Posts

Showing posts from June 15, 2018

বাবা ধার শোধ করতে না পারায় নাবালিকা মেয়েকে লোহার শিকলে বেঁধে নির্যাতন

Image
পটনা: নজিরবিহীন অমানবিকতার শিকার এক অসহায় কিশোরী ৷ মানবতাবাদকে লজ্জায় মাথা হেঁট করে দেওয়ার মত ঘটনা সামনে এসেছে ৷ বিহারের ভোজপুরে এমনই এক অমানবিক ঘটনার শিকার হয়েছেন এক ব্যক্তি ও তাঁর মেয়ে ৷ জানা গিয়েছে ওই ব্যাক্তি টাকা ধার নিয়েছিলেন কিন্তু সময় মতে ধারশোধ করতে পারেনি ৷ ঋণদাতারা বাবার না দিতে পারা ঋণ উদ্ধার করার জন্য তাঁরই এক নাবালিকা মেয়েকে কয়েক মাসেরও বেশি সময় ধরে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে ৷ কিশোরীকে তৎক্ষণাৎ থানা? নিয়ে গিয়ে শৃঙ্খলমুক্ত করেছে ৷ অভিযুক্ত পলাতক তাদের খোঁজ চলছে ৷ পুলিশ অত্যাচারিতা কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে নির্মম ঘটনাটি ৷ সারাদিন ধরে পশুর মত খাটিয়ে সারাদিনে মাত্র একবার খেতে দেওয়া হত ৷ যাতে সে পালিয়ে না যায় তার জন্য লোহার শিকল দিয়ে বেঁধে রাখত যাতে পালিয়ে না যেতে পারে সে ৷ প্রতিদিনই নতুন নতুন পদ্ধতিতে কিশোরীকে অত্যাচার করত অত্যাচারীরা ৷ বিগত প্রায় তিন মাস ধরেই ওই কিশোরীর উপর চলছিল এমনই নারকীয় অত্যাচার ৷

ভয়াবহ জলসঙ্কটের মুখে ভারত, জল নেই ৬০ কোটির, বলছে নীতি আয়োগ কমিটি

Image
নয়াদিল্লি: ভারতের ইতিহাসের ভয়াবহতম দিন, বলছে নীতি আয়োগ কমিটির রিপোর্ট ৷ সম্প্রতি নীতি আয়োগের জল সূচক বিষয়ক একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ সেই রিপোর্টের দেওয়া তথ্য যথেষ্ট উদ্বেগজনক ৷ সেখানে বলা হয়েছে, দেশের ৬০ কোটি মানুষের কাছে নিরাপদ জল নেই ৷ পরিশ্রুত জল না পেয়ে প্রতি বছর ভারতে মারা যাচ্ছেন ২ লক্ষ মানুষ ৷ রিপোর্ট বলছে, ২০৩০ সালের মধ্যে জলসঙ্কট দেশে মারাত্মক চেহারা নেবে ৷ জলসঙ্কটের ফলে ভারতের জিডিপি-র ৬ শতাংশ ক্ষতি হতে পারে। এদিন কম্পোজিট জল ব্যবস্থা সূচক-এর এই রিপোর্টটি প্রকাশ করেন জলসম্পদ উন্নয়নমন্ত্রী নীতিন গড়কড়ি ৷ রিপোর্ট অনুযায়ী, দেশের ২১টি বড় শহরের ভূগর্ভস্থ জল কমে আসছে ৷ ২০২০ সালের মধ্যে তা শেষ হয়ে যাবে ৷ ফলে চরম জলকষ্টের মধ্যে পড়বেন অন্তত ১০ কোটি মানুষ ৷ এখন দেশে ৭০ শতাংশ জলই কলুষিত ৷ ৭৫ শতাংশ ভারতীয়র বাড়িতেই পানীয় জলের ব্যবস্থা নেই। ভারতের গ্রামগুলিতে ৮৪ শতাংশ বাড়িতেই নলের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থা নেই। ফলে বিশ্বের ১২২টি দেশের মধ্যে জলমানের সূচকে ভারতের স্থান ১২০ ৷ এই তথ্য কিন্তু চিন্তার ভাঁজ বাড়াচ্ছে বিশেষজ্ঞদের কপালে ৷ কম্পোজিয জল ব্যবস্থার ভিত্তিতে সমস্ত

