Posts

Showing posts from July 23, 2018

৪৪ থেকে নেমে কংগ্রেস এখন ২৫, দেখে নিন দলবদলের তালিকা

Image
জিতেছিলেন ৪৪ জন। সিপিএমের সঙ্গে আসন সমঝোতা ছিল বটে। কিন্তু সিপিএম-কে ছাপিয়ে গিয়েছিল কংগ্রেস। দেড় দশক পরে রাজ্যে প্রধান বিরোধী দলের তকমা ফিরে পেয়েছিল কংগ্রেস। ২০১৬-র সেই বিধানসভা নির্বাচনের পরে মাত্র বছর দুয়েক কেটেছে। এর মধ্যেই 'প্রধান বিরোধী' তকমা যায় যায়। একের পর এক বিধায়ক 'হাত' ছেড়ে সামিল 'জোড়াফুলে'। সে কথা দলত্যাগীরা বিধানসভায় স্বীকার করছেন না। কিন্তু নিজের নিজের এলাকায় তৃণমূলই করছেন। ফলে বেনজির পরিস্থিতিতে বাংলার কংগ্রেস। পরবর্তী ভোট পর্যন্ত ক'জন বিধায়ক পড়ে থাকবেন, নিশ্চিত নয় বিধান ভবন। গত বিধানসভা নির্বাচনে যে ৪৪টি আসনে কংগ্রেস জিতেছিল, তার মধ্যে ২টি বৈধ ভাবেই দখল করেছে তৃণমূল। উত্তর চব্বিশ পরগনার নোয়াপাড়ার বিধায়ক মধুসূদন ঘোষ প্রয়াত হওয়ায় সেই আসনে উপনির্বাচন হয়। জয়ী হয় তৃণমূল। পশ্চিম মেদিনীপুরে সবং কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া দল ছেড়ে তৃণমূলে যান। বিধায়ক পদে ইস্তফা দেন। উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে আসেন মানসবাবুর স্ত্রী। এতেই ৪২-এ নেমে গিয়েছিল কংগ্রেস। ওই ৪২ জন বিধায়ক হাতে থাকলেও বামেদের চেয়ে এগিয়েই থাকত কংগ্রেস। কিন্তু এ রাজ্যের কংগ্র

মোবাইলের সিম কার্ড নিয়ে ভাই-বোনের ঝগড়া, রাগে দাদা খুন করলেন ভাইকে

Image
মোগা:  বোন মোবাইলের সিম কার্ড দিতে চাননি। সেই রাগে ভাই-বোনে মারাত্মক ঝগড়া হয়। বোনের সঙ্গে খারাপ ব্যবহার করায় রেগে যান বড় দাদা। রাগে অগ্নিশর্মা হয়ে ভাইকে খুন করে বসলেন দাদা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মোগা জেলার সানতোওয়ালা গ্রামে। গুরজিত সিংহকে হত্যা করেছেন তাঁর দাদা রাজিন্দার সিংহ। গুরজিত বোন পরমজিত কৌরের সঙ্গে সিম কার্ড নিয়ে ঝামেলা হওয়ার পর চড় মারেন তাঁকে। সেই রাগেই ভাইকে খুন করলেন দাদা। গুরজিত এবং পরমজিতের মধ্যে কথা কাটাকাটি এতটাই মারাত্মক আকার ধারণ করে যে ভাই-বোনকে কাকা নিজের বাড়ি নিয়ে যান। সেখানেই একটি হ্যান্ডপাম্প নিয়ে গিয়ে ভাইকে আক্রমণ করেন দাদা। তারপরই ঘটে যায় অঘটন। আহত গুরজিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারপর তাঁকে ফরিদকোটের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। মেডিক্যাল কলেজেই মৃত্যু হয় গুরজিতের। রাজিন্দারের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক।

মোদি সরকারের নয়া নীতি, চাকরি খোয়াতে হচ্ছে আম্বানিকে

Image
আপনার চাকরির নিরাপত্তা নিয়ে চিন্তিত? যে কোনও সময় চাকরি যাওয়ার আশংকায় ভুগছেন।দুঃখ করবেন না। কারণ, আপনি একা নন আপনার সঙ্গে একই তালিকায় রয়েছেন রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের কর্ণধার তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানিও। শুধু মুকেশ নন, মন্দার বাজারে চাকরি খোয়াতে পারেন সুনীল মিত্তল, ভারতী মিত্তলরাও। কিন্তু ব্যপারটা কী? আসলে, সেবির নয়া নির্দেশিকাতেই হয়েছে যত বিপত্তি। গোটা দেশের মোট ২৯১টি সংস্থাকে চিহ্নিত করেছে ভারতের সর্বোচ্চ বাণিজ্য নিয়ামক সংস্থা সেবি। এই সংস্থাগুলিতে ২০২০ অর্থবর্ষের শেষদিনের মধ্যে এমন কাউকে ডিরেক্টর পদে নিয়োগ করতে হবে যারা ওই সংস্থার এক্সিকিউটিভ নন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৮ জুলাই সেবির ওয়েবসাইটে ওই তথ্য দেওয়া হয়েছিল। যে ২৯১টি সংস্থার নাম তালিকায় রয়েছে তাঁর মধ্য সবচেয়ে উল্লেখযোগ্য, রিলায়েন্স, ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিস এবং ভারতী এয়ারটেলের মতো দেশের বৃহত্তম সংস্থাগুলি। আপাতত রিলায়েন্সের ডিরেক্টর আম্বানি। তিনি আবার এক্সিকিউটিভ কমিটির সদস্যও বটে। তাই ২০২১ অর্থবর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা এপ্রিল রিলায়েন্সের ডিরেক্টর পদটি খোয়াতে চলেছেন মুকেশ আম

গ্রুপে অন্যের পাঠানো হোয়াটসঅ্যাপ-এর জেরে ৫ মাস জেলে তরুণ

Image
হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্য একজনের পাঠানো মেসেজ-এর জেরে গত পাঁচ মাস ধরে জেলের ভেতরে মধ্যপ্রদেশের রাজগড়ের এক তরুণ। হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এই মেসেজটি অত্যন্ত উসকানিমূলক বলে জানিয়েছে পুলিশ। ওই গ্রুপের অ্যাডমিন হওয়ার কারণেই ২১ বছরের জুনেইদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জুনেইদের পরিবারের বক্তব্য একটু অন্যরকম। যে সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই মেসেজটি পাঠানো হয়, তখন আদৌ বিএসসি ছাত্র জুনেইদ তার অ্যাডমিন ছিলেন না বলে দাবি তাঁদের। তত্‍কালীন গ্রুপ অ্যাডমিন ইরফান মেসেজটি পাঠায়। স্থানীয় কয়েকজন এর বিরুদ্ধে তালেন থানায় অভিযোগ জানালে গ্রুপ ছেড়ে দেয় সে। গ্রুপের নিয়ম অনুযায়ী নিজে থেকেই সেই সময় অ্যাডমিন হয়ে যান গ্রুপের সদস্য জুনেইদ। তাই এই মেসেজের দায় তাঁর নয় বলে পরিবারের দাবি। মেসেজ পাঠানোর সময় জুনেইদ যে গ্রুপের অ্যাডমিন ছিলেন না, এরকম কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এমনকি এ সব কথা তাঁর বাড়ির লোক আগেও জানায়ও নি বলে দাবি করেছে তারা। গত ১৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় জুনেইদকে। জামিন খারিজ হয়ে যাওয়ায় পরীক্ষাতেও বসতে পারেননি তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাজগড়ের পুলিশ সুপার

মেলেনি বেতন, বিশ্বকাপের প্রস্তুতিতে বেগার খাটছেন ৬০০ ভারতীয় শ্রমিক

Image
চার বছর পর বিশ্বকাপ। এখন থেকেই তার প্রস্তুতি তুঙ্গে। কাজ শুরু কাতারে। তবে সে কাজের জন্যই বেগার খাটছেন অন্তত ৬০০ জন শ্রমিক। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। হাতে টাকা-পয়সা নেই। ভিসার মেয়াদও ফুরিয়েছে। ভয়ে চিকিৎসার জন্যও হাসপাতালেও যেতে পারছেন না কেউ কেউ। খাওয়া-দাওয়া বলতে অন্যের ভিক্ষার দানটুকু সম্বল। ইলেকট্রিকের বালাই নেই। কায়ক্লেশে দিন গুজরান। কিন্তু ফেরার মতো সামর্থ্যও নেই। নিদারুণ দুর্দশায় পড়েছেন ভারতীয় শ্রমিকরা। তাঁরা কাতারে গিয়েছিলেন বিশ্বকাপের প্রস্তুতির জন্য। একটি বিশেষ নির্মাণ সংস্থার হয়ে কাজ করছিলেন শ্রমিকরা। সংস্থার ডাকেই ঘর ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন সকলে। কিন্তু সংস্থা আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়লে চরম দুরবস্থায় পড়েন এই শ্রমিকরা। কাউকেই বেতন দেওয়া হয়নি। গত মাস ছয় ধরে প্রায় বেগার খাটা খেটেছেন তাঁরা। এতেই পড়েছেন দুরবস্থায়। কিন্তু এই নরকযন্ত্রণা থেকে উদ্ধারের উপায় কী, তা এখনও তাঁদের কাছে অজানা। সরকারি তরফ থেকে অবশ্য সমস্যা মোকাবিলায় পদক্ষেপ করা হয়েছে। বেশ কিছু শ্রমিককে অন্য সংস্থায় কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অনেকজনকে ফিরিয়েও আনা হয়েছে। তবে এখনও অনেকে দ

