Posts

Showing posts from October 26, 2018

#মিটু-র জের, মহিলাদের সমঝে চলছেন শহুরে ভারতীয় পুরুষরা! বলছে সমীক্ষা

Image
#মিটু আন্দোলনের জেরে যৌন নিগ্রহ নিয়ে সচেতনতা বাড়ছে। যৌন নিগ্রহের প্রতিবাদে মুখ খুলছেন একের পর এক নারী। প্রকাশ্যে তুলে ধরছেন ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা।#মিটু নিয়ে সরগরম চারপাশ। আর এই আন্দোলনের জেরে নাকি ভয় পেয়ে গিয়েছেন শহরাঞ্চলের অর্ধেক পুরুষ! তাঁরা এখন বুঝেশুনে কথা বলছেন মহিলাদের সঙ্গে। আগের চেয়ে বেশি সমীহ করছেন। যেচে ভাব জমানোর অভ্যাসেও অনেকের ভাটা পড়েছে। প্রয়োজন ছাড়া মুখোমুখিও হচ্ছেন না। সম্প্রতি একটি সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে অনলাইন গবেষণা চালায় ব্রিটেনের 'ইউগভ' সংস্থা। ভারতেও তাদের শাখা রয়েছে। এ দেশে #মিটু আন্দোলন শুরু হলে বিভিন্ন শহরাঞ্চল থেকে ১০০০ জন প্রাপ্তবয়স্ক মানুষ (৫১ শতাংশ পুরুষ, ৪৯ শতাংশ মহিলা) নিয়ে একটি সমীক্ষা চালায় তারা। ১৬ থেকে ২২ অক্টোবর, মোট সাতদিন ধরে চলে এই সমীক্ষা। তাতে দেখা যায়, প্রতি দু'জনের মধ্যে একজন পুরুষ #মিটু আন্দোলনের জেরে তটস্থ। মহিলাদের সঙ্গে কথা বলার সময় আগের চেয়ে ঢের বেশি সতর্ক হয়েছেন তাঁরা। যাতে মুখ ফস্কেও কিছু বলে না বসেন। প্রতি তিনজনের মধ্যে একজন আবার মহিলাদের সঙ্গে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছ

২০০ কিমির দূরত্ব কমে ২০-তে! দেশে তৈরি হচ্ছে দীর্ঘতম সেতু

Image
গুয়াহাটি: দেশে তৈরি হচ্ছে দীর্ঘতম সেতু। পরিকল্পনামাফিক ব্রহ্মপুত্রের উপর দিয়ে তৈরি করা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী সেতু। ফরাসি সংস্থার হাত ধরে তৈরি হচ্ছে ১৯.৩ কিলোমিটার লম্বা সেই ব্রিজ। অসমের ধুবড়ির সঙ্গে মেঘালয়ের ফুলবাড়ি জোড়া লাগবে এই সেতুর মাধ্যমে। বর্তমানে স্থলপথে এই দুই জায়গার দূরত্ব ২০০ কিলোমিটার। সেই দুরত্ব কমে ২০ কিলোমিটারে চলে আসবে এই সেতু তৈরি হলে। ২০২৬ থেকে ২০২৭-এর মধ্যে ব্রিজ তৈরির কাজ সম্পূর্ণ হবে। বর্তমানে নদীর উপর দিয়ে তৈরি সেতুর মধ্যে সবথেকে দীর্ঘ হল ঢোলা-সাদিয়া ব্রিজ যা ভূপেন হাজারিকা সেতু নামেও পরিচিত। এটি ৯.১৫ কিলোমিটার লম্বা। অর্থাৎ নতুন সেতুট দৈর্ঘ্যে হবে এর দ্বিগুণ। বর্তমানে ধুবড়ি থেকে ফুলবাড়ি যেতে গেলে নারায়ন ব্রিজ হয়ে যেতে হয়। প্রায় ২০০ কিমি পথ অতিক্রম করতে হয়। অথবা ফেরি বোট করে যেতে হয়। নদিপথে যেতে আড়াই ঘণ্টা সময় লাগে। এবার তৈরি হচ্ছে চারটি লেনের ব্রিজ, যা দুই রাজ্যের যোগাযোগ অনেকটা বাড়াবে বলে মনে করা হচ্ছে।

বারাসতে গণধর্ষণ মহিলাকে, ফিরে এল কামদুনির বিভীষিকা

Image
বারাসতে ফের গণধর্ষণ। ফিরে এল কামদুনির ভয়াবহ স্মৃতি। অভিযোগ, বারাসতের নবপল্লি এলাকায় এক মহিলাকে গণধর্ষণের পর খুনের চেষ্টা করা হয়। আরও অভিযোগ, এই ঘটনায় অভিযোগ জানাতে গেলে পুলিসও প্রথমে অসহযোগিতা করে। এই ঘটনায় অভিযোগে কাঠগড়ায় স্থানীয় কাউন্সিলর ও তাঁর অনুগামী। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিস। জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা বারাসতের ভদ্রবাড়ি রোডের বাসিন্দা। রড চুরির প্রতিবাদ করেছিলেন তিনি। পরিবারের অভিযোগ, তারপরই ৪৭ বছরের ওই মহিলাকে গণধর্ষণ করে খুনের চেষ্টা করা হয়। তাঁদের অভিযোগ, মঙ্গলবার ভোরে ফুল তুলতে গিয়েছিলেন ওই মহিলা। সেইসময়ই তাঁকে তুলে নিয়ে যায়। তারপর নির্জন স্থানে তাঁকে গণধর্ষণ করা হয়। পাশবিক অত্যাচার চলে ওই মহিলার উপর। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা বর্তমানে বারাসত হাসপাতালে ভর্তি। নির্যাতিতার পরিবারের অভিযোগ, এই ঘটনায় জড়িত স্থানীয় কাউন্সিলর অরুণ ভৌমিক ও তাঁর অনুগামীরা। আর সেই কারণে পুলিসও প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে। পুলিসের উপর প্রভাব খাটানোর চেষ্টা করেন কাউন্সিলর ও তাঁর দলবল। পরে অভিযোগ গ্রহণ করেছে পুলিস। ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গণধর্ষণের ঘটনায় তদন্ত শ

৪ জনের শরীরে বেঁচে থাকবেন তেইশের এই যুবক!

Image
চারজনের শরীরে অমিতের অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে। ফের অঙ্গদানের নজির গড়ল শহর। পঞ্চমীর রাতে উল্টোডাঙা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন অমিত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর ব্রেন ডেথ হওয়ায় অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার।এর পরেই এসএসকেএম এবং অ্যাপোলো হাসপাতালে চারজন গ্রহীতার শরীরে অমিতের অঙ্গ প্রতিস্থাপন করা হয়। বৃহস্পতিবার রাতে গ্রিন করিডর করে এসএসকেএমে নিয়ে আসা হয় অমিতের একটি কিডনি। অ্যাপোলো হাসপাতালে রাতে অমিতের আর একটি কিডনি, হার্ট ও লিভার প্রতিস্থাপন করার প্রক্রিয়া শুরু হয়।এছাড়াও তার ত্বকও সংরক্ষণ করা হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। অমিতের বাড়ি বেহালার শকুন্তলা পার্কে। গত ১৪ অক্টোবর উল্টোডাঙা উড়ালপুলে দুর্ঘটনার পর তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ব্রেন ডেথ-এর পর তাঁর একটি কিডনি পেয়েছেন এসএসকেএম হাসপাতালের ভর্তি সৈকত সাঁধুখা। যাদবপুরের বাসিন্দা সৈকত দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। তাঁর মা কিডনি দিতে চেয়েছিলেন ছেলেকে।কিন্তু তাঁর কিডনিতে পাথর থাকায়, তা সম্ভব হয়নি। সৈকতের শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। অমিতের কিডনি সফলভাবে প্রতিস্থাপন হয়েছে তাঁর শরীরে। তবে

