Posts

Showing posts from September 14, 2018

নিষিদ্ধ গেট দিয়ে ঢুকতে গিয়ে ইঞ্জিনে কাটা পড়লেন ওয়র্কশপের এক মহিলা কর্মী !

Image
নিষিদ্ধ শান্টিং গেট দিয়েই লিলুয়া ওয়ার্কশপের কর্মীদের যাতায়াত। আর এর জেরেই লাইন পার হয়ে সেই পথে শপে ঢুকতে গিয়ে কাটা পড়লেন ওয়র্কশপের এক মহিলা কর্মী। নাম নীলিমা হেমব্রম। বয়স ৫৭। এই ঘটনার পর চরম উত্তেজনা ছড়ায় লিলুয়া ওয়ার্কশপে। নীলিমাদেবীর বাঁ পা হাঁটুর উপর থেকে বাদ হয়ে যায়। ডান পা-টিও কেটে ঝুলে পড়ে। লিলুয়া হাসপাতালে পাঠানোর পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাওড়া রেলের অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পরই প্রশ্ন ওঠে কীভাবে নিষিদ্ধ এই শান্টিং গেট দিয়ে কর্মীরা যাতায়াত করেন। চিফ ওয়ার্কাস ম্যানেজার সুমিত সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শান্টিং গেট দিয়ে যাতায়াত বন্ধ করতে আগেই লিলুয়া ওয়ার্কশপ ও লিলুয়া স্টেশনের মধ্যে একটি ফুট ওভারব্রিজ তৈরি করা হয়েছে। কিন্তু সেই ব্রিজ এড়িয়ে অধিকাংশ কর্মী লিলুয়া ডাউন প্ল্যাটফর্ম থেকেই লাইনে নেমে শপের শান্টিং গেট ব্যবহার করেন। ডাউন মেন লাইন ও শান্টিং লাইন বিপজ্জনকভাবে পারাপার করেন ওই সব কর্মী। এদিনও নীলিমাদেবী ওই গেট দিয়ে শপে ঢুকতে গিয়ে নিউ পেন্ট শপের কাছে কাটা পড়েন। এম আর শপের লিফটিং ওয়ের কর্মী ত

গুপ্তচর সন্দেহে ধৃত ইসরোর বিজ্ঞানীকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, নির্দেশ সুপ্রিম কোর্টের

Image
২৪ বছর পর নিজের হারানো সম্মান ফিরে পেলেন গুপ্তচর সন্দেহে ধৃত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানী নাম্বি নারায়ণন। অহেতুক হয়রানি ও মানহানির জন্য তাঁকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি ভুয়ো মামলায় তাঁকে ফাঁসানোর জন্য কেরল পুলিশের আধিকারিকদের ভূমিকাও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি দীপক মিশ্র নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। ঘটনার শুরু ১৯৯৪ সাল। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ক্রায়োজেনিক্‌স বিভাগের দায়িত্বে ছিলেন নাম্বি নারায়ণন। রকেটে তরল জ্বালানির ব্যবহারে তাঁর গবেষণা সাতের দশকে ভারতীয় মহাকাশ গবেষণাকে বেশ কয়েক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল। কেরল পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগ আনে, টাকার লোভে দেশের গবেষণার গুরুত্বপূর্ণ নথি তিনি তুলে দিয়েছিলেন পাক মদতপুষ্ট মালদ্বীপের গোয়েন্দাদের হাতে। শুধু নাম্বি নায়ারণন নন, একই সঙ্গে আরও এক মহাকাশবিজ্ঞানীর বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ এনেছিল কেরল পুলিশ। পরে সেই অভিযোগ থেকে মুক্ত হলেও প্রায় ৫০ দিন জেলবন্দি ছিলেন তিনি। এই সময়ে সীমাহীন মানসিক ও শারীরিক অত্যাচারের মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি। ১৯৯৬ সালেই তা

মূল দায় পূর্ত দফতরেরই, মানলেন মমতা, ভেঙে ফেলা হবে মাঝেরহাট ব্রিজ

Image
মাঝেরহাটের ভাঙা সেতুর বাকি অংশ সম্পূর্ণ ভাবে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। সেতু ভাঙার পর পরই মুখ্যমন্ত্রী মুখ্যসচিবের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিলেন। সেই কমিটিকে সাত দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন। সেই কমিটির দেওয়া প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। এ দিন মমতা স্পষ্ট জানিয়ে দেন যে, এই সেতু বিপর্যয়ের পেছনে পূর্ত দফতর তাদের দায় এড়াতে পারে না। পাশাপাশি তিনি মেট্রো প্রকল্পকেও দায়ী করেছেন গোটা ঘটনায়। মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ''পূর্ত দফতের গাফিলতি ছিল। ক্ষমা নিশ্চয়ই করব না। ফাইল চালাচালি করতে দেরি হয়ে গিয়েছে। পূর্ত দফতর দায়িত্ব অস্বীকার করতে পারে না। পুলিশ তদন্ত করছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'' পাশাপাশি তিনি বলেন, ''মেট্রোর নির্মাণ কাজের জন্য যে কম্পন হয়েছে তা-ও ওই সেতুর কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।'' মুখ্যমন্ত্রীএ দিন সময়সীমা বেঁধে দিয়ে বলেন, ''পুরনো সেতু ভেঙে ফেলে আগামী এক বছরের মধ্যে ওই জায়গায় নতুন সেতু তৈরি করা হবে।

নিকাহ হালালায় আপত্তি, অ্যাসিডে ঝলসে দেওয়া হল তরুণীর দেহ

Image
তিন তালাকের প্রতিবাদে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তিনি, আপত্তি জানিয়েছিলেন নিকাহ হালালায়। সেই 'অপরাধে' উত্তরপ্রদেশের বুলন্দশহরে অ্যাসিডে ঝলসে দেওয়া হল এক মহিলার সারা শরীর। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিত্‍সাধীন। যে ব্যক্তি ওই মুসলিম মহিলাকে অ্যাসিড ছোড়ে, সে নিজে সম্পর্কে তাঁর দেওর। নিকাহ হালালার মাধ্যমে বৌদিকে বিয়ে করতে চেয়েছিল, তাতে আপত্তি জানানোয় অ্যাসিড হামলা করে সে।  দিল্লির ওখালার বাসিন্দা এই তরুণী বিয়ের পর বুলন্দশহরে চলে আসেন আট বছর আগে। সম্প্রতি সাধারণ ঝামেলার জেরে তাঁকে তিন তালাক দেয় তাঁর স্বামী। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে তিন তালাকের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি। তারপর থেকে এলাকার অন্য যে সব মহিলা তিন তালাক বা নিকাহ হালালার শিকার হচ্ছেন, তাঁদের সাহায্য করেন এই তরুণী।  জানা গিয়েছে, যে ওই তরুণীকে নিকাহ হালালা করে ফের বিয়ে করার প্রস্তাব দেয় তাঁর স্বামী। কিন্তু দেওরকে নিকাহ হালালা করতে আপত্তি করেন তিনি। এই নিয়ে দেওর গোলমাল করে এবং অ্যাসিড ছুড়ে মারে নিজের বৌদির গায়ে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সংবিধানের ৩০৭ ধারায় খুনের চেষ্টার অভিযোগ দা

