম্ভে বেঁধে শুরু হয় বেদম মার। খবর পেয়ে অভিযুক্তের স্ত্রী বাঁচাতে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরে দেগঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। লতিফ মণ্ডল নামে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুর ২টো নাগাদ কাজ সেরে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। পুলিশের কাছে তিনি অভিযোগে জানিয়েছেন, একটি নির্জন জায়গায় ঝোপের মধ্যে লুকিয়ে থাকা ওই যুবক আচমকাই তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। তাঁর মুখ চেপে ধরে টানতে টানতে একটি ঝোপে নিয়ে যায় অভিযুক্ত। তাঁকে মাটিতে ফেলে গলা টিপে ধরে লতিফ ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। ওই মহিলার আর্ত চিৎকার শুনে মাঠে ধান কাটতে থাকা লোকজনেরা ছুটে আসেন। তাঁরা তাড়া করে ধরে ফেলেন বছর তিরি

১৯ বছরের ক্রিকেট জীবনের ইতি! গলে-তে শেষ টেস্ট খেলবেন রঙ্গনা হেরাথ

Image
আর কোনও স্পিন নয়। এবার একেবারে সরল রেখা টেনে  ১৯ বছরের ক্রিকেট জীবনকে বিদায় জানাতে চলেছেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার রঙ্গনা হেরাথ। গলে-তে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে জানানো হয়েছে, রঙ্গনা হেরাথ নির্বাচক মণ্ডলী এবং বোর্ডের সঙ্গে কথা বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদের টুইটার হ্যান্ডেলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, গলে-তে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেই অবসর নেবেন তিনি। আগামী মাসের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে চলেছে সেই টেস্ট। ১৯৯৯ সালে গলে-তেই নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শুরু করেছিলেন রঙ্গনা হেরাথ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। তারপর প্রায় দীর্ঘ দুই দশক, শ্রীলঙ্কার স্পিন আক্রমণের অন্যতম কাণ্ডারি ছিলেন তিনিই। মুরলি পরবর্তী যুগে অজন্তা মেন্ডিসের আবির্ভাব ক্রিকেট দুনিয়ায় সবথেকে বেশি আলোড়ন ফেললেও ক্যারাম বোলারের রহস্য ভেদ হতেই তাঁর ধার কমে। ফলে দলেও মেন্ডিসের গুরুত্ব কমে। তবে রঙ্গনা হেরাথ কিন্তু থেকেছেন ধারাবাহিক। ৯২টি টেস্ট খেলে তাঁর ঝুলিতে এসেছে ৪৩০ উইকেট। এখনও পর্যন্ত তিনি বিশ্বের ১০ জন সর্

হাফিজ, লাকভি, সালাউদ্দিন সহ ২৫৮ জনের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকা প্রকাশ করল এনআইএ

Image
নয়াদিল্লি : ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদ, জাকিউর-রহমান-লাকভি, সৈয়দ সালাউদ্দিনের নাম উঠে এল এনআইএর ২৫৮ জনের মোস্ট ওয়ান্টেড তালিকায়। পাকিস্তানের এই হাইপ্রোফাইল জঙ্গিদের মাথার দাম ঘোষণা না হলেও তেলেঙ্গানার মাওবাদী নেতা গণপতির মাথার দাম ১৫ লক্ষ টাকা ধার্য করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি, এনআইএর এই তালিকায় রয়েছে ১৫ জন পাকিস্তানির নাম। শনিবার নিজেদের ট্যুইটার হ্যান্ডেল থেকে মোস্ট ওয়ান্টেডদের সেই তালিকাটি প্রকাশ করে এনআইএ। সেখানে দেশবাসীর থেকে তাদের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। নির্দিষ্ট ফোন নম্বর ও ইমেল আইডিতে মোস্ট ওয়ান্টেডদের সম্পর্কে তথ্য পাঠাতে বলা হয়েছে। পরিবর্তে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে বলে আশ্বাস দিয়েছে এনআইএ। এজেন্সির তরফে দেওয়া ফোন ও ইমেল আইডি হল — ০১১-২৪৩৬৮৮০০ এবং assistance@gov.in . এনআইএর প্রকাশ করা তালিকায় ২৫৮ জনের নাম রয়েছে। তাদের মধ্যে ১৫ জন আবার মহিলা। নাম থাকা প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে ইন্টারপোলের নোটিস। এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে 'জঙ্গিমূলক কার্যকলাপ', 'জঙ্গি প্রশিক্ষণ' এবং 'বিস্ফোরক মজুত' করার অভিযোগ

