Posts

Showing posts from February 26, 2019

১৯৭১ সালের পর আবার পাকিস্তানের ঘরে ঢুকে প্রত্যাঘাত করল বায়ুসেনা

Image
রাতের অন্ধকারে যুদ্ধবিমান থেকে নিখুঁত লক্ষ্যে হানা। তাও আবার শত্রুপক্ষের ঘরে ঢুকে। ৪৮ বছর পর এভাবে পাকিস্তানের উপর প্রত্যাঘাত করল ভারতীয় বায়ুসেনা। এর আগে ১৯৭১ সালের যুদ্ধ চলাকালীন শেষবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় বায়ুসেনা হামলা চালিয়েছিল পাকিস্তানের উপর। সেই কারণেই এবারের সার্জিক্যাল স্ট্রাইককে সবচেয়ে বড় হানা বলে ব্যাখ্যা করা হচ্ছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের তরফে। প্রসঙ্গত, মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের বালাকোটে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিতে হামলা চালানো হয়। হামলা চালায় বায়ুসেনার মিরাজ-২০০০ যুদ্ধবিমান। লেজার গাইডেড বোমা দিয়ে মোট তিন জায়গায় হামলা হয়। তার মধ্যে এক জায়গায় ছিল পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কন্ট্রোল রুম। সব মিলিয়ে প্রায় ৩০০ জঙ্গিকে মারা গিয়েছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, জইশের পাঁচজন মাথা নিহত হয়েছে বলে জানা গিয়েছে। জইশের কার্যত কোমর ভেঙে দেওয়া হয়েছে। এর আগে এই ধরনের হামলা বায়ুসেনা চালিয়েছিল ১৯৭১ সালে। তখনও একইভাবে নিয়ন্ত্রণ রেখা পার করে হামলা চালানো হয়েছিল। ৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধের পর ১৯৯৯ সালে পাকিস্তানের সঙ্গে কারগিল যুদ

দেশ নিরাপদ হাতে রয়েছে, মাথা নত হতে দেব না: প্রত্যাঘাতের পরে বললেন মোদী

Image
চুরুতে আয়োজিত সভায় নরেন্দ্র মোদী।  দুশ্চিন্তার কারণ নেই, ভারত নিরাপদ হাতে রয়েছে— দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবার ভোর রাতে জইশের বৃহত্তম ঘাঁটিটি ভারতীয় বায়ুসেনা গুঁড়িয়ে দেওয়ার পরে এটাই নরেন্দ্র মোদীর প্রথম বার্তা। নয়াদিল্লি সূত্রের খবর, অভিযান চলাকালীন নিরন্তর বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন প্রধানমন্ত্রী। তবে তা নিয়ে এ দিন সকালে কোনও সাংবাদিক সম্মেলন তিনি করেননি। রাজস্থানের চুরুতে আয়োজিত এক জনসভায় ভাষণ দিতে প্রথম বার মুখ খুললেন তিনি। জাতীয় অস্মিতার ছড় টেনে বললেন— দেশের মাথা নিচু হতে দেব না। জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রীকে বিশদ রিপোর্ট দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সকালে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক বসে প্রধানমন্ত্রীর বাসভবনে। সেই বৈঠক শেষ হওয়ার পরে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন। অর্থ মন্ত্রী অরুণ জেটলি বিবৃতি দেন। বিদেশ সচিব বিজয় গোখলে সাংবাদিক সম্মেলন করেন। কিন্তু, প্রধানমন্ত্রী কোনও সাংবাদিক সম্মেলন করেননি। চুরুর জনসভায় গিয়েই তিনি মুখটা খুললেন। পাক অধিকৃত কাশ্মীরে বা প

ফের নিয়ন্ত্রণ রেখায় গোলাবর্ষণ পাক সেনার

Image
চলছে গোলাবর্ষণ। পুলওয়ামার জবাবে প্রত্যাঘাত করেছে ভারত। তা সত্ত্বেও সংযত হওয়ার লক্ষণ নেই। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল তারা। এ নিয়ে পর পর চারদিন। তবে হতাহতের কোনও খবর নেই। সেনা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন আখনুর, নওশেরা এবং কৃষ্ণঘাটি সেক্টরে লাগাতার গোলাগুলিবর্ষণ করে চলেছে পাক সেনা। তাদের পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। এর আগে, সোমবারই পুঞ্চ, মেন্ধার এবং নওশেরায় সেনার পোস্ট লক্ষ্য করে গোলাবর্ষণ করে পাক বাহিনী। গত সাতদিনে রাজৌরি এবং পুঞ্চ সেক্টরের বসতি এলাকাও তাদের হাত থেকে রক্ষা পায়নি। ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই উপত্যকার পরিস্থিতি থমথমে ছিল। নিয়ন্ত্রণরেখায় নতুন করে লাগাতার গোলাগুলিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ২০০৩ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তার আওতায় নিয়ন্ত্রণরেখায় শান্তি বজায় রাখতে সম্মত হয় দুই দেশই। কিন্তু তার পর থেকে অজস্রবার সেই চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। শুধুমাত্র গতবছরই ৩ হাজার বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে

বায়ুসেনার অভিযানে খতম মাসুদ আজাহারের ২ ভাই ও শ্যালক-সহ ৫, তছনছ হয়ে গেল জইশের ঘর

Image
1/6 ভারতীয় বায়ুসেনার হামলায় জঙ্গি নিকেশে বড়সড় সাফল্য। মঙ্গলবার ভোর রাতের হামলায় খতম হয়েছে প্রায় ৩০০ জঙ্গি। সূত্রের খবর, সেই তালিকায় রয়েছে জইশ-ই-প্রধান মাসুদ আজাহারের শ্যালক ইউসুফ আজাহার।     2/6 মঙ্গলবার ভোরে পাক অধিকৃত কাশ্মীরে জইশের সব থেকে বড় জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে বোমা বর্ষণ করে ভারতীয় বিমানবাহিনী। নিখুঁত লক্ষ্যভেদ করে মিরাজ ২০০০ বিমান থেকে লেজার গাইডেড বোমা। সেই বোমার আঘাতেই মাসুদ আজাহারের ২ ভাই ও শালার মৃত্যু হয়েছে বলে খবর।      3/6 এদিনের হামলায় মৃত্যু হয়েছে মাসুদ আজাহারের ২ ভাইও। মৃত্যু হয়েছে মাসুদ আজাহারের ভাই তলহা সইদ, ইব্রাহিম আজহারের, মৃত্যু হয়েছে কাশ্মীরে জইশের প্রধান আজহার খান ও উমর নামে এক জঙ্গি। এদের মধ্যে ইব্রাহিম আজাহার কান্দাহার বিমান অপহরণে সরাসরি যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে।           4/6 মঙ্গলবার ভোরে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে জঙ্গিঘাঁটিতে বিমান হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। ভোর সাড়ে তিনটে নাগাদ একসঙ্গে হামলা চলে বালাকোট, মুজাফ্ফরাবাদ ও চকৌটিতে। গোয়েন্দাতথ্যের ভিত্তিতে পাকিস্তানের অসামরিক লক্ষ্যের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় বিদেশমন্ত

প্রি-এম্পটিভ নন-মিলিটারি স্ট্রাইক! কী বলতে চাইল ভারতের বিদেশমন্ত্রক?

