একজন ভারতীয়কেও দেশ ছাড়তে হবে না, এনআরসি ইস্যুতে মুখ খুললেন মোদি

নয়াদিল্লি : অসমের পর কি এবার কোন রাজ্যের পালা ? কোন রাজ্যে এনআরসি তালিকা প্রকাশ করা হবে ? জাতীয় নাগরিকপঞ্জী তালিকায় স্থান না পাওয়া নাগরিকদের ভবিষ্যত কি হবে ? সেই নিয়েই চাপানোতর তুঙ্গে ৷ এই বিতর্কের মাঝেই এনআরসি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বলেন,

"এনআরসি তালিকায় একজন ভারতবাসীর নামও বাদ পড়বে না ৷ "

অসমের এনআরসি তালিকা প্রকাশের পরই বিরোধী শাসক বিরোধ চরমে ৷ বিরোধী দলগুলি বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছে ৷ পাশাপাশি যে ৪০ লক্ষ ভারতীয় নাগরিক স্থান পাননি ওই তালিকায় ৷ তাদেরকে হাতিয়ার করেই দেশের শাসক দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি ৷ যার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন ৷ এদিন এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন মোদি ৷ বলেন,

" যারা নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলছেন ৷ তারাই এনআরসি তালিকাকে হাতিয়ার করে নিজেদের ভোটব্যাঙ্ক ভরাতে চাইছে ৷ কিন্তু আমি দেশবাসীকে আশ্বস্ত করছি, একজন ভারতীয় নাগরিকের নামও এনআরসি তালিকা থেকে বাদ পড়বে না ৷ যারা এই দেশের বাসিন্দা ৷ তাদেরকে এই দেশ ছেড়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই ৷ তাই এই তালিকা নিয়ে উদ্বেগ অপ্রয়োজনীয় ৷ "

শুধু জাতীয় নাগরিকপঞ্জী নিয়েই নয় ৷ দেশে শ্লীলতাহানি কিংবা মহিলাদেরকে ধর্ষণের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে ৷ এছাড়াও মাঝেমধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসে গণপিটুনির ঘটনা ৷ সেই সমস্ত বিষয় নিয়েও এদিন সরব হলেন মোদি ৷ বলেন,

"এই ধরণের ঘটনাগুলি খুবই দুর্ভাগ্যজনক ৷ রাজনীতির লড়াই থেকে বিরত থেকে সমাজের সকলকে জোটবদ্ধ হয়ে এই সমস্ত ঘটনাগুলির প্রতিবাদ করা উচিত ৷ "

২০১৯সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে ফেডারেল ফ্রন্ট

গঠনের পথে বিরোধী দলগুলি ৷ তবে, তা নিয়ে একেবারেই ভীত নয় বিজেপি ৷ মোদির কথায়,

"কয়েকটি দল ছন্নছাড়া ভাবে জোট গঠনের পরিকল্পনা করছে ৷ এটি কোনওদিনই সম্ভব নয় ৷ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদ নিয়ে হওয়া ভোটাভুটিতেই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে যে, বিরোধী দলগুলির মধ্যে কোনও পারস্পরিক সমঝোতাই নেই ৷"

দেশজুড়ে কর্মসংস্থানে ব্যর্থ হয়েছে মোদি সরকার ৷ একাধিকবার এই বিষয়টি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে বিজেপি ৷ সেই নিয়েও এদিন মন্তব্য করলেন নরেন্দ্র মোদি ৷ বলেন,

"গত বছর ১কোটি কর্মসংস্থান হয়েছে ৷ এভাবেই আসতে আসতে কর্মসংস্থান আরও বাড়বে দেশজুড়ে ৷ "