Posts

Showing posts from August 12, 2018

নিউটাউনে ‘সিলিকন ভ্যালি’, রাজ্যের ১০ হাজার কর্মসংস্থানের প্রতিশ্রুতি

Image
রাজ্যের তথ্য প্রযুক্তি শিল্পে নয়া দিগন্ত। নিউটাউনে ১০০ একর জমিতে তৈরি হবে 'সিলিকন ভ্যালি'। সোমবারই পূর্ব ভারতের বৃহত্তম আইটি হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের নয়া তথ্যপ্রযুক্তি তালুকে থাকছে বিশ্বমানের প্রযুক্তি। নতুন আইটি হাবে বাড়বে কর্মসংস্থান, অন্তত এমনটাই আশাবাদী রাজ্য। বিশ্বের সবচেয়ে বড় আইটি হাব বললে প্রথমেই যে নামটা মনে আসে, তার নাম 'সিলিকন ভ্যালি।' এবার ক্যালিফোর্নিয়ার এই বড় আইটি হাবের আদতেই হবে নিউটাউনে হবে 'সিলিকন ভ্যালি এশিয়া।' ২০১৮-১৯ সালে অর্থবর্ষের বাজেট পেশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইটিহাব গড়ে তোলার কথা ঘোষণা করেন। সেইসময়ই তিনি   ঘোষণা করেছিন রাজারহাটে ১০০ একর জমি দেওয়া হবে। সেখানে তথ্যপ্রযুক্তি হাব হবে। বেঙ্গালুরুর ধাঁচেই এবার রাজারহাটে তৈরি হবে আইটি হাব।  এবার তাঁর সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যে ১০ হাজার কর্মসংস্থান হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে মমতা-সরকার। রাজারহাটে এই হাবে একাধিক তথ

ইমরানের ঝুলিতে ১৫৮ আসন, শপথ ১৮ অগস্ট

Image
ইমরান খান। পাক প্রধানমন্ত্রীর কুর্সি ছোয়া থেকে আর মাত্র ১৪ আসনের দূরত্বে ইমরান খান। শনিবার নির্বাচন কমিশন পাক পার্লামেন্টের ৭০ সংরক্ষিত আসন রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাগ করে দেয়। রাজনৈতিক দলগুলির প্রাপ্ত আসনের নিরিখে সংরক্ষিত আসন ঘোষণা করে নির্বাচন কমিশন। তাতে ৭০ সংরক্ষিত আসনের মধ্যে ৩৩ পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই)। তার মধ্যে ২৮ মহিলাদের জন্য সংরক্ষিত এবং বাকি পাঁচটি সংখ্যালঘুদের জন্য। পাক নির্বাচন কমিশন সূত্রে খবর, পার্লামেন্টে সব মিলিয়ে ৭০ সংরক্ষিত আসন রয়েছে। যার ৬০ আসন মহিলাদের জন্য সংরক্ষিত এবং ১০ সংখ্যালঘুদের জন্য। ইমরান খানের দল পিটিআই-কে যে ২৮ মহিলা সংরক্ষিত আসন দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে পঞ্জাবের ১৬, সিন্ধ প্রদেশের চার, খাইবার পাখতুনখোয়ায় সাত এবং একটি বালুচিস্তানের। আর সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য মোট ১০ আসনে মধ্যে পাঁচটি পিটিআইয়ের। বাকি পাঁচের মধ্যে দুটো পাকিস্তান মুসলিম লিগের, দুটো পাকিস্তান পিপলস্‌ পার্টির এবং একটা মজলিস ই-আমলের। ৩৪২ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলির ১৭২ হল ম্যাজিক ফিগার। সংরক্ষিত আসন নিয়ে ইমরান খানের দল পিটিআই পেল ১৫৮ আসন। সংখ্যাগরিষ্ঠ প্রম

পর্নোগ্রাফি দেখাতে বাধ্য করে ছ’মাস ধর্ষণ, ভোপাল হস্টেল কাণ্ডে প্রকাশ্যে চতুর্থ মহিলা

Image
মধ্যপ্রদেশের হস্টেলে জোর করে পর্নোগ্রাফি দেখানো, টানা ছ'মাস ধরে ধর্ষণের অভিযোগ মহিলার। ভোপালের বেসরকারি ছাত্রীনিবাসে যৌন কেলেঙ্কারিতে এ বার প্রকাশ্যে এলেন চতুর্থ মহিলা। তাঁর অভিযোগ, একটি ঘরে আটকে রেখে পর্নোগ্রাফি দেখতে বাধ্য করা হয়েছিল। ছাত্রীনিবাসের ডিরেক্টর অশ্বিনী শর্মা তাঁকে জোর করে ধর্ষণ করেছেন টানা ছ'মাস।মধ্যপ্রদেশের ধার জেলার বছর তেইশের ওই মহিলা ইনদওর পুলিশের কাছে নিজের বয়ানও দিয়েছেন। শুরু হয়েছে তদন্ত।ওই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতারা। পরপর দু'দিন দুই মহিলা আলাদা ভাবে অভিযোগ দায়ের করেন, ভোপালের অবোধপুরির ক্রিস্টাল আইডিয়াল সিটির ওই হস্টেলে তাঁদের উপর অকথ্য যৌন নির্যাতন ও ধর্ষণ করা হয়। আলাদা আলাদা ঘরে বন্দি করে রেখে চলত নারকীয় অত্যাচার। অভিযোগ পেয়েই গত বুধবার ওই ছাত্রীনিবাসের ডিরেক্টর অশ্বিনী শর্মাকে পুলিশ গ্রেফতার করে। তার পর আরও এক মহিলা একই অভিযোগ করেন। এবার চতুর্থ মহিলাও অভিযোগ দায়ের করলেন। পুলিশের কাছে ওই মহিলার বয়ান, ''আমাকে জোর করে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। সেখানে পর্নোগ্রাফি দেখতে বাধ্য করা হত। তার সঙ্গে চলত