Image
প্রি-এম্পটিভ নন-মিলিটারি স্ট্রাইক। জইশ ঘাঁটি ধ্বংস করতে ভারতীয় বায়ুসেনার সফল অভিযানকে এই শব্দবন্ধ দিয়েই ব্যাখ্যা করেছে ভারত। অর্থাৎ প্রতিরোধের লক্ষ্যে অসামরিক অভিযান। কিন্তু এই ধরনের আক্রমণ বলতে কী বোঝায়? এর আগে কখনও পৃথিবীতে এই ধরনের আক্রমণ হয়েছে কি? সেই প্রসঙ্গে যাওয়ার আগে দেখে নেওয়া যাক ভোর রাতে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভারতের আক্রমণ এবং তা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ার ঘটনাক্রম। শুরুতে ধোঁয়াশা থাকলেও এখন স্পষ্ট আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাকিস্তানের প্রায় ২৩ কিলোমিটার ভিতরে ঢুকে জইশ ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। আক্রমণের পর শুরুতে নীরব ছিল ভারত। প্রথম এই হামলার কথা জানায় পাকিস্তানই। ভারতীয় সময় সকাল পাঁচটা বেজে ১২ মিনিটে প্রথম বিষয়টি সামনে আনেন পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। টুইট করে তিনি জানান, 'নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানে ঢুকেছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। পাকিস্তানি বায়ুসেনার পাল্টা আক্রমণে ভারতীয় যুদ্ধবিমানগুলি ফিরে গিয়েছে।' এর ঠিক পরেই ভারতীয় সময় সকাল সাতটা বেজে ছয় মিনিটে আবার টুইট করেন আসিফ গফুর। সেখানে তিনি জানান, ভারতীয় বায়ুসেনা বোমাবর্ষণ

‘নিরাপদ হাতেই রয়েছে দেশ’, #SurgicalStrike2-এর পর প্রথম জনসভা থেকে বার্তা নমোর

Image
'দেশের দায়িত্ব নিরাপদ হাতেই।' মঙ্গলবার ভোর রাতে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার হামলার পর প্রথম সভা থেকে একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ লোকসভার আগে ২০১৪ লোকসভায় প্রতিশ্রুতি মনে করালেন তিনি। রাজস্থানের চুরুতে জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, 'সেদিন বলেছিলাম, দেশের উপর আঘাত আসতে দেব না। আমাদের কাছে ব্যক্তির থেকে বড় দল। আর দলের থেকে বড় দেশ।' ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জইশ জঙ্গিদের হামলায় ৪৪ CRPF জওয়ানের মৃত্যুর ১১ দিন পর প্রত্যাঘাত করে ভারত। মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে প্রায় ৪০ কিলোমিটার ভিতরে বালাকোটে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ বিমান। এই ঘটনার পর প্রথম প্রতিক্রিয়ায় পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। বলেন, 'আজ দেশের শহিদদের শ্রদ্ধা জানানোর দিন।' এরপরই প্রধানমন্ত্রীর সংযোজন, 'কথা দিচ্ছি, দেশের মাথা নত হতে দেব না।' প্রসঙ্গত, বায়ুসেনার তরফে হামলার পরই আজ সকালে বৈঠকে বসে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। এরপরই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে বায়ুসেনা

উচ্চমাধ্যমিকের চলাকালীন ছয় জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

Image
কলকাতা : রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এক ঘণ্টার মধ্যেই হোয়াটস অ্যাপে ছড়িয়ে পড়ছিল প্রশ্নপত্র। যা রীতিমত প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল রাজ্যের শিক্ষা দফতরকে। লজ্জা তো বটেই এই ঘটনা একই সঙ্গে ঠাট্টা – তামাশার জায়গায় চলে গিয়েছিল। তাই এই একই অবস্থা উচ্চমাধ্যমিকে যাতে মাথাচাড়া না দেয় তাই বজ্রআঁটুনি ব্যবস্থা নিল রাজ্য সরকার। পরীক্ষার দিনগুলিতে রাজ্যের ৬ টি জেলায় পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। জেলাগুলির কিছু স্পর্শকাতর এলাকায় বন্ধ থাকবে পরিষেবা। যে সমস্ত জেলায় এই স্ক্যামের খবর মিলেছিল সেই জেলাগুলিতেই বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞান ও জীবন বিজ্ঞান পরীক্ষার দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ওই সমস্ত জেলাগুলির কিছু এলাকায়।   দেখা যায়, জীবন বিজ্ঞান পরীক্ষায় এই কাণ্ড আর ঘটেনি। ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার ফলেই বিষয়টি আটকানো গিয়েছে বলে দাবি শিক্ষা মহলের একাংশের। ফলে এই প্রশ্নফাঁসের ঘটনা আটকাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করাকেই পন্থা হিসেবে বেছে নিল সরকার। নবান্ন জানিয়েছে, মালদা, নদীয়া, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগণা, মুরশিদাবাদ, উত্তর দিনাজপুর এই ৬ ট

যে পাঁচটি কারণে ভারতের এই এয়ারস্ট্রাইক তাৎপযপূর্ণ

Image
নয়াদিল্লি: বদলার জবাব বদলা৷ পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষাতেই জবাব দিল ভারত৷ ঘরে ঢুকে পাক মদতপুষ্ট জইশের জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়ে এল ভারতীয় বায়ুসেনা৷ জঙ্গিদের বিরুদ্ধে এটাই এযাবৎকালের সবথেকে বড় অপারেশন ভারতের৷ বলা ভালো জইশের নাকের ডগায় আঘাত হেনেছে ভারতীয় সেনা৷ বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে এই জঙ্গি সংগঠনের৷ কেন এই প্রত্যাঘাত জইশের কাছে বড় ধাক্কা তার পাঁচটি কারণ আলোচনা করা হল৷ জইশ পীঠস্থানে প্রত্যাঘাত: পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশের বালাকোট জইশ-ই-মহম্মদের সবচেয়ে বড় জঙ্গি শিবির৷ সূত্রের খবর, এখানেই জঙ্গি আদিলের প্রশিক্ষণ হয়৷ ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার সেনা কনভয়ে আত্মঘাতী হামলা করে সে৷ ভারতের এয়ারস্ট্রাইকের পর সেই ঘাঁটি একেবারে ধুলোয় মিশে গিয়েছে৷ এই প্রত্যাঘাত জইশের কাছে বড় ধাক্কা৷ বালাকোটকে জইশ সংগঠনের পীঠস্থান বলা হয়৷ কারণ এই শিবিরটি তৈরি করেন মাসুজ আজহার৷ কান্দাহার বিমান হাইজ্যাকের পর আজহারকে মুক্তি দেয় ভারত সরকার৷ তারপর বালাকোটে গিয়ে এই শিবির তৈরি করে জইশ জঙ্গি৷ ২০০১ সাল থেকে বালাকোট থেকে অপারেশন শুরু করে মাসুদ৷ শতাধিক জঙ্গি খতম: ভারতের এয়ার স্ট্রাইকে শতাধিক