সল্টলেকের মধুচক্রের আসর থেকে উদ্ধার একাধিক নাবালিকা

Image
সল্টলেক: মধুচক্রের আসরে হানা দিল পুলিশ। প্রকাশ্যে এল বড় সেক্স র‍্যাকেট। ঘটনাটি পূর্ব কলকাতার সল্টলেকের। মধুচক্রের আসর থেকে উদ্ধার করা হয়েছে দুই নাবালিকা সহ ছয় মহিলাকে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে ওই কারবারের সঙ্গে জড়িত ছয় অভিযুক্তকে। অভিজাত এলাকা সল্টলেকের হোটেলে চলছে মধুচক্র। সূত্র মারফত এমনই তথ্য পেয়েছিল পুলিশ। সেই অনুযায়ী অভিযানে নামার পরিকল্পনা করা হয়। শুক্রবার সকালের দিকে অভিযানে নামে সিআইডি। সল্টলেকের দুই নম্বর সেক্টরের সিএল ব্লকের একটি হোটেলে চালানো হয় অভিযান। সেই অভিযানেই উদ্ধার করা হয় ছয় মহিলা যৌনকর্মীকে। যাদের মধ্যে দুই জন নাবালিকাও রয়েছে। শুধু তাই নয়, এই চক্রের সঙ্গে জড়িত ছয় অভিযুক্তকে। ধৃতদের মধ্যে হোটলের এক ম্যানেজার এবং তিন কর্মী রয়েছে। একই সঙ্গে একজন করে মহিলা এবং পুরুষ পাচারকারীও আছে। ধৃতেরা কেউই কলকাতা বা সল্টলেক এলাকার বাসিন্দা নয়। পুরুষ পাচারকারী দমদমের বাসিন্দা। বাকি সকলেই বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। এই চক্রের জা অনেক দূর পর্যন্ত বিস্তৃত বলেই মনে করছেন তদন্তকারীরা। ধৃতেরা হল তন্ময় সাহা, বাবু সোনা মাঝি, রাজু দাস, তুহিন বন্দ্যো

ভারতবাসীর লক্ষ কোটি টাকা নয়ছয় করছে দেশের ব্যাঙ্কগুলি

Image
লোনের নামে ফের ১ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা নয়ছয় করেছে ব্যাঙ্কগুলি৷ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটুও বদলায়নি ভারতের ব্যাঙ্কগুলি৷ লক্ষ লক্ষ কোটি টাকা নয়ছয় করেছে ব্যাঙ্কগুলি গত আর্থিক বছরেও৷ ICRA বা Indian independent and professional investment information and credit rating agency -র সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে মারাত্মক সেই তথ্য৷ ১ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা বাজে ঋণ৷ শুধুমাত্র গত আর্থিক বছরে। যে ঋণ আর উদ্ধার করা যাবে না৷ যা ইতিমধ্যেই মুছে ফেলা হয়েছে ব্যাঙ্কগুলির হিসাবের খাতা থেকে। রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে৷ এদিকে, শেষ ১০ বছরের হিসাব ধরলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একাই ১ লক্ষ ২৩ হাজার ১৩৭ কোটি টাকা ঋণ আদায় করতে পারে নি শেষ এক দশকে৷ অনাদায়ী ঋণকে ব্যাঙ্কের হিসাবের খাতা থেকে মুছে ফেলা ছাড়া আর কোন উপায়ই নেই স্টেট ব্যাঙ্কের৷   ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত ১০ বছরে আদায় করতে পারে নি ২৮০৬৮ কোটি টাকার ঋণ৷ গত ১০ বছরেই কানাড়া ব্যাঙ্ক আদায় করতে পারে নি ২৫৫০৫ কোটি টাকার ঋণ৷ লিস্টে আছে পাঞ্জাব ন্যাশান্যাল ব্যাঙ্ক সহ অন্যান্য ব্যাঙ্কগুলিও৷ ICRA বা Indian independent and professional investment infor