190 কোটি সক্রিয় গ্রাহক রয়েছেন YouTube-এ

Image
মাসে গড়ে 190 কোটি সক্রিয় গ্রাহক রয়েছে YouTube-এ। এর মধ্যে 18 কোটি গ্রাহক টিভি ক্রিনে প্রতিদিন YouTube ভিডিও দেখেন। এমনটাই জানিয়েছেন YouTube এর সিইও সুসান ওয়াজিকি। "YouTube এ আগের থেকে লাইক কমেন্ট চ্যাট ইত্যাদি 60 শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের থেকে অনেক বেশি ক্রিয়েটার তাদের ফোন ও ইন্টারনেট কানেকশানের সাথে YouTube এর ব্যবসা শুরু করছেন।" বলে জানিয়েছেন সুসান। "কোম্পানির সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমরা আগে থেকে অনেক বেশি প্রশ্নের উত্তর দিতে চেয়েছি। আগের থেকে টুইটারে প্রায় 600 শতাংশ বেশি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।" বলে জানান ওয়াজিকি। সপ্রতি কনটেন্ট ক্রিয়েটার দের জন্য তৈরী YouTube Studio এর মাধ্যমে আগের থেকে অনেক বেশি তথ্য জানা যায়। "ফেব্রুয়ারী মাসে অল্প কিছু ক্রিয়েটারদের নিয়ে নতুন এই ড্যাশবোর্ড পরীখহা শুরু করেছিলাম। ইতিমধ্যেই সব ইংরাজী চ্যানেলে নতুন এই ড্যাশবোর্ড তৈরী হয়ে গিয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যেই বাকি 76 টি ভাষার চ্যানেলেও এই ড্যাশবোর্ড চলে আসবে।" রোজ 6 কোটি গ্রাহক YouTube কমিউনিটি পোস্টে অংশগ্রহল করেন বলে জানিয়েছেন সুসান। এর সাথেই লাইভ স্ট্রিম এর জনপ

একুশজনকে ধর্ষণের অভিযোগ উঠল বিহারের আবাসিক হোমের বিরুদ্ধে

Image
হাইলাইটস চুয়াল্লিশজনের ডাক্তারি পরীক্ষা হয়েছে। তাদের মধ্যে একুশজন ধর্ষিতা একজনকে হত্যা করে পুঁতে দেওয়া হয়। দশজনকে গ্রেফতার করেছে পুলিশ। মোজাফফরপুর, বিহার: ফের ভয়াবহ ধর্ষণ এবং খুনের ঘটনা প্রকাশ্যে এল। এবার বিহারের মুজাফফরপুরে। বিহার পুলিশের একটি দল মুজাফফরপুরের আবাসিক হোমের মহিলা আবাসিকদের মৃতদেহ উদ্ধার করার জন্য খননকার্য শুরু করল। ওই হোমেরই এক আবাসিক পুলিশের কাছে অভিযোগ জানান, হোমের কর্মচারীদের সঙ্গে মনোমালিন্য হওয়ার দরুণ হোমের অন্য এক আবাসিককে মারধর করে হত্যা করার পর মাটিতে পুঁতে দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পরেই খননকার্য শুরু করার সিদ্ধান্ত নেয় পুলিশ। এর আগে রাজ্য সরকার-শাসিত ওই আবাসিক হোমের এক মহিলার শ্লীলতাহানীর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে জেলা প্রশাসনের এক কর্তাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি নিয়ে অত্যন্ত চাপে রয়েছে নীতিশ কুমার। আরজেডির ভারপ্রাপ্ত প্রধান তেজস্বী যাদব সংশ্লিষ্ট ঘটনা নিয়ে তীব্র আক্রমণ করেছেন রাজ্য সরকারকে। তাঁর কথায়, মোজাফফরপুরের ওই আবাসিক হোমের মহিলাদের সুরক্ষা দিতে না পারাটি সরকারের বড় 'ব্যর্থতা'। "গত মার্চ মাস থেকেই মোজাফফরপুরের ওই সরকারি আবাসিক হোমে চল্লিশ জন ন

অগস্টেই হবে রেলওয়ের প্রথম ধাপের পরীক্ষা

Image
নয়াদিল্লি: রেলওয়ের প্রায় ২৭ হাজার শূন্যপদে নিয়োগের প্রথম ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিই) হতে চলেছে অগস্ট মাসেই৷ রেলওয়ে মন্ত্রকের তথ্য এবং প্রচার বিভাগের ডাইরেক্টর রাজেশ দত্ত বাজপায় জানিয়েছেন, আগামী ৯ অগস্ট হতে চলেছে এই পরীক্ষাটি৷ রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদে মোট ২৬ হাজার ৫০২টি শূন্যপদের জন্য ৪৭.৫৬ লক্ষ আবেদন জমা পড়েছে৷ রাজেশ দত্ত জানিয়েছেন, প্রথম ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মক লিঙ্ক আগামী ২৬ জুলাই চালু করবে রেলওয়ে৷ আর পরীক্ষার চার দিন আগে নিয়োগ বোর্ডের ওয়েবসাইট থেকে ই-কল লেটার ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা৷ রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''প্রার্থীরা তাদের তথ্য দিয়ে উপরোক্ত দিন গুলিতে লগ ইন করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া লিঙ্কে গিয়ে নিজেদের পরীক্ষার শহর, দিন এবং সেশন জানতে পারবেন ও ই-কল লেটার ডাউনলোড করতে পারবেন৷ এসসি, এসসি প্রার্থীরা ট্রাভেল অথরিটিও ডাউনলোড করতে পারবেন৷'' প্রথম ধাপের এই পরীক্ষা ১ ঘন্টার হবে৷ এ ছাড়া, শারীরিকভাবে অক্ষম প্রার্থীদের এই পরীক্ষায় অতিরিক্ত ১০ মিনিট দেওয়া হবে৷ এই পর

২০০০ বছরের কালো শবাধার ঘিরে রহস্য! কী বেরলো বাক্স খোলার পরে

Image
প্রত্ন খননে আবিস্কৃত সেই কালো শবাধার। শবাধারের ভিতের প্রাপ্ত কঙ্কাল ও রহস্যময় তরল। শবাধারে কালো তরল। আকার ও আকৃতি দেখে এটিকে মমি রাখার আধার বা 'সারকোফ্যাগাস' বলেই মনে হয়েছিল বিশেষজ্ঞদের। সম্প্রতি সেই 'বাক্স' খোলা হলে রহস্য আরও ঘনীভূত হয়।  জুলাই মাসের গোড়ার দিকে মিশরের আলেকজান্দ্রিয়া প্রদেশের সিদি গাবের অঞ্চলে এক প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া গিযেছে এক কালো শবাধার। আকার ও আকৃতি দেখে এটিকে মমি রাখার আধার বা 'সারকোফ্যাগাস' বলেই মনে হয়েছিল বিশেষজ্ঞদের। সম্প্রতি সেই 'বাক্স' খোলা হলে রহস্য আরও ঘনীভূত হয়। বিজ্ঞান বিষয়ক আন্তর্জিতিক ওয়েবসাইট 'লাইভসায়েন্স'-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আলেকজান্দ্রিয়া থেকে এখনও পর্যন্ত প্রাপ্ত সারকোফ্যাগসগুলির মধ্যে এটিই বৃহত্তম। ৯ ফুট দীর্ঘ, ৫ ফুট চওড়া এবং ৬ ফুট উঁটু এই শবাধারটি বালি, জল, চুন ইত্যাদি দ্বারা আচ্ছাদিত ছিল। প্রথমে অনুমান করা হয়েছিল, এই শবাধারে বিশ্বজয়ী গ্রিক সম্রাট আলেকজান্ডারের কিছু থাকতে পারে। প্রসঙ্গত, সম্রাট আলেকজান্ডারের মৃতদেহ কোথায়, কী অবস্থায় আজ বিদ্যমান, তা কারোরই জানা নেই। এটি বিশ্বের অন্