৪৯৮এ ধারায় অভিযুক্ত হলেও আগাম জামিনের আবেদন করা যাবে : সুপ্রিম কোর্ট

Image
ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারা অর্থাত্ গার্হস্থ্য হিংসার হাত থেকে গৃহবধূদের রক্ষাকবচ হিসাবে দেখা হয় যে আইনকে, দেশ জুড়ে তারই 'অপব্যবহার' হচ্ছে। শুক্রবার সুপ্রিম কোর্ট এই বিষয়টি বিবেচনা করল এবং এই ধারায় অভিযুক্তরা এখন থেকে আগাম জামিনের আবেদন করতে পারবেন বলেও জানানো হল। এতদিন এটি জামিন অযোগ্য অভিযোগ ছিল। ৪৯৮এ ধারার 'অপব্যবহার'-এর বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চেয়ে একগুচ্ছ আবেদন জমা হয়েছিল দেশের শীর্ষ আদালতে। চলতি বছরের ২৩ এপ্রিল এ মামলাগুলিতে রায় ঘোষণা না করে তা পিছিয়ে দেয়। এর আগে গত বছর জুলাই মাসে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ ৪৯৮এ ধারার অপব্যবহারের বিষয়ে কড়া অবস্থান গ্রহণ করে। অভিযোগ ভাল করে খতিয়ে না দেখে অভিযুক্তকে গ্রেফতারই করা যাবে না বলে নির্দেশ দেয়। এরমধ্যে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার বেশ কিছু মহিলা আইনজীবীদের তৈরি স্বেচ্ছাসেবী সংস্থা 'নয়াধার' সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা করে। তাদের দাবি, ৪৯৮এ ধারাকে আরও তীক্ষ্ণ করা প্রয়োজন (অর্থাত্ স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে), না হলে আক্রন্তদের এই 'রক্ষাকবচ' ক্রমশ 'অকেজো' হয়ে পড়বে। এরপর সুপ্রিম কো

রাষ্ট্রপতির শিলমোহর, দেশের পরবর্তী প্রধান বিচারপতি গগৈ

Image
দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে রঞ্জন গগৈয়ের নাম আগেই প্রস্তাব করেছিলেন দেশের বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্র। এবার তাঁর সুপারিশে শিলমোহর দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই নিয়ে তিনি যাবতীয় কাগজপত্রে ইতিমধ্যেই সই করে দিয়েছেন। গগৈয়ের নিয়োগপত্রও তৈরি হয়ে গিয়েছে। ৩ অক্টোবর তিনি দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। তিনি হবেন দেশের ৪৬তম প্রধান বিচারপতি।  ১৩ মাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন তিনি। ২০১৯ সালের ১৭ নভেম্বর তাঁর মেয়াদ শেষ হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর মেয়াদ শেষ হয়ে এসেছে। দেশের পরবর্তী বিচারপতি নির্বাচনের ক্ষেত্রে বর্তমান প্রধান বিচারপতির মতামত ও সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী অবসরের আগে তিনি তাঁর সুপারিশের কথা জানান সরকারকে। এবারও তার অন্যথা হয়নি। প্রধান বিচারপতি দীপক মিশ্র জানিয়েছিলেন, তাঁর উত্তরসূরী হিসেবে বিচারপতি রঞ্জন গগৈকে দেখতে চান। প্রধান বিচারপতির এই ঘোষণার পর হতবাক হন অনেকেই। কারণ প্রধান বিচারপতির বিরুদ্ধে যাঁরা বিদ্রোহ ঘোষণা করেছিলেন, সেই দলের পুরোভাগে ছিলেন গগৈও। ১২ জানুয়ারি প্রধান বিচারপতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন দে

মেয়েদের চুলের ক্লিপেই মেট্রোতে দেখা দিল বিভ্রাট।

Image
মেয়েদের মাথার ক্লিপেই মেট্রোতে দেখা দিল বিভ্রাট। ক্লিপের ভাঙা অংশ দরজার ভিতরে ঢুকে যান্ত্রিক ত্রুটির জেরে বন্ধই করা গেল না দরজা৷ সময় নষ্ট না করে দরজা খোলা রেখের বেলগাছিয়া থেকে কবি সুভাষ পর্যন্ত ছুটল মেট্রো৷ তবে, দুর্ঘটনা এড়াতে খোলা দরজা আগলে রাখেছিলেন আরপিএফ জওয়নরা৷ রিলে সিস্টেমে গেট পাহারাও দিতে দেখা গেল আরপিএফ জওয়ানদের৷ যাত্রীরা জানিয়েছেন, শুক্রবার ১১টা নাগাদ, ডাউন ট্রেনটি বেলগাছিয়া ঢোকার পর যান্ত্রিক বিভ্রাট বুঝতে পারেন চালক৷ ট্রেনটি ছাড়ার মুহূর্তে দেখা যায়, প্রথম কামরার প্রথম দরজা বন্ধ হচ্ছে না৷ চালক ও আরপিএফ কর্মীরা দেখতে পান, স্লাইডিং দরজার ভিতরে মেয়েদের মাথার ক্লিপ৷ নাড়ানাড়িতে অর্ধেক ভেঙে হাতে এলেও বাকিটা থেকে যায় দরজার মাঝের অংশের মধ্যেই৷ দরজার প্যানেলের মধ্যে ক্লিপ আটকে যাওয়ার কারণে দরজা বন্ধ হয়নি৷ বহু চেষ্টার পর দরজা বন্ধ না হওয়ায়, সময় নষ্ট না করে ট্রেন ছোটানোর সিদ্ধান্ত নেন চালক ও গার্ড৷ যাত্রী নিরাপত্তার কথা ভেবে, রেল পুলিশকে দিয়ে গেট আগলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করে গোট খুলে রেখে যাত্রা শুরু করে ট্রেনটি৷ বেলগাছিয়ার কর্তব্যর

ক্যামেরার সামনে মহিলাকে নির্যাতন, বিয়ে ভেঙে দিল প্রেমিকা

Image
সোশ্যাল মিডিয়াতে আজকাল একটা ভিডিও ভাইরাল হতে দেখা যাচ্ছে। তাতে একটি যুবককে এক যুবতীকে খুবই খারাপ ভাবে মারতে দেখা যাচ্ছে।  বলা হচ্ছে যে, ভিডিওটি তিলক নগর পুলিশ স্টেশনের, কিন্তু সংশ্লিষ্ঠ থানার আধিকরি তা মানতে রাজি হননি, সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। আসলে একটি অন্য মেয়ের অভিযোগের জন্য পুলিশ ধারা ৩৫৪ এবং ৫o  অনুসারে এফআইআর করতে বাধ্য হন। রোহিত তোমার নামক একটি ছেলের নামে অভিযোগ করা হয়েছে, সে একটি প্রাইভেট কম্পানিতে কাজ করে। দিল্লি পুলিশের মতে, ভিডিও-তে যে মেয়েটিকে মারতে দেখা যাচ্ছে, সে সামনে আসেনি। সূত্র অনুসারে, রোহিতের দুটি প্রেমিকা ছিল।  একজন, যে মার খাচ্ছে। আর অপর জন যে পুলিশ স্টেশনে রিপোর্ট লিখিয়েছে।  জানা যাচ্ছে, যে মেয়েটির সাথে রোহিতের বিয়ের ঠিক হয়েছিল, সে বিয়ে ভেঙে দেয় ও মামলা দায়ের করে। বর্তমানে পুলিশ অভিযুক্ত এই ছেলেটির খোঁজ করছে, সেই সাথে ভিডিওতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে তারও সন্ধান চলছে। অন্যদিকে যে মেয়েটি থানায় মামলা করেছে, তাকে এবং অভিযুক্ত ছেলেটির বাবাকে থানায় দেখা করতে বলা হয়েছে। এই ভিডিও টি বানানোর সময়, ছেলেটি মেয়েটিকে ধরে মারছিল এবং সঙ্গে গালাগালিও দিচ্ছি

চাকরির দুর্দশা! রেলের গ্যাংম্যান পদে আবেদন কোটি কোটি ইঞ্জিনিয়ার, স্নাতকোত্তর পাশ কৃতীদের

