তালিবানি হামলায় নিহত ১২ নিরাপত্তা রক্ষী


কাবুল: তালিবানি হামলায় কমপক্ষে ১০ সেনা এবং ৩ পুলিশের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এক আফগান আধিকারিক৷ ফারাহ প্রদেশের প্রভিনশিয়াল কাউন্সিল চিফ ফরিদ বখতওয়ার জানান, বৃহস্পতিবার ভোরে পুশ্ত রোডের সেনা ঘাঁটিতে এই হামলা হয়৷ চার ঘন্টার এই সংঘর্ষে সেনাদের ১০ জন প্রাণ হারায়৷ এবং তিনজন আহত হয়৷

এর পাশাপাশি, ২২ তালিবান খতম হয়৷ ফারাহ প্রদেশের বালা বুলুকের পুলিশ সিকিওরিটি পোস্টে অন্য আরেকটি তালিবানি হামলায় ৩ জন পুলিশ নিহত হয়৷ তবে এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি৷

অন্যদিকে, হেলমন্দ প্রদেশে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়, যাতে ২জন নাগরিক আহত হয় বলে জানায় সেনার মুখপাত্র আবদুল কাদির বাহাদোরজাই৷

এর আগে, গত ৯ সেপ্টেম্বর, আত্মঘাতী জঙি হানায় প্রাণ যায় সাত জনের। একই সঙ্গে জখম হয় আরও ২৫ জন। ঘটনাটি ঘটে কাবুলে। সেদিন ছিল আফগান রাজনীতিবিদ এবং সামরিক ব্যক্তি আহমেদ শাহ মাসুদের ১৭ জন মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কাবুলে। সেই অনুষ্ঠানস্থলের অদূরেই ঘটে বিস্ফোরণ।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, আত্মঘাতী জঙ্গি রাস্তার মাঝেই একটি দোকানের সামনে আচমকা বিস্ফোরণ ঘটায়। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় দোকানটি। জখম হন দোকানে থাকা ব্যক্তিটিও। এছাড়াও রাস্তায় গাড়িতে সওয়ার দুই ব্যক্তিও জখম হন। কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। যদিও এই হামলার পিছনে আল কায়েদার হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

তালিবানদের জড়িয়ে থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ আহমেদ শাহ মাসুদের সঙ্গে বিরোধ ছিল তালিবানদের। এদিন আহত এবং নিহতদের তালিকায় অধিকাংশই ওই অনুষ্ঠানে হাজির ছিলেন।