ভয় না পেলে সিবিআইকে আটকাচ্ছেন কেন, দুর্গাপুরে মমতাকে তোপ মোদীর


দুর্গাপুর থেকে মমতাকে তীব্র আক্রমণ মোদীর। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

এক দিনে দু'টি সভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার প্রথম সভাটি করলেন ঠাকুরনগরে। আর তাঁর দ্বিতীয় সভাটি দুর্গাপুরে। জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী, রাজীব গাঁধীর পর এ বার নরেন্দ্র মোদী। ১৯৮৬ সালে দুর্গাপুরে এসেছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী। ৩২ বছর বাদে ফের কোনও প্রধানমন্ত্রী এই শহরে এলেন। দুপুর আড়াইটে নাগাদ দুর্গাপুরে পৌঁছন মোদী। এই সভামঞ্চ থেকে মোদী কী বলেন সে দিকে নজর ছিল গোটা রাজ্যবাসী থেকে রাজনৈতিক মহলের।

এ দিন ঠাকুরনগরের সভায় মমতা ও তাঁর সরকারকে আক্রমণ করেন মোদী। কিন্তু সেই আক্রমণে ততটা ঝাঁঝ ছিল না। তাই সকলের নজর ছিল দুর্গাপুরের সভার উপর। এই সভা থেকে কী বলবেন মোদী!  ঠাকুরনগরেরর চেয়েও এখানে ভিড় ছিল আরও বেশি। মোদী আসতেই সকলে 'জয় শ্রী রাম' ধ্বনি তোলেন। ভিড় দেখে উচ্ছ্বসিত হন মোদীও। তিনি বলেন, "এত বড় মাঠ, তার পরেও মনে হচ্ছে যেন ছোট। ভিড় এতটাই বেশি।"

যে সুরে ঠাকুরনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিশানা সাধেন মোদী, দুর্গাপুরে কিন্তু আক্রমণের ঝাঁঝ আরও বেশি ছিল। মোদী বলেন, "তৃণমূলের বিদায় নিশ্চিত। বাংলা পরিবর্তন আনবে, দেখতে পাচ্ছি।" তাঁর আরও হুঁশিয়ারি, যত আটকানোর চেষ্টা করবে, ততই বাড়বে বিজেপি। ঠাকুরনগরের মতোই এখানে তৃণমূলের সিন্ডিকেট রাজ নিয়ে মমতাকে আক্রমণ করেন মোদী। বলেন, " তৃণমূল তোলাবাজি ট্যাক্স (ট্রিপল টি) চলছে রাজ্যে।" সিবিআই নিয়েও চড়া আক্রমণ করে মোদী বলেন, "সিবিআইকে ভয়ে পশ্চিমবঙ্গে আসতে দেওয়া হচ্ছে না। দোষ না করলে ভয় কীসের।"


কী বললেন মোদী
• হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না, যাত্রা বন্ধ করে দেওয়া হচ্ছে।
• সিবিআইকে ভয়ে পশ্চিমবঙ্গে আসতে দেওয়া হচ্ছে না। দোষ না করলে ভয় কীসের।
• বাংলায় জগাই-মাধাই সিন্ডিকেট চলছে।
• দিদি ভেবেছেন সবাই মোদী বললে ওনার কী হবে?
• আয়ুষ্মান ভারতের সুবিধা পেলে সবাই মোদীর স্তুতি করবে। তাই ভয় পাচ্ছে তৃণমূল। 
• 'ট্রিপল টি' কে টেক্কা দেওয়ার মতো এত দিন কেউ ছিল না।
• তৃণমূল তোলাবাজি ট্যাক্স (ট্রিপল টি)-এ পরিচিত বাংলার বাচ্চারও।
• এই সরকার নির্দয়, এক মুহূর্ত থাকার অধিকার নেই।
• তৃণমূল সরকার গরিব বিরোধী।
• আমাদের কৃষক প্রকল্প অনেক বড়।
• কংগ্রেসের মতো নাটক করি না।
• তৃণমূল বাংলার উন্নয়ন চায় না।
• আমরা কৃষকদের সমস্যার স্থায়ী সমাধানের কথা ভেবেছি।
• ভোটের পরে বাজেটে উন্নয়নের বন্যা বইয়ে দেব।
• স্বাধীনতার পর কৃষকদের জন্য এত বড় প্রকল্প কোনও সরকার বানায়নি।
• মুদ্রাস্ফীতি কমিয়ে আনতে পেরেছি।
• গত সাড়ে চার বছরের চেষ্টার ফল এই বাজেট।
• কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত করছে না রাজ্য।
• তৃণমূল বুঝে নিন, এ সব করে লাভ নেই।
• এই বাজেট সবে ট্রেলার। ভোটের পরই নতুন ভারতের ছবি স্পষ্ট হবে।
• এই বাজেটে দেখিয়েছি কাকে বলে সব কা সাথ সব বিকাশ।
• ঠাকুরনগরের সভার বিশৃঙ্খলার জন্য ক্ষমাপ্রার্থী।
• বাংলার মাটি অত্যাচার সহ্য করবে না।
• বাংলা পরিবর্তন আনবে, দেখতে পাচ্ছি।
• বিজেপি কর্মীদের বলিদান বিফলে যাবে না।
• আপনাদের ভালবাসাই তৃণমূলের ঘুম ছুটিয়েছে।
• তৃণমূলের বিদায় নিশ্চিত।
• হিংসা দিয়ে বিজেপিকে রোখা যাবে না।
• যত আটকাবেন তত বাড়বে বিজেপি।
• বিজেপির সভায় ভিড় দেখে ভয় পেয়েছেন মমতা।
• প্রদীপ নেভার আগে দপ করে জ্বলে ওঠে।
• চার দিকে শুধু লোক আর লোক দেখছি। এত বড় মাঠ, তাও মনে হচ্ছে জায়গা কম পড়ে গিয়েছে।
• ঠাকুরনগরের আহতদের প্রতি আমার সমবেদনা।
• ঠাকুরনগরের ভিড় দেখে আমি খুশি।
• দুর্গাপুরে পৌঁছলেন নরেন্দ্র মোদী।