সবরীমালায় অশান্তি : ২০৬১ জনকে গ্রেপ্তার

Image
ত্রিভান্দ্রাম : সুপ্রিম কোর্টের নির্দেশের পরও সবরীমালা মন্দিরে ঢুকতে চাওয়া কয়েকজন মহিলার উপর চড়াও হয় ক্ষিপ্ত আয়াপ্পা ভক্তদের একাংশ। তৈরি হয় অশান্তি, বিশৃঙ্খলা। এই অশান্তি ছড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০৬১ জনকে গ্রেপ্তার করল কেরালা পুলিশ। আরও ৪৫২ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এই বিষয়ে কেরালার DGP লোকনাথ বেহেরা বলেন, "আমরা এখনও অনেক জনকে চিহ্নিত করেছি। তাদেরও গ্রেপ্তার করা হবে। আইন অনুযায়ী যা করার আমরা অবশ্যই করব।" সবরীমালা মন্দিরের প্রথা অনুযায়ী, ১০-৫০ বছর বয়সী কোনও ঋতুমতী মহিলার মন্দিরে প্রবেশের অধিকার নেই। কারণ, ধর্মীয় বিশ্বাস মন্দিরের দেবতা আয়াপ্পাস্বামী চিরকুমার। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাদের ঢুকতে দিতে হবে। এই নির্দেশের পরও চলতি মাসের ১৭ তারিখ মন্দির পাঁচদিন খোলা থাকলেও পঞ্চাশের কম বয়সের কোনও মহিলাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। এনিয়ে অশান্তিও হয়। আগামী মাসের ১৬ তারিখ ফের মন্দির খুলবে। ১২ দিন ধরে চলবে আয়াপ্পাস্বামীর দর্শন। এছাড়া, গত সপ্তাহে নিলাক্কাল, পাম্বা ও সবরীমালাতে সাংবাদিকদের এবং মহিলাদের ভক্তদের উপর চড়াও হয়

রাজ্যের লক্ষাধিক প্রবীণ নাগরিকদের জন্যে বড় খবর

Image
নয়াদিল্লি: প্রবীণ নাগরিকদের জন্য সুখবর শোনাল দিল্লি সরকার৷ এবার তীর্থযাত্রার উপর থাকছে বিশেষ সুবিধা৷ প্রকল্পটির কাজ প্রায় সম্পূর্ণ৷ ৪-৫ দিনের এই যাত্রায় বিশেষ সুযোগ সুবিধা পাবেন যাত্রীরা৷ সংবাদ মাধ্যমের তথ্য জানাচ্ছে, ইতিমধ্যেই মন্ত্রীসভাতে 'মুখ্য মন্ত্রী তীর্থযাত্রা যোজনা' অনুমোদন পেয়েছে৷ প্রত্যেক বছর প্রায় ৭৭০০০ সিনিয়র সিটিজেনরা বিনামূল্যে তীর্থযাত্রার সুযোগ পাবেন প্রকল্পটিতে৷ নভেম্বর মাসেই শুভসূচনা হতে চলেছে প্রকল্পটির৷ যেটির লক্ষ্য থাকছে তীর্থযাত্রীদের বিনামূল্যে বাসস্থান সহ অন্যান্য সুবিধা প্রদান করা৷ যার মধ্যে খাবার, বাসস্থান, যাতাযাতের সমস্ত খরচই থাকছে, যা দেবে দিল্লি সরকার৷ একেবারে প্রবীণ নাগরিকরা যাত্রার সময় সঙ্গে একজন অ্যাটেনডেন্ট রাখতে পারবেন৷ প্রকল্পটির জন্য ইতিমধ্যেই একটি ওয়েবসাইট তৈরি করেছে সরকার৷ যেটিকে চলতি মাসেই লঞ্চ করা হবে৷ তীর্থযাত্রার জন্য নাম নথিভুক্ত করার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন যাত্রীরা৷ ৪-৫ দিনের এই তীর্থযাত্রার জন্য মোট ৮০ টি ট্রেন বরাদ্দ করা হয়েছে৷ প্রতিটি ট্রেনে পাঠানো হবে ১০০০ জন যাত্রীকে৷ তীর্থযাত্রার অংশ হতে গেলে যাত্

আসছে 5G! জেনে নিন কীভাবে এবার বদলাবে আপনার জীবনযাত্রা

Image
বাজারে 5G আসার গুঞ্জন। মোবাইল নেটওয়ার্কের ফিফথ-জেনারেশন অর্থাৎ 5G সম্পূর্ণভাবে বদলাবে ইন্টারনেট স্পিডের সংঙ্ঘাকে৷ যেটি নিত্যদিনের ব্যবহৃত ডিভাইসগুলিতে যোগ করবে আলাদা মাত্রা৷ যেটি আপনার বাড়িতে থাকা সমস্ত ডিভাইসকেই (ফ্রিজ থেকে সিকিওরিটি সিস্টেম) স্মার্টফোনের মাধ্যমে কানেক্ট করবে৷ আর, সেই সঙ্গেই বাস্তবায়িত হবে স্মার্টসিটির ধারণাটি৷ ২০২২ সালের মধ্যেই ভারতে আসতে পারে 5G নেটওয়ার্ক৷ যা বদলাবে জীবনযাত্রার ধরণকে৷ কিন্তু, কীভাবে জীবনযাত্রাকে বদলাবে 5G নেটওয়ার্ক? ১) স্মার্টসিটিগুলিতে পাওয়ার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ট্রাফিক সিস্টেম সবকিছুই 5G র মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে৷ উদারহণ হিসেবে বলা যায় ট্রাফিক কনট্রোলের কথা৷ যেখানে শহরের আশেপাশে থাকা সেন্সরগুলি রাস্তার যানচলাচল এবং পথচারীদের গতিবিধি লক্ষ্য করবে৷ শুধু তাই নয়, অটোমেটিক্যালি ট্রাফিক লাইটকে অপারেট ও নিয়ন্ত্রণ করবে৷ ২) স্মার্ট-হোমগুলিতে 5G নেটওয়ার্ক সিকিওরিটি সিস্টেম, বিদ্যুৎ, জলের খরচ কমাতে সাহায্য করবে৷ শুধু তাই নয়, বাড়ির বাইরে চলে যাওয়ার পর অটোমেটাক্যালি বন্ধ হয়ে যাবে লাইটস৷ যেটির মাধ্যমে অনেকাংশে কমানো যাবে

বাংলায় শিক্ষক নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত এসএসসির

Image
কলকাতাঃ  রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের। ৫০০ শিক্ষককে নতুন করে নিয়োগপত্র দেবে সরকার। কালীপুজোর পরেই এই বিষয়ে চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এসএসসির তরফে জানানো হয়েছে, কারোর চাকরি যাবে না। নতুন করে শুধু নিয়োগপত্র দেওয়া হবে এই সমস্ত শিক্ষককে। শুধু তাই নয়, মাধ্যমিক স্তর অর্থাৎ নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে প্রক্রিয়া আটকে ছিল তাও ফের চালু করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত দাড়িভিটের ঘটনার পরেই প্রকাশ্যে আসে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নানা ক্রটি। এই বিষয়ে এসসিসির সঙ্গে বৈঠকে বসে স্কুল শিক্ষা দফতর। বৈঠকে ঠিক হয় যে স্কুলে যে শিক্ষক প্রয়োজন তাই দেওয়া হবে। কিন্তু যে সমস্ত নিয়োগের কাগজ তুলে দেওয়া হয়েছিল তাতে নানারকম ভুল ছিল। তাই নতুন করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেওয়া হবে নিয়োগ-পত্র। যেখানে স্পষ্ট লেখা থাকবে কোন স্কুলে হবে নিয়োগ। এক্ষেত্রে কারোর চাকরি কিংবা সমস্যা হবে না বলে ইতিমধ্যে আশ্বাস দেওয়া হয়েছে বলে এসএসসির তরফে।

পাওনা ১৫০০ টাকা চাইতে গিয়ে কান কাটা গেল যুবকের!