ড্রাইভারের সঙ্গে 'ঘনিষ্ঠতা' মালিকের স্ত্রীর! দিঘায় হোটেলের বন্ধ ঘরে ঘটল এঘটনা

Image
গাড়ি মালিকের স্ত্রীর সঙ্গে ড্রাইভারের প্রেম? আর তার জেরেই কি আত্মহত্যা? দিঘার হোটেলের বন্ধ ঘর থেকে অভিজিত দত্ত নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে জমাট বেঁধেছে ধোঁয়াশা। জানা গেছে, কলকাতায় একটি ট্যাক্সি স্ট্যান্ডে গাড়ি চালাতেন অভিজিত। এক সপ্তাহ আগে চিকিত্সক সুজয় দত্ত তাঁকে তাঁর গাড়িচালক হিসেবে নিযুক্ত করেন। এরপরই বৃহস্পতিবার স্ত্রী পায়েল দত্ত ও শ্যালক পিঙ্কু মণ্ডলকে নিয়ে সপরিবারে দিঘায় বেড়াতে আসেন সুজয় দত্ত। সঙ্গে আসেন 'বন্ধুস্থানীয়' ড্রাইভার অভিজিতও। দিঘায় পৌঁছে ৪ জনই অনেক রাত অবধি মদ্যপান করে। অভিযোগ, মত্ত অবস্থায় পায়েল দত্তের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন অভিজিত। তখন সুজয় তাঁকে ঘর থেকে তাড়িয়ে দেন। এরপরই এদিন সকালে হোটেলের বন্ধ ঘর থেকে অভিজিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হোটেল সূত্রে জানা গেছে, সুজয় দত্তরা ২টি ঘর ভাড়া নিয়েছিলেন। একটি ঘরে ছিলেন সুজয় ও তাঁর স্ত্রী পায়েল। অন্য ঘরে শ্যালক পিঙ্কুর সঙ্গে ছিলেন গাড়িচালক অভিজিত। ভোর ৬টা নাগাদ সমুদ্র দেখতে বেড়িয়ে যান পিঙ্কু। এরপর ৮টা নাগাদ ঘর পরিষ্কার করতে আসেন সাফাইকর্মীরা। কিন্তু অনেক ডাকাডাকির পরেও সাড়া না মেলায়, সন্দেহ হয় তাঁ

কুয়োয় নামার সাজা, দলিত নাবালকদের নগ্ন করে ঘোরানো হল গ্রামে

Image
অপরাধটা নাকি মারাত্মক! উচ্চবর্ণের লোকজন গ্রামের যে পাতকুয়ো ব্যবহার করেন, সেখানে তিন দলিত নাবালক নেমেছিল স্নানের জন্য। শাস্তিও মিলেছে হাতেনাতে। প্রথমে বেদম মার, তারপর নগ্ন করে তিন জনকেই ঘোরানো হয়েছে গোটা গ্রামে। স্বাধীনতার সত্তর বছর পরেও দেশ যে ধর্ম-বর্ণের বিভাজন রেখা ডিঙিয়ে বেরিয়ে আসতে পারেনি, তারই যেন প্রমাণ হয়ে রইল মহারাষ্ট্রের জলগাঁও। গরুর ছাল ছাড়ানোর অপরাধে গুজরাতের উনায় জনা কয়েক দলিত যুবককে মারধরের দৃশ্য ভাইরাল হয়েছিল ২০১৬ সালে। অনেকেই কিন্তু জলগাঁওয়ে দলিত নির্যাতনের সঙ্গে উনাকাণ্ডের মিল খুঁজে পাচ্ছেন। ঠিক কী হয়েছিল জলগাওঁয়ে? জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ১০জুন। প্রবল গরমের হাত থেকে সাময়িক রেহাই পাওয়ার জন্য ১২ থেকে ১৪ বছরের তিন কিশোর নেমেছিল গ্রামের বিশাল এক কুয়োয়, সাঁতার কাটার জন্য। খবর পেয়েই সেখানে হাজির হয়ে যায় উচ্চবর্ণের লোকজন। তিন নাবালককে জল থেকে টেনে তোলার পর অকথ্য মারধর, নির্যাতন। এর পর জামাকাপড় খুলিয়ে ঘোরানো হয় গোটা গ্রামে। মোবাইল ক্যমেরায় তোলা যে ছবি পুলিশের হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বড় একটি গাছের পাতা দিয়ে লজ্জা আড়ালের চেষ্টা করেছিল এক নাবালক। সেই অপরাধে তাকে মারা হয়ে

চাকরি দেওয়ার নামে কিডনি পাচার!