মঙ্গলবার শুরু হচ্ছে Xiaomi দীপাবলী সেল: স্মার্টফোন, স্মার্টটিভি সহ সব প্রোডাক্টে আকর্ষনীয় ছাড়

Image
এই বছরের "Diwali with Mi" সেলের ঘোষণা করল Xiaomi। মঙ্গলবার থেকে শুরু হবে এই বছরের Xiaomi –র দীপাবলীর সেল। 23 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত চলবে এই "Diwali with Mi" সেল। Mi.com থেকে এই সেলে বিভিন্ন Xiaomi প্রোডাক্ট আকর্ষনীয় অফারে পাওয়া যাবে। এই সেলে Xiaomi স্মার্টফোন, স্মার্ট টিভি, অ্যাকসেসারিজ সহ সব প্রোডাক্ট কেনা যাবে। এছাড়াও মাত্র 1 টাকায় ফ্ল্যাশ সেলে একাধিক প্রোডাক্ট বিক্রি করবে চিনের কোম্পানিটি। জনপ্রিয় Xiaomi Redmi Note 5 Pro তে পাওয়া যাবে 2,000 টাকা ছাড়। 4GB RAM আর 6GB RAM দুটি ভেরিয়েন্টেই 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। একই ভাবে 12,999 টাকার Redmi Y2 মাত্র 10,999 টাকায় পাওয়া যাবে। এছাড়াও দীপাবলী সেলে মাত্র 14,999 টাকায় পাওয়া যাবে Mi A2। এই সেলে স্মার্টফোনের সাথে সাথেই কোম্পানির স্মার্টটিভিতেও থাকছে বিশেষ ছাড়। 22,999 টাকার Mi LED TV 4A 21,999 টাকায় পাওয়া যাবে। এছাড়াও অডিও অ্যাকসেসারিজেও থাকছে বিশেষ ছাড়। মাত্র 799 য়টযাকায় পাওয়া যাবে Mi Bluetooth Headset, 349 টাকায় পাওয়া যাবে Mi Earphones Basic, 599 টাকায় পাওয়া যাবে Mi Earphone। এছাড়াও SBI ক্রেডিট কার্ড গ্রাহকরা 7,

দু’বছরে রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৫০ হাজার

Image
নয়াদিল্লি: দশেরার অনুষ্ঠানে অমৃতসরের রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৬০ এর অধিক মানুষ৷ এই ঘটনা দেশ জুড়ে চাঞ্চল্য ফেলে দেয়৷ তবে অতীতে এমন বহু মর্মান্তিক রেল দুর্ঘটনা ঘটেছে৷ সেই সব ঘটনাতেও মৃতের সংখ্যা নেহাত কম নয়৷ অমৃতসরের রেল দুর্ঘটনার পর সামনে এলো এমনই কিছু তথ্য৷ বিগত দু'বছরে প্রায় ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে রেল লাইনে৷ খোদ ভারতীয় রেল জানিয়েছে এই তথ্য৷ রেল পুলিশের তথ্য বলছে, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই দু'বছরে ৪৯ হাজার ৭৯০ জন মানুষ প্রাণ হারিয়েছে৷ বেশিরভাগ মৃত্যু রেলের উত্তর শাখায় হয়েছে৷ সেখানে সংখ্যাটা ৭ হাজার ৯০৮ জন৷ তারপরেই আছে দক্ষিণ রেল৷ সেখানে সংখ্যাটা ৬ হাজার ১৪৯ জন৷ রেলের পূর্ব শাখাও খুব পিছিয়ে নেই৷ সেখানে গত দু'বছরে ৫ হাজার ৬৭০ জনের মৃত্যু হয়েছে৷ চলতি বছর দেশে যত রেল দুর্ঘটনা হয়েছে সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে৷ তবে এখনও সেই তথ্য সংগ্রহের কাজ শেষ হয়নি৷ কেন এমন ঘটনা ঘটে? এর জন্য রেল ও যাত্রী দুই পক্ষই দায়ী৷ রেলের পরিকাঠামোগত কিছু ক্রুটি যেমন রয়েছে তেমনি যাত্রীদের একটা বড় অংশ এখনও রেলের নিরাপত্তা ও সতর্কতা মেনে চলতে উদাসীন৷ লাইনে অনধিকার প্রবেশ, ওভা

