Posts

Showing posts from February 2, 2019

মমতাকে বেনজির আক্রমণ 'নরমপন্থী' রাজনাথের, একনজরে ১০টি সেরা মন্তব্য

Image
দিল্লিতে রাজনাথ সিংয়ের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে তৃণমূল নেতৃত্ব।বিরোধীরা দাবি করেছিল, ভোটের আগে সমঝোতা করতে চাইছে দুই দল। কিন্তু সেই জল্পনায় ঢল রাজ্যে এসে তৃণমূলকেই নিশানা করলেন রাজনাথ সিং। আলিপুরদুয়ারের সভায় তাঁর কটাক্ষ, সোনার বাংলাকে কাঙাল বাংলায় পরিণত করেছেন মমতা। তৃণমূলের অন্দরের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভাল রাজনাথের। কিন্তু এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে রেয়াত করলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে রাজনাথ সিংয়ের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে তৃণমূল নেতৃত্ব।বিরোধীরা দাবি করেছিল, ভোটের আগে সমঝোতা করতে চাইছে দুই দল। কিন্তু সেই জল্পনায় ঢল রাজ্যে এসে তৃণমূলকেই নিশানা করলেন রাজনাথ সিং। আলিপুরদুয়ারের সভায় তাঁর কটাক্ষ, সোনার বাংলাকে কাঙাল বাংলায় পরিণত করেছেন মমতা। তৃণমূলের অন্দরের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভাল রাজনাথের। কিন্তু এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে রেয়াত করলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 1/11 দিল্লিতে রাজনাথ সিংয়ের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে তৃণমূল নেতৃত্ব।বিরোধী

‘অর্ধ-শিক্ষিত, গর্ধ-শিক্ষিত, দানব’, মোদীকে তীব্র আক্রমণ মমতার

Image
আগে দিল্লি সামলান, তার পর এ রাজ্যের কথা ভাববেন। ঠাকুরনগর ও দুর্গাপুর থেকে  মোদীর আক্রমণের পর এ ভাবেই পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বাংলা পথ দেখাচ্ছে বলেই ওঁর এত রাগ।" বাংলা থেকে তৃণমূল উচ্ছেদ অনেক দূরের ব্যাপার, দিল্লি থেকে বিজেপির উচ্ছেদের জোরদার ব্যবস্থা যে শুরু হয়ে গিয়েছে বলেও হুঁশিয়ারি দেন মমতা। শনিবার মমতা এবিপি আনন্দকে দেওয়া টেলিফোন সাক্ষাত্কারে বলেন, "বিজেপি একটা দাঙ্গাবাজের দল। ওদের চোখে-মুখে রক্তের দাগ লেগে রয়েছে। এদের দেখে লজ্জা হয়। ঘৃণা হয়।"  মোদীর যে প্রধানমন্ত্রী হওয়ার কোনও যোগ্যতাই নেই সে কথাও বলেন তিনি। ব্রিগেডের সভায় তিনি সব বিরোধী দলকে এক ছাতার তলায় এনেছেন। একটি পরিবার তৈরি করেছেন। কিন্তু মোদীর কি কোনও পরিবার আছে? কোনও রাজনৈতিক কেরিয়ার আছে? কটাক্ষ করেন মমতা। মোদীকে 'দুর্নীতির ঠাকুরদাদা' বলেও আক্রমণ করেন তৃণমূল নেত্রী। সিবিআই দিয়ে বার বার ভয় দেখাচ্ছে। কিন্তু সারদা-নারদ নিয়ে যে কিছু প্রমাণ করতে পারবে না সেই চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন মমতা। বলেন, "উনি একটা দানবীয় প্রধানমন্ত্রী। সব গিলে খাচ্ছেন এক এক করে।" কিন্তু দেশ

ঋণের ভারে জর্জরিত অনিল অম্বানীর ‘আর-কম’ যাচ্ছে দেউলিয়া ট্রাইব্যুনালে

Image
শিল্পপতি অনিল অম্বানী। ঋণের ভারে নুইয়ে পড়ে এ বার দেউলিয়া আদালতের (ইনসলভেন্সি ট্রাইব্যুনাল) দ্বারস্থ হতে চলেছে অনিল অম্বানীর সংস্থা রিলায়েন্স কমিউনিকেশন (RCom)। সংস্থার তরফে শুক্রবার এ কথা জানানো হয়েছে। ২০১৭ সালের মার্চে 'আর-কম' জানিয়েছিল, সংস্থাটি ঋণ ভারে জর্জরিত। ওই সময়েই জানানো হয়েছিল সংস্থার কাঁধে ৭০০ কোটি মার্কিন ডলারের ঋণের বোঝা চেপে রয়েছে। তা ছাড়াও তাদের থেকে বড় অঙ্কের অর্থ পাওনা রয়েছে ভেন্ডারদের। তার পর অবশ্য ঋণের পরিমাণ নিয়ে আর উচ্চবাচ্য করেনি অনিল অম্বানীর সংস্থাটি। আর-কম জানিয়েছে, কী ভাবে সমস্যা মেটানো যায়, তা নিয়ে গত এক বছর ধরে ৪০টি ঋণদাতা সংস্থার সঙ্গে আলোচনা করেন আরকম-এর কর্তারা। তার পরেও কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। যার জেরে ন্যাশনাল কোম্পানি ল' ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে বাধ্য হয়েছে তারা। এই ট্রাইব্যুনালেই দেউলিয়া মামলার শুনানি হয়। ভারতের টেলিকম বাজারে অনিলের দাদা মুকেশ অম্বানীর সংস্থা রিলায়েন্স জিও-র প্রবেশের পরেই তীব্র প্রতিযোগিতার মুখে পড়ে দারুণ ভাবে মার খেতে শুরু করে আর-কমের ব্যবসা। প্রচণ্ড লোকসান আর গলা পর্যন্ত ঋণের জোড়া ধাক্কায় এক সময় নিজেদের ও