Image
কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়েছিলেন গ্রামের তিন যুবক। বছর পাঁচেক তাঁদের কোনও খোঁজ ছিল না। কয়েক দিন আগে স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে একটি চিঠি এসেছে। গ্রামবাসীদের দাবি, সেই চিঠিতে জানানো হয়েছে, ভিন রাজ্যে নিয়ে বিক্রি করা দেওয়া হয়েছে ওই তিন যুবকের কিডনি। এখন ভিক্ষা করে দিন কাটছে তাঁদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মাড়গ্রামে। কিন্তু, এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে, তাহলে পুলিশকে কেন চিঠি পাঠানো হল না?  সে প্রশ্নও তুলেছেন গ্রামবাসীরা। বিভিন্ন জেলা থেকে ভিনরাজ্যে, এমনকী, বিদেশেও শ্রমিকের কাজ করতে যাওয়ার রেওয়াজ নতুন নয়। এক্ষেত্রে দালালদের উপরই ভরসা করেন বেকার যুবক-যুবতীরা। মাড়গ্রামের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা জানিয়েছেন,  বছর পাঁচেক আগে স্থানীয় দালালকে ধরেই কাশ্মীরে কাজ করতে গিয়েছিলেন গ্রামের তিন যুবক। এরপর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তাঁরা। রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরিও করেছিলেন পরিবারের লোকেরা। কিন্তু কারওরই আর সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আর সেভাবে মাথা ঘামাননি গ্রামবাসীরা। কিন্তু, এখন একটি উড়ো চিঠিকে কেন্দ্র করে গোটা ঘটনাটি অন্য দিকে মোড় নিয়েছে। বীরভূমের মাড়গ্রামের বিষ্ণুপুর

৬০০ কর্মী নিয়োগ ব্যাঙ্ক অফ বরোদায়! যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া জেনে নিন

Image
ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ। জেনে নিন কীভাবে আবেদন করবেন। নিয়োগ চলছে ব্যাঙ্ক অফ বরোদায়। ফাইল চিত্র কর্মী নিয়োগ শুরু হল ব্যাঙ্ক অফ বরোদায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৬০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। প্রবেশনারি অফিসার পোস্টে ৬০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাঙ্ক অফ বরোদা। ২ জুলাই-এর মধ্যে আবেদন করতে হবে বলে জানা গিয়েছে। কীভাবে আবেদন করবেন?  • প্রথমে www.bankofbaroda.co.in-এ যান। • হোম পেজে কেরিয়ার-এ ক্লিক করুন।  • 'Recruitment of Probationary Officer through admission to Baroda Manipal School of Banking'-এই অপশনের নীচে 'অ্যাপলাই নাউ'-তে ক্লিক করুন।  • রেজিস্টার করুন।  • লগ ইন করুন।  • অ্যাপলিকেশন ফর্মটি ফিল আপ করুন। অ্যাপ্লিকেশন ফি দিন। অ্যাপ্লিকেশন প্রসেসটি সম্পূর্ণ করুন।  • কনফর্মেশন পেজ ডাউনলোড করে সেটার প্রিন্ট আউট নিয়ে রাখুন।  এই বিষয়ে অন্যান্য খবর স্টেট ব্যাঙ্ক বাড়াচ্ছে সুদের হার! ধর্মঘটের মধ্যেই এল সুখবর জেনারেল আবেদনকারী ও ওবিসিদের আবেদন করতে খরচ হবে ৬০০ টাকা। তফসিলি জাতি ও উপজাতিরা ১০০ টাকায় আবেদন করতে পারবেন।   কী যোগ্যতা থ

পুরোন খরের কাগজের মধ্যে মিলল কয়েক হাজার আধার কার্ড !

Image
জয়পুর: পুরোন খরের কাগজের মধ্যে মিলল ২ হাজারের বেশি আধার কার্ড ৷ ঘটনাটি রাজস্থানের জয়পুরের ৷ পেশায় ফেরিওয়ালা ওই ব্যক্তি বাড়ি বাড়ি ঘুরে পুরো কাগজ জিনিসপত্র কিনে থাকেন ৷ এবারও একটি বাড়ি থেকে পুরোন খবরের কাগজ কিনেছিলেন ৷ বাড়ি ফিরে সেগুলি গুছিয়ে রাখতে গিয়ে দেখেন খবরের কাগজের মধ্যে প্রায় ২০০০ বেশি আধার কার্ড রয়েছে ৷ ইমরান নামে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় ৷ খতিয়ে দেখার পর জানা গিয়েছে সমস্ত আধার কার্ডগুলি আসল ৷ জালুপুরা থানার স্টেশন হাউস অফিসার জানিয়েছেন ওটা আধার কার্ডের পার্সেল ছিল ৷ ডাক বিভাগ থেকে সেটি পাঠানোর কথা ছিল ৷ কোনও ভাবে জেনারেল পোস্ট অফিস থেকে পার্সেলটি কোনও ভাবে খোয়া গিয়েছিল ৷ পুলিশের তরফে ডাক বিভাগে বিষয়টি জানানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ কীভাবে পুরোন খবরের কাগজের মধ্যে পৌঁছল এতগুলো আধার কার্ড তা খতিয়ে দেখা হচ্ছে ৷

হোয়াটসঅ্যাপে ছাত্রীর নগ্ন ছবি ছড়িয়ে ধৃত পলিটেকনিক ছাত্র !