অনলাইনে ইউটিউব ভিডিও MP3 কনভার্ট করবেন কীভাবে?

Image
অনলাইনে সব ধরনের ভিডিও দেখা যায় ইউটিউবে। অনেকেই ইউটিউব থেকেই গান শুনতে ভালোবাসেন। কিন্তু অনেক ডাটা নষ্ট হয় বলে অনেক সময় ইউটিউব চালিয়ে ওঠা হয় না। অথবা অনেক স্লো ইন্টারনেট কানেকশান থাকার জন্য থেমে থেমে গান চলতে থাকে। অনলাইনে অনেক ওয়েবসাইট থেকে যে কোন ইউটিউব ভিডিও থেকে ভিডিও বাদ দিয়ে শুধুমাত্র অডিও ডাউনলোড করে নেওয়া যায়। এর ফলে রাস্তাঘাটে গান শোনা আরও সহজ হয়ে যায়। তবে এই প্রতিবেদনে বন্যবহার করা উপায়ের মাধ্যমে শুধুমাত্র কপিরাইট ছাড়া গান ডাউনলোড করা যাবে। এই উপায়ে কেউ কপিরাইট গান ডাউনলোড করলে তার দায় Gizbot নেবে না। Convert2MP3 একটি জার্মান ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে অনলাইনে যে কোন ভিডিও থেকে MP3 কনভার্ট করা সম্ভব। Convert2MP3 ওয়েবসাইট থেকে যে কোন Convert2MP3 ভিডিও MP3, MP4, FLAC সহ একাধিক অডিও ফর্ম্যাটে কনভার্ট করা সম্ভব। Convert2MP3 ওয়েবসাইটে যে ভিডিও কনভার্ট করতে চান সেই লিবঙ্ক পেস্ট করে MP3 ফর্ম্যাট সিলেক্ট করে কনভার্টে ক্লিক করলেই MP3 ফাইল ডাউনলোড শুরু হয়ে যাবে। YouTubeMP3.is YouTubeMP3.is ওয়েবসাইট থেকেও যে কোন YouTube ভিডিও MP3 তে কনভার্ট করে নেওয়া যাবে। YouTubeMP3.is ওয়েবসাইটে ভিডিও

ঘরে ঢুকেই দেখেন জামাইবাবু-শ্যালিকা এক বিছানায়, তারপরের ঘটনায় শিউড়ে উঠবেন

Image
একলা ঘরে শ্যালিকাকে পেয়ে ধর্ষণের চেষ্টা করে জামাইবাবু। হঠাৎই শাশুড়ি এসে পড়ায় বিপত্তি। বাধা দিয়ে জামাইয়ের কোপে পড়ল শাশুড়ি। প্রৌঢ়া শাশুড়িকে বাঁশ দিয়ে বেধড়ক পেটালো জামাই। শুধু পেটানোই নয়, তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে সে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের আদলা গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিউরে ওঠার মতোই ঘটনা। তরুণী শ্যালিকাকে একলা পেয়ে জামাইবাবু আতিয়ার সর্দার ধর্ষণের চেষ্টা করে। খারাপ ইঙ্গিত বুঝে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তরুণী। কিন্তু জামাইবাবুর শারীরিক শক্তির কাছে পেরে ওঠেনি। তাঁকে টেনে বিছানায় ফেলে দিতেই আর্ত চিৎকার করে ওঠেন তরুণী। তা শুনেই ছুটে আসেন বৃদ্ধা মা। কু-কাজ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে রুদ্রমূর্তি ধারণ করে গুণধর জামাই। বেগতিক বুঝে শ্যালিকাকে ছেড়ে শাশুড়ির উপর চড়াও হয় সে। বাঁশ দিয়ে বেধড়ক পেটানোর পর কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন লাগানোর চেষ্টাও করে। তখন তরুণীর আর্তি চিৎফকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এ যাত্রায় তাঁরাই উদ্ধার করে তরুণী ও তাঁর মাকে। বেগতিক বুঝে পালিয়ে যায় অভিযুক্ত জামাই। রক্তাক্ত অবস্থায় প্রৌঢ়াকে ভর্তি করা হয় ক্যানিং মহক

