জয় হিন্দ! জঙ্গি ঘাঁটি ধ্বংসের পর বায়ুসেনাকে অভিনন্দন সহবাগ-গম্ভীরের


গম্ভীর ও সহবাগ অভিনন্দন জানালেন ভারতীয় বায়ুসেনাকে।

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশের ঘাঁটি ধ্বংসের জন্য ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানালেন বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়ায় এই দুই জাতীয় ক্রিকেটার প্রশংসা করেছেন বায়ুসেনার।

মঙ্গলবার ভোর সাড়ে তিনটের সময় বায়ুসেনার ১২টি মিরাজ যুদ্ধবিমান পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। বালাকোট, চাকোটি এবং মুজফ্‌রাবাদে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তৈবার ঘাঁটি। পুলওয়ামা কাণ্ডের পরিপ্রেক্ষিতেই এই অভিযান। জইশ আবার হামলার পরিকল্পনা করছিল বলেও জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। 

বায়ুসেনার এই অভিযানকেই টুইটারে অভিনন্দন জানিয়েছেন সহবাগ ও গম্ভীর। সহবাগ লিখেছেন, "ছেলেরা সত্যিই দারুণ খেলেছে।" আর গম্ভীর লিখেছেন, "জয় হিন্দ, আইএএফ।" প্রসঙ্গত, বায়ুসেনার এদিনের অভিযানের পর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচকে আরও অনিশ্চিত দেখাচ্ছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই ব্যাপারে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে বলে জানিয়েছে। ভারত অধিনায়ক বিরাট কোহালিও এই ব্যাপারে সরকার ও বোর্ডের সিদ্ধান্ত মেনে নেবেন বলে মন্তব্য করেছেন।

ভারত পাক সম্পর্কের উত্থান পতন সম্পর্কে আপনি কতটা জানেন?