ইমরান সরকারের বিরুদ্ধে পাক সংসদে উঠল ‘শেম শেম’ ধ্বনি

Image
ইসলামাবাদ: ভারতের এয়ার স্ট্রাইকের পর দেশের মাটিতে মুখ পুড়েছে পাকিস্তানের৷ বিরোধীদল গুলি ইমরান খানের সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে৷ সংসদে দাঁড়িয়ে তাঁরা 'শেম শেম' আওয়াজ তুলেছে৷ পাক সরকারের মন্ত্রী যখন সংসদে দাঁড়িয়ে সাফাই দেওয়ার চেষ্টা করছিলেন তখন বিরোধী দলগুলি তারস্বরে শেম শেম বলে চিৎকার করতে থাকে৷ পাকিস্তান যতই ভারতের হাতে মার খাওয়ার কথা অস্বীকার করুক না কেন এই প্রত্যাঘাতে দেশের মধ্যে যারপরনাই অস্বস্তিতে পড়েছে ইমরান খানের সরকার৷ মঙ্গলবারের প্রত্যাঘাত পাকিস্তানের মাথায় বাজ ভেঙে পড়ার সামিল৷ এই হামলা তাদের কাছে স্বপ্নাতীত৷ ঢোক গিলে ভারতের অভিযানের কথা স্বীকার করে নিয়েছেন পাক সেনা প্রধান৷ তবে তাঁর দাবি, পাকিস্তানের তাড়া খেয়ে ভারতের বায়ুসেনা পালিয়ে গিয়েছে৷ ফাঁকা মাঠে বোমা মেরেছে ভারত৷ ওয়াকিবহাল মহলের মতে, এসব কথা বলা ছাড়া উপায় নেই পাকিস্তানের৷ কারণ সত্যি স্বীকার করলে তুলকালাম বাঁধবে৷ তাই মুখ বাঁচাতে পাক বিদেশমন্ত্রীকে বলতে হচ্ছে, 'আমরা তো বলেছিলাম যে ভারত এরকম কিছু একটা করতে পারে। আজ তারা পাকিস্তানে এয়ার স্ট্রাইক করে দিয়েছে।' এয়ার স্ট্রাইকের পর প্রতিক্

জয় হিন্দ! জঙ্গি ঘাঁটি ধ্বংসের পর বায়ুসেনাকে অভিনন্দন সহবাগ-গম্ভীরের

Image
গম্ভীর ও সহবাগ অভিনন্দন জানালেন ভারতীয় বায়ুসেনাকে। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশের ঘাঁটি ধ্বংসের জন্য ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানালেন বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়ায় এই দুই জাতীয় ক্রিকেটার প্রশংসা করেছেন বায়ুসেনার। মঙ্গলবার ভোর সাড়ে তিনটের সময় বায়ুসেনার ১২টি মিরাজ যুদ্ধবিমান পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। বালাকোট, চাকোটি এবং মুজফ্‌রাবাদে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তৈবার ঘাঁটি। পুলওয়ামা কাণ্ডের পরিপ্রেক্ষিতেই এই অভিযান। জইশ আবার হামলার পরিকল্পনা করছিল বলেও জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।  বায়ুসেনার এই অভিযানকেই টুইটারে অভিনন্দন জানিয়েছেন সহবাগ ও গম্ভীর। সহবাগ লিখেছেন, "ছেলেরা সত্যিই দারুণ খেলেছে।" আর গম্ভীর লিখেছেন, "জয় হিন্দ, আইএএফ।" প্রসঙ্গত, বায়ুসেনার এদিনের অভিযানের পর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচকে আরও অনিশ্চিত দেখাচ্ছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই ব্যাপারে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে বলে জানিয়েছে। ভারত অধিনায়ক বিরাট কোহালিও এই ব্যাপারে সরকার ও বোর্ডের

প্রত্যাঘাতের পর ছক বানচাল, পাক-ড্রোন গুলি করে নামাল সেনা

Image
মঙ্গলবার ভোরে পুলওয়ামা হামলার প্রত্যাঘাত করেছে ভারতীয় বায়ুসেনা। তার কয়েক ঘন্টার মধ্যেই ফের পাকিস্তানের ছক বানচাল করল ভারতীয় সেনা। এদিন গুজরাতের কচ্ছ সীমান্তে একটি পাকিস্তানের ড্রোন গুলি করে নামাল ভারতীয় সেনা। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ গুজরাতের কচ্ছ সীমান্তে একটি পাকিস্তানের ড্রোন নজরে আসে সেনার। প্রায় সঙ্গে সঙ্গেই সেটা গুলি করে নামায় ভারতীয় সেনা। স্বাভাবতই ফের সাফল্য পেল ভারতীয় বায়ু সেনা। এ দিন ভোরেই পুলওয়ামা হামলার প্রত্যাঘাত করেছে ভারতীয় বায়ুসেনা। ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করে। বালাকোট, চাকোটি এবং জইশ-ই-মহম্মদের তিনটি লঞ্চপ্যাড ধ্বংস করে দেয় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় জইশের কন্ট্রোল রুমও। এর পর থেকেই তৎপরতা শুরু হয় পাকিস্তানে। পাকিস্তানও হামলা করতে পারে, এই আশঙ্কার হাই অ্যালার্ট জারি রয়েছে ভারতীয় সেনাবাহিনীতেও। ভোরে বায়ুসেনার প্রত্যাঘাতের কয়েক ঘণ্টা পরই গুজরাতের কচ্ছ সীমান্তে ড্রোন পাঠায় পাকিস্তান। কিন্তু সেনা অত্যন্ত সতর্ক থাকায় পাকিস্তানের ছক বানচাল হয়েছে।