ভারতে শীঘ্রই দেখা যাবে উভচর বিমান! জল-এয়ারড্রোমের অনুমোদন দিল মন্ত্রক

Image
গত বছর ডিসেম্বর মাসে সি-প্লেন'এ সবরমতি নদীতে এসে চমকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সাধারণ মানুষের ধরাছোঁয়াতেও এবার এসে যাচ্ছে সি প্লেন। অসামরিক বিমান পরিবরহণ মন্ত্রক ভারতে জল-এয়ারড্রোম তৈরির প্রস্তাবে সম্মতি জানিয়েছে। প্রাথমিকভাবে ওড়িশার চিল্কা হ্রদ, গুজরাতের সবরমতি নদী ও সর্দার সরোবর বাঁধকে বেছে নেওয়া হয়েছে জল-এয়ারড্রোম স্থাপনের জন্য। গত শুক্রবার এ সংক্রান্ত প্রস্তাব পাস করেছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুরেশ প্রভু। ডিজিসিএ-এর ডিরেক্টর জেনারেল গত জুন মাসে ওয়াটার এয়ারড্রোম স্থাপনের লাইসেন্স পাওয়ার জন্য প্রয়োজনীয় নিয়মাবলী ও প্রক্রিয়ার কথা ঘোষণা করেছিলেন। শুক্রবার এই প্রস্তাব পাশ হওয়ার পর মনে করা হচ্ছে দেশে উভচর বিমান অর্থাত যে বিমানগুলি জল ও স্থল দু জায়গাতেই নামতে পারে, এমন বিমান চলাচল সুরু হওয়াটা কেবল সময়ের অপেক্ষা। প্রস্তাবে বলা হয়েছে জল-এয়ারড্রোমগুলি স্থাপন করা হবে জনপ্রিয় পর্যটনস্থল ও ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে। অসামরিক বিমান পরিবহন দপ্তরের সচিব আর এন চৌবে আগেই জানিয়েছিলেন সরকারের আঠ্চলিক যোগাযোগের প্রকল্প 'উড়ান'-এর তৃতীয় ধাপে সি-প্লেন চালানোর প্রস্তা

বিরুষ্কার সম্পত্তির পরিমাণ জানেন?

Image
একজন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন। মাঠে দাপিয়ে বেড়ান। আর একজন জুড়ে থাকেন সিলভার স্ক্রিন। নিত্যনতুন চরিত্র নিয়ে পরীক্ষা করেন। তাঁরা হলেন এই মুহূর্তে ক্রিকেট এবং বিনোদন দুনিয়ায় সবচেয়ে আলোচিত দম্পতি। বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। দু'জনেই নিজের নিজের পেশায় চূড়ান্ত সফল। সেই সাফল্যের আর্থিক মাপকাঠি জানলে অবাক হতে পারেন। অর্থাত্ বিরুষ্কার মিলিত সম্পত্তির পরিমাণ এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। বেসরকারি সূত্রে খবর, আগামী দু'বছরের মধ্যে বিরুষ্কার সম্পত্তির পরিমাণ হতে চলেছে এক হাজার কোটি টাকা। যদিও এ নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি দম্পতি। বিরাট এখনও পর্যন্ত শুধু ক্রিকেটেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। কিন্তু অনুষ্কা অভিনয়ের পাশাপাশি খুলেছেন নিজের প্রযোজনা সংস্থা। বেশ কিছু ছবির প্রযোজক তিনি। সব মিলিয়ে তাঁর ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেই মনে করেন বলি মহলের একাংশ। তাই দু'জনের মিলিত সম্পত্তির পরিমাণ এক হাজার কোটি টাকা বা তার বেশিই হতে পারে বলে মনে করছেন ইন্ডাস্ট্রির সদস্যরা।

অত্যন্ত সঙ্কটজনক লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়

Image
গত শুক্রবার সোমনাথ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রবল শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় তাঁর। আরও সঙ্কটজনক অবস্থা লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের। ভেন্টিলেশনে থাকাকালীন ফের হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। গত শুক্রবার সোমনাথ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রবল শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় তাঁর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। চিকিত্সকরা জানিয়েছেন, তাঁর ডায়ালিসিস চলছে। সোমনাথবাবুর মাল্টি অর্গ্যান ফেলিওর হয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। জানা গিয়েছে, সোমনাথবাবুর সিওপিডি রয়েছে।  সেক্ষেত্রে তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। গত ৪০ দিন ধরে হাসপাতালে চিকিত্সার পর ১ অগাস্ট বাড়ি ফিরেছিলেন তিনি। এক সপ্তাহের মধ্যেই গত মঙ্গলবার ফের অসুস্থ হয়ে পড়েন সোমনাথবাবু। সোমনাথবাবুর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখা হয়েছে।

অমিত শাহের সভার পরই দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর, আগুন

Image
বজবজের পার্টি অফিসের দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে। অমিত শাহের সভার পরই বিজেপির পার্টি অফিসে হামলার অভিযোগ উঠল তৃণমূলআশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার তিন জায়গায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে কাগজপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, শনিবার কলকাতার মেয়ো রোডে অমিত শাহের জনসভা ছিল। সেই জনসভায় সারা রাজ্য থেকেই প্রচুর লোক যোগ দেন। দক্ষিণ ২৪ পরগনা থেকেও প্রচুর কর্মী-সমর্থক সভায় যোগ দিয়েছেন। তৃণমূলের লোকজন হাজার চেষ্টা করেও তা আটকাতে পারেনি। এই জন্যই শনিবার রাত দেড়টা থেকে দু'টোর মধ্যে বজবজের বাওয়ালি, ফলতার দিঘিরপাড় এবং ডায়মন্ড হারবারে বিজেপির তিনটি পার্টি অফিসে হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, বজবজের বাওয়ালিতে বুলডোজার নিয়ে পার্টি অফিস ভেঙে গুড়িয়ে ফেলা হয়। ফলতার দিঘিরপাড় এবং ডায়মন্ড হারবারের পার্টি অফিসেও একইভাবে হামলা চালানো হয়। লুঠপাট চালিয়ে, ভাঙচুর করে কাগজপত্রে আগুন ধরিয়ে দেয় তারা। ডায়মন্ড হারবারে পার্টি অফিসে একটি টিভি ছিল। সেটাও লুঠ করা হয়েচে বলে অভিযোগ বিজেপির। এমনকি বিজেপির আরও অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানা এলাকার বিজেপির জেলা সচিব শর্