Image
পাওনা টাকা চাইতে গিয়ে কান কাটা গেল ব্যক্তির। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগরে। আহত ব্যক্তির নাম সুজন  সিংহ। গুরুতর জখম অবস্থায় বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। বৈষ্ণবনগরের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সবদলপুর গ্রামের বাসিন্দা সুজন সিংহ। পেশায় মোটরবাইক মিস্ত্রি। সুজন সিংহের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে ওই এলাকারই বাসিন্দা লিটন সিংহের মোটরবাইকটি খারাপ হয়ে যায়। সেইসময় বাইকটি সারিয়ে দিয়েছিলেন সুজন। কিন্তু বাইক সারানোর দেড় হাজার টাকা দেননি লিটন। পাওনা টাকা আদায়ের জন্য এক বছর ধরে ঘুরছিলেন সুজন। বুধবারও লিটনের কাছে বকেয়া দেড় হাজার টাকা চাইতে যান সুজন। কিন্তু বুধবারও টাকা দিতে অস্বীকার করেন লিটন। এই নিয়ে দুজনের মধ্যে বচসা বেঁধে যায়। স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে সেই সময়ের মতো বিষয়টি মিটে যায়। কিন্তু এরপরই বৃহস্পতিবার রাতে সুজনের বাড়িতে লিটন ও তাঁর দলবল চড়াও হয় বলে অভিযোগ। অভিযোগ, বেধড়ক মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে সুজনকে কোপায় লিটল। সুজনের ডান কানের বেশ কিছুটা অংশ কাটা যায়। সুজনের চিতকার শুন

বিবাহ বহির্ভূত সম্পর্ক! ‘অগ্নিপরীক্ষা’ নিয়ে বৌমার হাত পোড়ালেন শাশুড়ি

Image
বিবাহ বহির্ভুত সম্পর্কের অভিযোগ এনে পুত্রবধূর হাত পুড়িয়ে দিলেন শাশুড়ি।  উত্তরপ্রদেশের মথুরায় ওই ঘটনা ঘটেছে। এর পর থেকে ওই গৃহবধূর স্বামী ও শাশুড়ি পলাতক। বছর খানেক আগের কথা। রীতিমতো সম্বন্ধ করে বিয়ে হয় সুমানি এবং জয়বীরের। এপ্রিলের সে দিন উত্তরপ্রদেশের মথুরায় কার্যত উৎসবে মেতেছিল দুই পরিবার। ওই দিনই সুমানির বোন পুষ্পার সঙ্গে বিয়ে হয় জয়বীরের ভাই জশবীরের। কিন্তু, এক বছর কাটতে না কাটতেই ছন্দপতন। যে মেয়েকে ধুমধাম করে বিয়ে দিয়ে বাড়িতে এনেছিলেন, তার বিরুদ্ধেই ব্যাভিচারের অভিযোগ তোলে শ্বশুর বাড়ির লোকজন। সব থেকে বেশি সরব হন সুমানির শাশুড়ি। এক তান্ত্রিকের বিধান মতো বউমাকে 'অগ্নিপরীক্ষা' দিতে হবে বলে সরব হন তিনি। কিন্তু, শাশুড়ির সেই নির্দেশ মানতে চাননি  সুমানি। অভিযোগ, তার পরই শাশুড়ি ওই তরুণীর দুই হাতে আগুন লাগিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় সুমানি হাসপাতালে ভর্তি। শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন-মারধরের অভিযোগ করেছেন এই তরুণী। সুমানির আরও অভিযোগ, দিন কয়েক আগে ছুরি দিয়ে তাঁর হাত কেটে নেওয়ার চেষ্টা করেছিলেন জয়বীর। সে সময় গুরুতর আহত হয়েছিলেন সুমানি। শাশুড়ি এবং আরও ছ'জনের বির

কালীপুজোর চাঁদা ৪০ হাজার! দিতে না চাওয়ায় ১০ দোকানে তালা পড়ল দমদমে

Image
 দোকানের তালা ঝালাই করে সিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কারও কাছে চাওয়া হয়েছে ৪০ হাজার টাকা। কারও কাছে বা ৩০ হাজার। ২০ হাজারও চাওয়া হয়েছে কারও কারও কাছে। কালীপুজোয় ওই পরিমাণ টাকা না দিলে দোকান বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। যে ব্যবসায়ীরা দাবি মতো চাঁদা দেননি, এ বার তাঁদের দোকান বন্ধ করে দিল দমদম ক্যান্টনমেন্টের নতুন বাজার এলাকার একটি পুজো কমিটি। দোকানের তালা ঝালাই করে সিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত কয়েক দিন আগেই। স্থানীয় 'রবীন্দ্রনগর নতুন বাজার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি'র তরফে ওই এলাকার সমস্ত ব্যবসায়ীর কাছে কালীপুজোর চাঁদা চাওয়া হয়। কিন্তু, টাকার অঙ্ক জানার পর অনেকেই তা দিতে অস্বীকার করেন। এর পরেই আসতে থাকে হুমকি। দাবি মতো চাঁদা না পেলে ব্যবসা করতে দেওয়া হবে না বলে ওই পুজো কমিটির কর্তারা হুমকি দেন বলে অভিযোগ। কিন্তু, সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সেই হুমকি বাস্তব চেহারা নেবে তা ভাবতে পারেননি ব্যবসায়ীরা। শুক্রবার দোকান খুলতে গিয়ে তাঁদের অনেকেই দেখেন, শাটার বা দরজার তালা ঝালাই করে আটকে দেওয়া হয়েছে। কোনও তালায় চাবি ঢোকানোর জায়গা নেই। সব মিলিয়ে ১০টি দোকান ও

বিজেপি সাংসদ-তসলিমা ‘অবৈধ’ সম্পর্ক ফাঁস করল মেয়ে

Image
কলকাতা: "আমি অঙ্কিতা ভট্টাচার্য। আমার স্বামীর নাম ইন্দ্রনাথ ভট্টাচার্য। আমার বাবার নাম জর্জ বেকার। মায়ের নাম তসলিমা নাসরিন।" অবাক হচ্ছেন? খবরের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে একই রকম অবাক হতে হয়েছিল এই প্রতিবেদককে। যেন জোড়া ফলায় বিদ্ধ হতে হচ্ছে। তসলিমা নাসরিনকে ঘিরে নানাবিধ বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে ধর্মীয় বিষয় নিয়ে বিরূপ মন্তব্য। অন্য একটি হল তাঁর যৌন জীবন। জীবনে তিন বার বিয়ে করেছেন তিনি। প্রথমটি আশির দশকে। পরের দু'টি ১৯৯০ সাল থেকে ১৯৯২ সালের মধ্যে। বিয়ের বাইরেও যে তাঁর যৌন সম্পর্ক ছিল সেই বিষয়ে অবশ্য কোনও লুকোচুরি রাখেননি তসলিমা। তবে ঠিক কার কার সঙ্গে তিনি নিজের যৌনতা ভাগ করে নিয়েছেন সেই বিষয়ে অনেক বিতর্ক আছে। অন্যদিকে লোকসভার সাংসদ জর্জ বেকারের ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ কোনও তথ্য জানা যায় না। অসমের এক গ্রিক পরিবারে জন্ম নেওয়ায় জন্ম বেকার পেশায় অভিনেতা। অসমীয় ভাষার পাশাপাশি অনেক বাংলা এবং হিন্দি ছবিতে অভিনয় করেছেন। যাত্রার মঞ্চ এবং টেলিভিশনেও তাঁকে দেখা গিয়েছে। ২০১৪ সালে রাজনীতির ময়দানে আসেন জর্জ বেকার। লোকসভা ভোটে হাওড়া থেকে লড়াই করলেও জিততে পারেনন

বাজেয়াপ্ত বোতলে ভরা ১.৭ কোটি টাকা মূ্ল্যের সাপের বিষ, গ্রেফতার ৪

Image
মুম্বই: মহারাষ্ট্রে সাপের বিষ পাচারে চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। বাজেয়াপ্ত হল কোটি টাকার বেশি দামের সাপের বিষ। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। জলের বোতলে ভরে সাপের বিষ ধৃতরা পাচার করছিল বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, সাপের বিষ পাচারের এই চক্র বিভিন্ন রাজ্যে সক্রিয় ছিল। মহারাষ্ট্রের রায়গড় পুলিশ সাপের বিষ বাজেয়াপ্ত করেছে। এর মূল্য ১.৭ কোটি টাকা বলে অনুমান। পুলিশের এক আধিকারিক বলেছেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রায়গড়ের মান্ডোয়া জেট্টি থেকে রাজারাম জৈসওয়ার (৪৬) ও উদয়নাথ জৈসওয়ার (৩৭)-গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বোতলে রাখা সাপের বিষ বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতরা আন্তর্জাতিক চক্রের হয়ে কাজ করত। অভিযুক্তদের একজন মুম্বইয়ে মলওয়ানির বাসিন্দা। সে পুলিশকে জানায়, গুজরাতের দুই ব্যক্তি তাকে সাপের বিষ দেয়। তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দেবীলাল জোশী (৩৬) এবং সন্তোষকুমার সিংহ (৩৫)-কে গুজরাতের ভালসাদ থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