বুধবার ভোট পাকিস্তানে, ভোট দিতে অনীহা অনেকেরই

Image
এই নিয়ে দ্বিতীয় বার 'গণতান্ত্রিক' পথে নেতা নির্বাচন করবে পাকিস্তানের মানুষ। কিন্তু কত জনের এই ভোটে উৎসাহ আছে? কত জনই বা ২৫ তারিখ নির্বাচন বুথের সামনে লাইন দেবেন? এই আশঙ্কার কারণ দু'টো। এ বার ভোটের আগে লাগাতার সন্ত্রাসে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গত কয়েক বছর ধরে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা বেশ কিছুটা কমে গিয়েছিল। কিন্তু ভোটের আগের দু'সপ্তাহে চেহারাটা পাল্টে গেল। ১০ জুলাই পেশোয়ারে এক জঙ্গি হামলায় আওয়ামি ন্যাশনাল পার্টি-র নেতা হারুন বিলৌর-সহ ২২ জন নিহত হন।  খাইবার পাখতুনখোয়া প্রদেশের অন্যতম ধর্মনিরপেক্ষ দল এই এএনপি। আরও ভয়াবহ হামলা ঘটে ১৩ জুলাই। বালুচিস্তানের মাস্তুংয়ে বালুচ আওয়ামি পার্টির এক জনসভায় জঙ্গি হামলায় প্রায় দেড়শো জন নিহত হন। জখম হন শতাধিক। নিহতদের মধ্যে ছিলেন আওয়ামি দলের নেতা সিরাজ় রায়সানিও। ভোটের দিন যত এগিয়ে আসছে, আতঙ্ক বাড়ছে। তবে শুধু জঙ্গি হামলার আতঙ্ক নয়। দেশের রাজনৈতিক ডামাডোল দেখে অনেকের মনেই প্রশ্ন উঠছে— ''ভোট দিতে যাব কেন?'' এই স্বপ্নভঙ্গের আভাস পাওয়া গিয়েছে বিভিন্ন দলের রাজনৈতিক মিটিং-মিছিলেও। সাধারণত ভোটের আগে রাজনৈতিক সম

পাশে বসে অন্যের ফোনে উঁকি, একি বিনোদন না বিকৃতি?

Image
শেষমেশ রেগে গিয়ে ভদ্রলোক পাশের সহযাত্রীর হাতে তুলে দিয়েছিলেন নিজের মোবাইল। তার পরে একটু শ্লেষাত্মক ভাবেই বলেছিলেন, ''নিন, আপনি দেখে নিন ভাল করে। দেখা হলে আমাকে দেবেন।'' পাশের সহযাত্রী প্রথমে আমতা-আমতা করে তার পরে প্রবল প্রতিবাদ করলেন। তা নিয়েই শুরু হল দু'পক্ষের কথা-কাটাকাটি, চিৎকার। প্রথম জনের অভিযোগ ছিল, তিনি নিজের মোবাইলটি বার করলেই পাশের সহযাত্রী তাতে উঁকি মেরে দেখছেন। এমনকি, হোয়াটসঅ্যাপ চ্যাট চলাকালীনও ওই সহযাত্রী না কি চোখ সরাননি! যদিও অভিযোগ পুরো অস্বীকার করেছিলেন দ্বিতীয় জন। ঘটনার সত্যতা বিচার করা যায়নি যদিও। কিন্তু কিছু দিন আগে মেট্রোযাত্রার ওই ঘটনার সঙ্গে অনেকেই নিজেদের অভিজ্ঞতার মিল খুঁজে পেয়েছিলেন। ওই মেট্রো কামরাতেই থাকা কয়েক জন যাত্রী মন্তব্যও করেছিলেন, 'সত্যিই! মোবাইল বার করার উপায় নেই। পাশের জন হুমড়ি খেয়ে পড়ছেন তাতে!' আর অন্যের মোবাইলে উঁকি দেওয়ার প্রবণতা ক্রমশ বাড়ছে বলেই মনে করছেন অনেকে। রাস্তাঘাটে যাতায়াতের সময়ে মোবাইল বার করলেই তার দিকে কখনও আড়চোখে, কখনও সরাসরি তাকিয়ে থাকছেন পাশের মানুষ। এমনকি, ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ চ্যাটের মত

সপ্তাহে মাত্র চার দিন কাজ আর তিন দিন ছুটি!

Image
চার দিনের কর্মদিবসকে স্বাগত জানানোর কথা ভাবছে চলেছে নানা বিদেশি সংস্থা। পরীক্ষামূলক ভাবে চার দিনের কর্মদিবস পালন করেও পারফর্ম্যান্সের মান এক লাফে অনেকটা বাড়িয়ে তাক লাগিয়ে দিল এক সংস্থা। সেই সঙ্গে উস্কে দিল, সপ্তাহে একাধিক দিন ছুটির দাবিও। গত মার্চ থেকে এপ্রিল পর্যন্ত পরীক্ষামূলক ভাবে সপ্তাহে চার দিন কর্মদিবস করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের পার্পেচুয়াল গার্ডিয়ান। ২৪০ জন কর্মী কাজ করেন এখানে। জমিজমা ও সম্পত্তি সংক্রান্ত বিষয়েই কাজ করে এই সংস্থা। এমনিতে চার দিন কর্মদিবস হলে ক্ষতি কী? পার্পেচুয়াল গার্ডিয়ানের সমীক্ষা বলছে, ক্ষতি তো হয়ই না, উল্টে দেদার বৃদ্ধি পায় কর্মসংস্কৃতি। সংস্থার তরফে জানানো হয়েছে, এই সমীক্ষার স্বার্থে গত মার্চ থেকে এপ্রিল পর্যন্ত তারা সপ্তাহে চার দিন কর্মদিবস করার সিদ্ধান্ত নিয়েছিল। সংস্থার কর্ণধার অ্যান্ড্রু বার্নস জানিয়েছেন, "পরীক্ষামূলক ভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। উল্লেখযোগ্য সাড়া পেয়েছি আমার পুরো টিমের কাছ থেকে।" তাঁর মতে, গত বারের  টিম পারফরম্যান্স ছিল ৫৪ শতাংশ। এই মাসে মাত্র চার দিন কাজ করেও সেই পারফর্ম্যান্স বেড়ে দাঁড়িয়েছে ৭৮ শতাংশ। কর্মীদে

মেডিক্যালে উঠল অনশন, ১৪ দিন পর দাবি মানলেন কর্তৃপক্ষ

Image
অনশনকারী ছাত্রদের জেদের জোরে কাটতে চলেছে হস্টেল সমস্যা।  লাগাতার ৩৩৬ ঘণ্টা অনশনের পর মেডিক্যাল কলেজে পড়ুয়াদের দাবির কাছে  মাথা নোয়ালেন কলেজ কর্তৃপক্ষ। অনশনকারীদের দাবি মতো হস্টেল সমস্যার সমাধান হওয়ার পর সোমবার দুপুরে অনশন তুলে নেন পড়ুয়ারা। বিজয় মিছিল করে তাঁদের এই নৈতিক জয় উদ‌্যা‌পন করবেন তাঁরা।  এ দিন কলেজ কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, নতুন ১১ তলা হস্টেল ভবনে সিনিয়র ছাত্রদের জন্য দু'টি ফ্লোর ছেড়ে দেওয়া হবে। প্রথম বর্ষের ছাত্র এবং পোস্ট গ্রাজুয়েট পড়ুয়াদের জন্যও ওই ভবনে দু'টি করে ফ্লোর দেওয়া হচ্ছে।  কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক ভদ্র জানিয়েছে, "আমাদের এই সিদ্ধান্তের কথা লিখিত ভাবে স্বাস্থ্য দফতরে পাঠানো হচ্ছে। নির্দেশ আসার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে। আপাতত নতুন ভবনের দু'টি ফ্লোরে থাকবেন সিনিয়র ছাত্ররা। আরেকটি হস্টেল তৈরি হচ্ছে। সেটি শেষ হয়ে গেলে, সিনিয়র ছাত্রদের সেখানে স্থানান্তরিত করা হবে।" আন্দোলনকারীরা জানিয়েছিলেন, এই সিদ্ধান্তের কথা লিখিতভাবে পেলেই তাঁরা আন্দোলন তুলে নেবেন। অন্যাদিকে মেডিক্যাল কলেজের ছাত্র আন্দোলন নিয়ে এ বার বিধানসভায় বিবৃত

শিক্ষিকার সঙ্গে নগ্ন অবস্থায় শুতে বাধ্য করা হত নাবালিকাদের, কোথায় ঘটল এই ঘটনা?