Image
রেলের 'লেভেল ১' পর্যায়ে ৬২ হাজার ৯০৭ টি শূন্যপদে ১.৯ কোটি চাকরিপ্রার্থী আবেদন করেছে। আগে এই পর্যায়কে বলা হতো গ্রুপ ডি। পরে নাম বদলেছে। সেই পদে দেখা যাচ্ছে স্নাতক, স্নাতকোত্তর পাশ ও ইঞ্জিনিয়াররা আবেদন করেছেন। মোট পদ ও আবেদনকারীর সংখ্যা ধরলে প্রতি পদের জন্য প্রার্থী সংখ্যা ৩০২ জন। রেলের সবচেয়ে নিচের দিকে পদের একটি এটি। তবে চাকরির বাজারের যা দশা তাতে গ্যাংম্যান, গেটম্যান, পয়েন্টসম্যান, হেল্পার (ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল/ইঞ্জিনিয়ার) পদে কাজের হুড়োহুড়ি পড়ে গিয়েছে। এই পদগুলির জন্য দশম শ্রেণি পাশ করলেই চলে। অথবা ভোকেশনাল ট্রেনিং বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের শংসাপত্র থাকলেই চলে। এছাড়া ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকলেও আবেদন করা যায়। এটাই প্রথম নয়, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে, ৩১ অগাস্ট ১.২৭ লক্ষ পদের জন্য ২.৩৫ কোটি প্রার্থী আবেদন করেছিলেন। তাদের সিংহভাগ 'ওভার-কোয়ালিফায়েড' ছিলেন। অর্থাৎ নির্ধারিত যোগ্যতার চেয়ে উপরে ছিলেন। আর এখানেই কেন্দ্রের দিকে আঙুল তুলছেন অনেকে। ২০১৪ সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসে। বছরে ২ কোটি কর্মসংস্থানের দাবি কর

পুজোর আগে ‘ফি’ মকুব! নবান্নে বড় ঘোষণায় সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Image
পুজোর আগেই কলকাতা শহর ও শহরতলির বাসিন্দাদের জন্য দারুন সুখবর শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সুখবর এল বাইক আরোহীদের জন্য। বাইক আরোহীদের জন্য টোল-মুক্ত করে দেওয়া হল দ্বিতীয় হুগলি সেতুকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঘোষণা করলেন, ১ অক্টোবর থেকে বাইক আরোহীদের কাছ থেকে দ্বিতীয় হুগলি সেতুতে টোল নেওয়া হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত বেশ খুশি করেছেন বাইক আরোহীদের। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এই সিদ্ধান্তের ফলে অন্তত পাঁচ থেকে ছ-কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী সেই ক্ষতি স্বীকার করে নিচ্ছেন। তবে শুধু টোল ফি মকুব করে দেওয়াই নয়, বাইক আরোহীদের জন্য আপ-ডাউন উভয় দিকেই আলাদা লেন তৈরির কথা বলা হয়েছে কর্তৃপক্ষকে। আসলে মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন হুগলি সেতুকে যানজট মুক্ত করতে। প্রায় কয়েক লক্ষাধিক বাইক প্রতিদিন পারাপার করে এই সেতু দিয়ে। তীব্র যানজট তৈরি হয় হুগলি সেতুর মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে। সামনেই পুজো, রাস্তায় গাড়ি-ঘোড়ার আরও চাপ বাড়বে। তারপর মাঝরহাট ব্রিজ ভেঙে পড়ায় আরও চাপ বেড়েছে। এই অবস্থায় রাজ্য প্রশাসন টেল মুক্ত করে যানজট কমানোর উদ্যোগ

ফের কন্যাসন্তান, উত্তরপ্রদেশে ১৮ মাসের মেয়েকে বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিল বাবা!

Image
বেরিলি (উত্তরপ্রদেশ): পু্ত্রসন্তানের জন্য 'পাগল' বাবার নৃশংস আচরণ। ছেলে নয়, ফের মেয়ে হওয়ায় আগের শিশুকন্যাকে বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিল এক ব্যক্তি। বেরিলির সিবি গঞ্জ থানার পরধাউলি গ্রামের এ দেশে কন্যাসন্তানরা যে কতটা অবাঞ্ছিত, তা ফের দেখিয়ে দিল ভয়াবহ ঘটনাটি। পুলিশ জানিয়েছে, কাব্য নামে ১৮ মাসের মেয়েটি মারাত্মক জখম হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে তার বাবা অরবিন্দ গাঙ্গওয়ার নামে লোকটিকে। গ্রামবাসীরা জানান, কয়েকদিন আগে অরবিন্দের স্ত্রী দ্বিতীয় কন্যাসন্তান প্রসব করার পর থেকেই ওই পরিবারে অশান্তি শুরু হয়। বৃহস্পতিবার মাতাল হয়ে অরবিন্দ দেড় বছরের প্রথম শিশুকন্যাকে বারান্দায় নিয়ে গিয়ে নীচে ফেলে দেয়। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসপি (শহর) অভিমন্যু সিংহ।

বিজয় মাল্য বিতর্কে আরও অস্বস্তিতে মোদী সরকার, এবার অর্থমন্ত্রীর ইস্তফা চাইলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী

Image
নয়াদিল্লি: এবার বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির ইস্তফা দাবি করলেন। কংগ্রেসের দাবি সমর্থন করে তিনি টেনে এনেছেন নেহরু জমানার প্রসঙ্গ। ব্যাখ্যা করেছেন, কীভাবে এমনই এক ইস্তফার প্রশ্নে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জনপ্রিয়তা নিম্নগামী হয়েছিল। স্বামী জানিয়েছেন, ১৯৬২ সালে চিনের সঙ্গে যুদ্ধে হারের পর সে সময়ের প্রতিরক্ষামন্ত্রী ভি কে কৃষ্ণ মেননের পদত্যাগের দাবি ওঠে। কিন্তু নেহরু সেই দাবি খারিজ করে দেন, বলেন, মেনন ইস্তফা দিলে তিনিও ইস্তফা দেবেন। জবাবে কংগ্রেসের সংসদীয় দল এক বাক্যে বলে দেয়, তাহলে আপনিও ইস্তফা দিন। স্বামীর দাবি, এরপর নেহরু পিছিয়ে যান ও মেননকে বহিষ্কার করেন। কিন্তু এই বিতর্কের জেরে আগের জনপ্রিয়তা হারিয়ে ফেলেন তিনি। ২০১৯-এর ভোটের আগে জনপ্রিয়তায় ধাক্কা লাগার কথা বলে স্বামী যতই জেটলিকে সরানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বার্তা পৌঁছনোর চেষ্টা করুন, বিজেপি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, মাল্য বিতর্কে অরুণ জেটলির পদত্যাগের প্রশ্ন নেই। তবে কংগ্রেস জেটলির ইস্তফা চেয়ে সরকারের ওপর চাপ বাড়িয়েছে। দলীয় সভাপতি রাহুল গাঁধী দাবি করেছেন, মাল্যর দ

চোখের সামনে কিশোরী বান্ধবীর গণধর্ষণ হতে দেখে লজ্জায়-অপমানে আত্মঘাতী যুবক

Image
কোরবা(ছত্তিশগড়): চোখের সামনে কিশোরী বান্ধবীকে গণধর্ষণের শিকার হতে দেখে সহ্য না করতে পেরে অপমানে আত্মঘাতী প্রেমিক। ঘটনাটি ছত্তিশগড়ের। গত ১ সেপ্টেম্বর কোরবা জেলার অন্তর্গত কাঠঘোড়া পুলিশ স্টেশন এলাকায় ওই ধর্ষণের ঘটনা ঘটে। ২১ বছরের যুবক সবন সাই-এর আত্মহত্যার কারণ খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত করতে ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করতেই ধর্ষণের বিষয়টি সামনে আসে। ১৭ বছরের ওই কিশোরী জানিয়েছে, গত ১ সেপ্টেম্বর বিকেলে সে স্কুলের কাছে দাঁড়িয়ে সাই-এর সঙ্গে কথা বলছিল। সেই সময় ২ পরিচিত যুবক এসে সাই-কে প্রথমে বেদম মারধর করে। এরপর, প্রেমিকের চোখের সামনেই তাকে গণধর্ষণ করে ২ জন সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সাই জানতে পারে যে, অভিযুক্তরা, গোটা ঘটনার কথা গ্রামের অন্য যুবকদের কাছে ফাঁস করে দিয়েছে। এতে লজ্জায় অপমানিত হয়ে বাড়ি ফিরে আত্মঘাতী হন সাই। কিশোরীর বয়ানের ভিত্তিতে ঈশ্বর দাস ও খেম কুওয়ার নামে ২ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সম্পত্তি লিখে দিতে না চাওয়ায় শ্বশুর, শাশুড়িকে মারধর বউমার