Image
দিন কয়েক ধরেই হোয়াটসঅ্যাপে কিছু ম্যাসেজ এবং ফোন কল পাচ্ছিলেন। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। কিন্তু, তার পরই ভুল ভাঙে নার্সিং পড়ুয়া ছাত্রীটির। বন্ধুদের কাছ থেকে তিনি জানতে পারেন তাঁরই সুপার ইম্পোজ করা নগ্ন ছবি এবং ফোন নম্বর দিয়ে নানা রকম বার্তা চলছে দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপে! এর পরই বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ করেন ওই ছাত্রী এবং তাঁর পরিবার। শুরু হয় তদন্ত। জানা যায়, 'ওয়ান নাইট স্ট্যান্ড' এবং 'গ্রান্ড মস্তি' নামক দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ওই তরুণীর ছবি এবং ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হচ্ছে। তদন্তে নেমে সিআইডি জানতে পারে অমিত দে, সুমন অট্ট এবং বাবুসোনা চিত্রকর নামে তিন জন যুবক এই কাজের সঙ্গে যুক্ত। তাঁরা খড়গপুর গ্রামীণ এলাকার বাসিন্দা। প্রত্যেকের বয়স ২১-২২ বছরের মতো। তাঁরা একে অপরের পূর্ব পরিচিত। এর পরই বৃহস্পতিবার সিআইডি গ্রেফতার করে ওই তিন যুবককে। চন্দ্রকোনা পলিটেকনিক কলেজের ছাত্র অমিত 'গ্রান্ড মস্তি' নামে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন। অন্য দিকে, সুমন অট্ট গড়বেতা আইটিআইয়ের ছাত্র। ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার করা হয়েছে তিন যুবককে। পরে

মারাই গেলেন দগ্ধ তরুণী !! বাইরে দাঁড়িয়ে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ি।

Image
ঘরের মধ্যে দাউ দাউ করে জ্বলছেন এক মহিলা। দরজায় শিকল তুলে বাইরে দাঁড়িয়ে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ি। এমনই অভিযোগ করেছিলেন মহিলার ভাই। সেই তরুণী সীমা মল্লিক (১৮) বুধবার মারা গেলেন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। দিদির মৃত্যুর পরে ক্ষোভে ফেটে পড়েছেন সীমার ভাই সুমন ও তাঁর মা-বাবা। পণের দাবিতেই তাঁকে এমন নির্মম ভাবে মেরে ফেলা হয়েছে অভিযোগ তুলে অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সীমার শ্বশুর শিবু মল্লিক ও শাশুড়ি দীপা মল্লিককে। তবে মৃতার স্বামী মৃত্যুঞ্জয় পলাতক। পুলিশ জানিয়েছে, শাসন থানার সর্দারহাটির বাপি মণ্ডলের মেয়ে সীমার সঙ্গে দু'বছর আগে বিয়ে হয় দেগঙ্গার শ্বেতপুরের বাসিন্দা মৃত্যুঞ্জয়ের। তাঁদের সাত মাসের একটি ছেলে আছে। গত শনিবার কালীপুজো উপলক্ষে দিদির বাড়িতে যান সুমন। এ দিন সুমন বলেন, ''রবিবার দেখি, ঘরে দাউ দাউ করে জ্বলছে দিদি। চিৎকার করলেও কেউ বাঁচাতে যাচ্ছে না।'' কোনও মতে আগুন নেভান সুমন ও পড়শিরা। সুমনের অভিযোগ, ''বিয়ের পর থেকে আরও পণের দাবিতে দিদির উপরে অত্যাচার চালাত স্বামী, শ্বশুর ও শাশুড়ি। ওরাই মেরেছে।'