‌‘‌‌অভিযান ১০০ শতাংশ সফল’‌, জরুরি বৈঠকে রিপোর্ট মোদিকে

Image
পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে ভারতীয় বায়ুসেনা প্রত্যাঘাতের পর মঙ্গলবার সকালেই জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাত নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনেই মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক করেন। উপস্থিত ছিলেন রাজনাথ সিং, অরুণ জেটলি, সুষমা স্বরাজ, নির্মলা সীতারমন, অজিত ডোভাল। মোদিকে পুরো অভিযানের বিস্তারিত রিপোর্ট দেন ডোভাল। সূত্রের খবর, অভিযান যেরকম পরিকল্পনা করা হয়েছিল, সেরকমই ১০০ শতাংশ সফল হয়েছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক জঙ্গি ঘাঁটিগুলিতে বিমান অভিযানের পরই পাকিস্তানের তরফে পাল্টা আঘাতের কথা চিন্তা করে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা বরাবর বায়ুসেনার সব কটি শিবিরে কড়া নিরাপত্তা জারি করেছে বায়ুসেনা। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকড় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সেনাবাহিনীকে আগেই প্রত্যাঘাতের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আজকের এই পদক্ষেপ খুবই জোরাল এবং প্রয়োজনীয়'‌।      অন্যদিকে, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় বায়ুসেনার বিমান অভিযানের পরই উদ্বিগ্ন পাকিস্তান।

‘ছেলেধরা বলে রটিয়ে মেরে ফেলবে’, গণপিটুনির ঘটনায় আতঙ্কে ভিক্ষুকরাও

Image
তমলুক:  'আপাতত ঝোলা তুলে রেখেছি। যতদিন না গুজব বন্ধ হয়, আমাদের কিছু করার নেই। সঞ্চয় বলতে কয়েক কেজি চাল। তাই ফুটিয়ে খাবো। কারণ ভিন গাঁয়ে গেলে তো ছেলেধরা বলে রটিয়ে মেরে ফেলবে।'  কথাগুলো গড়গড়িয়ে বললেন বলাই, গফুর, বাবলুরা। ওরা কেউ পঙ্গু, কেউ আবার বার্ধক্যের ভারে চরম অসহায়। তাই বাধ্য হয়েই ভিক্ষাবৃত্তি করেই দিনগুজরাণ। কিন্তু সম্প্রতি জেলা জুড়ে ছেলেধরা গুজবের জেরে একের পর এক গনপিটুনির ঘটনায় জড়োসড়ো হয়ে গিয়েছেন ওঁরাও। জীবন-জীবিকা নিয়ে তীব্র সংকটের মুখে পড়েছেন।  রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা ও মিনির সম্পর্ক কারোরই অজানা নয়। কিন্তু সেই স্নেহ ভালোবাসার সম্পর্ক যেন নষ্ট হতে বসেছে স্রেফ ছড়িয়ে যাওয়া কিছু গুজবে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নানা গুজবে গণপিটুনির মত ঘটনা ঘটছে জেলা জুড়ে। কোথাও ছেলেধরা,  তো কোথাও আবার কিডনিপাচারের গুজব। সন্দেহজনক কাউকে দেখলেই এখন মারমুখী হয়ে উঠছে উত্তেজিত জনতা। জেলা সদর শহর তমলুক থেকে কাঁথি, রামনগর, পাঁশকুড়া সর্বত্র একই ছবি। পুলিশ-প্রশাসনের সচেতনতা প্রচার, গুজব আটকাতে আবেদন কিছুই যেন কাজে দিচ্ছে না। এর ফলে সবচেয়ে বেশি চিন্তায় পড়েছেন ভিক্ষাবৃত্তি করে যাঁদের

কলকাতার ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার বিহারের দুই ডন

Image
কলকাতা থেকে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় বিহারের দুই ডনকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা। বিহারের নওদায় বসে ব্যবসায়ী মনোজ খান্ডেলওয়ালকে অপহরণের পরিকল্পনা করে রাজ পাণ্ডে ও বিষ্ণু প্রসাদ। আর এই ছকে মদত জুগিয়েছিল গিরিশ পার্কের ধীরজ চৌধুরি। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, বিহারে এক ডজনেরও বেশি মামলায় অভিযুক্ত রাজ ও বিষ্ণু। কিন্তু তাদের টিকি ছুঁতে পারেনি পড়শি রাজ্যের পুলিশ।ভিন রাজ্যে অভিযান চালিয়ে দু'জনকেই ধরে ফেললেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতেরা  অপহরণ করে মুক্তিপণ আদায়, ডাকাতি ও তোলা চেয়ে ভয় দেখাত। বিহারের সীমানা ছাড়িয়ে এবার এ শহরের ব্যবসায়ী মনোজ খান্ডেলওয়ালকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতে চেয়েছিল তারা। গত ১৩ ফ্রেরুয়ারি রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে গিরীশ পার্ক এলাকা থেকে অপহরণ করা হয় ব্যবসায়ী মনোজ খান্ডেলওয়ালকে। তাঁকে অস্ত্র দেখিয়ে, মারধর করে অন্য একটি গাড়িতে তুলে কলকাতা ছেড়ে বেরিয়ে গিয়েছিল পাঁচ দুষ্কৃতী। ঘটনার খবর পেয়ে রাজ্যের সমস্ত থানাকে সতর্ক করে দেয় কলকাতা পুলিশ। পরের দিন অর্থাৎ ১৪ ফ্রেরুয়ারি ভোরে আসানসোলে সালানপুর থেকে ওই ব্যবসায়ীকে

প্রায় পাঁচ দশক পরে পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে হামলা চালাল ভারত, তৈরি হল নতুন কীর্তি

Image
সার্জিক্যাল স্ট্রাইক ২.০ চালাল ভারত। পুলওয়ামায় হামলা চালিয়ে পাক মদতপুষ্ট জইশ ই মহম্মদ জঙ্গিরা ৪৯ জন সেনা জওয়ানকে শহিদ করেছে। কাশ্মীরে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। আর সেসবই হচ্ছে পাকিস্তানের মাটি ব্যবহার করে। সেদেশের প্রশাসনের সহায়তায় ভারত বিরোধী কাজে লিপ্ত থাকে সেদেশের জঙ্গিরা। তারই বিরুদ্ধে প্রত্যাঘাত করেছে ভারতীয় বায়ুসেনা। পাক অধীকৃত কাশ্মীরের পাশাপাশি পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে এদিন ভারত হামলা চালিয়েছে। বালাকোট, মুজফফরাবাদ, চিকোতিতে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। ১৯৭১ সালের পর এই প্রথমবার একেবারে পাকিস্তানি ভূখণ্ডে ঢুকে ভারত আক্রমণ শানিয়েছে। এর আগে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় অটল বিহারী বাজপেয়ীর সরকার ছিল। তখনও ভারত লাইন অব কন্ট্রোল পার করে পাকিস্তানে ঢোকেনি। তবে এবার নরেন্দ্র মোদীর জমানায় ভারত একেবারে পাক ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছে। প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনা এদিন ফের সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে পাকিস্তানে ঢুকে। এবার আকাশপথে ১২টি মিরাজ যুদ্ধবিমান নিয়ে হামলা হয়েছে। উড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। ১ হাজার কিলোর বোমা নিয়ে হামলা চালানো হয়েছে। বালাকোট, চাকোতি, মুজফফরা