ভয় না পেলে সিবিআইকে আটকাচ্ছেন কেন, দুর্গাপুরে মমতাকে তোপ মোদীর

Image
দুর্গাপুর থেকে মমতাকে তীব্র আক্রমণ মোদীর। ছবি ভিডিয়ো থেকে নেওয়া। এক দিনে দু'টি সভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার প্রথম সভাটি করলেন ঠাকুরনগরে। আর তাঁর দ্বিতীয় সভাটি দুর্গাপুরে। জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী, রাজীব গাঁধীর পর এ বার নরেন্দ্র মোদী। ১৯৮৬ সালে দুর্গাপুরে এসেছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী। ৩২ বছর বাদে ফের কোনও প্রধানমন্ত্রী এই শহরে এলেন। দুপুর আড়াইটে নাগাদ দুর্গাপুরে পৌঁছন মোদী। এই সভামঞ্চ থেকে মোদী কী বলেন সে দিকে নজর ছিল গোটা রাজ্যবাসী থেকে রাজনৈতিক মহলের। এ দিন ঠাকুরনগরের সভায় মমতা ও তাঁর সরকারকে আক্রমণ করেন মোদী। কিন্তু সেই আক্রমণে ততটা ঝাঁঝ ছিল না। তাই সকলের নজর ছিল দুর্গাপুরের সভার উপর। এই সভা থেকে কী বলবেন মোদী!  ঠাকুরনগরেরর চেয়েও এখানে ভিড় ছিল আরও বেশি। মোদী আসতেই সকলে 'জয় শ্রী রাম' ধ্বনি তোলেন। ভিড় দেখে উচ্ছ্বসিত হন মোদীও। তিনি বলেন, "এত বড় মাঠ, তার পরেও মনে হচ্ছে যেন ছোট। ভিড় এতটাই বেশি।" যে সুরে ঠাকুরনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিশানা সাধেন মোদী, দুর্গাপুরে কিন্তু আক্রমণের ঝাঁঝ আরও বেশি ছিল। মোদী বলেন, "তৃণমূলের

ছেলেদর সঙ্গে কথা বলার শাস্তি, মানুষের মল খেতে বাধ্য করা হল দুই কিশোরীকে

Image
তাদের অপরাধ ছিল তারা স্কুলে ছেলেদের সঙ্গে কথা বলেছে। সেই অপরাধের মাশুল গুনতে হল দুই কিশোরীকে। ওই দুই কিশোরীর পরিবার তাদের প্রথমে গরম চিমটা দিয়ে শরীরে ছেঁকা দেয়। এরপর তাদের বাধ্য করে মানুষের মল খেতে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায়। জানা গিয়েছে, ওই দুই কিশোরী এই অত্যাচার থেকে মুক্তি পেতে বাড়ি থেকে পালিয়ে যায়। মঙ্গলবার রাতে তাদের নেপাল সীমান্ত থেকে উদ্ধার করা হয়। পুলিস তাদের হাতে পুড়ে যাওয়ার আঘাত দেখে সন্দেহ করে। তখন দুই কিশোরী গোটা ঘটনাটি বলে পুলিসকে। কিশোরীদের শিশু কল্যাণ বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। কিশোরীদের ফিরিয়ে আনতে গোরক্ষপুর পুলিস নেপালে যায়। যদিও ওই দুই কিশোরী পরিবারে ফিরতে অস্বীকার করেছে। তারা জানিয়েছে, তাদের ওপর এ ধরনের অত্যাচার আবার হবে। তারা কিছুতেই বাড়ি ফিরতে চায় না। বিষয়টি খতিয়ে দেখছে শিশু কল্যান দপ্তর। 

ব্যক্তিগত কর নিয়ে এই তথ্যগুলি জেনে রাখুন, লাভ হবে আপনারই

Image
২০১৯ সালের প্রথম অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। অরুণ জেটলি অসুস্থ হয়ে বিদেশে চিকিতসা করাতে যাওয়ায় গোয়েল তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন। এবারের বাজেটকে জনমোহিনী বলা হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে বেশিদিন সময় নেই। তার আগে দেশের কৃষিজীবী অংশ ও মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই সরকার আয়করে নানা ছাড় দিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক ব্যক্তিগত করে কোথায় কী সুবিধা করে দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন এবছর স্ট্যান্ডার্ড ডিডাকশন ৪০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে। ফলে চাকুরিজীবীরা সর্বোচ্চ ৩৫৮৮ টাকা বাঁচাতে পারবেন।     আয়কর ছাড়ের সীমা আয়কর ছাড়ের সীমা আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এর ফলে কয়েক কোটি কর দাতাকে এর মধ্যে আয় হলে কোনও আয়কর দিতে হবে না। এর পাশাপাশি বীমা সহ নানা খাতে দেড় লক্ষ টাকা অতিরিক্ত কর ছাড় হওয়ায় সবমিলিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয় করলে কোনও কর দিতে হবে না।     বাড়ি কেনা যদি কেউ দুটি বাড়ি কেনেন, তাহলে পরের বাড়ির জন্য মাসিক আয় থেকে আলাদা কর দিতে হবে না। যদি না তা ভাড়া দেওয়া থাকে।     ব্যাঙ্ক বা পোস্ট অফি

ঠাকুরনগরের সভায় মোদীর ১০টি বাছাই করা বক্তব্য দেখে নিন একনজরে

Image
ঠাকুরনগরের সভায় মোদীর ১০টি বাছাই করা বক্তব্য দেখে নিন একনজরে 1/10 ঠাকুরনগর হরিচাঁদ ঠাকুরের ভূমি। বিভূতিভূষণের ভূমি। এই মাটিকে প্রণাম করি। বাংলায় ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।       2/10 চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ,  ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলায় আজ অপশাসন চলছে।        3/10 গত সাড়ে চার বছর ধরে মানুষের জীবন পরিবর্তনের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। দেশের ইতিহাসে প্রথমবার কৃষক ও শ্রমিকদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। এর ফলে দেশের ১২ কোটির বেশি ছোট কৃষক পরিবার, ৩০-৪০ কোটি শ্রমিক এবং ৩ কোটি মধ্যবিত্ত পরিবার লাভবান হবে।       4/10 আপনারা আমায় এত ভালবাসেন যে তিলধারণের জায়গা নেই। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। এই ছবি দেখার পর আমি বুঝতে পারছি, কেন দিদি হিংসা ছড়াচ্ছেন। এটা আপনাদের ভালবাসা। যে কারণে ভয় পেয়ে গণতন্ত্র বাঁচাওয়ের নাটক করে নিরীহদের হত্যা করছে।      5/10 এটা সবে সূচনা। নির্বাচনের পর পূর্ণ বাজেটে কৃষক, শ্রমিকদের জন্য আরও ব্যবস্থা করা হবে। ৫ একরের কম জমি থাকলে বছরে ৬ হাজার টাকা জমা পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে

ভুয়ো বিশ্ববিদ্যালয়ের ফাঁদ, আমেরিকায় ধৃত ১২৯ ভারতীয় পড়ুয়া

Image
ভুয়ো বিশ্ববিদ্যালয়ের ফাঁদে পা দিয়ে আমেরিকায় পড়তে গিয়ে গ্রেফতার হলেন ১২৯ জন ভারতীয় পড়ুয়া। অবৈধ ভাবে মার্কিন মুলুকে থাকার জন্যই তাঁদের গ্রেফতার করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তদন্তকারীরা। ধৃত পড়ুয়াদের মুক্ত করে দেশে ফেরত নিয়ে আসার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে। অভিযোগ অনেক দিন ধরেই উঠছিল। ২০১৭ সালের জুন থেকে ২০১৯-এর জানুয়ারি পর্যন্ত বিষয়টি নিয়ে তদন্ত চালান হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তদন্তকারীরা। কখনও ছাত্র সেজে, কখনও বিশ্ববিদ্যালয়ের কর্মী সেজে ফাঁদ পাতেন। অভিযুক্ত ভারতীয় পড়ুয়ারা তাতেই ধরা পড়েন বলে দাবি তদন্তকারীদের। আদালতে জমা পড়া চার্জশিটে পুলিশের তরফে জানানো হয়েছে, ভুয়ো নথি জোগাড় করে বিভিন্ন ভুয়ো মার্কিন কলেজ-বিশ্ববিদ্যালয়েপড়তে যেতেন অভিযুক্তরা। সেই কাগজপত্র দেখিয়ে অভিবাসন দপ্তরের কাছ থেকে ছাত্র-ভিসা জোগাড় করে নিতেন ওই বিদেশিরা। ছাত্র-ভিসা নিয়ে আমেরিকায় ঢুকলে কিছুদিনের মধ্যে 'ওয়ার্ক পারমিট' বা রোজগারের অনুমতিপত্র জোগাড় করে নেওয়াও খুব একটা কঠিন কাজ নয়। ফলে, শুধু থাকাই নয়, সঙ্গে আয়ের বন্দোবস্তও পাকা হয়ে যেত। বিষয়টিকে ম

‘সন্ত্রাস থেকে সিন্ডিকেট ট্যাক্স’, ঠাকুরনগরের সভা থেকে দিদিকে বিঁধলেন মোদী

Image
ঠাকুরনগরে মতুয়া সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠাকুরনগরে মতুয়াদের সভাতেও রাজনীতি এড়িয়ে গেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, নির্বাচনকে সামনে রেখে সরাসরি আঙুল তুললেন মমতার দিকে। বললেন, "এই সভার ভিড় দেখেই বুঝতে পারছি, দিদি কেন হিংসার রাস্তা নিয়েছেন।" আরও বলেন, "বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যে আর সিন্ডিকেট ট্যাক্স লাগবে না।" শুক্রবার পেশ করা অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসার পাশাপাশি কংগ্রেসের কৃষিনীতিকেও আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। স্বাধীনতার পর দশকের পর দশক ধরে কংগ্রেস এ দেশে কিছুই করেনি বলে অভিযোগ নরেন্দ্র মোদীর। সভায় বক্তৃতা দেওয়ার আগে, বড়মার বাড়ি গিয়ে দেখা করেন মোদী। মোদীর সভাকে ঘিরে এ দিন ভিড় ছিল চোখে পড়ার মতো। সভামঞ্চে বক্তৃতা দিতে উঠতেই 'মোদী...মোদী' স্লোগান দিতে থাকেন সভায় আসা মানুষজন। মোদী সবেমাত্র সুর চড়িয়েছেন, সেই সময়ই হুড়োহুড়ি পড়ে যায়। মঞ্চ থেকেই মোদী সবাইকে শান্ত হয়ে বসতে বলেন। কিন্তু তার পরেও একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। ধাক্কাধাক্কিতে বেশ কয়েক জন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গিয়েছে। দ্রুত বক্

‌খাগড়াগড়কাণ্ডে এসটিএফ–এর জালে আরও এক জেএমবি জঙ্গি

Image
আবারও বড়সড় সাফল্য পেল কলকাতার এসটিএফ–এর আধিকারিকরা। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জালে এবার আরও এক জেএমবি জঙ্গি। ধৃতের নাম আবদুল মতিন। কেরলের মল্লাপুরম থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। আট দিনের ট্রানজিট রিমান্ডে কেরল থেকে ওই অভিযুক্তকে কলকাতায় আনা হয়েছে। এদিনই ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে অভিযুক্তকে। কয়েকদিন আগেই খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত কদর এবং সাজ্জাদ নামে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে এসটিএফ। তাদের জেরা করেই উঠে আসে আবদুল মতিনের নাম। সেই সূত্রের ভিত্তিতেই তল্লাশি চালিয়ে কেরলের মল্লাপুরম থেকে ওই জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এরপরই আটদিনের ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে তাকে। ধৃত ওই জঙ্গি অসমের বরপেটা জেলার বাসিন্দা। ২০১০ সালে মালদহের কালিয়াচকে জঙ্গি প্রশিক্ষণ নেয় মতিন। সেখানেই নাসিরুল্লাহ, মৌলানা ইউসুফ, জাহিদুল, সাইকুল–সহ বেশ কয়েকজন জঙ্গির সঙ্গে পরিচয় হয় তার। এরপরই ঘটে বর্ধমানের খাগড়াগড়ে ভয়াবহ বিস্ফোরণ। ওই ঘটনায় জড়িতও ছিল আবদুল মতিন। তদন্তকারীদের দাবি, এ রাজ্যে বিস্ফোরণ ঘটিয়ে কেরলের মল্লাপুরমে চলে যায় সে। তদন্তে নেমে একে একে এই বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত

‘নরবলি দেওয়া অন্যায় নয়, আমি বলি দিতে চাই’‌:‌ প্রশাসনকে চিঠি তান্ত্রিকের

Image
নরবলি দেওয়াটা অন্যায় নয়। তাই নিজের আরাধ্য দেবীর কাছে বলি দিতে চেয়ে প্রশাসনকে চিঠি লিখলেন সুরেন্দ্র প্রসাদ সিং নামে বিহারের এক তান্ত্রিক। তাতে তিনি আরও জানায়, এই নরবলি দেওয়ার প্রক্রিয়ার শুরুতে নিজের ইঞ্জিনিয়ার ছেলেকেই বলি দেবেন তিনি। সম্প্রতি ওই তান্ত্রিকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই তাঁকে নরবলি দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে। তিনি নাকি গত ২৯ জানুয়ারি বেগুসরাইয়ের এসডিও অফিসারকে চিঠিও লিখেছেন। সেই চিঠির ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও বেগুসরাইয়ের এসডিও সঞ্জীব কুমার চৌধুরি এধরনের কোনও চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, '‌এটি একটি গুরুতর ঘটনা। নরবলি দেওয়া পুরোপুরি বেআইনি। আমরা ওই চিঠি এবং তান্ত্রিকের খোঁজ শুরু করেছি। ওই তান্ত্রিকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।'‌ যে চিঠিটি সুরেন্দ্র পাঠিয়েছেন তাতে '‌বিন্দু মা মানব কল্যান সংস্থা'‌ নামে একটি সংস্থার নাম লেখা রয়েছে। এছাড়া ভাইরাল ওই ভিডিওটিতে তাঁকে বলতে দেখা গিয়েছে, '‌নরবলি দেওয়া অন্যায় নয়। মা কামাখ্যার কাছে আমাকে নরবলি দিতে হবে। প্রথমেই আমি নিজের ছেলেকেই বলি দেব। কারণ

২১ জনের প্রাণ কাড়ল ‘পোলার ভোর্টেক্স’

Image
এমন অস্বাভাবিক ঠান্ডা দেখেনি মার্কিন মুলুক। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম অঞ্চল বরফে কার্যত জমে গেছে। মাইনাস তো বটেই। বহু এলাকায় মাইনাস ৩০-৪০ ও নেমে গেছে। খোদ শিকাগোতেই পারদ নেমেছিল মাইনাস ৩১ ডিগ্রিতে। এমন আজব ঠান্ডার কারণ হিসাবে দায়ী করা হয়েছে পোলার ভোর্টেক্স-কে। কী এই পোলার ভোর্টেক্স? মেরু অঞ্চলের প্রবল ঠান্ডা বাতাস যা শীতকালে উত্তর মেরু ছেড়ে আরও বৃহত্তর এলাকায় ছড়িয়ে পড়ে। আর তা হলেই আমেরিকায় হুহু করে ঠান্ডা ঠুকতে শুরু করে। তার জেরে এমন এক অস্বাভাবিক ঠান্ডার কোপে পড়ে একটা বড় অংশ। আমেরিকায় ইতিমধ্যেই এই 'পোলার ভোর্টেক্স'-এর কোপে পড়ে ২১ জনের মৃত্যু হয়েছে। ইলিনয়, ইন্ডিয়ানা, লোয়া, কানসাস, মিশিগান, মিসৌরি, নেব্রাস্কা, উত্তর ও দক্ষিণ ডাকোটা, ওহিও এবং উইসকনসিন আপাতত সাদা বরফে ঢেকে গেছে। জনজীবন কার্যত স্তব্ধ। কেউ বাড়ি থেকে বার হওয়ার অবস্থায় নেই। যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত। বরফের সঙ্গে যুক্ত হয়েছে হাড় কাঁপানো ঠান্ডা। যা গরম পোশাকের মধ্যে দিয়ে ঢুকে পড়ছে শরীরে। বিঁধছে সূচের মত। ফলে অধিকাংশ স্কুল, ব্যবসা বন্ধ। বন্ধ রেস্তোরাঁগুলিও। শহরের পর শহর ঘরের মধ্যে গৃহবন্দি। অধিকাংশ

সেনা সুরক্ষায় বরাদ্দ তিন লক্ষ কোটি টাকা, বড় ঘোষণা মোদি সরকারের

Image
অন্তর্বর্তী বাজেটে সেনাবাহিনীর জন্য বরাদ্দ হল ৩ লক্ষ ৫ হাজার কোটি টাকা। আগের অর্থবর্ষ থেকে এবার বেড়েছে ২০ হাজার কোটি টাকা। গত অর্থবর্ষে সেনবাহিনীর জন্য বরাদ্দ ছিল ২ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা। দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার অন্তর্বর্তী বাজেটে বলেন, এই অর্থ ছাড়াও দেশের সীমান্ত ও প্রতিরক্ষা বিভাগের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ হয়েছে। স্বাধীনতার পর এই প্রথম প্রতিরক্ষা খাতে তিন লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় একথা জানান মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, "২০১৯-২০২০ অর্থবর্ষে প্রথমবার সেনাদের জন্য তিন লক্ষ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করা হল। সীমান্ত সুরক্ষা ও অন্য খাতের জন্য আরও অর্থ বরাদ্দ থাকছে।" মজবুত সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনও আপস করা হবে না। ওয়ান র‌্যাঙ্ক ওয়ান পেনশনের দাবি জানিয়েছিলেন জওয়ানরা। বিজেপি সরকারের আমলে সেনাকর্মীদের সেই দাবি পূরণ হয়। লোকসভা নির্বাচনের আগে এই বাজেটেও ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশন প্রসঙ্গ তুললেন পীযূষ গোয়েল। বললেন, "আমাদের সেনা, আমাদের গর্ব। ৪০ বছর ধরে ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশনের দাবি পূর

শহরে ক্রেডিট কার্ড জালিয়াতি, ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে উধাও ১ লক্ষ টাকা

