Posts

Showing posts from June 27, 2018

ইরান থেকে তেল কিনলেই নিষেধাজ্ঞা, ট্রাম্প প্রশাসনের হুমকিতে ফের বাড়ছে তেলের দাম!

Image
ট্রাম্প প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে ইরান থেকে থেকে ‌যেসব দেশ অপরিশোধিত তেল কেনে তাদের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হবে। নভেম্বরের পর থেকে লাগু হবে ওই নিষেধাজ্ঞা নিজস্ব প্রতিবেদন: ভারতে তেলে দাম আকাশ ছুঁয়েছে। সরকারের ‌যুক্তি, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মেলাতে গিয়ে পেট্রোল ও ডিজেলের দাম কম করা ‌যাচ্ছে না। এরকম এক অবস্থায় ফের চাপ আসতে পারে তেলের দামের ওপরে। কারণ নতুন এক মার্কিন হুঁশিয়ারি। মঙ্গলবার ট্রাম্প প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে ইরান থেকে থেকে ‌যেসব দেশ অপরিশোধিত তেল কেনে তাদের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হবে। নভেম্বরের পর থেকে লাগু হবে ওই নিষেধাজ্ঞা। ইরান থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কেনে ভারত। ফলে চাপ আসাছে ভারতের ওপরেও। চিনও এর বাইরে থাকতে পারবে না। গত মে মাসে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি নিয়ে ইরানের সঙ্গে সংঘাত চরমে ওঠে মার্কিন ‌যুক্তরাষ্ট্রের। তার পরই ইরানের ওপরে একাধিক নিষেধাজ্ঞা জারি করে মার্কিন ‌যুক্তরাষ্ট্র। আগামী ৬ অগাস্ট ওইসব নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এর মধ্যে রয়েছে তেলের ওপরে নিষেধাজ্ঞাও। নভেম্বরের পর থেকে শুরু হচ্ছে তা লাগু হচ্ছে তেলের ওপরে। ভারত বিদেশের ‌যেসব দেশ থেকে অপরিশোধিত তেল

মহিলা অন্তঃসত্ত্বা প্রমাণ দিতে গুয়াহাটি বিমানবন্দরে পোশাক খুলে পরীক্ষা, বিতর্ক

Image
গুয়াহাটি:  গুয়াহাটি বিমানবন্দরে চরম হেনস্থার শিকার এক অন্তঃসত্ত্বা মহিলা। তাঁকে পোশাক খুলে প্রমাণ দিতে হল, তিনি সত্যিই অন্তঃসত্ত্বা। ঘটনাটি ঘটেছে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদোলয় আন্তর্জাতিক বিমানবন্দরে। ঘটনাটি ঘটেছে গত ২৪ জুন। ওই মহিলা গুয়াহাটি থেকে দিল্লি ফিরছিলেন তাঁর স্বামীর সঙ্গে। সেইসময়ই এই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাঁকে। এই ঘটনায় সবচেয়ে বিরক্তিকর যে বিষয়টি ঘটেছে সেটা হল, মহিলাকে পরীক্ষা কোনও চিকিৎসক করেননি। বদলে সিআইএসএফ-এর এক মহিলা নিরাপত্তাকর্মী পেট টিপে মহিলার পরীক্ষা করেন। ওই মহিলা ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা। মহিলার স্বামী জানিয়েছেন, তিনি স্পাইস জেট কর্তৃপক্ষকে তাঁর স্ত্রীর জন্যে একটি হুইল চেয়ারের আয়োজন করে দিতে বলেছিলেন। কিন্তু হুইলচেয়ারতো দূররে কথা, সিআইএসএফ কর্মীরা তাঁদের বোর্ডিং পাসও দিতে চাননি। তার আগে ওই মহিলাকে বলা হয় আপনি যে সত্যিই অন্তঃসত্ত্বা তার প্রমাণ দিন। এরপরই পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান মহিলার স্বামী। সূত্রের খবর, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে সিআইএসএফ কর্তৃপক্ষ। প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তির কড়া শাস্তিও হতে পারে। শুরু হয়েছে তদ

হিমাচলে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে তিনদিন ধরে গণধর্ষণ, গ্রেফতার তিন

Image
সিমলা: হিমাচলপ্রদেশের মানালি শহরে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে টানা তিনদিন পাঁচ যুবক গণধর্ষণ করেছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, গত ১৭ জুন দ্বাদশ শ্রেণীর দুই ছাত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ জমা পড়ে। গত ২০ জুন ওই দুই ছাত্রীকে উদ্ধার করা হয়। প্রথমে তারা কোনও যৌন নিগ্রহের অভিযোগ করেনি। কিন্তু পরে জেরার মুখে এক ছাত্রী দাবি করে, পঞ্জাবের তিন যুবক ও স্থানীয় তিনজন তাকে ধর্ষণ করেছে। কুলুর পুলিশ সুপার শালিনী অগ্নিহোত্রী এ কথা জানিয়েছেন। পঞ্জাবের ভাতিন্ডা থেকে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। অন্য দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সুপার জানিয়েছেন, সম্মতিক্রমেও এই শারীরিক সম্পর্ক হলেও তা ধর্ষণ বলেই গন্য হবে। কারণ, ছাত্রীটি নাবালিকা। এই ঘটনায় পকসো আইনে এফআইআর দায়ের করা হয়েছে।