Image
মালদহ: সম্পত্তি লিখে দিতে হবে বউমার নামে৷ সেই দাবিতে শ্বশুর ও শাশুড়িকে মারধরের অভিযোগ উঠল ছেলের বউ ও তাঁর বাপের বাড়ির লোকজনের বিরুদ্ধে৷ মালদহ শহরের দেশবন্ধু পাড়া এলাকার ঘটনা৷ বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন এই দম্পতি৷ ইতিমধ্যেই অভিযোগ খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ৷ অভিযুক্তরা পলাতক৷ আক্রান্ত শ্বশুর সন্তোষ সরকার ও শাশুড়ি সান্ত্বনা সরকারকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ স্থানীয় সূত্রে খবর, বছর পাঁচেক আগে মালদহের সাহাপুরের বাসিন্দা সোনালী চৌধুরির সঙ্গে বিয়ে হয় সন্তোষ সরকারের ছেলে যীশুর৷ অভিযোগ, ছেলের বউ শ্বশুর, শাশুড়িকে নিয়ে সংসার করতে চান না৷ গত পাঁচ বছর ধরে শ্বশুর, শাশুড়িকে অত্যাচার করে চলেছে৷ দিনকে দিন সে অত্যাচার সীমা ছাড়াচ্ছে৷ এরইমধ্যে বৃহস্পতিবার তাঁদের বেধড়ক মারধর করেন সোনালী৷ এই ঘটনায় সোনালীর মা, ভাই-সহ বেশ কয়েকজন বাইরের ছেলেও যুক্ত বলে অভিযোগ করেন সান্ত্বনাদেবীর সম্পর্কে বোনঝি৷ তিনি বলেন, ওই দম্পতিকে মেরে রক্তাক্ত করা হয়৷ এরপর ঘরে যা টাকা-পয়সা, সোনাদানা ছিল সব নিয়ে পালিয়ে যায় সোনালী সরকার, তাঁর ভাই পঙ্কজ ও মা

মহিলা ভক্ত ও তাঁর নাবালিকা কন্যাকে ধর্ষণ! শ্রীঘরে ‘বাবা আশু মহারাজ’

Image
আশু মহারাজ ওরফে আসিফ খান। ছবি: ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত। ফের এক স্বঘোষিত 'বাবা'-র বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। এক মহিলা ভক্ত ও তাঁর নাবালিকা কন্যাকে বারংবার ধর্ষণের দায়ে আপাতত দিল্লি পুলিশের শ্রীঘরে 'বাবা আশু মহারাজ' ওরফে আসিফ খান। আশু মহারাজ, তার বন্ধুবান্ধব এবং ছেলের হাতে তিনি বারবার ধর্ষণের শিকার হয়েছেন বলে দিল্লি পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। ২০০৮ থেকে ২০১৩, এই পাঁচ বছর ধরে নিয়মিত শারীরিক অত্যাচারও চালানো হত তাঁর ওপর। শুধু তাই নয়, আশু মহারাজ অভিযোগকারিণীর মেয়েকেও আশ্রমে নিয়ে আনতে আদেশ দিয়েছিল। সেই মতো নাবালিকা কন্যাকে আশ্রমে নিয়ে এলে তাঁকেও ধর্ষণ করে আশু মহারাজ। কোথাও কোনও অভিযোগ জানানো হলে ফল ভাল হবে না বলে হুমকিও দেওয়া হয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। অবশেষে গত সপ্তাহে নয়াদিল্লির হউজ খাস থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। প্রাথমিক তদন্তের পর আসরে নামে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। বৃহস্পতিবার রাতেই অভিযান চালানো হয় নয়াদিল্লিতে এই 'বাবা'র আশ্রমে। আশু মহারাজের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তার ছেলে সময় খানকেও। আশ্রমের 'কাজকর্ম' বাবা-ছেল

গ্রামবাসীর বাড়িতে ঢুকে খাবার চেয়েছিল জঙ্গিরা

Image
জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায় বৃহস্পতিবার যৌথবাহিনী ও জঙ্গিদের মধ্যে এক প্রবল সংঘর্ষে নিহত তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি। এই সংঘর্ষে জখম হন মোহনলাল নামে এক ডিএসপি-সহ ১২ জন নিরাপত্তাকর্মী। আহতদের মধ্যে রয়েছেন সিআরপিএফের সাত জওয়ান এবং পাঁচজন পুলিশকর্মী। ঘটনার তদন্তে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য৷ জানা গিয়েছে, সেনার চোখ এড়াতে গ্রামের একটি বাড়িতে আগের দিন রাতে আশ্রয় নেয় জঙ্গিরা৷ সংঘর্ষের পর সেনা আধিকারিকদের এই তথ্য জানিয়েছেন খোদ ওই বাড়ির মালিক৷   তিনি জানান, বুধবার রাত আটটা নাগাদ বলপূর্বক তাঁর বাড়িতে ঢোকে তিন জঙ্গি৷ বন্দুক দেখিয়ে বলে, "গত পাঁচ দিন ধরে আমরা কিছু খেতে পায়নি৷ আমাদের খেতে দাও৷" বাড়ির মালিক আরও জানান যে, এরপর জঙ্গিরা টেবিলে রাখা আপেল ও বিস্কুট খায় এবং তাঁকে একটি গাড়ির ব্যবস্থা করে দিতে বলে৷ বাড়ির মালিক গাড়ির ব্যবস্থা করতে অপারগ হলে জঙ্গিরা তাঁকে হুমকি দেয় এবং মোবাইল ফোন বন্ধ রাখতে বলে৷ তিনি আরও জানান, এরপর গভীর রাতে তাঁর বাড়ি থেকে চলে যায় তিন জইশ জঙ্গি৷ জঙ্গিরা চলে যেতেই ওই গ্রামবাসী তাঁদের খবর দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়

পুজো কমিটিকে টাকা দেওয়া নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

Image
কলকাতা : রাজ্যের ২৮ হাজার ক্লাবকে দুর্গাপুজোয় ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এনিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। গতকাল বামপন্থী নেতা অশোক ঘোষ মামলাটি দায়ের করেছেন। প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ১০ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ঘোষণা করেন রাজ্যের প্রায় ২৮ হাজার পুজো কমিটিকে দুর্গাপুজোর জন্য ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।  রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে শুরু হয়েছে সমালোচনা। এবার বিষয়টি নিয়ে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। 