Image
ফের শহরে বিভিন্ন পদ্ধতিতে একের পর এক এটিএম জালিয়াতির অভিযোগ। ব্যবসায়ীর কাছে ক্রেডিট কার্ড হাতিয়ে অ্যাকাউন্ট থেকে উধাও এক লাখ টাকা। প্রশ্ন উঠেছে, স্কিমারের সাহায্যে কি তুলে নেওয়া হয়েছে ওই টাকা? না কি এই জালিয়াতির পিছনে রয়েছে অন্য কোনও পদ্ধতি। কলকাতার বেশ কয়েকটি থানায় সম্প্রতি একাধিক অভিযোগ জমা পড়েছে। পুলিশ জানিয়েছে, বালিগঞ্জের আর্ল স্ট্রিটের এক ব্যবসায়ীর অভিযোগ, একটি বেসরকারি ব্যাংকে তাঁর অ্যাকাউন্ট আছে। কিছুদিন আগেই তাঁকে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তাঁর অ্যাকাউন্ট থেকে এক লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। তিনি এই মেসেজ পাওয়ার পরই ব্যাংকে ছুটে যান। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, তাঁর ক্রেডিট কার্ড দিয়েই তোলা হয়েছে ওই টাকা। অথচ ব্যবসায়ীর দাবি, ওই কার্ড তাঁর কাছেই ছিল। ওই কার্ডের নম্বর তিনি কাউকে দিয়েছেন বলেও মনে পড়ছে না। এখানেই দানা বাঁধছে রহস্য। পুলিশের ধারণা, তাঁর ক্রেডিট কার্ড কেউ ক্লোন করেছে। ক্রেডিট কার্ডের তথ্য কার্ড রিডারের মাধ্যমে পড়ে নকল কার্ডে সেই তথ্য বসিয়ে জালিয়াতি করা হয়েছে। এই বিষয়ে তথ্য পেতে ব্যবসায়ীর সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা। তিনি কোনও দোকান বা রেস্তরাঁর কর্মীকে

পুলিশি পেশায় শ্রদ্ধা হারিয়েই কি চাকরি ছেড়ে দিচ্ছেন ওঁরা!

Image
পুলিশের চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগ দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে কলকাতা পুলিশের চাকরি ছেড়ে দিয়ে সম্প্রতি এক ট্র্যাফিক সার্জেন্ট তুলনায় কম বেতন ও নিচু পদে রেলের 'গ্রুপ ডি' বিভাগের চাকরিতে যোগ দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে কলকাতা পুলিশ মহলে। প্রশ্ন উঠেছে, এই সিদ্ধান্ত কেন নিলেন ওই সার্জেন্ট? পুলিশেরই একাংশের বক্তব্য, কারণ একটা নয়। একাধিক। প্রথমত, কাজের ক্ষেত্রে পদে পদে রাজনৈতিক হস্তক্ষেপ এবং স্বাধীনতার অভাব তো রয়েছেই, সেই সঙ্গে যুক্ত হয়েছে যখন-তখন, যত্রতত্র পুলিশকর্মীদের নিগ্রহ এবং হেনস্থার ঘটনা। যার জেরে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি যে স্বাভাবিক সম্ভ্রমবোধ ছিল, সেটাই নষ্ট হতে বসেছে। আর সেই কারণেই পুলিশের চাকরির প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন কর্মীদের একটা বড় অংশ। লালবাজার সূত্রের খবর, গত আট বছরে শুধু ট্র্যাফিক পুলিশের সার্জেন্ট পদ থেকেই প্রায় ৬০ জন ইস্তফা দিয়েছেন। অন্য সরকারি পেশায় যোগ দিয়েছেন তাঁরা। এঁদের মধ্যে অনেকেই ডব্লিউবিসিএস-এর সি গ্রুপে ভূমি রাজস্ব আধিকারিকের মতো অপেক্ষাকৃত উঁচু পদ ও বেশি বেতনের চাকরি পেয়েছেন। আবার কম বেতনে প্রাথমিক বিদ্যালয়ের চাকরিও করছেন বেশ কয়েক জন।

প্রথম মহিলা হিসেবে ২০০তম ওয়ানডে খেলবেন মিতালি

Image
২০০ তাঁর কাছে নেহাতই একটি সংখ্যা। কিন্তু, সেই সংখ্যা ছোঁয়ার কৃতিত্ব এখনও পর্যন্ত আর কোনও মহিলা ক্রিকেটারের নেই। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ ২০০তম একদিনের ম্যাচ খেলতে নামছেন। এক সাক্ষত্‍‌কারে মিতালি বলেন, 'আমার কাছে ২০০তম ম্যাচ নেহাতই একটা সংখ্যা। তবে, এতদূর আসতে পেরে ভালো তো লাগবেই।' মিতালি রাজের কথায়, 'যখন আমি ব্যাট হাতে প্রথম বাইশগজে নেমেছিলাম, লক্ষ্য ছিল ভারতের জাতীয় দলের জার্সি পরা। কিন্তু, কোনও দিনই ভাবিনি ২০০টা একদিনের ম্যাচ খেলে ফেলব।'

খাপলাং জঙ্গি গোষ্ঠীর সদর দফতর দখল বর্মি সেনার

Image
বিনা রক্তপাতেই ভারত বিরোধী অন্যতম আগ্রাসী জঙ্গি সংগঠনের সদর দফতর দখল হয়ে গেল৷ আশ্চর্যজনক ঘটনা এই অভিযানে একটিও গুলি চলেনি৷ অস্ত্র নামিয়ে নিয়েছে নাগা জঙ্গি সদস্যরা৷ সংগঠনটির মুখ্য কার্যালয় এখন মায়ানমার সেনার দখলে৷ সূত্রের খবর, ভারত সীমান্ত লাগোয়া সাগিয়াংয়ে অভিযান চলে৷ এখানেই দীর্ঘ কয়েক দশক ধরে নাগা সশস্ত্র গোষ্ঠী সমান্তরাল সরকার পরিচালিত করছিল৷ জানা যাচ্ছে, অভিযানে অংশ নেয় অন্তত ৪০০ বর্মি সেনা৷ এনএসসিএন(খাপলাং) সংগঠনের সদর দফতর টা গা গ্রামে তারা ঢুকে পড়েছে৷ এতদিন বিনা অনুমতিতে সেখানে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি৷ সীমান্ত পেরিয়ে নাগাল্যান্ড, মনিপুরেও ছড়িয়ে পড়েছে এই খবর৷ ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড বা এনএসসিএনের খাপলাং গোষ্ঠী বরাবরই প্রবল আক্রমণাত্মক ভূমিকা নিয়ে ভারতীয় সেনার উপর ঝাঁপিয়ে পড়ে৷ দুর্গম সীমান্ত পেরিয়ে এই নাগা জঙ্গিদের হামলা ও নাশকতায় বহুবার রক্তাক্ত হয়েছে উত্তর পূর্বা ভারত৷ সম্প্রতি পৃথক নাগালিম (স্বাধীন নাগা এলাকা) আন্দোলনের সশস্ত্র পথটির অন্যতম নেতা এসএস খাপলাংয়ের প্রয়াণ হয় মায়ানমারেই৷ তাঁর মৃত্যুর পর সংগঠনে চিড় ধরছে বলেই বিভিন্ন স