পাটনায় চেন টেনে এক্সপ্রেস ট্রেন থামিয়ে আধঘণ্টা ধরে লুটপাট

Image
পাটনা : পাটনা-হাতিয়া পাটলিপুত্র এক্সপ্রেসে ডাকাতি। গতরাতে বিহারের জামুই স্টেশনের আগে কুন্দনপুর হল্ট স্টেশনের কাছে AC-2, AC-3 ও ৪টি স্লিপার কামরায় ডাকাতি চালায় কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনায় রাতের ট্রেনে সফররত যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন উঠল। যাত্রীরা জানিয়েছেন, রাতে যখন ট্রেনটি কুন্দনপুর হল্টের কাছে পৌঁছয়, তখন চেন টেনে ট্রেন থামানো হয়। এরপর হঠাৎই ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়া শুরু হয়। তারপরই AC-2 এবং AC-3 কোচের জানালার কাচ ভেঙে দুষ্কৃতীরা ঢুকে পড়ে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে যাত্রীদের মারধর করে লুটপাট চালায়। নগদ টাকা ও সোনার গয়না ছিনিয়ে নেওয়া হয়। দুটি AC কোচ ছাড়াও ৪টি স্লিপার কামরাতেও লুটপাট চালায় দুষ্কৃতীরা। আধঘণ্টা ধরে অবাধে লুটপাট চালালেও রেলের কোনও সুরক্ষাকর্মীর দেখা পাওয়া যায়নি বলে যাত্রীদের অভিযোগ। শুধু তাই নয় ট্রেনে কোনও RPF ছিল না বলে জানিয়েছেন AC কোচের অ্যাটেনডেন্ট। দুষ্কৃতীরা চলে যাওয়ার পরে ট্রেন জামুই স্টেশনে পৌঁছলে যাত্রীরা বিক্ষোভ শুরু করেন। দুষ্কৃতীদের মারধরে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের ঝাঁঝা স্টেশনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ওই স্টেশনেই যাত্রীরা ডাকাতির অ

ভারতকে পাশে পেতে সয়াবিন থেকে শুল্ক মকুব চিনের

Image
আমেরিকার সঙ্গে চিনের বাণিজ্য যুদ্ধ তুঙ্গে। এই অবস্থায় ভারতকে পাশে পেতে চিন কৌশলী পদক্ষেপ নিল। সরকার পরিচালিত চায়না ডেইলি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভারতকে পাশে পেতে চিনের বাণিজ্যমন্ত্রক সয়াবিন-সহ বেশ কয়েকটি ভারতীয় পণ্যের উপর আমদানি শুল্ক মকুব করেছে। অর্থাৎ চিনা সংস্থাগুলি সয়াবিন-সহ বেশ কিছু ভারতীয় পণ্য (ইস্পাত, ওষুধ, ইলেকট্রনিক্স, সুতো, কুটিরশিল্প জাত পণ্য) আমদানি করলে তাদের আমদানি শুল্ক দিতে হবে না। ভারত ছাড়াও এশিয়ার আরও চারটি দেশের বাছাই করা বেশ কিছু পণ্যের উপর থেকে আমদানি শুল্ক মকুব করল চিন। চিনের স্টেট কাউন্সিল জানিয়েছে, এশিয়া পেসিফিক বাণিজ্য চুক্তি অনুসারে ওই পণ্যগুলির উপর আমদানি শুল্ক মকুব করা হয়েছে। চিনের সঙ্গে ৩৭,৫০০ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি পূরণ করার জন্য বহু চিনা পণ্যের উপর অতিরিক্তি শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পালটা বহু মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক চাপায় চিনও। ভারত-চিন কৌশলগত আর্থিক সম্পর্ক নিয়ে বেজিং সফরে এসে চিনা প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তখনই চিনি, সয়াবিন-সহ বেশ কিছু ভারতীয় পণ্যের উপর থে

ত্রিপুরায় নিখোঁজ নাবালকের দেহ উদ্ধার, চুরি গেল কিডনি!