স্বামীকে মার, যুবতীর হাত-পা বেঁধে গণধর্ষণ খড়গপুরে

Image
প্লাস্টিক কুড়িয়ে বাড়ি ফিরছিলেন স্বামীর সঙ্গে। স্বামী শৌচকর্ম করতে যাওয়ায় খালপাড়েই দাঁড়িয়েছিলেন বছর আঠাশের ওই যুবতী। তখনই তাঁর উপর চড়াও হয়ে কিছুটা দূরে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে। যুবতীর স্বামীকে মারধর করা হয় বলেও অভিযোগ। বুধবার রাতে খড়্গপুর-২ ব্লকের জকপুরে কাটাগেড়্যা গ্রামের এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা বালিচকের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে খড়্গপুর গ্রামীণ থানায় পাঁচ জন যুবকের বিরুদ্ধে গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। শারীরিক পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের প্রমাণ মিলেছে বলেও পুলিশ সূত্রের দাবি।  ঘটনার পরেই দুই অভিযুক্ত খাদু মুর্মু ও গণেশ হেমব্রমকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। তাদের বৃহস্পতিবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বৃহস্পতিবার বিকেলে আরও এক জনকে গ্রেফতার করা হয়। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, "আমরা অভিযোগ পাওয়ার পরে গণধর্ষণের মামলা রুজু করেছি। তিনজন ধরা পড়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত চলছে।" স

‘ছেলে ভুল করেছে, ওকে ছেড়ে দিন’, মার খেয়েও এ ভাবে থানায় আসেন বাবা

Image
পিতৃস্নেহ: একই বাড়িতে ছেলের সঙ্গে মানিকলাল। ছেলের হাতের চড়-থাপ্পড় খেয়ে বেমালুম মুখে কুলুপ এঁটে ছিলেন বৃদ্ধ বাবা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সে ছবি ভাইরাল হয়ে পড়ায় ঘটনা জানাজানি হয়। পুলিশ আসে বাড়িতে। পড়শিরাও বৃদ্ধকে বোঝান। শেষমেশ থানায় অভিযোগ দায়ের করেন অশোকনগরের বিল্ডিং মোড়ের বাসিন্দা মানিকলাল বিশ্বাস। পুলিশ গ্রেফতার করে ছেলে প্রদীপকে। সেই ছেলেকেই ছাড়িয়ে নিয়ে যেতে বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ অশোকনগর থানায় হাজির মানিকলাল। ওসি আশিস দলুইয়ের কাছে অনুরোধ করেন, ''ছেলেটা ভুল করে ফেলেছে। তবে ছেড়ে দিন ওকে।'' বৃদ্ধের 'অপরাধ', স্ত্রী বন্দনাকে আড়ালে ডেকে মিষ্টি খাইয়েছিলেন তিনি। স্ত্রী সুগারের রোগী। বাবা কেন তাঁকে মিষ্টি খাওয়ালেন, তা নিয়ে রেগে আগুন ছেলে। বাবাকে 'শিক্ষা দিতে' গায়ে হাত তুলতেও বাধেনি তার। এত সবের পরেও বাবার স্নেহ দেখে ওসি হতবাক। লকআপ থেকে তিনি ডেকে পাঠান প্রদীপকে। বলেন, ''দেখো, তুমি বাবাকে মারধর করো,  আর উনিই তোমাকে ছাড়াতে থানায় এসেছেন।'' মাথা নিচু করে দাঁড়িয়েছিল ছেলে। বলে, ''অন্যায় করেছি, এমন কাজ আর করব না।'' ততক্ষণ

দ্বিতীয়বার কন্যাসন্তানের জন্ম, সদ্যোজাতকে ‘‌খুন’‌ করল দম্পতি

Image
সদ্যোজাত শিশুকন্যাকে খুন করে দেহ খালের ধারে চাপা দিয়ে দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ বারাসতের কালিকাপুরের এক দম্পতির বিরুদ্ধে৷ ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্তরা৷ দক্ষিণ বারাসতের কালিকাপুরের ওই দম্পতির বিয়ে হয়েছিল বছর চারেক আগে৷ প্রথমবার কন্যাসন্তানের জন্ম দেয় সঞ্জয় কুমারের স্ত্রী৷ অভিযোগ, কন্যাসন্তান হওয়ায় স্ত্রীকে গঞ্জনাও দিত সে৷ বারবার শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হন ওই মহিলা৷ মাসখানেক আগে আবারও এক কন্যাসন্তানের জন্ম দেয় ওই মহিলা৷ এরপর থেকেই বাড়তে থাকে অত্যাচার৷ অভিযোগ, স্ত্রীর পাশাপাশি সদ্যোজাতর উপরেও অত্যাচার করত সঞ্জয়৷ প্রতিবেশীদের দাবি, পুজোর পর থেকে সদ্যোজাতের অসুস্থতা শুরু হয়৷ বারবার জ্বর–সর্দিতে ভুগছিল সে৷ তবে সঞ্জয় কিংবা তার স্ত্রী কেউই নিজের সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে যায়নি৷ টাকার অভাবেই চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারছে না বলে প্রতিবেশীদের জানায় ওই দম্পতি৷ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন প্রতিবেশীরা৷ অভিযোগ তাতেও পাত্তা দেয়নি নবজাতকের মা–বাবা৷  বৃহস্পতিবার দুপুরের পর থেকে সদ্যোজাতের কান্নার শব্দ শুনতে পাননি প্রতিবেশীরা৷ সন্দেহ হওয়ায় সন্ধেবেলা প্রতি

সহপাঠীদের খুন করে তাদের মাংস খাবার পরিকল্পনা, গ্রেফতার দুই কিশোরী

Image
হলিউডের বেশ কয়েকটি হরর বা সাইকো থ্রিলার ছবিতে এমন গল্প দেখেছেন অনেকেই। কিন্তু বাস্তবে এমনটা ভাবাও শক্ত! সহপাঠীদের কেটে টুকরো টুকরো করে তাদের মাংস খাবার পরিকল্পনা দুই বন্ধু। এ পর্যন্ত শুনে হয়তো ভাবছেন, এমন তো আজকাল মাঝে মধ্যেই শোনা যাচ্ছে। কিন্তু যদি বলি, এই পরিকল্পনা দুটি ১১ ও ১২ বছর বয়সী কিশোরীর! হতভম্ভ হয়ে গেলেন তো! ঠিক এমনই অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ফ্লোরিডার বারটো মিডল স্কুলের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের। জানা গিয়েছে, ক্লাসের সহপাঠীকেই খুনের জন্য ছুরি হাতে স্কুলে পৌঁছায় দুই ছাত্রী। ছুরি হাতে শৌচাগারে অপেক্ষা করতে থাকে তারা। ইতিমধ্যে সহকারি প্রধান শিক্ষক শৌচাগারে ঢুকে চমকে ওঠেন। তিনি দেখেন, ছুরি হাতে সেখানে অপেক্ষা করছে দুই ছাত্রী। এই দুই কিশোরীর কাছ থেকে মোট চারটি বড় ছুরি, একটি কাঁচি ও একটি পিত্জা কার্টার উদ্ধার করা হয়। এর পর তাদের দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করে যা জানা যায় তাতে রীতিমতো শিউরে ওঠেন সকলে। জানা যায়, স্কুলের অন্তত ১৫ জন ছাত্রছাত্রীকে খুন করে, কেটে তাদের মাংস খাবার পরিকল্পনা ছিল এই দুই কিশোরীর। শুধু তাই নয়, পান করবে তাদের রক্তও! এর পরই পুলিশে খবর দেওয়া হয়। এই

২০২২ সালে চিনের সাহায্যে মহাকাশে নভশ্চর পাঠাবে পাকিস্তান

Image
ইসলামাবাদ: এসছেন নতুন প্রধানমন্ত্রী, গঠিত হয়েছে নতুন সরকার । দেশের অন্য প্রকল্পগুলির পাশাপাশি এবার বিজ্ঞান চর্চাতেও অগ্রণী হতে উদ্যোগ নিতে চলেছে পাকিস্তান সরকার । তাই প্রতিবেশী চিনের সাহায্যে ২০২২ সালে মহাকাশে নভশ্চর পাঠাতে চলেছে পাকিস্তান, এমনই জানিয়েছেন পাক-তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরী । এটিই হবে পাকিস্তানের প্রথম মহাকাশ অভিযান । বৃহস্পতিবারে মন্ত্রীসভার একটি বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করেছেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান । এই বিষয়ে পাকিস্তানের স্পেস ও আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন ও চিনের এক সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে । চিন ও পাকিস্তান ইতিমধ্যেই প্রতীরক্ষামূলক কয়েকটি চুক্তিতে আবদ্ধ হয়েছে । এবছরের শুরুতেও চিন দেশীয় লঞ্চ ভেহিকেলের সাহায্যে দুটি কৃত্রিম উপগ্রহ ছেড়েছিল পাকিস্তান । ৩ নভেম্বর বেজিং -এর উদ্দেশ্যে যাত্রা করবেন ইমরান ও চিনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রিমিয়ার লি কেকিয়াং -এর সঙ্গে বৈঠক করবেন পাক-প্রধানমন্ত্রী। ২০২২ সালে উল্লেখযোগ্যভাবে ভারতও মহাকাশ অভিযানের পরিকল্পনা করেছে । তবে ভারতের ক্ষেত্রে কোনওরকম সাহায্য ছাড়াই এই অভিযানপর্ব পরিচালনা করবে ISRO কিন্তু পাককে সাহায্