শনিবারের বাজার দর কেমন যাচ্ছে জেনে নিন

Image
বিভিন্ন বাজারে এর মাঝে ঘোরাফেরা করছে সবজি থেকে মাছের দাম। বাজার যাওয়ার আগে জেনে নিন আপনার পকেট খরচের পরিমাণ। সবজি .চন্দ্রমুখী আলু – ১৪টাকা প্রতিকিলো .নতুন আলু – ১৩টাকা প্রতি কিলো জ্যোতি আলু – ১২টাকাপ্রতিকিলো .পিঁয়াজ – ২০ টাকা প্রতিকিলো .আদা – ৫০ টাকা প্রতিকিলো .রসুন – ৬০টাকা প্রতিকিলো . ফুলকপি – ৬-১৫ টাকা প্রতি পিস .বাঁধাকপি – ১০-১২ টাকা প্রতি কিলো   .উচ্ছে – ৩০ টাকা প্রতিকিলো .বেগুন – ১৫-২৫টাকা প্রতিকিলো .টমেটো – ২০ টাকা প্রতিকিলো .লঙ্কা – ১০০ টাকা প্রতিকিলো .কুমড়ো – ২০-২৫ টাকা প্রতিকিলো .পালং শাক – ২০টাকা প্রতি কিলো .লাল শাক – ১৫ টাকা প্রতি কিলো .গাজর – ২৫-৩০ টাকা প্রতিকিলো .ঝিঙে – ৬০ টাকা প্রতিকিলো .ক্যাপসিকাম – ৪০ টাকা টাকা প্রতিকিলো .পিঁয়াজকলি – ৫০ টাকা প্রতি কেজি মাছ .গোটারুই –২২০ টাকা কিলো .কাটারুই – ২৫০-৩০০ টাকা কিলো .গোটাকাতলা – ২৫০-৩৫০টাকা কিলো .কাটাকাতলা –৩৫০-৪৫০টাকা কিলো .বাটা – ১৬০-১৮০ টাকা কিলো .চারাপোনা – ১৬০ টাকা কিলো .তেলাপিয়া – ১৬০টাকা কিলো .পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো .পার্শ্বে –৪৫০ টাকা প্রতি কিলো .ভেটকি -৪৫০টাকা প্রতি কিলো .চিংড়ি – গলদা ৫৫০ থেকে ৬৫০ টাকা .বাগদা – ৫

২৫ বছর পর ফিরল নিখোঁজ বাবা, হাসপাতালে জড়িয়ে ধরল ছেলে

Image
২৫ বছর পর খুঁজে পাওয়া গেল মৃত বাবাকে। সরকারি খাতায় মৃত। মা এখনও পেনশন পান। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের এক বন দপ্তরের কর্মীকে খুঁজে পাওয়া গেল গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের পাশে। মহারাষ্ট্রের বঙ্গিওয়াড়ের রাজারাম পচুরিয়াকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে ভরতি করা হয়। অরণ্য বিভাগে কাজ করতেন রাজারাম। সালটা ১৯৯৪। একদিন জঙ্গলে কাজে যান তিনি। তারপর আর বাড়ি ফেরেননি। পুলিশ খোঁজ করেছে অনেক। কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পর রাজারামকে মৃত ঘোষণা করা হয় সরকারের পক্ষ থেকে। নিয়মমতো মৃত সরকারি কর্মীর পেনশন পান স্ত্রী। গত ২৬ অক্টোবর, হঠাৎ সাগরের কপিলমুনি আশ্রমে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। সাগর ব্লক হাসপাতালে ভরতি করা হয়েছিল। চিকিৎসকদের কাছে কোনও নাম বা ঠিকানা তখনও বলতে পারেননি তিনি। বাড়ির কোনও লোকের সঙ্গে যোগাযোগও করা যায়নি। এরপর তাঁকে মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ভাষা সমস্যা থাকায় হ্যাম রেডিওর মাধ্যমে যোগাযোগ করা হয়। মারাঠি ভাষা হওয়ায় মহারাষ্ট্রের হ্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ করে পশ্চিমবঙ্গ হ্যাম রেডিওর অধিকর্তারা। তারপর বেশ কিছু ছবি ও অডিও পাঠানো হয় মহারাষ্ট্রে। জানা যায়, মহারাষ্ট্রের চন্দ্র

আয়করে ছাড়ের বহর দেখে খুশি? সব ঠিকমতো বুঝেছেন তো?

Image
সকাল থেকেই মন দিল্লিমুখী। বাজেট নিয়ে উত্তেজনা। বারেবারেই টিভির দিকে নজর। যার জন্য শুরু থেকেই উৎসাহ সবচেয়ে বেশি সেই আয়করের বিষয়টা বাজেট বক্তৃতায় এল সবকিছুর শেষে। কারণ কেন্দ্রের চমকটা ছিল সেখানেই। আর সেই করে ছাড়ের গল্প শুনেই খুশির প্রাণ গড়ের মাঠ। কারণ ছাড় লাফিয়ে বেড়েছে অনেকটা। কিন্তু ঠিক কতটা কী হয়েছে? সব ঠিক মতো বুঝেছেন তো? ঠিক যতটা ছাড় পাচ্ছেন বলে ভাবছেন, তা পাচ্ছেন কি? একটু সহজ অঙ্কে আসা যাক। ছাড়ের অঙ্কটা বেড়েছে। আর সেটা আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষই হয়েছে। যে কিন্তু কর ছাড়ের ক্ষেত্রে টেকনিক্যাল ভাষায় যাকে স্ল্যাব বলা হয় তাতে কিন্তু কোনও বদল হয়নি। তার মানে এতদিন যে হারে কর দিতে হত সেই করের হারে বদল হচ্ছে না। কিন্তু সাধারণ মধ্যবিত্তের জন্য রয়েছে খুশির খবর। কারণ যাঁরা বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করেন তাঁদের কোনও করই দিতে হবে না। আবার এর থেকে কিছু বেশি টাকা যদি পকেটে আসে তাহলে সেটা যদি নির্দিষ্ট কিছু নিয়ম মেনে বিনিয়োগ করা যায় তাহলেও করবাবদ সরকারের ঘরে দিয়ে দিতে হবে না কিছুই। সঙ্গে বেড়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশনের মাত্রাও। তবে সব মিলিয়ে মোট অঙ্কটার উপর কিন্তু বিশেষ লাভক্