বিদেশে ভারতীয়দের অবৈধ সম্পত্তির বিরুদ্ধে বড়সড় অভিযানে আয়কর দফতর

Image
নয়াদিল্লি: বিদেশে ভারতীয়দের অবৈধ অর্থ জমা রাখা এবং সম্পত্তিতে অর্থ খাটানোর মামলার তন্তে বড়সড় অভিযান শুরু করেছে আয়কর দফতর। এক্ষেত্রে বিভিন্ন মামলায় কঠোর ফৌজদারি ব্যবস্থা গ্রহণের জন্য নতুন কালো টাকা বিরোধী আইন প্রয়োগ করা হতে পারে। আধিকারিকরা জানিয়েছেন,  'হাজার হাজার ভারতীয়'র বিদেশি ব্যাঙ্কে টাকা রাখা এবং সম্পত্তি ক্রয় নিয়ে বিদেশের সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে সমন্বয় রেখে তদন্ত চালাচ্ছে আয়কর দফতর। সিবিডিটি চেয়ারম্যান সুশীল চন্দ্র এই খবর সঠিক বলে জানিয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। আধিকারিকরা অবশ্য জানিয়েছেন, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ) ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত বিদেশে আর্থিক লেনদেন বিস্তারিত গুরুত্বপূর্ণ লেনদেনের নথিকে হাতিয়ার করে আয়কর আধিকারিকরা এ ধরনের মামলাগুলির ক্ষেত্রে বিভিন্ন দেশে কাজ চালাচ্ছেন।  তাঁরা এই অভিযানকে কালো টাকার বিরুদ্ধে 'সংগঠিত' ব্যবস্থার অঙ্গ হিসেবে অভিহিত করেছেন। বেশ কিছু মামলার ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির বা অন্যান্য ক্ষেত্রের করদাতাদের তাঁদের লেনদেন সম্পর্কে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো হয়েছে বলেও আধিকারিকরা জানিয়েছেন।

চিনকে রুখতে ভুটানকে বিপুল সাহায্য ভারতের

Image
ভুটানে জিতে আসা ডিএনটি (দ্রুক নিয়ামরূপ সোগপা) সরকার ক্ষমতাসীন হওয়ার মুখে দু'টি বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে গোটা বিশ্বে।  প্রথমত, তারা কোনও একপেশে বিদেশনীতির উপরে নির্ভর করে এগোতে চাইছে না। দ্বিতীয়ত, বিদেশনীতির প্রশ্নে কোনও সঙ্কট তৈরি হলে রাজার পরামর্শমতোই এগোবেন ডিএনটি নেতা সারগেও লোতে। ডোকলাম-কাণ্ডের পর থেকে যে ভাবে থিম্পুর সঙ্গে বেজিং ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছে, তাতে নতুন সরকারের এই 'বিদেশনীতি দর্শন' প্রকৃতপক্ষে ভারত বিরোধী কি না, তা বিবেচনা করে দেখছেন সাউথ ব্লকের কর্তারা। কূটনৈতিক সূত্রের বক্তব্য, ভুটানে যে দলই ক্ষমতায় আসুক, শেষ পর্যন্ত রাজতন্ত্রের নির্দেশেই তারা চালিত হয়। কখনও ভারত, কখনও চিন অথবা কখনও শুধুমাত্র ভারত— বাণিজ্য, পরিকাঠামো এবং নিরাপত্তার প্রশ্নে যখন যাকে প্রয়োজন হয়, তাকে কাজে লাগাতে চায় রাজতন্ত্র।  তবে প্রতিবেশী-প্রশ্নে কোণঠাসা ভারত কিন্তু কোনও সময় নষ্ট না করে (নষ্ট করার মতো সময় মোদী সরকারের হাতে নেই-ও) ডিএনটি সরকারের কাছে পৌঁছতে পদক্ষেপ করতে শুরু করেছে। ডিএনটি ভোটে জেতার পরেই সে দলের নেতার সঙ্গে ফোনে কথা বলে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিদ্ধ