৩০ কোটি ডলারের ধাক্কা মনসান্টোকে

Image
কৃষিপণ্য, রাসায়নিক সার এবং কীটনাশক প্রস্তুতকারী সংস্থা মনসান্টোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই 'বিষ' ছড়ানোর অভিযোগ উঠছিল। এ বার এক মামলায় মার্কিন বহুজাতিক সংস্থাটিকে ৩০ কোটি ডলারের ক্ষতিপূরণ দিতে বলল সান ফ্রান্সিসকোর আদালত। মামলাটি করেছিলেন ডেয়ন জনসন নামে ক্যালিফোর্নিয়ার এক বাগানের মালি। ২০১৪-য় ক্যানসার ধরা পড়ে জনসনের। নন-হজকিন্স লিম্ফোমা। মামলার নথিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, বেনিসিয়া স্কুলে আগাছানাশক হিসেবে জনসন মনসান্টোর তৈরি 'রাউন্ডআপ'-ই ব্যবহার করতেন। এতে গ্লাইফোসেট নামে যে উপাদানটি রয়েছে তা থেকেই ক্যানসার ছড়িয়েছে বলে অভিযোগ জনসনের আইনজীবীর। গ্লাইফোসেট নিয়ে মার্কিন মুলুকে এটাই প্রথম মামলা বলেও জানান তিনি। টানা আট সপ্তাহের শুনানি শেষে শুক্রবার এই মামলার রায় দিতে গিয়ে সান ফ্রান্সিসকোর আদালত জানায়, আগাছানাশক 'রাউন্ডআপ' কিংবা 'রেঞ্জার' বিপজ্জনক জেনেও ক্রেতাদের এ নিয়ে সতর্ক করতে ব্যর্থ হয়েছে মনসান্টো। ক্ষতিপূরণ তাই দিতেই হবে। এ দিন শুনানির সময়ে কোর্টরুমেই ছিলেন বছর ছেচল্লিশের জনসন। রায় শুনে মার্কিন বিচারব্যবস্থাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ''আশা রাখব, দে

ইমরানের নেতৃত্বে সন্ত্রাস ও হিংসামুক্ত হবে পাকিস্তান; আশা মোদির

Image
ইমরান খান (বাঁদিকে), নরেন্দ্র মোদি (ডানদিকে)       দিল্লি : পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ১৮ অগাস্ট শপথ নেবেন ইমরান খান। ইমরানের নেতৃত্বে পাকিস্তান সন্ত্রাস ও হিংসামুক্ত হবে। এই আশা প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুটি দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। এই নিয়ে ভারত নানা পদক্ষেপ নিয়েছে বলে তিনি মন্তব্য করেন। পাকিস্তানের সঙ্গে ভারত বৈঠকে বসতে প্রস্তুত কি না প্রশ্নের জবাবে মোদি বলেন, "প্রতিবেশীর সঙ্গে সবসময় সুসম্পর্ক চাই। এর জন্য আমরা নানা পদক্ষেপ করেছি। নির্বাচনে জয়ের জন্য সম্প্রতি ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছি। আমরা আশা করি, সুরক্ষিত, নিরাপদ, স্থায়ী ও সমৃদ্ধশীল অঞ্চল গড়ে তুলতে পাকিস্তান কাজ করবে। সন্ত্রাস ও হিংসামুক্ত হবে পাকিস্তান।" ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন হয়। নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে ১১৬টি আসন পেয়েছে ইমরান খানের দল PTI। ফল ঘোষণার পর ৩০ জুলাই ইমরান খানকে ফোন করে শুভেচ্ছা জানান মোদি। নতুন সরকারের নেতৃত্বে পাকিস্তানে গণতন্ত্রের শিকড় আরও গভীরে পৌঁছাবে বলে আশাপ্রকাশ করেন

ব্রিজ নেই, নদী পেরিয়ে স্কুলে যায় কাশ্মীরের খুদেরা

Image
শ্রীনগর: শ'খানেক ছাত্র ছাত্রী৷ তাদের রোজনামচা স্কুলে যাওয়া৷ সেটা অবশ্য নতুন কিছু নয়৷ কিন্তু রূঢ় বাস্তবটা অন্য জায়গায়৷ প্রতিদিন এই ছাত্রছাত্রীদের খরস্রোতা নদী পেরিয়ে স্কুলে যেতে হয়৷ এই ছবি কাশ্মীরের রাজৌরি জেলার৷ লাদহোতো নদী পেরোতে হয় বাধ্য হয়ে, তাও বাধ্য হয়ে৷ কারণ এই নদীর ওপরে কোনও ব্রিজ নেই৷ সমস্যা বাড়ে বর্ষাকালে৷ নদীর তখন রুদ্রমূর্তি৷ সেই সময়ে স্কুলে যাওয়ার কোনও উপায় থাকেনা৷ দিনের পর দিন ক্লাস কামাই হয় তাদের৷ স্কুলের ছাত্র মহম্মদ আফতার জানায় এতে পড়াশোনার ক্ষতি হয় সমানে৷ ভারি বৃষ্টি হলে স্কুলে যেতে না পারার জন্য অন্যান্য পড়ুয়াদের থেকে পিছিয়ে পড়ে তারা৷ ফলে এর প্রভাব পড়ছে ভবিষত্যের ওপরেও৷ এখানেই যন্ত্রণার শেষ নয়৷ ঠিকমতো স্কুলে পৌঁছনোর কোনও রাস্তা নেই৷ প্রায় প্রতিদিনই তাদের দেরি হয় বলে জানিয়েছে আরেক ছাত্রী সাবিনা কৌসার৷ সে জানিয়েছে, যারা একটু বড়, তারা যদি কোনও রকমে নদী পেরিয়েও যায়, সমস্যা হয় ছোটদের নিয়ে৷ সাবিনার দুই ছোট ছোট ভাই বোন একই স্কুলে পড়ে৷ যাতায়াতও একই পথে৷ ফলে নদী পেরোতে হয় তাদেরও৷ অত ছোট বাচ্চাদের নিয়ে নদী পেরোনো দু:সাধ্য ব্যাপার বলে জান