৪ হাজার ৫৯৫ কোটির অধিগ্রহণ চুক্তি হাত বদল হচ্ছে কমপ্ল্যান, গ্লুকন-ডি, নাইসিলের

Image
নয়াদিল্লি: এবার হাত বদল হতে চলেছে কমপ্ল্যান, গ্লুকন-ডি ও নাইসিলের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলির। নেপথ্যে ৪ হাজার ৫৯৫ কোটি টাকার অধিগ্রহণ চুক্তি। বুধবার একটি বিবৃতিতে জাইডাস ওয়েলনেস লিমিটেড জানিয়েছে, ক্যাডিলা হেল্থকেয়ারের সঙ্গে যৌথভাবে তারা অধিগ্রহণ করতে চলেছে হেইঞ্জ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সহায়ক সংস্থা ক্রাফ্ট হেইঞ্জকে। আর এর ফলেই কমপ্ল্যান, গ্লুকন-ডি, নাইসিল ও সম্প্রীতি ঘি-র মতো অতি পরিচিত ও জনপ্রিয় ব্যান্ডগুলির হাত বদল হতে চলেছে। জাইডাস ওয়েলনেসের বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রয়োজনীয় অনুমোদনের পালা প্রত্যাশিতভাবে মিটলে এই অধিগ্রহণ সংক্রান্ত লেনদেন সম্পূর্ণ হয়ে যাবে ২০১৯ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যেই। আর এই অধিগ্রহণ চুক্তির ফলে হাত বদল হচ্ছে আলিগড় ও সিতারগঞ্জে হেইঞ্জ ইন্ডিয়ার দু'টি বিশাল কারখানারও। পাশাপাশি হেইঞ্জ ইন্ডিয়ার অপারেশন, রিসার্চ, সেল্স ও মার্কেটিংয়ের মতো কাজের সঙ্গে যুক্ত টিমও চলে আসছে জাইডাস ওয়েলনেস ও ক্যাডিলা হেল্থকেয়ারের এই যৌথ উদ্যোগের আওতায়। দেশের ২৯টি রাজ্যে ২০ হাজারের বেশি হোলসেলার ও ৮০০-র বেশি ডিস্ট্রিবিউটার নিয়ে বিশাল নেটওয়ার্ক রয়েছে হেইঞ্জ ইন্ডি

জমি নিয়ে বিবাদের জেরে মা-মেয়েকে এলোপাথাড়ি ছুরির কোপ

Image
মালদহ: জমি নিয়ে বিবাদ ছিল দীর্ঘদিনের৷ সেই থেকেই বচসা, ক্রমশ গড়াল হাতাহাতিতে৷ অবশেষে ছুরি দিয়ে মা ও মেয়েকে কোপানোর অভিযোগ উঠল স্থানীয় জমি মাফিয়া আবদুল মান্নানের বিরুদ্ধে৷ ৫ কাঠা জমি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ এই ঘটনায় দুই মহিলা গুরুতর আহত হয়েছেন৷ তারা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার সম্বলপুরের বালুঘাট গ্রামে। ৫ জনের নামে পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো অধরা অভিযুক্তরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুখুরিয়া থানার বালুঘাট গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের পাঁচ কাঠা চাষের জমি রয়েছে। সেই জমি কেনার জন্য নজরুলকে কিছু অগ্রিম টাকা দেয় আবদুল মান্নান। কিন্তু সময় পেরিয়ে গেলেও পুরো টাকা সে দেয়নি। এদিকে বৃহস্পতিবার বিকেলে সেই জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে শুরু করে আব্দুল মান্নান। ঘটনা দেখে বাধা দেন জমির মালিক নজরুল। বাধা দেওয়ায় তাকে মারধর করে আবদুল মান্নান ও তার দলবল। অভিযোগ এরপর নজরুলের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রী আম্বরা বিবিকে এলোপাথারি ছুরির আঘাত করে৷ এতে তার কপালে ও বাম চোখে গুরুতর আ

যাত্রী পরিষেবায় দেশের সবথেকে দ্রুতগতিসম্পন্ন ইঞ্জিনের সূচনা ঘটাতে চলেছে রেল

Image
নয়াদিল্লি: একদিকে দেশের নানা প্রান্তে রেলওয়ের দুর্ঘটনায় ভারতীয় রেল পরিষেবা কলঙ্কিত হচ্ছে। অন্যদিকে একই দিনে রেলের জোড়া উদ্যোগের খবর মিলল। এবার যাত্রী পরিষেবায় দেশের সবথেকে দ্রুতগতিসম্পন্ন ইঞ্জিনের সূচনা ঘটাতে চলেছে রেল। পাশাপাশি বিশ্বের দীর্ঘতম রেলপথের মাধ্যমে দিল্লি থেকে লাদাখ পৌঁছনোর অভিনব উদ্যোগ নিতে চলেছে ভারতীয় রেল। রেলওয়ের মন্ত্রকের তরফে বৃহস্পতিবার ট্যুইটে জানানো হয়েছে, ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিসম্পন্ন ওয়াপ-৫ লোকোর সূচনা ঘটাতে চলেছে রেল। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এই ইঞ্জিন বানাচ্ছে। ইঞ্জিনে 'অ্যারোডায়নামিক এবং আর্গোনোমিক ডিজাইন' ব্যবহার করা হয়েছে। রাজধানী এক্সপ্রেস, গতিমান এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনে এই ইঞ্জিন ব্যবহার করা হবে। এছাড়া খুব শীঘ্রই দেশের সর্বপ্রথম ইঞ্জিনবিহীন ট্রেনের সূচনাও করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে রেলপথে লাদাখের সঙ্গে রাজধানী নয়াদিল্লির সরাসরি সংযোগ স্থাপনের উদ্যোগ নিল ভারতীয় রেল। আর সেই রেলপথই হবে বিশ্বের উচ্চতম রেলপথ। ভারত-চীন সীমান্তঘেঁষা সেই রেলপথের মাধ্যমে বিলাসপুর-মানালি-লেহ হ঩য়ে মাত্র ২০ ঘণ্টাতেই

খারাপ পারফরম্যান্সের জের, পরের তিনটি ওয়ানডে দলে নেই শামি

Image
দ্বিতীয় ওয়ানডে টাই হওয়ার পর আরও জমে উঠেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজে আপাতত ১-০-য় এগিয়ে ভারত। তাই আর যাতে কোনও অঘটন না ঘটে, তার জন্য দলে কিছু পরিবর্তন আনা হল। শেষ তিন ম্যাচের জন্য ঘোষিত হল ১৫ জনের ভারতীয় দল। যেখানে বাদ পড়লেন মহম্মদ শামি। এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন দুই পেসার জশপ্রীত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দু'টি ম্যাচে তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে শেষ তিনটি ম্যাচের জন্য ১৫ জনের দলে ফিরলেন দুই তারকা। শামিকে দল থেকে ছেঁটে ফেলা হলেও আরেক পেসার উমেশ যাদবকে রেখে দিলেন নির্বাচকরা। টেস্ট দলে নিয়মিত খেলা শামি অনেকদিন পর একদিনের ম্যাচে জায়গা পেয়েছিলেন। কিন্তু প্রথম দুই ম্যাচে তিনটি উইকেট নেওয়া শামির পারফরম্যান্স মনে ধরেনি তাঁদের। সেই কারণেই এমন সিদ্ধান্ত। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে শামির থেকেও বেশি নিরাশ করেছেন উমেশ। দুই ম্যাচে মাত্র একটি উইকেটে তাঁর ঝুলিতে। তারপরও কেন উমেশকে রেখে শামিকে বাদ দেওয়া হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। গত ম্যাচে ভারতের দুর্বল বোলিংয়ের জন্যই পাহাড় প্রমাণ রান তাড়া করেও ম্যাচ টাই করেন ক্যারিবিয়ানরা। তার