আসলে আয়করে কতটা ছাড় দিল মোদী সরকার, আপনি কোন ব্র্যাকেটে পড়বেন

Image
vঅন্তর্বর্তী বাজেটে ৫ লক্ষ টাকা ছাড়ের ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মোট আয় হলে কোনও কর দিতে হবে না। এর ফলে মধ্যবিত্তদের কর ছাড়ের বড় সুযোগ করে দিয়েছে কেন্দ্র সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই কর ছাড়ের মধ্যেও রয়েছে চমক। একদিকে যেমন করের সীমা বাড়ানো হয়েছে বলে দাবি উঠেছে, অনেকে আবার বলছেন আসলে আয়করের সীমা বাড়ানোই হয়নি। কী বলা হচ্ছে কারণ যদি আপনার আয় হয় সবমিলিয়ে ৫ লক্ষ টাকার মধ্যে। তাহলে কোনও কর আপনাকে দিতে হবে না। তবে যদি আয় হয় পাঁচ লক্ষের সামান্য বেশি তাহলে পাঁচ লক্ষ টাকার পরের বাকী অংশটুকুতেই শুধু কর ধার্য হবে তা নয়। আড়াই লক্ষের পর থেকে পুরো টাকাটাই কর দিতে হবে।     কীভাবে হিসাব কারও আয়, বিনিয়োগ, স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাড়িভাড়া, গৃহঋণের সুদ মিলিয়ে পাঁচ লক্ষ টাকার মধ্যে হলে ঠিক আছে, যদি তা না হয়, তাহলে আপনার জন্য কোনও ছাড়ই নতুন করে সরকার দেয়নি।     কারা কত পাবে এর ফলে মধ্যবিত্তদের একটা অংশ অবশ্যই আয়করে বড় ছাড় পেল বলে মনে করা হচ্ছে। তবে মধ্যবিত্তদের ওপরের অংশ সেভাবে উপকৃত হল না যাদের আয় ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে। তাঁরা আগের মতোই আয়কর দেবে। বাকী ব্র্যাকেটে আগে

খুনের সাক্ষ্য দেওয়ার মুখেই উধাও তদন্তকারী অফিসার, উন্মাদ অবস্থায় উদ্ধার ১০ দিন পর

Image
সাক্ষ্য দেওয়ার ঠিক আগের দিন রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন জগদ্দলে কিশোর অপহরণ এবং খুনের মামলার তদন্তকারী অফিসার। প্রায় ১০ দিন পর সেই অফিসারকে পাওয়া গিয়েছে সল্টলেকে। এবং কার্যত মানসিক ভারসাম্যহীন অবস্থায়! বিচারপ্রক্রিয়া চলাকালীন তদন্তকারী আধিকারিকের সাক্ষ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক সেই সময়ে তাঁর নিখোঁজ হয়ে যাওয়া এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা গোটা মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে আশঙ্কা আইনজীবীদের। আর পুলিশের সন্দেহ, এর পিছনে রয়েছে বড়সড় ষড়যন্ত্র! ২০১৮-র ২০ জানুয়ারি টিউশন নিতে গিয়ে নিখোঁজ হয়ে যায় উত্তর ২৪ পরগনার জগদ্দল থানা এলাকার সুন্দিয়াপাড়ার বাসিন্দা দ্বাদশ শ্রেণির ছাত্র অভিষেক চৌবে ওরফে প্রিন্স। নিখোঁজ হওয়ার পরেই প্রিন্সের মোবাইল থেকে মুক্তিপণ চেয়ে ফোন যায় দিল্লিতে তার জামাইবাবু উমেশ সাউয়ের কাছে। প্রথমে ১৫ লাখ টাকা এবং পরে ১০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। অপহরণকারীরা প্রিন্স জীবিত আছে বলে দাবি করলেও ২৪ জানুয়ারি পানিহাটির সুখচর এলাকায় গঙ্গায় ভেসে ওঠে প্রিন্সের দেহ। অপহরণ এবং খুনের মামলা শুরু করে জগদ্দল থানা। তদন্তের দায়িত্ব পান ওই থানার সাব-ইন্সপেক্টর কমল চক্রবর্তী। তদন

২০২২ সালে ‘নতুন ভারত’ গড়ার লক্ষ্যেই এই বাজেট, মন্তব্য পীষূষ গোয়েলের

Image
এবার বাজেটে সাধারণ মানুষ ও কৃষকদের জন্য একগুচ্ছ সুবিধে দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই তা করা হয়েছে বলে সরকারকে ইতিমধ্যেই নিশানা করতে শুরু করেছে চাপে পড়ে যাওয়া বিরোধীরা। তবে অর্থমন্ত্রী পীযূষ গোয়েলের সাফ কথা, করছাড় ও আর্থিক সুবিধা দেওয়ার কথা সরকার ঘোষণা করেছে যাতে দেশের কৃষক সহ আম জনতার জীবনযাত্রার মান আরও উন্নত হয়। জি মিডিয়াকে অর্থমন্ত্রী বলেন, দেশে আর্থিক বৃদ্ধির পাশাপাশি, বিজেপি সরকার সবসময় মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। ২০২২ সালে এক 'নতুন ভারত' গড়ে তোলার লক্ষ্যেই এই বাজেট তৈরি করা হয়েছে। গত পাঁচ বছরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে সরকার। দেশের আর্থিক বৃদ্ধির কথা বলতে গিয়ে গোয়েল বলেন, ভারত দুনিয়ার ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। গত পাঁচ বছরে একাদশ স্থান থেকে ওই জায়গায় এসেছে দেশ। এর একটা কারণ মোদী সরকারের একাধিক সংস্কার কর্মসূচি। ২০২২ সালে এক 'নতুন ভারত' তৈরির সংকল্প প্রসঙ্গে পীয়ূষ গোয়েল আরও বলেন, ভবিষ্যতের ভারত হবে আরও স্বচ্ছ, সবার জন্য মাথার ওপরে থাকবে ছাদ, পরিশ্রুত পানীয় জল, কৃষকদের দ্বিগুণ আয়, জ