জমি অধিগ্রহণ মামলায় জেলাশাসককেই জেলে পাঠানোর নির্দেশ কোর্টের

Image
আদালতের নির্দেশের ছ'বছর পরেও অধিগৃহীত জমির বর্ধিত দাম মেটায়নি জেলা প্রশাসন। সেই কারণে পূর্ব বর্ধমানের জেলাশাসককে দেওয়ানি জেলে পাঠানোর নির্দেশ দিলেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (প্রথম) শেখ মহম্মদ রেজা। বৃহস্পতিবার ওই নির্দেশে তিনি জানান, সোমবার জেলাশাসককে তাঁর এজলাসে সশরীরে হাজির থাকতে হবে। ওই দিনই তাঁকে বর্ধমান সংশোধনাগারে পাঠানো হবে। ওই দিন হাজির না থাকলে তাঁকে এক মাস পর্যন্ত জেল খাটতে হবে। আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্ট থেকে ওই নির্দেশের উপর স্থগিতাদেশ আনতে না পারলে জেলাশাসককে জেলে যেতেই হবে। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, "শুক্রবার হাইকোর্টে আবেদন  জানানো হবে।'' বর্ধমান শহর লাগোয়া গোদা এলাকায় উপনগরী তৈরির জন্য জমি অধিগ্রহণ করেছিল জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ দফতর। সেই সময় জমির দাম বাবদ সরকার ক্ষতিপূরণ দিয়েছিল শতক পিছু ৫ হাজার ৮৮৬ টাকা। দামে খুশি না হয়ে জমির মালিক আব্দুল রহিম, আব্দুল আজিজ ও আব্দুল আলম আদালতে মামলা করেন। ২০১২ সালে আদালত শতক পিছু ৩৫ হাজার টাকা দাম দেওয়ার নির্দেশ দেয়। তার সঙ্গে ১৫ শতাংশ হারে সুদ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। আইনজীবীরা জানান, ওই তিন জমির ম

আজ ঠিক দুপুর 12 টায় 6,999 টাকায় এই ফোনটি আপনার হতে পারে!

Image
Honor 7S স্মার্টফোনটি কোম্পানি 6,999 টাকায় লঞ্চ করেছে আর আজকে দুপুর 12 টায় এই ফোনটি ফ্লিপকার্টে কেনা যাবে এই মাসের শুরুতে Honor তাদের নতুন স্মার্টফোন Honor 7S লঞ্চ করেছিল আর এর দাম 6,999 টাকা। আর আজকে এই স্মার্টফোনটি দুপুর 12 টায় ফ্লিপকার্টে কেনা যাবে। এই ফোনের সেল আজকে ফ্লিপকার্টে হবে। Honor 7S য়ের দাম আর অফার্স Honor 7S স্মার্টফোনটির দাম 6,999 টাকা আর আজকে এই ফোনটি অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 5% ডিস্কাউন্টের সঙ্গে কেনা যাবে। আর এর সঙ্গে জিও ইউজার্সরা 2200 টাকার ক্যাশব্যাক 50GB এক্সট্রা ডাটা পাবেন। Honor 7S য়ের স্পেসিফিকেশান Honor 7S স্মার্টফোনটি একটি 5.45 ইঞ্চির HD+ 1440X720 পিক্সাল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এছাড়া এই ফোনটিতে মিডিয়াটেক MT66739 প্রসেসার আছে আর এর সঙ্গে এই ফোনে একটি 2GB র‍্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। এই ফোনে একটি 13MP র রেয়ার ক্যামেরা ফেস ডিটেকশানের সঙ্গে অটোফোকাস আর LED ফ্ল্যাহসের সঙ্গে দেওয়া হয়েছে আর এছাড়া এই ফোনে একটি LED ফ্ল্যাশ আর 5MP র ফ্রন্ট

৭০টি বিস্ফোরণে কাঁপল বস্টন

Image
পরপর সত্তরটা বিস্ফোরণে কেঁপে উঠল আমেরিকার ম্যাসাচুসেটস প্রদেশ৷ বস্টন থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত তিনটি এলাকা; যথাক্রমে, লরেন্স, অ্যান্ডোভার এবং উত্তর অ্যান্ডোভারের বহু বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ গ্যাস লিক করার ফলেই এই বিস্ফোরণ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন৷ ঘটনায়, এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ গুরুতর জখম ছয়৷ তাঁদের ভরতি করা হয়েছে লরেন্স জেনারেল হাসপাতালে৷ অন্যান্য নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে দমকল৷ আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার গ্রাসে কার্যত অন্ধকার হয়ে গিয়েছে গোটা এলাকা৷ এখনও কেউ আটকে রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা৷ স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম লিওনেল রবসন, বয়স ১৮৷ গ্যাসের পাইপ লাইনের উপর অতিরিক্ত চাপের ফলেই গ্যাস লিক করেছে এবং সেই থেকেই আগুন লেগেছে বলে জানা গিয়েছে৷ তবে যথেষ্ট নিরাপত্তার সঙ্গে গ্যাস সরবরাহ করা হলেও কেন এমন ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই বিকট শব্দ হয়৷ কিছু বুঝে ওঠার

রেশন দোকান থেকে আর কিছুদিনের মধ্যে মিলবে ফ্রিজ, টিভির মতো পণ্য

Image
কলকাতা: রেশন দোকান থেকে কিছুদিনের মধ্যে কেনা যাবে রেফ্রিজারেটার, টিভি, মিক্সার প্রভৃতি সংসারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলার রেশন দোকানগুলিতে একটি সর্বভারতীয় শপিং মল সংস্থার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করার প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দাবি, রেশনের দোকানে সরবরাহ করা কোনও কোনও পণ্যে ২৬ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ পাবেন ক্রেতারা। রেশন কার্ড না থাকলেও এসব কেনাকাটা করা যাবে। তবে প্রথম পর্যায়ে ওই সংস্থা যে ৪০৩টি পণ্য উত্তর ২৪ পরগনার প্রায় ১৭০০ রেশন দোকানে সরবরাহ করবে, তার মধ্যে টিভি, ফ্রিজ নেই। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনে তারা ছশোর বেশি পণ্য সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে। আগামী বছরের জানুয়ারির মধ্যে রাজ্যের সব রেশন দোকানে এই প্রকল্পটি চালু হয়ে যাবে বলে আশা করছে খাদ্যদপ্তর। এদিন খাদ্যদপ্তরের কনফারেন্স রুম থেকে ওয়েব ভিত্তিক দূর সঞ্চার ব্যবস্থার মাধ্যমে প্রকল্পটির সূচনা করেন মন্ত্রী। এদিন জেলার বিভিন্ন জায়গায় ছ'টি মডেল দোকান চালু হয়েছে। রেশন দোকান সাজাতে বেসরকারি সংস্থাটি

সিবিএসই টপারকে মাঠে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

Image
গুরগাঁও: ফের গণধর্ষণের মতো নক্ক্যারজনক ঘটনা ঘটল হরিয়ানাতে৷ বুধবার সিবিএসই টপারকে অপহরণ করে গণধর্ষণ করা হয়৷ এরপর তাকে অচৈতন্য অবস্থায় বাসস্ট্যান্ডে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা৷ জানা গিয়েছে, দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রী কোচিং সেন্টারে যাওয়ার সময় তিনজন ব্যক্তি তাকে অপহরণ করে তাকে একটি মাঠের মধ্যে তুলে নিয়ে যায়৷ সেখানে তাকে একের পর এক ধর্ষণ করে তারা৷ মাঠে আগে থেকেই আরও কয়েকজন উপস্থিত ছিল, তারাও এসে ধর্ষণ করে ওই কলেজ পড়ুয়াকে৷ নির্যাতিতার গ্রামেরই বাসিন্দারা তাকে ধর্ষণ করে এবং মুখ না খোলার হুমকি দেয় বলে পুলিশের কাছে জানিয়েছে সে৷ নির্যাতিতার পরিবারের অভিযোগ পুলিশ প্রথমে তাদের এফআইআর নিতে অস্বীকার করে৷ এক থানা থেকে অন্য থানার ঘুরে হয়রানির শিকার হয় তারা৷ যদিও রেওয়ারির এক পুলিস আধিকারিক জানায়, নির্যাতিতার অভিযোগ খতিয়ে দেখে একটি জিরো এফআইআর ফাইল করা হয়েছে৷ এর কিছুদিন আগেই অগস্টের শেষ সপ্তাহে, ১৬ বছরের এক নাবালিকাকে অপহরণের পর জোর করে মদ্যপান ও পরে গণধর্ষণ করা হয়৷ এরপর গুরুতর আহত অবস্থায় বাড়ির কাছে একটি জায়গায় মেয়েটিকে ফেলে পালিয়ে যায়৷ ঘটনাটি ঘটে গ্রেটার নয়ডার গৌতম বুদ