ভারতে আরও ১০০ বছর ব্রিটিশ রাজ দরকার ছিল, মন্তব্য বিসএসপি বিধায়কের

Image
জয়পুর: স্বাধীনতার সাত দশক পার করেও ব্রিটিশ রাজের গুরুত্ব উপলব্ধি করছেন দেশের জনপ্রতিনিধি। স্বাধীন ভারতের ভোটে জিতে ক্ষমতা লাভ করা এই মহান ব্যক্তি হলেন ধরমবীর সিং অশোক! কোনও পুরসভা বা পঞ্চায়েত বোর্ডের সদস্য ইনি নন। সাধারণ মানুষের রায় তাঁকে বিধায়ক করেছে। উত্তর প্রদেশের বিধান পরিষদের সদস্য তিনি। মায়াবতীর বহুজন সমাজবাদীর পার্টির অন্যতম প্রবীন নেতা হলেন এই ধরমবীর সিং অশোক। বৃহস্পতিবার ভোটের প্রচারের জন্য রাজস্থানে হাজির ছিলেন হাতির প্রতিনিধি ধরমবীর। সেখানে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমাদের দেশে আরও ১০০ বছর ব্রিটিশদের রাজত্ব করা উচিত ছিল।" ইংরেজরা আরও এক শতক ভারতে শাসন করলে তফশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষদের পিছিয়ে থাকতে হতো না বলে দাবি করেছেন তিনি। নিজের এই বক্তব্যের স্বপক্ষে যুক্তিও দেখিয়েছেন ধরমবীর সিং অশোক। তিনি বলেছেন, "ব্রিটিশ জামানায় বাবাসাহেব লেখাপড়া করার সুযোগ পেয়েছিলেন।" একই সঙ্গে তাঁর আরও দাবি, "ভারতে ইংরেজরা না এলে কোনও স্কুলে বাবাসাহবকে ভরতি নিত না।"

বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেলেন পূজা ধানদা

Image
বুদাপেস্ট: চতুর্থ ভারতীয় মহিলা কুস্তিগীড় হিসাবে বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক জিতলেন পূজা ধানদা৷ ইউরোপীয়ান চ্যাম্পিয়ন নরওয়ের গ্রেস জেকব বুলেনকে ১০-৭ ব্যবধানে হারিয়ে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশিপের ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক গলান ঝোলান ভারতীয় তারকা৷ সেদিক থেকে বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতীয় মেয়েদের দীর্ঘ ছ'বছরের পদক খরা কাটালেন পূজা৷ ২০০৬ সালে অলকা তোমার প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীড় হিসাবে বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতেন৷ পরে ২০১২ সালে গীতা ও ববিতা ফোগত বিশ্বচ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক গলায় ঝোলান৷ এবার পূজার হাত ধরে এল সাফল্য৷ শুধু বিশ্বচ্যাম্পিয়নশিপেই নয়, চলতি বছরে পূজার এটি দ্বিতীয় আন্তর্জাতিক পদক৷ এর আগে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে রুপো জেতেন তিনি৷ তবে গুরুত্বের নিরিখে এখনও পর্যন্ত এটাই পূজার কেরিয়ারের সব থেকে বড় সাফল্য৷ হাঁটুর চোটের জন্য দু'বছর ম্যাটের বাইরে থাকা পূজার নরওয়েন প্রতিপক্ষ ছিলেন অত্যন্ত শক্তিশালী৷ ২০১৪ যুব অলিম্পিকে সোনা জেতা জেকব পূজাকে শুরু থেকেই কড়া টক্কর দেন৷ তবে দুই পর্বে চার পয়েন্টের দু'টি মুভই পদকে এনে দেয় ভারত

রাজনীতি করেও কেন নেতাজিকে সম্মান জানায়নি কংগ্রেস?, প্রশ্ন জয় বন্দোপাধ্যায়ের

Image
কলকাতা: নেতাজি সুভাষ চন্দ্র বোসকে স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রীর বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নেতাজি পরিচালিত আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি পালন করেছেন প্রধানমন্ত্রী। লালকেল্লায় প্রথা ভেঙে উত্তোলন করেছেন জাতীয় পতাকা। ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে আক্রমণ করেছে বিরোধী শিবির। লোকসভা নির্বাচনের আগে নেতাজিকে নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে কংগ্রেস। একই সুর শোনা গিয়েছে বাম এবং তৃণমূলের গলাতেও। বিরোধী শিবিরের আক্রমণের জবাবে মুখ খুলেছেন কেন্দ্রের শাসক ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। কার্যত বিরোধীদের অভিযোগ মেনে নিয়েছেন তিনি। একই সঙ্গে পালটা আক্রমণ করেছেন সকল বিরোধীদের উদ্দেশ্যে। "নেতাজিকে সম্মান জানাতে এই রাজনীতিটাও কেন আগে কেউ করেনি?" প্রশ্ন তুলেছেন জয়। নেতাজি পরিচালিত আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তির দিনে নাম উল্লেখ না করে গান্ধি পরিবারকে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন যে একটি বিশেষ পরিবারকে গুরুত্ব দিতে গিয়ে নেতাজিকে গুরুত্ব দেওয়া হয়নি। এই প্রসঙ্গে জয় বন্দ্যোপাধ্যায় বলে

আগামী ১০ বছরের জন্য ভারতের একটি শক্তিশালী সরকার প্রয়োজন: দোভাল

Image
নয়াদিল্লি: ২০৩০ সাল পর্যন্ত ভারতের প্রয়োজন শক্তিশালী, স্থিতিশীল এবং দৃঢ় এক সরকার, বৃহস্পতিবার এমন কথাই বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ ন্যাশনাল মিডিয়া সেন্টারে সর্দার প্যাটেল মেমোরিয়াল লেকচারের সময় এই বক্তব্য পেশ করেন তিনি৷ দোভাল আরও জানান, বিশ্বে বৃহত্তম অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ভারতের অর্থনীতি অন্যতম৷ আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারত ক্রমশ তার পরিসর বৃদ্ধি করছে৷ তাই ভারতের প্রয়োজন এমন এক সরকার যা খুবই দৃঢ় এবং শক্তিশালী হবে৷ তাঁর মতে, দেশের শক্তিই যদি দুর্বল হয় তাহলে দেশকে সমঝোতার পথে হাঁটতে হবে৷ আর এই পথ নিলেই অন্যান্য রাজনৈতিক শক্তি জায়গা দখল করবে৷ পাশাপাশি প্রযুক্তির উন্নতির কথাও বলেন তিনি৷ প্রযুক্তির উন্নয়নেই ভারত অর্থনৈতিক ক্ষেত্রে আরও প্রতিযোগিতার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারবে, আর তার মধ্যে দিয়েই উন্নতির পথ প্রশস্ত হবে বলে দোভালের মত৷ একইসঙ্গে মোদীর সরকারের প্রশংসাও করেন তিনি৷

তাক লাগানো ডিসপ্লে নিয়ে হাজির স্যামসাং

Image
বৃহস্পতিবার চিনে সদ্য নতুন দুটি স্মার্টফোন লঞ্চ হয়েছে, Galaxy A9s এবং Galaxy A6s। লঞ্চের অনুষ্ঠানের মাঝেই স্যামসাং আরেকটি ফোনের (Galaxy A8s) ডিসপ্লে প্রকাশ্য নিয়ে আসে। পাশাপাশি পরের বছরের মধ্যেই Galaxy S10 এর আভাসও দিয়ে দেয়। বেজেল লেস বাজারকে তাক করতে স্যামসাং নিয়ে আসছে দুর্দান্ত আউটলুকের A সিরিজের ফোন। চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই গ্যালাক্সি A সিরিজের প্রচলন শুরু হয়েছে। Galaxy A9s এবং Galaxy A6s- এই দুটি নতুন স্মার্টফোন বৃহস্পতিবার চিনে লঞ্চ হয়েছে। এই লঞ্চিং অনুষ্ঠানের মাঝেই স্যামসাং আরেকটি ফোনের (Galaxy A8s) ডিসপ্লে প্রকাশ্যে নিয়ে আসে। একইসঙ্গে পরের বছরের মধ্যেই Galaxy S10 লঞ্চের আভাসও দেওয়া হয়েছে এদিন। Galaxy A8s এ থাকবে সম্পূর্ণ বেজেল-কম ডিসপ্লে। ফলে হঠাৎ করে দেখলে কিছু নেই বলেই মনে হবে আপনার। ক্যামেরার জন্য সামনে একটি অংশ আছে। ইতিমধ্যে একটি ছবি প্রকাশ্যে এসেছে, তবে তাতে তিনটি আলাদা আলাদা জায়গায় সেলফি ক্যামেরা দেখা যাচ্ছে। তবে, আদৌ তিনটি ক্যামরা থাকবে না বলেই মনে করা হচ্ছে। অফারটি অপেক্ষা করছে আপনার জন্য স্যামসাং-এর এই পোনটির সম্পর্কে এর বেশি এখনও কিছু জানা যায়নি। ফলে, ক্যামেরা মড