এক দিনে দ্বিতীয় বার ভারতের কাছে মার খেল পাকিস্তান, পাক ড্রোন গুলি করে নামাল সেনা

Image
বিমানহামলার পর কয়েক ঘণ্টা কাটতে না-কাটতেই ফের ভারতীয় বায়ুসেনার হাতে ধরাশায়ী হল পাকিস্তান। পড়শি দেশের ষড়যন্ত্র বানচাল করে পাক ড্রোন গুলি করে নামাল ভারত। মঙ্গলবার কাকভোরে গুজরাতের কচ্ছ সীমান্তে একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামায় ভারতীয় বায়ুসেনা। কী উদ্দেশে ড্রোনটি ভারতে পাঠানো হয়েছিল তা অবশ্য জানা যায়নি।  মঙ্গলবার ভোরে পাক অধিকৃত কাশ্মীরে বিমানহামলা চালায় ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক জঙ্গিশিবির। তার পর থেকে হাই অ্যালার্ট জারি হয়েছে গোটা ভারত-পাক সীমান্তজুড়ে। হাই অ্যালর্টে রাখা হয়েছে মিসাইল ডিফেন্স সিস্টেমকেও।  এরই মধ্যে ভোর ৬.৩০ মিনিট নাগাদ ভারতীয় রেডারে ধরা পড়ে একটি পাক ড্রোন। সঙ্গে সঙ্গে সেটিতে গুলি করে নামায় ভারতীয় সেনা। ভারতের হামলার সঙ্গে পাকিস্তানের এই ড্রোন পাঠানোর কোনও সম্পর্ক রয়েছে কি না তা অবশ্য জানা যায়নি। 

সবচেয়ে বড় জইশ জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে বায়ুসেনা, জানাল বিদেশ মন্ত্রক

Image
বিদেশ সচিব বিজয়কেশব গোখলে। প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করলেন বিদেশ সচিব বিজয়কেশব গোখলে। মঙ্গলবার ভোরে ভারতীয় বায়ুসেনা নিয়ন্ত্রণরেখার ওপারে যে অভিযান চালিয়েছে তাতে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, এই প্রত্যঘাতে মারা গিয়েছে জইশ ই মহম্মদের সিনিয়র কমান্ডাররা। বালাকোটে সবচেয়ে বড় জইশ প্রশিক্ষণ শিবির ধ্বংস করেছে ভারত, জানাল বিদেশমন্ত্রক। বায়ুসেনার এই প্রত্যাঘাতে বহু জঙ্গির মৃত্যু হয়েছে। এই জঙ্গি ঘাঁটি পরিচালনা করত জইশ ই মহম্মদের জঙ্গি নেতা ইউসুফ আজহার। সে মাসুদ আজহারের জামাই। গত দু'দশক ধরে নিয়ন্ত্রণ রেখার ওপারে এবং পাকিস্তানেরও বিভিন্ন জায়গায় জঙ্গি সংগঠনগুলো সত্রিয় ছিল। ভারত একাধিকবার এ বিষয়ে প্রমাণ-সহ নথি পাকিস্তানকে তুলে দিয়েছে। অনুরোধ করেছে অবিলম্বে ওই পরিকাঠামোগুলোকে ধ্বংস করার। কিন্তু পাকিস্তান সে অনুরোধে কান দেয়নি। ভারত পাক সম্পর্কের উত্থান পতন সম্পর্কে আপনি কতটা জানেন?

পাকিস্তানকে চ্যালেঞ্জ জানানোর সাহস ভারতের না দেখানোই উচিত, হুঁশিয়ারি কুরেশির

Image
পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ইসলামাবাদে, মঙ্গলবার।  পাকিস্তানকে চ্যালেঞ্জ জানানোর সাহস ভারতের না দেখানোই উচিত। এই ঘটনার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের আছে। পাকিস্তান জবাব দেবে। মঙ্গলবার ভোর রাতে পাক-অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমানবাহিনীর বোমাবর্ষণের পর সাংবাদিকদের এ কথা বললেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। সাংবাদিকদের সামনে আসার আগে এ দিন ইসলামাবাদে তাঁর দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন কুরেশি। সেই বৈঠকে কী কী আলোচনা হল, প্রধানমন্ত্রী ইমরান খানকে সেই সব জানাবেন পাক বিদেশমন্ত্রী। পাকিস্তানের এখন কী করণীয়, ভারতকে কী ভাবে জবাব দেওয়া হবে তা ওই বৈঠকেই চূড়ান্ত হবে বলে পাক বিদেশমন্ত্রকের একটি সূত্র জানিয়েছে। ইসলামাবাদে এ দিন কুরেশি বলেন, ''ভারত যা করেছে, তা আন্তর্জাতিক নিয়ন্ত্রণরেখার লঙ্ঘন। এতে পাকিস্তানের নিরাপত্তা বিপদাপন্ন। আত্মরক্ষার অধিকার পাকিস্তানের রয়েছে। এই ঘটনার জবাব দেওয়ার সব রকমের অধিকার রয়েছে পাকিস্তানের। পাকিস্তান সেই জবাব দেবে।''

অধিকৃত কাশ্মীরে ঢুকে প্রত্যাঘাত বায়ুসেনার, নিকেশ ৩০০ জঙ্গি, বোমাবর্ষণে ধ্বংস একাধিক জঙ্গি ঘাঁটি

Image
পুলওয়ামায় জঙ্গিহানার জবাব দিল ভারত। মঙ্গলবার ভোররাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। বালাকোট, চাকোটি এবং মুজফ্‌রাবাদে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিল জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তৈবার জঙ্গি ঘাঁটি। প্রতিটি এলাকাতেই জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করে বায়ুসেনার যুদ্ধবিমান। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই অভিযানে নিহতের সংখ্যা ২০০ থেকে ৩০০। যদিও সে কথা স্বীকার করেনি পাকিস্তান। প্রাথমিক ভাবে পাকিস্তানের দাবি, ভারতীয় বায়ুসেনার যুদ্ববিমানগুলি খুব তাড়াহুড়ো করে বোমা ফেলে ফিরে গিয়েছে। তবে ভারতের এই প্রত্যাঘাতে ইসলামাবাদ এতটাই হতচকিত যে, জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই অভিযানের পূর্ণাঙ্গ রিপোর্ট  জমা দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এর পর নিজের বাসভবনে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি-র বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ,