বস্টনে গ্যাস পাইপলাইনে পরপর বিস্ফোরণ, আতঙ্কে ঘরছাড়া বহু

Image
গ্যাস পাইপ লাইনে পরপর বিস্ফোরণ। মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনের ম্যাসাচুসেটসের ঘটনা। বিস্ফোরণের ফলে বহু বাড়িতে আগুন লেগে যায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। পুলিস আগুন নেভালেও আতঙ্কে ঘরছাড়া একাধিক পরিবার। ম্যাসাচুসেটস পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে। সত্তরটি জায়গা থেকে গ্যাস পাইপ লাইনে ফেটে যাওয়ার খবর এসেছে। এর মধ্যে ৩৫টি ঘটনা অ্যান্ডোভারের। একসঙ্গে ১৮টি জায়গায় আগুন লাগার ঘটনাও ঘটেছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মোট ৬ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এদের লরেন্স জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিস। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ১০০ জনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ২৫টি বাড়ি। পুলিসের দাবি, গ্যাসের পাইপ লাইনে চাপ বেড়ে যাওয়াতেই ওই বিস্ফোরণ হয়েছে। ওই গ্যাস সরবারহ করে কলম্বিয়া গ্যাস নামে একটি কোম্পানি। কয়েকদিন আগেই গ্যাস পাইপ লাইন মেরামতি করা হবে বলে ঘোষণা করেছিল। তবে ওই এলাকায় কোনও মেরামতির কাজ হচ্ছিল কিনা তা এখনও জানা যায়নি। এলাকার সংবাদমাধ্যমের খবর, এলাকার দমকল প্রধান মাইকেল ম্যানসফিল্ড জানিয়েছেন, অ্যান্ডোভারের একাধিক বাড়ির বেসমেন্টে

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

Image
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। নাইডু ছাড়াও ১৬ জন টিডিপি সদস্যের বিরুদ্ধে মহারাষ্ট্রের এক আদালত এই পরোয়ানা জারি করেছে। ২০১০ সালে বাবলি প্রকল্পে বিক্ষোভকে ঘিরে এই পরোয়ানা বলে জানা গিয়েছে। ধর্মাবাদের বিচার বিভাগীয় বিচারক ২১ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজিরার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে। স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বাবলি প্রকল্প এলাকায় চলে গিয়েছিলেন নাইডু এবং টিডিপি সদস্যরা। নাইডু ছাড়াও অন্য যাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন, অন্ধ্রপ্রদেশের জলসম্পদ মন্ত্রী ডি উমামহেশ্বরা রাও এবং অপর এক মন্ত্রী এন অনন্তবাবু। এছাড়াও রয়েছেন অন্ধ্র ও তেলেঙ্গানার নেতারা। সূত্রের খবর অনুযায়ী, আদালতে হাজিরা দিতে ইচ্ছুক এন চন্দ্রবাবু নাইডু। সামনেই তেলেঙ্গানার ভোট। ফলে সেখানে বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে ঝড় তুলতে চায় টিডিপি। কেননা গত মার্চে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এন চন্দ্রবাবু নাইডু। এর আগে অবিভক্ত অন্ধ্রপ্রদেশ থাকাকালীন নান্দেদের পুলিশ যখন তাঁকে গ্রেফতার করেছিল তখন জামিন নেননি চন্দ্রবাবু

এক ধাক্কায় ফের বেড়ে গেল পেট্রল ডিজেলের মূল্য

Image
নয়াদিল্লি: কোথাও একটু হলেও কমছে, কোথাওবা কমার নাম গন্ধ নেই৷ হ্যাঁর পেট্রল ডিজেলের দামের এখন এমনই অবস্থা৷ শুক্রবার ফের বাড়ল মূল্য৷ রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ২৮ পয়সা বেড়ে প্রতি লিটারে তার বর্ধিত মূল্য ৮১.২৮টাকা, অন্যদিকে ডিজেলে ২২ পয়সা বেড়ে প্রতি লিটারে তার দাম হল ৭৩.৩০টাকা৷ মুম্বইয়ে পেট্রোলের দাম ৮৮.৬৭টাকা এবং ডিজেলের ৭৭.৮২টাকা প্রতি লিটারে৷ এর আগে বৃহস্পতিবার দিল্লি এবং মুম্বইয়ে পেট্রলের মূল্য ১৩ পয়সা প্রতি লিটারে বাড়ে এবং ডিজেলের বাড়ে ২৪ পয়সা করে৷ পেট্রল ও ডিজেলের দাম বাড়ায় নাজেহাল অবস্থা মুম্বইয়ের৷ চারটি মেট্রোপলিটন শহরের মধ্যে বাণিজ্য নগরীতে জ্বালানির দাম সবচেয়ে বেশি৷ কারণ তেলের উপর ভ্যাট আদায়ের পরিমাণ অন্যান্য রাজ্যের চেয়ে এখানে সবচেয়ে বেশি৷ জিনিসপত্রের দাম এমনিতেই চড়া৷ তার উপর জ্বালানির দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া হওয়ার আশঙ্কা৷ সেই সঙ্গে উৎসবের মরশুম৷ তেলের দাম এভাবেই চড়তে থাকলে আগামী দিনগুলিতে কী অবস্থা হতে চলেছে তা ভেবেই কপালে চিন্তার ভ্রুকুটি আম জনতার৷ এদিকে, গত মঙ্গলবার রাত ১২টার পর থেকেই বাংলায় দাম কমছে পেট্রোল-ডিজেলের। প্রত

RRB Group D Admit Card 2018: অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এইভাবে

Image
হাইলাইটস পরীক্ষা শুরু ১৭ সেপ্টেম্বর ইস্যু করা হয়েছে পরীক্ষার অ্যা়ডমিট কার্ড জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য নিউ দিল্লি: রেলের গ্রুপ D লেভেল ওয়ান পদে কর্মী নিয়োগের পরীক্ষা হবে 17 সেপ্টেম্বর। রেলের তরফে ইতিমধ্যেই জারি করা হয়ছে পরীক্ষার অ্যাডমিট কার্ড (RRB Group D Admit Card)। পরীক্ষার্থীরা নিজেদের অ্যাডমিট কার্ড (RRB Admit Card 2018) ডাউনলোড করে নিতে পারেন রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে। ওই পদে নিয়োগের পরীক্ষা শুরু হচ্ছে 17 সেপ্টেম্বর। পরীক্ষা নেওয়া হবে 17 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত। কোথায়, কোন কেন্দ্রে গ্রুপ D পদের পরীক্ষা নেওয়া হবে তার বিস্তারিত আগেই জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। এবারের গ্রুপ D পরীক্ষা হবে কম্পিউটার বেসড  (CBT)। আবেদনকারীদের যাতে কম্পিউটার বেসড পরীক্ষায় কোনও অসুবিধা না হয় সে কথা ভেবে মক টেস্টেরও ব্যবস্থা করেছে ভারতীয় রেল। মক টেস্টের মাধ্যমেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন আবেদনকারীরা। উল্লেখ্য, এর আগে অগাস্টে গ্রুপ C-তে 60 হাজারেরও বেশি পদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করেছিল Railway Recruitment Board। প্রতিদিনই তিনটি শিফ্টে পরীক্

বস্টনে গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণ, কয়েকশো বাসিন্দাকে উদ্ধার করল প্রশাসন

