ভারতে আরও ১০০ বছর ব্রিটিশ রাজ দরকার ছিল, মন্তব্য বিসএসপি বিধায়কের


জয়পুর: স্বাধীনতার সাত দশক পার করেও ব্রিটিশ রাজের গুরুত্ব উপলব্ধি করছেন দেশের জনপ্রতিনিধি। স্বাধীন ভারতের ভোটে জিতে ক্ষমতা লাভ করা এই মহান ব্যক্তি হলেন ধরমবীর সিং অশোক!

কোনও পুরসভা বা পঞ্চায়েত বোর্ডের সদস্য ইনি নন। সাধারণ মানুষের রায় তাঁকে বিধায়ক করেছে। উত্তর প্রদেশের বিধান পরিষদের সদস্য তিনি। মায়াবতীর বহুজন সমাজবাদীর পার্টির অন্যতম প্রবীন নেতা হলেন এই ধরমবীর সিং অশোক।

বৃহস্পতিবার ভোটের প্রচারের জন্য রাজস্থানে হাজির ছিলেন হাতির প্রতিনিধি ধরমবীর। সেখানে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমাদের দেশে আরও ১০০ বছর ব্রিটিশদের রাজত্ব করা উচিত ছিল।" ইংরেজরা আরও এক শতক ভারতে শাসন করলে তফশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষদের পিছিয়ে থাকতে হতো না বলে দাবি করেছেন তিনি।

নিজের এই বক্তব্যের স্বপক্ষে যুক্তিও দেখিয়েছেন ধরমবীর সিং অশোক। তিনি বলেছেন, "ব্রিটিশ জামানায় বাবাসাহেব লেখাপড়া করার সুযোগ পেয়েছিলেন।" একই সঙ্গে তাঁর আরও দাবি, "ভারতে ইংরেজরা না এলে কোনও স্কুলে বাবাসাহবকে ভরতি নিত না।"