কিশোরীকে গালির প্রতিবাদ, নিহত দুই

Image
পাড়ার নলকূপ থেকে সকলে খাওয়ার জল নেন। সেখানে স্নান করা বারণ। পুরাতন মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েতের সেই কুতুবপুর গ্রামে পুজোর সময় বেড়াতে এসেছে এক কিশোরী। সে জানত না এই প্রথার কথা। শনিবার দুপুরে স্নান করতে যায় ওই নলকূপে। তা দেখতে পেয়ে রাধা মণ্ডল নামে এক গ্রামবাসী বাধা দেন। তিনি অশ্লীল গালিও দিয়েছেন বলে অভিযোগ। তারই প্রতিবাদ করতে গিয়ে বচসা গড়ায় হাতাহাতিতে। তাতেই মারা গেলেন সুবল মণ্ডল (৬২) ও তাঁর জামাই রাজকুমার মণ্ডল (৪২)। পুলিশ রাধা ও তাঁর ছেলে মিঠুনকে গ্রেফতার করেছে। রাধার আর এক ছেলে সিন্টু পলাতক। রাধার মুদির দোকান রয়েছে। গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপির রঞ্জিত মল্লিক বলেন, ''রাধাবাবুর দুই ছেলেই মূক ও বধির।'' গ্রামবাসীরা জানিয়েছেন, মিঠুন ও সিন্টু দু'জনেই খুব বদমেজাজি। সামান্য কারণেই লোকজনকে মারধর করার অভিযোগ উঠেছে আগেও। ফলে তিন জনেরই শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরাও। রাজকুমারবাবু ও সুবলবাবু দু'জনেই দিনমজুরি করেন। রাজকুমারবাবুর বাড়িতেই বেড়াতে এসেছে ওই কিশোরী। রাধাবাবু গালাগালি করছে শুনে প্রতিবাদ করেছিলেন রাজকুমার। তখন রাধাবাবু ও তাঁর দুই ছেলে রাজকুমারবাবুকে মারতে

পড়ুয়াদের অঙ্ক ভীতি কাটাতে শিক্ষকদের প্রশিক্ষণ

Image
খেলতে খেলতে অঙ্ক শেখা। গণিতের প্রতি ভীতি কাটিয়ে আগ্রহ বাড়়াতে এই মন্ত্রই প্রধান ভিত্তি হতে চলেছে শিক্ষক শিখন কলেজগুলি (বিএড এবং ডিএলএড)-র। সহজে অঙ্ক শেখার জন্য 'আ হ্যান্ডবুক ফর ম্যাথমেটিক্স ল্যাবরেটরি' নামের একটি বই তৈরি করেছেন স্টেট কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এসসিইআরটি)। আপাতত রাজ্যের ২৮টি ডিএলএড কলেজে তা পাঠানোও হয়েছে। সরকারি স্কুলের পড়ুয়া ও শিক্ষকদের জন্য এই পন্থা অবলম্বন করার জন্য  স্কুলশিক্ষা সচিব মণীশ জৈনের কাছেও প্রস্তাব পাঠানো হচ্ছে। এসসিইআরটি-র গবেষক সুব্রত বিশ্বাস ওই বই তৈরি করেছেন। তিনি জানান, ওই বইটিতে ১১৪টি উদাহরণ দেওয়া রয়েছে। শুধুমাত্র রং মিলিয়ে কী ভাবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ.সা.গু) করা যায় সেটা দেখানো হয়েছে বইতে। বীজগণিত-এর সূত্রগুলি কেন কী কারণে হচ্ছে সেটাও খোপ কাটা ছকে খেলার ছলে বোঝানো হয়েছে। উৎপাদককে দেখানো হয়েছে সরল ভাবে। একটি বৃত্তের ক্ষেত্রফল ও কোনও মাঠের পরিসীমা সব কিছুই এঁকে হাতে কলমে শেখানোর পদ্ধতি বলা রয়েছে। এটি আপাতত করা হয়েছে প্রথম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য। পরবর্তী সময়ে উচ্চমাধ্যমিকের প