Image
পাটনা: দিনের পর দিন চলছিল যৌন নির্যাতন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে মুজফফরপুরের হোমের সেই ভয়ঙ্কর ঘটনা। ৪০ জন নাবালিকাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছিল। এবার সেই ঘটনার আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে। জানা গিয়েছে, নাবালিকাদের নগ্ন অবস্থায় শুতে বাধ্য করতেন শিক্ষিকা। এক নাবালিকাকে খুন করা হয়েছে বলেও অভিযোগ। দেহ খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষিকা কিরণ নিজেও নগ্ন হয়ে ঘুমোতেন, পাশে থাকত ৩-৪ জন নাবালিকা। উদ্ধারের পর এক নাবালিকা জানিয়েছে, মৃত ছাত্রীদের দেহ মাটির তলায় পুঁতে দেওয়া হত। এরপরই নতুন করে তল্লাশি শুরু করেছে পুলিশ। মাসখানেক আগে ওই হোমের যৌন হেনস্থার চিত্র সামনে আসে। একটি এনজিও সেই তথ্য জানতে পেরে প্রকাশ্যে আনে পুরো বিষয়টি। এখনও পর্যন্ত এই ঘটনায় ১০ জন স্টাফকে গ্রেফতার করা হয়েছে। নাবালিকাদের সবাইকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে অন্য জায়গায়। এই ঘটনায় নীতিশ কুমার সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী প্রতাপ যাদব। আরজেডির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "মার্চ মাস থেকে মুজফফরপুরের হোমে দিনের পর দিন কিছু নেরা আর কর্মীরা মিলে ধর্ষণ

ভারতে মুসলমানের তুলনায় গরুদের নিরাপত্তা বেশি, ফের বিতর্কিত মন্তব্য শশী থারুরের

Image
নয়াদিল্লি: ফের বিতর্ক উসকে দিলেন কংগ্রেস নেতা শশী থারুর। টুইট করে তিনি দাবি করেছেন, দেশের বেশ কিছু জায়গায় মুসলমানদের থেকে গরু বেশি নিরাপদ। অল্পদিন আগে রাজস্থানের আলওয়ারে গরু চোর সন্দেহে আকবর খান নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। টুইটারে শশী বলেছেন, বিজেপির মন্ত্রীদের সাম্প্রদায়িক হিংসা কমেছে বলে যে দাবি করেছেন, তা তথ্যভিত্তিক নয়। এমন মনে হচ্ছে, যে বেশ কিছু জায়গায় মুসলমানদের থেকে গরুদের নিরাপত্তা বেশি। এর আগে শশী ২০১৯-এ বিজেপি ফের ক্ষমতায় এলে ভারত হিন্দু পাকিস্তান হয়ে যাবে বলে মন্তব্য করেন। তা নিয়ে তুমুল বিতর্ক হয়।

দেশে মেয়েদের নিরাপত্তা দিতে পারে না, গরু বাঁচাতেই ব্যস্ত বিজেপি, দাবি উদ্ধব ঠাকরের

Image
নয়াদিল্লি: অনাস্থা প্রস্তাব আলোচনায় আস্থা ভোটাভুটি থেকে বিরত থেকেছে শিবসেনা ৷ একইসঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট ত্যাগ করে একা লড়াইয়ের ডাক দিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ যার জেরে দু'পক্ষের সম্পর্ক দিনকে দিন জটিল হচ্ছে ৷ এহেন পরিস্থিতিতে ফের বিতর্কিত মন্তব্য করে বিজেপিকে কটাক্ষ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ বলেন, দেশে মহিলাদের নিরাপত্তা শিকেয় উঠেছে ৷ কিন্তু গরুদের রক্ষা করতে তৎপর বিজেপি ৷ উদ্ধব ঠাকরের এহেন মন্তব্যে ফের তোলপাড় জাতীয় রাজনীতি ৷ তাঁর কথায়,  'বিজেপি যে হিন্দুত্ববাদের আদর্শে বিশ্বাসী ৷ তার সঙ্গে বিস্তর ফারাক শিবসেনার ৷ গত তিন চার বছর ধরেই আমি এই উগ্র হিন্দুত্ববাদী আদর্শের চরম বিরোধীতা করে এসেছি ৷ আমাদের দেশে মহিলারা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ কিন্তু সেই নিয়ে দেশের শাসকদলের কোনও মাথাব্যাথা নেই ৷ দেশের গরু বাঁচাতেই তৎপর বিজেপি ৷ কিন্তু এভাবে কারোওর খাবার পছন্দের উপর হস্তক্ষেপ করা যায়না ৷ সেটা হয়তো তারা জানেন না ৷' প্রসঙ্গত, গতকালই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঠাকরে জানিয়েছেন, অতীতে বিজেপির প্রতি তাঁদের সম্পূর্ণ সমর্থন থাক

কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১৪, অল্পের জন্য রক্ষা পেলেন উপরাষ্ট্রপতি দোস্তাম

Image
কাবুল:  আবারও আত্মঘাতী বিস্ফোরণ আফগানিস্তানে । বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১৪ জন । কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে এই হামলায় আহত প্রায় ৬০ জন । আফগান উপরাষ্ট্রপতি আব্দুল রশিদ দোস্তাম প্রায় একবছর নির্বাসনে ছিলেন । তুরস্ক থেকে এদিন তিনি দেশে ফিরছিলেন । তাঁকে স্বাগত জানাতেই বিমানবন্দরে সমবেত হয়েছিলেন সমর্থকরা । তখনই এই হামলা চালানো হয় । যদিও এই হামলায় তাঁর কোনও ক্ষতি হয়নি । নিহতদের মধ্যে ৯জন ট্রাফিক পুলিশকর্মী ও নিরাপত্তারক্ষী আছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ । বেশ কয়েকজন শিশু ও নিরাপত্তাকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে । দোস্তামের প্রত্যাবর্তনকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল আফগানিস্তান । উত্তর আফগানিস্তানে চলছিল প্রতিবাদ । দোস্তামের সমর্থনে বিক্ষোভ দেখিয়েছেন তাঁর সমর্থকরা । মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০১৭ সালের মে মাসে নিজের ইচ্ছায় দেশ ছাড়েন দোস্তাম । ঘটনার পিছনে আইএসের হাত আছে বলেই মনে করছে গোয়েন্দা সংস্থাগুলি ।

প্রয়োজনের ‘বন্ধু’, এই ৭ সরকারি অ্যাপ স্মার্টফোনে আছে তো?

Image
স্মার্টফোন মানেই সেখানে একগুচ্ছ অ্যাপের বাস। কেউ খেলতে ভালবাসে তো কেউ শপিং করতে। আর প্রয়োজন মাফিক সেসব অ্যাপেই ভরে ওঠে মোবাইলের ওয়াল। তবে সরকারি এমন বেশ কয়েকটি অ্যাপ রয়েছে যা আমার-আপনার প্রত্যেকেরই কাজের। সেসব অ্যাপগুলি ডাউনলোড করে রাখলে আখেরে লাভ আপনারই। দৈনন্দিন জীবনে এসব অ্যাপ কিন্তু বেশ প্রয়োজন। নতুন নতুন অ্যাপ বাজারে এনে সাধারণ মানুষকে ডিজিটালে স্বচ্ছন্দ করে তুলতে উদ্যোগী মোদি সরকার। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে সরকারি অ্যাপের সংখ্যাও লাফিয়ে বেড়েছে। এবং অ্যাপগুলি নিঃসন্দেহে আমজনতার কাজেও আসছে। তবে চলুন জেনে রাখা যাক সাতটি এমন অ্যাপের নাম, যা ডাউনলোড করলে অনেক মুশকিলই আসান হবে। ১. ইন্ডিয়ান পুলিশ অন কল: এই অ্যাপের মাধ্যমে সহজেই আপনি আপনার লোকেশনের কাছেপিঠের থানার সন্ধান পেয়ে যেতে পারেন। শুধু তাই নয়, বিপদে পড়লে কোন রাস্তা দিয়ে গেলে থানায় পৌঁছাবেন, আপনার লোকেশন থেকে থানার দূরত্ব কতটা, এসপির অফিস এবং কন্ট্রোল রুমের নম্বর কত, এসব তথ্যই অনায়াসে পেয়ে যাবেন এই অ্যাপের মাধ্যমে। এমনকী এই অ্যাপ থেকে প্রয়োজনে সরাসরি থানায় ফোনও করা যাবে। ২. ই-পাঠশালা: কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের তৈ