শ্রীনগরে বুলেটে ঝাঁঝরা সাংবাদিক সুজাত বুখারি, দেশজুড়ে নিন্দার ঝড়

Image
শ্রীনগরের ব্যস্ততম রাস্তায় নিজের অফিসের বাইরেই অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারালেন সাংবাদিক সুজাত বুখারি। বৃহস্পতিবার সন্ধ্যা সাডে় সাতটা নাগাদ 'রাইজিং কাশ্মীর' পত্রিকার প্রধান সম্পাদক সুজাত তাঁর অফিসের বাইরে দাঁড়িয়ে ছিলেন। লাল চকের প্রেস এনক্লেভের বাইরে তাঁর সঙ্গে ছিলেন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং গাড়ি চালকও। আচমকাই চলল একের পর এক গুলি। খুব কাছ থেকেই অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা সুজাতকে গুলি করে পালিয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় সুজাতকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। শুধু সুজাতই নন, বন্দুকবাজদের গুলিতে গুরুতর জখম হন সুজাতের সঙ্গে থাকা অপর দুই ব্যক্তিও। হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারান সুজাতের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীও। বন্দুকবাজদের গুলিতে জখম হয়েছেন এক পুলিশকর্মী ও একজন সাধারণ নাগরিকও। শ্রীনগরের ব্যস্ততম রাস্তা প্রেস অ্যাভিনিউয়ে অফিস সুজাতের। অফিসের বাইরে সবেমাত্র পা রেখেছেন তিনি। যাচ্ছিলেন একটি ইফতার পার্টিতে। আচমকাই একটা মোটরসাইকেল এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাতপরিচয় তিন আরোহীর একের পর এক গু

মাওবাদীদের বার্তা মোদীর

Image
উন্নয়নই হিংসার জবাব। মাওবাদী অধ্যুষিত ছত্তীসগঢ়ে গিয়ে আজ এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি-শাসিত ছত্তীসগঢ়ে এ বছরের শেষেই ভোট। তার আগে এই রাজ্যে ২২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করে মোদী আজ বলেন, ''আমি মনে করি, উন্নয়নই হল যে হিংসা ও ষড়যন্ত্রের এক মাত্র জবাব। উন্নয়ন থেকে যে আস্থা জন্মায়, তা যে কোনও রকমের হিংসাকে শেষ করে দেয়।'' এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী কেন্দ্র ও রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন। দাবি করেন, স্থানীয়দের উন্নয়নে দায়বদ্ধ কেন্দ্র। খনিজ পদার্থ থেকে পাওয়া টাকার একাংশ স্থানীয় এলাকায় খরচ করতে দায়বদ্ধ তাঁর সরকার। এ জন্যই স্কুল, হাসপাতাল, সড়ক, শৌচাগার নির্মাণে কেন্দ্রের থেকে ছত্তীসগঢ় অতিরিক্ত ৩ হাজার কোটি টাকা পেয়েছে। প্রধানমন্ত্রীর দাবি, পিছিয়ে পড়া এলাকায় বসবাসকারী ও জনজাতিদের আয় বাড়াতে পদক্ষেপ করছে সরকার। এ দিন জগদলপুর ও রায়পুরের মধ্যে বিমান পরিষেবা প্রকল্পের উদ্বোধন করেন মোদী। বলেন, ''হাওয়াই চপ্পল পরা মানুষকে হাওয়াই জাহাজে দেখতে পাওয়াই আমার স্বপ্ন।'' কেন্দ্রের 'উড়ান' প্রকল্পের কথা টেনে মোদী জানান, ছোট ছোট

কাশ্মীরে তুলে নিয়ে গিয়ে খুন করা হল জওয়ানকে

Image
ইদের মুখেও হিংসা অব্যাহত রইল ভূস্বর্গে। আজ দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে ঔরঙ্গজেব নামে এক সেনা জওয়ানকে অপহরণ করে জঙ্গিরা। পরে পুলওয়ামার গুসু এলাকা থেখে তাঁর বুলেটবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। অন্য একটা ঘটনায় ছিনতাই করা হয়েছে এক জওয়ানের রাইফেল। বান্দিপোরায় যৌথ অভিযানে নিহত হয়েছে দুই জঙ্গি। সংঘর্ষের ওই আবহে আজ নয়াদিল্লিতে উপত্যকায় চালু থাকা সেনা অভিযান বন্ধের মেয়াদ বাড়ানো হবে কি না তা ঠিক করতে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের ডিজি এস পি বৈদ্যও। সীমান্তে গুলিগোলা চালু থাকলেও দিনের আজ সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে শোপিয়ানে। ইদের উৎসবে বাড়ি যাচ্ছিলেন সেনা জওয়ান ঔরঙ্গজেব। যে অভিযানে জঙ্গি নেতা সামির টাইগার নিহত হয় তাতে সামিল হয়েছিলেন রাজৌরির বাসিন্দা ওই জওয়ান। পুলওয়ামা ও শোপিয়ানের মধ্যে তাঁকে অপহরণ করে জঙ্গিরা। পরে তাঁর দেহ উদ্ধার হয়। অন্য দিকে পুলওয়ামা স্টেশনে সিআরপিএফের এক জওয়ানের রাইফেল ছিনতাই করেছে জঙ্গিরা। উত্তর কাশ্মীরের বান্দিপোরায় পানার জঙ্গলে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছে দুই জঙ্গি। এ দিন দিল্লিতে রাজনাথের বাড়িতে কাশ্মীরের সার্বিক পরিস্