শিশুর গলায় কয়েন আটকে বিপত্তি! ৪ সরকারি হাসপাতাল হয়ে চিকিৎসা এসএসকেএম-এ

Image
চার বছরের শিশুর গলায় একটাকার কয়েন আটকে বিপত্তি। নদিয়ার রানাঘাটের গাংনাপুর থেকে কলকাতা একের পর এক হাসপাতাল ঘুরে অবশেষে রবিবার ভোর নাগাদ সফল অস্ত্রোপচার করেন এসএসকেএম-এর চিকিৎসকরা। শিশুটি এখন বিপদমুক্ত বলে জানা গিয়েছে। বছর চারেকের অর্ঘ্য বিশ্বাস নদিয়ার রানাঘাটের গাংনাপুরের বাসিন্দা। মা মারা গিয়েছেন। বাবা কাজ করেন বাইরে। ফলে সে দাদু-দিদার কাছেই থাকে। শনিবার সকালে খেলতে খেলতে একটি একটাকার কয়েন শিশুটির গলায় আটকে যায়। শিশুটির দিদা ফোন করে দাদুকে বাড়িতে ডাকেন। এর পরের একটানা প্রায় আঠারো ঘন্টা ধরে চলে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘোরাঘুরি।   সাত জায়গায় ঘুরে চিকিৎসা হল এসএসকেএম-এ ১)  শিশুটিকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার এক্সরে করা হয়। পরিবারের দাবি, একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়, পরিকাঠামো না থাকায় সেখানে এর কোনও চিকিৎসা হবে না। ২)  এরপর শিশুটিকে নিয়ে যাওয়া হয় চাকদার একটি ডায়াগনস্টিক সেন্টারে। ৩)  সেখান থেকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। পরিবারের দাবি, সেখান থেকে এর কোনও পরিকাঠামো না থাকায় চিকিৎসা হবে না জানিয়ে রেফার করে দেওয়া হয় এনআরএস হ

লন্ডনে প্রয়াত নোবেল জয়ী ঔপন্যাসিক ভি এস নইপল

Image
প্রয়াত ভি এস নইপল। উপমহাদেশের অন্যতম প্রতিভাধর সাহিত্যিক বিদ্যাধর সুরাজপ্রসাদ নইপল ওরফে ভি এস নইপলের জীবনাবসান হয়েছে। লন্ডনে তাঁর বাসভবনে ৮৫ বছর বয়সে মৃত্যু হয় ভারতীয় বংশোদ্ভূত ত্রিনিদাদের এই ঔপন্যাসিকের। কী কারণে মৃত্যু, তা সঠিক ভাবে জানা না গেলেও প্রাথমিক অনুমান, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে নোবেলজয়ী এই লেখকের। মৃত্যুর পর তাঁর স্ত্রী নাদিরা নইপল একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, যে ভালবাসার মানুষজনের সঙ্গে সারা জীবন কাটিয়েছেন এবং যাঁদের জন্য সৃষ্টিশীল জীবন কাটিয়েছেন, মৃত্যুর সময় তাঁদের সকলেই উপস্থিত ছিলেন। ২০০১ সালে সাহিত্যে নোবেল পান নইপল। তাঁর অমর সৃষ্টির মধ্যে রয়েছে 'এ হাউস ফর মিস্টার বিশ্বাস', 'ইন এ ফ্রি স্টেট' 'এ বেন্ড ইন দ্য রিভার'-এর মতো উপন্যাস। ১৯৩২ সালে ত্রিনিদাদে জম্ম হলেও জীবনের বেশিরভাগ সময় ইংল্যান্ডেই কাটিয়েছেন নইপল। ব্রিটেনের নাগরিকত্বও পেয়েছিলেন। ১৯৩৯ সালে তাঁর পরিবার ভারত ছেড়ে ত্রিনিদাদের রাজধানী পোর্ট অব স্পেনে পাড়ি জমান। নইপলের বয়স তখন মাত্র সাত বছর। সেখানকার 'কুইন্স রয়্যাল কলেজ' স্কুলে ভর্তি হন। এর পর মাত্র ১৮ বছর বয়সেই অক্সফোর

একজন ভারতীয়কেও দেশ ছাড়তে হবে না, এনআরসি ইস্যুতে মুখ খুললেন মোদি

Image
নয়াদিল্লি : অসমের পর কি এবার কোন রাজ্যের পালা ? কোন রাজ্যে এনআরসি তালিকা প্রকাশ করা হবে ? জাতীয় নাগরিকপঞ্জী তালিকায় স্থান না পাওয়া নাগরিকদের ভবিষ্যত কি হবে ? সেই নিয়েই চাপানোতর তুঙ্গে ৷ এই বিতর্কের মাঝেই এনআরসি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বলেন, "এনআরসি তালিকায় একজন ভারতবাসীর নামও বাদ পড়বে না ৷ " অসমের এনআরসি তালিকা প্রকাশের পরই বিরোধী শাসক বিরোধ চরমে ৷ বিরোধী দলগুলি বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছে ৷ পাশাপাশি যে ৪০ লক্ষ ভারতীয় নাগরিক স্থান পাননি ওই তালিকায় ৷ তাদেরকে হাতিয়ার করেই দেশের শাসক দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি ৷ যার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন ৷ এদিন এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন মোদি ৷ বলেন, " যারা নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলছেন ৷ তারাই এনআরসি তালিকাকে হাতিয়ার করে নিজেদের ভোটব্যাঙ্ক ভরাতে চাইছে ৷ কিন্তু আমি দেশবাসীকে আশ্বস্ত করছি, একজন ভারতীয় নাগরিকের নামও এনআরসি তালিকা থেকে বাদ পড়বে না ৷ যার

দুরপাল্লা ট্রেনের যাত্রীদের জন্য সুখবর

Image
হাওড়া: একাধিক সুযোগ সুবিধা পেতে চলেছে দুরপাল্লা ট্রেনের যাত্রীরা৷ ট্রেন কত সময় দেরিতে চলছে তা আর অনুমান করতে হবে না যাত্রীদের৷ পরের স্টেশনে জানতে আর জানলা দিয়ে উঁকি মারতে হবে না৷ এবার সবই জানতে পারবেন ডিসপ্লে বোর্ডে৷ তবে হ্যাঁ এই সুবিধাগুলি এখনই সব দুরপাল্লা ট্রেনে পাবেন না৷ এখন শুধু হাওড়ার সাঁতরাগাছি থেকে পুনেগামী ট্রেনে পাবেন৷ রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়ার সাঁতরাগাছি থেকে পুনে যাওয়ার জন্য একটি নতুন ট্রেন চালু হয়েছে৷ এই সাপ্তাহিক ট্রেনটি প্রতি শনিবার সন্ধ্যা ৬-২৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে। এরপর পুনে পৌঁছবে সোমবার ভোরে। আগের চাইতে অনেক কম সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যাবে পুনেতে। এই শনিবার সাঁতরাগাছি থেকেই যাত্র শুরু করল এই পুনেগামী ট্রেনটি৷ ট্রেনটির নামকরণ করা হয়েছে 'হামসফর এক্সপ্রেস'৷ অন্যান্য ট্রেনগুলির তুলনায় এই ট্রেনটিতে রয়েছে বিশেষ কিছু সুবিধা৷ যাত্রীদের সুবিধার্থে ট্রেনের প্রতিটি কামরাই শীততাপ নিয়ন্ত্রিত করা হয়েছে। রয়েছে ডিসপ্লে বোর্ড। ট্রেন কত দেরিতে চলছে বা পরবর্তী কোন স্টেশন আসছে তাও ডিসপ্লে বোর্ডের মাধ্যমে জানতে পারবেন যাত্রীরা। এমনকি পরবর্তী স্টেশন পৌঁছতে কত