‌দীপাবলিতে ৬০০ কর্মীকে গাড়ি উপহার দিচ্ছেন সুরাটের এই ব্যবসায়ী

Image
বোনাসের একমাসের বেতন পর্যন্ত ঠিক আছে। গাড়ি পাওয়ার কথা বাংলার কোনও বেসরকারি সংস্থার কর্মী কল্পনাই করতে পারবেন না। তবে সুরাটের শিবজি ঢোলাকিয়ার কাছে এটা নতুন কোনও বিষয় নয়। প্রতিবছরই দীপাবলিতে তিনি তাঁর সংস্থার কর্মীদের দামি দামি উপহার দিয়ে থাকেন। এবছরও সেই নিয়মের অন্যথা হয়নি। প্রায় ৬০০ কর্মীকে দীপাবলি উপলক্ষ্যে গাড়ি উপহার দিতে চলেছেন তিনি।  শিবজির সংস্থার নাম হরেকৃষ্ণ এক্সপোর্টার । বিদেশে হিরে রপ্তানি করেন তিনি। প্রতিবছরই তিনি এরকম দামি দামি উপহার দীপাবলিতে কর্মীদের দিয়ে থাকেন। সূত্রের খবর কয়েকজন কর্মীকে আবার ফ্ল্যাটও উপহার দেবেন তিনি।  এবছর অগস্টে যাঁরা তাঁর সংস্থায় ২৫ বছর ধরে কাজ করছেন তাঁদের তিন কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্চ উপহার দিয়েছেন। এবারই প্রথম নয় প্রতিবারই তিনি সংস্থার কর্মীদের এভাবেই পুরষ্কৃত করেন। সৌরাষ্ট্রের আমরেলি জেলার দুধালা গ্রামের বাসিন্দা শিবজি ঢোলকিয়ার। নিজের কাকার কাছে ঋণ নিয়ে এই ব্যবসা শুরু করেছিলেন তিনি। সেই ব্যবসা ক্রমশ সাফল্য পেতে পেতে এতটাই বিস্তারিত হয়েছে যে এখন গুজরাটের ধনী শিল্পপতিদের মধ্যে একজন শিবজি। তবে এই অর্থের প্রচুর্য যাতে ছেলের উপর প্রভাব বিস্তার

হংকং থেকে নীরব মোদির ২৫৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Image
হংকং থেকে নীরব মোদির কয়েকশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি জালিয়াতি কাণ্ডের মূল অভিযুক্ত নীরব মোদির গয়না সহ মূল্যবান সামগ্রী মিলিয়ে প্রায় ২৫৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। ইডি জানিয়েছে, অর্থ তছরূপ আইনের অন্তর্গত সাময়িক নির্দেশেই নীরব মোদির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। জানা গিয়েছে, এ দেশে হিরে ব্যবসায়ী নীরব মোদির নামে অভিযোগ দায়ের হওয়ার পরই দুবাইয়ের একটি সংস্থার ২৬টি জাহাজে করে গয়না সহ মূল্যবান সামগ্রী এ দেশ থেকে সরিয়ে হংকংয়ে নিয়ে যায় মোদি এবং সেখানে তাঁর নিজস্ব একটি সংস্থা র‌য়েছে। ইডির বাজেয়াপ্ত করা হিরে এবং হিরের গয়না সবই হংকংয়ে সরবরাহ করা হয়। ইডির পক্ষ থেকে জানা গিয়েছে, '‌তদন্ত চলাকালীন সম্পত্তির মূল্য, চালান দেওয়া মালের প্রাপক, জাহাজের বিভিন্ন তথ্য সবকিছুই খতিয়ে দেখা হয়। এখান থেকেই প্রমাণিত হয় যে নীরব মোদি ২৫৫ কোটির সম্পত্তি এই দেশে থেকে হংকংয়ে চালান করেছে।'‌ কোর্টের অর্ডার ইতিমধ্যেই হংকংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাতে কোনও ধরনের আইনি জটিলতার মুখে ইডিকে পড়তে না হয়। পিএনবি মামলায় ইতিমধ্যেই নীরব মোদির ৪,৭৪৪ কোটি টাকার সম্পত্তি বাজ

যৌন হেনস্থার অভিযোগে গুগল থেকে গেট আউট ৪৮

Image
সান ফ্রান্সিসকো : MeToo নিয়ে যখন গোটা বিশ্ব তোলপাড়, একের পর এক ফাঁস হচ্ছে লাইমলাইটের নিচে থাকা তাবড় তাবড় ব্যক্তিদের কেচ্ছা। তখন গুগল জানাল, তারা গত দু'বছরে যৌন হেনস্থার অভিযোগে ৪৮ জন কর্মীকে বহিষ্কার করেছে। শুধু তাই নয়, এদের মধ্যে ১৩ জন সংস্থার উচ্চপদস্থ কর্মীও রয়েছেন। ছাড় পাননি অ্যান্ডি রুবিনও, যিনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরির মূল কারিগরদের মধ্যে অন্যতম। সুদূর অ্যামেরিকা থেকে MeToo-র ঢেউ এসে ঠেকেছে উপমহাদেশের উপকূলে। যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন ফিল্মস্টার থেকে সমাজসেবী, বাদ যাননি রাজনৈতিক নেতানেত্রীরাও। এরকম একটা অবস্থায় গুগলের CEO সুন্দর পিচাই একটি অফিশিয়াল বিবৃতিতে জানান, গত দু'বছরে যৌন হেনস্থার অভিযোগে সংস্থার ৪৮ জন কর্মীকে তাঁরা বহিষ্কার করেছেন।  সম্প্রতি, নিউ ইয়র্ক টাইমসে একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে দাবি করা হয়েছে অ্যান্ডি রুবিনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রমাণিত হওয়ায়, তাঁকে কম্পানি থেকে বহিষ্কার করেছে গুগল। কিন্তু, অন্য একাধিক ক্ষেত্রে এমন অভিযোগ উঠলেও গুগল ব্যবস্থা নেয়নি। শুধু তাই নয়, অ্যান্ডি রুবিনকে বহিষ্কার করলেও "এগজ়িট প্যাকেজ" বা &

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষিকাদের জন্য আর বসার চেয়ার থাকবে না, জেলা স্কুল শিক্ষা দফতরের সিদ্ধান্ত

Image
বই হাতে ক্লাসে ঢুকছেন শিক্ষক। রীতি মেনে উঠেও দাঁড়াচ্ছে পড়ুয়ারা। ক্লাসে ঢুকে শিক্ষক সব ছাত্রছাত্রীকে বসতে বললেও নিজে অবশ্য ঠায় দাঁড়িয়ে থাকছেন। পড়াতে পড়াতে পুরো সময়টা শুধু দাঁড়িয়ে আর হাঁটাচলা করেই কাটাতে হচ্ছে তাঁকে। কারণ, ক্লাসে তাঁর বসার জন্য নেই কোনও চেয়ার! বেশ কিছু বেসরকারি স্কুলে এমনটাই দস্তুর। তবে এ বার সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শ্রেণিকক্ষে খুব তাড়াতাড়ি এই একই ছবি দেখা যেতে চলেছে। কারণ, শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষিকাদের জন্য বসার চেয়ার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলা স্কুলশিক্ষা দফতর। ওই জেলায় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রায় ছ'হাজার স্কুলে আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম চালু হতে চলেছে। দক্ষিণ ২৪ পরগনার জেলা স্কুল পরিদর্শক (ডিআই) নজরুল হক সিপাই বলেন, ''একটি ক্লাসে পিছনের সারিতে যে পড়ুয়ারা বসে থাকে তাদের কাছে যেন শিক্ষক-শিক্ষিকারা পৌঁছতে পারেন, তাই চেয়ার রাখা হবে না। তবে টেবিল থাকবে। দ্রুত এই বিষয়ে নির্দেশিকা জারি করা হবে।'' কেন এই সিদ্ধান্ত? নজরুলবাবুর ব্যাখ্যা, ''চেয়ার থাকলে বসার ইচ্ছা হতে পারে। কিন্তু

অতিরিক্ত চাপেই কি আত্মঘাতী আইআইটি-র ছাত্র?