চিকিৎসককে গাছে বেঁধে স্ত্রী ও মেয়েকে গণধর্ষণ বিহারে

Image
মর্মান্তিক। নৃশংস। ভয়াবহ। রোগী দেখা শেষে চেম্বার থেকে বাড়ির পথে রওনা দিয়েছিলেন তিনি। সঙ্গে স্ত্রী ও ১৫ বছরের মেয়ে। রাস্তার মাঝেই থামিয়ে দেওয়া হল মোটরসাইকেল। তারপর গাছে বেঁধে ফেলা হল চিকিৎসককে। চলল লুঠপাট। এরপর চিকিৎসকের সামনেই গণধর্ষণ করা হল তাঁর স্ত্রী ও মেয়েকে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বিহারের গয়ায় একটি জাতীয় সড়কে। কুঞ্চ পুলিশ ফাঁড়ির আওতায় সোনডিহা গ্রামের কাছেই চিকিৎসকের মোটরসাইকেল থামিয়ে দেয় একদল দুষ্কৃতী। চিকিৎসককে একটি গাছে বেঁধে রেখে তাঁর সামনেই একাধিক ব্যক্তি শারীরিক অত্যাচার চালায় তাঁর স্ত্রী ও মেয়ের উপরে। বুধবার সন্ধ্যার ঘটনাটি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। ঘটনায় ২০ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে কুঞ্চ পুলিশ ফাঁড়ির এসএইচও রাজীব রঞ্জনকে। নিগৃহীতা মহিলা সংবাদ সংস্থাকে জানান, ''আমাদের কাছে যা নগদ টাকা-পয়সা, গয়না ছিল সবই দিয়ে দিয়েছিলাম দুষ্কৃতীদের। কিন্তু এতেও ওরা থেমে থাকেনি। পাশেই একটা কৃষিজমিতে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় আমাকে আর আমার মেয়েকে। এরপরই দু'জনকে শারীরিক নিগ্রহ করে একাধিক ব্যক্তি।'&

রক্তাল্পতা কমাতে দাওয়াই পায়ুদ্বারে বোতল ভর্তি ছাগলের রক্ত!

Image
কসাইখানা থেকে কাটা ছাগলের রক্ত বোতলে ভরে এনে পায়ুদ্বারে ড্রিপের মাধ্যমে তা দেওয়া হচ্ছে রক্তাল্পতা ও থ্যালাসেমিয়া রোগীদের! এই কাণ্ড চলছে কলকাতার সরকারি আয়ুর্বেদ হাসপাতাল জেবি রায় আয়ুর্বেদ মেডিক্যাল কলেজে। সেখানকার চিকিৎসকদের দাবি, এটা নাকি পাঁচ হাজার বছরের পুরনো শাস্ত্রস্বীকৃত চিকিৎসা পদ্ধতি! এর নাম 'রক্তবস্তি'। সম্প্রতি বিষয়টি জেনে আঁতকে উঠেছেন রাজ্যের স্বাস্থ্য দফতরের আয়ুষ বিভাগের কর্তারা। দফতরের অনুমোদন ছাড়া এই ভাবে চিকিৎসা কী করে চলতে পারে এবং এটা কত দূর স্বীকৃত বা বৈজ্ঞানিক, তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। স্বাস্থ্য ভবনের কেউ খোঁজ রাখেন না কেন, কোনও নজরদারি নেই কেন, সেই প্রশ্নেও জেরবার হচ্ছেন স্বাস্থ্যকর্তারা। রাজ্যের ডেপুটি ডিরেক্টর (আয়ুষ) সুরেন্দ্র গুপ্তের কথায়, ''কেউ এত দিন জানাননি যে, এমন হচ্ছে। সবিস্তার খোঁজখবর চলছে।'' এতে রোগীর শরীরে বিরূপ প্রতিক্রিয়া বা সংক্রমণ হতে পারে কি? ''আমাকে জানিয়ে এ-সব হয় না। যে-সব চিকিৎসক এটা করেন, তাঁরা নিজের দায়িত্বে করছেন। তাঁদের জিজ্ঞাসা করুন,'' জবাব জেবি রায় হাসপাতালের অধ্যক্ষ উৎপলেন্দু জানার। ওই হাসপাতালের