বন্‌ধ ব্যর্থ করতে মরিয়া সরকার

Image
আগামী কাল অসমের ৬০টি সংগঠনের ডাকা প্রতিবাদ দিবস ও ১২ ঘণ্টার অসম বন্‌ধ ব্যর্থ করার জন্য সব জেলার এসপি ও জেলাশাসককে কড়া নির্দেশ দিল রাজ্য সরকার। কিন্তু প্রতিবাদকারী সংগঠনগুলি দাবি, বন্‌ধের বিরোধিতা করে 'হিন্দু বাংলাদেশিদের' পক্ষে প্রত্যক্ষ বার্তা দিল বিজেপি। নাগরিকত্ব আইন সংশোধনী প্রসঙ্গে তৈরি যৌথ সংসদীয় কমিটির সঙ্গে দেখা করে প্রতিবাদ জানানোর পাশাপাশি, আগামী কাল শাসক জোটের শরিক অগপ প্রতিবাদ দিবস ঘোষণা করেছে। এনআরসি থেকে বাঙালিদের নাম বাদ পড়া, 'ডি ভোটার' সাজিয়ে বাঙালিদের হেনস্থা ও নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করার দাবিতে ২৬টি বাঙালি সংগঠন আগামী ১৭ নভেম্বর গুয়াহাটিতে গণ-সমাবেশের ডাক দিয়েছে। তার প্রতিবাদে জোটবদ্ধ হয়েছে বিভিন্ন অসমীয়া সংগঠন। তারা জানিয়েছে, ১৬ ও ১৭ নভেম্বর রাজ্য অচল করে দেওয়া হবে। দিসপুরের নির্দেশ, বন্‌ধের সমর্থনে রাস্তায় নামলেই গ্রেফতার করা হবে। সচিবালয় থেকে পঞ্চায়েত— সব কর্মীর হাজিরা বাধ্যতামূলক। কোনও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখলে বা পরিবহণ সংস্থা গাড়ি বন্ধ রাখলে ট্রেড লাইসেন্স বাতিল করা হতে পারে। রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল রক্ষী মোতায়েনের নির্দেশ

‘গণ’ধর্ষণ নিয়ে বিতর্ক, ধূপগুড়ির বধূ আশঙ্কাজনক

Image
আদিবাসী বধূকে নির্যাতনের তদন্তে নেমে আঁতকে উঠেছেন পুলিশের অফিসাররা। নির্যাতনে প্রধান অভিযুক্তকে সোমবার দু'দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তার পরে জেরা করতে গিয়ে জানা গিয়েছে, ওই মহিলাকে ধর্ষণ করে তাঁর শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল মাথায় কাঁটা লাগানো লোহার তীক্ষ্ণ ফলা। এমন ফলা এই এলাকায় মাছ ধরতে ব্যবহার করেন অনেকে। জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই বধূর অস্ত্রোপচার হয়েছে রবিবার গভীর রাতে। তার  পরেও তাঁর অবস্থা আশঙ্কাজনক। আঘাত ও রক্তক্ষরণে অবসন্ন হয়ে পড়েছেন তিন সন্তানের জননী ওই বধূ। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে তাঁর চিকিৎসা চলছে। তাঁর সাত মাসের মেয়েকেও হাসপাতালেই রাখা হয়েছে। সে মাকে ছেড়ে থাকতে পারে না। শনিবার সন্ধেয় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাঁরই এক ঘনিষ্ঠ আত্মীয় ওই বধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। বধূর ওই আত্মীয়ের সঙ্গে ছিল তাঁর প্রতিবেশী আর এক যুবকও। পুলিশ দু'জনকেই রবিবার দুপুরে গ্রেফতার করে। তখন জেলা পুলিশ জানিয়েছিল, ওই বধূকে গণধর্ষণ করা হয়েছে। তবে রাজ্য পুলিশের এডিজি অনুজ শর্মা তার পরপরই বিবৃতি দেন, ওই মহিলাকে তাঁর প্রতিবেশী এক যুবকই ব্যক্তিগত বিদ্বেষ থেকে ধর্ষণ করেছে