দিদির ‘পছন্দ’ বিরিয়ানি; মোদী প্রেমীরা খুশি খিচুড়িতেই

Image
কলকাতা :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর নভেম্বর মাসে খিচুড়িকে জাতীয় খাদ্য হিসাবে মান্যতা দিয়েছিলেন। ঠিক সেই ঢঙেই অমিত শাহের সভায় কর্মীসমর্থকদের ঢালাও খিচুড়ি দেওয়া হল। তাঁরা খেলেনও তৃপ্তি করে। একুশের সভায় তৃণমূলের বেশিরভাগ কর্মী সমর্থকরা মজেছিলেন বিরিয়ানি আর মাংসে। জেলা থেকে আসা বেশিরভাগ বাসের পাশে বসেছিল মাংস রান্নার কড়াই। পাশ দিয়ে গেলেই মিলেছে বিরিয়ানির গন্ধ। রাস্তায় বিরিয়ানি আলু গড়াগড়ি খেতেও দেখা গিয়েছে। কিন্তু বিজেপি ওসব মাংসে নেই। সম্পূর্ন নিরামিষ। খিচুড়ি আর সোয়াবিনের তরকারি দিয়েই খুশি করে দিয়েছেন। ঠিক যেমনটি বলেছিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন বলে কথা। তা কি অমান্য করা যায়। তাই 'যত খুশি তত খাও; জলদি লাও জলদি লাও' খিচুড়ি। রাঁধুনিরা কাল থেকেই মুরলীধর স্ট্রিটের রাজ্য বিজেপির সদর দফতরের সামনে এসে হাজির হয়েছিলেন। হাঁড়ি; কড়া নিয়ে তখনই নেমে পড়েছিলেন তারা। পঞ্চাশ হাজারের আয়োজন না হলে সামাল দেওয়া যাবে না। ক্যাটরিংয়ের দায়িত্বে থাকা সমর্থক কর্মী বলেন; "কাল সন্ধ্যা থেকে এসেছি। পার্টি অফিসেই সাত হাজার জনের আয়োজন করেছি।" শহরের অন্য আরও জায়গায় প্রায় লাখ খানেক বিজে

দেশের আর্থিক উন্নয়নে পশ্চিমবঙ্গের অংশগ্রহণ ক্রমশ কমছে : দাবি করেন অমিত শাহ।

Image
বাংলা থেকে তৃণমূলকে উত্খাতের ডাক দিলেন অমিত শাহ। ১৯টি রাজ্যে ক্ষমতায় থাকলেও বাংলা বিজয় ছাড়া বিজেপির উত্থান অনর্থক বলে বুঝিয়ে দিলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে কতটা মরিয়া গেরুয়া শিবির। আর বাংলাকে 'রং দো মোহে গেরুয়া' করতে নিজেই জেলায় জেলায় সভা করার ঘোষণা করলেন অমিত। বলেন, ''আমি সব জেলায় যাব। প্রচার করব। তৃণমূলকে উত্খাত করেই ছাড়ব''।              শ্যামাপ্রসাদের রাজ্যে দলকে ক্ষমতায় আনতে শাহ-মোদী কতটা উদগ্রীব তাও বুঝিয়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর কথায়, ''১৯টি রাজ্যে আমরা ক্ষমতায় রয়েছি। তবে বাংলা দখল ছাড়া তার কোনও দাম নেই। শ্যামাপ্রসাদের রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনতে চাই আমরা''।     অমিত শাহ বলেন, ''আগে এরাজ্যে ভজন, শ্রী কৃষ্ণের কীর্তন শোনা যেত। এখন বোমা ফাটার খবর আসে। রাজ্যে একের পর এক শিল্প পাততাড়ি গোটাচ্ছে। অথচ আজ এখানে বোমা কারখানা তো কাল সেখানে অস্ত্র কারখানার খবর মিলছে''। এগুলি কারা করছে? অমিতের দাবি, এগুলির পিছনে রয়েছে বাংলাদেশিদের হাত। বাংলাদেশি অনুপ্রবেশের কারণে হিন্দু-মুসলিম-দুপক্ষই ক্ষতিগ্রস্ত হবেন। তাঁরা কাজ হার

জলজ্যান্ত নরখাদক ! ৩০ জন মহিলাকে মেরে, খেয়ে ফেলেছেন এই দম্পতি!

Image
রাশিয়া: গল্পের বইয়ের পাতায় নরখাদকের গল্প অনেক পড়েছেন! কিন্তু এবার ধরা পড়ল জলজ্যান্ত নরখাদক!‌ একজন দু'জন নয়, ৩০জন মানুষকে কেটে, অবলীলায় খেয়ে ফেলেছেন রাশিয়ার এক দম্পতি! নাতালিয়া বাকসশিভা ও তাঁর স্বামী দিমিত্রি সম্পর্কে এমনই মতামত দিল মেডিক্যাল টিম। গত বছর অক্টোবর মাসে নরহত্যার দায়ে গ্রেফতার করা হয় নাতালিয়া ও দিমিত্রিকে। গ্রেফতারের পরই তাঁদের মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন তদন্তকারীরা। তখন মনোবিদের একটি বিশেষ টিমকে নির্দেশ দেওয়া হয় তাঁদের পরীক্ষা করার জন্য। পরীক্ষার শেষে ওই যুগলকে '‌মানসিক বিকারগ্রস্ত নরখাদক'‌ হিসেবে চিহ্নিত করেন মনোবিদরা। তাঁরা জানিয়েছেন, নাতালিয়া ও দিমিত্রি কম করে ৩০জন মহিলাকে হত্যা করে, কেটে খেয়ে ফেলেছেন। এমন নৃশংস কাজ করার জন্য তাঁদের মধ্যে কোনও অনুতাপ বা অনুশোচনাও নেই। তিরিশটির ওপরে খুন করে ফেললেও পুলিশের সন্দেহের তালিকা কোনওদিনই ছিলেন না এই দম্পতি। কিন্তু অবশেষে সত্যি সামনে এল! কিন্তু কীভাবে? পুলিশের তরফে জানানো হয়েছে, এলিনা ভারুশিভা নামে এক তরুণী হঠাৎ নিখোঁজ হওয়ায় তদন্ত শুরু করেছিল পুলিশ। অন্যদিকে, নাতালিয়াদের বাড়ির পিছনে, একটি আবর্জনার স্তূপ থে

পর্ণ ছবিতে কাজ করতে ইসলাম ছাড়ল আফগান তরুণী!