‘বাবা আমার চোখ কই’, ভিডিয়োয় উত্তাল নেট-দুনিয়া

Image
হাসপাতালের ঘর। বিছানায় বসে ক্রমাগত পা ছুড়ছে বছর দশেকের একটি ছেলে। চিৎকারও করে চলেছে একনাগাড়ে। তার দু'চোখে সাদা পট্টি। একটা হাতেও ব্যান্ডেজ লাগানো। সে এতটাই অস্থির যে, তার গা থেকে প্রায় খুলে পড়ে যাচ্ছে হাসপাতালের নীল পোশাক। তাকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছেন এক ব্যক্তি। ছেলেটিকে কোলে করে ঘুরছেন তিনি। কিছু বলারও চেষ্টা করছেন। কিন্তু ছেলেটি শুধুই চিৎকার করে কাঁদছে, পা ছুড়ছে আর বলেছে, ''আমার চোখ। বাবা আমার চোখ কই।'' এক মিনিট এগারো সেকেন্ডের এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে খুব সম্প্রতি। যা দেখে শিউরে উঠেছেন গোটা বিশ্বের নেটিজেনরা। একটি ওয়েবসাইট দাবি করেছে, ছেলেটির নাম আবদুল মুয়াইন। যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার হোমসের বাসিন্দা ছিল সে। কিন্তু দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ায় আরও অনেক সিরীয় পরিবারের মতোই ভিটে ছেড়ে পালাতে বাধ্য হয় আবদুলের পরিবার। তার পর থেকে তুরস্ক সীমান্তের কাছে আফরিন প্রদেশে থাকা শুরু করে আবদুলরা। রমজান মাসের প্রথম দিন বাড়ির সামনেই খেলছিল আবদুল। সেখানেই রাস্তায় পোঁতা একটি ল্যান্ডমাইন ফেটে গিয়ে দুর্ঘটনা ঘটে। নষ্ট হয়ে যায় তার চোখ দু'টি। শরীরের অন্যত্রও আঘাত লেগেছিল

বিশ্বকাপের বোধনে তাল কাটলেন পপস্টার রবি উইলিয়ামস!

Image
অবশেষে স্বপ্নপূরণ। এই মুহূর্তটার জন্যই গত সাত বছর ধরে আমরা অপেক্ষা করে ছিলাম। বিশ্বকাপের জন্য অক্লান্ত পরিশ্রম করে সাজিয়ে তোলা হয়েছে রাশিয়াকে। বৃহস্পতিবার ছিল বিশ্বের সামনে নতুন রাশিয়াকে তুলে ধরার অগ্নিপরীক্ষা। বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিজেদের প্রমাণ করতে পেরেছি। কিন্তু আমাদের যাবতীয় পরিশ্রম একাই শেষ করে দিলেন রবি উইলিয়ামস। কুৎসিত অঙ্গভঙ্গি করে দুর্দান্ত উদ্বোধনী অনুষ্ঠানের তাল কেটে দিলেন ইংল্যান্ডের পপ ও রক স্টার। রবি উইলিয়ামস-কাণ্ডে রাশিয়ার বদনাম হয়েছে বলে মনে হয় না। বিশ্বের কাছে ব্রিটিশ গায়কই নিন্দিত হয়েছেন। বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব সরকারি ভাবে রাশিয়া পাওয়ার পরে প্রথম চিন্তা ছিল— সময়মতো সব কাজ সুষ্ঠু ভাবে শেষ করা সম্ভব হবে তো? কারণ, অনেকেরই সংশয় ছিল আমাদের পক্ষে সফল ভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করা সম্ভব কি না। তাই বৃহস্পতিবার সন্ধ্যায় লুঝনিকি স্টেডিয়ামে বসে দুর্দান্ত অনুভূতি হচ্ছিল। রাশিয়ার নাগরিক হিসেবে গর্ব করার মতোই দিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বললেন, ''১৮৮৭ সাল থেকেই রাশিয়ায় ভালবাসার আর এক নাম ফুটবল। আশা করছি, অংশগ্রহণকারী দেশের ফুটবলার ও সমর্থকে