Image
আগরতলা : নাবালকের কিডনি চুরির অভিযোগ উঠল। ঘটনাটি ত্রিপুরা পশ্চিম জেলার সিধাই থানার বিলাইপাড় পাড়ার। ওই নাবালকের নাম পূর্ণ বিশ্বাস। জানা গেছে, কাল বিকেল থেকে সে নিখোঁজ ছিল। রাতে রাবার বাগান থেকে পেট কাটা অবস্থায় পূর্ণের দেহ উদ্ধার হয়। গায়ে রক্তও লেগে ছিল। সেখান থেকেই সন্দেহ হয়, দুষ্কৃতীরা তার কিডনি খুলে নিয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিলেরপাড় পাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থানে যায় সিধাই থানার পুলিশ। উত্তেজিত জনতা পুলিশের উপরেই হামলা চালায়। এই ঘটনায় একজন সাব ইন্সপেক্টর আহত হয়েছেন। রাতে আহত পুলিশকর্মীকে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  গতরাতে আগরতলা মেডিকেল কলেজে যান ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা শাখার ইন্সপেক্টর জেনেরাল কে ভি শ্রীজেশ। তিনি নাবালক মৃত্যু এবং পুলিশকর্মীর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জানিয়েছেন, নিজে ঘটনাস্থানে যাবেন এবং আরও তথ্য সংগ্রহ করবেন। স্থানীয়দের দাবি, ঘটনাস্থানে আসতে হবে স্থানীয় MLA তথা রাজ্য শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথকে। তাঁকে স্থানীয়দের সঙ্গে কথা বলতে হবে। 

মিসড কল দিয়ে শুরু রোম্যান্স, সেই স্ত্রীকেই ৭ টুকরো করল ইঞ্জিনিয়ার

Image
ধৃত সাজিদ। গত ২১ জুন দক্ষিণ দিল্লির এক পরিত্যক্ত এলাকায় একটি কার্ডবোর্ডের বাক্সে মেলে এক মহিলার শরীরের সাতটি টুকরো। সেই ঘটনার রহস্যোদ্ঘাটন করল পুলিশ। স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হল ইঞ্জিনিয়ার স্বামী ও তার দুই ভাইকে।  বাক্সটির উপর লাগানো একটি স্টিকার থেকে জানা যায়, গুরগাঁওয়ের একটি শিপিং কোম্পানির। কোম্পানির আধিকারিকরা জানিয়েছেন, জাভেদ আখতার নামে একজনকে ডেলিভারির জন্য ওই বাক্সগুলি আনা হয়েছিল। জাভেদ আখতার পুলিশকে জানায়, পেশায় ইঞ্জিনিয়ার সাজিদ আলি আনসারি নামে এক ব্যক্তির ভাড়া করা অ্যাপার্টমেন্টে ওই বাক্স রাখা ছিল। ওই ফ্ল্যাট তালাবন্ধ থাকলেও সাজিদকে জামিয়া নগর এলাকা থেকে আটক করা হয়। পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে সাজিদ। জানায়, দুই ভাইয়ের সাহায্য নিয়ে স্ত্রী জুহিকে সে-ই খুন করেছে। বিবাহবহির্ভুত একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিল বলেও পুলিশকে জানিয়েছে সাজিদ। ২০১০ সালে অদ্ভুতভাবে আলাপ হয় ছাপড়ার বাসিন্দা সাজিদ ও জুহির। ভুল করে জুহির নম্বরে ফোন করে ফেলেছিল সাজিদ। সেই মিসড কল থেকে কথাবার্তা শুরু। পরিবারের অমতেই ২০১৪ সালে সাজিদকে বিয়ে করেন জুহি। বছর দুই আগে তাঁরা দিল্লি গিয়ে বসবাস শুরু করেন।

চাকরি চলে যাওয়ার ৩০ দিন পরই এখন ইপিএফও থেকে ৭৫% টাকা তুলতে পারবেন সদস্যরা

Image
নয়াদিল্লি:  একমাস চাকরি না থাকলে বা ছেড়ে দেওয়ার তিরিশ দিনের মধ্যেই এখন থেকে ইপিএফও বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড থেকে ৭৫ শতাংশ টাকা তুলে নিতে পারবেন সদস্যরা। বাকি যেটা পড়ে থাকবে, সেটা সংশ্লিষ্ট ব্যক্তির ইপিএফও অ্যাকাউন্টে গচ্ছিত থাকবে। মঙ্গলবারই ইপিএফও-র এই নয়া নিয়মের কথা ঘোষণা করা হয়। প্রসঙ্গত, চাকরি চলে যাওয়া বা ছেড়ে দেওয়ার ৩০ দিন পরেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফাণ্ডের ৭৫ শতাংশ টাকা তুলে নিতে পারবে এর সদস্যরা।মঙ্গলবার পিএফের অছি পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ও পরিষদের চেয়ারম্যান সন্তোষ গাঙ্গোয়ার। ফের চাকরি না পেলে, বাকি ২৫ শতাংশ টাকাও দু'মাস পরে তুলে নিতে পারবেন সদস্যরা। তবে ৭৫ শতাংশ টাকা তোলার পর আরও ৩০ দিনের মধ্যে চাকরি পেলে প্রভিডেন্ট ফাণ্ডের পুরনো অ্যাকাউন্টই বজায় থাকবে। ইপিওফও সংক্রান্ত এই নয়া নিয়ম চালু হওয়ার আগে চাকরি যাওয়া বা অবসরের দু'মাস পরে এক লপ্তে পুরো টাকা তোলা যেত।