মুখ খুলতে পারবেন না শিক্ষকরাও! ইউজিসি-র নয়া ফরমান

Image
আমলাদের সেন্ট্রাল সিভিল সার্ভিস (সিসিএস)-এর নিয়মের মতোই এখন থেকে প্রকাশ্যে মুখ খুলতে পারবেন না কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের সমালোচনা তো দূর, কোনও বিষয়ে স্বাধীন মতামতও দিতে পারবেন না তাঁরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-র পক্ষ থেকে কিছু দিন আগে জারি হয়েছিল ওই নির্দেশ। ইন্দিরা গাঁধী জাতীয় জনজাতি বিশ্ববিদ্যালয়ে ওই নিয়ম লাগু হয়। সম্প্রতি এটি পাশ হয়েছে জেএনইউয়েও। কিন্তু এ বার সেই ফরমানের বিরুদ্ধে সরব হয়েছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (জেএনইউটিএ)। জেএনইউয়ের শিক্ষক সংগঠন বিবৃতি দিয়ে জানিয়েছে, ''বিশ্ববিদ্যালয়ের কাজ হল নতুন ধরনের ধ্যানধারণার জন্ম দেওয়া এবং পড়ুয়াদের কাছে সে সব পৌঁছে দেওয়া। কিন্তু তার জন্য চিন্তা ভাবনার ও ভিন্নমত পোষণের স্বাধীনতা থাকা প্রয়োজন। ভিন্নমত গ্রহণ করারও স্বাধীনতা থাকা উচিত। কিন্তু নতুন আইন সেই স্বাধীনতাকে কেড়ে নিতে চলেছে।'' গত ৫ অক্টোবর জেএনইউয়ের ১৪৭তম অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে ইউজিসি-র নতুন নিয়ম বিশ্ববিদ্যালয়ে চালু করার সিদ্ধান্ত নেন উপাচার্য জগদেশ কুমার। ওই নিয়ম চালু হওয়ার অর্থ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে

১৯৬৮ সালে এ দেশে চাকরি পেয়েও ‘বিদেশি’! অসমে আত্মঘাতী বাঙালি

Image
সব নথিপত্র হাতে থাকা সত্ত্বেও এনআরসির চূড়ান্ত খসড়ায় নাম ওঠেনি তাঁর। উপরন্তু 'ঘোষিত বিদেশি' হিসেবে নোটিস পেয়ে চরম মানসিক অবসাদে ভুগছিলেন। শেষ পর্যন্ত মনের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন অসমের দরং জেলার খারুপেটিয়ার অবসরপ্রাপ্ত শিক্ষক তথা আইনজীবী নীরদবরণ দাস। গত কাল নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন নীরদবাবু। পুলিশ তাঁর জামার পকেট থেকে এনআরসি সেবাকেন্দ্রের দেওয়া নোটিস ও সুইসাইড নোটটি উদ্ধার করেছে। মৃত্যুর জন্য পরিবারের কেউ দায়ী নয়— লিখে পাঁচ ব্যক্তিকে ১০ হাজার টাকার ধার শোধ করার জন্য ওই সুইসাইড নোটে স্ত্রীকে অনুরোধ করে গিয়েছেন তিনি। তাঁর পরিবারের দাবি, ১৯৭১ সালের আগের সব প্রমাণপত্রই আছে। স্থানীয় শৈলবালা স্কুল থেকে ১৯৬৮ সালে প্রবেশিকা পরীক্ষা দিয়ে নীরদবাবু গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করার পরে নিজের স্কুলেই শিক্ষকতায় যোগ দেন। ৩৪ বছর পরে ২০১২ সালে অবসর নিয়েছিলেন তিনি। তার পর থেকে মঙ্গলদৈ আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছিলেন। কিন্তু নিজে উকিল হয়েও সকলের প্রিয় 'নীরদ স্যার' এনআরসির তালিকায় নাম তুলতে না পেরে ও বিদেশি হিসেবে নোটিস পাওয়ায় অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। এ দিন