Image
কাবুল:পর্ণছবিতে কাজ করতে এসে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটাই নাম, ইয়াসমিনা আলি৷ spectator.us সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই আফগানি তরুণী যেসব কথা বলেছেন তার জন্যই চর্চায় ইয়াসমিনা৷ ওই সংবাদ মাধ্যমে প্রকাশিত তার বক্তব্য অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে তাঁর জন্ম৷ সেসময় দেশের বেশিরভাগ স্থানেই তালিবানি সন্ত্রাস কায়েম ছিল৷ যদিও পরে তিনি ৯বছর বয়সে ব্রিটেনে চলে আসেন৷ বর্তমানে ইয়াসমিনা পর্ণ ছবির দুনিয়ায় খুবই পরিচিত এক নাম৷ ইসলাম ধর্মকে কটাক্ষ করে ইয়াসমিনা জানান, ইসলাম এবং তার কালো অধ্যায়ের বিষয়ে তিনি অনেক কিছু জানেন৷ পোশাকের ওপর কড়াকড়ি রয়েছে, নিয়ম ভঙ্গ করলে শারীরিক দণ্ডও দেওয়া হয়৷ জোর করে বিয়ে দেওয়া হয়৷ সবথেকে খারাপ পরিস্থিতিতে ইসলামের ভূমিকা নিয়েও মুখ খুলেছেন তিনি৷ ইয়াসমিন আলি জানান, তাঁর বাবা-মা তাকে জানিয়েছেন,যে কোনও কিছুর থেকে গুরুত্বপূর্ণ ইসলাম৷ এমনকি মা-বাবা এবং সন্তানের মধ্যে ভালোবাসার থেকেও তার মূল্য অনেক বেশি৷ এই দর্ম অনুযায়ী তার বাবা-মা তাকে কি পোসাক পরা উচিত সেই নির্দেশ দিতেন৷ আলি জানান, নরকে যাওয়ার ভয়ের মধ্যেই বড় হয়েছেন তিনি৷ প্রতি

নাবালক ছেলেকে দিয়ে লালসা মেটাত মা ও সৎ বাবা, ভিডিও যেত পর্নসাইটে

Image
নাবালক ছেলেকে ধর্ষণ করার এবং দেহ ব্যবসা করানোর অভিযোগে এক মহিলা ও তার স্বামীকে চরম শাস্তি দিল জার্মানির একটি আদালত৷ ওই মহিলাকে সাড়ে বারো বছরের কারাদণ্ড ও ওই মহিলার স্বামীকে বারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে৷ সম্পূর্ণ ঘটনায় কার্যত নড়ে গিয়েছে গোটা জার্মানি৷ প্রশ্ন উঠেছে, দেশে শিশুদের নিরাপত্তা নিয়ে৷ ঘটনার সূত্রপাত তিন বছর আগে৷ জানা গিয়েছে, ২০১৫ সালে প্রথম স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন অভিযুক্ত মহিলা বেরিন তাহা৷ দশ বছরের ছেলেকে নিয়ে দ্বিতীয় স্বামী, ক্রিশ্চিয়ান লাইসের সঙ্গেই থাকত সে৷ কেবল থাকতই না, নাবালক ছেলের উপর কার্যত পাশবিক অত্যাচার চালাত দম্পতি৷ অভিযোগ, ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত নাবালকটিকে প্রত্যেকদিন ধর্ষণ করত তারা৷ বেশ কিছু ধর্ষণের ভিডিও শুট করে তা তারা আপলোড করে বিভিন্ন পর্নগ্রাফি সাইটে৷ এমনকী, নিজের ছেলেকে দিয়ে দেহব্যবসাও করাত ওই দম্পতি৷ জানা গিয়েছে, শিশুসুরক্ষা সংক্রান্ত স্বেচ্ছাসেবী সংস্থাগুলির তৎপরতায় সম্প্রতি প্রকাশ্যে আসে দম্পতির কুকীর্তি৷ বেরিন তাহা ও ক্রিশ্চিয়ান লাইসকে গ্রেপ্তার করে পুলিশ৷ নাবালকটিকে পাঠান হয় স্পেশ্যাল হোমে৷ দোষীদের কড়া শাস্তির দাবি উঠ

গঙ্গার নীচ দিয়ে মেট্রো, নকশা করেছিল ব্রিটিশ

Image
জনসংখ্যার চাপে কলকাতা শহরে যানজট যে ভয়ঙ্কর আকার নেবে, ১০০ বছর আগেই তা জানিয়ে দিয়েছিলেন তৎকালীন ইঞ্জিনিয়ারেরা। শুধু তা-ই নয়, বৃহত্তর কলকাতার সেই সমস্যা মেটাতে গঙ্গার ভিতর দিয়ে টিউব রেল নির্মাণের নকশাও তৈরি করেছিল ব্রিটিশ সরকার। শতবর্ষ পরে সেই নকশার সন্ধান পেয়েছেন ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল কর্তৃপক্ষ। তাঁরাই এখন সেই টিউব বা মেট্রো রেল তৈরির দায়িত্বে। সম্প্রতি পুরসভার মহাফেজখানা থেকে সেই নকশার কাগজ পেয়েছেন মেট্রোর বিশেষজ্ঞেরা। ১৯৪৭ সালের ৩ মে 'দ্য কলকাতা মিউনিসিপ্যাল গেজেট'-এ প্রকাশিত সেই নথিতে রয়েছে, ১৯১৯-'২০ সালেই টিউব রেল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল, বিট্রিশ সাম্রাজ্যের দ্বিতীয় বড় শহর হল কলকাতা। জনসংখ্যা প্রায় ২০ লক্ষ। লন্ডন, নিউ ইয়র্ক, লিভারপুলের মতো কলকাতার পাশেও রয়েছে নদী। যা কলকাতার আকর্ষণ অনেক বাড়িয়ে তুলেছে। গঙ্গার দু'পার জুড়ে দুই শহর কলকাতা এবং হাওড়া। যে হারে কলকাতায় জনসংখ্যা বাড়ছে, তাতে আগামী দিনে ওই শহরে বৃদ্ধি পাবে পরিবহণের চাপও। এ সব সামাল দিতে কলকাতা শহরে যানবাহন চলাচলের পরিসর আরও বাড়াতে হবে। সংযোগ বাড়াতে চাই রেল পরিষেবাও। বিদ্যু

আগুন লাগলে ‘ভগবানই ভরসা’!