মাছে কি ফরমালিন? জারিজুরি ধরা পড়বে একটুকরো কাগজেই

Image
মাংস ভাগাড়ের। মাছে ফরমালিন। জোড়া হামলায় বাঙালির হেঁশেলের হাঁসফাঁস অবস্থা। মাংস নাহয় সরিয়ে রাখা গেল, কিন্তু মাছে-ভাতে বাঙালি, মাছ ছাড়বে কী করে? ছাড়ার প্রশ্ন নেই। তবে আতঙ্কও যাচ্ছে না। যদিও বিভিন্ন জায়গায় নমুনা পরীক্ষায় শহরের মাছে ফরমালিন মেলেনি। তবে এই আতঙ্কের পরিবেশ শুধু বাংলায় নয়, কেরল, গোয়া-সহ একাধিক রাজ্যে ছড়িয়েছে। তাই সামগ্রিকভাবে মাছে ফরমালিন ধরতেই বিশেষ এক পদ্ধতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ টেকনোলজি বেশ কিছুদিন আগেই কেরলের ফিশারিজ ডিপার্টমেন্ট্রের সঙ্গে বৈঠক করে। সেখানেই একটি ছোট্ট 'কিট' বানানোর পরিকল্পনা নেওয়া হয়। গবেষকরা ইতিমধ্যে তা তৈরি করেও ফেলেছেন। কী থাকবে এই কিটে? আসল কাজ করবে একটি রাসায়নিকযুক্ত পাতলা কাগজ। সঙ্গে থাকবে রিজেন্ট সলিউশন ও একটি ড্রপার। প্রথমে মাছের গায়ে ওই পাতলা রাসায়নিকযুক্ত কাগজটি বারকয়েক ঘষে নিতে হবে। তারপর ড্রপারে করে কাগজটিতে এক ফোঁটা রিজেন্ট সলিউশন ফেলতে হবে। যদি মাছে ফরম্যালডিহাইড থাকে, তবে হালকা হলুদ রঙের কাগজটি ৩০ সেকেন্ডের মধ্যে রং পালটে ফিকে সবুজ হয়ে যাবে।

আমাজনের গভীর জঙ্গলে 'অরণ্যমানব'! ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা

Image
এখন বিশ্বের অনেক স্থান রয়েছে যেখানে পৌঁছাতে পারেনি তথাকথিত আধুনিক সমাজ৷ সেখানেও বসবাস করেন আমাদের মতোই মানুষ৷ যাদের সভ্য সমাজ উপজাতি বা ট্রাইবাল বা জারোয়া বলে ডাকে৷ আধুনিকতা, তথ্য-প্রযুক্তিগত উন্নতি, সামাজিকতা বোধ কিছুই ছুঁতে পারেনি এদের৷ নিজেদের পরিবেশে, নিজেদের মতোই করে বেড়ে উঠছে এরা৷ যেমনটা দেখা গিয়েছিল হলিউড সিনেমা 'কিং কং'-য়ে৷ সত্যিই আন্দামান দ্বীপপুঞ্জের অনেকাংশে বা আমাজনের গভীর জঙ্গলে এখনও দেখতে পাওয়া যায় এদের৷ তবে এদের জীবনযাত্রা নিয়ে আধুনিক সমাজের কৌতূহলের শেষ নেই৷ অনেকবার চেষ্টা করেও আধুনিক মানুষ ব্যর্থ হয়েছে উপজাতি সম্প্রদায়ের  কাছাকাছি পৌঁছাতে, যারা গিয়েছেন আর ফেরেননি৷ তবে, সম্প্রতি ব্রাজিলের একটি সরকারি সংস্থা যে ভিডিও প্রকাশ করেছে, তা দেখলে হয়তো এই কৌতূহল কিছুটা নিরসন হতে পারে৷ প্রকাশিত ভিডিওটিতে দেখতে পাওয়া যাচ্ছে, ব্রাজিলের রন্ডনিয়া প্রদেশে আমাজনের গভীর জঙ্গলের মধ্যে এখনও বেঁচে থাকা একটি উপজাতি  সম্প্রদায়ের মানুষকে৷ সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় জঙ্গলের মধ্যে গাছ কাটছে সে৷ মুখে রয়েছে ভরতি দাঁড়ি, আনুমানিক বয়স পঞ্চাশের কাছাকাছি৷ সরকারি সংস্থাটি সূত্রে খ

ধর্ষণের পর ফেসবুকে নির্যাতিতাকে হেনস্তা, গ্রেপ্তার বিজেপি কাউন্সিলর

Image
ধর্ষণ ও নির্যাতিতার থেকে তোলা আদায়ের অভিযোগে বিজেপির কাউন্সিলরকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম ধীরাজ দীগম্বর পাথে(২৯)। এক তরুণীকে টানা তিনবছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ রয়েছে ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ, তরুণী যখন নাবালিকা ছিল সেই সময়ই তাকে ধর্ষণ করে ওই কাউন্সিলর। টানা তিনবছর ধরে লাগাতার ধর্ষণ করে অভিযুক্ত। এখন ওই তরুণী কাউন্সিলরকে বিয়ে করতে রাজি নয়। তাতেই রেগে আগুন অভিযুক্ত। বিয়েতে না বলায় তরুণীর কাছে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছে সে। একইসঙ্গে তরুণীর নামে জাল ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্নজনকে আপাত্তিকর মেসেজ করতে থাকে ওই কাউন্সিলর। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে ধীরাজ দীগম্বর পাথেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ইয়াভাতামাল জেলার ওয়ানি এলাকায়। ওয়ানির পুলিশ ইন্সপেক্টর খাড়ে জানিয়েছেন, শৈশব থেকেই দীগম্বরকে চিনতেন অভিযোগকারিণী। তিনি যখন দ্বাদশ শ্রেণিতে পড়ছেন, তখন জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে অভিযুক্ত। এরপর প্রায়

ধর্ষণের অভিযোগ জানাতে পাঁচ মাসের ভ্রুণ সঙ্গে নিয়ে থানায় নির্যাতিতা

Image
মুড়ি মুড়কির মতো ধর্ষণের ঘটনা ঘটছে গোটা দেশে। তাই বলে এমনটাও দেখতে হবে ভাবেননি পুলিশকর্মীরা। ধর্ষকের ঔরসজাত ভ্রুণ ব্যাগে ভরে থানায় অভিযোগ জানাতে এলেন নির্যাতিতা। চমকে দেওয়া ঘটনাটি উত্তরপ্রদেশের আমরোহা থানার। অভিযোগ, মাস ছয়েক আগেই ধর্ষণের শিকার হন ওই তরুণী। অভিযুক্ত স্থানীয় যুবক। দীর্ঘদিন ধরে অভিযুক্ত ও অভিযোগকারিণী দু'জনের মধ্যেই প্রেমের সম্পর্ক রয়েছে। তাঁর আমরোহাতেই থাকেন। আচমকাই একদিন গল্প করার জন্য ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ করে প্রেমিক, এমনটাই অভিযোগ। এরপর ওই তরুণী সন্তানসম্ভবা হয়ে পড়েন। সন্তানসম্ভবা প্রেমিকাকে বিয়ে করতে হবে, বুঝতে পেরে পালটা চাল চালে প্রেমিক। মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে, পাঁচ মাসের মাথায় জোর করে গর্ভপাত  করানো হয় নির্যাতিতার। এতদিন প্রেমের দোহাই দিয়ে চুপ করে থাকলেও এবার সেই নিষ্প্রাণ ভ্রুণ নিয়েই ধর্ষক প্রেমিকের বিরুদ্ধে থানায় যান নির্যাতিতা। ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, বছর ভর ৪০ হাজারেরও বেশি ধর্ষণের ঘটনা ঘটে ভারতে। মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠলেও পরিস্থিতির যে কোনওরকম হেরফের হয় না, তার

টরোন্টোয় রেস্তোরাঁর বাইরে দুষ্কৃতী হানা, মৃত ২

Image
টরোন্টো : কানাডার টরোন্টোয় দুষ্কৃতী হামলায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতের সংখ্যা প্রায় ১৬। ঘটনাটি টরোন্টোর লোকান এবং ড্যানফোর্থ অ্যাভিনিউয়ের মাঝে একটি রেস্তরাঁর বাইরে। মৃতদের মধ্যে অভিযুক্তও রয়েছে। পুলিশ জানিয়েছে, গতরাত স্থানীয় সময় ১০টা নাগাদ এক যুবক আচমকা গুলি চালাতে শুরু করে। প্রায় ২৫ রাউন্ড গুলি চালানোর শব্দ পাওয়া গেছে। ঘটনায় এখনও পর্যন্ত ২জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের সকলকে স্থানীয় বেশ কয়েকটি হাসপাতালে ভরতি করা হয়েছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে CNN জানাচ্ছে, "হঠাৎ করে এক দুষ্কৃতী গুলি চালাতে শুরু করে। সকলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারই মাঝে ৪ জনের গুলি লেগেছে বলে আমি দেখেছি।" 

বিমানবন্দরে পড়ে রইল ভারতীয় টেবিল টেনিস দল, উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান

Image
এক প্রতিযোগিতায় অংশ নিতে ভারতীয় টেবিল টেনিস স্টার মনিকা বাত্রা-সহ আরও ছয় শীর্ষ টেবিল টেনিস খেলোয়াড় অস্ট্রেলিয়ার মোলবোর্নে যাচ্ছিলেন। কিন্তু তাঁদের বিমান বন্দরে রেখেই চলে গেল এয়ার ইন্ডিয়ার বিমান। এয়ার ইন্ডিয়ার দাবি ওই খেলোয়াড়রা নাকি দেরিতে এসেছেন, তার আগেই বিমানের সব আসন ভর্তি হয়ে গিয়েছিল। ভারতের মোট ১৭ জন খেলোয়াড় ও অফিসিয়ালরা যাচ্ছিলেন আইটিটিএফ ওয়ার্ল্ড ট্যুর অস্ট্রেলিয়া ওপেনে যোগ দিতে। মঙ্গলবার থেকে প্রতিযোগিতা শুরু। সকলে বিমান বন্দরে আসার পরও মাত্র ১০ জন খেলোয়ারকেই বিমানটিতে উঠতে দেওয়া হয়। বাকিদের জানিয়ে দেওয়া হয় তাদের পিএনআর আলাদা, এবং ইতিমধ্যেই বিমানের সব আসন ভর্তি হয়ে গিয়েছে। মনিকা বাত্রা, মৌমা দাসদের ফেলেই চলে যায় বিমানটি। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মনিকা। ঘটনার পরপরই তিনি টুইটারের মাধ্যমে ক্রিড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর ও প্রধানমন্ত্রীর দপ্তরে ঘটনাটি জানান। তিনি জানান, শরথ কমল, মৌমা দাস, মধুরিকা, হরমীত, সুতীর্থ, সথ্যন এবং তাঁকে উঠতে দেওয়া হয়নি বিমানে। তিনি জানান, 'এয়ার ইন্ডিয়ার কাউন্টারে আমাদের বলা হয় বিমানে অতিরিক্ত আসন বুক করা হয়েছে। তাই আমাদের ১৭ জনের দ

প্রবল বৃষ্টিতে বৈঠকখানা বাজারে বাড়ি ভেঙে মৃত অন্তত দুই

Image
টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। রাতভর বৃষ্টির মাঝেই শিয়ালদহের বৈঠকখানা বাজারের কাছে রবিবার রাত ২টো নাগাদ একটি পুরনো দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি। মুচিপাড়া থানা এলাকায় অবস্থিত এই বাড়িটি ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা। পৌঁছয় দমকলও। শুরু হয় উদ্ধারকাজ। ভোর রাত নাগাদ গোপাল নস্কর নামে বছর ষাটের এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে উদ্ধার করা হয় মানিক জানা নামে বছর আটচল্লিশের এক ব্যক্তির দেহ। বাড়ি ভেঙে পড়ে গুরুতর জখম হয়েছেন রতন জানা ও বিনোদ শ নামে দুই ব্যক্তি। তাঁদের এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৈঠকখানা বাজারের এই এলাকাটি মূলত মুড়িপট্টি নামেই পরিচিত। এলাকার কাউন্সিলর ৪৯ অপরাজিতা দাশগুপ্তর দাবি, বাড়ির মালিক শিপিং হস্তান্তর করেন ডেভেলপমেন্ট কোম্পানিকে। পুরসভা আগেই ঘোষণা করেছিল বাড়িটি বিপজ্জনক। নোটিসও পাঠানো হয়েছিল। কিন্তু মালিক সেই নোটিস নেয়নি। কাউন্সিলরের কথায়, ''বারবার নোটিস দেওয়ার পরেও পুরসভার সঙ্গে যোগাযোগ করেনি মালিকপক্ষ। এই ঘটনায় পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে।'' স্থানীয় ব্যবসায়ীরা জান

পণের টাকা বাকি, শ্বশুরের দেওয়া বাইকেই স্ত্রীকে পিষে খুন রায়গঞ্জে

Image
বিয়ের সময় পাত্রপক্ষের দাবি ছিল— নগদ তিন লাখ টাকা এবং একটা মোটর বাইক পণ হিসেবে দিতে হবে। ২০১৭ সালের নভেম্বরে বিয়ের সময় পাত্র সামিদুরকে পণের দু'লাখ টাকা এবং মোটর বাইক তুলে দেয় পাত্রী সারজানার পরিবার। বাকি ছিল এক লাখ। অভিযোগ, সেই বাকি টাকা না পাওয়ায়, সামিদুর পণে পাওয়া মোটর সাইকেল দিয়ে সারজানাকে পিষে মারে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার বরুয়া গ্রামপঞ্চায়েতের মন্ডলপাড়া এলাকায়। রায়গঞ্জের কৃষ্ণপুর ঘোড়াডাঙি এলাকার বাসিন্দা আবদুল জলিলের ছেলে সামিদুর রহমানের সাথে বিয়ে হয় বড় বরুয়া গ্রামের মণ্ডলপাড়ার বাসিন্দা বদির মহম্মদের মেয়ে বাইশ বছরের সারজানা খাতুনের। তার আট মাসের মধ্যেই মেয়ের মৃত্যুসংবাদ পেতে হল বদিরকে।       সারজানার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বার বার সামিদুর পণের বাকি টাকার জন্য চাপ দিতে থাকে সারজানার উপর। বাকি টাকা সারজানার পরিবার না দিতে পারায়, দিনে দিনে অত্যাচারের মাত্রা বাড়তে থাকে বলে অভিযোগ। সারজানার পরিবার রবিবার পুলিশকে জানিয়েছে— শুধু সামিদুর নয়, পাত্রের বাবা-মা এবং ভাইও নানা ভাবে শারীরিক অত্যাচার চালাতো সারজানার ওপর। গত কয়েক মাস ধরে চলতে থাকা এই অশান্তির মীমাং

বিশ্ব বাংলার লোগো ভেঙে পড়ল দিঘায়

Image
প্রবল ঝোড়ে বাতাসে ওল্ড দিঘার বিশ্ববাংলা উদ্যানের বিশ্ব বাংলা লোগো দেওয়া গ্লোবটি রবিবার ভেঙে পড়েছে। দিঘাকে সুন্দর করে সাজিয়ে তুলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামত কয়েক বছর ধরেই সৌন্দর্যায়নের কাজ চলছে। তারই অঙ্গ হিসাবে পুরনো দিঘায় একটি পার্ক তৈরি করে বসানো হয়েছিল বিশ্ব বাংলার লোগো। চারপাশ সুন্দর করে সাজানো, রাতে বিশ্ব বাংলার লোগোয় নানা রঙের আলোর ছটায় পরনো দিঘার ওই এলাকা মোহময় হয়ে উঠত বলে পর্যটক থেকে স্থানীয় দোকানদার সকলেরই অভিমত। বিশ্ববাংলার ওই গ্লোব দিঘার সৌন্দর্যায়নের প্রতীক হয়ে উঠেছিল। সোশ্যাল মিডিয়া থেকে পর্যটকদের মোবাইলে মোবাইলে ছড়িয়ে পড়েছিল সেই ছবি। পর্যটকদের কাছে দিঘায় অন্যতম দেখার জিনিস হয়ে উঠেছিল বিশ্ব বাংলার গ্লোব। এখানে বেড়াতে এসেছেন অথচ বিশ্ববাংলা উদ্যানে লোগোর সামনে দাঁড়িয়ে ছবি, নিজস্ব তোলেননি এমন পর্যটক মেলা ভার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি লোহার স্তম্ভের উপর বিশ্ব বাংলার লোগোটি লাগানো ছিল। গ্লোবের চারদিকে রয়েছে ফোয়ারা। রবিবার সকাল ১০টা নাগাদ প্বল ঝোড়ো হাওয়ার দাপটে উদ্যানের ওই গ্লোবটি ভেঙে উল্টে পড়ে। গত কয়েকদিন ধরেই ঝোড়ো হাওয়ার সঙ্গে

আত্মহত্যায় প্ররোচনা, অভিযুক্ত নাবালিকা

Image
পরিষ্কার 'না' বলেছিল মেয়েটি। ছেলেটি শোনেনি। আত্মহত্যা করবে বলে হুমকি দিয়ে হোয়াটঅ্যাপ করত। এর মধ্যেই দু'জনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। মেয়েটি পেয়েছে প্রায় ৮০% নম্বর। ছেলেটিও প্রথম বিভাগে পাশ করেছে। দু'জনেরই বাড়ি জলপাইগুড়িতে। ৬ জুলাই ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খায় ছেলেটি। স্থানীয় ভাবে চিকিৎসার পরে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়। সেখানেই ১৬ জুলাই তার মৃত্যু হয়। ১৮ জুলাই প্রতিবেশী ওই নাবালিকার বিরুদ্ধে ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেন ওই কিশোরের বাবা। তিনি জানান, ''৬ জুলাই ছেলের সঙ্গে ওই কিশোরীর হোয়াটসঅ্যাপে কথোপকথন হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ছেলে বিষ খাওয়ার কথা জানাচ্ছে কিশোরীকে। ওই কিশোরী জবাব দেয়, ''তুই মরে যা।'' এই মানসিক আঘাত সহ্য করতে না পেরে বিষ খায় ছেলে।'' রবিবার ওই কিশোরী থানায় আত্মসমর্পণ করেছে। এ দিন জুভেনাইল কোর্ট বন্ধ থাকায় বিশেষ আদালতে তোলা হয়। বিচারক তাকে এক দিনের জন্য হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ওই কিশোরীর বক্তব্য, ''১৩ ফেব্রুয়ারি আমাদের সম্পর্ক ভেঙে দেওয়ার কথা পরিষ্কার জানাই। তার পরেও উত্ত্যক্ত করত।