প্রত্যাঘাত, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমা ভারতীয় সেনার

Image
পুলওয়ামা হামলার পর প্রত্যাঘাত ভারতের। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় বায়ুসেনার বিমান। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৩টে নাগাদ ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করে। সূত্রের খবর, পূর্বপরিকল্পিত ভাবেই এই অভিযান চালানো হয়। সোমবার বালাকোট সেক্টর থেকে পাক অধিকৃত কাশ্মীরের প্রায় ৮০ কিলোমিটার ভিতরে ঢোকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। এর পর বালাকোট, চাকোটি এবং মুজফ্‌রাবাদে জইশ-ই-মহম্মদের তিনটি লঞ্চপ্যাড ধ্বংস করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় জইশের কন্ট্রোল রুম আলফা-৩। ভারত পাক সম্পর্কের উত্থান পতন সম্পর্কে আপনি কতটা জানেন? প্রায় ২১ মিনিট ধরে পাক অধিকৃত কাশ্মীরের আকাশে ছিল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানগুলি। ভারতীয় সেনা সূত্রের খবর, চকোটিতে বোমাবর্ষণ করা হয়েছে রাত ৩টে ৫৮ মিনিট থেকে ভোর ৪টে পর্যন্ত। মুজাফ্ফারাবাদে বোমাবর্ষণ চলে রাত ৩টে ৪৮ মিনিট থেকে ৩টে ৫৫ মিনিট পর্যন্ত। এই হামলায় ২০০ থেকে ৩০০ জন নিহত হয়েছে দাবি ভারতের। পাকিস্তান যদিও কোনও হতাহতের কথা স্বীকার করেনি। ভারতের জ

‌আরও তিন দিন থাকবে দুর্যোগ, রাতে ৪৫ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া

Image
এখনই কাটছে না দুর্যোগ। আগামী ৭২ ঘণ্টা থাকবে এই আবহাওয়া। ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগ চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুরু হবে বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। ২৬ তারিখ বৃষ্টির প্রবণতা বাড়বে। সকালের দিকে ঝড়–বৃষ্টি এবং বজ্রপাত হবে। ২৭ তারিখ থেকে বৃষ্টি কমবে। ঝোড়ো হাওয়া থাকবে না। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দফায় দফায়। ২৮ তারিখ থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালি হাওয়া মিশে আবহাওয়ার এই পরিবর্তন। মাত্র ৩০ মিনিটের ব্যবধানে দুটি কালবৈশাখী আছড়ে পড়ে। সোমবার ভোর ৩.‌৫৫ মিনিটে ঘণ্টায় ৪৪ কিলোমিটার বেগে প্রথম কালবৈশাখী আছড়ে পড়ে। এরপর ভোর ৪.‌২৫ মিনিটে ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে দ্বিতীয় কালবৈশাখী ধেয়ে আসে।

‌এবার রেলের রান্নাঘরে খাবার তৈরি সরাসরি দেখতে পাবেন যাত্রীরা

Image
রেলের খাবারের মান নিয়ে অভিযোগের শেষ নেই। কিছুতেই সেই অভিযোগ সামাল দেওয়া যাচ্ছে না। কেটারিং থেকে কর্মী সকলকে খাবারের মান উন্নত করার কড়া বার্তা দিয়েও লাভ হচ্ছে না। অবস্থা সেই একই রকম। মোটা টাকা দাম নিয়ে খাবার মিলছে নিম্নমানের। এই নিয়ে স্টেশনে স্টেশনে যাত্রীদের অভিযোগের শেষ নেই। রাজধানী, শতাব্দীর মতো প্রথম সারির ট্রেনগুলিতেও খাবার নিয়ে অভিযোগ জানাচ্ছেন যাত্রীরা। এই পরিস্থিতি মোকাবিলায় এবং রেলের খাবারের মান নিয়ে যাত্রীদের আশস্ত করতে এবার নয়া পদক্ষেপ করতে চলেছে রেল। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, রেলের রান্নাঘরে খাবার তৈরির লাইভ ভিডিও এবার যাত্রীরাও দেখতে পাবেন। রেলের নিজস্ব পোর্টাল '‌দৃষ্টি'–‌র ড্যাশবোর্ডই থাকবে সেই লাইভ ভিডিও দেখার অপশন। তবে তার আগে এই অ্যাপটি নিজের স্মার্ট ফোনে ডাউনলোড করতে হবে যাত্রীদের। সেখানে একদিকে যেমন ট্রেনের সময়, টিকিট, স্টেশন টিকিট সম্পর্কে যাত্রীদের তথ্য দেওয়া হবে। সেরকমই খাবার তৈরির লাইভ ভিডিও দেখা যাবে। যাত্রীদের কাছে রেলের খাবার নিয়ে বিশ্বাস যোগ্যতা তৈরি করতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। সরাসরি আইআরসিটিসির রান্নাঘরে খাবার তৈরির ভিডিও দ

প্রকাশ্যে এল রেলের নয়া অ্যাপ “ই- দৃষ্টি”

Image
নয়াদিল্লি: রেল নিয়ে মানুষের ক্ষোভ নতুন কিছু নয়। মুহুর্মুহু দুর্ঘটনা থেকে শুরু করে খাবারের পরিমাণ ও গুনগত মান, সময়বিধি এবং গতিবিধির ওপর নিয়ন্ত্রন না থাকা এই সমস্ত কিছুই ভারতীয় রেলকে জনতার ক্ষোভের কাঠগড়ায় তুলেছে। অভিযোগের তীর স্বাভাবিকভাবেই ধেয়ে এসেছে ভারতীয় রেলের ওপর। তাই সাধারণ মানুষের কাছে নিজেদের আস্থা পুনরুদ্ধারে নামল ভারতীয় রেল। ভারতীয় রেলের কর্মকাণ্ড স্বচ্ছ করে আম জনতার সামনে তুলে ধরতে এক নয়া পদক্ষেপ নেওয়া হল। সোমবার " ই- দৃষ্টি " নামে এক নতুন অ্যাপের উদ্বোধন করলেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। এবার রেলের তথ্য পাওয়া আরও সহজ হয়ে গেল মানুষের কাছে। বর্তমানে রেল সম্পর্কিত একাধিক অ্যাপ রয়েছে। কিন্তু "ই- দৃষ্টি" অ্যাপের নজরদারিতে থাকবেন খোদ রেলমন্ত্রী পীযূষ গয়াল।   এই অ্যাপে তিনি নজর রাখবেন- দেশের সমস্ত প্রান্তের ট্রেনের গতিবিধি, সময় বিধি, মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের উপার্জন, মালের লোড-আনলোড, রেলের গুরুতর প্রকল্প গুলির উন্নতির খতিয়ান, সাধারণ মানুষের অভিযোগ, রেল স্টেশনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। রেলের পরিবেশিত খাবারের পরিমাণ ও গুনগত মান সম্পর্কেও প্রায়শই অভিযোগ আসছে। তাই এই বিষ

শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, হেল্পলাইন নম্বরগুলো রেখেছেন তো?