Image
ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপণ যন্ত্র। কোথাও দেওয়ালে ঝুলছে মেয়াদ পেরিয়ে যাওয়া অগ্নি-নির্বাপণ যন্ত্র। কোথাও আবার দীর্ঘ করিডর জুড়ে দেখাই মিলল না অগ্নি-নির্বাপক কোনও ব্যবস্থার। স্মোক ডিটেক্টর, ফায়ার অ্যালার্ম নেই বললেই চলে। কোথাও বিপজ্জনক ভাবে ঝুলছে বিদ্যুতের তার। শহরের পাঁচ মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘুরে চোখে পড়ল এমনই আশঙ্কাজনক নানা ছবি। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, এসএসকেএম এবং কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘুরে দেখা গেল অগ্নি-যুদ্ধের পরিকাঠামো কার্যত নেই। আগুন লাগলে তবে কী হবে? একটি হাসপাতালের এক কর্মীর উত্তর, ''ভগবানই ভরসা!'' আর জি করের ইমার্জেন্সি বিল্ডিংয়ের মেঝেতে শুয়ে সোদপুর থেকে আসা এক বৃদ্ধ রোগী। তাঁর তিন দিকের দেওয়ালে ঝোলানো তিনটি অগ্নি-নির্বাপণ যন্ত্র। সবেরই মেয়াদ ফুরিয়েছে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে। বারাসত থেকে আসা এক রোগীর আত্মীয় শোভন হাজরা বলেন, ''বড় দুর্ঘটনা না ঘটলে তো কর্তৃপক্ষের টনক নড়ে না।'' নীলরতন সরকার মেডিক্যাল কলে

বহিরাগত রুখতে কলেজে ইউনিফর্ম

Image
গলায় পরিচয়পত্র ঝোলানো থেকে গেটে সিসিটিভি ক্যামেরা— এ সব আগেই হয়েছিল। কলেজে বহিরাগত ঠেকানোর নয়া দাওয়াই এ বার ইউনিফর্ম! ছাত্রসংসদ ভোটের সময় গত কয়েক বছর যে ক্যাম্পাস সংঘর্ষে উত্তাল হয়েছিল, পশ্চিম মেদিনীপুরের সেই গড়বেতা কলেজেই জারি হয়েছে ইউনিফর্ম-নির্দেশ। ছেলেদের আকাশি শার্ট, কালো প্যান্ট আর মেয়েদের নীল-সাদা সালোয়ার-কামিজ। রীতিমতো নোটিস দিয়ে কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের জানিয়ে দিয়েছেন— ইউনিফর্ম না পরে এলে কলেজে ঢুকতে দেওয়া হবে না। শনিবার থেকে নিয়ম চালুও হয়ে গিয়েছে। শুধু প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য পোশাক বিধি লাগু হবে ১৬ অগস্ট থেকে। জানা গিয়েছে, কয়েক বছর আগেই গড়বেতা কলেজে ইউনিফর্ম চালুর সিদ্ধান্ত হয়েছিল। তবে তা এমন বাধ্যতামূলক করা হয়নি। এ বার কি বহিরাগত ঠেকাতেই ইউনিফর্ম বাধ্যতামূলক করা হচ্ছে? গড়বেতা কলেজের অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার বলেন, ''নিয়মশৃঙ্খলা বজায় রাখাটাই আসল উদ্দেশ্য। উটকো লোক যাতে কলেজে ঢুকে পড়তে না পারে, সে জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই ইউনিফর্ম পরে আসতে হবে।'' কিন্তু ইউনিফর্ম গায়ে তো বাইরের কেউও ঢুকতে পারে? অধ্যক্ষের জবাব, ''শুধু তো ইউনিফর্ম দেখা হবে না।

৭৬৫ কেভির গ্রিড লাইন পাচ্ছে রাজ্য

Image
দীর্ঘদিনের জট কাটিয়ে অবশেষে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পাওয়ার গ্রিড প্রকল্পের কাজ ফের শুরু হতে চলেছে। এই প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে যখন সবাই যখন অন্ধকারে, তখন নির্বিঘ্নেই রাজ্যের প্রথম ৭৬৫ কেভি ক্ষমতার রাঁচী-মেদিনীপুর-নিউ জিরাট গ্রিড লাইনের কাজ শুরু হয়ে গিয়েছে। পূর্বাঞ্চলের ওড়িশা ও ঝাড়খণ্ডে ৭৬৫ কেভি-র গ্রিড লাইন থাকলেও পশ্চিমবঙ্গে এই ধরনের উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সমিশন লাইন নেই। ৩১০০ কোটি টাকার এই গ্রিড ট্রান্সমিশন লাইন প্রকল্প রূপায়িত হলে এ রাজ্যে যে-কোনও সময়েই জাতীয় গ্রিড থেকে অতিরিক্ত  ৩৫০০-৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা যাবে। বিদ্যুৎ পরিষেবার মান উন্নত হবে খড়্গপুর-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশনের কর্তাদের আশা, প্রস্তাব অনুযায়ী ২০২০-র জুলাইয়ের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ করে ফেলতে পারবেন তাঁরা। বিহারের পূর্ণিয়া থেকে ফরাক্কা হয়ে ভাঙড় পর্যন্ত পাওয়ার গ্রিডের ট্রান্সমিশন লাইনটি ৪০০ কেভি-র। ভাঙড়ে পাওয়ার গ্রিডের সাবস্টেশনের সঙ্গে ওই লাইন যুক্ত হয়ে গেলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজারহাট-নিউ টাউনের বিদ্যুতের সমস্যা অনেকটাই মিটে যাবে। কারণ ওই লাইন