হাঁটু মুড়ে প্রাণভিক্ষা কাশ্মীরি তরুণীর, গুলিতে ঝাঁঝরা করল জঙ্গিরা, দেখুন নির্মম ভিডিয়ো

Image
দক্ষিণ কাশ্মীরে সোপিয়ান জেলায় উদ্ধার হয়েছে এক যুবতীর গুলিবিদ্ধ দেহ। ওই নির্মম ঘটনাটির ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা সামনে আসতেই উপত্যকায় সন্ত্রাসের নৃশংস ছবি ধরা পড়ল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।  শুক্রবার সকালে জৈনাপুরা এলাকায় আপেল বাগানে এক যুবতীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারপ করে পুলিস। মৃতের নাম ইশারত মুনির। ২৫ বছরের ইশারত ওই অঞ্চলেই থাকতেন। পুলিস জানিয়েছে, ঘটনাটি ভয়ঙ্কর। তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নির্মমভাবে গুলি করে তাঁকে হত্যা করা হয়েছে।  ওই ঘটনার পর ১০ সেকেন্ডের একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন জঙ্গিরা। বৃহস্পতিবার রাতে ভিডিয়োটি তোলা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিসের। ভিডিয়োয় দেখা গিয়েছে, সন্ত্রাসবাদীদের কাছে হাঁটু মুড়ে বসে প্রাণভিক্ষা চাইছেন ইশারত। কিন্তু যুবতীর কান্নায় সাড়া দেয়নি জঙ্গিরা। তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় তারা। ঘটনার পর দক্ষিণ কাশ্মীরে নিঃশব্দতা গ্রাস করেছে।  জানা গিয়েছে, অলবদর জঙ্গি সংগঠনের কমান্ডার জীনত-উল-ইসলামের আত্মীয়। গত ১৩ জানুয়ারি দক্ষিণ কাশ্মীরের কুলগামে জীনত-সহ তার সঙ্গীদের খতম করেছে সেনা। জীনতের তথ্য ওই যুবত

রোগীমৃত্যুতে গাফিলতির অভিযোগ, উত্তপ্ত এসএসকেএম

Image
রোগীমৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তেজনা ছড়াল কলকাতার এসএসকেএম হাসপাতালে। মৃতার পরিবারের অভিযোগ, বিনাচিকিত্সায় দিনভর ফেলে রাখা হয়েছিল ওই রোগীকে। সেই কারণেই মৃত্যু হয়েছে। মৃতার পরিজনরা হাসপাতালে বিক্ষোভ দেখায়। ভাঙচুরেরও চেষ্টা করে বলে অভিযোগ। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে অপ্রীতিকর কোনও ঘটনা যাতে না ঘটে, তার জন্য এসএসকেএম চত্বরে বাড়তি পুলিসও মোতায়েন করা হয়। মৃতার নাম পূর্ণিমা দাস। বছর ৩৩-এর ওই যুবতী গড়িয়ার বাসিন্দা। গত দু'বছর ধরে তাঁর ব্রেন টিউমার হয়েছিল। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে পরিবারের লোকজন এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন। পরিবারের দাবি, সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁরা পূর্ণিমাকে নিয়ে হাসপাতালে আসেন। তাঁদের কাছে বিধায়কের সুপারিশপত্রও ছিল। তা সত্ত্বেও ওই যুবতীকে ঘণ্টার পর ঘণ্টা বিনা চিকিত্সায় ফেলে রাখা হয়। পরিবারের অভিযোগ, বেড তো পাওয়া যায়নি। এমনকী, প্রাথমিক চিকিত্সাও করা হয়নি। অক্সিজেনের প্রয়োজন ছিল। তাও দেওয়া হয়নি। ফলে সময়ের সঙ্গে সঙ্গে পূর্ণিমার পরিজনদের ক্ষোভের মাত্রা চড়তে থাকে। রাত দশটার পর অনেক চেষ্টা করে পরিবারের লোকেরা পূর্ণিমার জন্য অক

পর্বতের মূষিক প্রসব! বোঝার ভুলেই উল্লাস আয়করে

Image
বাজেট বক্তৃতার পর ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীই স্পষ্ট করলেন, আয়করে ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে ৫ লক্ষ টাকা হচ্ছে না। পর্বতের মূষিক প্রসব! ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করার ঘোষণা করে পীযূষ গয়াল এমন বিশ্বজয়ের হাসি দিয়েছিলেন, তার সঙ্গে নরেন্দ্র মোদী থেকে গোটা বিজেপি বেঞ্চের টানা টেবিল চাপড়ানো ও জয়ধ্বনি শুরু করেছিলেন যে, বিরোধী সাংসদরা হতবাক হয়ে গিয়েছিলেন কিছু ক্ষণের জন্য। বাজেট বক্তৃতার পর ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীই স্পষ্ট করলেন, আয়করে ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে ৫ লক্ষ টাকা হচ্ছে না। করযোগ্য আয় ৫ লক্ষ টাকা পর্যন্ত হলেই এই ছাড় মিলবে। করযোগ্য আয় তার বেশি হলেই কর মেটাতে হবে পুরনো হারে। কারণ, করের হারে কোনও বদল হচ্ছে না। এত দিন আয়কর আইনের ৮৭এ ধারায় সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে ২,৫০০ টাকা পর্যন্ত রিবেট মিলত। এ বার সেই ধারাই সংশোধন করা হল। যার ফলে ৫ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে ১২,৫০০ টাকা পর্যন্ত রিবেট মিলবে। আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকায়, ৫ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে ঠিক ১২,৫০০ টাকাই কর বসে। এ বার ঠিক সেই ১২,৫০০ টাকাই রিবেট দিয়ে দেওয়ায়, কোনও কর মেটাতে হবে না। সরকারের হিসেব, প্র