আনারস আর বইয়ের পেটিতে পাচার গাঁজা


ত্রিপুরার আনারস সবে বিদেশে যেতে শুরু করেছে। যাচ্ছে পশ্চিমবঙ্গেও। গাঁজা পাচারকারীরা এ বার সেটাকেও নতুন হাতিয়ার করে তুলল! আগরতলা বিমান বন্দরে দিয়ে কলকাতায় পাচার করার সময় ২২০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে আজ সকালে। বিকেলে বইয়ের পেটিতে মেলে ৭২ কেজি গাঁজা।  

কলকাতায় পাঠানোর জন্যে আনারসের ২২টি প্যাকেট আনা হয় বিমানবন্দরের কার্গো বিভাগে। ইন্ডিগো কর্তৃপক্ষ এক্স-রে করে দেখতে পায়, প্যাকেটের ভেতরে আনারস ছাড়াও কিছু একটা রয়েছে। ত্রিপুরা পুলিশকে খবর দেওয়া হয়। মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ জানিয়েছেন, প্যাকেটগুলির ভিতরে চার দিকে আনারস দিয়ে মাঝখানে গাঁজার প্যাকেটগুলি রাখা ছিল। প্রেরক হিসাবে প্যাকেটের গায়ে লেখা দীপঙ্কর দাসের নাম। ঠিকানা আগরতলার বড়জলা। প্রাপক কলকাতার রাকেশ শর্মা। আগরতলা বিমানবন্দরের বেসরকারি কার্গো সংস্থা 'পবন এয়ার ফ্রেট'-এর মাধ্যমে প্যাকেটগুলি বুকিং হয়েছিল। সংস্থাটির আগরতলা অফিসের দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে আটক করা হয়েছে।