Image
২৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। কাজেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে ততপর শিক্ষা সংসদ। আগেই জানানো পরীক্ষার প্রশ্নফাঁসের মতো অপ্রীতিকর ঘটনা রুখতে পরীক্ষা কেন্দ্রে  "মোবাইল ডিটেকশন  ডিভাইস" সহ থাকবে একাধিক ব্যবস্থা। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া মহুয়া দাস জানান, ''ক্লাসরুমে কোনও পরীক্ষার্থীর থেকে মোবইল ফোন পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে। এমনকি বাতিল করা হবে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন, এর ফলে আর কোনওদিন সে পরীক্ষায় বসার সুযোগ পাবে না।" পাশাপাশি সংসদ সূত্রে জানানো হয়েছে, প্রতিটি ঘরে ৩ জন করে ইনভিজিলেটর থাকবেন ৷ ওই ৩ জনের মধ্যে একজন থাকবেন মোবাইল ইনভিজিলেটর হিসেবে ৷ শুধুমাত্র ভেনু সুপার ভাইজার,সেন্টার ইন চার্জ ও সেন্টার সেক্রেটারির কাছেই ফোন থাকবে।  নিরাপত্তা বাড়াতে পরীক্ষা শুরুর প্রথম ঘণ্টায় কোনও পরীক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাও  শৌচাগারে যেতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে উ

চিটফান্ড মামলায় তদন্ত করতে পারবে একমাত্র সিবিআই, নয়া আর্ডিন্যান্স কেন্দ্রের

Image
চিটফান্ড সংক্রান্ত মামলায় তদন্ত করার আর কোনও অধিকার থাকছে না রাজ্য সরকারের। এখন থেকে চিটফান্ড সংক্রান্ত যাবতীয়  মামলার তদন্ত করবে একমাত্র সিবিআই। ২১ ফেব্রুয়ারি এই মর্মে একটি নতুন অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্র। কী থাকছে নতুন এই আইনে? একঝলকে দেখে নিন- ১) চিটফান্ড সংক্রান্ত যে কোনও অভিযোগ শোনার জন্য নিযুক্ত হবেন সচিব পর্যায়ের এক বা একাধিক আধিকারিক। ২) কাশ্মীর ছাড়া  সারা দেশের যে কোনও জায়গা থেকে অভিযোগ এলেই এই কমিটি তদন্ত করবে। ৩) যে কোনও অভিযুক্তকেই সমন জারি করে ডেকে পাঠানো বা তাঁর ডকুমেন্ট যাচাই করার অধিকার থাকবে কমিটির। ৪) এতদিন বিভিন্ন চিট ফান্ড মামলায় অনেক সময় কোনও কোম্পানির কাছ থেকে লোন নিলে আগে সেই টাকা ফেরত দিতে হত। এক্ষেত্রে আমানতকারীকে টাকা ফেরত দেওয়াই হবে প্রথম এবং প্রধান কাজ। প্রসঙ্গত, ২০১৫ সালে পশ্চিমবঙ্গ সরকার একটি আইন এনেছিল। সেখানে বলা হয়েছিল চিটফান্ড সংক্রান্ত তদন্তের জন্য রাজ্যের অনুমতি প্রয়োজন। কিন্তু, নতুন অর্ডিন্যান্সে এসবের কোনও প্রয়োজন থাকছে না। আইনে স্পষ্ট বলা হয়েছে, চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্ত একমাত্র সিবিআই করতে পারবে। পাশাপাশি, অর্থলগ্নি সংস্থার বিজ্ঞাপনেও

খুন করে দেহে আগুন দিয়েছিল প্রেমিকার বাবা!

Image
মা-বাবার সঙ্গে সায়নী। গ্রেফতার হওয়ার পর। প্রথমে গলা টিপে খুন, তারপর ঝোপের পাশে দেহ ফেলে পেট্রল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া। ভূপতিনগর থানার খানাজাদাপুরের যুবক রঞ্জিত মণ্ডলকে এ ভাবেই খুন করা হয়েছে বলে জানাল পুলিশ। পুলিশের আরও দাবি, রঞ্জিতের প্রেমিকা সায়নী মণ্ডলের বাবা মদনমোহন মণ্ডলই এই খুন করেছে। মদনমোহন সে কথা জেরায় কবুল করেছে বলেও দাবি পুলিশের। পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার ভি সোলেমান নেসাকুমার বলেন, "জিজ্ঞাসাবাদে সায়নীর বাবা মদনমোহন মণ্ডল অপরাধ স্বীকার করেছে। গত ২২ ফেব্রুয়ারি রাতে সে-ই  নিজের বাড়িতে  রঞ্জিতকে প্রথমে গলা টিপে খুন করে। তারপর বাড়ির অন্যদের নিয়ে রঞ্জিতের দেহ ঝোপের পাশে ফেলে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়।'' সায়নী, মদনমোহন-সহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে সায়নীর মা পরী মণ্ডল, ভাই সোমশঙ্কর মণ্ডল এবং রঞ্জিতের দুই বন্ধু পবিত্র সিংহ ওরফে সমীর ও অসিত দাস। সোমবার ধৃতদের কাঁথি আদালতে তোলা হয়।  সায়নী, তার বাবা,  মা এবং  ভাইকে ৫ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। আর রঞ্জিতের দুই বন্ধুকে ১৪  দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। তদন্তকারীরা আগেই জানিয়েছ