Image
BOSTON : গ্যাসের পাইপ  লাইনে বিস্ফোরণ। আর তার জেরে অসুস্থ বেশ কয়েকজন। আমেরিকার বস্টন শহরের এই ঘটনাটি ঘটেছে। লওরেন্স, আন্ডোভার এবং উত্তর অ্যান্ডোভার এলাকায় পর পর 70 টি বিস্ফোরণের খবর মিলেছে। গোটা এলাকা ভরে যায় বিষাক্ত ধোঁয়ায়।  আশপাশে বাড়ি থেকে কয়েকশো মানুষ বের করে নিয়ে আসে প্রশাসন। দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা  করেন। গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রশাসন। ধোঁয়ার উৎস সন্ধান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন দমকল কর্মী। তাছাড়া স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বেশ কয়েকজন অসুস্থ। জানা গিয়েছে লওরেন্স জেনারেল হাসপাতালে ছ'জনের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে কমবেশি 70টি  বিস্ফোরণ হয়েছে গ্যাসের পাইপ লাইনে। আর তার জেরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এর মধ্যে কোনও নাশকতার ছক আছে  বলে মনে করছে না প্রশাসন। গ্যাসের লাইনে চাপ বেশি হয়ে যাওয়াতেই এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে।  

তালিবানি হামলায় নিহত ১২ নিরাপত্তা রক্ষী

Image
কাবুল: তালিবানি হামলায় কমপক্ষে ১০ সেনা এবং ৩ পুলিশের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এক আফগান আধিকারিক৷ ফারাহ প্রদেশের প্রভিনশিয়াল কাউন্সিল চিফ ফরিদ বখতওয়ার জানান, বৃহস্পতিবার ভোরে পুশ্ত রোডের সেনা ঘাঁটিতে এই হামলা হয়৷ চার ঘন্টার এই সংঘর্ষে সেনাদের ১০ জন প্রাণ হারায়৷ এবং তিনজন আহত হয়৷ এর পাশাপাশি, ২২ তালিবান খতম হয়৷ ফারাহ প্রদেশের বালা বুলুকের পুলিশ সিকিওরিটি পোস্টে অন্য আরেকটি তালিবানি হামলায় ৩ জন পুলিশ নিহত হয়৷ তবে এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি৷ অন্যদিকে, হেলমন্দ প্রদেশে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়, যাতে ২জন নাগরিক আহত হয় বলে জানায় সেনার মুখপাত্র আবদুল কাদির বাহাদোরজাই৷ এর আগে, গত ৯ সেপ্টেম্বর, আত্মঘাতী জঙি হানায় প্রাণ যায় সাত জনের। একই সঙ্গে জখম হয় আরও ২৫ জন। ঘটনাটি ঘটে কাবুলে। সেদিন ছিল আফগান রাজনীতিবিদ এবং সামরিক ব্যক্তি আহমেদ শাহ মাসুদের ১৭ জন মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কাবুলে। সেই অনুষ্ঠানস্থলের অদূরেই ঘটে বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, আত্মঘাতী জঙ্গি রাস্তার মাঝেই একটি দোকানের সামনে আচমকা বিস্ফোরণ ঘটায়। মারাত

সরকারি টাকা পাননি, মরণাপন্ন অ্যাসিড আক্রান্ত

Image
সরকারি ক্ষতিপূরণ পাননি। জমা টাকাও ফুরিয়ে গিয়েছে। তাই বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে রয়েছেন অ্যাসিড আক্রান্ত তরুণী। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানা এলাকার বাসিন্দা ওই তরুণীকে তাঁরই স্বামী মেহবুব আলম আক্রমণ করেছিল বলে অভিযোগ। গত জুন মাসের শেষ দিকের ঘটনা। তার পর থেকে মেহবুব বেপাত্তা। পুলিশ এখনও তাকে ধরতে পারেনি। তার শাগরেদ হিসেবে ওই তরুণীর ননদাইকে গ্রেফতার করা হয়। কিন্তু সে-ও এর মধ্যে জামিন পেয়ে গিয়েছে।  এই পরিস্থিতিতে ঘটিবা়টি বেচে মেয়ের চিকিৎসা করাচ্ছেন তরুণীর বাড়ির লোক। মেয়ের বাবা প্রথমে তাঁকে কিসানগঞ্জে, পরে ভাগলপুরের হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। তাতে ক্ষত পুরোপুরি সারেনি। এখন উন্নত মানের পরিকাঠামোযুক্ত হাসপাতালে ভর্তি করিয়ে প্লাস্টিক সার্জারি করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু, তরুণীর বাবা বলেন, ''রোজ বাড়িতে চিকিৎসার জন্য দেড় হাজার টাকা খরচ হয়। ভাল হাসপাতালে নেওয়ার সামর্থ নেই। দিনমজুরি করে সংসার চলে। মেয়েটা বিনা চিকিৎসায় কি মরে যাবে!'' ওই এলাকার বিধায়ক গোলাম রব্বানি মন্ত্রী। অ্যাসিডে আক্রান্ত হলে সরকারি ভাবে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ মেলার কথা। সে জন্য পরিব

প্রধানমন্ত্রীকে অশালীন শব্দ! সাসপেন্ড সাংবাদিক

Image
একটি খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে অশালীন শব্দপ্রয়োগ করায় তাদের এক সাংবাদিককে সাসপেন্ড করল সংবাদ সংস্থা আইএএনএস।  বুধবার সন্ধেয় কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে একটি খবরের মধ্যে প্রধানমন্ত্রীর নাম ও পদবীর মধ্যে একটি অশালীন শব্দ জুড়ে দেওয়া হয়। বেসরকারি সংবাদ সংস্থার খবরটি তাদের গ্রাহকদের কাছে পৌঁছে যায়। এর পরেই শুরু হয়ে যায় সমালোচনার ঝড়। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি ছড়াতে থাকে। খরবটি দ্রুত প্রত্যাহার করে নেয় সংবাদ সংস্থাটি। এই ধরনের ঘটনা ঘটার জন্য প্রধানমন্ত্রী ও তাদের গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করে সংবাদ সংস্থাটি।  আইএএনএস-এর শীর্ষ কর্তাদের বক্তব্য, সংস্থার ২৫ বছরের ইতিহাসে এমন ঘটনা কখনও ঘটেনি। খবরটি চোখে পড়ার পরে সঙ্গে সঙ্গেই সাংবাদিককে সাসপেন্ড করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। সংশিষ্ট সম্পাদককেও শো-কজ নোটিস দেওয়া হয়েছে।

কম বয়সে বিয়ে মানতে পারেনি পরিবার, আত্মঘাতী নবদম্পতি

Image
স্বামীর বয়স ২২, স্ত্রীয়ের ১৮। কম বয়সে বিয়ে করায় সম্পর্ক ছিন্ন করেছিলেন বাড়ির লোকেরা। বৃহস্পতিবার সকালে গ্রামের আম বাগানে গাছের ডাল থেকে উদ্ধার হল ওই দম্পতির ঝুলন্ত মৃতদেহ। হাঁসখালি থানার ভবানীপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি শাড়িরই দুই প্রান্ত জড়ানো ছিল স্বামী ও স্ত্রীয়ের গলায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সুজিত রায় ও প্রিয়া রায়। প্রাথমিক তদন্তে অনুমান, ওই দম্পতি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সুজিত কলকাতায় রাজমিস্ত্রির কাজ করত। বছর দেড়েক আগে তার সঙ্গে ফেসবুকে আলাপ হয় উত্তর ২৪ পরগনার বনগাঁর ভবানীপুর এলাকার বাসিন্দা প্রিয়ার। সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। মাস সাতেক আগে প্রিয়া এক দিন চলে আসে সুজিতের বাড়িতে। কাউকে কিছু না জানিয়ে তারা বিয়েও করে নেয়।  দু'জনেরই পরিবার এই বিয়ে মানতে পারেনি। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, প্রিয়ার বাড়ির লোকজন তাকে নিতেও এসেছিল। কিন্তু সে ফিরে যায়নি। বাপের বাড়ির সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরই মধ্যে সুজিতের বাবাও তাকে আলাদা করে দেয়। বাড়িতে থাকতে দিলেও আলাদা করে দেওয়ার পরে যেন