ছ’মাসে তিনটি ‘খুন’, উদ্বেগ মল রোডে

Image
খুব বেশি দিন আগের কথা নয়। গত জানুয়ারিতে দমদমের মল রোডের ৭/৪ কে বি সরণির আবাসনের চারতলায় নিজের ঘরে রহস্যজনক ভাবে রক্তাক্ত হয়েছিলেন একা বৃদ্ধা শিবানী চক্রবর্তী (৬৩)। রক্তক্ষরণের মাত্রা এত বেশি ছিল যে ওই রাতেই বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সাত মাস আগের সেই ঘটনার এখনও কিনারা হয়নি। এরই মধ্যে একই পাড়ার অভিজাত আবাসনে একই সঙ্গে বৃদ্ধা এবং তাঁর প্রৌঢ়া মেয়ের রহস্য মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন মল রোডের বাসিন্দারা। গত শুক্রবার ১৩ কে বি সরণির অভিজাত এক আবাসনের ফ্ল্যাটে মা দীপ্তি চক্রবর্তী (৭৫) এবং মেয়ে স্বাতী চক্রবর্তীর (৫৩) অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। স্বাতীর দু'হাতের শিরা এবং গলায় যে ক্ষতচিহ্ন রয়েছে তা দেহ উদ্ধারের পরেই স্পষ্ট হয়ে যায়। পুলিশ সূত্রের খবর, সুরতহালের প্রাথমিক রিপোর্টে স্বাতীর পাশাপাশি দীপ্তিদেবীর দেহেও ক্ষতচিহ্ন রয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে প্রাথমিক রিপোর্টে খুনের তত্ত্বই জোরালো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রবিবার স্বাতীদেবীর স্বামী সুব্রত মুখোপাধ্যায়, দুই মেয়ে, বাড়ির পরিচারিকা এবং আবাসনের নিরাপত্তারক্ষীকে পুলিশ থানায় ডেকে পাঠিয়েছিল। ডাকাডাকির এই পর্ব চালু হতেই সাত মাস আগের ঘ

নিয়ম ভেঙে স্কুলের কাছেই দেদার ধূমপান

Image
স্কুলের আশপাশে তামাকজাত জিনিস বিক্রি বন্ধ করতে উদ্যোগী হয়েছিল কলকাতা পুরসভা। স্কুলের আশপাশের ১০০ গজ মেপে 'তামাক মুক্ত এলাকা' চিহ্নিত করে বিক্রেতা ও ক্রেতাদের ফুল দিয়ে গাঁধীগিরিও দেখিয়েছিল স্কুল পড়ুয়ারা। কিন্তু দু'মাস পরেও আদতে পরিস্থিতি বদলায়নি। স্কুলের গেটের পাশেই দেদার বিকোচ্ছে তামাকজাত জিনিস। অবাধে চলছে ধূমপান! এমনকি, একটি স্কুল থেকে পুলিশ ও মেয়র শোভন চট্টোপাধ্যায়কে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ উঠেছে। পুরসভা সূত্রের খবর, ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সার্বিক প্রচার চালানোর রূপরেখা তৈরি করতে কয়েক মাস আগে পুরসভায় একটি বৈঠক হয়। ঠিক হয়, শহরের স্কুল-কলেজ সংলগ্ন এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রির উপরে নিয়ন্ত্রণ আনা হবে। শহরের ছ'টি স্কুলকে পাইলট প্রকল্পের জন্য প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়। তার মধ্যে গত ১০মে যাদবপুর বিদ্যাপীঠে প্রথম ওই প্রকল্প শুরু করা হয়। কিন্তু সম্প্রতি যাদবপুর বিদ্যাপীঠের বাইরে গিয়ে দেখা গেল রাস্তায় পড়ুয়ারা যেখানে 'তামাক বর্জিত এলাকা' লিখেছিল তা মুছে গিয়েছে। স্কুলের গেটের পাশের চায়ের দোকানে দেদার বিকোচ্ছে সিগারেট। স্কুলের গেটে ধূমপান

ধর্ষণ করতেন, তার ভিডিয়ো তুলে ব্ল্যাকমেলও করতেন এই ‘বাবা’

Image
হরিয়ানার ফতেহাবাদে বলাকনাথ মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন ৬০ বছরের বাবা অমরপুরী। বাবা অমরবীর নামেও এলাকায় পরিচিত ছিলেন এই প্রভাবশালী মহন্ত। গত বেশ কিছুদিন ধরেই এই বাবার বিভিন্ন ভিডিয়ো ঘুরছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সব ভিডিয়োতে ছিল বিভিন্ন মহিলাকে বিভিন্ন সময়ে ধর্ষণ করার  ফুটেজ। তদন্তে জানা গিয়েছে, ধর্ষণ করার ভিডিয়োগুলি নিজেই মোবাইল ফোনে রেকর্ড করতেন ও করাতেন অমরপুরী। তারপর সেই ভিডিয়ো ধর্ষিতাকে দেখিয়ে চলত ব্ল্যাকমেল। টাকা আদায়ের পাশাপাশি চলত আরও নানান প্রতারণাও। তার বিরুদ্ধে অন্তত ১২০ জন মহিলাকে ধর্ষণ করার অভিযোগ আছে। ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়াতে চলে আসার পরই তার এই কুকীর্তির কথা সামনে আসে। এইসব ভিডিয়ো যাতে  ছড়ানো না হয়, তার জন্য হুমকিও দেয় এই বাবা। কিন্তু ততক্ষণে আসরে নেমে গিয়েছে হরিয়ানা পুলিশ। এক ধর্ষিতা মহিলার তরফেও পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি একাধিক ধর্ষণের ফুটেজও জমা দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার তাকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। পাশাপাশি তার বাসস্থান থেকেও মিলেছে বিভিন্ন আপত্তিকর সামগ্রী। আপাতত তাকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধর্মগুরুদের ধর্ষণ করার ঘটন

আনারস আর বইয়ের পেটিতে পাচার গাঁজা

Image
ত্রিপুরার আনারস সবে বিদেশে যেতে শুরু করেছে। যাচ্ছে পশ্চিমবঙ্গেও। গাঁজা পাচারকারীরা এ বার সেটাকেও নতুন হাতিয়ার করে তুলল! আগরতলা বিমান বন্দরে দিয়ে কলকাতায় পাচার করার সময় ২২০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে আজ সকালে। বিকেলে বইয়ের পেটিতে মেলে ৭২ কেজি গাঁজা।   কলকাতায় পাঠানোর জন্যে আনারসের ২২টি প্যাকেট আনা হয় বিমানবন্দরের কার্গো বিভাগে। ইন্ডিগো কর্তৃপক্ষ এক্স-রে করে দেখতে পায়, প্যাকেটের ভেতরে আনারস ছাড়াও কিছু একটা রয়েছে। ত্রিপুরা পুলিশকে খবর দেওয়া হয়। মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ জানিয়েছেন, প্যাকেটগুলির ভিতরে চার দিকে আনারস দিয়ে মাঝখানে গাঁজার প্যাকেটগুলি রাখা ছিল। প্রেরক হিসাবে প্যাকেটের গায়ে লেখা দীপঙ্কর দাসের নাম। ঠিকানা আগরতলার বড়জলা। প্রাপক কলকাতার রাকেশ শর্মা। আগরতলা বিমানবন্দরের বেসরকারি কার্গো সংস্থা 'পবন এয়ার ফ্রেট'-এর মাধ্যমে প্যাকেটগুলি বুকিং হয়েছিল। সংস্থাটির আগরতলা অফিসের দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে আটক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছক বদল জঙ্গিদের

Image
চলতি মাসের গোড়ার দিকে কাশ্মীরে ছড়িয়ে পড়েছিল একটি হোয়াটসঅ্যাপ বার্তা। বার্তাটি দেখে মনে হয়, কোনও প্রবেশিকা পরীক্ষায় বিফল পরীক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছে সংশ্লিষ্ট সংগঠন। তবে এটা যে সে প্রবেশিকা নয়। কারণ বার্তাটি প্রচার করেছিল হিজবুল মুজাহিদিন। কী ছিল সেই বার্তায়? হিজবুল বলেছিল, ''আমরা প্রচুর মুজাহিদিন নিয়োগ করেছি। কাশ্মীরের যে সব ভাইয়েরা সংগঠনে যোগ দিতে পারলেন না তাঁদের জানাচ্ছি, আশা ছাড়বেন না। মন শক্ত করুন। এক দিন না এক দিন আপনারা ডাক পাবেন।'' বার্তাটি হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকীর কাছাকাছি সময়ে ছড়িয়েছিল। সেটি জঙ্গিদের সোশ্যাল মিডিয়ায় প্রচারের নয়া কৌশলের ভাল উদাহরণ বলে মনে করেন জম্মু-কাশ্মীর পুলিশের কর্তা ও স্থানীয় বাসিন্দারা। জম্মু-কাশ্মীর পুলিশের মতে, ২০১৫ সালে বুরহান ও তার সঙ্গীদের অস্ত্র হাতে ছড়িয়ে পড়া ছবি জঙ্গিদের প্রচারে বড় বদল এনেছিল। তাতে দেখা গিয়েছিল, কাশ্মীরের নয়া প্রজন্মের জঙ্গিরা আর মুখ ঢেকে ক্যামেরার মুখোমুখি হতে চায় না। ২০১৬ সালে বুরহান নিহত হওয়ার পরে কাশ্মীরে অশান্তি শুরু হয়। বাড়ে জঙ্গি দলে যোগ দেওয়ার প্রবণতাও। তখন