১৬ মাসে চাকরি হয়েছে ২ কোটি, দাবি প্রধানমন্ত্রীর

Image
নরেন্দ্র মোদী।  বছরে ২ কোটি নতুন চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু চার বছরে সেই স‌ংখ্যা এর ধারেকাছেও না পৌঁছনোয় এত দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে এসেছেন বিরোধীরা। সেই সমালোচনার মধ্যেই লোকসভা ভোটের মুখে মোদী সরকার দাবি করল, ২০১৭-র সেপ্টেম্বর থেকে ২০১৮-র ডিসেম্বরের মধ্যে অর্থাৎ ১৬ মাসে চাকরি হয়েছে প্রায় ২ কোটি।  ওই সময়ের মধ্যে এমপ্লয়িজ স্টেট ইনশিওরেন্স কর্পোরেশন (ইএসআইসি)-এর বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পে যোগ দিয়েছেন যাঁরা, সেই সংখ্যাকেই এ দিন সামনে এনেছে কেন্দ্রীয় পরিসংখ্যান  দফতর। জানানো হয়েছে, ২০১৭-র সেপ্টেম্বর থেকে পরের ১৬ মাসে ১ কোটি ৯৬ লক্ষ নতুন সদস্য প্রকল্পগুলিতে যোগ দিয়েছেন। তবে সংগঠিত ক্ষেত্রের বাইরেও যে একটা বড় অংশ রয়েছে এবং সেখানকার কর্মসংস্থানের তথ্য ঠিক ভাবে পাওয়া যায় না, আজ সে কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কমিটির প্রধান বিবেক দেবরায়। প্রধানমন্ত্রী মোদীও এ দিন একটি টেলিভিশনের অনুষ্ঠানে বিরোধীদের উদ্দেশে পাল্টা  প্রশ্ন তোলেন, দেশে যখন রেকর্ড আর্থিক বৃদ্ধি হচ্ছে, তখন চাকরি হচ্ছে না, এমন অভিযোগ উঠছে কী করে! তাঁর মন্তব্য, ''পশ্চিমবঙ্

বিমান ছিনতাইকারী অভিনেত্রীর ‘স্বামী’!

Image
মাহদি ওরফে পলাশ ওরফে মাহিবি। নিজস্ব চিত্র রবিবার ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার বিমানে ওঠার আগে ফেসবুকে তার শেষ পোস্ট ছিল— 'ঘৃণা নিঃশ্বাসে প্রশ্বাসে।' পুলিশ জানিয়েছে, যে পিস্তল দিয়ে বিমান ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল, সেটি নেহাতই খেলনা পিস্তল। কম্যান্ডোদের গুলিতে নিহত এই ছিনতাইকারীর যে পরিচয় পুলিশ দিয়েছে, তাতে তার নাম মহম্মদ পলাশ আহমেদ। সিট নম্বর ছিল ১৭বি।  কিন্তু পুলিশ পরিচয় জানানোর আগেই পলাশের বাবা পিয়ার জাহান সর্দার সংবাদ মাধ্যমের সামনে ছেলের জন্য ক্ষমা চেয়ে জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুধঘাটা গ্রামে। পলাশ সোনারগাঁয়ের তাহেরপুর মাদ্রাসা থেকে দাখিল পাশ করে সোনারগাঁ ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে আর পড়াশোনা করেনি। সে প্রায়ই বিদেশে যেত। তার বাবার কথায়, ''পলাশ অবাধ্য সন্তান। তার দেহ নেব না।'' বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, মিথ্যা নাম ও পরিচয় দিয়ে সুন্দরী ও বিত্তবান পরিবারের মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি ছিল পলাশের নেশা। পলাশ ছাড়া মাহদি নামেও নিজের পরিচয় দিত। আবার মাহিবি জাহান নাম নিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট সে চালাত, যাতে নিজের শেষ পোস্টট

পাকিস্তানকে নির্বাসিত করা সহজ নয়, মত সৌরভের

Image
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে একঘরে করে তোলার প্রয়াস কি সত্যিই নিতে পারে ভারত? সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ড প্রশাসকদের প্রধান বিনোদ রাই এমন ইচ্ছার কথা বললেও নানা প্রশ্ন উঠছে এ নিয়ে। স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি কয়েক দিন আগে নিজেই বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করুক ভারত, তিনিও নিশ্চিত নন।  সৌরভ সোমবার একটি চ্যানেলে বলেছেন, ''দ্বিপাক্ষিক সিরিজে ভারত খেলে না পাকিস্তানের সঙ্গে। শেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে ২০০৬ সালে। কিন্তু পাকিস্তানকে বিশ্বকাপ বা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করার প্রয়াস কতটা সফল হবে, তা নিয়ে আমার সন্দেহ আছে। এটা খুব বড় একটা ব্যাপার।'' শুটিং বিশ্বকাপে পাকিস্তানের দুই খেলোয়াড়কে ভিসা না দিয়ে উল্টে ভারতই যে বিপাকে পড়েছে, সেই কথা মনে করিয়ে দিচ্ছেন সৌরভ। পাকিস্তানের দুই খেলোয়াড়কে ভিসা না দেওয়ায় ভবিষ্যতে অলিম্পিক্স কমিটির আওতায় থাকা যে কোনও খেলা আয়োজনের ক্ষেত্রেই সমস্যায় পড়ে গিয়েছে ভারত। কোনও অলিম্পিক খেলার বিশ্বমানের ইভেন্টই আর আয়োজন করার দায়িত্ব ভারত পাবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সৌরভ বলছেন, ''কোনও দেশ দ্বিপাক্

‘দেশে যুদ্ধ লাগিয়ে উনি শান্তি পুরস্কার নিচ্ছেন!’ মোদীকে কটাক্ষ মমতার

Image
দেশে যুদ্ধ লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশে শান্তি পুরস্কার নিচ্ছেন বলে সোমবার মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিন তিনেক আগে দক্ষিণ কোরিয়ার সোলে শান্তি পুরস্কার নিতে গিয়েছিলেন মোদী। সেই ঘটনার কথা উল্লেখ করে নজরুল মঞ্চে দলীয় বৈঠকে মোদীকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী মমতা বলেন, ''দেশে ছায়া-যুদ্ধ চালাচ্ছেন। দেশে যুদ্ধ লাগিয়ে উনি শান্তি পুরস্কার নিচ্ছেন! ভাবখানা এমন যেন শান্তির সুদর্শন চক্র ঘোরাচ্ছেন! এই সব পুরস্কার ব্যবস্থা করে পাওয়া যায়।'' পুলওয়ামা-কাণ্ডের আগাম খবর কেন্দ্রের কাছে থাকা সত্ত্বেও যে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, সেই অভিযোগ ফের তুলে মোদীকে আক্রমণ করেছেন মমতা। একই সঙ্গে ভোটের মুখে 'রক্ত নিয়ে রাজনীতি' করতেই প্রধানমন্ত্রী বিপজ্জনক ভাবে জওয়ানদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন বলে তিনি অভিযোগ করলেন তিনি। মমতার অভিযোগ, ''বায়ুপথে না নিয়ে, রাস্তায় নিরাপত্তা নিশ্ছিদ্র না করে কেন জওয়ানদের ওই দিন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন? ভোটের রাজনীতি করবেন বলে?'' কেন্দ্র সব জেনেও জওয়ানদের নিরাপত্তায় যে কোনও ব্যবস্থা নেয়নি, তার জন্য প্রধানমন্ত্রীকে ফের দোষার