দেশজুড়ে অনশন স্টেশন মাস্টারদের

Image
সপ্তম বেতন কমিশনে বৈষম্যের অভিযোগ তুলে দেশ জুড়ে অনশন কর্মসূচিতে যোগ দিলেন হাজার হাজার স্টেশন মাস্টার। ২৪ ঘণ্টার এই অনশনের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশন। স্টেশন মাস্টারদের দাবি, সপ্তম বেতন কমিশনে তাঁদের জন্য গোটা কর্মজীবনে কেবল এক বার পদোন্নতির সুযোগ রাখা হয়েছে। 'মডিফায়েড অ্যাশিওরড কেরিয়ার প্রগ্রেসন' প্রকল্পের অধীনে সুযোগসুবিধে, নিরাপত্তাজনিত ভাতার দাবি জানিয়েছেন তাঁরা। গত কাল দিল্লিতে রেল প্রতিমন্ত্রী রাজেন গোঁহাইয়ের সঙ্গে দেখা করে দাবিপত্র পেশ করে স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল। অনশন কর্মসূচির ফলে যাতে ট্রেন চলাচল ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে আরপিএফকে নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক। তাদের স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে বলা হয়েছে। তবে স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছিল, তাদের সদস্যেরা ট্রেন চলাচলে বাধা দেবেন না। সবাই সময়সূচি মেনে কাজও করবেন। এ দিন দেশব্যাপী এই অনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ১২৫টি স্টেশনের প্রায় ছ'শো জন স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার্স অ্যাসো

‘পালিয়ে বিয়ে’ প্রেমিকের সঙ্গে! নাবালিকার পরিণতি শুনলে গা শিউরে উঠবে

Image
আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে৷ খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত কয়তা গ্রামের ওই নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়ে গ্রামের পাশে একটি পাম্প হাউসে আটকে রাখা হয়েছিল৷ রাজু মান্ডি নামে এক ব্যক্তি নাবালিকাকে সেখানে তিনদিন আটকে রাখে। ৬ বন্ধু মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ৷ ৯ অগস্ট সকালে গ্রামের বাসিন্দারা রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় ওই নাবালিকাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়ে উদ্ধার করে৷ অভিযোগ পেয়ে পুলিশ ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে৷ খড়গপুরের ২ নম্বর ব্লকের কয়তা গ্রামের এক আদিবাসী নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৬ অগস্ট বাড়ি থেকে নিয়ে যায় ওই গ্রামের বাসিন্দা রাজু মান্ডি৷ রাজুর সঙ্গে ওই নাবালিকার পুরনো প্রেমের সম্পর্ক ছিল বলে স্থানীয়রা জানান৷ ৬ তারিখ থেকে মেয়েকে নিখোঁজ দেখে আত্মীয়দের বাড়িতে খোঁজ করছিলেন ওই নাবালিকার মা৷ কোথাও কেউ তাঁর সন্ধান পাচ্ছিলেন না৷ এর পরে ৮ অগস্ট খড়গপুর গ্রামীণ থানাতে একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন তিনি৷ পুলিশও খোঁজ শুরু করে৷ এরই মাঝে ৯ অগস্ট গ্রাম থেকে কিছুটা দূরে রাস্তার পাশে ওই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন গ্র

কমছে ব্যবসা, তবু প্রত্যাখ্যান চলছেই হলুদ ট্যাক্সির

Image
এ যেন খিদেয় শরীর ভাঙে, তবু গুমোর যায় না। আধুনিক অ্যাপ-ক্যাবের কাছে কোণঠাসা হয়ে প্রতিদিনই জমি হারাচ্ছে কলকাতার সাবেক হলুদ ট্যাক্সি। রাস্তায় বেরোলে যথেষ্ট সংখ্যক যাত্রী মেলে না, তবু যাত্রী প্রত্যাখানের অভ্যাসে বিরাম নেই। পুলিশ, পরিবহণ দফতর, ট্যাক্সি ইউনিয়ন ব্যবস্থা গ্রহণের কথা বললেও তাতে পরিস্থিতির বদলায় না। জরিমানা করা হলেও প্রবণতা একই থাকে। ২০১৪ সালের পর থেকে গত ৪ বছরে কলকাতা এবং শহরতলি এলাকায় হলুদ অ্যাম্বাসাডর ট্যাক্সির সংখ্যা অর্ধেকের বেশি কমে গিয়েছে বলে পরিবহণ দফতর সূত্রে খবর। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা মিলে হলুদ ট্যাক্সির বৈধ রেজিস্ট্রেশনের সংখ্যা এখন ১৭ হাজারের আশপাশে। কয়েক বছর আগেও তা ৪০ হাজারের কাছাকাছি ছিল। কলকাতা পিভিডি এলাকায় ওই সংখ্যা ১২ হাজারের কাছাকাছি। এই সংখ্যাও প্রতিদিন কমছে। ইউনিয়নগুলির মতে ট্যাক্সি আর লাভজনক না হওয়ায় অনেকেই পেশা ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন। অ্যাম্বাসাডরের বাণিজ্যিক উৎপাদন বন্ধ হওয়ার পরে ট্যাক্সির যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণের খরচ আগের তুলনায় বেড়েছে। যাঁরা পুরনো ট্যাক্সি বিক্রি করে দিচ্ছেন তাঁরা আর নতুন করে পারমিট নিতে চাইছেন না। সরকারি বিধি মেনে

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা শরণার্থী, তাঁরা ভারতেই থাকবেন: শাহের মন্তব্যে মেরুকরণ স্পষ্ট

Image
সভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে অবস্থান স্পষ্ট করলেন অমিত শাহ। অসমে এনআরসি তো হবেই, হবে বাংলায়ও— মেয়ো রোডের জনসভা থেকে শনিবার এমনই বার্তা দিয়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তবে অত্যন্ত পরিষ্কার ভাবে অমিত শাহ এ দিন সীমারেখা টেনে দিলেন 'শরণার্থী' ও অনুপ্রবেশকারী'দের মধ্যে।  আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করার অভিযোগ তুলে পরামর্শ দিলেন, ''মমতাজি, ভ্রান্তি ছড়ানো বন্ধ করে দিন।'' পশ্চিমবঙ্গের জনসংখ্যার একটা বড় অংশই পূর্ববঙ্গ বা বাংলাদেশ থেকে আসা। ফলে এনআরসি ইস্যু অত্যন্ত সংবেদনশীল চেহারা নিয়েছে এ রাজ্যে। অসমে এনআরসি তৈরি করে যে ভাবে 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' চিহ্নিত করা হচ্ছে, বাংলাতেও সে রকমই এনআরসি চাই বলে বিজেপি সুর চড়াতে শুরু করেছে। আর তৃণমূল বলছে, এনআরসি-র নামে 'দেশের মানুষকে উদ্বাস্তু' করতে চাইছে বিজেপি। বিষয়টি নিয়ে গোটা বাংলায় দফায় দফায় পথে নেমেছে তৃণমূল। সংসদেও তুমু