আমি তো টাকা ফেরত দিতেই চেয়েছিলাম, দাবি সারদা-প্রধানের

Image
বেশ কিছু অর্থ লগ্নি সংস্থার আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতিতে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন বৃহস্পতিবার দাবি করলেন, আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনিও। এ দিন বারাসতে বিশেষ আদালতে শুনানি শেষে আদালত-চত্বরে সুদীপ্ত সাংবাদিকদের বলেন, ''আমানতকারীদের টাকা ফেরত দিতে আমি প্রস্তুত ছিলাম। কিন্তু টাকা ফেরত না-দেওয়ার জন্য আমার উপরে চাপ সৃষ্টি করা হয়েছিল। যাঁরা সেই সময় এমন চাপ দিয়েছিলেন, তাঁদের সকলেই ঘুরে বেড়াচ্ছেন। মনে হচ্ছে, সারদা-কাণ্ডে সত্য কোনও দিনও উদ্ঘাটিত হবে না।'' সিবিআইয়ের বক্তব্য, তাদের জেরায় সুদীপ্ত বলেছিলেন, সারদার ঝাঁপ বন্ধ হওয়ার পরে শাসক দলের কিছু প্রভাবশালী নেতা তাঁকে কলকাতা ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেন। আমানতকারীদের টাকা ফেরত দিতে নিষেধ করেছিলেন সেই তাঁরাই। ২০১৩ সালের ১৬ এপ্রিল কলকাতা ছাড়েন সুদীপ্ত। ২৩ এপ্রিল তাঁকে ও দেবযানীকে কাশ্মীরের সোনমার্গে গ্রেফতার করা হয়। সিবিআই অফিসারদের দাবি, সুদীপ্তকে গ্রেফতারের কয়েক ঘণ্টা আগে পর্যন্ত কিছু প্রভাবশালী নেতা যে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছিলেন, তার তথ্যপ্রমাণ তাঁদের কাছ

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ চেয়ে ধর্নায় পড়ুয়ারা

Image
বহিরাগতেরা ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালানোর পর পড়ুয়াদের বিক্ষোভের নিশানায় চলে এলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধরণীধর পাত্র। ধর্নায় বসা ছাত্রছাত্রীদের দাবি, তাঁকে পদত্যাগ করতেই হবে। হস্টেলে থাকেন না এমন বহু গবেষক, ছাত্রছাত্রীও এ দিন তাঁদের সঙ্গে যোগ দেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত অচলাবস্থা কাটেনি।  যদিও উপাচার্য বলেন, ''আলোচনা চলছে। আশা করি, সমাধানসূত্র বেরোবে।'' গত কয়েক দিন ধরেই 'চলো পাল্টাই বিসিকেভি' স্লোগান তুলে নদিয়ার ওই বিশ্ববিদ্যালয়ে ধর্না চালিয়ে যাচ্ছেন বেশ কিছু ছাত্রছাত্রী। উপাচার্য কথা বললেও তাঁরা ধর্না থেকে সরেননি। এরপর স্থানীয় তৃণমূল নেতারা আসরে নামেন। তবে ফল হয়নি।  এর পরেই বলপ্রয়োগের রাস্তা নেওয়া হয় বলে অভিযোগ।  বুধবার রাতে মুখ ঢাকা দেওয়া এক দল দুষ্কৃতী ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালায়। ধর্নায় বসা ছাত্রদের রাস্তায় ফেলে মারা হয়। হামলা হয় ছাত্রীদের হস্টেলেও। মেন গেটে বোমা মারা হয়। গুলির শব্দও শোনা গিয়েছে। এ দিন ছাত্রীদের হস্টেলের কাছেই রাস্তায় কার্তুজ পড়ে থাকতে দেখা যায়। তদন্তে পুলিশ জেনেছে, কয়েক জন দুষ্কৃতীর হাতে পিস্তল ছিল। তাণ্ডব চালিয়ে ফিরে

অবসাদে আত্মহত্যা করতে পারি, আদালতে বললেন ভারতী ঘোষের স্বামী রাজু

Image
কয়েক সপ্তাহের মধ্যে মত বদলালেন প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের স্বামী এমভি রাজু। এখন আর সংশোধনাগারে আলাদা সেলে থাকতে চান না তিনি। বরং চান আর পাঁচটা বন্দিদের সঙ্গেই তাঁকে রাখা হোক। দাসপুরের সোনা লুট ও প্রতারণা মামলায় গ্রেফতার হয়ে মেদিনীপুর জেলে রয়েছেন রাজু। বৃহস্পতিবার ছিল মামলার শুনানি। এ দিন মেদিনীপুরের বিশেষ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ চৌধুরীর এজলাসে রাজু বললেন, ''আমি মানসিক অবসাদে ভুগছি। আত্মহত্যার ইচ্ছে চলে আসছে আমার মধ্যে। আমি যে কোনও সময় আত্মহত্যা করতে পারি। কারও সঙ্গে কথা বলতে পারছি না বলেই এই পরিস্থিতি হচ্ছে। আলাদা কোনও সেলে নয়। আমাকে অন্য বন্দিদের সঙ্গেই রাখা হোক।" সঙ্গে যোগ করেন, "জীবনে কোনও অপরাধমূলক কাজ আমি করিনি। আমি খুব সাধারণ একজন।" অথচ এই রাজুই জেলে প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করেছিলেন। তাঁকে অন্য কোনও জেলে স্থানান্তরের আবেদন জানিয়েছিলেন। সেই সময় এই অভিযুক্তের দাবি ছিল, তাঁর স্ত্রী ভারতী ঘোষ জেলার পুলিশ সুপার ছিলেন। অনেক মাওবাদী ধরেছেন। অনেক দুষ্কৃতী ধরেছেন। দুষ্কৃতী, মাওবাদীদের অনেকে মেদিনীপুর জেলে রয়েছে। তারা যে কোনও সময় তাঁর উপর হামলা

অফিসেও আসেন, মাইনেও পান, বেকার হতে চলেছেন এমন ১৭,৫০০ সরকারি কর্মী!

Image
তাঁরা অফিসে আসেন। কাজ করেন। মাসের শেষে মাইনেও পান। কিন্তু যে পদে কাজ করেন, তার অনুমোদনই নেই সরকারি খাতায়! গত দু'মাস ধরে তল্লাশি চালিয়ে রাজ্য সরকারের ৫০টি দফতরে ৩ লাখ ১৩ হাজার কর্মচারীর মধ্যে এমন ১৭ হাজার ৪২৭ জনের খোঁজ মিলেছে।  এই কর্মীদের ভবিষ্যৎ ঘিরে সংশয় এবং উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনের অন্দরে। কারণ, গত ২৮ অগস্ট অর্থসচিব এইচ কে দ্বিবেদী এক নির্দেশিকায় জানিয়েছিলেন, বিনা অনুমোদনের কর্মীদের সেপ্টেম্বর মাস থেকে আর বেতন দেওয়া হবে না।  অর্থ দফতরের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (এইচআরএমএস)-এর তথ্য বলছে, গত ৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সাড়ে ১৭ হাজার জন নিজেদের 'বৈধ' সরকারি কর্মী হিসাবে প্রমাণ করতে পারেননি। ১০ তারিখ সিস্টেম বন্ধ হওয়ার আগে আরও কয়েকশো কর্মী পদের বৈধতার প্রমাণ দাখিল করে থাকতে পারেন বলে দফতরের একটি সূত্রের ধারণা। এই ঘটনার জন্য সংশ্লিষ্ট সফটওয়্যারকেই দায়ী করেছেন কর্মীদের একাংশ। তাঁদের মতে, ''অর্থ দফতর অযথা হুড়োহুড়ি করায় এত জন কর্মীর নাম বাদ পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এ যেন সরকারি দফতরে 'এনআরসি' ব্যবস্থা কায়েম করার শামিল।'' যদিও অর্থ দফত