Image
পড়ুয়াদের মনের যত্নে কাউন্সেলিং সেন্টার রয়েছে। নতুন প্রতিষ্ঠান ও নতুন পাঠ্যক্রমের সঙ্গে ছাত্রছাত্রীরা যাতে সহজে মানিয়ে নিতে পারেন, সে জন্য চালু হয়েছে ইন্ডাকশন। তার পরেও  খড়্গপুর আইআইটিতে ফের এক ছাত্রের আত্মহত্যায় এই সব আয়োজনের কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠছে।   বুধবার রাতে আইআইটির মদনমোহন মালব্য হল (হস্টেল)-এ উদ্ধার হয় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক দ্বিতীয় বর্ষের ছাত্র জি হানিমি রেড্ডি (২৪)-র দেহ। তাঁর বাড়ি অন্ধ্রপ্রদেশের গুন্টুরে। আইআইটি সূত্রে খবর, বুধবার বিকেল থেকে হানিমি হস্টেলের ঘরেই ছিলেন।  এক সহপাঠী ডাকতে এসে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকিতেও সাড়া মেলেনি। পরে নিরাপত্তারক্ষী ও পুলিশ এসে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, এটি আত্মহত্যা। তবে কী কারণে ওই ছাত্র আত্মঘাতী হলেন, তা স্পষ্ট নয়। বৃহস্পতিবার খড়্গপুরে আসেন হানিমির দাদা বেণুগোপাল রেড্ডি। তিনি বলেন, ''ভাই খুব চাপা স্বভাবের ছিল। ওর পড়াশোনা নিয়ে কোনও সমস্যা ছিল বলে জানতাম না। কী কারণে নিজেকে শেষ করে দিল সেটাই বুঝছি না।'' এ দিন মৃত ছাত্রের দেহ মেদিনীপুর মেডিক্যালে ময়নাতদন্তে পাঠানো হয়। খড়্গপু

সিবিআই ডিরেক্টর পদে অন্তর্বর্তী দায়িত্বপ্রাপ্ত নাগেশ্বরের কলকাতা যোগ!

Image
সদ্য সিবিআই ডিরেক্টর পদে অন্তর্বর্তী দায়িত্বপ্রাপ্ত নাগেশ্বর রাওয়ের কলকাতা যোগ! অভিযোগ, তাঁর স্ত্রী এম সন্ধ্যা অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় জমি কিনেছিলেন ২০ লক্ষ টাকা দিয়ে এবং সেই টাকা ঋণ হিসেবে নিয়েছিলেন কলকাতার অ্যাঞ্জেলা মার্কেন্টাইলের কাছ থেকে। ইন্টারনেটে অ্যাঞ্জেলা-র ঠিকানা, সল্টলেকের সিএ ব্লক। বৃহস্পতিবার সেই ঠিকানায় গিয়ে দেখা গিয়েছে, চারতলা বাড়ি। বাইরে বড় দু'টি গেট। বিধাননগর পুরসভার নথি অনুযায়ী, বাড়ির মালিক প্রবীণ আগরওয়াল। সংস্থার নথি বলছে, অ্যাঞ্জেলা-র অন্যতম ডিরেক্টর হিসেবে প্রবীণ যোগ দিয়েছেন ২০১৬ সালে। বেল বাজাতে প্রথমে এক জন উঁকি মেরে জানতে চান, কাকে দরকার। প্রবীণের নাম করায় দাঁড়াতে বলা হয়। কিছু ক্ষণ পরে এক জনকে দেখা যায় গেটের অন্য প্রান্তে। সুশান্ত বক্সী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে তিনি জানান, অ্যাঞ্জেলা-র দফতর এই ঠিকানায় বলা থাকলেও অফিস এখনও তৈরি হচ্ছে। বাইরে থেকে দেখাও গিয়েছে, ভিতরে কাচ দিয়ে ঘিরে অফিস তৈরির কাজ চলছে। প্রবীণবাবুরা কোথায়? সুশান্তবাবুর উত্তর, ''জানি না। এখানে নেই। থাকেনও না।'' কোথায় থাকেন? উত্তর আসে, ''ওড়িশায়। ওই দুর্গাপুজো, দীপ

‘আমার ভাগ্যে কি এ-ই ছিল!’ খেদ যাচ্ছে না ১০০ বছরের ধর্ষিতার

Image
রাস্তার ধারে দোতলা বাড়ির নীচতলায় ঘরের মেঝেতে শুয়ে তিনি। গায়ে চাদর ঢাকা। তাঁকে ঘিরে পরিবারের লোকেরা। বারবার বৃদ্ধা একটা কথাই বলছেন, ''আমার ভাগ্যে কি এ-ই ছিল!" মাঝে-মধ্যে তিনি খেই হারিয়ে ফেলছেন। কী বলতে চাইছেন, তা বাড়ির লোকেরাও বুঝতে পারছেন না। সোমবার রাতে চাকদহে চান্দুরিয়া ১ পঞ্চায়েতের গঙ্গাপ্রসাদপুর গ্রামের বাড়িতে বছর বিশের এক যুবক ওই বৃদ্ধাকে ধর্ষণ করে বলে অভিযো‌গ। মঙ্গলবার রাতে পুলিশ অভিজিৎ  ওরফে অর্ঘ্য বিশ্বাস নামে ওই যুবককে গ্রেফতার করে। বর্তমানে সে জেল হেফাজতে। বৃহস্পতিবার দুপুরে চাকদহ শহরে বৃদ্ধার ছেলের বাড়িতে যান রাজ্য মহিলা কমিশনের সহ-সভানেত্রী তথা চাকদহের বিধায়ক রত্না ঘোষ। বৃদ্ধা এখন সেখানেই রয়েছেন। বিকেলে গণতান্ত্রিক মহিলা সমিতির তরফে চাকদহ শহর থেকে গঙ্গাপ্রসাদপুরের বাড়ি পর্যন্ত প্রতিবাদ মিছিল ও পথসভা করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সোমা দাস, জেলা সম্পাদিকা লিপিকা বিশ্বাসেরা।        বছর চারেক আগে চাকদহ ব্লকের মদনপুর ১ গ্রাম পঞ্চায়েত থেকে অবসর নিয়েছেন বৃদ্ধার এক মাত্র ছেলে। চাকদহ শহরের ৯ নম্বর ওয়ার্ডে কাঠালপুলিতে বাড়ি করেছেন তিনি। মঙ্গলবা

ডোকলাম এড়িয়ে ঘুরপথে চিনের চোখ শিলিগুড়ি করিডর!

Image
১) ডোকলাম মালভূমি ২) ভুটানের ভিতরে চিনের তৈরি রাস্তা ৩) ডোকলাম সংলগ্ন চিনের হেলিপ্যাড আপাত ভাবে সংঘাতের বাতাবরণ নেই। কিন্তু গোটা বিষয়টাই ছাইচাপা হয়ে রয়েছে। যে কোনও সময়ে ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে ডোকলাম। যার প্রভাব পড়তে পারে শিলিগুড়ি করিডরে।  লোকসভা ভোটের আগে যাতে কোনও বিড়ম্বনায় পড়তে না হয়, তার জন্য সরকারের শীর্ষ স্তর থেকে যাবতীয় সতর্কতা নিতে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রককে। সংসদে বিদেশ মন্ত্রক বলেছে, উদ্বেগের কারণ নেই। কিন্তু মন্ত্রকেরই সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে যেমন বিপদের আভাস দেখা যাচ্ছে, তেমনই ভারতীয় প্রতিরক্ষা এবং গোয়েন্দা সূত্র বলছে, পরিস্থিতি নিরঙ্কুশ নয়।  কেন?  সূত্রের খবর, ৮৯ বর্গ কিলোমিটারের ডোকলাম মালভূমির প্রায় ৫০ বর্গ কিলোমিটার এখন চিনের নিয়ন্ত্রণে রয়েছে। বাকি ৩৯ বর্গ কিলোমিটার ভারতের আওতায়। চিনের সেনা, প্রশাসন বা আম নাগরিকদের গতিবিধি ভুটানের হা জেলায় ক্রমশই বাড়ছে। ডোকলামও ওই হা জেলার মধ্যে। কিন্তু সরাসরি ডোকলামের রাস্তা এড়িয়ে অন্য পথে চিন ক্রমশই শিলিগুড়ি করিডরের দিকে এগিয়ে আসছে।  এক প্রতিরক্ষা বিশেষজ্ঞের কথায়, ''ভারত-ভুটান