পড়তে চাই, শ্বশুরবাড়ি থেকে পালিয়েই স্কুলে

Image
লেখাপড়া করবে না বলে বাড়ি থেকে পালানোর খবর শোনা যায় মাঝেমধ্যেই। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে শ্বশুরবাড়ি থেকে পালিয়েছেন বা পালাতে বাধ্য হয়েছেন মথুরাপুরের তরুণী সীমা অধিকারী। স্কুল তাঁকে ভর্তি নিয়েছে। ঠাঁই হয়েছে স্কুলের ছাত্রী-নিবাসে। কেন? ''আমি পড়াশোনা করে বাঁচতে চাই, স্বনির্ভর হতে চাই,'' বলছেন সীমা। বিয়ের কয়েক মাস পরে বাবার বাড়িতে ফিরে এসেছেন তিনি। স্বনির্ভর হতে দৃঢ়প্রতিজ্ঞ দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-নালোয়ার ওই তরুণীর আর্ত আবেদন, ''সরকার আমাকে সাহায্য করুক।'' 'ভাল' পাত্র পেয়ে হাতছাড়া করতে চায়নি পরিবার। গত নভেম্বরে তারা একমাত্র মেয়ে সীমার বিয়ে দিয়ে দেয় রায়দিঘি থানা এলাকার কালিকাপুর বৈরাগীচকের বাসিন্দা নারায়ণ আধিকারীর সঙ্গে। দেরিতে স্কুলে ভর্তি হয়ে সীমা তখন পড়তেন নবম শ্রেণিতে। তিনি জানান, পণ হিসেবে কয়েক হাজার নগদ টাকা, সোনার গয়না, খাট ও আলমারি দাবি করেছিল পাত্র পক্ষ। সীমার বাবা গৌর অধিকারী সামান্য কাঠমিস্ত্রি। তাই নগদ টাকা দিতে পারেননি। সীমার মা আরতিদেবী বললেন, ''আত্মীয়স্বজনের থেকে চেয়েচিন্তে সবই দেওয়া হয়েছিল। শুধু নগদ টাকা দেওয়া

লক্ষ্য দেশের রাজধানী, দিল্লির কলেজে বলবেন মমতা

Image
কলকাতার বিশাল জনসমাবেশের পর এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য দেশের রাজধানী। ৩১ জুলাই তিনি দিল্লি আসছেন। পয়লা অগস্ট তাঁকে আমন্ত্রণ জানিয়েছে সেন্ট স্টিফেন্স কলেজ। মমতা সেখানে বক্তব্য পেশ করবেন ছাত্রছাত্রীদের সামনে। বিষয়বস্তু হল, ভারত নামক ভাবনা। তিনি বোঝাবেন, নেহরু-গাঁধীর ভারতই প্রকৃত ভারত। রাজনৈতিক নেতাদের অনেকেই অভিজাত সেন্ট স্টিফেন্সের প্রাক্তন ছাত্র। নটবর সিংহ, মনিশঙ্কর আইয়ারের মতো বহু আমলারও কলেজ এটি। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীও জল মাপতে দিল্লির একটি বিজনেস স্কুলে এসে বক্তৃতা দেন ছাত্রছাত্রীদের সামনে। মোদীর মূল লক্ষ্য ছিল, গোধরা কলঙ্ক ঘোচানো। মমতা আসছেন, পশ্চিমবঙ্গ নিয়ে 'অপপ্রচার'-এর জবাব দিতে। রাজধানীর কোনও অভিজাত প্রতিষ্ঠানে এই প্রথম নিজের ভাবনা তুলে ধরবেন মমতা। এই সফরে ৩১ জুলাই মমতা খ্রিস্টান সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। দিল্লির বিশপরা থাকবেন সেই অনুষ্ঠানে। বর্তমান ভারতে সংখ্যালঘুরা যে নিরাপত্তার অভাব বোধ করেন, তার প্রেক্ষিতে এই সভাটি তাৎপর্যপূর্ণ। রাজ্যসভার তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন এই সফরের হোমওয়ার্ক করছেন বেশ কিছু দিন থেক

‘মমতাও মহিলা, কষ্টটা বুঝবেন’, প্রার্থনা দেবাশিসের মায়ের

Image
টানা বারো দিনের অনশনের পরে জ্ঞান হারিয়ে শনিবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন চতুর্থ বর্ষের ছাত্র দেবাশিস বর্মন। অসুস্থ ছেলের মাথার কাছে দাঁড়িয়ে রবিবার একটাই আর্জি মা ললিতা রায় সরকারের, ''ছাত্রদের হস্টেল সমস্যার সমাধানে দয়া করে মুখ্যমন্ত্রী এ বার নিজে হস্তক্ষেপ করুন!'' তাঁর কথায়, মমতা বন্দোপাধ্যায় নিজে মহিলা। মায়েদের কষ্ট তিনি ঠিকই বোঝেন।  হস্টেল বণ্টন ও পরিচালনা নিয়ে অরাজকতার অভিযোগ তুলে অনশনে বসেছেন কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্ররা। দেবাশিসের এক সহপাঠী জানিয়েছেন, ওই দিন সকাল থেকেই তাঁর জ্বর হয়। শরীরের বিভিন্ন জায়গায় লাল চাকা চাকা দাগ দেখা যায়। এমনিতেই দীর্ঘ অনশনে দেবাশিসের শরীরে জলের পরিমাণ কমে গিয়েছে। শনিবার রাতে শৌচালয়ে যাওয়ার সময় দেবাশিস জ্ঞান হারিয়ে ফেলেন। তখনই তাঁকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। প্রয়োজনীয় ওষুধ ও ইঞ্জেকশন দেওয়া হলেও তাঁর অবস্থা খুবই সঙ্কটজনক। চিকিৎসকরা জানিয়েছেন, ওষুধের পাশাপাশি এখনই খাবার ও জল না-খেলে দ্রুত পরিস্থিতি খারাপ হবে। তবে অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে দেবাশিস অনড়। ডাক্তাররা বলছেন— শুধু দেবাশিস নন, অনশনে বসা

অস্বাস্থ্যকর হস্টেলেই হবু ডাক্তারদের স্বাস্থ্যের পাঠ

Image
হস্টেলের প্রায় প্রতি তলার বাঁকেই উল্টে পড়ে রয়েছে আবর্জনা ভর্তি বিন। প্রবল দুর্গন্ধে টেকা দায়। আশপাশে ডাঁই করা খাবারের প্যাকেট, জলের বোতল। তার মধ্যেই দাপাচ্ছে কুকুরের দল। যেন সদ্য উৎসব শেষ হয়েছে। এমনই একটি ডাস্টবিন লাগোয়া ঘরের জানলা এঁটে বসে এক ডাক্তারি পড়ুয়া। ছবি তুলতে দেখে বললেন, ''এ তো রোজকার ব্যাপার। জানলা-দরজার মতো নাকও বন্ধ রাখতে পারলে ভাল হত। হবু চিকিৎসকদের থাকার জায়গার স্বাস্থ্য কেমন দেখুন!'' তিনি আরও বললেন, ''শৌচাগারের দিকটা একবার ঘুরে আসুন। হস্টেল কাকে বলে বুঝবেন!'' রবিবার শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির একাধিক হস্টেলে ঘুরে দেখা গেল, সেগুলি বসবাসের উপযোগী নয়। পড়ুয়াদের থেকে বরং সেই সব হস্টেলে কুকুরের 'দাপট' বেশি। প্রায় প্রতিটি তলায় ময়লার বিন ভর্তি হয়ে উল্টে পড়ে রয়েছে। হস্টেলের বেশির ভাগ জায়গায় ছাদের চাঙড় খসে পড়ছে। এক ঘরে অনেক জনকে থাকতে হলেও দুর্গন্ধ থেকে বাঁচতে শৌচাগারের পাশের ঘরগুলি ফাঁকা রাখতে হচ্ছে পড়ুয়াদের। অভিযোগ, হস্টেলে জলের অভাব নিয়ে বারবার সরব হয়েও সমস্যা মেটেনি। ছাদের ঘরে 'ফল্স সিলিং' লাগানো হলেও সেগুলি মাঝে ম